রাত ২:৪২
মঙ্গলবার
৭ ই মে ২০২৪ ইংরেজি
২৩ শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
২৮ শে শাওয়াল ১৪৪৫ হিজরী
spot_img

সাবেক অর্থমন্ত্রী মুহিতের মৃত্যু নিয়ে গুজব

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুর গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করেছে একটি মহল।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার মৃত্যুর গুজব ছড়ায় একটি চক্র। পরে পরিবারের সদস্যদের কথা বলে তার মৃত্যুর খবরটি সঠিক নয় বলে জানান সিলেটের আওয়ামী লীগ নেতারা।

কয়েকদিন পর পর এই চক্রটি নানা বিষয়ে গুজব ছড়িয়ে মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়ায় বলে জানা গেছে। এর আগেও আরেকবার ওই চক্রটি আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুর গুজব ছড়িয়েছিল।

এদিকে, শুক্রবার মুহিতের পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের জানানো হয়েছে তিনি বাসায় আছেন এবং সুস্থ রয়েছেন।

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে নিয়ে যারা ফেসবুকে গুজব ছড়াচ্ছেন সেসব বিষয় খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব ব্যক্তিদের ফেসবুক তদারকি করা হচ্ছে বলে সূত্র জানায়।

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ব্যক্তিগত সহকারী কিশোর ভট্ট্যাচর্য জনি জানান, ‘কয়েকদিন পর পর স্যারকে নিয়ে ফেসবুকে অপপ্রচার চালায় একটি চক্র। এর পেছনে কি রহস্য রয়েছে তা আমাদের জানা নেই। স্যার বাসায় আছেন এবং সুস্থ রয়েছেন। যারা এরকম অপপ্রচার চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত’।

এসএইচ-১৭/১২/২১ (আঞ্চলিক ডেস্ক)

গালে চড় মারার জন্য কর্মী নিয়োগ!

কখনও শুনেছেন শুধুমাত্র থাপ্পড় মারার জন্য কোনো সংস্থা কর্মী নিয়োগ করছে! এর আগে কোথাও এমন অদ্ভুত নিয়োগের কথা শোনা যায়নি। অবিশ্বাস্য মনে হলেও এমনই করেছেন এক প্রযুক্তি সংস্থার প্রধান কর্মকর্তা।

ভারতীয় বংশোদ্ভূত মণীশ শেঠি একটি প্রযুক্তি সংস্থার সিইও। ফেসবুকের আসক্তি কাটিয়ে কাজে মগ্ন থাকতে চাইতেন তিনি।

২০১২ সালে তিনি উপলব্ধি করেন, ফেসবুকে অতিরিক্ত সময় কাটানোয় তার কাজের গতি কমে যাচ্ছে। এই সমস্যা থেকে মুক্তি পেতে উপায় খুঁজছিলেন মণীশ।

শেষমেশ ঠিক করেন ফেসবুক থেকে বিরত রাখতে কর্মী ভাড়া করবেন। করলেনও তাই।

ফেসবুকে মণীশ লেখেন, ‘ক্রেগসলিস্ট থেকে এক নারীকে ভাড়া করেছি। যত বার আমি ফেসবুক ব্যবহার করব, তত বার আমাকে থাপ্পড় মেরে সচেতন করবেন। এতে কাজের গতিও বাড়বে। আর ফেসবুকে আসক্তিও কমবে।

মণীশ আরও জানিয়েছেন, থাপ্পড় মারার জন্য ওই নারীকে ঘণ্টায় ৮ ডলার দিতেন। এবং ফলস্বরূপ দেখা যায় কয়েক দিনের মধ্যেই তার কাজ রকেটের গতিতে এগিয়েছে।

