রাত ১০:২১
রবিবার
১৯ শে মে ২০২৪ ইংরেজি
৫ ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
১১ ই জ্বিলকদ ১৪৪৫ হিজরী
spot_img

ধোনিকে ‘ছেড়ে গেলেন’ সাক্ষী!

ধোনিকে ছেড়ে চলে গেলেন সাক্ষী! শেষমেশ ধোনিকে সাক্ষীর পরিবর্তে হার্দিকের সঙ্গে ছবি তুলেই সন্তুষ্ট থাকতে হল। এমনই মজার ঘটনার সাক্ষী থাকল দীপবীরের বিয়ের মুম্বই রিসেপশন। দীপিকা পাডুকোন ও রণবীর সিংহ ইতালিতে গাটছড়া বাঁধার পর থেকেই সংবাদমাধ্যমের শিরোনামে।

দেশে ফিরেই একের পরে এক রিসেপশন পার্টিতে ব্যস্ত সেলেব যুগল। শনিবারেই ছিল দীপবীরের মুম্বই রিসেপশন পার্টি। সেখানে আমন্ত্রিত ছিলেন দেশের তাবড় সেলেব্রিটিরা। ধোনি, সচিন, হার্দিকের মতো তারকা ক্রিকেটারদের সঙ্গেই পার্টিতে দেখা গিয়েছে বলিউড দুনিয়ার শাহরুখ খান, অমিতাভ বচ্চনের মতো মহাতারকাদেরও।

যথারীতি, তারকাখচিত রাত্রে ধোনি অবশ্য আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন। ফর্ম্যাল পোশাকে ধোনি ছিলেন মজার মেজাজে। এমন সময়েই চিত্রশিল্পীদের কাছ থেকে ধোনিকে পোজ দেওয়ার অনুরোধ করা হয়। ধোনির সঙ্গেই ছিলেন সাক্ষী ও হার্দিক।

তবে তিন জনে একসঙ্গে দাঁড়ানোর পরে সাক্ষীকে বলা হয়, তিনি ফ্রেমের বাইরে চলে যাচ্ছেন। হাসিমুখে এর পরে সকলকে অবাক করে দিয়েই সাক্ষী বেরিয়ে যান। বিস্মিত ধোনি ছবি তোলেন জাতীয় দলের সতীর্থ হার্দিকের সঙ্গে।

জাতীয় দলের সঙ্গে ওয়ান ডে’তে অস্ট্রেলিয়ায় খুব শীঘ্রই যোগ দেবেন মাহি। তার আগে দেশে প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন তিনি। দীপিকার সঙ্গে ধোনির সম্পর্ক ছিল একসময়ে— দু’তারকাকে নিয়ে এমন জল্পনা এখনও রয়েছে। প্রাক্তন প্রেমিকার বিয়েতে গিয়েই কি না স্ত্রী-র কাছ থেকে এমন ‘ব্যবহার’!

এসএইচ-১৪/০৩/১২ (স্পোর্টস ডেস্ক, তথ্য সূত্র : এবেলা)

এবার আ.লীগ কার্যালয়ে কোটা আন্দোলনকারী নেতারা

রাষ্ট্র পুণর্গঠনের ইশতেহার নিয়ে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহব্বায়ক নুরুল হকের নেতৃত্বে ২৩ সদস্যে প্রতিনিধি দল আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বিকাল চারটায় যাবেন।

এর আগে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহব্বায়ক ফারুক হাসনের নেতৃত্বে ১৮ সদস্য প্রতিনিধি দল ইশতেহারে তাদের দাবি গুলো নিয়ে আলোচনা করেন।

পরে প্রতিনিধি দলটি জাতীয় এক্যফ্রন্টের প্রধান ড.কামাল হোসেনের সাথেও সাক্ষাৎ করেন।

সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহব্বায়ক নুরুল হক নুরু এ প্রতিবেদক বলেন, এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকে সাক্ষাৎ করার জন্য চিঠি দিয়েছি।

তার প্ররিপেক্ষিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে যাচ্ছি। ধারাবাহিকভাবে আমরা সকল রাজনৈকিত দলের কাছে আমাদের দাবি তুলে ধরবো।

বিএ-১০/০৩-১২ (ন্যাশনাল ডেস্ক)

সাইফ পুত্র তৈমুরকে মুসলমান দানবের সঙ্গে তুলনা!

