সকাল ১১:১৬
শনিবার
১৮ ই মে ২০২৪ ইংরেজি
৪ ঠা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
১০ ই জ্বিলকদ ১৪৪৫ হিজরী
spot_img

ফুরিয়ে যাচ্ছে গোটা রমযান মাস

আজ রোববার ২৭ রমযান। সময়ের গতিময়তার পথ ধরে একে একে ফুরিয়ে যাচ্ছে গোটা রমযান মাস। রহমত মাগফিরাত ও নাজাতের এই পবিত্রতম মাসের বিদায় বেলা চলছে। এখন শুধু হিসাব নিকাশের পালা। গতকাল পালিত হলো পবিত্র লাইলাতুল ক্বদর। আর এ রাতে নাযিল হয়েছে পবিত্র কুরআন। ইবাদাত বন্দেগীর মাধ্যমে গত রাতে আল্লাহর কাছ থেকে যারা গোণাহ মাফ করাতে পেরেছে তারা সফল হয়েছে। পবিত্র লাইলাতুল ক্বদর একমাত্র মুহাম্মদ (সাঃ) এর উম্মতের জন্যই দান করা হয়েছে। অন্য নবীর উম্মতগণ এ রজনীর মত উত্তম রজনী পায়নি। যার কারণে অনেকে মুহাম্মদ (সাঃ) এর উম্মত হওয়ার আশা প্রকাশ করেছে। আগামী মঙ্গলবার অথবা বুধবার পবিত্র রমযানের সমাপ্তি হতে পারে। এ জন্য গত শুক্রবার জুমাতুল বিদা তথা রমযানের শেষ জুমা পালিত হয়েছে।

আর কয়েকদিন পর ঈদুল ফিতর। এখন শুধু হিসাবের পালা। পবিত্র রমযান মাসে কতটি রোযা পরিপূর্ণভাবে হক আদায় করে পালন করতে পেরেছি, আমাদের গোণাহ কী পরিমাণ মাফ করাতে পেরেছি আর কতটুকু তাক্বওয়া অর্জিত হয়েছে আমাদের মধ্যে। এসব হিসেব নিয়ে আত্মসমালোচনা করলেই ফুটে উঠবে পুরো রমযানের কর্মতৎপরতার চিত্র। পবিত্র রমযান পাওয়ার পরও যে ব্যক্তি গোনাহ মাফ করাতে পারেনি তার জন্য দুর্ভাগ্য। হয়তবা এ রমযানই অনেকের জীবনের শেষ রমযান বা শেষ শবে ক্বদর। রমযানের প্রশিক্ষণ কি পরিমাণ গ্রহণ করতে পেরেছি, যা অর্জন করেছি তা দিয়ে কী বাকি ১১টি মাস সুষ্ঠুভাবে অতিবাহিত করতে পারবো? যদি বিবেকের কাছ থেকে সন্তোষজনক উত্তর আসে তাহলে আলহামদুলিল্লাহ। নচেৎ এখনো সময় আছে রমযানের বাকী দিনগুলোতে রমযানের শিক্ষা গ্রহণ করে উপকৃত হতে পারি।

হযরত আনাস (রাঃ) হতে বর্ণিত, রাসুল (সাঃ) বলেছেন, যখন ক্বদরের রাত্রি শুরু হয়, তখন জিব্রাইল (আঃ) ফেরেশতাদের দলসহ দুনিয়াতে অবতীর্ণ হন এবং আল্লাহর এমন সব প্রত্যেক বান্দার জন্য দোয়া করতে থাকেন যারা দাড়িঁয়ে বা বসে আল্লাহর যিকির করতে থাকে। অত:পর যখন বান্দাদের ঈদের দিন উপস্থিত হয় তখন আল্লাহ তাদের ব্যাপারে ফেরেশতাদের নিকট গৌরব প্রকাশ করেন এবং বলেন, হে আমার ফেরেশতাগণ, বল দেখি সেই প্রেমিক প্রেমিকাদের কি প্রতিদান হতে পারে যে আপন কাজ সম্পন্ন করেছে? উত্তরে তারা বলেন, হে পরোয়ারদেগার, তার পারিশ্রমিক পুরোপুরিভাবে দেয়াই হচ্ছে তার প্রতিদান। তখন আল্লাহ বলেন, হে আমার ফেরেশতাগন, আমার বান্দাহ ও বান্দীগন যারা তাদের উপর অর্পিত ফরয যথাযথভাবে পালন করেছে অত:পর সে (নিজের ঘর হতে ঈদগাহের দিকে) উচ্চ স্বরে দোয়া করতে করতে বের হয়েছে, আমার ইজ্জত ও সম্মানের কসম, আমি নিশ্চয়ই তাদের দোয়া কবুল করবো। তারপর তিনি বলেন, যাও (হে আমার বান্দাগন) আমি নিশ্চয়ই তোমাকে ক্ষমা করে দিলাম। নবী করীম (সাঃ) বলেন, অত:পর তারা ক্ষমাপ্রাপ্ত হয়ে বাড়ির দিকে ফিরে যায়। (বায়হাকী)।

