কারাগারে বিমানের সাবেক পরিচালকসহ দুই কর্মকর্তা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সাবেক পরিচালক আলী আহসান বাবুসহ দুই কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মো. ইলিয়াস মিয়া আসামিদের কারাগারে পাঠানোর এ আদেশ দেন। কারাগারে যাওয়া অপর আসামি হলেন একই বিভাগের সাবেক উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) ইফতেখার হোসেন চৌধুরী।

এ দিন দুই আসামিকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আসামিপক্ষে সিনিয়র আইনজীবী সৈয়দ রেজাউর রহমান জামিন আবেদন করেন।

অপরদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর আসামিদের জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের কারাগারে পাঠানোর ওই আদেশ দেন।

এর আগে মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। দুদকের উপ-পরিচালক নাসির উদ্দিনের নেতৃত্বাধীন একটি টিম তাদের গ্রেফতার করে।

এরও আগে মঙ্গলবার সকালে ওই দু’জনসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৬ কর্মকর্তার বিরুদ্ধে সরকারের ১১৮ কোটি টাকা ক্ষতিসাধনের অভিযোগে মামলা করে দুদক।

বিএ-১৭/০৩-১২ (ন্যাশনাল ডেস্ক)