বিদায় ঘণ্টা বাজছে ডমিঙ্গোর!

টি-টোয়েন্টিতে যেন কোনোভাবেই গর্জন তুলতে পারছে না টাইগাররা। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে এ সংস্করণে ধারাবাহিকভাবে ব্যর্থ বাংলাদেশ। ক্রিকেটারদের পাশাপাশি ব্যর্থতার দায় থেকে পরিত্রাণ পাচ্ছেন না প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোও। অবস্থা পরিবর্তনের আশায় এবার তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার জায়গায় সংক্ষিপ্ত সংস্করণে সাকিবদের জন্য অন্য কাউকে নিয়োগের কথা ভাবছে।

বিসিসি সভাপতি নাজমুল হাসান পাপন শুক্রবার (১৯ আগস্ট) টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের নতুন টেকনিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরামকে নিয়োগের বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। যেখানে তিনি টি-টোয়েন্টিতে ডমিঙ্গোর থাকা না থাকা নিয়ে কথা বলেন।

পাপন বলেন, ‘আমাদের এখন পর্যন্ত চিন্তাধারা হচ্ছে, ডমিঙ্গোর ওয়ানডে ও টেস্টে মনোযোগী হতে হবে। আমরা সবকিছু একটু আলাদা করতে চাচ্ছি। যে পরিমাণ খেলা, ডমিঙ্গোর পক্ষে এত কিছুতে মনোযোগ দেয়া সম্ভব নয়। তার সঙ্গে আমাদের যে চুক্তি, অনেক সিরিজে সে যেতেই পারবে না। তার ছুটির একটা নির্দিষ্ট সময় আছে। বুঝতে হবে। এটা এত সহজ নয়।’

পাপন যোগ করেন, ‘মানসিকতার একটা ব্যাপার আছে। টেস্ট ও ওয়ানডের সঙ্গে টি-টোয়েন্টির কোনো মিল নেই। এসব নিয়ে চিন্তাভাবনা করে আলাদা করার কথা ভাবছি।’

তবে ডমিঙ্গোকে সরিয়ে যে টেকনিক্যাল পরামর্শক শ্রীরামকেই টি-টোয়েন্টির কোচ বানিয়ে ফেলছেন বিষয়টি এমনও না। এশিয়া কাপে নেয়া হবে ভারতের এ কোচের পরীক্ষা-নিরীক্ষা। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই বিসিবি চিন্তা করবে তাকে স্থায়ীভাবে দায়িত্ব দেয়া যায় কি না? সেটা নির্ভর করছে এ দুই আসরে তার পারফরম্যান্সের ওপর। তার ওপর ডমিঙ্গোর ভূমিকা তখন কী থাকবে সেটা নিয়েও আছে আলোচনার বিষয়। এগুলো নিয়ে আগামী ২২ আগস্ট সবার সঙ্গে বসতে চান বিসিবি সভাপতি।

তিনি বলেন, ‘২২ তারিখ সবার সঙ্গে বসা হবে। বসে আমরা সিদ্ধান্ত নেব। অনেক পরিবর্তনই আসবে। একটা-দুটি জিনিস নয়। আমরা রাসেল ডমিঙ্গোকে রেখেই পরিবর্তন করব না কি না রেখে করব, এসব কিছু আমরা ২২ তারিখ সিদ্ধান্ত নেব। সবার সঙ্গে বসব। তাদের কথা শুনব।’

বিসিবি সভাপতি আরও বলেন, ‘যদি পারি আমরা কোচিং স্টাফও আলাদা করে দেব। আমরা এশিয়া কাপে দেখব, বিশ্বকাপে দেখব। এরপর একটা সিদ্ধান্ত নেব। তারপর শ্রীরামকে টি-টোয়েন্টিতে রেখে দেব না কি অন্য কাউকে দেখব, এটা পারফরম্যান্সের ওপর নির্ভর করবে।’

এসএইচ-০৫/১৯/২২ (স্পোর্টস ডেস্ক)