রাত ২:২৮
মঙ্গলবার
৭ ই মে ২০২৪ ইংরেজি
২৩ শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
২৮ শে শাওয়াল ১৪৪৫ হিজরী
spot_img

হাত পরিষ্কার না করে শরীরের এসব জায়গায় স্পর্শ করবেন না

হাত পরিষ্কার

আমাদের হাত দু’টি সারাক্ষণই ব্যস্ত থাকে কাজ করতে। নিজেকে পরিষ্কার করা থেকে পৃথিবীর প্রায় সব কাজই করি এই হাত দিয়েই।

এতো কাজ করে দিলেও, হাত দু’টি পরিষ্কার না করে শরীরের কিছু জায়গা স্পর্শ করা যাবে না। জায়গাগুলো হচ্ছে-

মুখ

হাত না ধুয়ে মুখে বা ঠোঁটে হাত দেয়া যাবে না। হাতের জীবাণু থেকে নানা ধরনের অসুস্থতা হতে পারে।

চোখ
খুব ভালো করে হাত না ধুয়ে চোখে হাত দেবেন না। চোখ চুলকানো বা কাজল দেয়া, লেন্স পড়া সব ক্ষেত্রেই সতর্ক থাকতে হবে হাত পরিষ্কার করে ধুয়ে নিতে হবে।

নাক, কান

নাক ও কান খুবই স্পর্শকাতর। তাই নাক কানে হাত না দেওয়াই উচিৎ আর কোনো কারণে দিতে হলে অবশ্যই পরিষ্কার করে নিতে হবে।

এছাড়াও মুখের ত্বকে হাত দেয়ার সময়ও লক্ষ্য রাখুন পরিষ্কার তো?

হাত জীবাণুনাশক সাবান দিয়ে পরিষ্কার করুন। আর হাত বার বার ধোয়ার ফলে শুষ্ক হয়ে যেতে পারে। এজন্য নিয়মিত ভালোমানের ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

আরএম-২৬/১০/১১ (লাইফস্টাইল ডেস্ক)

অনেক কাজেই খোঁজ পড়ে

অনেক কাজেই

ঘরের কারো মাথাব্যথা হলে বা কোথাও ব্যথা পেলে প্রথমেই খোঁজ পড়ে ছোট নীল একটি কৌটার। হুম, ঠিক ধরেছেন, কৌটাটি ভিক্সের। শুধু মাথা বা ঘাড়-পা ব্যথায়ই নয়। আরও অনেক কাজেই ভিক্সের ব্যবহার করা যায়।

ভিক্সের কিছু ব্যবহার:

• যাদের ত্বকে ব্রণের সমস্যা রযেছে, ব্রণ থেকে মুক্তি পেতে অনেক কিছুই করা শেষ। এবার মাত্র কয়েকদিন সময় দিন ভিক্সকে। প্রতি রাতে ত্বক পরিষ্কার করে ব্রণের ওপর ভিক্স লাগিয়ে ঘুমিয়ে পড়ুন,সকালে দেখবেন আপনার ব্রণ অনেকটাই সেরে গেছে। এভাবে এক সপ্তাহ ব্যবহার করুন, ব্রণ তো যাবেই সঙ্গে দাগগুলোও দূর হবে।

• মাথা ব্যথার সব সময়ের সহজ সমাধান ভিক্স। মাথাব্যথা হলে মাথার দুই পাশে ভালো করে ভিক্স লাগান, দেখবেন ব্যথা কমে গেছে।

• পোকা কামড় দিলে ক্ষত স্থানে ভিক্স লাগান উপকার পাবেন।

• পা বা পেটের স্ট্রেচ মার্ক একটি বিরক্তিকর সম্যসা, এর থেকে বাঁচতে ভিক্স লাগান।

• ঠাণ্ডা-কাশি থেকেও মুক্তি পেতে কার্যকর ভিক্স।

• ওহ পেটের মেদ কমিয়ে, ফিট ফিগারের জন্যও ব্যবহার করতে পারেন ভিক্স।

ভিক্স লাগানোর সময় খেয়াল রাখবেন যেন চোখ বা মুখের ভেতরে না যায়। আর সাময়িক ব্যথার জন্য ভিক্স ব্যবহার করুন। কিন্তু যদি এটা বেশ কিছুদিন চলতে থাকে বা বেশি ব্যথা হয়, তবে অবশ্যই বিশেজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

আরএম-২৫/১০/১১ (স্বাস্থ্য ডেস্ক)

হবু মায়ের ডায়াবেটিস!

