সকাল ৮:১৫
শনিবার
৪ ঠা মে ২০২৪ ইংরেজি
২১ শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
২৫ শে শাওয়াল ১৪৪৫ হিজরী
spot_img

সারাদেশে হজের ৩২ হাজার টিকিট বিক্রি : সৌদির ফ্লাইট সিডিউল ঘোষণা

পবিত্র হজ পালনের লক্ষ্যে সৌদি আরব যাওয়ার জন্য ঢাকাসহ সারাদেশের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস্ কাউন্টার থেকে প্রায় ৩২ হাজার হজ ফ্লাইটের টিকিট বিক্রি হয়েছে। মোট বিক্রিত টিকিটের মধ্যে রাজধানীতে ২৬ হাজার ১৭৫টি, চট্টগ্রামে ৪ হাজার ২০৩টি, সিলেটে ১ হাজার ৪৪২টি ও কক্সবাজারে ৭৯টিসহ মোট ৩১ হাজার ৮৮৯টি টিকিট বিক্রি হয়।

তবে টিকিট বিক্রির পরিমাণ প্রায় ৩২ হাজার হলেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের জন্য সরকারি ব্যবস্থাপনার প্রায় ৭ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনার ৪২ হাজার ২৭৮টি পে-অর্ডার কেটেছে বিভিন্ন এজেন্সি।

ধর্ম মন্ত্রণালয় ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রায় ৩২ হাজার টিকিট বিক্রি হলেও এখন পর্যন্ত সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের কোনো কনফার্ম টিকিট বিক্রি হয়নি। তবে সৌদি এয়ারলাইন্সের জন্য ১৬ হাজার ৩৬১টি পে-অর্ডার কেটেছে একাধিক হজ এজেন্সি।

নাম প্রকাশ না করার শর্তে ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স আজ বৃহস্পতিবার তাদের ফ্লাইট সিডিউল ঘোষণা করেছে। আগামী দু-একদিনের মধ্যে কনফার্ম টিকিট বিক্রি শুরু হবে।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ হজযাত্রী হজে যাবেন। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭ হাজার ১৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ১ লাখ ২০ হাজার জন হজযাত্রী।

মোট হজযাত্রীর মধ্যে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স শতকরা ৫০ ভাগ ও অবশিষ্ট ৫০ ভাগ সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স পরিবহন করবে।

ধর্ম মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, চলতি বছর সুষ্ঠুভাবে হজ সম্পাদনের লক্ষ্যে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ শেখ মোহাম্মদ আবদুল্লাহ ও ধর্ম সচিব আনিছুর রহমানের নির্দেশনায় এবং হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সঙ্গে সমন্বয়ের মাধ্যমে হজ-সম্পর্কিত সকল প্রয়োজনীয় কার্য়ক্রম পূর্ব পরিকল্পনা অনুসারে দ্রুতগতিতে এগিয়ে চলেছে।

জানা গেছে, গত বছর পর্যন্ত হজের বিমান টিকিট কতিপয় নির্দিষ্ট এজেন্সির কাছে থাকায় টিকিটপ্রাপ্তি নিয়ে ঝামেলা হতো। এজেন্সিগুলো টিকিটের ক্রাইসিস দেখিয়ে একতরফা ব্যবসা করত। সম্প্রতি সচিবালয়ে বিমানমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রীর উপস্থিতিতে হজের অগ্রগতি সম্পর্কিত আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স বিমান টিকিট নির্দিষ্ট কোনো ট্রাভেল এজেন্টের কাছে বিক্রি না করে হজ এজেন্সিগুলোর কাছে সরাসরি বিক্রি করবে বলে সিদ্ধান্ত হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুসারে, বিভিন্ন এজেন্সির হজযাত্রীদের হজ ভিসার জন্য আশকোনা হজ অফিসে পাসপোর্ট জমা দেয়ার আগে বাধ্যতামূলকভাবে প্রতিটি হজযাত্রীর বিমান টিকিট কাটতে হবে। অন্যথায় ভিসার জন্য পাসপোর্ট জমা নেয়া হবে না অর্থাৎ হজ ভিসা হবে না।

১৬ জুনের মধ্যে সব এজেন্সিকে ক্রয়কৃত টিকিটের কপিসহ ভিসার জন্য হজ ক্যাম্পে পাসপোর্ট জমা দিতে নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

