সন্ধ্যা ৭:০৩
শুক্রবার
২৬ শে এপ্রিল ২০২৪ ইংরেজি
১৩ ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
১৭ ই শাওয়াল ১৪৪৫ হিজরী
spot_img

শিশুকে বাম কোলে রাখলে দ্রুত কথা শিখে

শিশুকে বাম

শিশুকে বাম কোলে রাখলে ভালো। এতে শিশু দ্রুত কথা শিখে এবং মায়ের মস্তিষ্কে সংবেদনশীল প্রতিক্রিয়া সৃষ্টি করে বলে জানিয়েছেন গবেষকরা। কারণ শিশুকে বাম কোলে রাখলে ডান হাত থাকে উন্মু্ক্ত। ফলে অনেক কাজ করতে সুবিধা হয়।

‘জার্নাল অব নিউরোসায়েন্স অ্যান্ড বায়োবিহেইভিয়োরাল’য়ে প্রকাশিত এক গবেষণা থেকে জানা গেছে, অধিকাংশ মানুষ শিশুকে বাম পাশে কোলে নিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। বিষয়টি কাকতালীয় নয়। বরং শিশুকে বাম কোলে রাখলে মায়েদের অন্য কাজ করতে সুবিধে হয়।

জার্মানভিত্তিক এই গবেষণায়, চল্লিশের বেশি গবেষণার ফল পর্যবেক্ষণে দেখা গেছে- ৬৬ থেকে ৭২ শতাংশ মানুষ তাদের সন্তানকে বাম বাহু দিয়ে আগলে রাখে। যারা ডানহাতি তাদের ক্ষেত্রেও বিষয়টি সাধারণ।

বাম হাতে শিশুকে কোলে ধরা হলে ডান হাত খালি থাকে। ফলে নানান কাজ করা যায়। আর ৭০ থেকে ৯৫ শতাংশ মানুষই ডানহাতি। ৭৩ শতাংশ নারী ও ৬৪ শতাংশ পুরুষ শিশুকে বাম কোলে নেন। কারণ পরিসংখ্যান অনুযায়ী, নারীদের তুলনায় পুরুষরা অধিকাংশ ক্ষেত্রেই বাঁহাতি হয়ে থাকেন।

১৯৯৬ সালে করা একটি গবেষণায় দেখা গেছে, শিশুকে দাঁড় করানোভাবে যদি মায়েরা বাম পাশে কোলে নেয়, তবে মায়ের মস্তিষ্কে সংবেদনশীল প্রতিক্রিয়া সৃষ্টি করে। আর শিশুর মস্তিষ্কের ডান দিক তা সংবেদন সৃষ্টি করে, যা শিশুকে কথা বলা শুরু করতে সাহায্য করে।

এ ছাড়া শিশুকে হৃদস্পন্দনের কাছাকাছি রাখতে বাম পাশ কোলে নেয়ার অন্যতম প্রধান কারণ, যা মূলত শিশুর জন্য বেশি আরামদায়ক।

আরএম-১১/০৮/১১ (লাইফস্টাইল ডেস্ক)

রঙ মাখিয়ে মেয়রের চুল কাটলেন বিক্ষোভকারীরা

বলিভিয়ার কোচাম্বাবা রাজ্যের এক মেয়রকে ধরে চুল কেটে দিয়েছেন বিক্ষোভকারীরা। শুধু তাই নয়, তাকে রাস্তায় এনে খালি পায়ে হাঁটিয়ে সারা শরীরে রঙ মাখিয়ে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার রাজ্যের ভিন্টো শহরে এ ঘটনা ঘটে। ওই মেয়রের নাম পেট্রিসিয়া আর্ক। দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল মাস পার্টির নেতা তিনি।

বৃহস্পতিবার বলিভিয়ার কোচাম্বাবা রাজ্যের ছোট শহর ভিন্টোতে একটি ব্রিজ অবরোধ করে রাখে সরকার বিরোধী আন্দোলনকারীরা। এ সময় কাছেই কোথাও প্রেসিডেন্ট ইভো মরালেসের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে দুই আন্দোলনকারী নিহত হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে।

পরে তারা ভিন্টোর মেয়র পেট্রিসিয়া আর্ককে টেনে-হিঁচড়ে রাস্তায় এনে শরীরে রঙ মাখিয়ে দেয়। সেই সঙ্গে জোর করে ধরে তার চুলও কেটে দেয় সরকার বিরোধী আন্দোলনকারীরা। কয়েক ঘণ্টা অপমান-অপদস্থের পর পুলিশ এসে আন্দোলনকারীদের কাছ থেকে তাকে উদ্ধার করে।

গত ২০ অক্টোবর বলিভিয়ায় বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর সরকার সমর্থক ও বিরোধী দলের মধ্যে সংঘর্ষের ঘটনা বেড়েই চলেছে। দুই পক্ষের সংঘর্ষে এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছে।

