রাত ৩:৩৫
রবিবার
১৯ শে মে ২০২৪ ইংরেজি
৪ ঠা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
১১ ই জ্বিলকদ ১৪৪৫ হিজরী
spot_img

মোবাইলে নেটওয়ার্ক না থাকলেও কল করবেন যেভাবে

মোবাইলে নেটওয়ার্ক

গ্রাম-গঞ্জে, পাহাড়ি বা দূর্গম এলাকায় অনেক সময় মোবাইল ফোনে নেটওয়ার্ক সমস্যা দেখা দেয়। ফলে কথা বলতে বা ইন্টারনেট ব্যবহার করতে বেশ ঝামেলা পোহাতে হয়। এবার সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় বেরিয়েছে।

নেটওয়ার্ক ছাড়াই মোবাইল ফোনে কল করা, কল ধরা বা ইন্টারনেট ব্যবহারের বিকল্প পদ্ধতি উদ্ভাবন করেছে সংযুক্ত আরব আমিরাতের ‘থুরায়া’ নামের একটি স্যাটেলাইট সেবাদানকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিশেষ ধরনের এক অ্যাডাপ্টর ও অ্যাপ তৈরি করেছে, যা অ্যান্ড্রয়েড ফোনকে স্যাটেলাইট ফোনে রুপান্তর করবে।

থুরায়া তাদের অ্যাডাপ্টারটি বাজারে ছেড়েছে। ওই অ্যাডাপ্টারটি প্রথমে মোবাইল ফোনের সাথে সংযুক্ত করতে হবে। এর পর স্যাটস্লিভ অ্যাপটি মোবাইলে ইনস্টল করতে হবে। অ্যাডাপ্টারটি মোবাইল ফোনে সংযুক্ত করার পর স্যাটেলাইড মুড অন হবে। তখন স্যাটস্লিভ অ্যাপটি দিয়ে মোবাইলে কল করা ও কল ধরাসহ ইন্টারনেট ব্যবহারের মতো সব সুবিধা পাওয়া যাবে।

এ পদ্ধতিতে মূলত মোবাইল ফোন নেটওয়ার্ক নির্ভরতা থেকে বেরিয়ে স্যাটেলাইট নির্ভর হবে। ফলে নেটওয়ার্কের যে সীমাবদ্ধতা রয়েছে তা আর থাকবে না।

তবে, সব মোবাইল ফোন দিয়ে এটি এখনো ব্যবহার করার উপযোগি হয়নি। আইফোন ও নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানের অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা এই সুবিধা নিতে পারছেন।

থুয়ারার এই অ্যাডাপ্টারটি খুব বেশি ভারীও নয়। এর ওজন মাত্র ৩৭ গ্রাম; যা মোবাইলের একটি ব্যটারির ওজনের সমান। ফলে এটি বহন করাও সহজ।

থুয়ারা ইতিমধ্যে ১৬১টি দেশে এই সুবিধা দিচ্ছে। গুগল প্লে স্টোর গিয়ে স্যাটস্লিভ অ্যাপ্লিকেশন খুব সহজে ডাউনলোড করা যাবে। ভারতের বাজারে অ্যাডপটরটির দাম ৬৬ হাজার ৮০০ টাকা।

আরএম-২২/০৫/১২ (প্রযুক্তি ডেস্ক)

গুগল-ডুডলে বিশ্ব জানবে তারেক মাসুদকে

গুগল-ডুডলে

বাংলাদেশের বরেণ্য চলচ্চিত্রকার তারেক মাসুদের ৬২তম জন্মদিন ৬ ডিসেম্বর। দিনটিকে স্মরণ করে তারেক মাসুদকে সম্মান জানাবে বিশ্বের অন্যতম ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল। তারেক মাসুদকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে বানানো হবে ডুডল। আর এটি দেখা যাবে বিশ্বব্যাপী।

মূলত বিভিন্ন দিবস, জনপ্রিয় কাজ কিংবা নানা দেশের মনীষীকে শ্রদ্ধা জানিয়ে ডুডল বানানো হয় গুগলের পক্ষ থেকে। গুগল ডুডল হলো, গুগল ওয়েবসাইটের হোমপেজে দেয়া গুগলের সাময়িক লোগো।

