জাবিতে ৯ মার্চ থেকে প্রথমবর্ষের অনলাইন ক্লাস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ক্লাস আগামী ৯ মার্চ থেকে অনলাইনে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৯ মার্চ ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস অনলাইনে শুরু হবে। পাশাপাশি নবীন শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ইমেইল খোলার ব্যাপারেও নির্দেশনা দেওয়া হয়েছে।

আবু হাসান আরও বলেন, নবীন শিক্ষার্থীরা আগামী ৮ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের junive.edu লিঙ্কে গিয়ে প্রাতিষ্ঠানিক ইমেইলের আবেদন করতে পারবে। সেখানে সব ধরনের নির্দেশনার কথা উল্লেখ করা হয়েছে।

অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ ও ক্লাস ব্যবস্থাপনা কীভাবে চলবে এ বিষয়ে জানতে চাইলে ডেপুটি রেজিস্ট্রার আবু হাসান বলেন, সংশ্লিষ্ট বিভাগের কাছে নবীন শিক্ষার্থীদের তথ্য দেওয়া হবে। আপাতত সংশ্লিষ্ট বিভাগ তাদের মতো করে বিষয়টি পরিচালনা করবে।

এসএইচ-১১/০৩/২২ (শিক্ষা ডেস্ক)