বিকাল ৪:১১
রবিবার
১৯ শে মে ২০২৪ ইংরেজি
৫ ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
১১ ই জ্বিলকদ ১৪৪৫ হিজরী
spot_img

তারকাদের মধ্যে সেরা করদাতা

২০২০-২১ করবর্ষে সেরা করদাতাদের তালিকা প্রকাশ করা হয়েছে। এবার অভিনয় ও সংগীত বিভাগে ছয়জন তারকাশিল্পী সেরা করদাতার মর্যাদা পেয়েছেন।

বুধবার রাতে প্রকাশিত এক গেজেটে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

অভিনেতা-অভিনেত্রী ক্যাটাগরিতে সেরা করদাতা হয়েছে সুবর্ণা মুস্তাফা, বিদ্যা সিনহা মিম ও বাবুল আহমেদ। আর সংগীতশিল্পী ক্যাটাগরিতে তাহসান খান, এসডি রুবেল ও কুমার বিশ্বজিতের নাম উঠে এসেছে।

২০২০-২১ করবর্ষের সেরা করদাতা হিসেবে ১৪১ ব্যক্তি-প্রতিষ্ঠানের নাম প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মধ্যে এবার ব্যক্তি পর্যায়ে ৭৫ জন, কোম্পানি পর্যায়ে ৫৪ এবং অন্যান্য ক্ষেত্রে ১২টি ট্যাক্সকার্ড প্রাপ্তদের নাম প্রকাশ করা হয়। সম্মাননা হিসেবে তাদের প্রত্যেককে বিশেষ সুবিধার ট্যাক্সকার্ড দেওয়া হবে।

জানা গেছে, আগামী ১০ ডিসেম্বর সেরা করদাতাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

নীতিমালা অনুযায়ী, ট্যাক্স কার্ডধারীদের সরকার বিভিন্ন জাতীয় অনুষ্ঠান এবং সিটি করপোরেশন, পৌরসভাসহ স্থানীয় সরকারের নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ জানাবে। এ ছাড়া সড়ক, বিমান বা জলপথে ভ্রমণে টিকিট পাওয়ার ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবেন। চিকিৎসায় সরকারি হাসপাতালে অগ্রাধিকারসহ নানা সুযোগ পায় এ কার্ডধারী ব্যক্তি ও প্রতিষ্ঠান।

এসএইচ-০৫/১৮/২১ (বিনোদন ডেস্ক)

টেরই পাননি স্ত্রী, ঝুলছিল বাবা-ছেলের লাশ!

একই রুমে ঘুমিয়ে ছিলেন স্বামী-স্ত্রী ও তাদের একমাত্র সন্তান। কিন্তু বাবা-ছেলের লাশ পাওয়া গেল পাশের রুমে। বিষয়টি টেরই পারেননি বলে জানিয়েছেন নিহতের স্ত্রী।

পুলিশের ধারণা, সন্তানকে হত্যার পর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন বাবা। এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নেত্রকোনা পৌরসভার নাগড়া এলাকায়।

বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে আবদুল কাইয়ুম (৩২) ও তার দুই বছরের ছেলে আহনাব শাকিলের মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

আবদুল কাইয়ুম নেত্রকোনায় ওষুধ প্রশাসনে চাকরি করতেন এবং শহরের নাগড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে স্ত্রী-সন্তানসহ বসবাস করতেন।

মৃতের স্ত্রী সালমা আক্তার জানান, নেত্রকোনা পৌরসভার নাগড়া এলাকায় মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন স্মৃতি সড়কের রুহুল আমীনের বাসার চতুর্থ তলায় প্রায় সাত বছর ধরে ভাড়া থাকেন তারা। প্রতিদিনের মতো বুধবার রাতের খাবার খেয়ে রাত ১টার দিকে তারা ঘুমিয়ে পড়েন।

ভোর ৫টায় উঠে পাশের রুমে স্বামী ও সন্তানের ঝুলন্ত মরদেহ দেখতে পান তিনি। পরে তিনি স্বামী ও সন্তানের মরদেহ নামিয়ে ফেলেন। এরপর বাসার দরজা খুলে বিষয়টি এলাকাবাসীকে জানান। ঘটনা শুনে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ মৃত্যুর কারণ জানাতে পারেনি।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল বলেন, ‘প্রাথমিক তদন্তে মনে হচ্ছে,সন্তানকে হত্যার পর ফাঁসিতে ঝুলে আবদুল কাইয়ুম নিজেও আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য দুজনের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

এসএইচ-০৪/১৮/২১ (আঞ্চলিক ডেস্ক)

ব্রিজের নিচে পড়েছিল ৬৬ লাখ টাকা!

