রাত ৩:৫৪
রবিবার
১৯ শে মে ২০২৪ ইংরেজি
৪ ঠা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
১১ ই জ্বিলকদ ১৪৪৫ হিজরী
spot_img

মাধ্যমিকের অ্যাসাইনমেন্ট কার্যক্রম বন্ধ

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এ প্রেক্ষিতে ষষ্ঠ থেকে নবম এবং ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ বেলাল হোসোইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অবগত করা হয়েছে।

এসএইচ-১১/৩০/২১ (শিক্ষা ডেস্ক)

জাতীয় সংসদে প্রবাসীদের জন্য ৩০টি আসন সংরক্ষণের দাবি

জাতীয় সংসদে প্রবাসীদের জন্য ৩০টি আসন সংরক্ষণের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন ঠিকানা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন। এই দাবি আদায়ে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন বলেও জানান তিনি।

সম্প্রতি নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা ভাষার সংবাদপত্র ঠিকানা’র ৩১ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ দাবি জানান তিনি।

ঠিকানা’র ৩১ বছর পূর্তি ও ৩২ বছর পদার্পণ উপলক্ষে নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের মূলধারার জনপ্রতিনিধি, রাজনীতিবিদ এবং সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। করোনা মহামারি কাটিয়ে বিপুল প্রবাসীর উপস্থিতিতে পুনর্মিলনী অনুষ্ঠানটি পরিণত হয় একখণ্ড বাংলাদেশে।

এতে সূচনা বক্তব্য দেন ঠিকানার প্রধান সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট সিনেটের জন ল্যু ও লুইস সেপুলভেদা, অ্যাসেম্বলিম্যান জহরান মমদানি, অ্যাসেম্বলিওমেন জেনিফার রাজকুমার এবং নিউইয়র্ক সিটির নির্বাচনে মেয়র প্রার্থী অ্যান্ড্রু ইয়াং ও ক্যাথরিন গার্সিয়া।

অনুষ্ঠানে করোনার সময় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ঠিকানার পক্ষ থেকে এমন ১৫ জন ব্যক্তি ও সংগঠনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন, ডা. প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ এমডি, ডা. মাসুদুল হাসান, ডা. মোহম্মদ এম আলম এমডি, ডা. ফেরদৌস খন্দকার এমডি, জ্যাকসন হাইটস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি মোহম্মদ আলম নমি এবং আন-নূর কালচারাল সেন্টারের প্রিন্সিপাল মুফতি মোহম্মদ ইসমাইল।

এসএইচ-১০/৩০/২১ (প্রবাস ডেস্ক)

হাসপাতালে ভর্তি নাসিরুদ্দিন শাহ

বলিউডের কিংবদন্তি অভিনেতা নাসিরুদ্দিন শাহকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান এ অভিনেতা। তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিনেতার সহকারীর বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, আপাতত স্থিতিশীল তিনি। চিকিৎসায় সাড়া দিচ্ছেন।

গত দু’দিন ধরে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। পরীক্ষানিরীক্ষার পরে তার ফুসফুসে নিউমোনিয়ার লক্ষণ দেখা গিয়েছে। তার পরেই হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছে পরিবার। বুধবার সকালে সে তথ্য প্রকাশ্যে আসে।

অভিনেতার সহকারী এক জাতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘গত দু’দিন ধরেই তিনি পর্যবেক্ষণে রয়েছেন। আপাতত তিনি স্থিতিশীল, চিকিৎসায় সাড়াও দিচ্ছেন।’

গত বছর করোনার প্রথম ঢেউয়ের সময়ে অভিনেতা ঋষি কাপুর এবং ইরফান খানের মৃত্যুর পরেই আচমকাই নাসিরুদ্দিনের অসুস্থতার ভুয়া খবর ছড়িয়ে পড়ে চারদিকে। নেটমাধ্যম জুড়ে অভিনেতার সুস্থতা কামনা করতে থাকেন অনুরাগীরা।

সেই সময়ে নাসিরুদ্দিনের ছেলে অভিনেতা ভিভান শাহ এই খবরের সত্যতা নিয়ে মুখ খোলেন। জানান, তার বাবা সম্পূর্ণ সুস্থ। নিজের বাগান বাড়িতে স্ত্রী রত্না পাঠক শাহ এবং নাট্যদলের কর্মীদের সঙ্গে সময় কাটাচ্ছেন।

এসএইচ-০৯/৩০/২১ (বিনোদন ডেস্ক)

দেশে করোনায় মৃতের সংখ্যা নিয়ে তথ্যবিভ্রাট !

