বিকাল ৪:৩৮
বুধবার
৮ ই মে ২০২৪ ইংরেজি
২৫ শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
২৯ শে শাওয়াল ১৪৪৫ হিজরী
spot_img

পুরুষদের জন্য পার্শ্বপ্রতিক্রিয়াহীন জন্ম নিয়ন্ত্রক জেল

পুরুষদের জন্য

পুরুষদের জন্য জন্ম নিয়ন্ত্রক ওষুধের পর এবার বাজারে আসতে চলেছে জন্ম নিয়ন্ত্রক জেল। কিছু দিনের মধ্যেই এটির ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে।

এ বিষয়ে এখনও গবেষণা চলছে। আর এই ওষুধ বাজারে এলেই জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে মহিলাদের পাশাপাশি পুরুষরাও দায়িত্ব নিতে পারবেন।

উত্তর ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের গবেষক মাইকেল ও’রান্ড জানাচ্ছেন, এই ওষুধ পুরুষদের বীর্যে থাকা প্রোটিনকে বেঁধে রেখে তার চলাচলের গতিকে স্লথ করে দেবে। কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই জন্ম নিয়ন্ত্রণে সাহায্য করবে এ ওষুধ।

গবেষক দলের অন্যতম সদস্য ড. ডায়ানা ব্লাইদি জানান, বর্তমানে পুরুষের জন্মনিরোধক পদ্ধতি হিসেবে শুধু ভ্যাসেকটমি (স্থায়ী) আর কনডমের ব্যবহার (অস্থায়ী) প্রচলিত রয়েছে।

তার বিশ্বাস-এ গবেষণায় সাফল্য মিললে আরও একটি নিরাপদ ও কার্যকরী পদ্ধতি হিসেবে এই জেল জন্ম নিয়ন্ত্রণে পুরুষদের সহায়ক হয়ে উঠতে পারে।

ড. ডায়ানা জানান, এই জেল মাখতে হবে পুরুষের পিঠে ও কাঁধে। এই জেলে মূলত দুটি উপাদান রয়েছে। এক হচ্ছে-টেস্টোস্টেরন ও দুই সেজেস্টেরন অ্যাসিটেট নামের একটি প্রজেস্টিন।

এই প্রজেস্টিন পুরুষের শুক্রাশয়ে টেস্টোস্টেরনের উৎপাদন বন্ধ করে দিতে সক্ষম। প্রজেস্টিনের প্রভাবে শুক্রাণুর উৎপাদন প্রায় বন্ধ হয়ে যায়। এই জেলে থাকা টেস্টোস্টেরন পুরুষের রক্তে হরমোনটির মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করবে। ফলে শরীরের বিভিন্ন প্রক্রিয়া সঠিকভাবে চলতে থাকবে। এ জেলটির নাম এনইএস/টি।

আরএম-১০/০৯/১২ (স্বাস্থ্য ডেস্ক)

সংসার-সন্তান নিয়ে মুখ খুললেন আনুশকা শর্মা

সংসার-সন্তান

২০১৭ সালে ইতালির তাস্কানিতে গিয়ে বিরাট কোহলির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। ইতিমধ্যেই বিয়ের পর এক বছর কেটে গেছে তাদের। প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় পাড়ি দিয়েছেন আনুশকা।

সেখানেই বিরাটের সঙ্গে প্রথম বিবাহবার্ষিকী কাটাবেন তিনি। কিন্তু এসবের মধ্যেই তাকে নিয়ে শুরু হয়েছে একদফা নতুন আলোচনা।

শোনা যাচ্ছে, আনুশকা শর্মা নাকি মা হতে চলেছেন। আর সেই কারণেই ‘জিরো’ ছবির পর আর কোন নতুন ছবি তিনি হাতে নিচ্ছেন না বলে শোনা যায়। গুঞ্জন যতই হোক না কেন, আনুশকা প্রথমে এ বিষয়ে মুখ খোলেননি। কিন্তু বিষয়টি নিয়ে গুঞ্জন যখন অত্যধিক মাথা চাড়া দিতে শুরু করে, তখন মুখ খুললেন এই বলিউড অভিনেত্রী।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাতকারে হাজির হয়ে আনুশকা শর্মা স্পষ্ট জানান, তিনি অন্তঃস্বত্তা নন। বর্তমানে কাজ নিয়ে ব্যস্ত তিনি। তাই এই মুহূর্তে মা হওয়ার কোনও চিন্তাভাবনা নেই বলেও স্পষ্ট জানান অনুষ্কা। পাশাপাশি আরও বলেন, এরকম কোনও খবর থাকলে, তা প্রত্যেকেই জানতে পারবেন। এতে লুকিয়ে রাখার কিছু নেই।