এ সম্মানিত রজনীর গুরুত্ব সম্পর্কে মহান আল্লাহ বলেন, ‘আমি এ কুরআনকে কদরের রাতে নাজিল করেছি। তুমি কি জানো কদরের রাত কী? কদরের রাত হাজার মাস থেকেও উত্তম ও কল্যাণময়’ (সূরা আল কদর : ১-৩)। এই রাত কোন মাসে? এ ব্যাপারে মহান আল্লাহ বলেন, ‘রমযান এমন মাস যাতে কুরআন নাজিল হয়েছে’ (সূরা বাকারা : ১৮৫)। এই রাত রমযানের কোন তারিখে? রাসূলুল্লাহ সা: একটি রহস্যময় কারণে তারিখটি সুনির্দিষ্ট করেননি। ইমাম বুখারি, ইমাম মুসলিম, ইমাম আহমদ ও ইমাম তিরমিজি কর্তৃক বর্র্ণিত হাদিসে বলা হয়েছে- হজরত আয়েশা রা: বর্ণনা করেছেন, নবী করিম সা: বলেছেন, ‘কদরের রাতকে রমজানের শেষ দশ রাতের কোন বেজোড় রাতে খোঁজ করো।’

হজরত আবু বকর রা: ও হজরত আবব্দুল্লাহ ইবনে আব্বাস রা: থেকে বর্ণিত হাদিস থেকেও এই একই ধরনের তথ্য পাওয়া যায়। অবশ্য কোনো কোনো ইসলামী মনীষী নিজস্ব ইজতিহাদ, গবেষণা, গাণিতিক বিশ্লেষণ ইত্যাদির মাধ্যামে রমজানের ২৭ তারিখের রাতে (অর্থাৎ ২৬ রোজার দিবাগত রাতে) শবে কদর হওয়ার উজ্জ্বল সম্ভাবনার কথা জোর দিয়ে বলেছেন। কিন্তু রাসূলুল্লাহ সা: এটাকে সুনির্দিষ্ট করেননি; বরং কষ্ট করে খুঁজে নিতে বলেছেন।

এসএইচ-০৪/০২/১৯ (অনলাইন ডেস্ক)

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবেন তামিম

তামিম ইকবালের ইনজুরির খবরে হতাশা নেমে এসেছিলো বাংলাদেশ ক্রিকেটপ্রেমীদের মাঝে। শুক্রবার দলের সঙ্গে নেটে অনুশীলনের সময় বাম হাতে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি।

তবে সব শঙ্কা দূর করে শনিবার অনুশীলন করেছেন তামিম ইকবাল। সংবাদ সম্মেলন অধিনায়ক মাশরাফিও জানিয়ে দিয়েছেন,  দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবেন তামিম।

মাশরাফিকে প্রশ্ন করা হয়েছিল পিঠের ব্যথায় ভোগা সাইফুদ্দিনের বিষয়েও। কিন্তু সাইফুদ্দিনের খেলা বা না খেলার ব্যাপারে নিশ্চিত করে মাশরাফি কিছু বলেননি।

তবে যতটুকু বুঝা গেছে তাতে বাংলাদেশের প্রথম ম্যাচে থাকছেন না সাইফুউদ্দিন।

বাংলাদেশ দল আত্মবিশ্বাসী। তবে অনেক বড় প্রত্যাশা না করার জন্য অনুরোধ করেছেন মাশরাফি। তিনি বলেছেন, ‘ ম্যাচে ফেবারিট দক্ষিণ আফ্রিকাই। তবে বাংলাদেশ ছেড়ে কথা বলবে না।’