দেশে

জি. এম. মুরতুজা: সারা দেশে প্রতিদিন করোনা সংক্রমিত হয়ে কতজন মানুষের মৃত্যু হচ্ছে, তা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে যে তথ্য প্রকাশ করা হচ্ছে- এটা আংশিক এবং খন্ডিত। প্রতিদিন করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা আরো অনেক বেশী। উদহারন হিসেবে বলা যেতে পারে- রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডগুলোতে ২৪ ঘণ্টায় (২৮ জুন সকাল ৮টা থেকে মঙ্গলবার ২৯ জুন সকাল ৮টা পর্যন্ত) ২৫ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের সূত্র অনুযায়ী, এই ২৫ জনের মধ্যে করোনা পজিটিভ হিসেবে মৃত্যু হয়েছে ৯ জনের এবং করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৬ জনের। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এই দিন কেবল ৯ জনের মৃত্যুকেই সরকারী তালিকাভূক্ত করা হয়েছে, বাকি ১৬ জনের মৃত্যুকে তালিকাভূক্ত করা হয়নি। অথচ এই ১৬ জন বেশ কয়েকদিন ধরে হাসাপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন এবং তাদের করোনা’র চিকিৎসা দেয়া হচ্ছিল।

এমনভাবে দেশের যেসব হাসপাতালে করোনা চিকিৎসা সেবা দেয়া হচ্ছে, এগুলোতে করোনা পজিটিভ ব্যক্তির মৃত্যুকেই কেবলমাত্র তালিকাভুক্তি করে স্বাস্হ্য অধিদপ্তরের পক্ষ থেকে মৃত্যুর তথ্য প্রকাশ করা হচ্ছে। অথচ এসব হাসপাতালগুলোতে করোনার উপসর্গ নিয়ে মৃত মানুষের সংখ্যা তালিকাভুক্ত করা হলে প্রতিদিন দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ৩০০ ছাড়িয়ে যেত।

এটাতো গেল কেবলমাত্র হাসপাতালের হিসাব। এর বাইরে প্রতিদিন করোনা উপসর্গ নিয়ে আরো অনেক মানুষ এসব হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসছেন। এদের অনেকে হাসপাতালে পৌঁছানোর আগেই পথের মধ্যেই মারা যাচ্ছেন। আবার অনেকে হাসাপাতালে এসে চিকিৎসা সেবা নেয়ার পূর্বেই মৃত্যুবরণ করছেন।

এছাড়া দেশের বিভিন্ন এলাকায় করোনার উপসর্গ নিয়ে প্রতিদিন আরো অনেক মানুষের মৃত্যু হচ্ছে। এই যে করোনা উপসর্গ নিয়ে প্রতিদিন দেশে এত মানুষের মৃত্যু হচ্ছে, তাদের প্রত্যেকের করোনা টেষ্ট করানো হলে অনেকেরই করোনা পজিটিভ রিপোর্ট আসতো। এসব মৃত্যুগুলোকে তালিকাভুক্ত করা হলে দেশে প্রতিদিন ৪০০ জনেরও বেশী মানুষের করোনায় মৃত্যু হিসেবে গণ্য হতো।

সবচেয়ে মারাত্মক বিষয়টি হচ্ছে, যে সব মানুষ করোনার উপসর্গ নিয়ে প্রতিদিন মৃত্যুবরণ করছেন, তাদের মৃত্যুর পর করোনা টেষ্ট করা হচ্ছে না। ফলে এটা জানা সম্ভব হচ্ছে কতজন মৃত ব্যক্তি সত্যিই করোনায় সংক্রমিত ছিল।