লালমনিরহাটে একটি ব্রিজের নিচ থেকে এক হাজার টাকার ৬৬টি বান্ডিল উদ্ধার করেছে পুলিশ। যা সর্বমোট ৬৬ লাখ টাকা। তবে পুলিশের ধারণা, উদ্ধার হওয়া সব টাকাই জাল।

বুধবার দিবাগত রাত সাড়ে ১০টায় শহরের জেলখানা রোডের খোর্দ্দসাপটানা এলাকার একটি ব্রিজের নিচ থেকে ওই টাকা উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, এক ব্যক্তি মাছ ধরতে গিয়ে কিছু ছেড়া টাকা দেখতে পান। এরপর পুলিশকে খবর দেন। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্রিজের নিচ থেকে এক হাজার টাকার ৬৬টি বান্ডিল উদ্ধার করে।

প্রত্যেক বান্ডিলে ১০০টি করে নোট ছিল। টাকাগুলোর পিছনে লেখা ছিল, ‘সাথী সংঘ, লাকী কুপন, ভাগ্য পরিবর্তন।’ ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত সবগুলো টাকার নোট জাল।

এ বিষয়ে ওই এলাকার নিশি রায় (৪৫) নামের এক ব্যক্তি বলেন, ‘আমি উদ্ধারকৃত ভেজা টাকাগুলো নেড়ে দেখেছি। সবগুলোই জাল টাকার নোট। ’

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহা আলম বলেন, ‘আমরা এক হাজার টাকার ৬৬টি বান্ডিল উদ্ধার করেছি। ধারণা করা হচ্ছে, সবগুলোই জাল টাকার নোট।’

এসএইচ-০৩/১৮/২১ (উত্তরাঞ্চল ডেস্ক)

স্থানীয় সরকার নির্বাচনে নিয়ে বিব্রত আওয়ামী লীগ

স্থানীয় সরকার নির্বাচনে নিজেদের মধ্যে হানাহানিতে বিব্রত আওয়ামী লীগ। দলীয় প্রতীকের কারণেই এমন হানাহানি এবং বিদ্রোহ এমনটাই মনে করছে ক্ষমতায় থাকা দলটির নেতৃত্ব।

ফলে এখন দলীয় প্রতীক বাদ দেওয়া চিন্তা করছে তারা। আওয়ামী লীগের যেকোনো সিদ্ধান্তে আপত্তি থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাদ দিলে বিএনপির সমর্থন থাকবে বলে জানা গেছে ।

গত ২৫ অক্টোবরের নির্বাচনী মনোনয়ন বোর্ড সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী ও মনোনয়ন বোর্ডের সদস্য শেখ ফজলুল করিম সেলিম তার নির্বাচনি আসন গোপালগঞ্জ-২ এ ইউনিয়ন পরিষদ নির্বাচন উন্মুক্ত রাখার প্রস্তাব করেন।

তিনি বলেন, একজনকে মনোনয়ন দিলে অন্যজন কষ্ট পান। তাতে সংসদ সদস্য হিসেবে আমার বিব্রত হতে হয়। উন্মুক্ত রাখা হলে এই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হবে না।

চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপে চেয়ারম্যান প্রার্থীদের এরই মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছে আওয়ামী লীগ। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হলেও নৌকার বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছেন আওয়ামী লীগ নেতারাও।

এর বিরুদ্ধে কেন্দ্র থেকে নানা পদক্ষেপ গ্রহণ করা হলেও বিদ্রোহ দমনে ব্যর্থ হচ্ছ দলটি। এই ইস্যুটি মনোনয়ন বোর্ডের সদস্যরা দলীয় সভাপতি শেখ হাসিনার সামনে উপস্থাপন করেন। ওই সভায় বেশ কয়েকজন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতীক না রাখতে পরামর্শ দেন।

