রাত ৮:১৮
রবিবার
১৯ শে মে ২০২৪ ইংরেজি
৫ ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
১১ ই জ্বিলকদ ১৪৪৫ হিজরী
spot_img

‘ইভিএমের ভুল ধরিয়ে দিলে ১০ মিলিয়ন ডলার পুরস্কার’

ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতির কোনো ভুলত্রুটি যদি কেউ ধরিয়ে দিতে পারে তাকে ১০ মিলিয়ন ডলার পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।

শনিবার বিকেলে মাদারীপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২২’ উপলক্ষ্যে এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি।

এ সময় নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক। বর্তমান কমিশন জনগণের সঠিক অধিকার প্রয়োগ করতে দেবে। যত ধরনের বাধা-বিপত্তি আসুক না কেন তা প্রতিহত করা হবে।

তিনি বলেন, ‘ইভিএম নিয়ে নানা ধরনের কথা ওঠার কারণে জাতীয় সংসদ নির্বাচনের আগেই দেশের নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলকে নিয়ে বসা হবে। যাতে করে ইভিএম পদ্ধতিতে মানুষ ভোট প্রয়োগ করতে পারেন। অনেকের ধারণা এক জায়গায় ভোট দিলে অন্য জায়গায় চলে যায়। এ ভ্রান্ত ধারণা মানুষের মধ্য থেকে দূর করতে হবে। বাংলাদেশের মতো ইভিএম মেশিন পৃথিবীর অনেক দেশেই নেই। ইভিএম পদ্ধতির কোনো ভুলত্রুটি যদি কেউ ধরিয়ে দিতে পারে তাকে ১০ মিলিয়ন ডলার পুরস্কার দেয়া হবে।’

অনুষ্ঠানে মাদারীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ঝোটন চন্দের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ফরিদপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুক, মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাই লাউ মারমা, মাদারীপুরের জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন আল মামুনসহ অকেনেই।

এসএইচ-১৮/২১/২২ (আঞ্চলিক ডেস্ক)

বাঘ পালানোর ‘ভুয়া’ তথ্য দিয়ে বাংলাদেশি গ্রেফতার

মালয়েশিয়ার নেগারা চিড়িয়াখানা থেকে পালিয়ে আসা একটি বাঘ দেখতে পাওয়ার ‘বিভ্রান্তিকর’ খবর ছড়ানোর অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

স্থানীয় সময় শনিবার আম্পাং জায়ার পুলিশ প্রধান এসিপি মোহাম্মদ ফারুক ইশাক এক বিবৃতিতে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বিভ্রান্তিকর ও মিথ্যা ভয়েস বার্তা’ ছড়ানোর অভিযোগে শুক্রবার (২০ মে) সন্ধ্যা ৭টার দিকে সেলাঙ্গর রাজ্যের আম্পাংয়ের ৩ নম্বর তামান ট্রপিকা কেমেন্সাহ সড়কের একটি গার্ড হাউস থেকে ওই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে মালয়েশিয়ায় বসবাসের বৈধ কোনো কাগজপত্র পায়নি পুলিশ।

এর আগে, ওই বাংলাদেশি হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি ভয়েস বার্তা দিয়ে মালয়েশিয়ার নেগারা চিড়িয়াখানা থেকে বের হয়ে যাওয়া একটি বাