গোলাপি বলে টেস্ট খেলতে রাজি ভারত

Shadman Islam of Bangladesh gets clean bowled during day three of the the 1st Test match between India and Bangladesh held at the Holkar Cricket Stadium, Indore on the 16th November 2019. Photo by Vipin Pawar / Sportzpics for BCCI

২০১৮-১৯ সালে অস্ট্রেলিয়ায় ডাউন আন্ডারে দিন-রাতের টেস্ট খেলতে রাজি হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু ২০২০-২১ সালে সফরে অস্ট্রেলিয়ার মাটিতে দিন-রাতের টেস্ট খেলার চ্যালেঞ্জ নিতে তৈরি কোহলির দল। সৌরভ গাঙ্গুলির বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রাক্তন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ ওয়াহ।

দেশের মাটিতে গোলাপি বলের টেস্টে এখনও অপরাজিত অস্ট্রেলিয়া। অন্যদিকে গতবছর ইডেনে প্রথম দিন রাতের টেস্টে বাংলাদেশকে হারিয়েছিল ভারত।

ভারত আর অস্ট্রেলিয়া দু দলই শক্তিশালী বলে জানিয়েছেন ওয়াহ। কিন্তু ঘরের মাটিতে কিছুটা হলেও নিজের দেশকে এগিয়ে রাখছেন বিশ্বজয়ী এই অধিনায়ক।

তিনি বলেন, “ওটা খুব ভালো হবে। এটা দর্শকদের জন্য খুবই ভালো হল, কারণ তাঁরা দুর্দান্ত একটা ম্যাচ দেখবে। অস্ট্রেলিয়ার মাঠে দিন-রাতের টেস্ট কেউ কখনও ভুলতে পারবে না। অসাধারণ পরিবেশ।

এটা অবশ্যই একটা নতুন চ্যালেঞ্জ। এবং এই জেনারেশনের কাছে খুবই উপভোগ্য। আমি নিশ্চিত ভারতীয়রা এটাকে চ্যালেঞ্জ হিসেবেই দেখবে। এটা ক্রিকেট বিশ্বের জন্য খুব ভালো। আমি খুব খুশি হয়েছি যে ভারত খেলতে রাজি হয়েছে।”

এসএইচ-০৩/১৮/২০ (স্পোর্টস ডেস্ক)