এটা জানা সম্ভব হলে, যে সব ব্যক্তি সত্যিই করোনা সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন, তাদের পরিবারের সদস্যগণও করোনা টেষ্ট করিয়ে তাদের স্ট্যাটাস জানতে সক্ষম হতেন। এতে দেশে সত্যিকার অর্থে প্রতিদিন কতজন মানুষ করোনায় সংক্রমিত হচ্ছে তার সঠিক তথ্যটিও জানা সম্ভব হতো।

কাজেই অতি সাধারণ হিসাবে চিন্তা করলে বা বিবেচনা করলে, এটা সুস্পষ্টভাবেই অনুধাবন করা যাচ্ছে যে, স্বাস্হ্য অধিদপ্তরের পক্ষ থেকে প্রতিদিন করোনা সংক্রমিত মৃত মানুষের যে তথ্য প্রকাশ করা হচ্ছে তা খন্ডিত এবং আংশিক। কাজেই হাসপাতালগুলোর উচিত হবে করোনা উপসর্গ নিয়ে যারাই মৃত্যুবরণ করছেন, তাদের প্রত্যেকের করোনা টেষ্ট করানো।

এতে করোনায় মৃত্যুর সঠিক তথ্য জানা সম্ভব হবে। অন্যদিকে করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা যে সব ব্যক্তির করোনা পজিটিভ রিপোর্ট আসবে, তাদের পরিবারের সদস্যরা সচেতন ও সজাগ হওয়ার সুযোগ পাবেন। আমার মনে সরকারের উচিত হবে দ্রুত এই বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনায় নেয়া।

সপ্তাহে তিন দিন ব্যাংক বন্ধ

করোনা ভাইরাস সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে ‌‘কঠোর লকডাউনে’ ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০ টা থেকে দুপুর দেড়টা পরযন্ত।

অন্যান্য আনুষাঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৩টা পর্যন্ত।

প্রতি সপ্তাহে শুক্র, শনি ও রোববার ব্যাংক বন্ধ থাকবে।

বুধবার বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত একটি সার্কুলার সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

এসএইচ-০৮/৩০/২১ (ন্যাশনাল ডেস্ক)

কাল থেকে ফের শুরু প্রথম ডোজের টিকা কার্যক্রম

করোনা সংক্রমণ প্রতিরোধে বৃহস্পতিবার থেকে সারা দেশে আবার প্রথম ডোজের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এ ক্ষেত্রে সিনোফার্মের টিকা দেশের মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা সদর হাসপাতালসহ টিকা কেন্দ্রগুলোতে দেওয়া হবে।

ঢাকার সাতটি কেন্দ্রে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দেওয়া হবে ফাইজারের টিকা। তবে আপাতত অগ্রাধিকারের ভিত্তিতেই সারা দেশে টিকা দেওয়া হবে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়তিম করোনা বুলেটিনে অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক এসব তথ্য জানিয়েছেন।

এসএইচ-০৭/৩০/২১ (ন্যাশনাল ডেস্ক)

বার্সায় মেসির শেষ দিন

বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির চুক্তির মেয়াদ ছিল ৩০ জুন পর্যন্ত। চুক্তি এখনো নবায়ন না হওয়ায় কাতালানদের সঙ্গে বুধবার রাতেই শেষ হচ্ছে মেসির চুক্তি। সে হিসেবে বৃহস্পতিবার থেকে ফ্রিতে মেসিকে পেতে পারবে যে কোনো ক্লাব।

তবে বিষয়টি যতটা সহজে বলা যায়, ততটা সহজ কাজ নয়। কেননা ‍২০২৩ সাল পর্যন্ত বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে একমত হয়েছে মেসি, গণমাধ্যমকে বেশ কয়েকবার এমনটাই জানিয়েছেন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা।

তবে চুক্তি নবায়ন না হওয়ার আগে আজ রাত থেকে মেসি ক্লাবহীন হয়ে পড়বেন। নিয়ম অনুযায়ী তিনি নতুন চুক্তির আগে আর বার্সার খেলোয়াড় হিসেবে থাকছেন না।

কোপা আমেরিকার শিরোপা মিশনে আর্জেন্টিনার হয়ে ব্যস্ত থাকার কারণে চুক্তি নবায়নের সুযোগ পাচ্ছেন না মেসি। কোপা মিশন শেষে বার্সার সঙ্গে তার নতুন চুক্তির বিষয়ে পরিস্কার হওয়া যাবে। তবে তার আগে ক্লাবহীন হয়ে পড়ে থাকবেন এই তারকা ফরোয়ার্ড।

