রাত ১২:৪২
সোমবার
২০ শে মে ২০২৪ ইংরেজি
৫ ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
১২ ই জ্বিলকদ ১৪৪৫ হিজরী
spot_img

দেশে মাঙ্কিপক্স শনাক্তের খবর ‘গুজব’: বিএসএমএমইউ

দেশে মাঙ্কিপক্স ভাইরাসে শনাক্ত হওয়ার যে খবর ছড়িয়েছে তা গুজব বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। সোমবার সন্ধ্যায়এ তথ্য জানান তিনি।

তিনি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কোনো মাঙ্কিপক্সের রোগী পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ডা. আসিফ ওয়াহিদের বরাত দিয়ে যে তথ্য ছড়ানো হচ্ছে, তা গুজব।

এর আগে বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশে প্রথম মাঙ্কিপক্স শনাক্তের খবর ছড়িয়ে পড়ে। ফেসবুক প্রোফাইলের তথ্যানুযায়ী, ডা. সরওয়ার জাহান নামে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক চিকিৎসক তার ফেসবুক পোস্টে বিএসএমএমইউতে দেশের প্রথম মাঙ্কিপক্স রোগী শনাক্ত হওয়ার খবর জানান।

স্ট্যাটাসে তিনি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে প্রথম মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। তবে তার এ পোস্টে ডা. আফিস ওয়াহিদের বরাত দিয়েছেন তিনি। পাশাপাশি ডা. সরওয়ার জাহান সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। পরবর্তীতে মাঙ্কিপক্স শনাক্তের এ ভুয়া খবর অনেকেই শেয়ার করেন।

জানা গেছে, ডা. আসিফ ওয়াহিদ বর্তমানে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে কর্মরত। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের চলতি বছর মার্চের ভর্তিকৃত রেসিডেন্ট। তিনি ৩৯ বিসিএসএসের স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তা।

এদিকে নতুন করে আরও একটি দেশে ছড়িয়েছে মাঙ্কিপক্স। অস্ট্রিয়ায় শনাক্ত হয়েছে এ রোগে আক্রান্ত রোগী। গতকাল ইসরায়েল ও সুইজারল্যান্ড মাঙ্কিপক্স শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এ নিয়ে বিশ্বের ১৫টি দেশে ছড়াল রোগটি।

এদিকে মাঙ্কিপক্স ভাইরাসটি নিয়ে দেশে আগাম প্রস্তুতি হিসেবে রোগটি প্রতিরোধে সতর্কতার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। মাঙ্কিপক্স সন্দেহজনক ও রোগটির লক্ষণযুক্ত ব্যক্তিদের ঢাকায় আইসোলেশনের ব্যবস্থা করার পাশাপাশি রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) তাদের বিষয়ে তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সোমবার অধিদফতরের রোগনিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এসব নির্দেশনা দেয়া হয়।

চিঠিতে বলা হয়, আফ্রিকা, ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশে মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয়েছে। মাঙ্কিপক্স নতুন রোগ নয়। এ রোগকে পশ্চিম আফ্রিকা বা মধ্য আফ্রিকান দেশগুলোতে অ্যান্ডেমিক হিসেবে ধরা হয়। আগে শুধু পশ্চিম আফ্রিকা বা মধ্য আফ্রিকান দেশগুলোতে ভ্রমণকারীদের বা বাসিন্দাদের মধ্যে শনাক্ত হলেও সম্প্রতি ভ্রমণের ইতিহাস নেই, ইউরোপ ও আমেরিকায় বসবাসকারী এমন ব্যক্তিদের মাঝেও মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে।

রোগীদের মধ্যে ফুসকুড়ি দেখা গেলে এবং সম্প্রতি মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে এমন দেশগুলোতে ভ্রমণ করলে অথবা এমন কোনো ব্যক্তি বা লোকের সঙ্গে যোগাযোগ করেছে যাদের একই রকম ফুসকুড়ি দেখা গেছে বা নিশ্চিত বা সন্দেহজনক মাঙ্কিপক্স রোগী হিসেবে শনাক্ত হয়েছে, তাদের মাঙ্কিপক্সের জন্য সন্দেহজনক রোগীর তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।

চিঠিতে আরও বলা হয়, সন্দেহজনক ও লক্ষণযুক্ত রোগীকে কাছাকাছি সরকারি হাসপাতালে বা সংক্রামক ব্যাধি হাসপাতাল, ঢাকায় আইসোলেশনের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে আইইডিসিআরে তাদের সম্পর্কে তথ্য পাঠাতে হবে।

এ ছাড়াও এর আগে গত ২১ মে শনিবার রাতে ভাইরাসটির সংক্রমণ প্রতিরোধে দেশের প্রতিটি বন্দরে সতর্কতা জারি করে স্বাস্থ্য অধিদফতর। একই সঙ্গে মাঙ্কিপক্স প্রতিরোধে দেশের আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দরসমূহে আক্রান্ত দেশ থেকে আসা যাত্রীদের ওপর সজাগ দৃষ্টি রাখা ও হেলথ স্ক্রিনিং জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মাঙ্কিপক্স একটি বিরল ভাইরাস সংক্রমণজনিত রোগ, যা পশু থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয়। সাধারণত আফ্রিকার দেশগুলোতে এ রোগটি দেখা গেলেও ওই অঞ্চলের বাইরে রোগটি ছড়িয়ে পড়ার ঘটনা বিরল। সে কারণেই দেশে দেশে মাঙ্কিপক্সের বিস্তার উদ্বেগ সৃষ্টি করেছে।