হবু মায়ের

নারীর জীবনের পূর্ণতা আসে মাতৃত্বে। যেদিন থেকে জানা যায় নারীটি মা হতে যাচ্ছেন সেদিন থেকেই শুরু হয় তার নতুন জীবন, নতুন সংগ্রাম। প্রতিদিনই হবু মাকে মুখোমুখি হতে হয় নানা শারীরিক ও মানসিক পরিবর্তনের।

গর্ভকালীন সময়ে অনেকের ডায়াবেটিস হতে পারে। হবু মায়ের ডায়াবেটিস হলে সুস্থ থেকে সুস্থ সন্তান জন্ম দিতে বিশেষজ্ঞদের পরামর্শে, করণীয়গুলো জেনে নিন:

• গর্ভবতী হওয়ার পর থেকে দুই মাস বিরতি দিয়ে শরীরের সুগারের মাত্রা জানতে গ্লুকোজ টেস্ট করতে হবে

• শরীরের ওজন বেশি থাকলে গর্ভকালীন ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ে

• গর্ভকালীন সময়ে অনেকেই সন্তানের পুষ্টির কথা ভেবে অনেক বেশি খাবার খান, এতে ওজন বাড়ে আর ডায়াবেটিসও হতে পারে

• সুস্থ মা ও শিশুর জন্য পুষ্টিকর খাবার যেমন শাক-সবজি, ফল, আঁশযুক্ত খাবার এবং সঙ্গে কম চিনি এবং কম চর্বিযুক্ত খাবার খেতে হবে

• যাদের ডায়াবেটিস হয়েছে তাদের যথেষ্ট ব্যায়াম করতে হবে ও হাঁটতে হবে

• গর্ভকালীন ডায়াবেটিস বেশিরভাগ সময়ই শিশুর জন্মের পর এমনিতেই ভালো হয়ে যায়। তবে পুরো সময়টা সুস্থ থাকতে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরমর্শ নিয়ে চলতে হবে।

আরএম-২৪/১০/১১ (স্বাস্থ্য ডেস্ক)

নিজেই রোগ নির্ণয় করুন

নিজেই রোগ

আমাদের অভ্যাস হচ্ছে শরীর খুব খারাপ না হওয়া পর্যন্ত চিকিৎসকের কাছে না যাওয়া। মাঝে মাঝে শরীর হয়ত একটু খারাপ লাগে, একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে ‍যায়। এই লক্ষণগুলো যে হতে পারে বড় কোনো রোগের পূর্বাভাস এটা চিন্তাও করি না।

সচেতনভাবে উপসর্গগুলো লক্ষ্য করলে নিজেরাই কিছু রোগ সনাক্ত করতে পারি। যেমন:

হৃদরোগ

হৃদরোগের উপসর্গগুলো হলো, বুকে ব্যথা, নাড়ির গতি অস্বাভাবিক বৃদ্ধি, শ্বাস-প্রশ্বাসে অস্বাভাবিকতা শরীরের কিছু কিছু জায়গায় নীল হয়ে যাওয়া, চোখের চারপাশ ফুলে যাওয়া, অস্বাভাবিক হৃদস্পন্দন ইত্যাদি।

ডায়াবেটিস

রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়া হচ্ছে ডায়াবেটিস। বারবার পানির পিপাসা ও মুখ শুকিয়ে যাওয়া, ঘন ঘন প্রস্রাব হওয়া, শরীর দুর্বল লাগা, ওজন কমে যাওয়া, দৃষ্টিশক্তি কমে যাওয়া এবং সকালের প্রথম প্রস্রাব একটি স্বচ্ছ পাত্রে রেখে রোদে দিলে যদি ৪ ঘণ্টার মধ্যে তলানিতে (প্রায় ৭০ ভাগ) জমে, তবে বুঝতে হবে এটি ডায়াবেটিসের লক্ষণ।

জন্ডিস

জন্ডিসের উপসর্গ হচ্ছে শরীর ও চোখ ফ্যাকাসে হলুদ হয়ে যাওয়া, প্রস্রাবের রঙ হলুদ হয়ে যাওয়া, শরীর খুব ক্লান্ত লাগা, খাবারে অরুচি।

