মূত্রনালির সংক্রমণ থেকে মুক্তি দেবে বেকিং সোডা

মূত্রনালির

কেক কিংবা মাফিন তৈরিতেই যে শুধু বেকিং সোডা ব্যবহার হয়, তা কিন্তু নয়। সৌন্দর্য চর্চায়ও ব্যবহার হয়ে থাকে এটি। তাছাড়া এর রয়েছে দারুণ স্বাস্থ্যগুণও।

স্বাস্থ্য সুরক্ষায় এটি কতখানি উপকারী তা আমাদের ধারণার বাইরে। অত্যন্ত কম দামে পাওয়া বেকিং সোডা যেভাবে অ্যান্টাসিড হিসেবে কাজ করে তার তুলনা অসামান্য। এছাড়াও এতে আছে অ্যান্টিসেপটিক গুণ। চলুন জেনে নেয়া যাক বেকিং সোডা আসলে কি-

বেকিং সোডা আসলে কি?

বেকিং সোডাতে থাকে সোডিয়াম বাইকার্বোনেট। এটিতে নাহকোলাইট থাকে যা প্রাকৃতিক খনিজ ন্যাট্রন। ইজিপ্সিয়ানরা প্রাচীন কালে এটিকে সাবান হিসাবে ব্যবহার করতেন যা বর্তমানে রান্নার একটি সামগ্রীতে পরিণত হয়েছে।

মূত্রনালির সংক্রমণ থেকে মুক্তি দিতেও এর জুড়ি নেই। এক কথায়, মূত্রনালির সংক্রমণ এর উপশম করার অন্যতম একটি ঘরোয়া পদ্ধতি হলো বেকিং সোডা। চলুন জেনে নেয়া যাক কীভাবে-

মূত্রনালির সংক্রমণ থেকে বাঁচতে বেকিং সোডা ও পরিমাণ মতো পানি মিশিয়ে নিন। এবার তা ব্যবহার করুন। দেখবেন খুব তাড়াতাড়ি উপসম হবে।

আরএম-১৬/২২/০১ (স্বাস্থ্য ডেস্ক)