বিশেষজ্ঞদের মতে, মাঙ্কিপক্স খুব একটা গুরুতর নয়। সংক্রমণের সক্ষমতাও তুলনামূলক কম। রোগটির প্রাথমিক লক্ষণ জ্বর, মাথাব্যথা, পেশিতে ব্যথা ও অবসাদ। পরে মুখ ও শরীরে চিকেনপক্সের মতো র‌্যাশ বা ফুসকুড়ি দেখা যায়। তবে এ রোগ নিজে থেকেই কেটে যায়। ১৪-২১ দিনের মধ্যে সেরে ওঠেন রোগীরা।

প্রথম মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী পাওয়া যায় যুক্তরাজ্যে। এরপর ইউরোপের স্পেন, জার্মানি, পর্তুগাল, বেলজিয়াম, ফ্রান্স, নেদারল্যান্ডস, ইতালি ও সুইডেনেও এই রোগে আক্রান্ত রোগী পাওয়া যায়।

ইউরোপের দেশগুলোসহ, কানাডা ও অস্ট্রেলিয়ায় ৮০ জনের বেশি লোকের মাঙ্কিপক্স সংক্রমণ ধরা পড়ে। সাম্প্রতিক বছরগুলোয় আফ্রিকার পশ্চিম ও মধ্যাঞ্চলে মাঙ্কিপক্সে আক্রান্ত হাজারো রোগী শনাক্ত হলেও ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোয় এত দিন রোগটির প্রাদুর্ভাব দেখা যায়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত শনিবার সতর্ক করে বলে, মাঙ্কিপক্স আরও ছড়াতে পারে।

মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবের বিষয়টি বিজ্ঞানীদের কাছে বড় ধাক্কা হয়ে এসেছে। তবে তারা বলছেন, এটি ব্যক্তি থেকে ব্যক্তিতে ছড়ানোর ও ব্যাপকভাবে জনগণের মধ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি কম। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস বলছে, মাঙ্কিপক্স থেকে সৃষ্ট অসুস্থতা মৃদু। রোগী কয়েক সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়।

মাঙ্কিপক্সের জন্য নির্দিষ্ট কোনো টিকার কথা এখনো বলেননি বিশেষজ্ঞরা। তবে বিবিসি বলছে, কয়েকটি দেশ এরই মধ্যে গুটিবসন্তের টিকা সংরক্ষণ করতে শুরু করেছে। গুটিবসন্তের সঙ্গে মাঙ্কিপক্সের মিল রয়েছে বলে এই টিকা ৮৫ শতাংশ কার্যকর হতে পারে বলে মনে করছেন গবেষকেরা।

এসএইচ-১৫/২৩/২২ (স্বাস্থ্য ডেস্ক)

হজ ফ্লাইট ৫ জুন শুরুর অনুরোধ সৌদির

হজ ফ্লাইট আগামী ৩১ মের পরিবর্তে ৫ জুন থেকে চালুর অনুরোধ করে বাংলাদেশকে চিঠি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সোমবার সন্ধ্যায় ধর্ম মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় জানায়, এর আগে আন্তঃমন্ত্রণালয় সিদ্ধান্ত অনুসারে ৩১ মে হজ ফ্লাইট চালুর কথা ছিল। তবে আগামী ৫ জুন থেকে হজ ফ্লাইট চালু করতে বিকেলে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশকে চিঠি দেয়। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে মঙ্গলবার।

এর আগে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী জানান, ফ্লাইট চালু নির্ভর করছে সৌদি আরবের অনুমতির ওপর। নির্ধারিত সময়ে ফ্লাইট চালু করতে প্রস্তুত আমরা। অনুমতি মিললেই চালু হবে হজযাত্রী পরিবহন।

দেশে মাঙ্কিপক্স সংক্রমণ রোধে বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে বলেও জানান তিনি।

এ সময় প্রতিমন্ত্রী জানান, এ বছর কোনো বিমান লিজ না নিয়েই বিমানের বহরে থাকা উড়োজাহাজ দিয়েই হজ ফ্লাইট পরিচালনা করা হবে।

আগামী বছরের সেপ্টেম্বর নাগাদ হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর প্রত্যাশার কথাও জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী।

হজযাত্রার আগে যাত্রীদের প্রাক-নিবন্ধন, এজেন্সি-এজেন্সি সমন্বয়, মোয়াল্লেম নির্বাচন সৌদি আরবে বাড়ি ভাড়া, পরিবহন ও খাবারের ব্যবস্থা করতে হয়। এরপর ভিসা প্রক্রিয়া শেষে হজযাত্রা শুরু হয়। তবে সৌদি কর্তৃপক্ষের অনুমতির কারণে এবার হজ প্যাকেজ ঘোষণা হয় অনেক দেরিতে। এ কারণে শেষ মুহূর্তে এসেও হজ ফ্লাইট চালুর ব্যাপারে অনিশ্চয়তা দেখা দেয়।