এসএইচ-০৩/০২/১৯ (স্পোর্টস ডেস্ক)

লাল-সবুজের জার্সি ১৫ পাউন্ডে বিক্রি হচ্ছে

প্রিয় জাতীয় দলের বিশ্বকাপ প্রথম ম্যাচকে সামনে রেখে গোটা বাংলাদেশ উত্তাল, উন্মুখ অপেক্ষা। এদিকে প্রবাসী বাঙ্গালীরাও কম যাচ্ছেন না।

প্রিয় জাতীয় দলকে উৎসাহ জোগাতে, অনুপ্রাণিত করতে এবং মাঠে এসে অকুন্ঠ সমর্থন জোগাতে প্রবাসী বাঙ্গালীদের উৎসাহ-উদ্দীপনার কমতি নেই।

পূর্ব লন্ডনে বাঙ্গালী অধ্যুসিত এলাকায় পা রাখলেই মিলছে এর পূর্বাভাস। বিভিন্ন দোকানে বাংলাদেশের লাল সবুজ জার্সি বিক্রি হচ্ছে দেদারসে।

এসব জার্সি বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে ১৫ পাউন্ডে বিক্রি হচ্ছে জার্সি। সবুজ ও লাল দুই রংয়ের জার্সিই পাওয়া যাচ্ছে ১৫ পাউন্ডে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ১৬০০ টাকা।

এত উচ্চমূল্য হলেও জার্সি কিনতে কার্পণ্য নেই প্রবাসী বাংলাদেশিদের। রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে জার্সি গায়ে গ্যালারি মাতাতে দোকানে দোকানে ভিড় করে রেখেছেন তারা।

এসএইচ-০৩/০২/১৯ (স্পোর্টস ডেস্ক)

টাইগারদের বিপক্ষে ম্যাচেও নেই স্টেইন

ইনজুরির কারণে বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকার গতিতারকা ডেল স্টেইন। একই কারণে রোববার বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও মাঠে নামা হবে না ডানহাতি এ পেসারের।

কাঁধের ইনজুরিতে পড়ে বিশ্বকাপ শুরুর আগেই নিশ্চিত হয়েছিল অন্তত প্রথম ম্যাচটি খেলতে পারবেন না স্টেইন। তখনো জানা ছিলো না ঠিক কবে নাগাদ ফিরতে পারবেন মাঠে। শনিবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগের দিন জানা গেলো দ্বিতীয় ম্যাচেও মাঠে নামা হবে না তার।

ফলে এবারের বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে অন্তত ৫ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে ৩৫ বছর বয়সী এ পেসারকে। স্টেইনকে ছাড়া দক্ষিণ আফ্রিকার পেস ডিপার্টমেন্টের অভিজ্ঞতার ভাণ্ডার কমে যায় অনেকটাই।

প্রোটিয়াদের জন্য দুঃসংবাদ শুধু এটিই নয়, রয়েছে আরও একটি খারাপ খবর। শনিবার দলের সঙ্গে অনুশীলন করেননি প্রথম ম্যাচে জোফ্রা আর্চারের বাউন্সারে মাথায় আঘাত পাওয়া অভিজ্ঞ ওপেনার হাশিম আমলা। পুরো দিন কাটিয়েছেন টিম হোটেলে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিতে তিনি খেলবেন কিনা এ ব্যাপারে এখনো নিশ্চিত তথ্য জানা যায়নি।

উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের কাছে হেরে যাওয়ায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচে জয়ের আপ্রাণ চেষ্টায় থাকবে প্রোটিয়ারা। আগামীকাল একই মাঠে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টা এবং লন্ডন সময় সকাল সাড়ে দশটায় টাইগারদের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।

এসএইচ-০২/০২/১৯ (স্পোর্টস ডেস্ক)

অজিদের কাছে পাত্তাই পেল না আফগানরা

বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে এসেছে আফগানিস্তান। অধিনায়ক গুলবাদিন নায়েব জানিয়েছিলেন যেকোনো দলের বিপক্ষে লড়তে প্রস্তুত তার দল। তবে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লড়াইটা ঠিক জমাতে পারল না আফগানরা।