এর আগে শামসুর রাহমান, হুমায়ূন আহমেদসহ বাংলাদেশের অনেক গুণী ব্যক্তিত্বকে নিয়ে ডুডল বানিয়েছে গুগল। কিন্তু সেটা শুধুমাত্র বাংলাদেশ থেকে গুগল ব্যবহারকারীদের দেখানো হয়েছে। কিন্তু তারেক মাসুদকে নিয়ে বানানো গুগল ডুডল বিশ্বব্যাপী দেখানো হবে।

এর আগে সত্যজিৎ রায়, আকিরা কুরোসাওয়া, সের্গেই আইজেনস্টাইনের মতো চলচ্চিত্রকারদের ডুডলের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়েছে। সেই তালিকায় এবার স্থান পাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রকার তারেক মাসুদ।

চলচ্চিত্রকার তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ বলেন, ‘গুগলের পক্ষ থেকে তারেক মাসুদকে এভাবে সম্মান জানাবে, এটা বাংলাদেশের মানুষের জন্য ভীষণ গর্বের।’

এদিকে তারেক মাসুদের জন্মদিন উপলক্ষে ‘চলচ্চিত্র কথা’ নামে একটি বই প্রকাশ করা হবে। বইটিতে থাকবে তারেক মাসুদের বক্তৃতা, সাক্ষাৎকার, চলচ্চিত্র নিয়ে তাঁর স্বপ্ন এবং সমাজে তাঁর চলচ্চিত্রের প্রভাব ইত্যাদি। যৌথভাবে বইটি প্রকাশ করছে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট ও কথা প্রকাশ।

আরএম-২১/০৫/১২ (বিনোদন ডেস্ক)

অ্যালার্জির সমস্যা থেকে বাঁচতে এড়িয়ে চলুন ৫ বিষয়

অ্যালার্জির সমস্যা

অ্যালার্জির সমস্যা অনেকেরই রয়েছে। অ্যালার্জির সমস্যার কারণে অনেকেরই স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হয়। যাদের এই সমস্যা নেই, তাদের কাছে অ্যালার্জি তেমন একটা গুরুতর ব্যাপার মনে না হলেও, যারা ভুক্তভুগী তারা জানেন, শরীর আর মন দুটিই বিপর্যস্ত হয়ে পড়ে অ্যালার্জির জ্বালায়। আবার অ্যালার্জির সমস্যা এড়াতে গিয়েই বেশিরভাগ মানুষই মারাত্মক কিছু ভুল করে ফেলেন, যা কোনও কোনও ক্ষেত্রে বিপদ আরও বাড়িয়ে দিতে পারে। কী সে সব ভুল, আসুন জেনে নেওয়া যাক।

১) ঘরে যথেষ্ট আলো-বাতাস ঢুকলে ঘর থাকবে জীবাণুমুক্ত। এমন ধারণার বসবর্তি হয়ে অ্যালার্জির রোগীরাও জানালা হাট করে খুলে দেন। কিন্তু এর ফলে বিভিন্ন ফুলের পরাগরেণু বা ধুলাবালি ঢুকে পড়ে অ্যালার্জির সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে।

২) অ্যালার্জির জ্বালায় অতিষ্ঠ হয়ে অনেকেই ফার্মেসিতে গিয়ে নানা রকম ওষুধ কিনে খান। কিন্তু ঠিক কি কারণে আপনার অ্যালার্জি হচ্ছে তা না জেনেই যদি ওষুধ খাওয়া হয় সে ক্ষেত্রে উল্টো ক্ষতির সম্ভাবনাই বেশি। শুরুতেই চিকিত্সকের পরামর্শ নিন। পরীক্ষা করিয়ে আগে নিশ্চিত হয়ে নিন আপনার অ্যালার্জি ঠিক কি ধরণের। এর পর সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