এসএইচ-১৪/২৩/২২ (ন্যাশনাল ডেস্ক)

চমক নিয়ে পাকিস্তানের ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান। ১৬ সদস্যের স্কোয়াডে অস্ট্রেলিয়া সিরিজের দল থেকে বাদ পড়েছেন পাঁচজন ক্রিকেটার। দলে ফিরেছেন ওয়ানডে ফরম্যাটে দলটির সহ-অধিনায়ক সাদাব খান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে চোটের কারণে দলের বাহিরে ছিলেন পাকিস্তান ওয়ানডে দলের সহ-অধিনায়ক শাদাব খান। তবে চোট কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ফিরছেন তিনি। তিনি ছাড়াও দলে আছেন আরেক অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজ।

দলে নিয়মিত উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান ছাড়াও আছেন আরেক উইকেটকিপার মোহাম্মদ হারিস। এদিকে অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়ারা হলেন -আসিফ আলি, আসিফ আফ্রিদি, হায়দার আলি, সাউদ শাকিল ও উসমান কাদির। এদের মধ্যে সাউদ শাকিলের বাদ পড়ার কারণ ইনজুরি। অস্ত্রোপচার করতে হবে তার।

পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার এই সিরিজ মাঠে গড়াবে আগামী ৮ জুন। প্রথম ওয়ানডের পর বাকি দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে ১০ ও ১২ জুন। তিনটি ম্যাচের ভেন্যুই রাওয়ালপিন্ডি। ম্যাচগুলো শুরু হবে বিকেল চারটায়।

পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, ইফতিখার আহমেদ, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি, শাহনেওয়াজ দাহানি ও জাহিদ মাহমুদ।

এসএইচ-১৩/২৩/২২ (স্পোর্টস ডেস্ক)

দীপিকার নেকলেসে লেখা ‘ফি আমানিল্লাহ’

চলছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ অনুষ্ঠান কান চলচ্চিত্র উৎসব। লাল গালিচায় বিশ্বের নামি তারকারা হাজির হয়েছেন ভিন্ন ভিন্ন রূপে। কেউ কেউ নিজের পোশাক ও সাজ দিয়ে করেছেন বাজিমাত, কেউবা আবার হয়েছেন ট্রলের শিকার।

এবারের আয়োজনে আলোচনার জন্ম দিয়েছেন দীপিকা পাডুকোন। কান চলচ্চিত্র উৎসবের জুরি সদস্য হয়ে কানে অংশ নিয়েছেন তিনি। তাছাড়া রেড কার্পেটে একাধিক পোশাকে এসেও নজর কেড়েছেন দীপিকা।

রেড কার্পেটে ভারতীয় ডিজাইনার সব্যসাচীর নকশায় একটি পোশাক পরে এসেছিলেন দীপিকা। সেই পোশাকের সঙ্গে ছিল একটি নেকলেস। যেখানে আররিতে বড় করে লেখা ছিল ‘ফি আমানিল্লাহ’। যার অর্থ ‘আল্লাহর নিরাপত্তায় (সোপর্দ করলাম)। আর তাতেই ভাইরাল হয়ে গেছেন তিনি।

একাধিক ভারতীয় ও পাকিস্তানি গণমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। বিষয়টি নিয়ে অনেকে যেমন বাহবা দিচ্ছেন, প্রশংসা করছেন, কেউ কেউ আবার বাঁকা চোখেও দেখছেন।

দীপিকার বিশেষ নেকলেসটিতে রয়েছে গোলাপি, সবুজ, সাদা ও নীল রঙের হীরা। নিখুঁত কারুকাজে তৈরি করা এই নেকলেসে মধ্যপ্রাচ্য ও আরব সংস্কৃতির ছাপ রয়েছে। ধারণা করা হচ্ছে, সেটার অংশ হিসেবেই ‘ফি-আমানিল্লাহ’ শব্দটি যুক্ত করেছেন ডিজাইনার সব্যসাচী।

এসএইচ-১১/২৩/২২ (বিনোদন ডেস্ক)

দু সপ্তাহ পর প্রকাশ পায় মাঙ্কিপক্সের লক্ষণ

আক্রান্ত হওয়ার দুই সপ্তাহ পর প্রকাশ পায় মাঙ্কিপক্সের লক্ষণ। এ সময়েই রোগ ছড়ানোর ঝুঁকি বেশি। আর র‌্যাশ ওঠার তিন থেকে চার সপ্তাহ রোগী বহন করে এ ভাইরাস। আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।

মাঙ্কিপক্স বিশ্বজুড়ে নতুন আতঙ্ক। ১৯৭০ সালে আফ্রিকা এরপর ২০০৩ সালে একবার যুক্তরাষ্ট্রে এ রোগের প্রাদুর্ভাব দেখা দিলেও তা ছিল নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ। তবে এবার এরইমধ্যে ১২ থেকে ১৫টি দেশে ছড়িয়েছে এ পক্স। ভয়টা সেখানেই।