হাবের একজন দায়িত্বশীল কর্মকর্তা জাগো নিউজকে বলেন, অনেক এজেন্সিই এখন বাড়িভাড়া করতে সৌদি আরব রয়েছে। ফলে টিকিট বিক্রিতে এখনো গতি নেই। তবে নির্ধারিত ১৬ জুনের আগেই টিকিট বিক্রি হবে বলে মনে করেন তিনি।

ধর্ম মন্ত্রণালয়ের বাংলাদেশ হজ ম্যানেজমেন্ট পোর্টালে প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, সরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর নির্ধারিত কোটার মধ্যে সরকারি হজযাত্রীর কোটা ৬ হাজার ৮১৬ জন। সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত হয়েছে ৬ হাজার ৪৯২ জন (প্যাকেজ-১-এ ২ হাজার ২৬৪ জন ও প্যাকেজ-২-এ ৪ হাজার ২২৮ জন)। এসব হজযাত্রীদের মধ্যে ৬ হাজার ২২০ জনের পাসপোর্ট জমা হয়েছে। তার মধ্যে প্যাকেজ-১-এ ২ হাজার ১১৭ জন ও প্যাকেজ-২-এ ৪ হাজার ২২৮ জন। সরকারি হজযাত্রীর পিলগ্রিম আইডি প্রদান করা হয়েছে ৬ হাজার ২৩৭ জনের। সৌদি ই-হজ সিস্টেমে ৪ হাজার ৬২০ জনের পাসপোর্ট তালিকাভুক্ত হয়েছে।

অপরদিকে বেসরকারি ব্যবস্থানায় কোটা ১ লাখ ২০ হাজার। মোট ৫৯৮টি হজ এজেন্সির মাধ্যমে এবারের হজ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিভিন্ন হজ এজেন্সি কর্তৃক ১ লাখ ১৩ হাজার ৭৮৯ জনের পিলগ্রিম আইডি প্রদান করা হয়েছে। বেসরকারি গাইড এন্ট্রি হয়েছে ৩ হাজার ৩২৩ জনের।

বুধবার (২৯ মে) পর্যন্ত সৌদি ই-হজ সিস্টেমে ৮ হাজার ১০০ জনের পাসপোর্ট তালিকাভুক্ত করা হয়েছে। মোট ৩৪৬টি এজেন্সি ৫৫ হাজার ৭৬০ জন হজযাত্রীর টিকিট ক্রয়ের জন্য পে-অর্ডার ইস্যু করেছে।

বিএ-১৫/৩০-০৫ (ন্যাশনাল ডেস্ক)

পানামায় মানবেতর দিন কাটছে বাংলাদেশি শরণার্থীরা

মেক্সিকোর ন্যাশনাল ইনস্টিটিউট অব মাইগ্রেশনের তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত মেক্সিকো সীমান্তে আটক হয়েছেন আড়াই হাজারের বেশি বাংলাদেশি। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, অবৈধ অনুপ্রবেশের দায়ে মেক্সিকোর জেলে বন্দি রয়েছেন অনেক বাংলাদেশি। এরমধ্যে চলতি বছরের জানুয়ারিতে ৪শ’ ও ২০১৮ সালের সেপ্টেম্বরে আটক হন ৬শ’ বাংলাদেশি।

তবে তাদের ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি। ভাগ্যান্বেষীদের কাছে অন্যতম গন্তব্য যুক্তরাষ্ট্র। দেশটিতে যত অনুপ্রবেশকারী প্রবেশ করে তার প্রায় শতভাগই মেক্সিকো সীমান্ত দিয়ে। এ পথে পা বাড়ান অনেক বাংলাদেশিও। যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে, কয়েকটি দেশ হয়ে মেক্সিকোতে পৌঁছান বাংলাদেশিরা।

সেখানে পৌঁছাতে কখনো কখনো ১০ থেকে ১২টি দেশের সীমান্ত পাড়ি দিতে হয়। লিবিয়ার পাশাপাশি মানবপাচারের অন্যতম রুট হিসেবে ব্যবহার হয়ে থাকে দক্ষিণ আমেরিকার দেশগুলো। তেমনই দালালদের খপ্পরে পড়ে অবৈধপথে যুক্তরাষ্ট্রে যাওয়া চেষ্টায় পানামার শরণার্থী কেন্দ্রে চরম মানবেতর জীবন-যাপন করছেন অনেক বাংলাদেশি। সময় টিভি অনলাইন