সম্প্রতি ফেসবুকে তার সেই অদ্ভুত নিয়োগের কথা প্রকাশ্যে এনেছেন মণীশ। কাজের প্রতি তার নিষ্ঠা এবং কাজকে অগ্রাধিকার দিতে, ফেসবুককে ধারেকাছে ঘেঁষতে না দেওয়ার যে প্রচেষ্টা তাতে মুগ্ধ হয়েছেন স্পেসএক্স এবং টেসলা’র সিইও ইলন মাস্ক।

এসএইচ-১৬/১২/২১ (অনলাইন ডেস্ক)

পুলিশের ‘পা ধরে’ কান্না করা সেই প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত

পুলিশের পা ধরে কান্নায় ভেঙে পড়া স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৮ হাজার ৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান নৌকার প্রার্থী আবু সাইদ জোয়ারদার পেয়েছেন ৭ হাজার ৭২ ভোট।

দ্বিতীয় ধাপে জেলার ৭টি ইউপি নির্বাচনে তিনিই একমাত্র স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন। অন্য ৬টি ইউনিয়নে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থীরা।

জানা যায়, গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুপুরে হঠাৎ করেই গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষে প্রকাশ্যে নৌকার সিল মারাকে কেন্দ্র করে গন্ডগোল হয়। প্রতিবাদ জানাতে গিয়ে লাঞ্ছিত হন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাবিুবর রহমান। তিনি ছিলেন বিএনপি’র সমর্থক। তার মার্কা আনারস। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাব ও পুলিশ ঘটনাস্থলে হাজির হলে পুলিশের পা ধরে কান্নায় ভেঙে পড়েন হাবিবুর রহমান।

তিনি অভিযোগ করেন, নৌকার প্রার্থীর ছেলে সজীব ও সাবেক ইউপি সদস্যের ছেলে রয়েল গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭ নম্বর কক্ষে প্রবেশ করে জোর করে নৌকায় সিল মারতে থাকে। এ দৃশ্য দেখে প্রতিবাদ করে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টসহ তার কর্মী-সমর্থকরা। সেখানে হাজির হয়ে প্রতিবাদ জানাতে গিয়ে প্রতিপক্ষের হাতে লাঞ্ছিত হন তিনি। এ অবস্থায় পরিস্থিতি ক্রমান্বয়ে উত্তপ্ত হলে সজীব ও রয়েল সটকে পড়েন।

খবর পেয়ে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার তৌকির র‌্যাব সদস্যদের নিয়ে ছুটে আসেন। এর কিছুক্ষণ পরই সেখানে হাজির হন জেলার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম। এসময় তরিকুল ইসলামের পায়ে হাত দেওয়ার ভঙ্গিমায় বসে ভোট কারচুপির অভিযোগ করে কান্নায় ভেঙে পড়েন স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান। এএসপি তরিকুল ইসলাম এসময় নিরপেক্ষ ভোটের নিশ্চয়তা দিয়ে তাকে শান্ত থাকার পরামর্শ দেন। এ ঘটনার পর থেকে ওই কেন্দ্রে অবস্থান নেয় র‌্যাব ও পুলিশ। পরে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হলে বেসরকারি ফলাফলে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমানকে নির্বাচিত ঘোষণা করা হয়।

হট্টগোলের ওই ঘটনায় স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছিল। কিন্তু দুপুর ১টার দিকে বর্তমান চেয়ারম্যান নৌকার প্রার্থী আবু সাইদ জোয়ারদারের ছেলে সজীব ও তার সহযোগী রয়েল নামের দুই যুবক কেন্দ্রের ৭ নম্বর কক্ষ দখল করে প্রকাশ্যে নৌকার সিল মারতে থাকলে তার লোকজন এতে বাধা দেয়। এতে চরম হট্টগোল শুরু হয়। তারা আমাকেও গলা ধাক্কা দিয়ে লাঞ্ছিত করে। পরে পুলিশ এলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে আমি পুলিশের কাছে কান্নাকাটি করেছি। প্রশাসনের কঠোর ও নিরপেক্ষ ভূমিকায় আল্লাহর অশেষ কৃপায় আমি নির্বাচিত হয়েছি।

অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, হট্টগোলের পর থেকে ঘটনাস্থলে তিনি নিজেই অতিরিক্ত পুলিশসহ অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন।

এসএইচ-১৫/১২/২১ (উত্তরাঞ্চল ডেস্ক)

উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে শনিবার ভোরে উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। মন্টেভিডিওতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৫টায়। এ ম্যাচের আগে লিওনেল মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও তা উড়িয়ে দিয়েছেন কোচ স্ক্যালোনি।

গত মাসে বিশ্বকাপ বাছাইয়ে তিনম্যাচের সুখস্মৃতি এখন ভুলতে পারছেন না ফুটবল সমর্থকরা। প্রথম ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ড্র করে পথ হারালেও পরের দুই ম্যাচে উরুগুয়েকে ৩-০ ও পেরুকে ১-০ গোলে হারায় আলবিসেলেস্তে।

চমৎকার সে যাত্রা ধরে রেখে বিশ্বকাপ বাছাইয়ে টানা তৃতীয় জয়ের লক্ষ্য স্ক্যালোনির দলের। উরুগুয়েকে হারাতে পারলে কাতার বিশ্বকাপের টিকিট বলতে গেলে নিশ্চিতই হয়ে যাবে মেসিদের।

ম্যাচের ভেন্যু উরুগুয়ের রাজধানী মন্টেভিডিও। স্বাগতিকদের বিপক্ষে ম্যাচে বাড়তি চাপ থাকবে। এটা জানেন স্ক্যালোনি। তবে, মেসির ফিট হওয়ার খবরে সে সব চাপ তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন কোচ।

পিএসজির হয়ে খেলার সময় ইনজুরিতে পড়েন মেসি। শঙ্কা ছিল উরুগুয়ে ম্যাচে তার থাকা নিয়ে। তবে, মেসি অনুশীলন করেছেন শেষ দিনেও। তাকে নিয়ে আশাবাদী কোচ লিওনেল স্ক্যালোনি।

স্ক্যালোনি বলেন, মেসি বেশ ফিট হয়ে উঠেছে। সে খেলতে মুখিয়ে আছে। আমরা তাকে কোনো জোর করিনি। সে নিজে থেকেই আগ্রহ প্রকাশ করেছে। ও খেললে ম্যাচে ভালো করাটা আমাদের জন্য আরো সহজ হবে।

গত মাসে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা ও ব্রাজিল দু’দলের কাছেই হারের তিক্ততা আছে উরুগুয়ের। ৯ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে ১-০ গোলের জয়ের পর এখন আর কোন ম্যাচ জিততে পারেনি দ্য স্কাই ব্লু। ম্যাচের আগে তাবারেজের জন্য আরও আছে দুঃসংবাদ। ইনজুরিতে পড়ে খেলতে পারবেন না অভিজ্ঞ এডিনসন কাভানি।

দু’দলের ১৯৪ বারের দেখায় ৮৯ জয় নিয়ে এগিয়ে আছে আর্জেন্টিনা। উরুগুয়ের জয় ৫৯ ম্যাচে। ৪৬টি ম্যাচ হয়েছে ড্র।

উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস আকুনা, রদ্রিগো ডি পল, গুইদো রদ্রিগেজ, জিওভানি লো সেলসো, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ।

এসএইচ-১৪/১২/২১ (স্পোর্টস ডেস্ক)

পদ্মা সেতু: রেললিঙ্ক প্রকল্পে ঢাকাকে বিশেষ গুরুত্ব

পদ্মা সেতুর দুই প্রান্তে রেললিঙ্ক প্রকল্পে রাজধানী ঢাকাকেও যুক্ত করতে কাজ চলছে পুরোদমে। কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা থেকে পদ্মা সেতু অতিক্রম করে সরাসরি রেল চালুর বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী বছরের ডিসেম্বরে কাজ শেষের আশা।