ভাইরোলজিস্টরা বলছেন, মাঙ্কিপক্স বানর ছাড়াও ইঁদুর কাঠবিড়াল থেকেও ছড়াতে পারে এ ভাইরাস। এসব প্রাণীর মাংস খেলে এ ভাইরাস প্রথমে শরীরে প্রবেশ করে। পরে গ্লান্ড থেকে রক্তনালী দিয়ে চামড়ায় র‌্যাশ তৈরি করে। আর এ লক্ষণ প্রকাশ পেতে সময় লাগে দুই সপ্তাহ। আবার গুটি ওঠার পর তা সারিয়ে উঠতেও তিন থেকে চার সপ্তাহ সময় লেগে যেতে পারে। এ পুরো সময়টা রোগীর হাঁচি, কাশি থেকে সংক্রমণের ঝুঁকি থাকে। তবে এ ভাইরাস সংক্রমিত হতে তা নাক, মুখ, চোখ দিয়ে শরীরের ভেতরে প্রবেশ করতে পারে।

সময় সংবাদকে ভাইরোলজিস্ট অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, মানুষের যদি পক্স হয় তখন সে মানুষটার হাঁচি কাশি দিয়ে ছড়াবে, আরেকটি মানুষের মধ্যে যাবে নাক দিয়ে, ঢুকবে নাক দিয়ে। নাক দিয়ে ঢোকার পরে ফুসফুসে যাবে এবং আক্রান্ত করবে এরপর রক্তে যাবে। রক্তের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে যাবে তারপর আবার রক্তে ফিরে আসবে।

এ রোগে মৃত্যুর হার ১০ শতাংশ হলেও এখনই আতঙ্কের কিছু নেই বলে জানিয়েছেন বিশেজ্ঞরা।

এমিরেটস অধ্যাপক এবিএম আবদুল্লাহ বলেন, করোনার মধ্যে আমরা যেমন স্বাস্থবিধি মানতে বলেছিলাম মাস্ক পরা, হাতধোয়া, জনসমাগম এড়িয়ে চলা, এখানেও তো আমরা স্বাস্থ্যবিধি মেনে চললে বেঁচে যাব।

তবে এখনই ভয়ের কিছু নেই। বিশেষজ্ঞরা বলছেন, করোনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সতর্ক হতে হবে।

মাঙ্কিপক্স ঠেকাতে এরই মধ্যে বিমানবন্দর, নৌবন্দর ও স্থলবন্দরে সতর্কতা জারি করেছে স্বাস্থ অধিদফতর।

আজ স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম এক চিঠিতে জানান, মহামারি করোনার মধ্যেই বিশ্বে নতুন আতঙ্ক সৃষ্টি করেছে মাঙ্কিপক্স। বিরল এ রোগটি দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে দেশে দেশে। আগাম প্রস্তুতি হিসেবে রোগটি প্রতিরোধে সতর্কতার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। মাঙ্কিপক্স সন্দেহজনক ও রোগটির লক্ষণযুক্ত ব্যক্তিদের ঢাকায় আইসোলেশনের ব্যবস্থা করার পাশাপাশি রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) তাদের বিষয়ে তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে।

চিঠিতে আরও বলা হয়, আফ্রিকা, ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশে মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয়েছে। মাঙ্কিপক্স নতুন রোগ নয়। এ রোগকে পশ্চিম আফ্রিকা বা মধ্য আফ্রিকান দেশগুলোতে অ্যান্ডেমিক হিসেবে ধরা হয়। আগে শুধু পশ্চিম আফ্রিকা বা মধ্য আফ্রিকান দেশগুলোতে ভ্রমণকারীদের বা বাসিন্দাদের মধ্যে শনাক্ত করা হলেও সম্প্রতি ভ্রমণের ইতিহাস নেই, ইউরোপ ও আমেরিকায় বসবাসকারী এমন ব্যক্তিদের মাঝে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে।

রোগীদের মধ্যে ফুসকুড়ি দেখা গেলে এবং সম্প্রতি মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে এমন দেশগুলোতে ভ্রমণ করলে অথবা এমন কোনো ব্যক্তি বা লোকের সঙ্গে যোগাযোগ করেছে যাদের একই রকম ফুসকুড়ি দেখা গেছে বা নিশ্চিত বা সন্দেহজনক মাঙ্কিপক্স রোগী হিসেবে শনাক্ত হয়েছে, তাদের মাঙ্কিপক্সের জন্য সন্দেহজনক রোগীর তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে বলেও চিঠিতে জানানো হয়।

চিঠিতে আরও বলা হয়, সন্দেহজনক ও লক্ষণযুক্ত রোগীকে কাছাকাছি সরকারি হাসপাতালে বা সংক্রামক ব্যাধি হাসপাতাল, ঢাকায় আইসোলেশনের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে আইইডিসিআরে তাদের সম্পর্কে তথ্য পাঠাতে হবে।

মাঙ্কিপক্স একটি বিরল ভাইরাস সংক্রমণজনিত রোগ, যা পশু থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয়। সাধারণত আফ্রিকার দেশগুলোতে এ রোগটি দেখা গেলেও ওই অঞ্চলের বাইরে রোগটি ছড়িয়ে পড়ার ঘটনা বিরল। সে কারণেই দেশে দেশে মাঙ্কিপক্সের বিস্তার উদ্বেগ সৃষ্টি করেছে।