৩) আপনার জুতা, কাপড়, চুলে লেগে অ্যালার্জি সৃষ্টিকারী ধুলাবালি প্রতিনিয়তই ঘরে ঢুকে যায়। আপনার ঘরের পোষ্যটির মাধ্যমেও দিনের মধ্যে একশ বার একই ঘটনা ঘটে। এ সব কারণে যতটা সম্ভব পরিষ্কার থাকতে উপযুক্ত সতর্কতা নেওয়া উচিত্। শুধু তাই নয়, বাইরে থেকে এসে মাথার চুল ধুয়ে ফেলাটাও অনেক জরুরি। নয়তো চুলে লেগে থাকা ধুলাবালি বালিশেও লেগে যাবে এবং রাতভর সেই ধুলা লাগা বালিশে ঘুমালে অ্যালার্জির সমস্যা আরও বেড়ে যেতে পারে।

8) অ্যালার্জির সমস্যা যাদের আছে বিশেষ কিছু ফল বা সবজি খেলে তাদের অ্যালার্জির সমস্যা অনেক বেড়ে যায়। মুখে এবং গলায় চুলকানি, অস্বস্তি দেখা দেয়। কখনও এই সব খাবার কাটাকাটি করলে, ধুতে গেলে বা রান্না করতে গেলেও অ্যালার্জির সমস্যা বাড়তে পারে। আপনার যদি জানা থাকে যে, কোন কোন খাবারে আপনার অ্যালার্জি বেড়ে যায়, তাহলে সেই সব খাবার থেকে দূরে থাকাই শ্রেয়।

৫) অনেকেই অ্যালার্জির সমস্যায় চিকিত্সকের দেওয়া নাজাল স্প্রে ব্যবহার করে থাকেন। কিন্তু এই নাজাল স্প্রে ব্যবহারের ক্ষেত্রে অনেকেই নিয়ম মেনে চলেন না। নাজাল স্প্রের অতিরিক্ত ব্যবহারের ফলে নাকের ভেতরের অংশে এবং সাইনাসে মারাত্মক ক্ষতি হতে পারে।

আরএম-২০/০৫/১২ (স্বাস্থ্য ডেস্ক)

পুলিশের সোর্সকে গলা কেটে হত্যা!

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শাকিল (২৫) নামে পুলিশের এক সোর্সকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার সিঙ্গারবিলর কাশিনগর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত শাকিল পশ্চিম কাশিনগর গ্রামের শহীদ মিয়ার ছেলে। তিনি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির।

স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা শাকিলকে গলা কেটে হত্যার পর কাশিনগর গ্রামের একটি সড়কে রক্তাক্ত লাশ ফেলে রাখে। সকালে পথচারীরা লাশ পড়ে থাকতে দেখে বিজয়নগর থানা পুলিশে খবর দেন। এর পর দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীর হোসেন বলেন, হত্যাকাণ্ডে সুনির্দিষ্ট কোনো কারণ এখনও জানা যায়নি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। লাশটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএ-০৮/০৫-১২ (আঞ্চলিক ডেস্ক)

ট্রেনে তরুণীর পাশে আপত্তিকর কাণ্ড, ভিডিও ধারণ করল কলেজ ছাত্রী

ট্রেনে তরুণীর পাশে

ভারতে একের পর এক আপত্তিকর ঘটনার খবর পাওয়া যাচ্ছে। প্রথমে বাসে, এর পরে দোকানের মধ্যে, এবার লোকাল ট্রেনে নারীদের বগিতে আপত্তিকর কাণ্ড। সম্প্রতি ঘটে যাওয়া তিনটি ঘটনা যেন কলকাতার অসভ্য হয়ে ওঠাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

কয়েক মাস আগেই খাস কলকাতায় বাসের মধ্যে তরুণীকে দেখে হস্তমৈথুনের ভিডিও শোরগোল ফেলে দিয়েছিল গোটা রাজ্যে। তীব্র প্রতিবাদ ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই দিনই মূল অভিযুক্ত অসিত রাইকে গ্রেফতার করে পুলিশ।

এক কিছু দিন পরেই ফের একই রকম ঘটনার সাক্ষী হয় কলকাতা। বাঁশদ্রোণীর সেন্ট্রাল পার্ক এলাকায় একটি তরুণী পরিচালিত দোকানে এক যুবক আচমকাই ঢুকে যায় এবং জিনিসপত্র কেনার আছিলায় তরুণীকে দেখে হস্তমৈথুন শুরু করে দেয়।