বোধশক্তি তৈরি হওয়ার আগেই স্পটলাইটে থেকে দমবন্ধ অবস্থা তৈমুর আলি খানের। যদিও তাকে নিয়ে যে এত হইচই, সে বিষয় তৈমুর অবহিত নয়। মাত্র দু’বছর বয়সেই ছেলের খ্যাতির বিড়ম্বনা নিয়ে কপালে ভাঁজ পড়েছে সাইফ আলি খান ও কারিনা কপূর খানের। এ বার সেই চিন্তা কয়েক গুণ বাড়িয়ে দিলেন ‘স্বরাজ্য’ নামক একটি ম্যাগাজিনের লেখিকা শেফালি বৈদ্য।

সম্প্রতি কেরলের একটি দোকানে বিক্রি হয় অবিকল তৈমুরের আদলে তৈরি একটি পুতুল। এমনকী, পুতুলটির সেই প্যাকেটেও তৈমুর নাম লেখা। তৈমুর পুতুলের জন্য ওই খেলনা প্রস্তুতকারক দোকানদারকে আইনি নোটিশ পাঠিয়েছেন সেফরিনা।

সেই পুতুলকে ঘিরেই হিন্দুত্ববাদী শেফালি বৈদ্য টুইট করেন, ‘‘এ ভাবেই এক মুসলমান ধর্মান্ধ দানবের ভাবমুর্তি পরিষ্কার করার চেষ্টা করা হচ্ছে।

যে এক সময়ে কোটি কোটি মানুষকে হত্যা করেছিল, মহিলা ও শিশুদের ধর্ষণ করেছিল এবং তাদের মাথার খুলি দিয়ে শুধুমাত্র বিনোদনের জন্য টাওয়ার তৈরি করত, তাকেই একটি মিষ্টি আদুরে পুতুলের রূপ দেওয়া হয়েছে। অবোধ ‘য়িন্দু’-রা (ব্যঙ্গ করে) এই পুতুল কিনে মেয়েদের দেবে। এখন এই পুতুলটি কলকাতার এক খেলনার দোকানে।’’

তৈমুরের নামকরণ হওয়ার পরেই কট্টর হিন্দুত্ববাদীরা সোশ্যাল মিডিয়ায় ছোট্ট শিশুকে বিঁধতে থাকে। আবারও তার পুনরাবৃত্তি দেখে চিন্তিত সেফরিনা।

প্রসঙ্গত, তৈমুর পুতুল নিয়ে বাড়াবাড়ি দেখে এবার শর্মিলা ঠাকুরও আসরে নেমেছেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, এই বয়সে তৈমুরকে নিয়ে এত আলোচনা কীভাবে রোখা যায় তা নিয়ে চিন্তিত তিনি। শর্মিলা চান, আর পাঁচজন শিশুর মতোই বেড়ে উঠুক সে।

এসএইচ-১৩/০৩/১২ (বিনোদন ডেস্ক, তথ্য সূত্র : এবেলা)

বিএনপির কার্যালয়ে কোটা আন্দোলনের নেতা

তারুণ্যের ইশতেহার সকল রাজনৈতিক দলের কাছে হস্তান্তরের জন্য বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রতিনিধি দল বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে গেছে। প্রতিনিধি দলের সকলেই বহুল আলোচিত কোটা আন্দোলনের নেতা।

সোমবার দুপুর পৌঁনে ২টায় কোটা আন্দোলনকারীর নেতা ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহবায়ক ফারুক হাসানের নেতৃত্বে ১৮সদস্যদের প্রতিনিধি দল নয়া পল্টনে যান।

