কিডনির সুরক্ষায় ও ওজন কমাতে সজনে পাতার বিষ্ময়কর উপকারিতা

কিডনির সুরক্ষায়

সজনে পাতা শাক হিসেবে খা্ওয়ার প্রচলন রয়েছে। সজনের পাতা এবং ফল উভয়ের মধ্যেই প্রচুর পুষ্টি আছে।

প্রতি গ্রাম সজনে পাতায় একটি কমলার চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি, দুধের চেয়ে চার গুণ বেশি ক্যালসিয়াম ও দুই গুণ বেশি প্রোটিন, গাজরের চেয়ে চার গুণ বেশি ভিটামিন এ এবং কলার চেয়ে তিন গুণ বেশি পটাশিয়াম বিদ্যমান।

সজনে পাতার স্বাস্থ্য উপকারিতা:

১.প্রচুর পরিমাণে জিঙ্ক ও আয়রন বিদ্যমান, যা অ্যানেমিয়া দূর করতে বিশেষ ভূমিকা পালন করে।

২. শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

৩. সজনে পাতা শরীরে সুগারের মাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়াবেটিসের মতো কঠিন রোগ প্রতিরোধ করে।

৪. নিয়মিত সজনে পাতা খেলে শরীরের ডিফেন্স মেকানিজমকে আর ও শক্তিশালী করে।

৫. এতে প্রদাহপ্রতিরোধী বৈশিষ্ট্য বিদ্যমান। এটি অকাল বার্ধক্যজনিত সমস্যা দূর করে এবং ক্যানসারের বিরুদ্ধে লড়তে সহায়ক।

৬.এটির এন্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য বিদ্যমান। এটি যকৃত ও কিডনি সুস্থ রাখতে এবং ত্বকের সৌন্দর‌্য বৃদ্ধিতে সহায়ক।

৭. সজনে-তে বিভিন্ন রকমের অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর।

৮. শরীরের ওজন কমাতেও কার্যকরী ভূমিকা পালন করে থাকে। হজম ক্ষমতা বৃদ্ধি করে পুষ্টিবর্ধক হিসেবে কাজ করে।

আরএম-০৯/২৫/০৩ (স্বাস্থ্য ডেস্ক)