বাজারে এলো এম-ওয়ান চিপে তৈরি প্রথম ম্যাক কম্পিউটার

টেক জায়ান্ট অ্যাপল নিজস্ব নকশার এম-ওয়ান চিপে তৈরি প্রথম ম্যাক কম্পিউটার বাজারে আনলো।

নতুন সংস্করণের ১৩ ইঞ্চির ম্যাকবুক এয়ারের প্রসেসর ঠাণ্ডা রাখতে এখন থেকে আর ফ্যানের প্রয়োজন হবে না। ১৩ ইঞ্চির ম্যাকবুক প্রো-তে একবার ফুল চার্জেই ভিডিও চলবে টানা ২০ ঘণ্টা, যা আগের তুলনায় দ্বিগুণ। এছাড়া থাকছে স্ক্রিনবিহীন ডেস্কটপ কম্পিউটার- ম্যাক মিনি।

গত জুনেই নিজেদের প্রযুক্তি পণ্যে ইন্টেল পাওয়ার প্রসেসর ব্যবহার থেকে সরে আসার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

২০০৬ সাল থেকে ইন্টেল প্রসেসর ব্যবহার করে আসছে অ্যাপল।

এর বদলে এম-ওয়ান চিপের মাধ্যমে আরও বেশি ব্যাটারি লাইফ, স্লিপ মোড থেকে তাৎক্ষণিক সক্রিয় হওয়া এবং আইওএস অ্যাপস ব্যবহারের সুবিধা যুক্ত হবে নতুন কম্পিউটারগুলোতে।

এসএইচ-২৮/১৩/২০ (প্রযুক্তি ডেস্ক)