বিশেষজ্ঞদের মতে, মাঙ্কিপক্স খুব একটা গুরুতর নয়। সংক্রমণের সক্ষমতাও তুলনামূলক কম।

রোগটির প্রাথমিক লক্ষণ জ্বর, মাথাব্যথা, পেশিতে ব্যথা ও অবসাদ। পরে মুখ ও শরীরে চিকেনপক্সের মতো র‌্যাশ বা ফুসকুড়ি দেখা যায়। তবে এ রোগ নিজে থেকেই কেটে যায়। ১৪-২১ দিনের মধ্যে সেরে ওঠেন রোগীরা।

প্রসঙ্গত, এর আগে গত ২১ মে শনিবার রাতে ভাইরাসটির সংক্রমণ প্রতিরোধে দেশের প্রতিটি বন্দরে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদফতর। একই সঙ্গে মাঙ্কিপক্স প্রতিরোধে দেশের আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দরসমূহে আক্রান্ত দেশ থেকে আসা যাত্রীদের ওপর সজাগ দৃষ্টি রাখা ও হেলথ স্ক্রিনিং জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এসএইচ-১০/২৩/২২ (স্বাস্থ্য ডেস্ক)

২০ কেজি কাঁচের পোশাক

২০ কেজি কাঁচ দিয়ে পোশাক বানালেন ভারতীয় টিভি অভিনেত্রী ও বিগ বস প্রতিযোগী উরফি জাভেদ। কাঁচের পোশাক পরায় তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, গতকাল রোববার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন উরফি জাভেদ। ভিডিওতে দেখা যায়, সাদা টপ এবং শর্ট স্কার্টের ওপর কাঁচ দিয়ে তৈরি পোশাক পরেছেন তিনি। কাঁচ দিয়ে তৈরি এই পোশাকের ওজন ২০ কেজি।

ভিডিও শেয়ার করে উরফি জানিয়েছেন, ‘হ্যাঁ, আমি ভাঙা কাঁচের টুকরো দিয়ে পোশাক পরেছিলাম। আমার মনে হয় আমাকে দুর্দান্ত লাগছিল। লোকে আমাকে অদ্ভুত, পাগল বলে! কিন্তু ভেবে দেখুন তো আমরা সবাই কতটা পাগল আর অদ্ভূত। আমি এগুলি মেনে নেওয়ার পক্ষে যথেষ্ট সাবলীল, এটাই আমার শক্তি!’

বরাবরই পোশাক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে ভালোবাসেন উরফি। এ নিয়ে কখনও তিনি প্রশংসিত হন, কখনও হন সমালোচিত। নিজের পোশাকের জন্য প্রায়ই ট্রোলের শিকার হন তিনি। অনেক সময়, তিনি ট্রোলারকারীদের মোক্ষম জবাব দেন।

উরফির এই কাঁচের পোশাক পরা নিয়েও অনেকেই নেতিবিাচক মন্তব্য করছেন। ইনস্ট্রাগ্রামে উরফির ভিডিওর নিচে একজন মন্তব্য করেছেন ‘ছুঁয়ো না, কেটে যাবে।’ আরেকজনের মন্তব্য, ‘বাড়ির জানলার কাঁচ ভেঙে গিয়েছে নাকি! সেটাই পরে নিয়েছ এবার?’ এক নেটিজেনের মন্তব্য, ‘অসাধারণ স্মার্ট, বুলেট প্রুফ হিসেবে ব্যবহার করতে পারবে, আত্মরক্ষার জন্য ব্যবহার করতে পার।’

এসএইচ-০৯/২৩/২২ (অনলাইন ডেস্ক)

জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশ নিরাপদে

নতুন বলে শ্রীলঙ্কার দুই পেসার কাসুন রাজিথা ও আসিথা ফার্নান্দো আগুন ঝরিয়েছিলেন। তারা দুজন মিলে দিনের খেলার বয়স পৌনে এক ঘণ্টা হওয়ার আগেই তুলে নিয়েছিলেন পাঁচ উইকেট। নিন্দুক-সমালোচকরা তখন, কত রানে অলআউট হবে বাংলাদেশ- সেই হিসেব কষতে ব্যস্ত।

অবশ্য ৪২ মিনিটের মধ্যে ৬.৫ ওভারে মাত্র ২৪ রানে ৫ উইকেট হারিয়ে ফেলার পর এমন ভাবনা আসাই স্বাভাবিক। তবে সব আশঙ্কা, দুর্ভাবনা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন লিটন দাস ও মুশফিকুর রহিম। দু’জনই হাঁকিয়েছেন সেঞ্চুরি, ষষ্ঠ উইকেট জুটিতে গড়েছেন ইতিহাস, দলকে নিয়ে গেছেন নিরাপদ অবস্থানে।

ঢাকা মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৭৭ রান। ক্যারিয়ারের নবম সেঞ্চুরিতে মুশফিক ১১৫ ও তৃতীয় সেঞ্চুরি হাঁকানো ক্যারিয়ারসেরা ইনিংসে লিটন করেছেন ১৩৫ রান। ইতিহাসগড়া এ অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ২৫৩ রান।