পদ্মা সেতুর রেললিঙ্ক প্রকল্পে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ঢাকাকে। সেতুর দুই প্রান্তে এই রেললিঙ্ক প্রকল্পে রাজধানীকে যুক্ত করে রেল সার্ভিস চালু করা গেলেই প্রকৃত সেবা পাওয়া যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তাই মাওয়া-ভাঙ্গা রেলপথ তৈরির সঙ্গে ঢাকা-মাওয়া রেলপথ অংশও মান ঠিক রেখে সম্পন্ন করতে সারাক্ষণ কাজ চলছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা থেকে মাওয়া অংশের অগ্রগতি এখন প্রায় ৪৫ শতাংশ। আর মাওয়া থেকে ভাঙ্গার অগ্রগতি ৭৩ শতাংশের বেশি। ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার দীর্ঘ এই রেলপথ প্রকল্পের মেয়াদ ২০২৪ সাল পর্যন্ত হলেও ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত রেল নেটওয়ার্ক ২০২২ সালের মধ্যে চালু করার লক্ষ্যে চলছে কর্মযজ্ঞ।

প্রকৌশলী বলেন, স্টেশনের কাজ অনেকটা শেষের পথে। শুধু আমরা সাসপেন্ডেড প্লাটফর্মের ফাউন্ডেশন করছি। ফাউন্ডেশন করে আমাদের পেছনে প্রধান প্লাটফর্মের কাজ শুরু হয়েছে।

রেল সংযোগ সেতুতে পাথরবিহীন রেললাইনসহ তৈরি হচ্ছে অত্যাধুনিক রেল স্টেশনও। দায়িত্বশীলরা জানিয়েছেন, ঢাকা থেকে পদ্মা সেতু অতিক্রম করে সরাসরি রেল চালুর বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে যেন ঢাকা থেকে ভাঙা পর্যন্ত আমরা পরিচালনা করতে পারি, সে অনুযায়ী কাজ চলছে।

এই প্রকল্পের নির্মাণ প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন। নির্মাণ পরামর্শক হিসেবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।

এসএইচ-১৩/১২/২১ (ন্যাশনাল ডেস্ক)

রুয়েটে সমন্বতি ভর্তি পরীক্ষা শনিবার

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়( কুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল অনুষ্ঠিত হবে।

প্রথম বর্ষ সমন্বতি ভর্তি পরীক্ষার অংশ হিসেবে রুয়েট কেন্দ্রে শনিবার ১০ টা থেকে বেলা ১টা ৪৫ পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় রুয়েট কেন্দ্রে সর্বমোট ৯ হাজার ২০০ জন ভর্তিচ্ছু অংশ নেবে।

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সেখ বলেন, “ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষাকে কেন্দ্র করে যেকোনো ধরনের জালিয়াতি রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।”

রুয়েট কেন্দ্রের সদস্য সচিব ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ সেলিম হোসেন জানান,“ এবারের দু’টি গ্রুপের (ক ও খ) অধীনে ১৪টি বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত ‘ক’ গ্রুপে (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) এ মোট ৮ হাজার ১৯২ জন এবং ‘খ’ গ্রুপের (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ) অধীনে সকাল ১০টা থেকে দুপুর ১টা ৪৫ টা পর্যন্ত ১০০৮ জন ভর্তিচ্ছু অংশ নেবে।”

তিনি আরও জানান, “ ‘ক’ গ্রুপে ৫০০ নম্বরের MCQ পদ্ধতিতে পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২ টাপর্যন্ত এবং ‘খ’ গ্রুপে ৫০০ নম্বরের MCQ পরীক্ষা সহ ২০০ নম্বরের অতিরিক্ত মুক্ত হস্ত অংকন পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা ৪৫ পর্যন্ত একটানা অনুষ্ঠিত হবে।

পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীকে উচ্চ মাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড ও ডাউনলোডকৃত সমন্বিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের হার্ডকপি ((Color Print))অবশ্যই সঙ্গে আনতে হবে।

পরীক্ষার হলে অসুদপায় অবলম্বন বা কারো সাথে দুর্ব্যবহার করলে পরীক্ষা বাতিল বলে গন্য হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পরে পরীক্ষার্থীরা হলে প্রবেশ করতে পারবে না এবং পরীক্ষা শুরু হওয়ার পর ১ ঘন্টা অতিবাহিত না হলে পরীক্ষার কক্ষ ত্যাগ করতে পারবে না। পরীক্ষা চলাকালে ক্যালকুলেটর ছাড়া মোবাইল ফোন, জ্যামিতি বক্স, স্কেল, সেট স্কয়ার, কম্পাস ও কোন প্রকার ব্যাগ সহ অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখতে পারবে না।”

এসএইচ-১২/১২/২১ (শিক্ষা ডেস্ক)

আরও দেড় কোটি টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশকে আরও ১ কোটি ৪০ লাখ ডোজ ফাইজারের টিকা উপহার দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশসহ ২৫ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠক শেষে এই ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। কোভ্যাক্সের আওতায় এই টিকা বাংলাদেশকে প্রদান করা হবে।

বৃহস্পতিবার রাতে ‘আরও একটি সুখবর’ শিরোনামে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনকে উদ্ধৃত করে এক বিবৃতিতে নতুন টিকার বিষয়টি জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঞ্চালনায় কোভিড-১৯ বিষয়ে অনলাইন বৈঠকটি অনুষ্ঠিত হয়। এই বৈঠকে আব্দুল মোমেন করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান।

টিকা ছাড়াও বিভিন্ন সময় যুক্তরাষ্ট্র সরকার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি, ডিফেন্স ডিপার্টমেন্ট, স্টেট ডিপার্টমেন্ট এবং যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মাধ্যমে বাংলাদেশকে ১০৫২ কোটি টাকারও বেশি কোভিড-১৯ সংশ্লিষ্ট উন্নয়ন ও মানবিক সহায়তা দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, বৈঠকে দরিদ্র দেশগুলোতে সাশ্রয়ী মূল্যে টিকা উৎপাদনে উন্নত দেশগুলোর সহায়তা দাবি করেছে বাংলাদেশ।

এসএইচ-১১/১২/২১ (ন্যাশনাল ডেস্ক)

বাসে উঠলেই ১৫ টাকা

যাত্রী যত কম দূরত্বেই যাক না কেন, তাকে কমপক্ষে ১৫ টাকা ভাড়া দিতে বাধ্য করছেন বাস পরিচালনাকারীরা। ক্ষেত্রবিশেষে ৩০ টাকাও নেয়া হচ্ছে। অথচ ঢাকাতে সর্বনিম্ন ভাড়া ঠিক করা হয়েছে মিনিবাসের ক্ষেত্রে ৮ টাকা এবং বড় বাসের ক্ষেত্রে ১০ টাকা।

বৃহস্পতিবার গাবতলী, মোহাম্মদপুর, শ্যামলী, ধানমন্ডি, জিগাতলা, সাইন্সল্যাব, শাহবাগ, কাকরাইল, পল্টন, মালিবাগ, রামপুরা, বনশ্রী, বাড্ডা এলাকা ঘুরে দেখা গেছে, মহানগরে মিনিবাসে ছোট দূরত্বেও ১৫ টাকা নেয়া হচ্ছে। কোনো কোনো বড় বাসে সর্বনিম্ন ভাড়া ১০ টাকার পরিবর্তে ৩০ টাকা নেয়ার তথ্য পাওয়া গেছে।

বাড়তি ভাড়া নেয়ার কারণে সুপারভাইজার, কন্ডাক্টরদের সঙ্গে প্রতি স্টপেজেই যাত্রীদের কথা-কাটাকাটি হচ্ছে।

