রাত ১১:৩০
শনিবার
১৮ ই মে ২০২৪ ইংরেজি
৪ ঠা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
১০ ই জ্বিলকদ ১৪৪৫ হিজরী
spot_img

খালেদার জামিন শুনানি মুলতবি

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ, খন্দকার মাহবুব হোসেন, অ্যাভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্টপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইয়াসমিন বিথী। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।

এদিন খালেদা জিয়ার মামলাটি আদালতের কার্যতালিকার ১১ নম্বরে ছিলো। সেজন্য বিএনপির সিনিয়র আইনজীবীরা সকালেই আদালতে উপস্থিত ছিলেন।

গত ২০ জুন বিচারিক আদালত থেকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার নথি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আসে।

এর আগে গত ৩০ এপ্রিল আপিল শুনানির জন্য হাইকোর্টের এ বেঞ্চ খালেদা জিয়ার করা আপিল শুনানির জন্য গ্রহণ করে বিচারিক আদালতের রায়ের নথি দুই মাসের মধ্যে হাইকোর্টে পাঠানোর নির্দেশ দেন।

গত বছরের ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর ড. মো. আকতারুজ্জামান। রায়ে খালেদা জিয়াসহ তিন আসামিকে সাত বছর করে কারাদণ্ড দেয়া হয়। পাশাপাশি প্রত্যেককে ১০ লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়। এ রায়ের বিরুদ্ধে খালেদা জিয়া আপিল করলে ৩০ এপ্রিল তা শুনানির জন্য গ্রহণ করে অর্থদণ্ড স্থগিত করেন হাইকোর্ট।

বিএ-১৫/৩০-০৭ (ন্যাশনাল ডেস্ক)

বিনা পারিশ্রমিকে খেলতে চান জিম্বাবুয়ের ক্রিকেটাররা

জিম্বাবুয়ের ক্রিকেট দেশবাসীকে একাধিক গর্বের মুহূর্ত উপহার দিয়েছে। এই জিম্বাবুয়ের থেকেই উঠে এসেছেন অ্যান্ডি ফ্লাওয়ার, গ্রান্ট ফ্লাওয়ার, হিথ স্ট্রিকদের মতো বিশ্বখ্যাত ক্রিকেটাররা। সেই জিম্বাবুয়ের ওপরে এভাবে সাসপেনশনের খাঁড়া নেমে এসেছে, সেটা কিছুতেই মেনে নিতে পারছেন না দেশের ক্রিকেটাররা।

অনেকের আশঙ্কা, জিম্বাবুয়ের কপালে শেষমেশ কেনিয়ার ভাগ্যই রয়েছে। এই পরিস্থিতিতে দেশের ক্রিকেটকে বাঁচাতে অভিনব এক বার্তা দিলেন ক্রিকেটাররা।

প্রয়োজনে বিনা পারিশ্রমিকে তারা খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ক্রিকেটাররা। এই প্রসঙ্গে দলের এক ক্রিকেটার এক নামী ক্রিকেট ওয়েবসাইটকে বলেন, আমরা বিনা পারিশ্রমিকে খেলব। দেশের ক্রিকেটকে বাঁচাতে হলে খেলা চালিয়ে যেতে হবে। আমাদের পরবর্তী টুর্নামেন্টে টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্ব। আমাদের ওখানে সুযোগ দিলে আমরা খেলব।

তবে মনে করা হচ্ছে, আগামী মাসের এই যোগ্যতা অর্জনকারী টুর্নামেন্টে জিম্বাবুয়ের অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু তারা যদি চায় তা হলে দ্বিপাক্ষিক সিরিজগুলো খেলতে পারে।

যদিও সাসপেনশনের আওতায় থাকা জিম্বাবুয়ের ক্রিকেটকে কোনো আর্থিক অনুদান দেবে না আইসিসি। এখানেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ক্রিকেটারদের এই বার্তাটি। তারা যদি সত্যি বিনা পারিশ্রমিকে খেলতে রাজি হন, তাহলে দেশের মানুষ আবার ক্রিকেট দেখবেন। আগামী কয়েক মাস ঠাসা সূচি রয়েছে জিম্বাবুয়ের। এর মধ্যে বাংলাদেশ এবং ভারতের সঙ্গে ম্যাচ ছিল তাদের।