এসএইচ-০৮/০৮/১৯ (অনলাইন ডেস্ক)

মাত্র ৭ মিনিটে হৃদরোগ ১০ বছর দূরে যাবে

মাত্র ৭ মিনিটে

এত ব্যস্ততা, মানসিক চাপ অস্বাস্থ্যকর জীবনযাপন সব মিলিয়ে আমরা সত্যি একটা অস্থির সময় পার করছি। আর এই অসাবধানতার সুযোগ নিচ্ছে নানা রোগ। যার অন্যতম হৃদরোগ।

তবে সুস্থ থাকতে কে না চায়? আগামী ১০ বছর হৃদরোগের ঝুঁকি এড়াতে চাইলে, আজ থেকে মাত্র ৭ মিনিট নিজেকে দিন।

লিপিড প্রোফাইলকে উন্নত করে ফ্যাট কমিয়ে শরীরকে ফিট রাখার জন্য প্রতিদিন মাত্র ৭ মিনিট তো দেওয়াই যায়। কি বলেন? কিন্তু এত অল্প সময়ে কি করতে হবে তাই ভাবছেন তো?

এজন্য আপনাকে শুধু এই সময়ে সিঁড়ি দিয়ে ওপর নিচ ওঠা-নামা করতে হবে। সম্প্রতি, এক গবেষণা থেকে জানা যায়, সিঁড়ি দিয়ে ওঠা-নামার কারণে মাংস পেশি শিথিল হয় ও রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।

এছাড়াও

• সিঁড়ি দিয়ে ওঠা নামা করলে

• ওজন থাকে নিয়ন্ত্রণে

• মানসিক চাপ কমে

• কোলেস্টেরলের মাত্রা হ্রাস করতে সাহায্য করে

• ভালো ঘুম হয়

• আর্থারাইটিসের ঝুঁকি হ্রাস করে

• মৃত্যুর ঝুঁকি প্রায় ৩৩% হ্রাস করে।

বুঝতেই পারছেন, ঘণ্টার পর ঘণ্টা ভারি ব্যায়াম করার পরিবর্তে একটু সময় দিয়েই কত উপকার পাওয়া যায়। দিনে মাত্র ৭ মিনিট সিঁড়ি দিয়ে ওপর নিচ করুন, দশ বছর ধরে এই রোগগুলো এড়িয়ে চলতে পারবেন।

আরএম-১০/০৮/১১ (স্বাস্থ্য ডেস্ক)

শারীরিক অনুশীলন করার মতোই ‘চুমু’ উপকারী!

শারীরিক অনুশীলন

গভীর ভালোবাসায় প্রিয়জনকে সিক্ত করতে মানুষের মধ্যে চুমুর প্রচলন অনেক দিনের। এই চুমুরও রয়েছে বিভিন্ন ধরন। বাবা-মা ও সন্তানের মধ্যে যে চুমু বিনিময় হয়, এটা একরকম। স্বামী-স্ত্রী ও প্রেমিক-প্রেমিকার মধ্যে চুমু অন্যরকম। এই চুমু অনেক সময় দীর্ঘও হয়ে থাকে। কিন্তু সব সময় তা কি নিরাপদ?এই চুমু খাওয়া শুধু আপনার আকর্ষনবোধ কিংবা আগ্রহই প্রকাশ করে না, বেশি করে চুমু বিনিময়ে শরীরের ওজন কমাতেও কার্যকর ভূমিকা পালন করে।

সাম্প্রতিক এক গবেষণায় প্রকাশিত হয়েছে শুধু মানসিক বিষয়ই নয়, ব্যাপক মাত্রায় শারীরিক বিষয়ের সঙ্গে জড়িত চুমু।

ফিটনেস এক্সপার্ট প্রাচী আগারওয়াল বলেন, ‘শারীরিক অনুশীলন করার মতোই চুমু শরীরে হ্যাপি হরমোন নিঃস্বরণ করে। যা আপনাকে অতিরিক্ত খাওয়া থেকে নিরুৎসাহিত করে এবং আপনার শারীরিক মাপ ঠিক রাখে। এছাড়া চুমুর মাহাত্ম্য নাকি লুকিয়ে রয়েছে আরও অনেক উপকারী দিকে।

মনের বোঝা নামাতে, শারীরিক কষ্ট লাঘব করতে ও হার্টের দেখভাল করতে যে চুমুর একটা ভূমিকা রয়েছে, এ কথা অনেক আগেই বিজ্ঞান প্রমাণ দিয়েছে। কেবল ভালবাসার প্রকাশ বোঝাতেই নয়, চুমুর মাহাত্ম্য নাকি লুকিয়ে রয়েছে আরও অনেক উপকারী দিকে। মনের বোঝা নামাতে, শারীরিক কষ্ট লাঘব করতে ও হার্টের দেখভাল করতে যে চুমুর একটা ভূমিকা রয়েছে, এ কথা অনেক আগেই বিজ্ঞান প্রমাণ দিয়েছে।