এ বিষয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি-না জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, ‘‘এখনও আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। আগামী শুক্রবার আমাদের আরেকটি সভা আছে, সেখানেও এটা নিয়ে আলোচনা হবে। তবে অন্য রাজনৈতিক দলগুলো যদি প্রস্তাব দেয় আমরা আলোচনা করতে পারি। নির্বাচন কমিশন এই আলোচনার উদ্যোগ নিতে পারে।’’

নির্বাচন কমিশনের সচিব হুমায়ুন কবীর খন্দকার বলেন, ‘‘এটা আমাদের এখতিয়ার না। আমাদের কাজ নির্বাচন আয়োজন করা। দলীয় প্রতীক থাকবে কি-না সেটা রাজনৈতিক সিদ্ধান্ত। তাহলে সেটা সংসদে বিল পাশ করাতে হবে। যেটাতে আমাদের এখতিয়ার নেই, সেটা নিয়ে আমরা আপাতত ভাবছি না।’’

বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ  বলেন, ‘‘আমাদের সঙ্গে কী আলোচনা করে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে? তাহলে আমরা কেন প্রস্তাব দেব? আমরা তো এবারের ইউপি নির্বাচনে কোন প্রার্থী দেইনি। তবে আমাদের অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। আওয়ামী লীগ প্রার্থী ঘোষণা না করলেই হয়। তাহলেও পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। কারণ দলীয় প্রতীক দেওয়ার ফলে প্রশাসন ক্ষমতাসীন দলের প্রার্থীকে নির্বাচনে জিতিয়ে দিতে নানা তৎপরতা শুরু করে।’’

এখন পর্যন্ত দুই ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা হানাহানি চাই না।

স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ মনে করেন, শুধু দলীয় প্রতীক বাদ দিলেই পরিস্থিতির উন্নতি হবে না। তিনি বলেন, ‘‘পুরো নির্বাচন ব্যবস্থাতেই আমূল পরিবর্তন করতে হবে। এখন তো নির্বাচন ব্যবস্থাই ভেঙে পড়েছে। এই নির্বাচনে কারা অংশ নিচ্ছে? যার এলাকায় প্রভাব আছে। সংঘাতে কারা জড়াচ্ছে, যারা ওই চেয়ারে বসতে চায়। কারণ যেই ওই চেয়ারে বসবে সেই অর্থসম্পদের মালিক হবে। ফলে শুধু প্রতীকে কিছু যায় আসে না।’’

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাদ দিতে হলে স্থানীয় সরকার বিভাগ থেকে সংসদে বিল তুলতে হবে। এ বিষয়ে কী কোন উদ্যোগ নেওয়া হয়েছে? স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘‘আমাদের কাছে এখনও এমন কোন প্রস্তাবনা আসেনি। তবে সংসদে বিল না তুলেও এটার বাস্তবায়ন করা যায়। রাজনৈতিক দলগুলো দলীয় প্রার্থী ঘোষণা না করলে নির্বাচন কমিশন কোন প্রর্থীকেই দলীয় প্রতীক দিতে পারবে না। রাজনৈতিক দলগুলো একমত হলেই এটা করা সম্ভব।’’

সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘‘এই সঙ্কট এখন শুধু প্রতীকের মধ্যে সীমাবদ্ধ নেই। পুরো নির্বাচন ব্যবস্থাকেই ঢেলে সাজাতে হবে। নির্বাচন কমিশন পুরো প্রক্রিয়াটি নষ্ট করে দিয়েছে। ফলে এখন টাকা উপার্জনের জন্য এই পদগুলো দরকার। যে কারণে হানাহানি অনেক বেশি হচ্ছে।’’

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানও মনে করেন, শুধু দলীয় প্রতীক বাদ দিলে কোন লাভ হবে না। ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘পুরো নির্বাচন প্রক্রিয়াকেই ঢেলে সাজাতে হবে।’’

২০১৫ সালে স্থানীয় সরকার নির্বাচন উন্মুক্তভাবে হওয়ার বিধান বাতিল করে বর্তমান সরকার দলীয় প্রতীকে করার সিদ্ধান্ত নেয়। ২০১৬ সালে পৌরসভা নির্বাচনের মধ্য দিয়ে দলীয় প্রতীকে নির্বাচন শুরু করে মতাসীনরা। এরপর পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যন্ত দলীয় প্রতীক দিয়ে হয়। স্থানীয় সরকার নির্বাচন আইন পরিবর্তন করে নতুন নিয়মে শুরু হয় নির্বাচন। কিন্তু এ নিয়ে প্রথম থেকেই খোদ আওয়ামী লীগের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।