দুই দিনের ঝটিকা সফরের শেষ দিনে আজ মাঠে বসেই প্রথম সেশনের খেলা দেখেছেন আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে। তার সামনে সকালের সেশনের প্রথম ঘণ্টা পুরোপুরি নিজের করে নিয়েছিল লঙ্কানরা। আসিথা ও রাজিথার তোপে মাত্র ২৪ রানেই সাজঘরে ফিরে বাংলাদেশের প্রথম পাঁচ ব্যাটার।

সোমবার টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই সাজঘরের পথ ধরেন মাহমুদুল হাসান জয়। মাত্র পাঁচ টেস্টের ক্যারিয়ারে জয়ের এটি চতুর্থ ডাক। তার দেখানো পথে হাঁটতে সময় নেননি তামিম ইকবাল (০), নাজমুল হোসেন শান্ত (৮), মুমিনুল হক (৯) ও সাকিব আল হাসানরা (০)। মাত্র ৬.৫ ওভারেই সাজঘরে ফিরে যান এ পাঁচ ব্যাটার।

কাসুন রাজিথার বলে সাকিব আউট হওয়ার পরপরই প্রেসিডেন্টস বক্সের ভেতর থেকে বাইরে চলে আসেন আইসিসি চেয়ারম্যান বার্কলে। মজার বিষয় হলো, তিনি বাইরে বসার পর থেকে প্রথম সেশনে আর উইকেট হারায়নি বাংলাদেশ দল, ৪২ রানের জুটি গড়ে মধ্যাহ্ন বিরতিতে যান লিটন ও মুশফিক।

এরপর দিনের বাকি অংশ পুরোপুরি নিজেদের করে নেন মুশফিক ও লিটন। এরই মধ্যে ষষ্ঠ উইকেট জুটিতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড গড়েছেন এ দুজন। এর আগে ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষেই কলম্বোতে ষষ্ঠ উইকেটে ১৯১ রান যোগ করেছিলেন মুশফিক ও মোহাম্মদ আশরাফুল। এবার লিটনকে নিয়ে সেই রেকর্ড ভাঙলেন মুশফিক।

শুধু তাই নয়, ২৫ রানের কমে ৫ উইকেট পতনের পর সর্বোচ্চ জুটির বিশ্বরেকর্ডও গড়েছেন তারা। এতোদিন ধরে ২৫ রানের কমে ৫ উইকেট পতনের পর সর্বোচ্চ রানের জুটির রেকর্ড ছিল পাকিস্তানের ওয়ালিস ম্যাথিয়াস ও সুজাউদ্দিনের দখলে। দলীয় ২২ রানে ৫ উইকেট পড়ার পর তারা দুজন মিলে ১৯৫৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৎকালীন ঢাকা স্টেডিয়ামে গড়েছিলেন ৮৬ রানের জুটি। সেটি ভেঙে ২৫৩ রান করে ফেলেছেন মুশফিক ও লিটন।

সংক্ষিপ্ত স্কোর

টস: বাংলাদেশ। প্রথম দিন।

বাংলাদেশ প্রথম ইনিংস: ২৭৭/৫, ৮৫ ওভার (লিটন দাস ১৩৫*, মুশফিকুর রহিম ১১৫*, মুমিনুল হক ৯, নাজমুল হোসেন শান্ত ৮, সাকিব আল হাসান ০, মাহমুদুল হাসান জয় ০, তামিম ইকবাল ০; কাসুন রাজিথা ৩/৪৩, আশিথা ফার্নান্দো ২/৮০)।

এসএইচ-০৮/২৩/২২ (স্পোর্টস ডেস্ক)

ফজলি আম কার, জানা যাবে মঙ্গলবার : হয়েছে ডিএনে পরীক্ষা

গেল বছরের ৬ অক্টোবর আমের রাজা খ্যাত ফজলিকে রাজশাহীর নিজস্ব পণ্য হিসেবে স্বীকৃতি দিয়ে জার্নাল প্রকাশ করে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর। এরপর ফজলি আম নিজেদের অঞ্চলের দাবি করে আপত্তি জানায় চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশন।

এই নিয়ে বাগড়া বাধে। এতে ফজলি আমের জিআই সনদ আটকে যায়। তবে মঙ্গলবার শুনানির মধ্য দিয়ে বিষয়টির নিষ্পত্তি করতে চায় অধিদপ্তর। অস্তিত্ব প্রমাণে ‘ফজলি’র ডিএনএ পরীক্ষাও করা হয়েছে। সব মিলিয়ে ফজলি কার জানা যাবে মঙ্গলবার। এ নিয়ে সবাই তাকিয়ে আছে কালকের দিকে। ফজলিকে নিজেদের বলে দাবি করে ফেসবুকে বাহাস চলছে এই দুই জেলার মানুষের মধ্যেও।