তবে এবার আর একটা উপকারী দিকের কথা সামনে আনলেন অস্ট্রেলিয়ার গবেষকরা। লস অ্যাঞ্জেলসের সেক্সোলজিস্ট জাইয়া কিন্সবাক-ও এই গবেষণাকে মান্যতা দিয়েছেন। অস্ট্রেলিয়ার এই গবেষকদের মতে, কেবলমাত্র হার্টবিট ঠিক রাখা বা রক্তচাপকে নিয়ন্ত্রণ করাই নয়, শরীরকে টোনড ও মেদহীন রাখতেও চুমুই অস্ত্র!

তবে এবার আর একটা উপকারী দিকের কথা সামনে আনলেন অস্ট্রেলিয়ার গবেষকরা। লস অ্যাঞ্জেলসের সেক্সোলজিস্ট জাইয়া কিন্সবাক-ও এই গবেষণাকে মান্যতা দিয়েছেন। অস্ট্রেলিয়ার এই গবেষকদের মতে, কেবলমাত্র হার্টবিট ঠিক রাখা বা রক্তচাপকে নিয়ন্ত্রণ করাই নয়, শরীরকে টোনড ও মেদহীন রাখতেও চুমুই অস্ত্র!

জাইয়ার মতে, গাঢ় চুমুর বেলায় মিনিটে ৪-৬ ক্যালোরি পর্যন্ত বার্ন হতে পারে। কতটা আন্তরিকতার সঙ্গে ও কতক্ষণ একটানা চুমু খাচ্ছেন, তার উপর নির্ভর করবে কতটা ক্যালোরি ঝরবে।

জাইয়ার মতে, গাঢ় চুমুর বেলায় মিনিটে ৪-৬ ক্যালোরি পর্যন্ত বার্ন হতে পারে। কতটা আন্তরিকতার সঙ্গে ও কতক্ষণ একটানা চুমু খাচ্ছেন, তার উপর নির্ভর করবে কতটা ক্যালোরি ঝরবে।

ইতিমধ্যেই আমেরিকা ও ইউরোপে ‘সেক্সারসাইজ’ শব্দটি এক্সারসাইজের মতোই জনপ্রিয় হয়েছে। বিভিন্ন গবেষক ও সেক্সোলজিস্টদের মতে, জিমে গিয়ে কয়েক ঘণ্টা শারীরিক কসরত বা ঘড়ি ধরে জগিংয়ে যেটুকু মেদ ঝরাতে পারেন, আন্তরিক ও বাধাহীন যৌনতায় মেদ ঝরে ঠিক ততটাই। চুমু তার অন্যতম কারণ।

ইতিমধ্যেই আমেরিকা ও ইউরোপে ‘সেক্সারসাইজ’ শব্দটি এক্সারসাইজের মতোই জনপ্রিয় হয়েছে। বিভিন্ন গবেষক ও সেক্সোলজিস্টদের মতে, জিমে গিয়ে কয়েক ঘণ্টা শারীরিক কসরত বা ঘড়ি ধরে জগিংয়ে যেটুকু মেদ ঝরাতে পারেন, আন্তরিক ও বাধাহীন যৌনতায় মেদ ঝরে ঠিক ততটাই। চুমু তার অন্যতম কারণ।

নিয়মিত চুমুতে ফিল গুড হরমোনদের ক্ষরণ নিয়মিত থাকে। ফলে, শরীর টোন্ড থাকে। অবাঞ্ছিত মেদ বা ক্যালোরি ঘাঁটি গাড়তে পারে না। বরং অনিয়মের যেটুকু মেদ, তাও গলে যায় সহজেই।

নিয়মিত চুমুতে ফিল গুড হরমোনদের ক্ষরণ নিয়মিত থাকে। ফলে, শরীর টোন্ড থাকে। অবাঞ্ছিত মেদ বা ক্যালোরি ঘাঁটি গাড়তে পারে না। বরং অনিয়মের যেটুকু মেদ, তাও গলে যায় সহজেই।

তা বলে শারীরিক কসরত বাদ দিয়ে কেবল চুমুতে আস্থা রাখছেন না তারা। কারণ, শারীরিক কসরত বা জগিংয়ে কেবল ক্যালোরি ঝরে তা-ই নয়, শরীরকে সক্রিয় রাখতেও কাজে আসে তা। তা বলে শারীরিক কসরত বাদ দিয়ে কেবল চুমুতে আস্থা রাখছেন না তারা। কারণ, শারীরিক কসরত বা জগিংয়ে কেবল ক্যালোরি ঝরে তা-ই নয়, শরীরকে সক্রিয় রাখতেও কাজে আসে তা।