দুর্গম জঙ্গলের এ তাবুগুলো শরণার্থী আশ্রয়কেন্দ্র। যারা উন্নত জীবনের আশায় যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য বেছে নিয়েছেন ভয়ঙ্কর এক পথ। দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম এ জঙ্গলে আশ্রয় নেয়া শরণার্থীদের বেশিরভাগই আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক হলেও এখানে ঠাই হয়েছে অনেক বাংলাদেশির। যারা দালালদের খপ্পরে পড়ে অবৈধপথে মানব পাচারের শিকার হয়েছেন। এই কাতারে আছে, ভারত ও শ্রীলঙ্কার নাগরিকও।

একজন বলেন, ‘আমি দুই মাস হলো এখানে এসেছি। আমার সন্তান খুবই অসুস্থ। এই পথটা খুবই বিপদজনক। প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে। মনে হচ্ছে, কোলের শিশুটাকে বাচাতে পারবো না। ‘এ জঙ্গল অত্যন্ত বিপদজনক। ব্রাজিলের জঙ্গলের পরই এটা সবচেয়ে ভয়ঙ্কর। এই পথে পাড়ি দেয়া খুব কঠিন একটা কাজ। যেটা সবার পক্ষে সম্ভব হয় না। যারা এদের এই পথে এনেছে আমি বলবো, তারা চরম ভুল করেছে। নিরাপত্তা বাহিনী।

মানবপাচারকরীরা প্রথমে আকাশ পথে দক্ষিণ আমেরিকার কোনো একটি দেশে নিয়ে যান। এরপর পানামা, কোস্টারিকা, নিকারাগুয়া, হন্ডুরাস, গুয়াতেমালা হয়ে মেক্সিকোতে ঢুকে পড়ে। সেখান থেকে সুযোগ বুঝে সীমানা অতিক্রম করে স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে পৌঁছে দেয়া হয় তাদের। পাচারকারীরা সাধারণত জনবহুল এলাকা এড়িয়ে পাহাড় কিংবা জঙ্গলের পথকে বেছে নয়। এ দুর্গম পথ পাড়ি দিতে গিয়ে মারা যান অনেকেই।

এসএইচ-১৩/৩০/১৯ (প্রবাস ডেস্ক)

মরার অভিনয় করে সিংহের মুখ থেকে পালাল কুকুর (ভিডিও)

এ যেন হলিউড মুভি। সিংহের মুখে অসহায় কুকুর। কোনো নড়াচড়া নেই। শিকারকে মৃত ভেবে সিংহ যখন একটু অন্যমনস্ক, ঠিক তখন এক ঝটকায় কুকর দিল ভোঁ দৌড়!

কয়েক সপ্তাহ আগের এই ঘটনাটি জিম্বাবুয়ের হুয়াঙ্গে ন্যাশনাল পার্কের। কুকুর আর সিংহের এই বিস্ময়কর ঘটনার ভিডিও গত ১৬ মে ক্রুগার সাইটিংস নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি ২৮ লাখ বার দেখা হয়েছে।

ভিডিওটি ধারণ করেছেন আফ্রিকান গাইড কালভেট। ৪৯ বছর বয়সী এই ব্যক্তি দশ বছর ধরে গাইডের কাজ করছেন। আগে কোনো দিন এমন দৃশ্য দেখেননি। পর্যটকদের নিয়ে তিনি ওই পার্কের ভেতর দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ একদল কুকুরের দিকে তার চোখ পড়ে।

কুকুরগুলো খাবার খাওয়ার পর বিশ্রাম নিচ্ছিল। তাদের কাছে চলে আসে ওই সিংহটি। কয়েকটি কুকুরকে ধাওয়া করে একটি ধরতে সক্ষম হয় সে। কিন্তু শেষ পর্যন্ত শিকারের বুদ্ধির কাছে হার মানতে হয় তাকে।