কার্যালয়ে তারা এখন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে বৈঠক করছেন।

ফারুক হাসান এই প্রতিবেদককে জানান, আমরা বিএনপি কার্যালয় থেকে একটু পর ঐক্যফ্রন্ট কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হবো। পরে জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেনের সঙ্গে দেখা করব।

আমরা ইশতেহারে আমাদের দাবিগুলো তুলে ধরব।

বিএ-০৯/০৩-১২ (ন্যাশনাল ডেস্ক)

কামুক শিক্ষিকার ফাঁদে ক্লাসেরই ছাত্র

ক্লাসে কেউ না থাকলে আলাদা করে ছাত্রকে ডেকে নিয়ে যেতেন শিক্ষিকা। তার পরেই একান্তে ওই ছাত্রকে নিয়ে চলত লালসার খেলা। অবশেষে পুলিশি তদন্তেই বেড়িয়ে এল আসল সত্য।

আন্তর্জাতিক সংবাদসংস্থা ‘এপি’-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, ছাত্রকে যৌন হেনস্থার অভিযোগে নর্থ ক্যারোলিনার বাসিন্দা এক শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত শিক্ষিকার নাম ব্রিয়ানা নিকোলা স্ট্যানলি।

অভিযোগ, দীর্ঘ দিন ভয় দেখিয়ে নিজের ক্লাসেরই বছর বারোর এক কিশোরের সঙ্গে যৌনতায় লিপ্ত হতেন ওই শিক্ষিকা।

ভয়ে ওই কিশোর প্রথমে কাউকে বলার সাহস না পেলেও, কয়েক দিন আগে বাড়িতে গোটা ঘটনাটি জানায়। ওই কিশোরের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।

তদন্তে দোষী সাব্যস্ত হওয়ায়, বছর ২৩-এর ব্রিয়ানাকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যে তাঁকে ওই স্কুল থেকেও বরখাস্ত করা হয়েছে। ঘটনার পরে থেকে প্রবল আতঙ্কে রয়েছে ওই কিশোরও।

এসএইচ-১২/০৩/১২ (অনলাইন ডেস্ক, তথ্য সূত্র : এবেলা)

গাজীপুরে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

গাজীপুরে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত এবং আরও ৫ জন আহত হয়েছেন। সোমবার সকালে ঢাকা-কাপাসিয়া সড়কের গাজীপুর সিটি করপোরেশনের হালডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় জানা গেছে। এরা হলেন- মুন্সিগঞ্জের গজারিয়া থানার লক্ষীপুর গ্রামের সর্জেন্ট (অব.) মিজানুর রহমান (৫৫), সিরাজগঞ্জের তাড়াশ থানার গুলটাবাজার এলাকার মো. নাজিম উদ্দিন (৬০) এবং একই এলাকার আব্দুস সামাদ (৬৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে সাড়ে ৭টার দিকে হালডোবা এলাকায় গাজীপুরগামী একটি বাস এবং বিপরীতমুখী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩ জন ঘটনাস্থলেই মারা যান এবং অন্তত ৭ জন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠালে সেখানে আরও দু’জনের মৃত্যু হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার এসআই মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএ-০৮/০৩-১২ (আঞ্চলিক ডেস্ক)

এমপি হলে আমরা সবাই মিলে খাবো : আ‘লীগ সংসদ সদস্য

এমপি হলে সবাই মিলেমিশে ভাগ করে খাবো’ একথা প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের বর্তমান এমপি আবু রেজা মোহাম্মদ নিজাম উদ্দিন নদভী।

শনিবার সাতকানিয়া উপজেলায় এক বর্ধিত সভায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত এই সংসদ সদস্য এ কথা বলেন।

আওয়ামী লীগের বর্ধিত সভায় এমপির এই প্রকাশ্য ঘোষণা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে।