বিজ্ঞানীদের মতে, সারাদিন কাজ ও ব্যস্ততায় যে মানসিক চাপের জন্ম হয়, সেটাই নানা অসুখ ডেকে আনে। সম্পর্ককে সুন্দর রেখে যদি সঙ্গীর সঙ্গে নিভৃতে কিছুটা সময় কাটাতে পারেন, তা হলে সে সব অসুখও ঠেকিয়ে রাখা যায় অনেকটাই। সম্পর্কের উষ্ণতাও যেমন সেখানে থাকে, তেমনই দূরে থাকে উদ্বেগ।

বিজ্ঞানীদের মতে, সারাদিন কাজ ও ব্যস্ততায় যে মানসিক চাপের জন্ম হয়, সেটাই নানা অসুখ ডেকে আনে। সম্পর্ককে সুন্দর রেখে যদি সঙ্গীর সঙ্গে নিভৃতে কিছুটা সময় কাটাতে পারেন, তা হলে সে সব অসুখও ঠেকিয়ে রাখা যায় অনেকটাই। সম্পর্কের উষ্ণতাও যেমন সেখানে থাকে, তেমনই দূরে থাকে উদ্বেগ।

দিনে কতবার চুমুতে ওজন কমানোর প্রতি অনেকটা এগিয়ে থাকা যাবে? বা ক্যালোরি ঝরানোর উদ্দেশে যে চুমু, তার কোনো সময়সীমা আছে কি? সে কথাও কিন্তু জানিয়েছেন গবেষকরা।

দিনে কতবার চুমুতে ওজন কমানোর প্রতি অনেকটা এগিয়ে থাকা যাবে? বা ক্যালোরি ঝরানোর উদ্দেশে যে চুমু, তার কোনো সময়সীমা আছে কি? সে কথাও কিন্তু জানিয়েছেন গবেষকরা। গবেষকদের মতে, দিনে অন্তত ৩-৪ বার চুমুতে মিলবে উপকার। শুধু তা-ই নয়, এমন ভঙ্গিমায় চুমু খেতে হবে, যাতে মুখের পেশীগুলো সক্রিয় হয়।

এদিকে আরেক সমীক্ষায় বেশ কিছু শিকারি নৃগোষ্ঠীর সংস্কৃতি পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা গেছে, তাদের মধ্যে চুমুর প্রচলন নেই এবং এ ধরনের কোনো আকাঙ্ক্ষাও কারও মধ্যে দেখা যায় না। বরং অনেক নৃগোষ্ঠীর মানুষ চুমু খাওয়াকে বিদ্রোহের মনোভাব হিসেবে দেখে। ব্রাজিলের মেহিনাকু নৃগোষ্ঠীর মানুষ চুমু খাওয়াকে ‘অশ্লীল’ মনে করে।

আরএম-০৯/০৮/১১ (লাইফস্টাইল ডেস্ক)

প্রকাশ পেলো নিশো-মেহজাবীনের ‘তুমি আমারই’

প্রকাশ পেলো

বর্তমান সময়ের আলোচিত জুটি আফরান নিশো-মেহজাবীনকে নিয়ে নতুন একটি নাটক নির্মাণ করেছেন ‘বড় ছেলে’খ্যাত পরিচালক মিজানুর রহমান আরিয়ান। ‘তুমি আমারই’ নামের নাটকটি অনলাইনে প্রকাশ পেয়েছে।

লাইভটেক ইউটিউব চ্যানেলে প্রকাশের পর নাটকটি দর্শকমহলে প্রশংসা পাচ্ছে। অনেকে নিশো-মেহজাবীন-আরিয়ান জুটির আলোচিত নাটক ‘ঋণী’ ও ‘বুকের বা পাশে’র পর এটিকে আরেকটি ভালো কাজ হিসেবে দেখছেন।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা আরিয়ান বলেন, প্রকাশের পর থেকে দর্শকদের কাছ থেকে প্রচুর সাড়া পাচ্ছি। ফেসবুকের ইনবক্সে ও বিভিন্ন গ্রুপে প্রশংসা করছেন। আমার সবচেয়ে বেশি দর্শকনন্দিত কাজ ‘ব্যাচ ২৭’, ‘বড় ছেলে’, ‘বুকের বা পাশে’, ‘কথোপকথন’ বানিয়ে যেমন ফিডব্যাক পেয়েছিলাম এর ক্ষেত্রেও তেমনটিই হচ্ছে।

