নাটোরে সেনাবাহিনী মোতায়েন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের ৪টি আসনের আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সোমবার সকাল থেকে সেনা সদস্যরা তাদের দায়িত্ব পালন শুরু করবেন।

রোববার দুপুরে বগুড়ার মাটির ঢালী সেনানিবাস থেকে সেনাবাহিনীর একটি দল নাটোরে এসে পৌঁছায়। এ সেনাবাহিনীর নেতৃত্বে রয়েছেন অধিনায়ক লে. কর্নেল মোস্তফা আরিফ পিএসপি।

নাটোরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহরিয়াজ সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবেন।

রোববার দুপুরে বগুড়ার মাটির ঢালী সেনানিবাস থেকে ১৭ প্যারা ব্যাটালিয়নের একটি পদাতিক দল নাটোরে এসে পৌঁছায়।

বিএ-১৪/২৩-১২ (উত্তরাঞ্চল ডেস্ক)