ওই দিন নিজ বাড়ির ‍উঠোনে অনুষ্ঠিত সভায় এমপি নদভী তার বক্তৃতায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দিন আহমেদের নির্দেশে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ নেতা খোরশেদ, হিরু ও কুতুবকে টাকা দিয়েছেন বলেও জানান।

বিএ-০৭/০৩-১২ (অনলাইন ডেস্ক)

গেইল মানহানির মামলায় কোটি টাকা জিতলেন

ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল জাতীয় দলে আর নিয়মিত নন। ব্যাট হাতে বিশ্বব্যাপী টি-টুয়েন্টি টুর্নামেন্টগুলো মাতিয়ে চলছেন তিনি। যেখানে আছে অর্থপ্রাপ্তির মায়াবী হাতছানি।

সেই গেইলের জন্য সুসংবাদ বয়ে নিয় এসেছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস সুপ্রিমকোর্ট। একটি মানহানির মামলায় গেইলকে ৩ লক্ষ অস্ট্রেলিয়ান ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে তারা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ কোটি ৮৫ লক্ষ টাকার ওপরে।

ক্ষতিপূরণ দিতে হবে ফেয়ারফ্যাক্স মিডিয়াকে। মিডিয়াটি ২০১৬ সালের জানুয়ারিতে এক নিবন্ধে তারা লিখেছিল, ২০১৫ সালে সিডনিতে নারী বিশ্বকাপের সময় অস্ট্রেলিয়া দলের ট্রেনিং সেশনে তাদের ড্রেসিং রুমে ম্যাসেজ থেরাপিস্ট লিন রাসেলকে ডেটিংয়ের প্রস্তাব দেন গেইল।

এই রিপোর্টের প্রেক্ষিতে ২০১৬ সালেই ফেয়ারফ্যাক্স মিডিয়ার বিরুদ্ধে মানহানির মামলা করেন গেইল। বিচার শেষে চার সদস্যের জুরি বোর্ড ফেয়ারফ্যাক্স মিডিয়ার দাবীর সত্যতা খুঁজে পায়নি।

জুরি বোর্ডের প্রধান লুসি ম্যাককালাম জানিয়েছেন, নিজেদের দাবীর পক্ষে প্রমাণ হাজির করতে পারেনি ফেয়ারফ্যাক্স। বরং বিদ্বেষের বশবর্তী হয়ে তারা গেইলের বিরুদ্ধে এ ধরনের রিপোর্ট লিখেছে। এর প্রেক্ষিতে ক্ষতিপূরণ হিসেবে গেইলকে ৩ লক্ষ অস্ট্রেলিয়ান ডলার ক্ষতিপূরণ দিতে ফেয়ারফ্যাক্সকে নির্দেশ দিয়েছে তারা।

তবে ফেয়ারফ্যাক্স মিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, এই রায়ের বিরুদ্ধে আপিল করবে তারা।

এসএইচ-১১/০৩/১২ (স্পোর্টস ডেস্ক)

এবার পুলিশের হাতে ইয়াবাসহ বিজিবি সদস্য আটক

কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ পাচারকারি আটকের বিষয়টি এখন স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। কিন্তু এবার ছুটি নিয়ে বাড়িতে যাওয়ার সময় ২ হাজার পিস ইয়াবাসহ বিজিবির এক সদস্যকে আটক করেছে পুলিশ।

রোববার রাত ১০টার দিকে হ্নীলা ইউনিয়নের বাসস্টেশন এলাকায় ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটক মো. এনামুল হক (৩৫) ঢাকা সেনানিবাসের ৩২৫ দক্ষিণ কাফরোল এলাকার বাসিন্দা। তিনি টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের সৈনিক হিসেবে দায়িত্বরত আছেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস বলেন, ঢাকাগামী গাড়িতে করে এক যাত্রী ইয়াবা পাচার করছে, এমন খবর পেয়ে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে বেশকিছু ইয়াবার পুটলাসহ এক ব্যাক্তিকে আটক করা হয়। পরে গণনা করে তার কাছ থেকে ২ হাজার টিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