‘তুমি আমারই’ প্রযোজনা করেছে টার্ন প্রোডাকশন। নাটকটিতে ‘তুমি আমারই’ ও ‘কেন কে জানে’ শিরোনামে দু’টি গান রয়েছে। সোমেশ্বর অলির কথায় গানটির কণ্ঠ, সুর ও সংগীত তাহসিন আহমেদ এবং সাজিদ সরকারের।

আরএম-০৮/০৮/১১ (বিনোদন ডেস্ক)

২০১৭-২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা

২০১৭-২০১৮

২০১৭ ও ২০১৮ সালের জন্য জাতীয় চলচ্চিত্র প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয় এটি প্রকাশ করে। এই দুই বছরের শ্রেষ্ঠ চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’ (২০১৭) ও ‘পুত্র’ (২০১৮)। দুই বছরে মোট ২৮টি শাখায় পুরস্কার প্রদান করা হবে। আগামী ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।

২০১৭ সালের আজীবন সম্মাননা পেয়েছেন বর্ষীয়ান অভিনয়শিল্পী এটিএম শামসুজ্জামান ও সালমা বেগম সুজাতা এবং ২০১৮ সালের জন্য পেয়েছেন অভিনেতা প্রবীর মিত্র ও এমএ আলমগীর।

২০১৭ সালের শ্রেষ্ঠ অভিনেতা শ্রেষ্ঠ অভিনেতা যৌথভাবে শাকিব খান (সত্তা) ও আরেফিন শুভ (ঢাকা অ্যাটাক। আর পুত্র সিনেমা দিয়ে ফেরদৌস এবং জান্নাত সিনেমার জন্য সাইমন যৌথভাবে ২০১৮ সালের শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন। অন্যদিকে ২০১৭ সালের শ্রেষ্ঠ অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা (হালদা) ও ২০১৮ সালের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন জয়া আহসান (দেবী)।

২০১৭ সালের আরও যারা বিজয়ী

শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে বিশ্ব আঙ্গিনায় অমর একুশে (বাংলাদেশ টেলিভিশন)। শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালকের পুরস্কার পেয়েছেন বদরুল আনাম সৌদ (গহীন বালুচর)। পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা মোহাম্মাদ শাহাদাৎ হোসেন (গহীন বালুচর)। পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা (গহীন বালুচর)। শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী খল চরিত্রে পুরস্কার পেয়েছেন জাহিদ হাসান (হালদা)। শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী কৌতুক চরিত্রে পুরস্কার পেয়েছেন ফজলুর রহমান বাবু (গহীন বালুচর)।

শ্রেষ্ঠ শিশু শিল্পী পেয়েছেন নাইমুর রহমান আপন (সিটকিনি)। শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার পেয়েছেন অনন্য সামায়েল (আঁখি ও তার বন্ধুরা)। শ্রেষ্ঠ সংগীত পরিচালক পুরস্কার পেয়েছেন এম ফরিদ আহমেদ হাজরা (তুমি রবে নিরবে)। শ্রেষ্ঠ নৃত্য পরিচালক পুরস্কার পেয়েছেন ইভান শাহরিয়ার সোহাগ (ধ্যাত্তেরিকি)।

শ্রেষ্ঠ গায়কের পুরস্কার পেয়েছেন মাহফুজ আনাম জেমস (সত্তা- তোর প্রেমেতে অন্ধ)। শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার পেয়েছেন মমতাজ (সত্তা- না জানি কোন অপরাধে)। শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার পেয়েছেন সেজুল হোসেন (সত্তা-না জানি কোন অপরাধে)। শ্রেষ্ঠ সুরকারের পুরস্কার পেয়েছেন বাপ্পা মজুমদার (সত্তা-না জানি কোন অপরাধে)। শ্রেষ্ঠ কাহিনীকারের পুরস্কার পেয়েছেন আজাদ বুলবুল (হালদা)। শ্রেষ্ঠ চিত্রনাট্যকারের পুরস্কার পেয়েছেন তৌকীর আহমেদ (হালদা)। শ্রেষ্ঠ সংলাপ রচয়িতার পুরস্কার পেয়েছেন বদরুল আনাম সৌদ (গহীন বালুচর)।

শ্রেষ্ঠ সম্পাদকের পুরস্কার পেয়েছেন মোহাম্মাদ কালাম (ঢাকা অ্যাটাক)। শ্রেষ্ঠ শিল্প নির্দেশকের পুরস্কার পেয়েছেন উত্তম কুমার গুহ (গহীন বালুচর)। শ্রেষ্ঠ চিত্রগ্রাহকের পুরস্কার পেয়েছেন কমল চন্দ্র দাশ (গহীন বালুচর)। শ্রেষ্ঠ শব্দগ্রাহকের পুরস্কার পেয়েছেন রিপন নাথ (ঢাকা অ্যাটাক)। শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জার পুরস্কার পেয়েছেন রীতা হোসেন (তুমি রবে নিরবে)। শ্রেষ্ঠ মেকআপম্যানের পুরস্কার পেয়েছেন জাভেদ মিয়া (ঢাকা অ্যাটাক)।