এসএইচ-০৭/৩০/১৯ (স্পোর্টস ডেস্ক)

ফার্নিচার ব্যবসা ছেড়ে ১২ বছর ধরে এমবিবিএস ডাক্তার বশির

১৯৮৯ সালে এইচএসসি পাস করেছিলেন তিনি। কিন্তু ১২ বছর ধরে নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসা দিচ্ছেন। মোস্তাক আহমেদ ওরফে এমএ করিম বশির (৪৩) নামের এই ভুয়া ব্যক্তি এমবিবিএস ডাক্তার সেজে স্থানীয় কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখেন। ফি নেন ২০০ টাকা।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ের হক সুপার মার্কেটের তিনতলায় নিউ মুক্তি ডায়াগনস্টিক সেন্টারে বসে রোগী দেখার সময় সোমবার রাত ৯টার দিকে মোস্তাক আহমেদ করিমকে গ্রেফতার করেন র‌্যাব-১১-এর সদস্যরা।

এ সময় তার চেম্বারে পাঁচ রোগী উপস্থিত ছিলেন। এর মধ্যে দুজন ছিলেন পুরনো রোগী। ডাক্তারের দেয়া এক্স-রে ও রক্ত পরীক্ষার রিপোর্ট দেখাতে এসেছেন এসব রোগী।

অভিযানের সময় তার চেম্বার থেকে ডা. মো. মোস্তাক আহমেদ (করিম) এমবিবিএস (ডি-অর্থো), পিজিটি (ডি-অর্থো), পিজিটি (ইমনটি ও হৃদরোগ) চিফ মেডিকেল অফিসার, সিকদার গ্রুপ, হাড়জোড়া, বাত ব্যথা, মেরুদণ্ড বিশেষজ্ঞ (ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল) এমন অনেক ভিজিটিং কার্ড, প্রেসক্রিপশন এবং প্যাড উদ্ধার করা হয়।

পরে তাকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতার মোস্তাক আহমেদ কুষ্টিয়ার কুমারখালী থানার সালেহাকান্দি এলাকার মৃত রহিম মণ্ডলের ছেলে। ঢাকার যাত্রাবাড়ী এলাকায় থাকেন তিনি।

র‌্যাব জানায়, সিদ্ধিরগঞ্জের হীরাঝিলের হাজি রজ্জব আলী সুপার মার্কেটে একটি ভুয়া কারখানা গড়ে তুলে পানি ব্যবসা করতেন মোস্তাক। নলকূপের পানি বোতলে ভরে মিনারেল বলে বিক্রি করতেন তিনি। এর আগে ফার্নিচারের ব্যবসা করতেন।

নামের সঙ্গে মিল থাকা সরকারি নিবন্ধনকৃত (২৬৬৩৩ নং) ডা. মো. মোস্তাক আহমেদের কোড ব্যবহার করে নিজেকে এমবিবিএস (ডি-অর্থো), পিজিটি (ডি-অর্থো), পিজিটি (হৃদরোগ), চিফ মেডিকেল অফিসার, হাড়জোড়া, বাত ব্যথা ও মেরুদণ্ড বিশেষজ্ঞ বলে পরিচয় দেন তিনি।

একই সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নামে প্যাড ছাপিয়ে রোগীদের প্রেসক্রিপশন দিয়ে ১২ বছর ধরে ডাক্তার সেজে রোগী দেখে আসছেন।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা নজরদারিতে নিশ্চিত হয়ে নিউ মুক্তি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। পরে এইচএসসি পাস ভুয়া এমবিবিএস ডা. মোস্তাক আহমেদ করিমকে রোগী দেখার সময় হাতেনাতে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী আরও বলেন, বিএমঅ্যান্ডডিসি কর্তৃক রেজিস্ট্রেশন নম্বর দেখতে চাইলে নিজের নামের সঙ্গে মিল থাকায় ডা. মো. মোস্তাক আহমেদের রেজিস্ট্রেশন দেখান করিম। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন নিবন্ধনকৃত ডা. মোস্তাক আহমেদ আর করিম এক ব্যক্তি নয়। নামের সঙ্গে মিল থাকায় ১২ বছর ধরে ভুয়া ডাক্তার সেজে বিভিন্ন হাসপাতালে রোগী দেখে চিকিৎসার নামে প্রতারণা করে আসছেন করিম।