আরএম-০৯/০৯/১২ (বিনোদন ডেস্ক)

একমাত্র রাষ্ট্রপতিই খালেদা জিয়াকে ক্ষমা করতে পারেন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার দণ্ড একমাত্র রাষ্ট্রপতি ছাড়া অন্য কেউ ক্ষমা করতে পারবেন না। তিনি আবেদন করলে রষ্ট্রপতির কাছে করতে হবে।

রোববার দুপুরে ফেনী পৌর প্রাঙ্গণে সদর উপজেলা আওয়ামী লীগ অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচন করার কোনো সুযোগ নেই। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী দুই বছরের অধিক দণ্ডপ্রাপ্ত ব্যক্তি নির্বাচন করতে পারবেন না।

এ ছাড়া নির্বাচন কমিশনের আপিলের রায়েও খালেদা জিয়ার মনোনয়ন বাতিল হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচন করার বিষয়টি আদালতের ব্যাপার। তার এ দণ্ড একমাত্র রাষ্ট্রপতি ছাড়া অন্য কেউ ক্ষমা করতে পারবেন না। তিনি আবেদন করলে রাষ্ট্রপতির কাছে করতে হবে।

তিনি বলেন, দেশে একটি সুন্দর নির্বাচনী পরিবেশ বিরাজ করছে। এ পরিবেশ নষ্ট হলে বিএনপির জন্যই হবে। বিএনপির মনোনয়নবঞ্চিতরা তাদের সেক্রেটারি জেনারেলের অফিসে গিয়ে দফায় দফায় হামলা চালাচ্ছেন। যাদের কাছ থেকে টাকা নিয়েছে; কিন্তু মনোনয়ন পাননি তারাই হামলা করছেন।

বর্তমান মন্ত্রিসভা সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, বিশ্বের অনেক দেশেই এমন নিয়ম রয়েছে। আমি মন্ত্রী হয়েও আমার নির্বাচনী এলাকায় পতাকাযুক্ত গাড়ি নিয়ে সভা-সমাবেশে যাচ্ছি না। গণসংযোগ করে নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করছি না। নোয়াখালীর ডিসি-এসপিকে আমার গণসংযোগে যোগ না দিতে নির্দেশ দিয়েছি।

নির্বাচনের পরিবেশ সম্পর্কে মন্ত্রী বলেন, নির্বাচনের পরিবেশ ঠিকই আছে। ‘৭৫-পরবর্তী যে কোনো সময়ের পর থেকে তুলনামূলক অনেক সুন্দর পরিবেশ রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের এমপি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, মহিলা সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, ফেনী-১ আসনের এমপি শিরীন আখতার, জেলা আওয়ামী লীগের সভাপতি ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম প্রমুখ।

বিএ-০১/০৯-১২ (আঞ্চলিক ডেস্ক)

খোঁজ মিলল ‘অদ্ভুত’ এক প্রাণীর, বিজ্ঞানী মহলে চাঞ্চল্য! (ভিডিও)

খোঁজ মিলল

তার কথা ঘুরত মানুষের মুখে মুখে। মনে করা হতো, সে বুঝি কোন কিংবদন্তির জীব। কিন্তু সম্প্রতি তার সন্ধান পাওয়া যাওয়ায় তাকে আর কল্পকাহিনির জীব বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই প্রাণীর আবিষ্কার এটাই প্রমাণ করে যে, এই গ্রহের জীববৈচিত্র সম্পর্কে বিজ্ঞানের আজও বহু কিছু জানা নেই।

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার জলাভূমিতে সম্প্রতি খোঁজ মিলল এমন এক প্রাণীর, যার সম্পর্কে জীববিজ্ঞানীরা সে ভাবে অবহিত ছিলেন না। ফ্লোরিডার এই জলাভূমি প্রাণীবৈচিত্রের কারণে প্রসিদ্ধ। এখানে বিবিধ প্রজাতির কুমির, সাপ ও অন্যান্য সরীসৃপের দেখা পাওয়া গেলেও এই জাতীয় প্রাণীর সন্ধান এই প্রথম।