ভয়ে ওই তরুণী চিৎকার শুরু করলে ওই যুবক দোকান ছেড়ে পালিয়ে যায়। মেয়েটি ছবি তুলে নেয়। পরে সোনারপুর অঞ্চলের উদয়নপল্লি থেকে প্রসেন দাস নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।

এবার শিয়ালদহ-বজবজ শাখার ট্রেনের মহিলা বগি। সেখানে লাল টি-শার্ট পরা এক যুবক একটি মেয়ের পাশের সিটে বসে হস্তমৈথুন করতে থাকে। উলটো দিকে বসা এক কলেজ ছাত্রী সেই অকর্মটির ভিডিও করে নেয়।

এর পরে সেটা ফেসবুকে দিয়ে দিলে তা নিমেষে ছড়িয়ে পড়ে। বিতর্কের ভয়ে পরে সেই ছাত্রী ফেসবুক পোস্টটি ডিলিট করে দেয়। এখানে গোপনীয়তার স্বার্থে ওই ছাত্রীর পরিচয় গোপন রাখা হল। কুৎসিত ওই ভিডিওটিও খবরের সঙ্গে দেওয়া হল না।

আরএম-১৯/০৫/১২ (অনলাইন ডেস্ক)

পানীয়র সঙ্গে মাদক মিশিয়ে বেহুঁশ করে গৃহবধূকে ধর্ষণ! অতঃপর…

পানীয়র সঙ্গে মাদক

আধুনিক প্রযুক্তি নির্ভর অনেকেই কম বেশি সোশ্যাল সাইট ব্যবহার করে থাকেন। এটার যেমন ভালো দিক আছে, তেমনি আছে খারাপ দিকও। সম্প্রতি তেমনই একটি ঘটনা ঘটেছে।

তাহলে ঘটনাটি খুলে বলা যাক- সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক গৃহবধূর সঙ্গে পরিচয় হয় যুবকের। এরপর কৌশলে ওই গৃহবধূকে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। শুধু এখানেই শেষ নয়, ধর্ষণের সময় সেই দৃশ্য ভিডিও করে রাখে অভিযুক্ত যুবক।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এ ঘটনাটি ঘটেছে

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, প্রথমে ফেসবুকে পরিচয় হয়। এরপর ম্যাসেঞ্জারে নিয়মিত কথা হতে থাকে তাদের মধ্যে। এভাবে যত দিন যেতে থাকে ততই তাদের বন্ধুত্ব আরও গভীর হয়। বন্ধুত্বের জের ধরে একদিন রেস্টুরেন্টে দেখা করেন দু’জনে। এই সব ঠিকই ছিল। কিন্তু রেস্টুরেন্টে পানীয়র সঙ্গে মাদক মিশিয়ে গৃহবধূকে বেহুঁশ করে ওই যুবক। পরে রুমে নিয়ে তাকে ধর্ষণ করে। শুধু তাই নয়, ধর্ষণের সময় সেই দৃশ্য ভিডিও করে রাখে। পরবর্তীতে সেই ভিডিও ফাঁস করার ভয় দেখিয়ে আবারও ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত ওই যুবক।

এ ঘটনার পর কোনো উপায় না দেখে ওই গৃহবধূ পুলিশের দারস্থ হন।

ওই নারীর অভিযোগ, গত অক্টোবর মাস থেকে ক্রমাগত তাকে উত্ত্যক্ত করে আসছে ওই যুবক। এমনকি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ফাঁস করিয়ে দেওয়ার হুমকি দিতে থাকে সে। বাধ্য হয়ে গত রবিবারই নরেন্দ্রপুর থানায় গোপাল নাইয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ। ওইদিন রাতেই তাকে গ্রেফতার করেছে পুলিশ।

আরএম-১৮/০৫/১২ (অনলাইন ডেস্ক)

