দুপুর ১২:৪৫
মঙ্গলবার
৫ ই আগস্ট ২০২৫ ইংরেজি
২১ শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
১০ ই সফর ১৪৪৭ হিজরী
spot_img

মনোনয়নপত্র বাতিল হওয়ার পর যা বলল হিরো আলম

মনোনয়নপত্র বাতিল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রার্থী হওয়া আলোচিত মডলে, অভিনেতা আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আজ রবিবার (২ ডিসেম্বর) তার মনোনয়নপত্র বাতিল করা হয় বলে নিশ্চিত করেছেন নন্দীগ্রাম উপজেলা নির্বাচন অফিসার আশরাফ হোসেন।

হিরো আলমের মনোনয়ন অবৈধ ঘোষণার বিষয়ে আশরাফ হোসেন বলেন, ‘কেউ স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন নিলে তাকে তার নির্বাচনী এলাকার মোট ভোটারের ১ শতাংশের স্বাক্ষর লাগে। তবে হিরো আলম ভোটারদের স্বাক্ষর-সম্বলিত যে তালিকা জমা দিয়েছেন তা যাচাই করা দেখা গেছে,তিনি ভুয়া ভোটারদের তালিকা জমা দিয়েছেন।’

এর আগে গত বুধবার কর্মী-সমর্থকদের নিয়ে নন্দীগ্রাম উপজেলা পরিষদের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও শারমিন আখতারের কাছে নিজের মনোনয়নপত্র জমা দেন হিরো আলম।

এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পাটির ‘লাঙ্গল’ মার্কার মনোনয়ন না পেয়ে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন সিডি ব্যবসায়ী থেকে তারকা বনে যাওয়া হিরো আলম। মনোনয়নপত্র বাতিল হওয়ার পর হিরো আলম বলেন, ‘ষড়যন্ত্র করে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আমি নিয়ম মেনেই সব দাখিল করেছিলাম। কিন্তু ষড়যন্ত্র করা হয়েছে। কোনো ষড়যন্ত্রে মাঠ ছাড়ব না। আপিল করব। আগেই বলেছিলাম শেষ দিন পর্যন্ত মাঠে থাকব, এখনো সে সিদ্ধান্তে অটল রয়েছি।’

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হিরো আলম গত বুধবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে নন্দীগ্রাম উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মোছা. শারমিন আখতারের কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।

বগুড়া সদরের এরুলিয়া গ্রামে সিডি বিক্রি এবং কেবল সংযোগের ব্যবসা করতেন হিরো আলম। পরে কেবল সংযোগের ব্যবসার সুবাদে মিউজিক ভিডিও তৈরি শুরু করেন। প্রায় ৫০০ মিউজিক ভিডিও এবং ৮০টি ইউটিউব চলচ্চিত্র ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় তাঁকে নিয়ে ট্রল হয়। ‘মার ছক্কা’ নামে একটি চলচ্চিত্রে নায়ক চরিত্রে অভিনয় করেন তিনি। বলিউড পরিচালক প্রভাত কুমারের ‘বিজু দ্য হিরো’ নামে একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধও হয়েছেন তিনি।

২০১৬ সালে হিরো আলমের সঙ্গে ছবি তুলে ক্রিকেটার মুশফিকুর রহিম ফেসবুকে প্রকাশ করেন। এ নিয়ে বিবিসি হিন্দি, জি নিউজ, এনডিটিভি, ডেইলি ভাস্কর, মিড-ডের মতো ভারতের প্রথম সারির সংবাদমাধ্যমগুলো তাঁকে নিয়ে প্রতিবেদন করে। সেখানে হিরো আলমকে বাংলাদেশের বিনোদন জগতের তারকা বলে উল্লেখ করা হয়।