পুনর্নির্ধারিত ভাড়ার তালিকা বাসগুলোতে টাঙিয়ে রাখেনি চালক ও স্টাফরা। এ কারণে কোন দূরত্বের কত ভাড়া তাও বুঝতে পারছেন না যাত্রীরা। ভাড়ার তালিকা না দেখিয়ে যাত্রীদের তা সম্পর্কে অন্ধকারে রেখেই বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে।

এই সর্বনিম্ন ভাড়া নির্ধারণ নিয়েও যাত্রীদের ক্ষোভ রয়েছে। তারা বলছে, আগে যেখানে ৫ টাকায় যাওয়া যেত, নতুন সর্বনিম্ন ভাড়া নির্ধারণের কারণে একই পথ পাড়ি দিতে ১৫ টাকা দিতে হচ্ছে।

বৃহস্পতিবার তরঙ্গ পরিবহনের একটি বাস মোহাম্মদপুর থেকে বনশ্রীর উদ্দেশে ছেড়ে যয়। বাসটি জিগাতলা পার হওয়ার পর সিটি কলেজের পাশ থেকে কয়েকজন যাত্রী ওঠেন। তারা যাবেন শাহবাগ। সিটি কলেজ থেকে শাহবাগ এক কিলোমিটারের কম। অথচ এ দূরত্বে জনপ্রতি ভাড়া দাবি করা হয় ১৫ টাকা করে। যাত্রীরা কিছুতেই ১৫ টাকা করে দিতে রাজি নন।

কন্ডাক্টরের দাবি, জিগাতলার পর তাদের ‘ওয়েবিলের চেক’ (বাসের যাত্রীসংখ্যা গুনতে মালিকদের যাচাই ব্যবস্থা) ঢাকা ক্লাবের সামনে। এর মধ্যে যারা যারা নামবে তাদের ১৫ টাকাই দিতে হবে। এটাই নিয়ম। নয়তো বাড়তি টাকা তাদের পকেট থেকে দিতে হবে।

অন্য যাত্রীরাও এই ভাড়ার প্রতিবাদ করতে থাকেন। একজন বলেন, ‘তোমরা তো ডাকাতি শুরু করছ। ডাবল ভাড়া নিচ্ছ।’

তর্ক শেষে তিন যাত্রীকে ১৫ টাকা করে ভাড়া দিয়েই শাহবাগে নামতে হয়।

একই দৃশ্য দেখা গেছে বৈশাখী পরিবহনে। এই পরিবহনের একটি বাস ধামরাইয়ের বাথুলি বাসস্ট্যান্ড থেকে ছেড়ে নতুনবাজার যায়। বাসটিতে মহাখালী থেকে ওঠেন এনজিও কর্মকর্তা জেসমিন নাহার। যাবেন নতুনবাজার। কিন্তু বাসটি গুলশান যাওয়ার পর বাস সুপারভাইজারের সঙ্গে তর্ক বাধে তার। তিনি ১০ টাকা দিতে চাইলে বাস কন্ডাক্টর রফিকুল ইসলাম জানান, ভাড়া ১৫ টাকা। কোনোমতেই যাত্রী ১৫ টাকা ভাড়া দেবেন না।

এই প্রতিবেদককে জেসমিন নাহার বলেন, ‘মহাখালী থেকে নতুন বাজার ভাড়া ৯ টাকা হওয়ার কথা কিন্তু তারা নিচ্ছে ১৫ টাকা। আমরা তো এখন হিসাব করেই ভাড়া দিতে চাই। আমি সরকারি রেটে ভাড়া দেব। কিন্তু উনি নিচ্ছেন না।’