ব্রিস্টলে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনোরকমের পাত্তাই পায়নি গুলবাদিন নায়েবের দল। আফগানদের করা ২০৭ রানের মামুলি সংগ্রহ ৯১ বল হাতে রেখেই মাত্র ৩ উইকেট হারিয়ে টপকে গেছে অস্ট্রেলিয়া। ব্যাট হাতে ফিফটি করেছেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং অ্যারন ফিঞ্চ।

২০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই নিজেদের আধিপত্য বুঝিয়ে দেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অধিনায়ক ফিঞ্চ ও ওয়ার্নার মিলে মাত্র ১৬.২ ওভারে যোগ করেন ৯৬ রান। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৬৬ রানে আউট হন ফিঞ্চ।

তবে দ্বিতীয় উইকেটে উসমান খাজাকে সঙ্গে নিয়ে এগুতে থাকেন ওয়ার্নার। ৬০ রানের জুটি গড়ে ব্যক্তিগত ১৫ রানের মাথায় ফেরেন খাজা। শুরুতে রয়ে-সয়ে খেললেও পরে হাত খুলে মারা শুরু করেন ওয়ার্নার, জাগিয়ে তোলেন সেঞ্চুরির সম্ভাবনাও।

তবে শেষপর্যন্ত এবারের বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি করা হয়নি ওয়ার্নারের। তিনি অপরাজিত থেকে যান ১১৪ বলে ৮ চারের মারে ৮৯ রানের ইনিংস খেলে। স্টিভ স্মিথ আউট হন ১৮ রান করে। উইকেটে এসে প্রথম বলেই ৪ মেরে দলের জয় নিশ্চিত করেন গ্লেন ম্যাক্সওয়েল।

এর আগে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক গুলবাদিন নায়েব। ম্যাচের প্রথম দুই ওভারের মধ্যেই প্রথম দুই ওপেনার মোহাম্মদ শাহজাদ ও হজরত উল্লাহ জাজাইয়ের উইকেট হারায় আফগানরা। দুজনেই আউট হন ব্যক্তিগত শূন্য রানে।

তৃতীয় উইকেট জুটিতে হাসমত উল্লাহ শহীদি আর রহমত শাহ ৫১ রান যোগ করেন। দুজনে মিলে শুরুর বিপর্যয় কাটিয়ে উঠার আশা দেখাচ্ছিলেন আফগানদের। কিন্তু অজি স্পিনার অ্যাডাম জাম্পার ঘুর্ণিতে ৮০ রানের আগেই ৫ উইকেট হারায় তারা। ৬ চারে ৬০ বলে ব্যক্তিগত ৪৩ রান করে আউট হন রহমত। দাঁড়াতে পারেননি দলের অন্যতম ভরসা মোহাম্মদ নবি (৭)।

ষষ্ঠ উইকেটে নাজিবুল্লাহ জাদরানকে সঙ্গে নিয়ে বিপর্যয়ে সামাল দেয়ার চেষ্টা করেন অধিনায়ক গুলবাদিন। দুজনে মিলে দ্রুত গতিতে রান তুলতে থাকেন দলের হয়ে। তবে ৩৪তম ওভারে অস্ট্রেলিয়া দলকে ব্রেক থ্রু এনে দেন অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। নাজিবুল্লাহ ও গুলবাদিন দুজনকেই একই ওভারে অ্যালেক্স কারের ক্যাচ বানান তিনি।

এক সময় আফগানরা ২০০ পেরোবে কিনা, তা নিয়ে শঙ্কা জেগেছিল। কিন্তু রশিদ খানের ১১ বলে ৩ ছয় ও ২ চারে ২৭ রানের ইনিংসে শেষপর্যন্ত ২০৭ রানে অলআউট হয় আফগানিস্তান।

অস্ট্রেলিয়ার পক্ষে বল হাতে ৩টি করে উইকেট নেন প্যাট কামিন্স আর অ্যাডাম জাম্পা।

এসএইচ-০১/০২/১৯ (স্পোর্টস ডেস্ক)