গুগলে কাকে সবচেয়ে বেশিবার খোঁজা হয়, তার একটি তালিকা করে ইয়াহু ইন্ডিয়া। জরিপে দেখা গেছে, ‘সুলতান’ ও ‘দাবাং’ তারকাখ্যাত সালমান খানের চেয়েও বেশিবার খোঁজা হয়েছে হিরো আলমকে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত তিনি।

আরএম-১৭/০২/১২ (বিনোদন ডেস্ক)

হস্তমৈথুনের সময়ে পাঁচ ভুলেই বিপদ

হস্তমৈথুনের সময়ে

সিম্পল মিনস সেফ! হস্তমৈথুনের সময় এই মন্ত্র মাথায় গেঁথে নিলে কোনও সমস্যা নেই। কিন্তু, সিম্পল বা সাদামাটা হস্তমৈথুনের বাইরে গিয়ে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে অনেকে বিপদ ডেকে আনে। এর ফলে যেমন যন্ত্রণাদায়ক পরিস্থিতিতে পড়তে হয়, তেমনই পেনিস চিরকালের মতো ক্ষতিগ্রস্ত হতে পারে। আসুন, দেখে নেওয়া যাক হস্তমৈথুনের সময় কী কী একদম করা উচিত নয়! জানাচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত আন্তর্জাতিক ওয়েবসাইট ‘মেন্স হেলথ’।

১. বোতল এড়িয়ে চলুন

হস্তমৈথুনের সময় পেনিস কখনওই বোতলে ঢোকাতে যাবেন না। কারণ, এ সময় পেনিস স্ফীত অবস্থায় থাকে। ফলে, বোতলে পেনিস আটকে যাওয়ার আশঙ্কা থাকে। বোতলে পেনিস আটকে গেলে অতিরিক্ত রক্ত এসে পেনিসের মাথায় জড়ো হয়। একে ডিসট্যাল ইডিমা বলে। এর ফলে উত্থিত অবস্থায় পেনিসের যা সাইজ থাকে, তার চেয়েও বড় হয়ে যায়। তখন বোতল কেটে পেনিস বের করা ছাড়া উপায় থাকে না। দীর্ঘক্ষণ ডিসট্যাল ইডিমা থাকলে রক্তের চাপে পেনিসের শিরা ফেটে যেতে পারে।

২. শক্ত জায়গায় ঘষাঘষি নয়

হস্তমৈথুনের সময় কোনও শক্ত জায়গায় পেনিস ঘষা উচিত নয়। হাতে আংটি থাকলে তা-ও খুলে রাখা উচিত। কারণ, পেনিস কেটে-ছড়ে যেতে পারে। এই ঘা থেকে ফুরনিয়ার্স গ্যাংগ্রিন হওয়ার আশঙ্কা থাকে। এটি একটি জীবাণুবাহিত রোগ, যা দগদগে ঘায়ের জন্ম দেয়। অ্যান্টিবায়োটিকে কাজ না হলে অপারেশন করাতে হতে পারে।

৩. জোরে মোচড় নয়

হস্তমৈথুন করার সময় অনেকে সর্বশক্তি নিয়োগ করে পেনিসে মোচড় দেয়। এমনটা কখনও করা উচিত নয়। এর ফলে পেনিসের টিউনিকা অ্যালবুজিনিয়া ছিঁড়ে যেতে পারে। একে ব্রোকেন পেনিস বলে। এর ফলে তীব্র যন্ত্রণা হয়, পেনিস সর্বক্ষণ ফুলে থাকে এবং চিরকালের জন্য পেনিসের উত্থানশক্তি চলে যেতে পারে। ‘ট্রমা অ্যান্ড অ্যাকিউট কেয়ার সার্জারি’ পত্রিকা একটি সমীক্ষায় জানিয়েছে, মোট ব্রোকেন পেনিসের যত ঘটনা ঘটে, তার ৬০ শতাংশই হয় হস্তমৈথুনের সময়।