এসএইচ-০২/১৮/২১ (সমীর কুমার দে, ডয়চে ভেলে)

মায়ের বিরুদ্ধে ৫১ মামলা, ছেলে খাটছেন ৩২ বছরের দণ্ড

চুয়াডাঙ্গা শহরের বুদ্ধিমানপাড়া থেকে ৬০ বছর বয়সী শিপ্রা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চুয়াডাঙ্গার বুজরুক গড়গড়ি গ্রামের মৃত বাবুল উদ্দিনের স্ত্রী। গত ৩০ বছরে তার নামে জেলার বিভিন্ন থানায় ৫১টি মামলা দায়ের হয়েছে। সবগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে।

শিপ্রার একমাত্র ছেলে আলী হোসেন মাদকের ১ মামলায় ৩২ বছরের সাজা খাটছেন। এখানেই শেষ নয়, বাবুল উদ্দিনও ছিলেন মাদক চোরাকারবারি। ২০১৫ সালে যখন বাবুল মারা যান তখন তার নামে ১৪টি মাদক মামলা ছিল।

বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন বলেন, গতকাল সন্ধ্যায় শিপ্রা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, শিপ্রার জীবনের অধিকাংশ সময় কেটেছে মাদক চোরাকারবারি করে। ১৯৮২ সালে বাবুলের সঙ্গে শিপ্রার বিয়ে হয়। ১৯৯১ সালের দিকে স্বামীর হাত ধরেই শিপ্রা অপরাধ জগতে আসেন। সীমান্তের ওপাড় থেকে বাবুল মাদক নিয়ে আসতেন, শিপ্রা সেগুলো বিক্রি করতেন। ওই বছরই তার বিরুদ্ধে প্রথম মামলার। তখন থেকে একের পর এক জড়িয়ে পড়তে থাকেন শিপ্রা।

পুলিশের তথ্য অনুযায়ী, শিপ্রা গ্রেপ্তার হয়েছেন ২৮ বার। বিভিন্ন সময় জেলে খেটেছেন প্রায় ১০ বছর।

শিপ্রার বরাত দিয়ে মহসীন আরও বলেন, ২০০০ সালের দিকে জেল থেকে বেড়িয়ে শিপ্রা জানতে পারেন তার ছেলে হোসেনও মাদক চোরাকারবারিতে জড়িয়ে পড়েছেন। সেখান থেকে তিনি আর বের হতে পারেনি।

তার বিরুদ্ধে ৫টি মাদক মামলা হয়। ২০১৪ সালে একটি মাদক মামলায় ৩২ বছরের জেল হয় আলী হোসেনের। বর্তমানে চুয়াডাঙ্গা জেলা কারাগারে আছেন।

বাবুল তার পুরো জীবনে প্রায় ১৪ থেকে ১৫ বছর কারাগারে থেকেছেন। ১১টি মামলা মাথায় নিয়ে ২০১৫ সালে তিনি মারা যান। শিপ্রা জানিয়েছেন, তিনি বহুবার চেষ্টা করেছিলেন মাদক চোরাকারবারি ছেড়ে দিতে কিন্তু পারেননি। মামলা থাকায় কেউ তাকে কাজ দিতে রাজি হননি।

এসএইচ-০১/১৮/২১ (আঞ্চলিক ডেস্ক)

কাঁদতে কাঁদতে প্রিজন ভ্যানে উঠলেন ওসি প্রদীপ

বহুল আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় সপ্তম দফা সাক্ষ্যগ্রহণ শেষে অঝোরে কেঁদেছেন মামলার ২ নম্বর আসামি টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাস।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে আদালতের কার্যক্রম শেষে পুলিশের প্রিজনভ্যানে তোলার সময় তাকে কাঁদতে দেখা যায়।

এ সময় হাতকড়া পরানো ওসি প্রদীপের দুই পাশে ছিলেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর উল গিয়াস ও পরিদর্শক হাফিজুর রহমান।

এর আগে কখনও এভাবে প্রকাশ্যে ওসি প্রদীপক কাঁদতে দেখা যায়নি।

এ বিষয়ে কান্নার রাষ্ট্রপক্ষের আইনজীবী কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম বলেন, আসামি ওসি প্রদীপ হয়তো বুঝতে পেরেছেন শিগগিরই নিজ অপরাধের শাস্তি পেতে যাচ্ছেন। সেই আশঙ্কায় তিনি কাঁদছেন।