ইউটিউব চ্যানেল থেকে জানানো হয়েছে, কুকুরটি এতটুকু আহত হয়নি। পার্কেই সে অন্য কুকরের সঙ্গে দিব্যি ঘুরে বেড়াচ্ছে।

এসএইচ-১২/৩০/১৯ (অনলাইন ডেস্ক)

বিশ্বকাপ খেলবেন ২১ বছরের কম বয়সী যে ৬ ক্রিকেটার

২১ বছরও বয়স হয়নি। অথচ তারা এবার বিশ্বকাপে খেলবেন। এমনই ৬ জন ক্রিকেটারের কথা আমাদের আজকের প্রতিবেদনে তুলে ধরা হলো-

১। মুজিব উর রহমান-

আফগানিস্তানের এই স্পিনার এবারের বিশ্বকাপে সবচেয়ে কমবয়সী ক্রিকেটার। তার বয়স ১৮ বছর।

শাহিন আফ্রিদি-
পাকিস্তানের এই পেসারের উচ্চতা ছয় ফুট ছয় ইঞ্চি। বয়স ১৯ বছর।

মোহম্মদ হাসনাইন-

পাকিস্তান প্রিমিয়ার লিগে এই পেসার ১৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে বোলিং করেছেন। তার বয়স মাত্র ১৯ বছর।

শাদাব খান-

২০ বছরের এই পাক লেগ স্পিনার লেয়ার অর্ডারে ব্যাট হাতেও দলকে ভরসা জোগাতে পারেন।

রশিদ খান-

২০ বছরের এই আফগান স্পিনার এখন সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছেন।

অভিষ্কা ফার্নান্দো-

২০ বছর বয়সী এই ব্যাটসম্যানের উপর ভরসা রেখেছে শ্রীলঙ্কা টিম ম্যানেজমেন্ট।

এসএইচ-১১/৩০/১৯ (স্পোর্টস ডেস্ক)

অবৈধ অনুপ্রবেশে আটক ৬ ভারতীয় নাগরিক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ছয় ভারতীয় নাগরিককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার সন্ধ্যায় উপজেলার বিনোদপুরের পেঁচিপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে পুলিশ বিষয়টি জানায়।

আটকরা হলেন- ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগর থানার জৈনপুরের মৃত বাশির শেখের ছেলে দৌলত শেখ (৪২), গোধনতলা গ্রামের এনামুল শেখের ছেলে মোয়াজ্জেম শেখ (২২), একই গ্রামের মতিউর শেখের ছেলে তাজামুল শেখ (২৫), হঠাৎপাড়া বাখরাবাদচর গ্রামের মৃত বিরেন মন্ডলের ছেলে বাবলু মন্ডল (২২), শখদলপুর কুমিরাবাজার গ্রামের সন্তোষ সিংহের ছেলে বিশ্বজিত সিংহ (১৯) ও বিফল মন্ডলের ছেলে বিষ্ণু সিংহ (১৯)।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. বাবুল উদ্দিন সরদার জানান, ভারত থেকে অবৈধভাবে ছয় ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করেছে- এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল সন্ধ্যা ৬টায় শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের আইড়ামাড়ি পেঁচিপাড়া গ্রামের আব্দুল কাদেরের বাড়ির পেছনের আমবাগানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিএ-১৪/৩০-০৫ (উত্তরাঞ্চল ডেস্ক)

মোদীর জয়ে চিন্তিত ভারতের মুসলমানেরা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি গতবারের চেয়েও শক্তিশালী হয়ে আবার ক্ষমতায় বসছে৷ বিজেপির এই জয়ে চিন্তিত হয়ে পড়েছেন দেশটির অনেক মুসলিম৷ কেউ কেউ সমাধানও খুঁজছেন৷

আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রওনক শাহী বিজেপি আবারও ক্ষমতায় আসায় উদ্বিগ্ন৷ তিনি বলেন, ‘‘আমার মনে হয়, গতবারের চেয়ে এবার মুসলমানেরা বেশি অরক্ষিত হয়ে পড়বে৷ কী হবে তা বোঝা যাচ্ছে না৷ তবে আমি নিশ্চিত খারাপই হবে৷”