৪.চলন্ত গাড়িতে হস্তমৈথুন নয়

আমেরিকা ও কানাডাতে সম্প্রতি কিছু ঘটনা ঘটেছে যেখানে চলন্ত গাড়িতে হস্তমৈথুন করার সময় ব্রোকেন পেনিস হয়েছে। গাড়ি চালাতে চালাতে হস্তমৈথুন করলে বিপত্তি ঘটে ব্রেক কষার সময়। হঠাৎ করে ব্রেক কষলে উত্থিত পেনিস ধাক্কা খায় স্টিয়ারিংয়ে। এর ফলে ব্রোকেন পেনিস হওয়ার সমূহ আশঙ্কা থাকে।

৫. ইউরেথ্রায় কিছু ঢোকাবেন না

পেনিসের মাঝখানে যে ফুটো থাকে, তাকে ইউরেথ্রা বলে। ইউরেথ্রা দিয়ে বীর্য এবং প্রস্রাব বের হয়। অনেকে অতিরিক্ত সেনসেশনের লোভে সরু তার, টুথপিক ইউরেথ্রায় ঢোকায়। এটা খুবই বিপজ্জনক। খোঁচাখুঁচির ফলে ইউরেথ্রার ভিতরের দেওয়াল কেটে গিয়ে রক্তপাত হতে পারে। এই অবস্থায় প্রস্রাব করার সময় মারাত্মক জ্বালা করে। প্রস্রাব ক্ষতস্থানে লাগার ফলে ইউরেথ্রায় ইনফেকশন হতে পারে। ইউরেথ্রার ভিতর শক্ত জিনিস আটকে গেলে সার্জারি করে তা বের করা ছাড়া উপায় থাকে না। তাই সাবধান!

আরএম-১১/০২/১২ (লাইফস্টাইল ডেস্ক, তথ্যসূত্র: এবেলা)

বেশি রাত পর্যন্ত জাগলে হতে পারে অকালমৃত্যু

বেশি রাত পর্যন্ত

রোজ রাত জেগে মোবাইল ঘাঁটেন কিংবা বই পড়েন কি? তা হলে এখনই আপনার সাবধান হওয়া উচিত।

অনেক রাত পর্যন্ত জেগে থাকা। সকালে দেরি করে ঘুম থেকে ওঠা। সঙ্গে অনিয়মিত খাওয়া-দাওয়ার অভ্যেস। এমন জীবনযাপনের ফল খুবই মারাত্মক হতে পারে বলে জানাচ্ছে সাম্প্রতিক গবেষণা। শরীরে বাসা বাঁধতে পারে মারণ রোগ।

বিখ্যাত জার্নাল ‘অ্যাডভান্সেস ইন নিউট্রিশন’-এ গত শুক্রবার প্রকাশিত এক গবেষণাপত্রে বলা হয়েছে রোজ রাত করে ঘুমোতে যাওয়া ও সকালে দেরি ওঠার অভ্যেস থেকে হার্টের অসুখ ও টাইপ-২ ডায়াবেটিসের সম্ভাবনা বহুলাংশে বাড়ে।

বিজ্ঞানীরা বলছেন, ঘুমের ক্ষেত্রে এমন অভ্যেস যাঁদের, সচরাচর তাঁদের রাতের মেনুতেও থাকে মশলাদার এবং গ্লুকোজযুক্ত খাবার। এমনকী, মদ্যপানের প্রবণতাও এঁদের ক্ষেত্রে বেশি হয়।

তবে এই গবেষণা বলছে, এমন অভ্যেসের বীজ কিন্তু পোঁতা হয়ে যায় প্রতিটি ব্যক্তির শৈশবেই। বড় বয়সে এসে তা-ই ফুলে-ফেঁপে ওঠে। অনিয়মিত জীবনযাপন প্রতিদিনের অভ্যেসে পরিণত হয়। আর তার থেকেই হার্টের রোগ বা ডায়াবেটিসের সম্ভাবনা দেখা দিচ্ছে বলে বিজ্ঞানীদের মত।