এদিকে এ মামলার সপ্তম দফা সাক্ষ্যগ্রহণ শেষে আগামী ২৯ নভেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ মো. ইসমাইলের আদালত।

প্রসঙ্গত, ২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মো. রাশেদ খান। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি (টেকনাফে দুটি, রামুতে একটি) মামলা করে।

পুলিশের মামলায় সিনহার সঙ্গে থাকা সাহেদুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর সিনহা যেখানে ছিলেন, হিমছড়ির নীলিমা রিসোর্টে ঢুকে তার ভিডিও দলের দুই সদস্য শিপ্রা দেবনাথ ও তাহসিন রিফাত নুরকেও আটক করা হয়। পরে নুরকে ছেড়ে দিলেও শিপ্রা ও সিফাতকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। পরে তারা জামিনে মুক্তি পান।

৫ আগস্ট কক্সবাজার আদালতে টেকনাফ থানার বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া তদন্তকেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীসহ নয় পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা করেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। চারটি মামলা তদন্তের দায়িত্ব পায় র‌্যাব।

২০২০ সালের ১৩ ডিসেম্বর ওসি প্রদীপ কুমার দাসসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা ও র‌্যাব-১৫ কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খাইরুল ইসলাম।

এসএইচ-২২/১৭/২১ (আঞ্চলিক ডেস্ক)

সন্তান কোলে নিয়ে তৃতীয় বিয়ে সারলেন

পর্দায় আর এখন তেমন একটা দেখা যায় না নায়িকা পূজা বন্দ্যোপাধ্যায়কে। বেশ কয়েকটি হিট সিনেমা উপহার দিয়েই যেন একেবারে গায়েব হয়ে গেছেন তিনি। তবে এবার বিয়ে করেই খবরে এলেন এ অভিনেত্রী।

অভিনয় কেরিয়ারের শুরুটা মুম্বাইয়ে করলেও, পূজা বন্দ্যোপাধ্যায় কিন্তু মনে-প্রাণে বাঙালি। আর সেই প্রেক্ষিতেই বিয়েতে শাঁখা-পলা, লোহা বাঁধানোও পরতে ভুললেন না অভিনেত্রী। এক বছরের ছেলে কৃশিবকে কোলে নিয়েই ফের বিয়ে করলেন পূজা। না পাত্র পাল্টাননি। বরং স্বামী কুণাল ভার্মাকেই আবার নতুন করে বিয়ে করলেন। পুরোটা বাঙালি মতে। ওই একরত্তিও সাক্ষী থাকল মা-বাবার বিয়ের।

আসলে গত বছর যে তারিখে পূজা-কুণালের বিয়ে ঠিক হয়েছিল, সেই সময়ে অতিমারীর তাণ্ডবে জনসাধারণের জীবন বিপর্যস্ত। তাই বিলাসবহুলভাবে বিয়ে না করে একেবারে ঘরোয়া সাদামাটাভাবেই বিয়েটা সেরেছিলেন। শুধু তাই নয়!

এমনকী পূজা-কুণালের বিয়ের জন্য যে খরচটা তুলে রাখা ছিল, তার গোটাটাই তারকাদম্পতি দান করে দিয়েছিলেন দেশের করোনা রোগীদের চিকিৎসায়। তবে বছর ঘুরতেই পরিস্থিতি খানিক হালকা হয়েছে। জনজীবন স্বাভাবিক হয়েছে। সেইসঙ্গে তারকাদম্পতির জীবনেও এসেছে সন্তান। কিন্তু হাজার হোক ছাদনাতলার স্বপ্নটা তো আর পূরণ হয়নি সেইবার।

এবার এক বছর পর কুণাল ভার্মাকেই আবার বিয়ে করলেন পূজা বন্দ্যোপাধ্যায়। অধিবাস থেকে গায়ে হলুদ সবটাই হলো বাঙালি মতে। অভিনেত্রী খোদ নিজের সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করেছেন বিয়ের ছবি। ইন্ডাস্ট্রির সহকর্মী-বন্ধুরাও শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছেন।