অজিদের জয় পেতে চায় ২০৮

বিশ্বকাপের আগে আভাস ছিল বড় রানের। কিন্তু একমাত্র আর উদ্বোধনী ম্যাচ ছাড়া আর কোন ম্যাচেই রান তিনশ হলো না। ঘটনার ব্যতিক্রম ঘটেনি  শনিবার অস্ট্রেলিয়া-আফগানিস্তানের ম্যাচেও। এশিয়ান দেশ হিসেবে আজ প্রথমবারের মতো এবারের বিশ্বকাপে দুইশর অধিক রান করেছে আফগানরা।

টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক গুলবাদিন নায়েব। ম্যাচের প্রথম দুই ওভারের মধ্যেই প্রথম দুই ওপেনার মোহাম্মদ শাহজাদ ও হজরত উল্লাহ জাজাইয়ের উইকেট হারায় আফগানরা। দুজনেই আউট হন ব্যক্তিগত শূন্য রানে।

তৃতীয় উইকেট জুটিতে হাসমত উল্লাহ শহীদি আর রহমত শাহ ৫১ রান যোগ করেন। দুজনে মিলে শুরুর বিপর্যয় কাটিয়ে উঠার আশা দেখাচ্ছিলেন আফগানদের। কিন্তু অজি স্পিনার অ্যাডাম জাম্পার ঘুর্ণিতে ৮০ রানের আগেই ৫ উইকেট হারায় তারা। ৬ চারে ৬০ বলে ব্যক্তিগত ৪৩ রান করে আউট হন রহমত। দাঁড়াতে পারেননি দলের অন্যতম ভরসা মোহাম্মদ নবি (৭)।

ষষ্ঠ উইকেটে নাজিবুল্লাহ জাদরানকে সঙ্গে নিয়ে বিপর্যয়ে সামাল দেয়ার চেষ্টা করেন অধিনায়ক গুলবাদিন। দুজনে মিলে দ্রুত গতিতে রান তুলতে থাকেন দলের হয়ে। তবে ৩৪তম ওভারে অস্ট্রেলিয়া দলকে ব্রেক থ্রু এনে দেন অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। নাজিবুল্লাহ ও গুলবাদিন দুজনকেই একই ওভারে অ্যালেক্স কারের ক্যাচ বানান তিনি।

এক সময় আফগানরা ২০০ পেরোবে কিনা, তা নিয়ে শঙ্কা জেগেছিল। কিন্তু রশিদ খানের ১১ বলে ৩ ছয় ও ২ চারে ২৭ রানের ইনিংসে শেষপর্যন্ত ২০৭ রানে অলআউট হয় আফগানিস্তান।

অস্ট্রেলিয়ার পক্ষে বল হাতে ৩টি করে উইকেট নেন প্যাট কামিন্স আর অ্যাডাম জাম্পা।

এসএইচ-৩৬/০১/১৯ (স্পোর্টস ডেস্ক)

বিএনপি-জামায়াত ভেতরে ভেতরে শক্তি সঞ্চয় করছে

বিএনপি-জামায়াত ভেতরে ভেতরে শক্তি সঞ্চয় করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, বিএনপি-জামায়াত চক্র চুপ হয়ে আছে। তার মানে তারা নিঃশেষ হয়ে যায়নি। তারা ভেতরে ভেতরে শক্তি সঞ্চয় করছে। নিশ্চুপ হয়ে যাওয়া মানে নিঃশেষ হয়ে যাওয়া নয়। তাই আমাদের সবাইকে সজাগ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

শনিবার ঢাকার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ‘শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক, মুক্তিযুদ্ধের চেতনায়, জঙ্গি ও মাদকমুক্ত বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, দেশে জঙ্গিবাদ একেবারে শেষ হয়ে যায় নাই। এরা যেকোনো সময় মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এখন আমরা আবারও নতুন করে জঙ্গিবাদের আওয়াজ শুনতে পাই। আবারও মানুষ হত্যা করার জন্য ডাক দেয়া হচ্ছে।

মোহাম্মদ নাসিম বলেন, দেশের বিরুদ্ধে ও গণতন্ত্র ধ্বংস করার জন্য বিএনপি-জামায়াত, জঙ্গিবাদি চক্র একের পর এক চক্রান্ত করছে। তাদের কাছ থেকে আমাদের দেশের গণতন্ত্র নিরাপদ নয়। তাই শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।