কাতালান ক্লাবটির ইতিহাসের সবচেয়ে সফলতম ফুটবলার মেসি। তাকে যেকোনো মূল্যে ধরে রাখতে নতুন যে প্রস্তাব দিয়ে রেখেছে বার্সা, তাতে এখন পর্যন্ত কিছুই বলেননি মেসি। যে কারণে চুক্তিটাও হয়নি এখনো।

২০০০ সালে মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনায় যোগ দেন আর্জেন্টিনার এই তারকা ফুটবলার। ৩০ জুন রান ১২টায় বার্সার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে মেসির। অথচ নতুন চুক্তির বিষয়ে এখনো বার্সেলোনার পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি।

এসএইচ-০৬/৩০/২১ (স্পোর্টস ডেস্ক)

সাইবার নিরাপত্তা সূচকে দেশের ২৫ ধাপ উন্নতি

আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিউ) আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের ২৫ ধাপ উন্নতি হয়েছে৷ তথ্যটি ‘গ্লোবাল সাইবার সিকিউরিটি ইনডেক্স-২০২০’ প্রকাশ করা হয়েছে৷

বিশ্বের ১৯৪টি দেশের সাইবার নিরাপত্তায় গৃহীত আইনি ব্যবস্থা, প্রযুক্তিগত দক্ষতা, সাংগঠনিক ব্যবস্থা, সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা পরিস্থিতির বিবেচনা করে মঙ্গলবার ‘গ্লোবাল সাইবার সিকিউরিটি ইনডেক্স-২০২০’ প্রকাশ করা হয়েছে৷ তাতে বাংলাদেশ ৮১.২৭ স্কোর পেয়ে ৫৩তম স্থানে উঠে এসেছে৷ আগের বছর এ সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৭৮তম৷

প্রতিবেদনে বলা হয়েছে, “শক্তিশালী সাইবার নিরাপত্তা প্রতিশ্রুতিশীল অবস্থান দেখাতে পেরে বাংলাদেশ, বেনিন, রুয়ান্ডা এবং তানজানিয়ার মতো বেশ কয়েকটি দেশ এগিয়ে এসেছে৷” আইটিউ বলছে, এই দেশগুলো জাতীয় পর্যায়ে সাইবার নিরাপত্তা ইন্ডাস্ট্রি গড়ে তুলেছে, যা সক্ষমতা উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ৷

আইটিউ-এর ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ সূচকে ১০০ স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থায় আছে যুক্তরাষ্ট্র৷ এরপর ৯৯ দশমিক ৫৪ স্কোর নিয়ে যথাক্রমে দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য ও সৌদি আরব৷ এবং ৯৯ দশমিক ৪৮ নম্বর নিয়ে তৃতীয় স্থানে আছে এস্তোনিয়া৷

এশিয়া প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের অবস্থান ১১তম৷ ৯৮.৫২ স্কোর নিয়ে এই অঞ্চলে প্রথম অবস্থানে আছে দক্ষিণ কোরিয়া৷ ভারতের আছে ৪ নম্বরে৷ চীনের অবস্থান ৮ নম্বরে এবং ১৪ নম্বরে অবস্থান পাকিস্তানের৷

বিজিডি ই-গভ সার্ট এর প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ বলেন, “এটা সাইবার নিরাপত্তা বিধানে বাংলাদেশের ধারাবাহিক সক্ষমতারই প্রতিফলন, যা ভবিষ্যতে আরো দক্ষতার সাথে সাইবার হামলা প্রতিহত করতে উৎসাহিত করবে৷’

এসএইচ-০৫/৩০/২১ (প্রযুক্তি ডেস্ক)

বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্পে উৎপাদন শুরু

চীনের ইয়াংসি নদীর উজানে নির্মিত বেইহেতান নামের বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্ল্যান্ট থেকে সোমবার  বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।