এই সরীসৃপটির দৈর্ঘ্য দু’ফুটের কাছাকাছি। স্যালামান্ডার প্রজাতির মধ্যে তাকে ‘দানব’ বলেই ধরা যেতে পারে। তার উপরে তার মাথার দু’পাশে গাছের মতো অংশ রয়েছে। সব মিলিয়ে তার চেহারা এতটাই অচেনা যে, তাকে এই পৃথিবীর প্রাণী বলেই মনে হয় না। তার পাতার ওই গাছের মতো অঙ্গটি প্রকৃতপক্ষে তার শ্বাস-অঙ্গ।

জানা যাচ্ছে, এই প্রাণীটিকে ‘সাইরেন রেটিকুলাটা’ বলা হয়। এর সারা গায়ে চিতাবাঘের মতো দাগ রয়েছে। এর সামনে দু’টি পা থাকলেও পিছনের পা নেই। একে প্রথম দেখলে ইল জাতীয় মাছ বলে ভ্রম হয়। যে গবেষক দল এই প্রাণীটির সন্ধান পেয়েছে, সেই দলের সদস্য ডেভিড স্টিন জানিয়েছেন, প্রাণীটি সত্যিই বিরল। অন্যান্য ‘সাইরেন রেটিকুলাটা’র সঙ্গে এর পার্থক্য বিপুল। ২০০৯ সাল থেকে তারা এই প্রাণীর সন্ধান করে আসছেন।

https://youtu.be/e0pQBYupP6M

আরএম-০৮/০৯/১২ (অনলাইন ডেস্ক)

নেইমার ও এমবাপের বিক্রির খবরে ক্ষুদ্ধ পিএসজি

গত কয়েকদিন যাবত সংবাদ মাধ্যমগুলো প্রচার করতেছিলো উয়েফার ফিনান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম মানতে দলের অন্যতম সেরা দুই তারকা কিলিয়ান এমবাপে ও নেইমারের মধ্যে একজনকে বিক্রি করে দিতে পারে পিএসজি।

এমন খবরে ক্ষুব্ধ প্যারিসের ক্লাবটি জানিয়েছে, কাউকে বিক্রি করার কোনো ইচ্ছেই নেই তাদের। শনিবার এক বিবৃতিতে দুই ফরোয়ার্ডকেই ধরে রাখার ব্যাপারে নিজেদের শক্তিশালী অবস্থানের কথা জানায় ফরাসি চ্যাম্পিয়নরা।

গত শুক্রবার ফরাসি এক গণমাধ্যমের খবরে বলা হয়, উয়েফার নীতিমালা মানতে এমবাপে বা নেইমারকে বিক্রি করে দেওয়ার কথা ভাবছে পিএসজি। গত বছর অগাস্টে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে দলটিতে যোগ দেন নেইমার।

আর মোনাকো থেকে ধারে আনা তরুণ ফরোয়ার্ড এমবাপেকে পাকাপাকিভাবে দলে রাখতে পিএসজির খরচ হয় প্রায় ১৮ কোটি ইউরো। ২৬ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার বা ফ্রান্সের এমবাপেকে ধরে রাখার কথা জানানোর পাশাপাশি ফরাসি গণমাধ্যমের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে পিএসজি।

আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত দুইটায় চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে রেড স্টার বেলগ্রেডের মুখোমুখি হবে টমাস টুখেলের দল। পাঁচ ম্যাচে দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে আছে পিএসজি। ৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে নাপোলি। ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা লিভারপুলও ভালোমতোই টিকে আছে নক আউট পর্বে ওঠার লড়াইয়ে।

এসএইচ-০৫/০৯/১২ (স্পোর্টস ডেস্ক)

বিশ্বের সবচেয়ে সেক্সি ওয়েদার গার্লের সঙ্গে সম্পর্কে ইতি বয়ফ্রেন্ডের!

