ব্রণের মুখে মেকআপ করার সঠিক পদ্ধতি

ব্রণের মুখে

ত্বকে ব্রণ হলে মেকআপ করতে বেশ সমস্যা হয়। বিশেষ করে কোনো অনুষ্ঠানে যেতে ত্বকের ব্রণগুলোর জন্য অনেক বাজে দেখা যায়। তবে মেকআপ করে এই সমস্যার মুক্তি মিলবে সহজেই।

সঠিক পদ্ধতিতে মেকআপ করলে দেখবেন ব্রণ একদম বোঝা যাচ্ছে না। বরং বেশ স্নিগ্ধ সুন্দর দেখাচ্ছে। চলুন তবে জেনে নেয়া যাক কীভাবে মেকআপ করবেন-

> সাজের আগে ভালো করে মুখ ক্লিনজার বা ফেসওয়াশ দিয়ে ধুয়ে ময়েশ্চারাইজার মেখে নিন।

> এবার আঙুল দিয়ে চেপে চেপে প্রাইমার লাগিয়ে নিন।

> ব্রণের দাগে ও চোখের চারপাশে কনসিলার দিয়ে মিশিয়ে দিন।

> লিকুইড ফাউন্ডেশন লাগিয়ে সেট হওয়ার জন্য তিন মিনিট অপেক্ষা করুন।

> ফেস পাউডার মুখের সঙ্গে মিলিয়ে দিন।

> হালকা কোনো রঙের ব্লাশন বুলিয়ে নিন।

> চোখ ও ঠোঁট সাজিয়ে নিন।

> সব শেষে মেকআপ ফিনিশিং স্প্রে ব্যবহার করুন।

ঘরে ফিরে অবশ্যই ভালোভাবে মেকআপ তুলে নেবেন। আর সাজের জন্য ভালো কোম্পানির পণ্য ব্যবহার করুন।

আরএম-২০/১৭/১০ (লাইফস্টাইল ডেস্ক)