চোখের উপর নাছোড়বান্দা ফোলা সারান এই ঘরোয়া উপায়ে

চোখের উপর

চোখের উপর আঞ্জনির মতো ফোলা ভাব আজকাল অনেকের কাছেই বড়ো সমস্যা ৷ টিউমরের মতো এই ফোলা ঢিপি কিছুতেই যেতে চায় না ৷ বিকট একটা মাংসপিণ্ডের উপস্থিতিতে চোখের সৌন্দর্য্য নষ্ট হয় ৷ পাশাপাশি অনেক সময় এই অংশে ব্যথাও হয় ৷ জেদি এই পিণ্ডটি সহজে যেতে চায় না ৷ জেনে নিন কী উপায়ে এই সমস্যা থেকে রেহাই পাওয়া সম্ভব–

চোখের এই রোগের নাম ‘আই স্টাইস’ ৷ এই স্টাইস দু’ধরণের হয় ৷ এক্সটারনাল ও ইন্টারনাল ৷ চিকিৎসকরা বলেন, চোখের পাতায় তেল জমে এই স্টাইস হয় ৷

শুধু তেল নয়, চোখে নোংরা জমার ফলেও এই সমস্যা দেখা দেয় ৷ তাই চিকিৎসকরা হলেন, এই সমস্যা দেখা দিলে চোখ সব সময় পরিষ্কার রাখতে হবে ৷ নোংরা হাত চোখে দেওয়া যাবে না ৷

ব্যবহার করা টি-ব্যাগ পরিষ্কার কাপড়ে মুড়ে চোখের উপর রাখুন ৷ গ্রিন-টি ব্যাগ হলে আরও ভাল ৷

স্টাইস হলে চোখের মেকআপ নৈব নৈব চ ৷ যে কোনও ধরণের প্রসাধন থেকে দূরে থাকুন ৷

এই সময় কনট্যাক্ট লেন্স খবরদার পরবেন না ৷

স্টাইস কমাতে চিকিৎসরা অনেক সময় অয়েনমেন্ট দেন, স্টেরয়েড ইনজেকশনও দেওয়া হয় ৷ অথবা সার্জারি করে কেটে ফেলা হয় ৷

আরএম-২৪/০৩/১১ (স্বাস্থ্য ডেস্ক)