শরীরের কোন সমস্যায় কি খাওয়া উচিত জানেন কি?

শরীরের কোন

শারীরিক নানা রোগে ভুগেন কম-বেশি সবাই। এইসকল রোগ থেকে বাঁচতে ওষুধ সেবনের পাশাপাশি খেতে হয় সঠিক খাবারও। কিন্তু কোন সমস্যায় ঠিক কি খাওয়া উচিত তা অনেকেই জানেন না।

খাবারের কারণেই দেহের রোগ প্রতিরোধ খমতা বাড়ে। অসুস্থ হলে খাবারই দ্রুত সুস্থতা দান করে। তাই কোন সমস্যার জন্য কোন খাবারটি বেশি উপকারী তা জানা প্রয়োজন। দেরি না করে চলুন তবে জেনে নেয়া যাক শরীরের কোন সমস্যায় কি খাবেন-

> শ্বাস প্রশ্বাস জনিত সমস্যা হলে পেঁয়াজ খান।

> পাইলস এর সমস্যা হলে পাঁকা পেঁপে খান।

> জন্ডিসের সমস্যায় ডালিম খান।

> ডায়াবেটিস নিয়ন্ত্রণে কালো জাম খান।

> মূত্র জনিত সমস্যায় মিষ্টি কুমড়া খান।

> রুক্ষ ও শুষ্ক চুল হলে শসা খান।

> কিডনিতে পাথর হলে পাকা আম খান।

> মুখের দুর্গন্ধে কাঁচা পেয়ারা খান।

> প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধে টমেটো খান।

> নিউমোনিয়ার সমস্যায় কমলা খান।

> হাড় ক্ষয় জনিত সমস্যায় আঙ্গুর খান।

> হরমোন জনিত সমস্যায় পাঁকা পেয়ারা খান।

> কৃমির সমস্যায় আনারস খান।

আরএম-১৪/০৯/১১ (স্বাস্থ্য ডেস্ক)