ঈদের পর সারা দেশের বিভাগীয় ও জেলা শহরগুলোতে সভা সমাবেশ করা হবে জানিয়ে ১৪ দলের মুখপাত্র বলেন, ঈদের পর বিএনপি, জামায়াত ও জঙ্গিবাদি চক্রের বিরুদ্ধে আমরা ১৪ দল মাঠে নামব। দেশের বিভাগীয় শহর ও জেলা শহরে সমাবেশ করব।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, বিএনপি বিরোধী দলের ভূমিকায় ছিল। তারা জঙ্গিবাদে জড়িয়ে বিরোধী দলের আনুষ্ঠানিক যোগ্যতা হারিয়েছে।

সরকারের বিরোধী দলের জায়গা পরিবর্তন হয়েছে। এখন জাতীয় পার্টি সেই বিরোধী দলের ভুমিকায় অবতীর্ণ হয়েছে। বিএনপি এখন রাষ্ট্রের শত্রু হিসেবে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন হাসানুল হক ইনু।

বিএ-১৪/০১-০৬ (ন্যাশনাল ডেস্ক)

ভ্যানচালক থেকে ২৫ কোটি টাকার বাড়ির মালিক ভুট্টো

স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি ও ইয়াবা ডন হিসেবে পরিচিত কক্সবাজারের টেকনাফ উপজেলার নুরুল হক ভুট্টোর পরিবারের দুটি বিলাসবহুল বাড়ি জব্দ করেছে পুলিশ।

ইয়াবা ব্যবসার টাকায় গড়ে ওঠা এসব রাজকীয় বাড়ি ও বাড়ির মালামাল আদালতের নির্দেশে জব্দ করা হয়। এখন থেকে এসব বাড়ির রক্ষণাবেক্ষণ করবে পুলিশ।

জব্দ করা দুটি বাড়ির মূল্য ২০ থেকে ২৫ কোটি টাকার বেশি বলে জানিয়েছে পুলিশ। শনিবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব বাড়ি ও বাড়ির মালামাল জব্দে অভিযান চালায় পুলিশ।

জব্দকৃত এসব বাড়ির মালিক হলেন- টেকনাফ সদরের নাজিরপাড়ার এজাহার মিয়া (৭০), তার দুই ছেলে নুরুল হক ভুট্টো (৩২) ও নূর মোহাম্মদ ওরফে মংগ্রী (৩৫)। এদের মধ্যে নুরুল হক ভুট্টো স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারির তালিকায় রয়েছেন। তবে দুই মাস আগে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছেন ভুট্টোর ভাই নূর মোহাম্মদ ওরফে মংগ্রী।

স্থানীয় সূত্র জানায়, টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশের নেতৃত্বে পুলিশের একটি দল টেকনাফের নাজিরপাড়া এলাকায় অবস্থিত নুরুল হক ভুট্টোর পরিবারের দুটি বিলাসবহুল বাড়িতে অভিযান চালায়। ইয়াবার টাকায় এসব বাড়ি বানানো হয়েছে। অভিযানের সময় বাড়ি দুটির মালামালসহ সব কিছু নিজেদের নিয়ন্ত্রণে নেয় পুলিশ। এ সময় বাড়িতে থাকা লোকজনকে বের করে দেয়া হয়।

টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ বলেন, আদালতের নির্দেশে শনিবার সকালে তিন ইয়াবা কারবারির বিলাসবহুল দুটি বাড়িসহ সম্পদ জব্দ করা হয়েছে। এই বাড়িগুলো এখন পুলিশের হেফাজতে থাকবে।

আদালতের নির্দেশে পরবর্তীতে এ বিষয়ে পদক্ষেপ নেয়া হবে। যাদের বাড়ি ও মালামাল জব্দ করা হয়েছে তারা একসময় ভ্যানচালক ছিলেন। বর্তমানে তারা কোটি কোটি টাকার মালিক। ইয়াবার টাকায় রাতারাতি কোটিপতি হয়েছেন তারা সবাই। গড়েছেন সম্পদের পাহাড়।