মানুষের শরীরে রাতের দিকে গ্লুকোজের পরিমাণ থাকা উচিত সবচেয়ে কম। কিন্তু অনেক রাতে, অর্থাৎ ঘুমোতে যাওয়ার ঠিক আগেই ডিনার করার ফলে রাতে শরীরে গ্লুকোজের পরিমাণ বাড়ে। এটিও ক্ষতির অন্যতম কারণ।

কাজেই সুস্থ জীবন পেতে চাইলে এই ধরনের জীবনযাপন থেকে দূরে থাকাই শ্রেয় বলে মনে করছেন বিজ্ঞানীরা।

আরএম-০৮/০২/১২ (বিনোদন ডেস্ক)

কবিতার শরীরী লাস্যে মজে আছে নেটদুনিয়া

কবিতার শরীরী

সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন বিখ্যাত অভিনেত্রী কবিতা কৌশিক। একতা কপূরের ‘কুটুম্ব’ ধারাবাহিকে মুখ দেখিয়েছিলেন কবিতা। তার পর থেকেই ছোট পর্দায় তিনি তুমুল জনপ্রিয়। সম্প্রতি কবিতার এই ছবিগুলি ছবি ভাইরাল হয়েছে।

‘কাহানি ঘর ঘর কি’ ধারাবাহিকেও কবিতাকে দেখা গিয়েছিল। তবে কবিতা তবে সব থেকে বেশি জনপ্রিয়তা পান ‘এফ আই আর’(২০০৬) ধারাবাহিকে চন্দ্রমুখীর ভূমিকায় অভিনয় করে।

কবিতা আসলে দিল্লির মেয়ে। দর্শনের ছাত্রী ছিলেন তিনি। যোগাসনে তিনি অত্যন্ত দক্ষ।

দিল্লি থেকে মুম্বাই পাড়ি দিয়ে রীতিমতো অডিশন দিয়ে ‘কুসুম’ ধারাবাহিকে সুযোগ পান তিনি।

২০০৪ সালে তার বলিউডে আত্মপ্রকাশ। ‘এক হাসিনা থি’ ছবিতে সেইফ আলি খানের বান্ধবীর ভূমিকায় অভিনয় করেন তিনি।

টিভি অভিনেতা করণ গ্রোভারের সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়েছিল।

দু’জনকে এক সাথে ডান্স রিয়েলিটি শো ‘নাচ বালিয়ে’-তেও দেখা যায়। এর কিছু দিন পড়ে এই কবিতা-করণের ব্রেক আপ হয়ে যায়।

এর পরে প্রিয় বন্ধু রণিত বিশ্বাসের সঙ্গে সম্পর্কসূত্রে বাঁধা পড়েছেন কবিতা।

আরএম-০৭/০২/১২ (বিনোদন ডেস্ক)

মাশরাফি বৈধতা পেয়ে নৌকার মাঝি হলেন

বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফির বিন মোর্ত্তজার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

রোববার জেলা প্রশাসক ও নড়াইল জেলা রিটার্নিং অফিসার আনজুমান আরা তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন।

এদিন সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে মনোনয়ন যাচাই-বাছাই শুরু হয়। এ সময় মনোনয়নপ্রত্যশী ও প্রার্থীর পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নড়াইল-২ আসনে মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। নড়াইল-২ আসনের মাশরাফিসহ আটজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

এর আগে গত ১১ নভেম্বর দুপুর দেড়টার দিকে ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সশরীরে গিয়ে মনোনয়ন ফরম কিনেছিলেন মাশরাফি।

এসএইচ-০৮/০২/১২ (স্পোর্টস ডেস্ক)

পুরুষ না মহিলা, দীর্ঘদিনের সম্পর্কে ভাঙনের জন্য দায়ী কে?