বিশ্বের সবচেয়ে সেক্সি

শরীরের প্রতিটা ভাঁজ যেন হাতে ধরে তৈরি করা। এমন সুন্দর দোহারা চেহারা নিঃসন্দেহে প্রতিটি মেয়ের কাছেই কাঙ্খিত। শুধু তো চেহারা নয়, তাঁর রূপেও মজে গোটা দুনিয়া। তাঁকে গার্লফ্রেন্ড হিসেবে পাওয়ার স্বপ্ন দেখেন, এমন পুরুষের সংখ্যা হাতে গোনা দায়। আর এহেন লাস্যময়ী যুবতীকেই নাকি ছেড়ে দিলেন তাঁর বয়ফ্রেন্ড! ভাবা যায়!

ছবির চিত্রনাট্য হলেও হয়তো মেনে নেওয়া যেত। কিন্তু কঠোর বাস্তবেই ঘটেছে এ ঘটনা। হ্যাঁ, ঠিকই পড়েছেন। বিশ্বের সবচেয়ে সেক্সি ওয়েদার গার্ল ইয়ানেট গার্সিয়ার সঙ্গে সম্পর্কে ইতি টানলেন তাঁর বয়ফ্রেন্ড ডউ মার্টিন। কিন্তু কেন?

আমার আপনার মতো সাধারণ মানুষের মনে এমন প্রশ্ন তো আসবেই। যে যুবতীকে এক ঝলক দেখার অপেক্ষায় থাকেন তাঁর অগণিত অনুরাগী, ইনস্টাগ্রামে যাঁর ফলোয়ারের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে, যৌনতায় ভরপুর যাঁর ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, সেই যুবতীর সঙ্গেই কিনা আর সম্পর্ক রাখতে ইচ্ছুক নন বয়ফ্রেন্ড!

পেশায় গেমার মার্টিন নিজেই জানান, আসলে তিনি নিজের কাজে আরও মনোযোগী হতে চান। অনলাইন গেমার হিসেবে আরও নতুন নতুন কাজ করতে চান। সেই কারণেই আর গার্সিয়ার সঙ্গে প্রেমটা চালিয়ে যেতে চান না তিনি।

তবে জানলে আরও অবাক হবেন যে মার্টিনের এমন সিদ্ধান্তে বিন্দুমাত্র বিস্মিত হননি তাঁর গার্সিয়ার সহকর্মীরা। উলটে মার্টিন যে একেবারে ঠিক কাজই করেছেন, তাও প্রকাশ্যে জানিয়েছেন অনেকেই।

২০১৫ সালে একটি বৈদ্যুতিন মাধ্যমে আবহাওয়ার খবরের সঞ্চালিকা হিসেবে প্রথমবার সাড়া ফেলেছিলেন ২৮ বছরের মেক্সিকান যুবতী। তারপর ইউটিউবে তাঁর অর্ধনগ্ন ভিডিও উষ্ণতা ছড়িয়েছিল। প্রতিদিনই বাড়ছে তাঁর ফলোয়ারের সংখ্যা। আর তাতেই তিনি হয়ে উঠেছিলেন বিশ্বের সবচেয়ে সেক্সি ওয়েদার গার্ল। তবে নেটদুনিয়ায় যেভাবে নিজের নিতম্ব প্রদর্শন করে ছবি পোস্ট করেন, তা

একেবারেই পছন্দ নয় গার্সিয়ার সহকর্মীদের। তাঁদের অভিযোগ, অকারণে আবহাওয়ার খবর পড়াকালীনও নিজের নিতম্ব দর্শকদের দেখাতেই বেশি ব্যস্ত থাকেন তিনি। যা একেবারেই গ্রহণযোগ্য নয়। তবে এসব সমালোচনায় বিশেষ কান দেন না গার্সিয়া। তিনি রয়েছেন আপন মেজাজেই। ইনস্টাগ্রামে এখনও উষ্ণতা ছড়াচ্ছেন লাস্যময়ী ওয়েদার গার্ল।

আরএম-০৭/০৯/১২ (লাইফস্টাইল ডেস্ক)

ভোট দিলেই মোটরসাইকেল উপহার!