রাজশাহী ফল গবেষণা কেন্দ্র জানায়, ২০১৭ সালের প্রথম দিকে বাঘার ফজলি আম- রাজশাহীর জিআই পণ্য হিসেবে স্বীকৃতি চেয়ে তার জন্য আবেদন করে এই ফল গবেষণা কেন্দ্র। আবেদনের পর যাচাই-বাছাই শেষ করে সংশ্লিষ্ট অধিদপ্তর। এরপর গত বছরের ৬ অক্টোবর বাঘার ফজলি আমকে রাজশাহীর নিজস্ব পণ্য হিসেব স্বীকৃতি দেওয়া হয়। মূলত এরপরই বিপত্তি বাধে।

এদিকে রাজশাহীর বাঘার ফজলি আমের ইতিহাস জানতে পুরনো কাগজপত্র খুঁজে ১৯১২ থেকে ১৯২২ পর্যন্ত করা সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট অপারেশনস ইন দি ডিস্ট্রিক্ট অব রাজশাহীর চূড়ান্ত প্রতিবেদন পাওয়া যায়।

প্রতিবেদনের ১৬ নম্বর পৃষ্ঠায় ইংরেজিতে স্পষ্টভাবে ‘দি বাঘা ম্যাংগো’ বা বাঘার আম লেখা আছে। যা কলকাতায় বেশ জনপ্রিয়তা পেয়েছে বলেও উল্লেখ রয়েছে।

শুধু তাই নয় হেরিটেজ রাজশাহীর সভাপতি সাবেক পুলিশ কর্মকর্তা মাহবুব সিদ্দিকীর ‘আম’ বইটির অষ্টম অধ্যায়ে আমের জাত বিভাগে ৯৭ পৃষ্ঠার তথ্যানুযায়ী বাঘার ফজলির পরিচিতি অন্তত ২শ বছরের। এর আরেকটু পেছনে গেলে পাওয়া যায় প্রাচীন আমলের ইতিহাস। প্রায় ৫শ বছর আগে রাজশাহীর বাঘায় নির্মিত এই ঐতিহাসিক মসজিদের অংশে টেরাকোটার কারুকাজেও দেখা মেলে আমের ছবি।

স্থানীয় গবেষকদের মতে, কারুকাজ করা এই আম ফজলি আমেরই প্রতিচ্ছবি।

রাজশাহীর ফল গবেষক ড. হাবিবুল আলম বলেন, বাঘায় ৫শ বছর আগে নির্মিত এই ঐতিহাসিক মসজিদের অংশে টেরাকোটার কারুকাজে যে আমের যে সাইজ বা আকৃতি রয়েছে তা ফজলি আমেরই প্রতিকৃতি। এর সঙ্গে তারা রাজশাহীর অন্য কোনো আমের মিল খুঁজে পাননি। আর চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমের যে জাতের কথা বলা হচ্ছে, তার সঙ্গে রাজশাহীর বাঘার ফজলির স্বাদ, আকার-আকৃতি এবং ওজনসহ অনেক পার্থক্য রয়েছে। ওই আমটি আসলে ভারতের মালদহের। আর ওই ফজলি ‘মালদহের ফজলি’ হিসেবে অনেক আগেই জিআই সনদ পেয়ে গেছে। মূলত এই মালদহের জিআই সনদ প্রাপ্তি মধ্যেই চাঁপাইনবাবগঞ্জের ফজলি আমের স্বত্ব হারিয়েছে।

কেবল শুধু খাতা-কলমেই নয়, ভৌগলিক পরিচয় নিশ্চিত করতে এরই মধ্যে রাজশাহীর বাঘার ‘ফজলি আমের ডিএনএ’ নমুনা নিয়েও পরীক্ষা করা হয়েছে। যা ফল শনাক্তের ইতিহাসেও বিরল।

রাজশাহীর ফল গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হাসান ওয়ালিউল্লাহ বলেন, ফজলি রাজশাহীরই পণ্য এটা প্রমাণিত। এরই মধ্যে সবকিছু উপস্থাপন করা হয়েছে। তাই এ তথ্য প্রমাণের জোরেই ‘রাজশাহীর ফজলি আম’ ভৌগলিক নির্দেশক বা জিআই পণ্যের স্বীকৃতি পাবে।

রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. আলীম উদ্দীন বলেন, ফজলি আম রাজশাহীর বাঘা উপজেলারই আম। তারা এজন্য তারা লড়ছেন। ভৌগলিক সীমানা নির্ধারণ ছাড়াও ফজলি আমের ডিএনএ সিকোয়েন্স জমা দেওয়া হয়েছে। জমা দেওয়ায় হয়েছে- এর ইতিহাস ও সংস্কৃতিও।

কাজেই ফজলি রাজশাহীরই আম। আর তাই ফজলি রাজশাহীর পণ্য হিসেবে জিআই সনদ পাওয়ার অধিকার রাখে বলেও দৃঢ়ভাবে বিশ্বাস করেন প্রধান ওই বৈজ্ঞানিক কর্মকর্তা।

এসএইচ-০৭/২৩/২২ (নিজস্ব প্রতিবেদক)