পরিস্থিতি সামলাতে মুসলমানদের রাজনৈতিক শক্তি হিসেবে বেড়ে ওঠার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি৷ এছাড়া অর্থনৈতিকভাবেও শক্তিশালী হতে হবে বলে মনে করছেন রওনক শাহী৷

‘অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড’ আশঙ্কা করছে, মুসলমানদের পরিস্থিতির আরো অবনতি হতে পারে৷ তাই মুসলমানদের উদ্দেশে লেখা চিঠিতে সবাইকে ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছে তারা৷

আলীগড বিশ্ববিদ্যালয়ের গবেষক আদিল আলভি বলেন, মুসলমানদের প্রতি বৈরী আচরণের প্রমাণ ইতিমধ্যে দেখা গেছে৷ সম্প্রতি নতুন দিল্লিতে এক মুসলমান ব্যক্তিকে টুপি খুলে ফেলতে এবং হিন্দুদের মতো ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করা হয় বলে জানান তিনি৷

এবারের নির্বাচনে মোট ২৭ জন মুসলমান সাংসদ নির্বাচিত হয়েছেন৷ ৪৩৭টি আসনে প্রার্থী দেয়া বিজেপি সাতজন মুসলমান প্রার্থীকে মনোনয়ন দিয়েছিল৷

সাংসদ নির্বাচিত হওয়া ২৭ জন মুসলিম প্রার্থীর একজন আসাদউদ্দিন ওয়েসি৷ তিনি হায়দ্রাবাদের এআইএমআইএম দলের প্রধান৷ এই দলকে তিনি সর্বভারতীয় দলে পরিণত করতে চান৷ ‘‘মুসলমানরা আর কতদিন তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলোকে ভোট দেবে? তারা বিজেপিকে হারাতে সমর্থ নয়৷ ফলে আমাদের কৌশলে পরিবর্তন আনতে হবে৷”

তবে হায়দ্রাবাদের মাওলানা আজাদ ন্যাশনাল উর্দু বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী আফরোজ আলম মুসলমানদের নিয়ে গঠিত দলের সাফল্য নিয়ে সংশয় প্রকাশ করেছেন৷ তিনি বলেন, ‘‘মুসলমানদের ২৫টি দল এখনই আছে৷ কিন্তু তারা বড় সাফল্য দেখাতে পারেনি, কারণ, মুসলমানরা মুসলমানদের ভোট দিতে আগ্রহী নয়৷”

আলীগড় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ মনে করেন, মুসলমানদের দল থেকে সংসদে প্রতিনিধি গেলেও তাদের কথা শোনা হবে না৷ ‘‘রাজনৈতিকভাবে মুসলমানরা কিছু করতে পারবে না৷ এটা সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্ত যে, তারা মুসলমানদের সঙ্গে নেবে কিনা,” বলেন তিনি৷

নির্বাচনে জয়ের পর মোদী দুটি বক্তব্য দিয়েছেন৷ দুটিতেই তিনি মুসলমানদের আশ্বস্ত করা চেষ্টা করেছেন৷ বিজেপির সদরদপ্তরে দেয়া বক্তব্যে তিনি সংখ্যালঘুদের আস্থা অর্জনে কাজ করবেন বলে জানিয়েছেন৷ এছাড়া সংখ্যালঘুদের বিরুদ্ধে আক্রমণাত্মক কথাবার্তা এড়িয়ে চলতে সাংসদদের পরামর্শ দিয়েছেন তিনি৷

এদিকে, ভারতে মুসলমানদের সবচেয়ে বড় সংগঠন জমিয়াত উলামা-ই-হিন্দ (জেইউএইচ) বিপুল জয়ের জন্য মোদীকে অভিনন্দন জানিয়েছেন৷ সংখ্যালঘুদের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের বিষয়ে নজর রাখতে মোদীর প্রতি আহ্বান জানিয়েছে জেইউএইচ৷

সুফি মুসলমানদের সবচেয়ে বড় সংগঠন অল ইন্ডিয়া উলেমা অ্যান্ড মাশায়েখ বোর্ডও মোদীকে অভিনন্দন জানিয়েছে৷

এসএইচ-১০/৩০/১৯ (অনলাইন ডেস্ক, তথ্য সূত্র : ডয়চে ভেলে)

বিয়ে করলেন মিশু সাব্বির!

