মাকে দেখে ফেরার পথে ছেলে খুন

বগুড়ার কাহালুতে সৈয়দ আপেল মাহমুদ (২৯) নামে এক ব্যবসায়ীর মরেদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার তিনদীঘি বাজারের ছাতারপুকুর এলাকার বারমাইল-নামুজা সড়কের ওপর থেকে তার মরেদেহ উদ্ধার করা হয়।

সৈয়দ আপেল মাহমুদ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলার মোঘলটুলি গ্রামের সৈয়দ আবদুল ওয়াহাব দীপ্তি মিয়ার ছেলে।

কাহালু থানার এসআই ডেভিড হিমাদ্রা বর্মা ও স্বজনরা জানান, তিনি আমদানি-রফতারিকারক এবং ইনডেক্স বিজনেস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের এমডি ছাড়াও বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত।

তার মা আয়েশা খাতুন বগুড়া শহরতলির ঠেঙ্গামারা এলাকায় রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন। তিনি মাকে দেখতে বৃহস্পতিবার হাসপাতালে আসেন। সেখান থেকে রাত সাড়ে ৭টার দিকে বের হন।

এর পর থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাত ১০টার দিকে কাহালু উপজেলার ছাতারপুকুর এলাকায় বারমাইল-নামুজা সড়কের ওপর তার গলায় ফাঁস দেয়া মরেদেহ পড়ে থাকতে দেখা যায়।

গ্রামপুলিশের মাধ্যমে খবর পেয়ে কাহালু থানা পুলিশ সেখান থেকে তার মরেদেহ উদ্ধার করে। শুক্রবার সকালে প্রায় আধা কিলোমিটার দূরে তার জুতা পাওয়া যায়। তার বড় চাচা সৈয়দ আবদুল করিম আপেল মাহমুদের মরেদেহ শনাক্ত করেন।

বিএ-১৮/১১-০১ (উত্তরাঞ্চল ডেস্ক)