ভাসানচরে ২৭ মহিষ জবাই দিল সরকার

পবিত্র রমজানে ভাসানচরে অবস্থারত রোহিঙ্গাদের মাঝে ২৭টি মহিষ জবাই করে মাংস সরবরাহ করেছে সরকার।

শুক্রবার ভাসানচরে মহিষগুলো জবাইয়ের পর রোহিঙ্গাদের মধ্যে ভাগ করে দেওয়া হয়।

মূলত খাদ্য এবং পুষ্টি কর্মসূচির আওতায় তাদের মাঝে এবার মাংস সরবরাহ করা হলো।

এমনিতেই একসময়ের জনমানবহীন ভাসানচর মহিষের আবাস্থল বা মহিষের বাতান হিসেবেই পরিচিত। আর তাই এখন রোহিঙ্গাদের জন্য যেকোনো আয়োজনে প্রথম পছন্দ থাকে মহিষের মাংস। এবারও তার ব্যতিক্রম হয়নি। পবিত্র রমজানের ইফতারে খাওয়ার জন্য রোহিঙ্গাদের মহিষের মাংস দেওয়া হলো।

শুক্রবার সকালেই একে একে ২৭টি মহিষ বাতান থেকে নিয়ে আসা হয় ভাসানচরের খেলার মাঠে। সেখানেই ক্যাম্প ইনচার্জের তত্ত্বাবধানে জবাই করা হয় মহিষগুলো। বিভিন্ন শেলটারের মাঝিরা যেমন সেখানে উপস্থিত ছিলেন, তেমনি সাধারণ রোহিঙ্গারাও এসেছেন উৎসবের আমেজে।

তবে মাংস বণ্টনের জটিলতা এড়াতে এবার জবাইয়ের পর মহিষগুলো ক্লাস্টারভিত্তিক ভাগ করে দেওয়া হয়। অর্থাৎ, প্রতি ক্লাস্টারে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য একটি করে মহিষ বরাদ্দ দেওয়া হয়।

প্রায় ২৫ হাজার রোহিঙ্গার অবস্থান এই ভাসানচরে। কক্সবাজারের টেকনাফ এবং উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে উন্নত জীবনযাপনের জন্য বাংলাদেশ সরকার তাদের ভাসানচরে নিয়ে আসে।

এসএইচ-২২/২২/২২ (আঞ্চলিক ডেস্ক)