তিন দিনের পরীক্ষার পর প্রথম দুটি ১-গিগাওয়াট (জিডব্লিউ) টারবাইনের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এ রকম ছয়টি ইউনিট নিয়ে প্রকল্পটি গঠিত। খবর রয়টার্সের।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারক সিসিটিভির বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে। আগামী জুলাইয়ে এটির নির্মাণকাজ শেষ হওয়ার পর উৎপাদন সক্ষমতার দিক থেকে চীনের তিনটি জর্জেস ড্যামের পরে এটি হবে দ্বিতীয়।

চীনা থ্রি জর্জেস করপোরেশন বেইহেতান নামের জলবিদ্যুৎ প্ল্যান্টটি নির্মাণ করেছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইয়োন্নান ও সিচুয়ানের মাঝের সীমান্তে এই প্ল্যান্টটির অবস্থান।

চিনশা নদীতে বেশ কয়েকটি বাঁধ নির্মাণের পরিকল্পনা করেছে চীন। ইয়াংশি নদীর উজানের অংশে অবস্থিত চিনশা। থ্রি জর্জেস করপোরেশন বলছে, এটি চীনের সবচেয়ে বড় ও সবচেয়ে চ্যালেঞ্জিং প্রকৌশল প্রকল্প ছিল। ২৮৯ মিটার উঁচু বাঁধটি নির্মাণে চার বছর লেগেছে।

চীনের স্থানীয় সংবাদমাধ্যমে এই বাঁধ নিয়ে ব্যাপক প্রচার হয়েছে। এক বিবৃতিতে প্রেসিডেন্ট শি জিংপিং বলেন, একটি বড় প্রকল্প হিসেবে দেশের পশ্চিম-পূর্ব বিদ্যুৎ ট্রান্সমিশন কর্মসূচি বেইহেতান বিশ্বের সবচেয়ে বড় ও কারিগরিভাবে সবচেয়ে কঠিন জলবিদ্যুৎ প্রকল্প।

এসএইচ-০৪/৩০/২১ (আন্তর্জাতিক ডেস্ক)

দাড়ি রাখায় মুসলিম অভিবাসীকে ছুরিকাঘাত

কানাডার অন্টারিওতে বর্ণবিদ্বেষ থেকে একটি পাকিস্তানি পরিবারকে হত্যার পর এবার আরেকটি প্রদেশে এক মুসলিম অভিবাসীকে ছুরিকাঘাত করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের বরাতে ডন জানিয়েছে, শুক্রবার সাসক্যাচুয়ান প্রদেশের সাসকাতুন শহরে অজ্ঞাত দুই হামলাকারী মোহাম্মদ কাশিফ নামের এক ব্যক্তিকে উত্ত্যক্ত ও ছুরিকাঘাত করেছে। আহত অভিবাসী পাকিস্তানি নাগরিক।

স্টারফোনিক্স ডেইলির খবরে বলা হয়, সন্ধ্যায় বাড়িতে ফিরে আসার সময় ৩২ বছর বয়সী কাশিফ আহত হয়েছেন। তার পরনে ঐতিহ্যবাহী মুসলিম পোশাক ছিল।

হামলাকারীরা তার পেছনে ছুরিকাঘাত করার সময় চিৎকার করে বলেন, ‘আপনি কেন এই পোশাক পরেছেন? আপনি এখানে কেন? আপনার দেশে ফিরে যান। আমি মুসলমানদের ঘৃণা করি।’

তারা ওই অভিবাসীকে অবমাননা করে বলেন, কেন আপনি দাড়ি রেখেছেন? এরপর তার দাড়ির একটি অংশ কেটে দিয়েছে। পরে তার বাহুতে ছুরিকাঘাত করে। এতে সেখানে ১৪টি সেলাই করতে হয়েছে।

সাসকাতুন শহরের মেয়র চার্লি ক্লার্ক বলেন, হামলায় ওই অভিবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন। তিনি কষ্ট পেয়েছেন।

যারা শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী ও ইসলামবিদ্বেষ প্রচার করে কিংবা অন্য যে কোনো ধরনের বৈষম্যের ধারক-বাহক, তাদের ব্যাপারে তদন্ত করতে হবে এবং জবাবদিহির আওতায় নিয়ে আসা হবে।

এসএইচ-০৩/৩০/২১ (অনলাইন ডেস্ক)