পূজার প্রথম স্বামী অবশ্য অভিনয় জগতের কেউ ছিলেন না। নাম না জানা গেলেও তাঁর পদবি জানা। কারণ ২০১৩ সালে বিচ্ছেদের পর পূজা বন্দ্যোপাধ্যায় হলেও তার আগে পূজা বসু ছিলেন।

প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের কারণ কোনও দিনই জানাননি অভিনেত্রী। তবে একটা বিষয় সবারই জানা। প্রথম বিয়েতে থাকাকালীনই কুণালের প্রেমে পড়েছিলেন পূজা।

পূজার সঙ্গে কুণালের প্রেমে কখনও কোনো ঝগড়া-অশান্তির কথা শোনা যায়নি। তবে প্রেম চলাকালীনই এক সহ অভিনেত্রীকে ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করতে দেখা গিয়েছিল পূজাকে। সেই ছবি নিয়ে জলঘোলাও হয়েছিল। তবে জল্পনা বেশি দূর গড়ায়নি।

পূজা ভারতীয় টেলি অভিনেত্রী। আবার বাংলা সিনেমাতেও অভিনয় করেছেন। তার দ্বিতীয় এবং তৃতীয় বিয়ের পাত্র কুণালও পেশাদার অভিনেতা। হিন্দি ধারাবাহিক ‘তুঝ সঙ্গ প্রীত লগাই সজনা’-য় একসঙ্গে কাজ করেছেন দু’জন।

এসএইচ-২১/১৭/২১ (বিনোদন ডেস্ক)

শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ শুক্রবার

আর মাত্র একদিন পর শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ না হলেও এই চন্দ্রগ্রহণটি প্রায় সাড়ে তিন ঘণ্টা স্থায়ী হবে।

বাংলাদেশে আগামী শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে চন্দ্রগ্রহণ দেখা যাবে। এদিন উপচ্ছায়ায় চাঁদের প্রবেশ ঘটবে দুপুর ১২টার দিকে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশে চন্দ্রোদয়ের পর থেকে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত আংশিকভাবে দেখা যাবে। ওইদিন ঢাকায় বিকেল ৫টা ১৩ মিনিট ৪২ সেকেন্ডে চন্দ্রগ্রহণ শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা ৫ মিনিট ৩০ সেকেন্ডে। ময়মনসিংহে বিকেল ৫টা ১১ মিনিট ৪৭ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা ৩ মিনিট ৪৮ সেকেন্ডে। চট্টগ্রামে বিকেল ৫টা ১০ মিনিট ৩৬ সেকেন্ডে শুরু হয়ে সন্ধ্যা ৬টা ৩ মিনিট ৩৩ সেকেন্ডে শেষ হবে। সিলেটে বিকেল ৫টা ৫ মিনিট ৩৬ সেকেন্ডে শুরু হয়ে বিকেল ৫টা ৫৪ মিনিট ৩০ সেকেন্ডে শেষ হবে। খুলনায় বিকেল ৫টা ৪২ মিনিট ২৪ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা ১১ মিনিট ১৬ সেকেন্ডে।

বরিশালে বিকেল ৫টা ১৫ মিনিট ৩৬ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা ৮ মিনিট ১৮ সেকেন্ডে। রাজশাহীতে সন্ধ্যা ৫টা ১৯ মিনিট ১৮ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা ১০ মিনিট ৬ সেকেন্ডে। রংপুরে বিকেল ৫টা ১৪ মিনিট ৪৮ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা ৬ মিনিটে।

পৃথিবীর সব জায়গা থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না। তবে ইন্টারনেটে দেখা যাবে এই গ্রহণ।

এসএইচ-২০/১৭/২১ (প্রযুক্তি ডেস্ক)

নিম্ন আদালতের ১৫ দিন ছুটি বাতিল

দেশের নিম্ন আদালতের ২০২১ সালের বার্ষিক ছুটি থেকে ১৫ দিন (ডিসেম্বর মাসের ৩০ দিনের মধ্যে) বাতিলের সিদ্ধান্ত হয়েছে। ১৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১৫ দিন নিম্ন আদালতে ছুটি থাকবে। ডিসেম্বরের প্রথম ১৫ দিন আদালত খোলা থাকবে।

বুধবার সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকেল চারটা থেকে প্রায় ৫০ মিনিট এ ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হয়।