২০১৮ সালের পুরস্কার বিজয়ীরা

শ্রেষ্ঠ স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন গল্প সংক্ষেপ (বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট)। শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন রাজাধিরাজ রাজ্জাক (ফরিদুর রেজা সাগর)। শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক পুরস্কার পেয়েছেন মোস্তাফিজুর রহমান মানিক (জান্নাত)। পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার আলীরাজ (জান্নাত)। শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রের জন্য সুচরিতা (মেঘকন্যা)। শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী খল চরিত্রের পুরস্কার পেয়েছেন সাদেক বাচ্চু (একটি সিনেমার গল্প)। শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী কৌতুক চরিত্রের পুরস্কার পেয়েছেন মোশাররফ করিম (কমলা রকেট), আফজাল শরীফ (পবিত্র ভালোবাসা)। শ্রেষ্ঠ শিশু শিল্পীর পুরস্কার পেয়েছেন ফাহিম মোহতাসিম লাজিম (পুত্র)। শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার পেয়েছেন মাহমুদুর রহমান অনিন্দ্য (মাটির প্রজার দেশে)।

শ্রেষ্ঠ সংগীত পরিচালক পুরস্কার পেয়েছেন ইমন সাহা (জান্নাত)। শ্রেষ্ঠ নৃত্য পরিচালক পুরস্কার পেয়েছেন মাসুম বাবুল (একটি সিনেমার গল্প)। শ্রেষ্ঠ গায়ক পুরস্কার পেয়েছেন নাইমুল ইসলাম রাতুল (পুত্র)। শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার পেয়েছেন সাবিনা ইয়াসমিন (পুত্র) ও আঁখি আলমগীর (একটি সিনেমার গল্প)। শ্রেষ্ঠ গীতিকার পুরস্কার পেয়েছেন কবির বকুল (নায়ক), জুলফিকার রাসেল (পুত্র)। শ্রেষ্ঠ সুরকার পুরস্কার পেয়েছেন রুনা লায়লা (একটি সিনেমার গল্প)।

শ্রেষ্ঠ কাহিনীকার পুরস্কার পেয়েছেন সুদীপ্ত সাঈদ খান (জান্নাত)। শ্রেষ্ঠ চিত্রনাট্যকার পুরস্কার পেয়েছেন সাইফুল ইসলাম মান্নু (পুত্র) । শ্রেষ্ঠ সংলাপ রচয়িতার পুরস্কার পেয়েছেন এম এম হারুণ-অর-রশীদ (পুত্র)। শ্রেষ্ঠ সম্পাদক পুরস্কার পেয়েছেন তারিক হোসেন বিদ্যুৎ (পুত্র)। শ্রেষ্ঠ শিল্প নির্দেশক পুরস্কার পেয়েছেন উত্তম কুমার গুহ (একটি সিনেমার গল্প)। শ্রেষ্ঠ চিত্রগ্রাহক পুরস্কার পেয়েছেন জেড এইচ মিন্টু (পোস্টমাস্টার ৭১)। শ্রেষ্ঠ শব্দগ্রাহক পুরস্কার পেয়েছেন আজম বাবু (পুত্র) । শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জার পুরস্কার পেয়েছেন সাদিয়া শবনম শাহ (পুত্র)। শ্রেষ্ঠ মেকআপম্যানের পুরস্কার পেয়েছেন ফরহাদ রেজা মিলন (দেবী)।

আরএম-০৭/০৮/১১ (বিনোদন ডেস্ক)

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’, আঘাত হানতে পারে শনিবার

বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। আর এই শক্তি ক্রমাগত বেড়েই চলেছে। শনিবার সকাল কিংবা দুপুরের দিকে বাংলাদেশে আঘাত আনতে পারে ‘বুলবুল’। এই দিকে

ঘূর্ণিঝড় ‘বুলবুল’র ক্রমাগত শক্তি বাড়তে থাকায় সতর্কতাও বৃদ্ধি পেয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সংকেত নামিয়ে তার পরিবর্তে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) সকালে আবহাওয়ার ১৬ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

এ বিষয়ে আবহাওয়াবিদ ওমর ফারুক জাগো নিউজকে বলেন, ‘আগামীকাল শনিবার সকাল কিংবা দুপুরের দিকে ঘুর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে। প্রতিনিয়ত এর গতি বাড়ছে, আর এটার গতি বাড়তেই থাকবে।’

বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।

এটি শুক্রবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৬৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