এমপি মতিন পেশায় কৃষক হলেও ৫ বছরেই কোটিপতি

মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের বর্তমান এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মতিন এমপি পাঁচ বছরে কৃষক থেকে কোটিপতি বনে গেছেন। হয়েছেন গাড়ি-বাড়ির মালিক। এবার তিনি দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি মহাজোটের বিপক্ষে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থী হন। নির্বাচনে জয়ী হওয়ার পর পুনরায় দলে ফিরে সভাপতির দায়িত্বও পান। হলফনামায় দেওয়া তথ্যানুযায়ী, স্থাবর (জমিজমা) সম্পদ বেড়েছে কয়েকগুণ।

দশম জাতীয় সংসদ নির্বাচনে দেয়া হলফনামায় এইচএসসি পাশ মো. আব্দুল মতিনের পেশা ছিল ‘উপজেলা পরিষদের চেয়ারম্যান’। ২০১৮ সালে ১১তম জাতীয় সংসদ নির্বাচনে হলফনামায় তিনি পেশা ‘কৃষি’ হিসেবে উল্লেখ করেছেন।

আগের পেশা অর্থাৎ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে থেকে পাওয়া সম্মানী থেকে বছরে আয় হতো ২ লাখ ৪৬ হাজার টাকা। অস্থাবর সম্পদের মধ্যে নিজের নামে মাত্র ৪০ হাজার টাকা ছিল। এ ছাড়া স্ত্রীর নামে ৬০ হাজার টাকা মূল্যের ৫ ভরি স্বর্ণালংকার, ৪০ হাজার টাকার ইলেকট্রিক সামগ্রী এবং ৪০ হাজার টাকার আসবাবসমাগ্রী ছিল। যৌথ মালিকানায় ৫ একর স্থাবর সম্পদ ছিল।

শিক্ষাগত যোগ্যতার কোনো পরিবর্তন না হলেও অস্থাবর সম্পদ হিসেবে নিজের নামে ৬০ লাখ ৭৩ হাজার ৯৩ টাকা নগদ রয়েছে। ব্যাংকে জমা আছে ৪৫ লাখ ১৯ হাজার ৪০৩ টাকা। ব্যাংকে এবং নগদ অর্থ মোট এক কোটি ৫ লাখ ৯২ হাজার ৪৯৩ টাকা। ৫৫ লাখ ৮০ হাজার টাকা মূল্যের একটি এবং ১৫ লাখ ৬০ হাজার টাকা মূল্যের আরেকটি নোহা গাড়ি রয়েছে।

স্ত্রীর ৫ ভরি স্বর্ণালংকার বৃদ্ধি পেয়ে পরিণত হয়েছে ১১৮ ভরিতে। ৮০ হাজার টাকা মূল্যের ইলেকট্রিক সামগ্রী ও ৭০ হাজার টাকা মূল্যের আসবাবসামগ্রী রয়েছে বলে উল্লেখ করেছেন। অস্থাবর সম্পদের বিবরণীতে নিজের নামে ৩৭ লাখ ২০ হাজার টাকা মূল্যের ১২৪ শতক কৃষি জমি, ৩৩ লাখ টাকা মূল্যের ৩৩ শতক অকৃষি জমি আছে। তাঁর কোনো ঋণ বা দায় নেই।

নিজের এবং স্ত্রীর বিপুল অর্থ সম্পদ সম্পর্কে মো. আব্দুল মতিন এমপি দাবি করেন- সাংসদ হিসেবে তিনি প্রতি মাসে প্রচুর টাকা সম্মানী পান। সম্মানীও বেড়েছে। এ ছাড়া সরকারি বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। এ কারণে নগদ ও ব্যাংকে টাকা বেড়েছে। কিনেছেন গাড়ি। সরকারিভাবে তিনি কিছু জমিও পেয়েছেন। এসব বিপুল সম্পদ অর্জনের পেছনে অন্য কোনো কারণ নেই বলে তিনি দাবি করেন।

এসএইচ-০৭/০৫/১২ (অনলাইন ডেস্ক)

পুরুষদের স্তন কেন হয়? (ভিডিওসহ)

পুরুষদের স্তন

অনেক সময় ইসট্রোজেন হরমোনের প্রভাবে নারীদের মতো পুরুষদের স্তনও বৃদ্ধি পায়। এ ছাড়া আরো কারণে পুরুষদের স্তন বৃদ্ধির সমস্যা দেখা যায়।

পুরুষদের স্তন কেন হয়, এ বিষয়ে কথা বলেছেন ডা. বিদ্যুৎ চন্দ্র দেবনাথ। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সার্জারি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।

প্রশ্ন : পুরুষদের স্তনের সমস্যা হওয়ার কারণ কী?