গ্যাস্ট্রিক

গলা ও বুক জ্বালাপোড়া, টক টক ঢেঁকুর ওঠা, বমি বমি ভাব, পেটে ব্যথা গ্যাস্ট্রিকের উপসর্গ। সাধারণত সঠিক সময়ে খাবার না খাওয়া, ভেজালযুক্ত খাবার খাওয়ার ফলে গ্যাস্ট্রিক হয়।

উপসর্গগুলো লক্ষ্য করুন, যদি নিয়মিত এর যেকোনোটি হতে থাকে, অপেক্ষা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। সঠিক চিকিৎসা নিয়ে সুস্থ থাকুন।

আরএম-২৩/১০/১১ (স্বাস্থ্য ডেস্ক)

সামনেই বিয়ের মৌসুম, প্রথম দেখা কেমন হবে

সামনেই বিয়ের

শীতের সময়টা বিয়ের মৌসুম, দেখাদেখি পর্ব এরই মধ্যে শুরু হয়েছে নিশ্চয়। প্রথম দেখা করতে যাওয়ার সময় নারীরা বিশেষ এই দিনটি নিয়ে অনেক ভেবেচিন্তে সাজ-পোশাক করেন। স্বপ্নের এই দিনটিতে পুরুষ কীভাবে যাবেন, কি করবেন এটা বরং জেনে নিন, কাজে দেবে:

• এরইমধ্যে আপনি নিশ্চয় বেশ কিছু পোশাক নিয়ে চিন্তা করে ফেলেছেন? নিজেকে স্মার্ট প্রেজেন্টেবল করতে কোনো ছাড় দেওয়া যাবে না। কারণ আজকাল নারীরাও অনেক সচেতন, আপনার রুচি, ব্যক্তিত্বের প্রকাশের জন্য কিন্তু সাজ পোশাক বড় ভূমিকা রাখে

• নিজের বিষয়ে আপনি কতটা সচেতন তা টেবিলের অপর প্রান্তে বসে থাকা তরুণীটি বুঝে যাবে মাত্র এক পলকেই

• জুতা, জুতা! এটা একটা সামান্য জিনিস, পায়ে থাকে, জুতা নিয়ে সচেতন হতে হবে কেন, এটা ভাবছেন? মনে রাখুন মেয়েরা প্রথম নোটিশ করে ছেলেদের জুতার দিকেই

• আপনি অবশ্যই কালি ঠিক আছে এমন জুতা পরবেন এবং পোশাকের সঙ্গে মানিয়ে। যেমন আপনি যদি ফরমাল শার্ট পরেন তবে ফরমাল জুতা পরুন। পাঞ্জাবি পরলে নাগরা বা কলাপুরি। আর জিন্স-টিশার্টের সঙ্গে স্যান্ডেল বা স্নিকার

• পারফিউম ব্যবহারেও যত্নবান হতে হবে। ভালো কোনো ব্র্যান্ডের পারফিউম ব্যবহার করুন। তবে পরিমিত মাত্রায়

• প্রথম দেখায় প্রতিটি পদক্ষেপই নিতে হবে সচেতনভাবে। আপনি কীভাবে হাঁটছেন, বসছেন বা খাচ্ছেন এসব ছোট ছোট বিষয়েও লক্ষ্য রাখুন

• কথা বলার সময় যেন আপনি যে আত্মবিশ্বাসী এটা বোঝা যায়। তবে আপনিই সব জানেন, এটা বোঝানোর প্রয়োজন নেই

• দু’জন কথা বলুন, নিজেদের ভালোলাগা বন্ধু-পরিবার কাজের ক্ষেত্র বিভিন্ন বিষয়ে। যেন আপনার সঙ্গে সময় কাটাতে মেয়েটি অস্বস্তিবোধ না করে।

• প্রথমবার ভালো কোনো রেস্ট্রুরেন্টে দেখা করতে পারেন, এতে দু’জনই কথা বলতে স্বাচ্ছন্দবোধ করবেন

• হালকা খাবার অর্ডার করুন, গল্পের মাঝে মাঝে অল্প করে খান। প্রথম দিনের বিলটাও আপনিই দিন

• কার্ডে বিল দিতে পারলে ভালো অথবা ওয়ালেটে পর্যাপ্ত নতুন টাকা রাখুন।

একজন নতুন মানুষের সঙ্গে নতুন সম্পর্কে যাওয়ার আগে কিছুটা সময় নিন। আর অপর জনকেও আপনার সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিন।