ওসি প্রদীপ কুমার দাশ বলেন, কক্সবাজার সীমান্তে অনেক লবণ চাষি, দিনমজুর, রিকশা ও ভ্যানচালক ইয়াবা বেচাকেনা করে টেকনাফে রাজকীয় বাড়ি বানিয়েছেন। সারাদেশে মাদকবিরোধী অভিযান শুরু হলে বাড়ি ছেড়ে পালিয়ে যায় তালিকাভুক্ত এসব ইয়াবা কারবারি। এর মধ্যে অনেকেই গ্রেফতার ও বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। ইয়াবার টাকায় যারা অবৈধ সম্পদের মালিক বনে গেছেন পর্যায়ক্রমে তাদের একই পরিণতি হবে।

বিএ-১৩/০১-০৬ (আঞ্চলিক ডেস্ক)

আন্তর্জাতিক ক্রিকেটে নতুন জীবন শুরু স্মিথ-ওয়ার্নারের

বল টেম্পারিং কলঙ্ক জীবনটা বলতে গেলে উলট পালট করে দিয়েছে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ এবং সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারের। এক বছরের জন্য নিষিদ্ধ ছিলেন।

অস্ট্রেলিয়া দলে আবারও সুযোগ পাবেন কিনা, সেটি নিয়েও ছিল অনিশ্চয়তা।

তবে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের জন্য সেরা এই দুই তারকাকে আবারও দলে ফিরিয়েছে অস্ট্রেলিয়া।

আর শনিবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে নতুন জীবন শুরু হয়েছে স্মিথ-ওয়ার্নারের।

চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লড়াইয়ে নামে আফগানিস্তান ও অস্ট্রেলিয়া। এই ম্যাচে ব্রিস্টলে অজিদের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান।

এসএইচ-৩৫/০১/১৯ (স্পোর্টস ডেস্ক)

নিউজিল্যান্ডের কাছে শোচনীয় হার শ্রীলঙ্কার

ব্যাটিংটাই ম্যাচে আশা ভরসা শেষ করে দিয়েছে শ্রীলঙ্কার। তারপরও বোলাররা যদি একটু হারের ব্যবধানটা কমাতে পারতেন! সেটাও হলো না। কার্ডিফে লঙ্কানদের ১০ উইকেট আর ২০৩ বল হাতে রেখে বিধ্বস্ত করেছে নিউজিল্যান্ড।

লক্ষ্য মাত্র ১৩৭ রানের। দুই ওপেনার কলিন মুনরো আর মার্টিন গাপটিল বাকি ব্যাটসম্যানদের আর কষ্ট করতে দেননি। ৮.৪৭ রানরেটে ১৬.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যান তারা। গাপটিল ৫১ বলে ৮ বাউন্ডারি ২ ছক্কায় ৭৩ আর মুনরো ৪৭ বলে ৬ চার আর ১ ছক্কায় ৫৮ রানে অপরাজিত ছিলেন।

এর আগে ব্যাটিং ব্যর্থতায় ২৯.২ ওভারেই শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে যায় ১৩৬ রানে। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে লঙ্কানরা। ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারায় তারা।

কিউই পেসার হেনরি নিকলসের বলে ৪ রান করে প্রথম ব্যাটসম্যান হিসেবে ফেরত যান লাহিরু থিরিমান্নে। ওয়ান ডাউনে নেমে ২৪ বলে ২৯ রানের ঝড় তুলে ফেরেন কুশল পেরেরা।

এরপর আর সাজঘরে আসা যাওয়ার সেই মিছিল থামেনি। ৬০ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। পরে সপ্তম উইকেটে অধিনায়ক করুনারত্নের সঙ্গে ৫২ রানের জুটি গড়ে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন অলরাউন্ডার থিসারা পেরেরা।

কিন্তু ২৩ বলে ২৭ রান করে থিসারা পেরেরা ফিরে গেলে সম্মানজনক সংগ্রহ করতে পারেনি শ্রীলঙ্কা। এক প্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেয়া অধিনায়ক করুণারত্নে শেষ পর্যন্ত লড়াই করে গেছেন। ৮৪ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন তিনি।

নিউজিল্যান্ডের পক্ষে তিনটি করে উইকেট পান ম্যাট হেনরি এবং লুকি ফার্গুসন।

এসএইচ-৩৪/০১/১৯ (স্পোর্টস ডেস্ক)