বিএ-১৪/৩০-০৭ (আঞ্চলিক ডেস্ক)

ঢাকাসহ ৬১ জেলায় ছড়িয়েছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩৩৫

ঢাকাসহ সারা দেশে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীদের ঠাঁই মিলছে না ঢাকাসহ গোটা দেশের হাসপাতালগুলোতে।

সরকারি রিপোর্টই বলছে, সারা দেশে ডেঙ্গুর প্রকোপ মহামারী আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭৪ জনসহ দেশের ৬১ জেলায় নতুন ১ হাজার ৩৩৫ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে বর্তমানে ৪ হাজার ৪০৮ জন রোগী সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারা দেশে ১ হাজার ১৩৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৯৭৪ জন ও সারা দেশের ৬১ জেলায় আরও ৩৬১ জন আক্রান্ত হয়েছেন।

এ ছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে গত ২৯ জুলাই পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জন মারা গেছেন বলে স্বাস্থ্য অধিদফতর তাদের এ রিপোর্টে উল্লেখ করেছে।

এদিকে একই দিন দুপুরে তথ্য অধিদফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৯ জুলাই সকাল ৮টা পর্যন্ত সারা দেশে বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৮৪৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।

পাশাপাশি ডেঙ্গুজ্বরে সারা দেশে আক্রান্ত রোগীদের সংখ্যা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছে তথ্য অধিদফতর। একই সঙ্গে ডেঙ্গু নিয়ে সঠিক তথ্য প্রচার করারও আহ্বান জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের রিপোর্ট:

https://drive.google.com/file/d/0B98o7QcUFXYkaDdnVkptOW9KNkFXOW1aWGl4dF91UGpCOWkw/view

বিএ-১৩/৩০-০৭ (ন্যাশনাল ডেস্ক)

এবার ডেঙ্গুতে প্রাণ গেল স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিবের স্ত্রীর

ঢাকাতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফারজানা হোসেন (৪৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ফারজানা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হেলথ ইকোনিক্স ইউনিটের উপ-পরিচালক (উপসচিব) ড. নুরুল আমিনের স্ত্রী।

তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার আবুল হোসেনের মেয়ে। রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি।

ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাসির উদ্দিন জানান, ফারজানা ডেঙ্গু রোগে আক্রান্ত ছিলেন। সোমবারই তিনি হাসপাতালে ভর্তি হন। পরে তাকে আইসিইউতে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

বিএ-১২/৩০-০৭ (ন্যাশনাল ডেস্ক)

নাটোর সদর হাসপাতালে ডেঙ্গু সেল চালু, ১৪ রোগী শনাক্ত

ডেঙ্গু শনাক্তকরণে নাটোর সদর হাসপাতালে খোলা হয়েছে ডেঙ্গু সেল। এই সেল খোলার প্রথম দিনই মঙ্গলবার তিনজন ডেঙ্গু রোগীকে শনাক্ত করা হয়েছে। এনিয়ে এ পর্যন্ত জেলায় ১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হলো।

নাটোর সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. রবিউল আওয়াল বলেন, নাটোর হাসপাতালে এতদিন ডেঙ্গু টেস্টের কোনো সুযোগ ছিল না। ডেঙ্গু টেস্টের সরঞ্জাম সোমবার এসে পৌঁছে। মঙ্গলবার সকাল থেকেই আমরা হাসপাতালে একটি ডেঙ্গু সেল খুলেছি।

অনেকেই গায়ে জ্বর নিয়ে ডেঙ্গু পরীক্ষার জন্য আসছেন। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনজন ডেঙ্গু রোগীকে শনাক্ত করা হয়েছে। এছাড়া ডেঙ্গু আক্রান্ত এক নারীকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তিনি এখন ভাল আছেন।

এর আগে নাটোরের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত ১১ রোগী শনাক্ত করা হয়। আক্রান্তরা সকলেই ঢাকা থেকে এসেছে বলে জানান ডা. রবিউল আওয়াল।