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ইতিহাস গড়লেন মুশফিক-লিটন

সোমবার টস জিতে ব্যাট করতে নেমে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল বাংলাদেশ দল। মাহমুদুল হাসান জয়, তামিম ইকবাল ও সাকিব আল হাসানদের শূন্য রানে আউট হওয়ার দিনে মাত্র ২৪ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলেছিল স্বাগতিকরা। সেখান থেকে ষষ্ঠ উইকেট জুটিতে ক্রিকেট ইতিহাসে নতুন পাতা যোগ করলেন মুশফিকুর রহিম ও লিটন দাস।

বড় জুটি আগেও গড়েছেন মুশফিক-লিটনরা। গত বছর পাকিস্তানের বিপক্ষে দু’জন মিলে পঞ্চম উইকেটে যোগ করেন ২০৬ রান। এই তো এক ম্যাচ আগেই চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে চতুর্থ উইকেটে মুশফিক-লিটনের জুটির সংগ্রহ ছিল ১৬৫ রান। এর আগেও শতরানের জুটি গড়েছেন তারা।

তবে চট্টগ্রামে তাদের শক্ত ভিত গড়ে দিয়েছিলেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও তামিম ইকবাল। এ দুজনের ১৬২ রানের উদ্বোধনী জুটির পর চতুর্থ উইকেটে ১৬৫ রান যোগ করেছিলেন লিটন-মুশফিক। কিন্তু এবারের পরিস্থিতি পুরোপুরি ভিন্ন।

মাত্র ২৪ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর বুক চিতিয়ে লড়েছেন দুজনই। লঙ্কান বোলার-ফিল্ডারদের হতাশায় ডুবিয়ে এরই মধ্যে ষষ্ঠ উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটির রেকর্ড গড়ে ফেলেছেন এ দুজন। শুধু তাই নয়, ২৫ রানের কমে ৫ উইকেট পতনের পর সর্বোচ্চ জুটির বিশ্বরেকর্ডও গড়েছেন তারা।

এতোদিন ধরে ২৫ রানের কমে ৫ উইকেট পতনের পর সর্বোচ্চ রানের জুটির রেকর্ড ছিল পাকিস্তানের ওয়ালিস ম্যাথিয়াস ও সুজাউদ্দিনের দখলে। দলীয় ২২ রানে ৫ উইকেট পড়ার পর তারা দুজন মিলে ১৯৫৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৎকালীন ঢাকা স্টেডিয়ামে গড়েছিলেন ৮৬ রানের জুটি।

সেটি ছাপিয়ে এরই মধ্যে ২২৫ রানের জুটি গড়ে ফেলেছেন মুশফিক-লিটন। বাংলাদেশের টেস্ট ইতিহাসে ষষ্ঠ উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি। যা এখনও অপরাজিত। ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষেই কলম্বোতে ষষ্ঠ উইকেটে ১৯১ রান যোগ করেছিলেন মুশফিক ও মোহাম্মদ আশরাফুল। এবার লিটনকে নিয়ে সেই রেকর্ড ভাঙলেন মুশফিক।

এ দুজনের সামনে এখন রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে যে কোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটির রেকর্ড ভাঙার সুযোগ। ২০১৩ সালের গল টেস্টে আশরাফুল ও মুশফিক গড়েছিলেন ২৬৭ রানের জুটি। আর মাত্র ৪২ রান যোগ করলেই সেটিকে ছাড়িয়ে যাবেন মুশফিক ও লিটন।

এসএইচ-০৬/২৩/২২ (স্পোর্টস ডেস্ক)

ইসলাম ধর্ম গ্রহণ করে গর্বিত দীপিকা

ইসলাম ধর্ম গ্রহণ করে আমি গর্বিত। আমি এখন মুসলমান। এটাই আমার গর্বের বিষয় বলে মন্তব্য করেছেন ভারতীয় টিভি অভিনেত্রী দীপিকা কাকর।

ভারতীয় সংবাদমাধ্যম জিও নিউজকে এক সাক্ষাতকারে নিশ্চিত করেছেন যে ২০১৮ সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মূলত ধর্মীয় শিক্ষা ও শিষ্টাচারে অভিভূত হয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছিলেন, যা সঠিক।

এদিকে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে ধর্ম পরিবর্তন করার পর নিজের নামও পরিবর্তন করেছেন তিনি। এখন আর দীপিকা কাকর নাম ব্যবহার করেন না তিনি। নতুন নাম দিয়েছেন ‘ফাইজা’।

সংবাদমাধ্যমকে ফাইজা বলেন, আমি নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমার পরিবারও আমাকে সাহায্য করেছে। কাউকে কষ্ট দেয়ার জন্য আমি ইসলামে প্রবেশ করিনি। আমি খুশিমনে এ সিদ্ধান্ত নিয়েছি এবং নতুন জীবন খুব উপভোগ করছি।

২০১৮ সালে ইসলামে দীক্ষিত হওয়ার পর তিনি বলেছিলেন, ইসলামকে নিজের করার পর আমি খুব সুখী ও নিশ্চিন্ত। বিয়ের পর জীবনে অনেক পরিবর্তন এসেছে এবং আমার মানসিক প্রশান্তির পাশাপাশি আনন্দ অর্জিত হয়েছে। ইসলাম নিয়ে বেশ পড়াশোনার পর ইসলাম গ্রহণ করেন তিনি।

এসএইচ-০৫/২৩/২২ (বিনোদন ডেস্ক)