উত্তর : ৭৫ ভাগ কারণ হলো ফিজিওলজিক্যাল। হবে, চলে যাবে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আর বাকি যে বিষয়গুলো রয়েছে, এতে প্যাথোলজিক্যাল কিছু বিষয় থাকে। সবসময় যে কারণ খুঁজে পাওয়া যায় সেটি নয়। নারীদের শরীরে ইসট্রোজেন হরমোনটা একটু বেশি থাকে। ছেলেদের ইসট্রোজেন কিন্তু সেই রকমভাবে থাকে না। ইসট্রোজেন টিস্যুকে প্রভাবিত করে। এই ইসট্রোজেন যেসব ছেলেদের বেশি থাকে, তাদের সমস্যা হতে পারে।

দেখা যায়, ইসট্রোজেনটা অনেক সময় স্বাভাবিকের চেয়েও বেশি হতে পারে। টিস্যুর প্রভাব যদি শরীরে বেশি থাকে, সেখান থেকে এ রকম হতে পারে। মূলত ইসট্রোজেনের প্রভাবের কারণে তার এই সমস্যাটা হয়।

আরএম-১৭/০৫/১২ (স্বাস্থ্য ডেস্ক, তথ্যসূত্র: এনটিভি অনলাইন)

বাংলামোটরে শিশুর লাশ উদ্ধার, বাবা আটক

ঢাকার বাংলামোটরের লিংক রোডের একটি বাড়ি থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় শিশুটির বাবাকে আটক করা হয়।

বুধবার সকাল থেকে বাংলামোটর বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশনের সাব-অফিসের পাশের একটি ভবন ঘিরে রাখে পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। প্রায় আট ঘণ্টার চেষ্টার পর নুরুজ্জামান কাজল নামের ওই ব্যক্তিকে বের করে আনা হয়। পরে তাঁকে ও তাঁর সন্তানের লাশ শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। তিনি দুই সন্তানকে নিয়ে ওই বাড়িতে থাকতেন।

যে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে তার নাম নূর সাফায়েত। তার বয়স তিন বছরের মতো। কাজলের বড় সন্তানের নাম সুবায়েত। তারা এই এলাকার স্থায়ী বাসিন্দা। কাজলের বাবার নাম মনু বেপারী।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের সহকারী কমিশনার (এসি) এহসানুল ফেরদৌস বলেন, দফায় দফায় বাসায় ঢোকার চেষ্টা করেও ব্যর্থ হয়ে মসজিদে মাইকিং করি। ঘোষণা দেই সাফায়েত মারা গেছে, বাদজোহর তার নামাজে জানাজা হবে। এরপর কাজলের সঙ্গে মসজিদের হুজুরদের দিয়ে কথা বলানো হয়। তাঁকে বলা হয়, সাফায়েতের জানাজা পড়াব, সবাই মিলে মাটি দেব। আপনি বেরিয়ে আসেন। একপর্যায়ে জীবিত শিশুটিকে (সুরায়েত) নিয়ে তিনি বেরিয়ে আসেন। তখন মৃত সাফায়েতের মরদেহ নিয়ে বেরিয়ে আসেন আরেক হুজুর। নিচে এলে আমরা কাজলকে ধরে ফেলি।

‘শিশুটির বাবা পুলিশের কাছে দাবি করেছেন, সাফায়েত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তবে মরদেহের ময়নাতদন্ত হলে বোঝা যাবে মৃত্যুর আসল ঘটনা’, যোগ করেন এসি এহসানুল।