পরিচয় জানতে চাইলে আটক ব্যক্তি জানান তিনি বিজিবি সদস্য। ছুটি নিয়ে বাড়ি যাওয়ার পথে খরচ জোগাড়ের জন্য ইয়াবা নিয়ে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে সোমবার সকালে কক্সবাজার কারাগারে পাঠানো হবে বলে জানান ওসি।

এ বিষয়ে বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল আছাদুজ্জামান জানান, আটক বিজিবি সদস্যকে তাদের নিজস্ব আইনের অধীনে বিচার করা হবে।

বিএ-০৬/০৩-১২ (আঞ্চলিক ডেস্ক)

অপমানিত হলেন কারিনা

দেখতে দেখতে শেষ পার্টি নিয়ে হাজির হয়েছিলেন দীপ-বীর৷ রাজকীয় বিয়ের ছোঁয়া রেখেছিলেন প্রতিটি রিসেপশন৷ এবারেও তার অন্যথা হল না৷ লাল গোলাপে সাজানো বড়ো গেট, দীপিকার ব্লাড রেড গাউন, রনভীরের জেট ব্ল্যাক স্যুট৷ কোথাও কোনও কমতি নেই৷

বলিউড থেকে শুরু করে ক্রীড়াজগতেরও অসংখ্য তারকারা উপস্থিত ছিলেন রিসেপশনে৷ একে একে সেলেব্রিটিরা এসে লাল গোলাপে বাঁধানো গেটের সামনে দাঁড়িয়ে পোজ দিচ্ছিলেন পাপারাৎজির ক্যামেরায়৷ রনভীর-দীপিকার রিসেপশন বলে কথা, মিডিয়ার নজর এড়িয়ে যায় কীকরে৷

কিন্তু এই গ্র্যান্ড পার্টি শুরু হওয়ার আগেই ঘটে গেল অঘটন৷ অঘটনের শুরু কারিনা-সইফের এন্ট্রি থেকে৷ না! মিডিয়ার সঙ্গে দুর্ব্যবহার করেননি৷ সোনমের বিয়েতে কারিনা-সইফের ফটো তোলা নিয়ে যেরকম সমস্যা শুরু হয়েছিল তেমনও কিছু ঘটেনি৷

তাহলে হঠাৎ হল কী পতৌডি জুটিকে নিয়ে! কারণ হল কারিনার পোশাক৷ মিসেস সইফ আলি খান পরেছিলেন একটি শিম্যরি ব্যাকলেস গাউন৷ যার ব্যাকটা একটু বেশিই কাটা৷ আর সেটাই হজম করতে পারল না সংবাদমাধ্যম৷

দীপ-বীর রিসেপশনের ভিডিওতে পরিষ্কার শুনতে পাওয়া গেল তাদের কুমন্তব্য৷ কারিনা পোজ দেওয়ার পর পেছন ঘুরে দাঁড়িয়েছিলেন৷ সেই সময় দু-একজন বলে উঠল, “ইচ্ছাকৃত পেছন ঘুরে দাঁড়ালেন করিনা, যাতে ব্যাক দেখাতে পারে৷” অতো হইচইয়ের মধ্যে এই মন্তব্য স্বাভাবিকভাবেই করিনা কিংবা সইফের কান অবধি পৌঁছয়নি৷

তবে ক্ষোভে ফেটে পড়ছে কমেন্ট সেকশন৷ তাদের কথায়, ভারতীয় মিডিয়া যে কতটা নিম্নমানের তা প্রমাণ করে দিল৷ আজ যদি কোনও হিরো শার্টলেস হয়ে আসত তাহলে সকলে বাহবা দিত আজ একজন অভিনেত্রী ব্যাকলেস গাউন পরেছেন বলে এত সমস্যা৷

এসএইচ-১০/০৩/১২ (বিনোদন ডেস্ক, তথ্য সূত্র : কলকাতা২৪)