পুরুষ না মহিলা

সময়ের সঙ্গে গভীর হয় ভালবাসাও। আর তাই সেই দীর্ঘদিনের সম্পর্কেই যখন ছেদ পড়ে, তখন তা নিঃসন্দেহে হয়ে ওঠে বেদনাদায়ক। প্রেমিক-প্রেমিকার মধ্যে ব্রেক-আপের কারণ নানারকম হতেই পারে। কিন্তু কারণ যাই হোক, সম্পর্ক ভাঙলে মন খারাপ হওয়াই তো স্বাভাবিক। তবে পুরুষ না নারী?

দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে বিচ্ছেদের নেপথ্যে সাধারণত কে বেশি দায়ী থাকে? কেনই বা জীবনের অভ্যাসে পরিণত হওয়া একটি সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান কেউ? চলুন দেখে নেওয়া যাক কী বলছে সমীক্ষা।

একটি অনলাইন মার্কেট রিসার্চ অ্যান্ড ডেটা অ্যানালিটিক্স ফার্ম এক হাজার জন প্রাপ্ত বয়স্কদের নিয়ে একটি সমীক্ষা করে। যাঁদের প্রত্যেকেই দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন। প্রেম সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন তাঁদের করা হয়েছিল।

কতজনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কে জড়িয়েছেন, তাঁদের ব্রেক-আপ হয়েছে কি না, যদি হয়ে থাকে তবে কে সম্পর্কে ইতি টানতে চেয়েছিলেন ইত্যাদি ইত্যাদি। সেই সমীক্ষাতেই উঠে এসেছে মজাদার কিছু তথ্য।

ফার্মটি জানাচ্ছে, ৭৬ শতাংশ মহিলা নির্দ্বিধায় মেনে নিয়েছেন নিজেদের দীর্ঘদিনের সম্পর্ক ভাঙার কথা। পুরুষদের সংখ্যা কিন্তু এক্ষেত্রে খানিকটা কমই। ৬২ শতাংশ পুরুষ স্বীকার করেছেন তাঁদের দীর্ঘদিনের সম্পর্ক শেষ হওয়ার কথা।

এখানেই শেষ নয়, ৮৪ শতাংশ প্রেমিক আবার বলছেন, প্রেমে ধোকা খেয়েছেন তাঁরা। আবার ৬৭ শতাংশ প্রেমিকার মতে, নতুন পার্টনার খুঁজে পাওয়ায় ছেড়ে চলে গিয়েছেন সঙ্গী।

কিন্তু ভাঙনের জন্য দায়ী কে? সমীক্ষা খানিকটা হলেও হাসি ফোটাবে প্রেমিকদের মুখেই। ৭ শতাংশ পুরুষ যেখানে বলছেন, দীর্ঘদিনের সম্পর্কে ব্রেক-আপের জন্য তাঁরাই দায়ী, সেখানে মহিলাদের ক্ষেত্রে সেই হার ১৯ শতাংশ।

তবে মিউচুয়াল ব্রেক-আপ কিংবা উভয়ের সম্মতিতে সম্পর্ক শেষ করার ক্ষেত্রে পুরুষ ও মহিলার সংখ্যা মোটামোটি একই। ৪৮ শতাংশ পুরুষ ও ৪১ শতাংশ মহিলা জানাচ্ছেন, পরস্পর আলোচনার মাধ্যমেই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন তাঁরা।

তবে এ সমীক্ষা থেকেই কিন্তু মহিলা বা পুরুষকে বিচ্ছেদের জন্য কাঠগড়ায় দাঁড় করানো যাবে না। কারণ এক হাজার সংখ্যাটি এক্ষেত্রে নেহাতই নগণ্য।

তাছাড়া কষ্ট হলেও নানা কারণে সম্পর্ক থেকে বেরিয়ে আসার প্রয়োজনও বোধ করেন অনেকে। তাই পরিসংখ্যানের দিকে না তাকিয়ে নিজেদের সম্পর্ককে অটুট রাখার চেষ্টাই করুন। দীর্ঘ হোক আপনার ভালবাসাও।

আরএম-০৬/০২/১২ (লাইফস্টাইল ডেস্ক)

রওশন জানেন না স্বামীর সঠিক নাম !