তিনি বলেন, আমি নিজেই পাঁচজন ডেঙ্গু রোগীর ব্যবস্থাপত্র দিয়েছেন। বাড়িতে রেখেই তাদের চিকিৎসার পরামর্শ দেয়া হচ্ছে। তবে যারা জটিল অবস্থায় আসছেন তাদের হাসপাতালেই চিকৎসা দেয়া হবে।

ডা. রবিউল আওয়াল আরও বলেন, ডেঙ্গু তেমন প্রাণঘাতি রোগ নয়। সুতরাং আঙ্কিত হওয়ার কিছু নেই। তবে বাড়ির আশপাশ পরিষ্কার রাখার পরামর্শ দেন তিনি।

বিএ-১১/৩০-০৭ (উত্তরাঞ্চল ডেস্ক)

রাবির ভর্তি ফরমের মূল্য কমানোর দাবি ছাত্রলীগের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফরমের মূল্য কমানোর দাবি জানিয়েছে রাবি শাখা ছাত্রলীগ।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর দেয়া স্মারকলিপিতে আরো তিন দফা দাবি জানানো হয়। উপাচার্যের পক্ষে স্মারকলিপি গ্রহন করেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ‘ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানো, প্রত্যেক ভর্তি পরীক্ষার্থীকে যোগ্যতা অনুসারে ইউনিটে পরীক্ষা দেওয়ার সুযোগ দেয়া, প্রতি ইউনিটে ৩২ হাজার সিলেকশন পদ্ধতি বাতিল করা এবং নতুন বিভাগ খোলা।’

এসময় রাবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে ফরমের মূল্য কমানোর দাবিতে গত বৃহস্পতিবার রাবি ছাত্রদলের নেতাকর্মীরা উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে। রোববার একই দাবিতে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবাণিজ্য বিরোধী শিক্ষার্থীবৃন্দ।

সোমবার সাধারণ শিক্ষার্থীর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আজ মঙ্গলবার একই দাবিতে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করেছে ভর্তিচ্ছু সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

বিএ-১০/৩০-০৭ (শিক্ষা ডেস্ক)

দায়িত্ব পালনে ব্যর্থ দুই মেয়র

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আমরা একটা বিপর্যয়কর অবস্থার মধ্যে আছি ডেঙ্গু নিয়ে। প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, যেন এ অবস্থা থেকে মুক্তি পাই।’

মঙ্গলবার দুপুরে ঢাকার ঢাকা শিশু হাসপাতাল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের কাছে এসব কথা বলেন ক্ষমতাসীন দলের এ নেতা।

এ সময় সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এবং সিরাজগঞ্জ-৩ আসনের এমপি ও ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. আব্দুল আজিজও উপস্থিত ছিলেন।

নাসিম বলেন, ‘আমাদের চিকিৎসকরা যেভাবে দুর্যোগ মোকাবেলা করে চলেছেন, এ ধরনের রোগ থেকে মুক্তি পাব। আমরা বাংলাদেশকে অন্য রোগের মতো ডেঙ্গুমুক্ত করতে পারব, যদিও এটা সময়সাপেক্ষ ব্যাপার। দুর্যোগ মোকাবিলা করাই এখন আমাদের দায়িত্ব।’

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন এবং উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থ হয়েছেন বলেও মন্তব্য করেন মোহাম্মদ নাসিম।

এ বিষয়ে নাসিম বলেন, ‘সিটি কর্পোরেশনের যে দায়িত্ব ছিল, তারা সেভাবে সেই দায়িত্ব পালন করতে পারেনি, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। তবে এখন তাদের পদত্যাগ দাবি করলে তো কোনো সমাধান হবে না। এ বিপর্যয় উত্তরণে যার যার যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করতে হবে।’

‘আমি অত্যন্ত স্বস্তির মধ্যে আছি যে, অত্যন্ত আন্তরিকভাবে, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে চিকিৎসক ও নার্সরা রোগীদের সেবা দিচ্ছে’, যোগ করেন নাসিম।

এ সময় অন্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, ‘সরকারের পক্ষ থেকে যেরকম সাহায্য-সহযোগিতা লাগে, আপনারা অবশ্যই পাবেন। প্রধানমন্ত্রী তদারকি করছেন, স্বাস্থ্যমন্ত্রী তদারকি করছেন, সঙ্গে আমরাও আছি। যেকোনো প্রয়োজনে আপনারা জানান, সরকারের পক্ষ থেকে আমরা সহযোগিতা করব।’