আরএম-২২/১০/১১ (লাইফস্টাইল ডেস্ক)

আ.লীগ কার্যালয়ে জুয়ার আসর, গ্রেফতার ৭ জুয়াড়ি

রাজশাহীতে আওয়ামী লীগের একটি কার্যালয়ে জুয়ার আসর থেকে সাত জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে জেলার পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে এ অভিযান চালানো হয়। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানা পুলিশ এ অভিযান চালায়।

রোববার সকালে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন মতিউর রহমান (৫৩), হারান চন্দ্র দাস (৪২), হাসান আলী (৩৫), জামাল উদ্দিন (৪৮), ইউসুফ আলী (৫০), আমজাদ হোসেন (৪০) ও রাজু হোসেন (৩৪)। এদের মধ্যে হারান হড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সম্পাদক আর মতিউর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি।

পুলিশ জানায়, জেলার পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে জুয়ার আসর বসেছিল। সেখানে অভিযান চালিয়ে সাত জুয়াড়িকে গ্রেফতার করা হয়। জুয়া খেলার সময় হাতেনাতে এই সাতজনকে ধরা করা হয়।

এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ টাকা জব্দ করা হয়। অভিযানের সময় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলীসহ তিনজন পালিয়ে গেছেন।

কাশিয়াডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আলী বলেন, হড়গ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে জুয়ার আসর বসে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলা অবস্থায় সাতজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে থানায় মামলা করে গ্রেফতার দেখানো হয়।

স্থানীয় সূত্র জানায়, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলী দলীয় কার্যালয়ে জুয়ার আসর বসিয়ে কমিশন আদায় করতেন। প্রতিরাতেই বসতো জুয়ার আসর। কিন্তু ভয়ে কেউ এর প্রতিবাদ করার সাহস পেত না। কেউ একজন গোপনে থানায় খবর দিলে এ অভিযান চালায় পুলিশ।

বিএ-০৫/১০-১১ (নিজস্ব প্রতিবেদক)

কুমিল্লায় ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ নিহত ৩

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

রোববার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনার গোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার আলেখারচর এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে ইউসুফ ও নগরীর অশোকতলা এলাকার মকবুল হোসেনের সাত বছরের কন্যা শিশু রবজা।

তবে নিহত অপরজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। আহতরা হলেন- নিহত শিশু রবজার মা হালিমা বেগম (৪৫), কুমিল্লার আদর্শ সদর উপজেলার দৌলতপুর এলাকার আবুল কাশেম (৫০), জসিম উদ্দিন (৪৮), সজিব (২০), সদর দক্ষিণ উপজেলার ধনপুর এলাকার দুলাল মিয়া (৪৫) ও বলরামপুর এলাকার মজনু মিয়া (৫০)।

ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, যাত্রী নিয়ে চান্দিনা থেকে মাইক্রোবাসটি ময়নামতি আসছিল।

পথিমধ্যে মহাসড়কের দেবিদ্বার উপজেলার গোবিন্দপুর স্টেশনে মাইক্রোবাসটি যাত্রী ওঠানোর জন্য থামে। এ সময় পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

সঙ্গে সঙ্গে অপর একটি ট্রাক মাইক্রোবাসকে ধাক্কা দিলে গাড়িটি মহাসড়কের ওপরে উল্টে যায় এবং গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে মাইক্রোবাসটিতে আগুন লেগে যায়।এ সময় আগুনে গাড়ির ভেতরই তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে চান্দিনা ফায়ার সার্ভিস।আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে ও কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএ-০৪/১০-১১ (আঞ্চলিক ডেস্ক)

ঘূর্ণিঝড় বুলবুলের রাতে জন্ম নিলো ‘বুলবুলি’

ঘূর্ণিঝড় বুলবুলের দূর্যোগপূর্ণ রাতে জন্ম নেওয়া এক শিশু কণ্যার নাম রাখা হয়েছে বুলবুলি। মোংলার মিঠাখালী গ্রামে এটিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপকূলীয় এলাকার আশ্রয় কেন্দ্র হনুফা বেগমের কোল আলো করে এ নবজাতক এ শিশু কন্যা বুলবুলি ।