বাড়তি এই ভাড়া নেয়ার ব্যাপারে বৈশাখী পরিবহনের চালক ও কন্ডাক্টর কোনো সদুত্তর দিতে পারেননি। সরকার মহানগরীতে বড় বাসের জন্য সর্বনিম্ন ভাড়া ১০ টাকা নির্ধারণ করে দিয়েছে। তা না নিয়ে আরও ৫ টাকা বেশি নেয়ার কারণ হিসেবে ওয়েবিলকে দায়ী করেন চালক ও কন্ডাক্টর। তারা বলছেন, এর কম ভাড়া নেয়ার সুযোগ তাদের নেই।

সরকার নির্ধারিত ভাড়ার থেকেও বেশি ভাড়া নেয়ার অভিযোগ জানিয়েছেন যাত্রীরা। মিরপুর-১ আনসার ক্যাম্প থেকে সদরঘাট সড়কে চলাচল করে হিমাচল পরিবহনের এফআর মোটরস। এই পরিবহনটি শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ায় তাদের সর্বনিম্ন ভাড়া ৩০ টাকা। আর এক ওয়েবিল স্টপেজ থেকে আরেক স্টপেজ পর্যন্ত ভাড়া ৫০ টাকা। এর মধ্যে একজন যাত্রী যেখানেই নামুক তাকে ৫০ টাকা দিতে হবে।

পরিবহনটির ওয়েবিল চেকার ইসমাইল বলেন, ‘আমাদের আগে সর্বনিম্ন ভাড়া ছিল ২০ টাকা। এখন হইছে ৩০ টাকা। আর আমাদের ভাড়া কত হবে তা সরকার নির্ধারণ করে দেয় নাই।’

শীতাতপ নিয়ন্ত্রিত সার্ভিস হওয়ায় তাদের সাধারণ বাসের তুলনায় বেশি ডিজেল খরচ হয় বলে জানান তিনি।

বাড়তি ভাড়া আদায় বন্ধে গত বুধবার থেকে মাঠে রয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), জেলা প্রশাসন ও মেট্রোপলিটন পুলিশ। পুনর্নির্ধারিত ভাড়ার চেয়েও বেশি টাকা নেয়ার অভিযোগে বৃহস্পতিবার ৩৩৬টি বাসকে জরিমানা করেছে বিআরটিএ।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এই অভিযান পরিচালনা করেন। এ সময় তারা ৩ লাখ ৫৮ হাজার টাকা জরিমানাও আদায় করেন।

বাড়তি ভাড়া আদায় ও পরিবহনে নৈরাজ্য বন্ধে বিআরটিএ এবং অন্যান্য সংস্থার এই ভ্রাম্যমান আদালত ও তদারকি চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে কত দিন চলবে তা জানাতে পারেননি তারা।

এসএইচ-১০/১২/২১ (অনলাইন ডেস্ক)

বাদ পড়তেই বাংলাদেশের পথে পাকিস্তান

আগেই জানা, বিশ্বকাপের পরপরই বাংলাদেশের মাটিতে তিন টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসবে পাকিস্তান ক্রিকেট দল। তাদের আশা ছিল ফাইনাল খেলার। সেই মোতাবেক ফাইনালের পরই বাংলাদেশে আসার কথা ছিল বাবর আজমের দলের।

কিন্তু বৃহস্পতিবার রাতে সেমিফাইনালেই থেমে গেছে পাকিস্তানের বিশ্বকাপ যাত্রা। অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটের হারে বিদায়ঘণ্টা বেজে গেছে ২০০৯ সালের চ্যাম্পিয়নদের। আর বাদ পড়ার পরদিনই বাংলাদেশের পথে উড়াল দিচ্ছে পাকিস্তানের টি-টোয়েন্টি দল।

আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি। এর এক সপ্তাহ আগেই শুক্রবার মধ্যরাতে দুবাই থেকে বাংলাদেশে উদ্দেশে রওনা করবে পাকিস্তান। খবরটি জানাচ্ছে পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিবৃতির বরাত দিয়ে জিও নিউজ তাদের প্রতিবেদনে জানিয়েছে, দলের অধিনায়ক বাবর আজম ও অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক বাংলাদেশে আসবেন ১৬ নভেম্বর। তবে স্কোয়াডের বাকি খেলোয়াড়রা শুক্রবার মধ্যরাতের ফ্লাইটেই আসছেন বাংলাদেশে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সূত্র জানিয়েছে, শনিবার বাংলাদেশ সময় সকাল ৮টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে পাকিস্তান দলকে বহনকারী বিমান। বাংলাদেশে পৌঁছে তাদের রুম কোয়ারেন্টাইন করতে হবে না। করোনা পরীক্ষায় নেগেটিভ হলেই ঢুকতে পারবেন জৈব সুরক্ষা বলয়ে।

টি-টোয়েন্টি সিরিজের জন্য এরই মধ্যে ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যেখানে বিশ্বকাপ দলের শুধুমাত্র মোহাম্মদ হাফিজকে রাখা হয়নি। তার জায়গায় আনা হয়েছে আরেক অলরাউন্ডার ইফতিখার আহমেদকে। টেস্ট সিরিজের স্কোয়াড পরে ঘোষণা করবে পাকিস্তান।

চলতি বিশ্বকাপের মতো বাংলাদেশ সফরেও ভারপ্রাপ্ত হেড কোচের দায়িত্ব পালন করবেন সাকলাইন মুশতাক। তবে ব্যাটিং পরামর্শক হিসেবে দলের সঙ্গে আসবেন না বিশ্বকাপে দায়িত্ব পালন করা ম্যাথু হেইডেন।

বাংলাদেশ সফরে পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলি, ফাখর জামান, হায়দার আলি, হারিস রউফ, হাসান আলি, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক, শাহ নেওয়াজ দাহানি ও উসমান কাদির।

এসএইচ-০৯/১২/২১ (স্পোর্টস ডেস্ক)

৮ পুরুষ প্রার্থীকে হারিয়ে তাহমিনার চমক

ভোটযুদ্ধে চেয়ারম্যান পদে এক নারীকে পেছনে ফেলতে নির্বাচনে অংশ নেন আট পুরুষ প্রার্থী। নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চমক দেখালেন। আট পুরুষ প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি।

আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হওয়া এই নারী চেয়ারম্যান টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নের দেওয়ান তাহমিনা হক (নৌকা প্রতীক)। বৃহস্পতিবার রাতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

এই ইউনিয়নে তার প্রতিদ্বন্দ্বী আট প্রার্থী ছিলেন—ইমরান হোসেন (ঘোড়া), এএইচ এম মাসুদুল আলম (অটোরিকশা), এসএম আনিসুর রহমান (মোটরসাইকেল), আতিকুর রহমান (টেবিল ফ্যান), আনিছুর রহমান (টেলিফোন), মো. ইলিয়াছ (লাঙল), খোরশেদ আলম (চশমা) ও বাবুল হোসেন রাজু (আনারস)। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। পরে গণনা শেষে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করেন।

দেওয়ান তাহমিনা হক বলেন, ‘আমি আট পুরুষ প্রার্থীকে পেছনে ফেলে বিজয়ী হয়েছি। আমার সঙ্গে ইউনিয়নের মা-বোনেরা কাজ করেছেন। এ ছাড়া অসংখ্য পুরুষ ভোটাররাও কাজ করেছেন। আমার দলের নেতাকর্মীরা পাশে ছিলেন, এজন্য আমি বিজয়ী হতে পেরেছি। আমি সবার প্রতি কৃজ্ঞতা প্রকাশ করছি।’

দেওয়ান তাহমিনা হক উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি একবার সংরক্ষিত ওয়ার্ডে সদস্য, দুবার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। এই নির্বাচনে অংশ নিতে ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন।

এসএইচ-০৮/১২/২১ (আঞ্চলিক ডেস্ক)