এ সময় হাসপাতালটির শিশু, পুষ্টি, লিভার ও পরিপাকতন্ত্র বিভাগের প্রধান অধ্যাপক ডা. সৈয়দ সফি আহমেদ মুয়াজসহ অন্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

বিএ-০৯/৩০-০৭ (ন্যাশনাল ডেস্ক)

সিরাজগঞ্জে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল দুই শ্রমিকের

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নবনির্মিত সেপটিক ট্যাংকের শাটার খুলতে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উল্লাপাড়া পৌর এলাকার মুক্তমঞ্চ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার শ্যামপুর গ্রামের আসাদুলের ছেলে রেজাউল (২৮) ও শাহজাদপুর উপজেলার শিমুলতলী গ্রামের গোলাম আলীর ছেলে আলামিন (২৫)। এ ঘটনায় আহত হোসেন মিয়া (২৫) উল্লাপাড়া উপজেলার বালশাবাড়ী গ্রামের বাসিন্দা।

উল্লাপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নাদির হোসেন জানান, মুক্তমঞ্চ এলাকার রামকৃষ্ণ সাহা ও গোবিন্দ সাহার নির্মাণাধীন বাড়িতে বেশ কয়েকদিন আগে সেপটিক ট্যাংক বসানোর কাজ শেষ হয়েছিল। তবে নির্মাণের পরে সেটা অব্যবহৃত ছিল। মঙ্গলবার সকালে ওই সেপটিক ট্যাংকটির নিচের শাটার খুলতে ভেতরে নামেন ওই তিন শ্রমিক।

এ সময় ভেতরে থাকা গ্যাস তাদের নাক-মুখে প্রবেশ করায় অচেতন হয়ে যান তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তিন শ্রমিককে উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রেজাউল ও আলামিনকে মৃত ঘোষণা করেন।

উল্লাপাড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

বিএ-০৮/৩০-০৭ (উত্তরাঞ্চল ডেস্ক)

গরুর ধর্ম হিন্দু!

‘গরু হিন্দু ধর্মের অনুসারী। মৃত্যুর পর মুসলিম কবর দেয়ার রীতি অনুযায়ী গরুকে পুঁতে ফেলা উচিত নয়।’ গরুকে হিন্দু ধর্মাবলম্বী বলে এমন মন্তব্য করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের বারাবাঁকি এলাকার বিজেপি দলীয় নেতা রঞ্জিত শ্রীবাস্তব।

সোমবার বারাবাঁকি পৌরসভার বোর্ড মিটিংয়ে অংশ নিয়ে বিজেপির এই নেতা বলেন, ‘গরুর মরদেহ পুঁতে ফেলা উচিত নয়।’ রঞ্জিতের মতে, ‘মৃত গরুকে পুঁতে ফেলা ঠিক নয়, কারণ এটি মুসলিম রীতি। মৃত গরুকে দাহ করার জন্য ইলেক্ট্রিক চুল্লি তৈরি করা উচিত।’

রঞ্জিত বলেন, ‘গরুর শেষকৃত্য হিন্দু রীতি অনুসারে করা উচিত। আমি গরুকে পুঁতে ফেলার বিরোধী। কারণ এটি হিন্দু রীতি নয়।’ বিজেপির এই নেতা প্রস্তাব, গরুর মরদেহ সাদা কাপড়ে মুড়িয়ে হিন্দুদের ঐতিহ্যবাহী শ্মশানে পোড়ানোর ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, এ বিষয়টি বিবেচনায় নেয়ার জন্য আমি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে অনুরোধ করবো। আমি বারবাঁকি পৌরসভার সাবেক চেয়ারম্যান এবং বর্তমান চেয়ারম্যানের স্বামী।

এমন অবস্থায় আমি এই বিষয়টিকে মিটিংয়ে পাস করানোর ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করবো; যাতে বারবাঁকিতে গরুর মরদেহ দাহ করার জন্য একটি চুল্লি নির্মাণ করা যায়।

এসএইচ-০৬/৩০/১৯ (অনলাইন ডেস্ক, তথ্য সূত্র : ইন্ডিয়া ট্যুডে)