কুকুরের বাচ্চা দ্বন্দ্বে ছোট ভাইকে হত্যায় বড় ভাইয়ের সাজা

নাটোরে কুকুরের বাচ্চা নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে ছোট ভাই জনি শেখকে হত্যার দায়ে বড় ভাই জাহাঙ্গীর শেখকে ৭ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দীন এ আদেশ দেন।

সরকারি কৌঁসুলি সিরাজুল ইসলাম জানান, ২০১৭ সালের ৭ জানুয়ারি বিকেলে নাটোর শহরের কানাইখালী এলাকায় কুকুরের বাচ্চা নিয়ে দুই ভাইয়ের বিবাদে বড় ভাই জাহাঙ্গীর শেখের পিটুনিতে নিহত হয় ছোট ভাই জনি শেখ।

এ ঘটনায় নিহতের স্ত্রী পলি বেগম বাদী হয়ে ওই দিন জাহাঙ্গীর শেখ ও তার স্ত্রী বিলকিস বেগমকে অভিযুক্ত করে নাটোর সদর থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে ওই বছরের ২০ জুন জাহাঙ্গীর শেখ ও তার স্ত্রী বিলকিস বেগমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

আদালত সাক্ষ্য-প্রমাণ শেষে বিলকিস বেগমকে খালাস প্রদান করলেও জাহাঙ্গীর শেখের বিরুদ্ধে এই রায় প্রদান করেন। রায় প্রদানের সময় অভিযুক্ত জাহাঙ্গীর আদালতে উপস্থিত ছিলেন।

এসএইচ-১৮/১৯/২২ (উত্তরাঞ্চল ডেস্ক)