রওশন এরশাদ, জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান। সাবেক ফার্স্ট লেডি। ২০১৪ সালের নির্বাচন তার সামনে বিরল সুযোগ এনে দেয়। তিনি হন সংসদের বিরোধীদলীয় নেতা।

সরকারের আশ্রয়ে থাকা বিরোধীদলীয় এই নেতা এবার ময়মনসিংহ-৭ আসন থেকে নির্বাচন করবেন। গত ২৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিল করেছেন।

নির্বাচন কমিশনে দেয়া হলফনামায় রওশন এরশাদ তার স্বামীর নাম লিখেছেন হুসেইন মোহাম্মদ এরশাদ। অথচ এরশাদ তার নিজের হলফনামায় লিখেছেন হুসেইন মুহম্মদ এরশাদ। এরশাদের দেয়া নামটিই সঠিক, যেটি সংবাদমাধ্যম ছাড়াও দাফতরিক কাজে তিনি ব্যবহার করেন। অথচ রওশন সেটিই সঠিকভাবে লিখেননি।

হলফনামায় অস্থাবর সম্পদের মধ্যে রওশন এরশাদ ১০০ ভরি স্বর্ণ ও অন্যান্য অলঙ্কার উল্লেখ করেছেন। যার মূল্য দেখিয়েছেন মাত্র ১ লাখ ২৫ হাজার টাকা।

পল্লীমাতা নামে নিজ দলের কাছে পরিচিত হলেও এই নেত্রীর কৃষিখাতে কোনো আয় নেই। তবে জমি রয়েছে ১ একরের বেশি।

পেশায় পুরোদস্তুর ব্যবসায়ী রওশনের নামে ২টি ফ্লাট ও ১টি বাড়ি রয়েছে, যার মূল্য ৬ কোটি ৮০ লাখ টাকা।

বর্তমানে কিংবা অতীতে কখনও তার নামে কোনো ফৌজদারি মামলা হয়নি।

বাড়িভাড়া/এপার্টমেন্ট/দোকান বা অন্যান্য ভাড়া থেকে বছরে রওশন আয় করেন ১২ লাখ ৪৯ হাজার ১০৪ টাকা। চাকরি থেকে বছরে পান ১২ লাখ ৬০ হাজার টাকা। শেয়ার/সঞ্চয়পত্র থেকে আয় ৮৮ লাখ ৩৪ হাজার ২৯৭ টাকা।

অস্থাবর সম্পদের মধ্যে রওশনের কাছে নগদ টাকা রয়েছে ৫০ লাখ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ ২৫ কোটি ৭০ লাখ ২৯ হাজার ২৩৩ টাকা। কোম্পানির শেয়ার কেনা আছে ৫০ হাজার টাকার। সঞ্চয়পত্র ৬০ লাখ টাকা।

রওশন এরশাদের তিনটি গাড়ি রয়েছে, যার মূল্য ১ কোটি ৫৩ লাখ ২৩ হাজার ৭৫০ টাকা উল্লেখ করেছেন।

স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ১ একর জমির বেশি, যা থেকে আয় হয় ৩৩ লাখ টাকা। অকৃষি জমি ও অর্জনকালীন সময়ে আর্থিক মূল্য ১৮ লাখ ৭৫ হাজার টাকা।

এসএইচ-০৭/০২/১২ (অনলাইন ডেস্ক)

মিরাজ যে কীর্তি গড়লেন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা মিরপুর টেস্টে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্য রকম জায়গা করে রাখবে চিরদিন। এক টেস্টে কত কত গল্প, কত কত ইতিহাস। মেহেদী হাসান মিরাজ সেখানে অনন্য এক প্রথমের গল্প লিখলেন। অফ স্পিনার হিসেবে ৭ উইকেট নিয়ে বাংলাদেশের পক্ষে গড়লেন ইতিহাস।

মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ৫০৮ রান করেছিল বাংলাদেশ। বিপরীতে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে গুটিয়ে যায় মাত্র ১১১ রানে। বাংলাদেশ নেয় প্রতিপক্ষকে প্রথমবার ফলো অন করানোর স্বাদ। মেহেদী হাসান মিরাজ একাই নেন ৭ উইকেট। অধিনায়ক সাকিব আল হাসান তুলে নেন ৩ উইকেট।

এক ইনিংসে ৭ উইকেট শিকার মিরাজের এবারই প্রথম। তার ক্যারিয়ার সেরা বোলিংটি ঠাঁই পেল ইতিহাসেও। ২০১৬ সালে নিজের দ্বিতীয় টেস্টেই ৭৭ রান খরচায় ৬ উইকেট নিয়েছিলেন মিরাজ। এতদিন পর্যন্ত এটাই ছিল তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার।

এর আগে বাংলাদেশের হয়ে ইনিংসে ৭ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান তিন বোলার। তবে তারা তিন জনই ছিলেন বা-হাতি স্পিনার। এনামুল হক জুনিয়র, সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম এই কৃতিত্ব দেখিয়েছিলেন। মিরাজ এই তালিকায় নিজের নাম লেখালেন, প্রথম বাংলাদেশি অফ স্পিনার হিসেবে।

শনিবার বাংলাদেশ নিজের প্রথম ইনিংসে গুটিয়ে যাওয়ার পর ব্যাটিংয়ে নামে উইন্ডিজ। মাত্র ২৯ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল দলটি। মিরাজ একাই নেন ৩ উইকেট। রোববার আরো ৪ উইকেট নিয়ে গুটিয়ে দেন উইন্ডিজের প্রথম ইনিংস।

মিরাজের বোলিং স্পেল ১৬-১-৫৮-৭। বাংলাদেশের মাটিতে যে কোনো অফ স্পিনারেরই এটি সেরা বোলিং ফিগার। আগের সেরা ছিল নাথান লায়নের। গেল বছর বাংলাদেশের বিপক্ষে ৯৪ রানে ৭ উইকেট নিয়েছিলেন তিনি।

এসএইচ-০৬/০২/১২ (স্পোর্টস ডেস্ক)

ইনিংস ব্যবধানে জিতে সিরিজ বাংলাদেশের

ঢাকা মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৮৪ রানে হারিয়েছে বাংলাদেশ। এর ফলে ২-০তে সফরকারীদের হোয়াইটওয়াশ করে সিরিজ জিতে নিয়েছে সাকিব আল হাসানের দল। নিজেদের প্রথম ইনিংসে ৫০৮ রান করে টাইগারা।

জবাবে নিজেদের প্রথম ইনিংসে ১১১ ও দ্বিতীয় ইনিংসে ২১৩ রান করে অল আউট হয়ে যায় ক্রেইগ ব্র্যাথওয়েটের দল। ফলে এই প্রথমবারের মতো ইনিংস ব্যবধানে জয়ের স্বাদ পেল বাংলাদেশ।

রোববার তৃতীয় দিন সকালে পেল পূর্ণতা। মেহেদী হাসান মিরাজের স্পিনে গুঁড়িয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। প্রতিপক্ষকে সবচেয়ে কম রানে গুটিয়ে বাংলাদেশ পেল প্রথমবার ফলো অন করানোর স্বাদ।দুই টেস্ট ম্যাচ ২-০ তে জিতে ক্যারিবিয়ানদের ধবলধোলাই করলো টাইগারবাহিনী।

সাদা পোশাকে ১৮ বছরের পথচলায় কোনো দলকে ফলোঅন করানোর ঘটনা এটাই প্রথম।এর আগে একবার সুযোগ এলেও প্রতিপক্ষকে ফলোঅন করায়নি বাংলাদেশ। কিছুদিন আগেই মিরপুরে জিম্বাবুয়েকে ফলোঅনে ফেলেছিল টাইগাররা। কিন্তু ফলোঅন করানো হয়নি।