নবজাতকের পিতা বায়জিদ শিকদার জানিয়েছেন, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর নামানুসারে নবজাতক শিশু কন্যার নাম ‘বুলবুলি’ রাখা হয়েছে।

মোংলা উপজেলা নির্বাহী অফিসার মো. রাহাত মান্নান জানান, গর্ভধারিণী হনুফা বেগমের জন্য মোংলা পরিবার পরিকল্পনা অফিস থেকে ধাত্রী এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক পাঠানো হয়েছিলো।

নবজাতক ও তার মা এখন সুস্থ আছেন।এর আগেও বিভিন্ন ঘূর্ণিঝড়ের সময় পৃথিবীতে আসা শিশুর নাম ঘূর্ণিঝড়ের নামে রাখার ঘটনা দেখা গেছে।

২০১৮ সালে ঘূর্ণিঝড় ফণীর দিন খুলনার দাকোপ উপজেলা সদর চালনা পৌরসভাধীন মাসুম সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে আশ্রয় নেওয়া রেশমী বেগমের কোল আলোকিত করে জন্ম হয় ফণী আক্তারের।

প্রসঙ্গত, রোববার ভোর ৫টার দিকে ঘূর্ণিঝড় ‘বুলবুল’সুন্দরবনের কাছে পশ্চিমবঙ্গ-খুলনা উপকূল অতিক্রম করে। এর আগে, ওই এলাকায় ১০ নম্বর মহাবিপদ সংকেত থাকায় শনিবার সাতটি উপকূলীয় জেলা- বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পিরোজপুর, বরগুনা ও ভোলার প্রায় সাত লাথ ৬৪ হাজার মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেন।

বিএ-০৩/১০-১১ (আঞ্চলিক ডেস্ক)

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সোমবারের সব পরীক্ষা স্থগিত

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আয়োজিত সোমবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান তথ্য কর্মকর্তা ফয়জুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে সোমবারের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আয়োজিত সব পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।

জানা গেছে, সোমবার অনার্স দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা হওয়ার কথা ছিল। স্থগিত পরীক্ষাটি কবে আয়োজন হবে সে বিষয়ে জানানো হয়নি।

তবে আগামী ২-৩ দিনের মধ্যে এ পরীক্ষার দিন সময় ঘোষণা করা হবে।

প্রবল ঘূর্ণিঝড় বুলবুলের কারণে শনিবারের (৯ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

বিএ-০২/১০-১১ (শিক্ষা ডেস্ক)

জেএসসি-জেডিসির মঙ্গলবারের পরীক্ষাও পেছানো

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে আগামী মঙ্গলবার (১২ নভেম্বর) নির্ধারণ করা জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও ১৪ নভেম্বরের জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) গণিত পরীক্ষা আবারও পেছানো হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় বুলবুলের কারণে জেএসসি পরীক্ষা আগামী ১২ নভেম্বর ও জেডিসি পরীক্ষা ১৪ নভেম্বর নির্ধারণ করা হয়।

তবে নতুন সময় অনুযায়ী নির্ধারিত ১২ নভেম্বরের জেএসসি পরীক্ষা আগামী ১৪ নভেম্বর সকাল ১০টায় এবং জেডিসি পরীক্ষা আগামী ১৫ নভেম্বর সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

বলা হয়েছে, গত ৯ নভেম্বর জেএসসি ও জেডিসির গণিত পরীক্ষা হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় বুলবুলের কারণে তা পিছিয়ে ১২ নভেম্বর ও ১৪ নভেম্বর নেয়া হয়।

বর্তমানে দেশের বিভিন্ন জেলায় বুলবুলের আঘাতে ঘরবাড়ি, রাস্তা-ঘাট ভেঙে পড়াসহ জনমানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় ১২ নভেম্বরের জেএসসি পরীক্ষা ১৪ নভেম্বর সকাল ১০টায় ও ১৪ নভেম্বরের জেডিসি পরীক্ষা ১৫ নভেম্বর সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

এর আগে সোমবার (১১ নভেম্বর) অনুষ্ঠিতব্য জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়। ওইদিন জেএসসির বিজ্ঞান ও জেডিসির ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। স্থগিত হওয়া জেএসসি পরীক্ষাটি আগামী ১৩ নভেম্বর ও জেডিসি পরীক্ষা ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।

বিএ-০১/১০-১১ (শিক্ষা ডেস্ক)