শিশু সাফায়াত ও তাঁর বাবা নুরুজ্জামান কাজলকে শাহবাগ থানায় নিয়ে যান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান। তখন সাফায়েতের মা প্রিয়া ও চাচা নুরুল হুদা উজ্জ্বল সেই গাড়িতে ছিলেন।

এর আগে বেলা ১১টার দিকে র‍্যাবের কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম গণমাধ্যমের কাছে দাবি করেন, ‘আমি ভেতরে ঢুকে দেখেছি, নুরুজ্জামান কাজল তাঁর ছোট শিশুকে কাফনের কাপড় পরিয়ে টি-টেবিলের ওপর রেখেছেন। এ ছাড়া বড় সন্তানকে বুকে জড়িয়ে হাতে বড় রামদা নিয়ে বসে আছেন।’

এসআই আরো দাবি করেন, ‘কাজলকে দেখে স্বাভাবিক মনে হচ্ছে না। তাঁর আচরণ অস্বাভাবিক। তিনি ভেতরে কাউকে ঢুকতে দিচ্ছেন না। কোনো সহযোগিতা লাগবে কি না জানতে চাইলে কাজল বলেন, আমি ১টার দিকে বের হয়ে আমার সন্তানকে আজিমপুরে দাফন করব। কারো কোনো সহযোগিতা দরকার নেই। আপনাদের এখানে ডাকছে কে?’

১৬ লিংক রোড বাংলামোটরের ওই ভবনের নিচে সকাল থেকেই অনেক মানুষ জড়ো হন। সেখানে আসে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের গাড়িও। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভবনটি ঘিরে রাখেন।

ওই ভবনের মালিক নুরুজ্জামান কাজলকে নিয়ে স্থানীয়রা নানা কথা বলছিলেন। পুলিশ কাউকে ওই ভবনে প্রবেশ করতে দিচ্ছিল না। ভবনটি দোতলা ও নিচতলায় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

সাফায়েতের ফুফু রোকেয়া বেগম বলেন, ‘আমার বাবা মনু মেম্বারের ১৪ সন্তান। বাবা সবার প্রাপ্য সম্পত্তি ভাগ করে দিয়ে গেছেন। ভাগ অনুযায়ী, ভাই এখানেই (বাংলামেটর) থাকতেন। তিনি পাগলামি করতেন, পাগলামি করে গত তিন মাস আগে বাসা থেকে সবাইকে বের করে দেন। সেজন্য তাঁর স্ত্রীও অন্য জায়গায় থাকতেন।’

রোকেয়া আরো বলেন, ‘কাজল সন্তানদের খুবই আদর করতেন। পাগলামির কারণে তিন মাস আগে পরিবারই ভাঙচুরের মামলা দিয়েছিল, সে কারণে তাঁকে জেলে যেতে হয়েছিল। পরে আবার স্ত্রীই তাঁকে জামিন দিয়ে বের করে আনেন। আজ সকালে উজ্জ্বলকে ফোন দিয়ে কাজল জানান, সাফায়েত মারা গেছে। কিন্তু সবাই ছুটে এলে কাজল দা হাতে নিয়ে তাড়িয়ে দেন।’

বিএ-০৭/০৫-১২ (ন্যাশনাল ডেস্ক, তথ্যসূত্র: এনটিভি)

কেন ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন তারা?

কেন ভক্তদের কাছে

নামী তারকাদের ভক্তের সংখ্যাটা নেহাত কম নয়। এসব ভক্তরা সব সময় প্রিয় তারকাদের কাছ থেকে ভালো ছবি পেতে মুখিয়ে থাকেন। কিন্তু বাস্তবে তা হয়ে ওঠে না। মাঝেমধ্যে দু’একটি ছবি সমালোচনার মুখে পড়ে। আর তখন কেউ কেউ এসব সমালোচনা এড়িয়ে চলেন, আবার কেউ গণমাধ্যমের সামনে হাজির হয়ে দর্শকদেরকে বিনোদন বঞ্চিত করার জন্য ক্ষমা চান। বলিউডের এমন কয়েকজন ক্ষমাপ্রার্থী তারকার কথা জানা যাক-