এটি আরও ঘণীভূত হয়ে উত্তর ও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। বুলবুলের অগ্রবর্তী অংশের প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।শুক্রবার সকালে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আনসার মোল্লা জানান, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সাগর উত্তাল থাকায় সকল মাছ ধরার নৌকা ও ট্রলারগুলো তীরে ভিড়ছে।

এছাড়া সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। পটুয়াখালী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. রাহাত হোসেন জানান, শুক্রবার মধ্যরাত থেকে সকাল ৯টা পর্যন্ত ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বিএ-০১/০৮-১১ (ন্যাশনাল ডেস্ক)

ইরফানের পর পাকিস্তানে আরেক দানব ক্রিকেটারের আবিভার্ব

বর্তমান বিশ্বে সবচেয়ে দীর্ঘকায় ক্রিকেটার কে? এমন প্রশ্নের জবাবে সবাই এক বাক্যে বলবেন পাকিস্তানের পেসার মোহাম্মদ ইরফান। তার উচ্চতা ৭ ফুট ১ ইঞ্চি। তবে এবার তাকেও পেছনে ফেলতে আসছেন মুহাম্মদ মুদাস্সর!

ইরফানেরই স্বদেশি ৭ ফুট ৪ ইঞ্চির মুদাস্সরের পেশাদার ক্রিকেটে অভিষেক হয়ে যেতে পারে আগামী পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে।

কালান্দার্সের প্লেয়ার্স ডেভলপমেন্ট প্রোগ্রাম থেকে উঠে আসা এই স্পিনার ৬ নভেম্বর মূল দলে যোগ দিয়েছেন।

ক্রিকেট ক্যারিয়ার ও উচ্চতা সম্পর্কে ২১ বছর বয়সী মুদাস্সর জানান, পিএসএল খেলার পর পাকিস্তান জাতীয় দলকে প্রতিনিধিত্ব করতে চান।

তবে প্রতিদিনের রুটিনের মধ্যে জুতো বাছাই করাটা তার জন্য বেশ সমস্যা হয়ে দাঁড়ায়। আর এই উচ্চতা তার ক্যারিয়ারে কোনও বাজে প্রভাব ফেলবে না বলে তিনি আশাবাদী।

এসএইচ-০৭/০৮/১৯ (স্পোর্টস ডেস্ক)

মিথিলার ব্যক্তিগত ছবি ফাঁস, ফাহমিকেই দুষছেন আমব্রিন

মিথিলার ব্যক্তিগত

মিথিলা-ফাহমির ব্যক্তিগত ছবি ফাঁস নিয়ে তোলপাড় চলেছে নেটিজনদের মধ্যে। মিডিয়ার এই দুই সেলিব্রেটির ১৬ টি স্থিরচিত্র এবং একাধিক ভিডিও প্রকাশ পেয়েছে, যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে ঘুরপাক খাচ্ছে।

তাহসানের সঙ্গে সুখের সংসার ভেঙে ফাহমির মতো একজন উঠতি নির্মাতার সঙ্গে মিথিলার সম্পর্কে জড়ানো মেনে নিতে পারছেন না তার ভক্তরা। সম্পর্কে না হয় জড়ালেন কিন্তু তাই বলে ব্যক্তিগত মুহূর্তের ছবি কেন তুলে রাখতে হবে এ নিয়েও ক্ষোভ মিথিলা ভক্তদের। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে না পারায় মিথিলাকেই দুষছেন অনেকে।

তবে এ ঘটনায় মিথিলার দোষ দেখছেন না জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী আমব্রিনা সার্জিন। তিনি ব্যক্তিগত মুহূর্তের স্থিরচিত্র তুলে রাখার জন্য মিথিলার সঙ্গী ফাহমিকেই দুষছেন। এও প্রশ্ন ছুঁড়লেন কেন ব্যক্তিগত মুহূর্তের ছবি তোলা হয়েছে, কী দরকার এসবের।

আমব্রিন নিজের সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, ‘আমি ছোট বিষয়টি কোনোভাবেই বুঝতে পারছি না, কেন তুমি একান্ত মুহূর্তের ছবি তুলবে? বুঝো এখন। ফাহমি তোমার জন্য লজ্জা। শেম ইউ অন ফাহমি।’

লাক্স-চ্যানেল আই সুপারস্টারখ্যাত অভিনয়শিল্পী ও উপস্থাপিকা আমব্রিন বিয়ের পর থেকেই কানাডায় আছেন। সেখানকার একটি স্থানীয় হাসপাতালে ২৩ জুন মেয়ের মা হন আমব্রিন। আমব্রিন তাঁর মেয়ের নাম রেখেছেন তাহজিব আমায়া চৌধুরী।

প্রসঙ্গত সোমবার রাতে ফেসবুকের একটি গ্রুপ থেকে নির্মাতা ও পরিচালক ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে মিথিলার অন্তরঙ্গ ছবি পোস্ট করা হয়। এর পর রাতেই ছবিটি ভাইরাল হয়ে পড়ে।