ভোটের বাকি আর মাত্র কয়েক দিন। নির্বাচনে ভোটাররা ভোট দিতে যাবেন কি না তা নিয়ে সংশয়।কিন্তু নির্বাচন কমিশন চায় শতভাগ ভোটার উপস্থিতি নিশ্চিত করতে।

তাই ভোটারদের ভোটকেন্দ্রে টানতে নেওয়া হলো এক অভিনব কৌশল।’ভোট দিন, বাইক জিতুন। পেতে পারেন স্কুটি বা স্মার্ট ফোনও!’ এমন শ্লোগানে ছাড়া হয়েছে উপহার!

তবে এই উপহার পাওয়ার জন্য কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের প্রার্থীকে ভোট দিতে হবে না। ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিলেই হবে। যাকে খুশি তাকে ভোট দেওয়া যাবে।

এমন অভিনব কৌশল নিয়েছে ভারতের তেলেঙ্গানা সিদ্দিপেট জেলা নির্বাচন কমিশন। জেলার চারটি বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথের ভোটাররাই এই সুযোগ পাবেন। ভোটদাতাদের নিয়ে একটি ‘ড্র’ করে বিজয়ীদের এই পুরস্কার দেওয়া হবে।

জেলা প্রশাসন জানিয়েছে, ভোটের দিন বুথের বাইরে কুপন রাখা হবে। ভোট দিয়ে বের হবার সময় একটি করে কুপন দেওয়া হবে। কুপনের একটি অংশ কেটে জমা রাখা হবে। ভোট শেষ হলে লাকি ড্র করা হবে। পুরুষ ও নারীদের জন্য থাকবে আলাদা কুপন। পুরুষদের মধ্যে একজন বিজয়ী পাবেন একটি মোটরসাইকেল। নারীদের মধ্যে একজন পাবেন একটি স্কুটি। এছাড়াও দুই গ্রুপের পাঁচ জন করে ভোটার পাবেন স্মার্ট ফোন। আগামী ৭ ডিসেম্বর এই ভোট অনুষ্ঠিত হবে।

এসএইচ-০৪/০৯/১২ (অনলাইন ডেস্ক, তথ্য সূত্র: নিউ ইন্ডিয়া এক্সপ্রেস)

জেনে নিন নারীদের ১২ রকমের ইশারা!

জেনে নিন নারীদের

নারীর মনের রহস্য উদ্ধার করতে পারেননি আচ্ছা আচ্ছা মুনিঋষি। তারা কী চায়, পুরুষের জানা কম্য নয়। ফলে নারীর মনে যৌনতা নিয়ে কী কী ধারণা, ইচ্ছে, অনিচ্ছে জেগে ওঠে সেও জানা এক প্রকার দুষ্কর। তাই মুশকিল আসানে কয়েকটি টিপস্ জেনে রাখা দরকার।

১. নারীর মনে যৌনতা জাগলে সে বার বার তার পছন্দের পুরুষকে ছোঁয়ার চেষ্টা করে।

২. প্রাণের পুরুষের ঠোঁটে আইসক্রিম, কফি বা অন্য কোনও খাবার লেগে থাকলে পরিষ্কার করে দেয়।

৩. খুব অন্তরঙ্গ হয়ে গায়ে ঘেঁষে বসার চেষ্টা করে।

৪. বাইকের পিছনে বসে প্রাণের পুরুষকে জাপটে ধরে।

৫. খুব উত্তেজক কোনও পোশাক পরে হাজির হয় পছন্দের পুরুষের সামনে।

৬. কথা বলতে বলতে পুরুষের চুলে আঙুল দিয়ে বিলি কেটে দেয়

৭. যৌনতা নিয়ে সরাসরি কিছু প্রকাশ না করতে পারলেও, সেই সংক্রান্ত আলোচনা করে পছন্দের পুরুষের সঙ্গে।

৮. এতটা খোলাখুলি না হলেও, দু’রকম মানে হয় এমন কথা বলে।

৯. বার বার গালে, হাতে বা কপালে চুমু খায়।

১০. রোম্যান্টিক আলোচনায় মেতে উঠে। আলোচনার বিষয়বস্তু নরম থেকে গরম হয়ে উঠতে পারে।

১১. পছন্দের পুরুষের সঙ্গে একান্তে রাত কাটাতে চায়।

১২. পুরুষের পোশাক ও চেহারা নিয়ে বারংবার প্রশংসা করে।

আরএম-০৫/০৯/১২ (লাইফস্টাইল ডেস্ক)