আমির খান

বলিউডের পারফেক্ট অভিনেতা হিসেবেই পরিচিত আমির খান। খুব বেছে বেছে ছবি করেন, আবার যা করেন তার বেশীরভাগই হিট। তবে বিশ্বজুড়ে ছড়িয়ে ছিঁটিয়ে থাকা তার ভক্তরা সদ্য মুক্তি পাওয়া ছবি ‘থাগস অব হিন্দুস্তান’ দেখে কিছুটা হতাশ হয়েছেন। কারণ ছবিটি বাজেটের অর্থ উঠিয়ে নিলেও ভক্ত দর্শকদের মন কাড়তে ব্যার্থ হয়েছে। অনেকেই আমিরকে নিয়ে ভার্চুয়াল রসিকতায় মেতেছেন, নগ্ন সমালোচনা করেছেন। কিন্তু তিনি গুটিয়ে থাকেননি। জনসম্মুখে পুরো ছবির ব্যার্থতার দায়ভার নিজের কাঁধে নিয়ে ক্ষমা চেয়েছেন।

শাহরুখ খান

অভিনয়ে মুগ্ধ হয়ে ভক্তরা তাকে ভালোবেসে বলিউডের ‘বাদশা’ ও ‘কিং খান’ উপাধি দিয়েছেন। তবে তিনি চলচ্চিত্রের কিং হলেও, ছবির ব্যার্থতার জন্য ভক্তদের কাছে ক্ষমা চাইতে দ্বিধা করেননি। ২০১৭ সালের ৩ আগস্ট মুক্তিপ্রাপ্ত শাহরুখের ‘যাব হ্যারি মেট সেজাল’ ছবি দর্শকদের সন্তুষ্ট করতে পারেনি বলে সংবাদ সন্মেলন করে ভক্তদের কাছে ক্ষমা চান শাহরুখ।

সালমান খান ও কবির খান

বলিউডের আরেক হিট মেশিন সুপারস্টার সালমান খান। বলিউড ছবির ইতিহাসে সবচেয়ে বেশি ব্লকবাস্টার ছবি উপহার দেওয়া এই তারকাও বাজে ছবির জন্য আত্মপক্ষ সমর্থন করেছেন। গত বছর মুক্তি পাওয়া তার অভিনীত ‘টিউবলাইট’ ছবি দারুণ সমালোচিত হলে সংবাদ সন্মেলন করে ভক্তদের কাছে ক্ষমা চান। যদিও এর ব্যার্থতার দায়ভার বেশীরভাগই পড়েছে নির্মাতা কবির খানের উপর। সালমানের পাশপাশি তিনিও ভক্তদের কাছে ক্ষমা চান।

অনুরাগ বসু

বাঙালি পরিচালক অনুরাগ বসুর নির্মাণশৈলীর অনেক অনুরাগী রয়েছে বলিউডে। এই নির্মাতার বিশেষ করে ‘বারফি’ ও ‘লাইফ ইন এ মেট্রো’র মতো ছবিগুলো দর্শকদের মনে স্থায়ী আসন গেঁড়েছে। কিন্তু ২০১৭ সালে নির্মিত ‘জজ্ঞা জাসুস’ ভক্ত দর্শকদের সেভাবে মন কাড়তে পারেনি। ছবিতে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের মতো অভিনেতারা থাকলেও সমালোচনার বোঝা সম্পূর্ণ নিজের কাঁধে নিয়ে দায় স্বীকার করেছেন তিনি। সঙ্গে এটিও বলেছেন যে, ছবিটি বাচ্চাদের; যার কারণে দর্শক পছন্দ করেনি।

মুস্তফা

পরিচালক আব্বাস বুর্মাওয়ালার পুত্র মুস্তফার নির্মিত প্রথম ছবি ‘মেশিন’। দুর্ভাগ্যবশত প্রথম ছবিতেই সমালোচনার মুখে পড়েন মুস্তফা। পরবর্তীতে এই ব্যার্থতার জন্য দর্শকদের কাছে ক্ষমা চান তিনি। সেই সঙ্গে বলেন, ‘ব্যার্থতাই সফলতার মূল খুঁটি।’

আরএম-১৬/০৫/১২ (বিনোদন ডেস্ক)