লয়েড-সোবার্সদের দেশকে ফলোঅন করিয়ে প্রথমবারের মতো ইনিংস ব্যবধানে জেতার স্বাদ নিলো সাদা পোশাকে সাকিব বাহিনী। হেটমেয়ার ছাড়া এদিন কেউ ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি। ৯৩ রান করে মিরাজের বলে আউট হয়ে সেঞ্চুরি হাতছাড়া হয় তার।হোপ করেন ২৫ রান। হোপ ছাড়া কেউ ২০ এর কোঠা পেরুতে পারেনি।

স্বাগতিকদের হয়ে মাহমুদুউল্লাহ,সাকিব,সাদমান ও লিটন দাসদের ব্যাটিংয়ে রানের পাহাড়গড়া স্কোরই মূলত জয়ের ভিত্তি স্থাপন করে দেয়। ব্যাটসম্যানদের পর বোলাররা তাদের দায়িত্বটা পালন করে। প্রথম ইনিংসে মিরাজ ৭ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট তুলে নিয়ে দ্বিতীয় ক্যারিয়ার সেরা বোলিং করেন।

এসএইচ-০৫/০২/১২ (স্পোর্টস ডেস্ক)

সিনেমা ছেড়ে এবার আল্লাহর পথে হাঁটতে চান এ অভিনেত্রী

সিনেমা ছেড়ে এবার

ঢালিউডের নায়িকা পুষ্পিতা পপি। ২০১৫ সালে থেকে চলচ্চিত্রে অভিষেক হয় তার। চলচ্চিত্রে অভিষেকের পর তিনি ‘ধূসর কুয়াশা’, ‘পাঙ্কু জামাই’সহ পাঁচটি চলচ্চিত্র অভিনয় করেছেন। তবে এবার সিনেমা ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন এই নায়িকা। তাই বাকি জীবনটা আল্লাহর পথে হাঁটতে চান এ অভিনেত্রী।

সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমকে তিনি বলেন, আমি আর চলচ্চিত্রে কাজ করব না। তাই বাকি জীবন আল্লাহর পথে হাঁটতে চাই। বেশ কিছু কাজের বিষয়ে কথা হচ্ছিল, সেই কাজগুলোও ছেড়ে দিয়েছি। নতুন আর কোনো কাজের সঙ্গে আমি যুক্ত হতে চাই না।

তার পরিবারের সবাই নামাজ-কালাম পড়েন জানিয়ে তিনি বলেন, আমার পরিবারের সবাই নামাজ-কালাম পড়ে। আমি ছোটবেলা থেকেই এসবের ভেতর বড় হয়েছি। যখন সিনেমার শুটিং করেছি, তখনো নামাজ পড়েছি। ইদানীং আমার আল্লাহর ওপর ভয়টা বেড়েছে। নিয়মিত নামাজ-রোজা করছি। এখন আর অভিনয় করতে ইচ্ছে করছে না।

তবে তার এখনও ‘বিধ্বস্ত’, ‘ঠোকর’, শিরোনামে দুটি ছবি এখনো বাকি রয়েছে

এ বিষয়ে তিনি বলেন, ‘বিধ্বস্ত’ ছবিতে আমার কাজ শেষ হয়েছে। আর ‘ঠোকর’ ছবিতে আমি যে কাজ করেছি, পরিচালক তার ছবিটি শেষ করতে পারবেন। আমি তাঁদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানিয়েছি। তার পরও যদি কোনো সমস্যা হয়, আমি বিষয়টি বিবেচনা করব।

পুষ্পিতা পপি চলচ্চিত্র দিয়ে শুরু হলেও নাটক ও মিউজিক ভিডিওতে কাজ করেছেন। শাকিব খান, বাপ্পি চৌধুরী, মারুফসহ চলচ্চিত্র নায়কদের বিপরীতে অভিনয় করেছেন।

আরএম-০৩/০২/১২ (বিনোদন ডেস্ক)