যে সামান্য কারণে ‘মিস ওয়ার্ল্ড’ ফাইনাল থেকে বাদ পড়লেন ঐশী

যে সামান্য কারণে

মিস ওয়ার্ল্ড ২০১৮ থেকে বাদ পড়ে গেলেন বাংলাদেশি ঐশী।শনিবার (৮ ডিসেম্বর) চীনে বসেছে বিশ্ব সুন্দরী বাছাইয়ের ফাইনাল আসর। বিশ্বের ১১৮টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে সেরা ৩০ জনকে নিয়ে শুরু হয় গ্রান্ড ফিনালে।

সেখানে প্রথম বাংলাদেশি হিসেবে জায়গা করে নিয়েছিলেন ঐশী। সেরা ৩০ থেকে সেরা ১২ এর তালিকায় বাদ পড়ে গেলেন বরিশালের এই মেয়ে।

প্রাথমিকভাবে তার বাদ পড়ে যাওয়ার কারণ হিসেবে জানা গেছে, পারফর্মেন্স, ভোটের ব্যবধানে পিছিয়ে ছিলেন ঐশী। তার সঙ্গে বাদ পড়ে গেছেন ভারত, জাপান, চীনের সুন্দরীরাও। এশিয়ার প্রতিযোগীদের মধ্যে বিশ্ব সুন্দরী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন নেপালের সুন্দরী শৃঙখলা।

সেরা ১২ বাছাইয়ে বাদ পড়লেও প্রথম বাংলাদেশি হিসেবে মিস ওয়ার্ল্ডের ফাইনালে জায়গা করে নেয়ায় প্রশংসায় ভাসছেন ঐশী। তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশিরা।

আরএম-০৪/০৯/১২ (বিনোদন ডেস্ক)

বিশ্ব সুন্দরী হলেন মেক্সিকোর ভেনেসা পোঞ্চ, বাংলাদেশি ঐশির অবস্থান কত?

বিশ্ব সুন্দরী হলেন

এবার মিস ওয়াল্ডের মুকুট জিতেছেন মেক্সিকোর ভেনেসা পোঞ্চ। রানার আপ হয়েছেন থাইল্যান্ডের নিকোলন লিমসুকান।

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৬৮তম আসরের সেরা সুন্দরীদের তালিকায় এবার বাংলাদেশের হয়ে ইতিহাস গড়লেন ঐশী। বিভিন্ন দেশের প্রতিযোগীদের হারিয়ে এবার ফাইনালে লড়লেন তিনি। আনলাকি থার্টিন বা ১৩ এ এসে থামে ঐশীর জয়রথ। বাংলাদেশী এ অপ্সরার এ অর্জনও কম নয়।

তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানা না গেলেও খুশিই থাকার কথা ঐশীর। কারন ৬৮তম পর্বে সে ফাইনালে লড়লেও এর আগে কোনো বাংলাদেশী ফাইনালের মঞ্চে যেতে পারেনি।

গতকাল শনিবার চীনের সানাই শহরে বসেছিল ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। আর এতে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন মিস বাংলাদেশ ‘জান্নাতুল ফেরদৌস ঐশী’। এবারই প্রথম বাংলাদেশের কোনো মেয়ে গ্র্যান্ড ফিনালেতে অংশ নিল।

শনিবার বাংলাদেশ সময় বিকাল ৫ টায় ‘মিস ওয়ার্ল্ড’র গ্র্যান্ড ফিনালে সরাসরি সম্প্রচার করে জুম টেলিভিশন।

বরিশাল বিভাগের পিরোজপুর জেলার মাটিভাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন ঐশী। ১৮ বছর বয়সী এই সুন্দরী চলতি বছর বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন।

এ বছর ৩০ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খেতাব জিতে নেন ঐশী। আর চলতি বছরে সদ্য কলেজ পাশ করা এই মেয়েটিই এখন দাপিয়ে বেড়াচ্ছে মিস ওয়ার্ল্ডের মঞ্চ। এখন দেখার পালা শেষ পর্যন্ত ঐশী কি পারবে তার হাজারো ভক্তদের মিস ওয়ার্ল্ডের মুকুট উপহার দিতে।

আরএম-০৩/০৯/১২ (বিনোদন ডেস্ক)