জনপ্রিয় মডেল ও অভিনেতা মিশু সাব্বির। কমেডি ও রোমান্টিক ধাঁচের নাটক-টেলিছবিতে দেখা যায় তাকে। সম্প্রতি প্রাণ মাঠার একটি বিজ্ঞাপন পিয়া বিপাশার বিপরীতে দেখা গেছে মিশুকে।

বিজ্ঞাপনটির জন্য প্রশংসায় ভাসছেন তিনি। সেই সুবাদে রয়েছেন বেশ ফুরফুরে মেজাজে।  ক্যারিয়ারের এই সুসময়ে তিনি বসে গেলেন বিয়ের পিঁড়িতে। পাত্রী নিশাত প্রিয়ম।

আসছে ঈদ উপলক্ষে বিটিভির জন্য নির্মিত হয়েছে নাটক ‘বিয়ে বিষয়ক জটিলতা’। সেখানেই প্রিয়মকে বিয়ে করবেন মিশু। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান শাখার প্রধান সাদিকুল ইসলাম নিয়োগী পন্নীর প্রযোজনায় নাটকটিতে আরও অভিনয় করেছেন কচি খন্দকারসহ অনেকেই।

ইশতিয়াক আহমেদের গল্প ও নির্দেশনায় ‘বিয়ে বিষয়ক জটিলতা’ নাটকটি নিয়ে সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী বলেন, সামাজিক কুসংস্কারের প্রভাব এবং বাস্তবতা এই গল্পে ফুটিয়ে তোলা হয়েছে। যার গল্পে দেখা যাবে কুসংস্কারাচ্ছন্ন এক ছেলেকে জ্যোতিষী পরামর্শ দিবে চব্বিশ বছরের সুন্দরী মেয়েকে বিয়ে করতে।

ছেলে তেমন মেয়ের সন্ধান পায় না। এদিকে পরিবারের চাপে ওই ছেলে শর্ত সাপেক্ষে বিয়ে করে। বাসর রাতেই সে তার বউকে জানায় চব্বিশ বছরের সুন্দরী মেয়ে পেলে আবার বিয়ে করবে। এভাবে নানা জটিলতায় সংসার চলতে থাকে। একসময় সে সুন্দরী মেয়ের সন্ধান পায়।

কিন্তু ততদিনে সে তার বউয়ের প্রেমে পড়ে যায়। যে কারণে আর নতুন করে বিয়ে করা হয় না। কুসংস্কারের বিষয়টি সে বুঝতে পেরে জ্যোতিষীকে শাসিয়ে আসে।

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্যের সার্বিক তত্ত্বাবধানে নাটকটি ঈদের দিন রাত ৯টা ৫ মিনিটে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে প্রচারতি হবে।

এসএইচ-০৯/৩০/১৯ (বিনোদন ডেস্ক)

ইংল্যান্ডের হয়ে প্রথম ‘দুইশ’ মরগ্যানের

আন্তর্জাতিক ক্রিকেটে শুরুটা আয়ারল্যান্ড জাতীয় দলের হয়ে। এরপর নিজের জন্মভূমি ছেড়ে চলে আসেন ইংল্যান্ডে। এখানে এসে শুধু জাতীয় দলের হয়ে খেলেনইনি, দুই বিশ্বকাপে ইংলিশদের নেতৃত্বেও দিচ্ছেন তিনি।

বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে বল গড়ানোর আগে, টস করতে নেমেই আরো এক অনন্য মাইলফলকে পৌঁছে গেছেন মরগ্যান।

প্রায় শতবছরের ক্রিকেট ইতিহাস যাদের সেই ইংল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে ২০০ ওয়ানডে খেলা প্রথম ক্রিকেটার তিনি। ইংলিশদের হয়ে ২০০ ম্যাচ খেলে ৪০.২১ গড়ে করেছেন দেশটির ইতিহাসের সর্বোচ্চ ৬২৩৩ রান। ক্যারিয়ারে দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১১ সেঞ্চুরির মালিকও তিনি।

ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্ব্বোচ্চ ১৯৭ ম্যাচ খেলেন বর্তমানে তাদের ফিল্ডিং কোচ পল কলিংউড ৩৫.৩৬ গড়ে তিনি করেছেন ৫০৯২ রান। এ তালিকার তৃতীয় স্থানে রয়েছেন পেস বোলার জেমস অ্যান্ডারসন, ১৯৪ ম্যাচ খেলে তার উইকেটসংখ্যা ১১১টি।

দেশের হয়ে ১৭০ ম্যাচ খেলে ৪ সেঞ্চুরিতে ৪৬৭৭ রান করা অ্যান্ড্রু স্ট্রাউস আছেন তালিকার চতুর্থস্থানে। পঞ্চমস্থানে থাকা ইয়ান বেল ইংল্যান্ডের হয়ে খেলেছেন ১৬১ ম্যাচ। যেখানে ৩৭.৮৭ গড়ে তিনি করেছেন ৫৪১৬ রান।

এসএইচ-০৮/৩০/১৯ (স্পোর্টস ডেস্ক)

জয়পুরহাটে পাওনা টাকা চাইতে গিয়ে যুবক খুন

জয়পুরহাটের পাঁচবিবি রেলস্টেশন এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রনি হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বুধবার দিবাগত রাতে ছুরিকাঘাতে আহত রনিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত রনি হোসেন পাঁচবিবি উপজেলার বালিঘাটা গ্রামের আহাত আলীর ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, বুধবার রাতে রনি হোসেন কয়েকজন যুবকের কাছ থেকে পাওনা টাকা চাইতে গেলে পাঁচবিবি রেলস্টেশন এলাকায় ওই যুবকদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে তারা রনিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত রনিকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রনি মারা যান।

পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বিএ-১৩/৩০-০৫ (উত্তরাঞ্চল ডেস্ক)

টুর্নামেন্টের দ্বিতীয় বলেই উইকেট ইমরান তাহিরের

এমন একটি স্বপ্নের ডেলিভারির জন্যই তো অপেক্ষায় থাকে সবাই। সেই স্বপ্নের ডেলিভারিটি যদি এসে যায় ম্যাচের তথা পুরো টুর্নামেন্টেরই দ্বিতীয় বলে, তাহলে তো কথাই নেই।

লন্ডনের কেনিংটন ওভালে (দ্য ওভালে) বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা আর ইংল্যান্ড। টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি।

ফিল্ডিংয়ে নেমে শুরুতেই ডু প্লেসি বল তুলে দিলেন স্পিনার ইমরান তাহিরের হাতে। দল পেসারে ভর্তি থাকার পরও একজন স্পিনার দিয়ে বোলিং শুরু করার ডু প্লেসি।

বল করতে নেমে শুরুতেই বাজিমাত করে দিলেন লেগ স্পিনার ইমরান তাহির। প্রথম বলেই ইমরান তাহিরের কাছ থেকে ১ রান নেন ইংলিশ ওপেনার জেসন রয়। স্ট্রাইকে আসেন আরেক ওপেনার জনি বেয়ারেস্ট। সাম্প্রতিক সময়ে তুমুল বিধ্বংসী ব্যাটসম্যান তিনি। তার ব্যাটেই ইংল্যান্ড এবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে।

কিন্তু ইমরান তাহিরের প্রথম বল মোকাবেলা করতে গিয়েই পরাস্ত হলেন বেয়ারেস্ট। ইমরান তাহিরের ঘূর্ণি বল বেয়ারেস্টের ব্যাট ছুঁয়ে গিয়ে জমা পড়ে উইকেটের পেছনে উইকেটরক্ষক কুইন্টন ডি ককের গ্লাভসে। দ্বিতীয় বলেই উইকেট নিয়ে নিলেন তাহির।

ফ্যাফ ডু প্লেসির টেকটিক্যাল সিদ্ধান্ত শুরুতেই সাফল্য এনে দিলো দক্ষিণ আফ্রিকাকে। ফ্রন্ট ফুটে এসে বলটাকে ঠেকাতে চাইলেন। কিন্তু ব্যাটের বাইরের কানায় চুমু দিয়ে বলটি গিয়ে জমা পড়লো ডি ককের গ্লাভসে। মাত্র ১ রানেই উইকেট হারালো ইংল্যান্ড।

এসএইচ-০৭/৩০/১৯ (স্পোর্টস ডেস্ক)