ফুলকোর্ট সভায় সুপ্রিম কোর্টের ২০২২ সালের ক্যালেন্ডারের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া সুপ্রিম কোর্টের ভেতরে আইনজীবী ছাড়া অন্য কোনো সংগঠন যেন সমাবেশ, মানববন্ধন করতে না পারে সে বিষয়টি নজরদারিতে রাখতে বলা হয়েছে।

সভা সূত্র জানায়, দুই দিন আগে সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে একটি নারী সংগঠন বিচারক কামরুন্নাহার ইস্যুতে মানববন্ধন করে।

বিষয়টি একজন বিচারপতি ফুলকোর্ট সভায় উপস্থাপন করেন। এর পরিপ্রেক্ষিতে রেজিস্ট্রার জেনারেলকে বলা হয়েছে, ভবিষ্যতে বাইরে থেকে এসে যেন এ ধরনের সমাবেশ বা মানববন্ধন করতে না পারে সে বিষয়ে নজর রাখতে হবে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ফুলকোর্ট সভায় সভাপতিত্ব করেন। আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতি ফুলকোর্ট সভায় অংশ নেন।

এসএইচ-১৯/১৭/২১ (ন্যাশনাল ডেস্ক)

পুরনো নিয়মে নতুন বিশ্বকাপ বাছাই

পুরনো নিয়মে ফিরে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের বাছাই। আগামী ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের নিয়ম তথা বিশ্বকাপ সুপার লিগের পদ্ধতি ২০২৭ সালের বিশ্বকাপে আর থাকবে না। র‍্যাঙ্কিংভিত্তিক অবস্থান এবং বৈশ্বিক বাছাইয়ের মাধ্যমে সেই বিশ্বকাপে খেলার সুযোগ পাবে দেশগুলো।

আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে ১৪টি দল অংশ নেবে। বুধবার আইসিসির বিবৃতি থেকে জানা গেছে, বাছাই-প্রক্রিয়ায় পরিবর্তনের খবর।

তারা জানিয়েছে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত র‍্যাঙ্কিংয়ের সেরা দশে থাকা দলগুলো সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। এছাড়া বাদবাকি দলগুলোকে বাছাইপর্বের বাধা পেরিয়ে আসতে হবে।

এর আগে সবশেষ হওয়া ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়েছিল ১০টি দল। সেবার র‍্যাঙ্কিংয়ের সেরা আটের মধ্যে থাকা দলগুলো সুযোগ পেয়েছিল সরাসরি। বাকি দুটি দলকে বিশ্বকাপ বাছাইপর্ব পেরিয়ে আসতে হয়। তবে তখন এত কম দল নিয়ে টুর্নামেন্ট আয়োজিত হওয়ায় বেশ সমালোচনা হয়েছিল। আর তাই ২০২৭ সাল থেকে আবারও দল বাড়ছে।

তবে আগামী বিশ্বকাপ তথা ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ হবে দশ দলেরই। যদিও সেই বিশ্বকাপের জন্য বাছাই-প্রক্রিয়ায় অনেক বদল এনেছে আইসিসি।

সুপার লিগ নামের নতুন এক প্রক্রিয়া যুক্ত করা হয়েছে। যার মাধ্যমে বছরব্যাপী দ্বিপাক্ষিক সিরিজ থেকে পয়েন্ট যুক্ত হচ্ছে। এ লিগ শেষে স্বাগতিক ভারত ও শীর্ষে থাকা সাতটি দল সরাসরি খেলবে বিশ্বকাপে। বাকি দুটি দল আসবে বাছাইপর্বের টুর্নামেন্ট খেলে।

এদিকে, আইসিসির বুধবারের মিটিংয়ে সংস্থাটির ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলিকে। ভারতীয় কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলের স্থলাভিষিক্ত হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।

২০১২ সালে ক্লাইভ লয়েডের জায়গায় ক্রিকেট কমিটির চেয়ারম্যান হয়েছিলেন কুম্বলে। এরপর ২০১৬ সালে তাকেই পুনর্নিয়োগ দেওয়া হয়। তৃতীয় তথা শেষবার তিন বছরের মেয়াদে পুনরায় নির্বাচিত হন ২০১৯ সালে।

তিন মেয়াদে ৯ বছর ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব সামলানোর পর এবার তার জায়গায় বসতে যাচ্ছেন এক সময়ের সতীর্থ সৌরভ।

এসএইচ-১৮/১৭/২১ (স্পোর্টস ডেস্ক)