মঙ্গলবার সকালে এ দুই শোবিজ তারকার একাধিক অন্তরঙ্গ ছবি বিভিন্ন গ্রুপে পোস্ট হতে থাকে। ছবিগুলো নিয়ে দিনভর সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা চলতে থাকে। বিষয়টি নিয়ে বিনোদন অঙ্গনকে নাড়া দেয়। এ নিয়ে শোবিজের অনেক তারকাই তাদের মত ব্যক্ত করেছেন। অনেকে মিথিলার পক্ষে অবস্থান নিয়েছেন। অনেকে প্রতিবাদ করেছেন।

উল্লেখ্য, ২০০৬ সালের ৩ আগস্ট ভালোবেসে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসানকে বিয়ে করেন মিথিলা। তাদের সংসারে আইরা তেহরীম খান নামে এক কন্যাসন্তান রয়েছে। তবে দুজনের বনিবনা না হওয়ায় ২০১৭ সালের মাঝামাঝি সময়ে বিচ্ছেদে যান তারা।

পরে কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে একাধিকবার মিথিলাকে দেখা গেছে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক নিয়েও গুঞ্জন রয়েছে। তবে বিষয়টি নিছক গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন মিথিলা।

আরএম-০৬/০৮/১১ (বিনোদন ডেস্ক)

অভিযোগ প্রমাণ করতে পারলে টাকা ফেরত দেব : মাহিয়া মাহি

অভিযোগ প্রমাণ

মাহিয়া মাহির বিরুদ্ধে পারিশ্রমিকের বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ করলেন ‘অবতার’ পরিচালক মাহমুদ হাসান শিকদার। ছবিটির গানের দৃশ্যায়নে ব্যবহারের আটটি পোশাকের জন্য পোশাকপ্রতি গড়ে ২০ হাজার টাকা করে নিয়েছেন। পরের অভিযোগটি আরো গুরুতর, পোশাকের জন্য টাকা নিলেও অন্য ছবিতে ব্যবহৃত পুরনো পোশাক পরেই নাকি ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন অভিনেত্রী।

মাহমুদ আরো বলেন, ‘বিভিন্ন সিকোয়েন্সের জন্য ৩০টি পোশাক ডিজাইন করা হলেও মাহি সেগুলো পরেননি। প্রডাকশনের কাছ থেকে টাকা নিয়ে নিজের পছন্দমতো কিনে নিয়েছেন। সেই পোশাক শুটিং শেষে ফেরতও দেননি! তা ছাড়া মাহি শুটিংয়ে যেতেন ১০ জনের টিম নিয়ে। যার খরচ বহন করতে হতো প্রযোজককেই। উত্তরা থেকে আশুলিয়া গেছেন নিজের গাড়িতে, এ জন্য জ্বালানি বাবদ চার হাজার টাকা, মানিকগঞ্জে যাওয়ার জন্য আট হাজার টাকা—পারিশ্রমিক বাবদ ১০ লাখের বাইরে এমন আরো অনেক খাতেই মাহিকে টাকা দিতে হয়েছে।’

কিন্তু তখন প্রতিবাদ না করে এখন কেন করছেন? ‘ভয়ে, ছবি বন্ধ হয়ে যাওয়ার ভয়ে’—বললেন মাহমুদ হাসান শিকদার। মাহমুদের সমর্থনে ফেসবুকে মাহির বিরুদ্ধে আরো অনেক অভিযোগ তুলে পোস্ট দিয়েছেন আরেক নির্মাতা মোহাম্মদ হোসেন জেমী।

মাহি এখন কক্সবাজারে, একটি শোতে অংশ নিতে সেখানে গিয়েছেন তিনি। এত এত অভিযোগের জবাব জানতে মাহিকে ফোন করা হলে তিনি জানান, ‘চুক্তিপত্রে এ সব কিছুই উল্লেখ ছিল, এখন অভিযোগ করলে আমার কী-ই বা করার আছে। ছবি মুক্তির এক মাস পর অভিযোগ করছেন, কারণ পরিচালক আলোচনায় আসতে চান। আমার ক্যারিয়ারের সবচেয়ে বাজে ছবি ছিল এটা। প্রযোজককে সান্ত্বনা দেওয়ার জন্যই আমার বিরুদ্ধে অভিযোগ করে দায় এড়াচ্ছেন। আর এসব অভিযোগ তিনি প্রযোজক বা পরিচালক সমিতিতে কেন করছেন না? কেন মিডিয়ায় করছেন? তবু বলছি, অভিযোগ প্রমাণ করতে পারলে টাকা ফেরত দেব।’

আরএম-০৫/০৮/১১ (বিনোদন ডেস্ক)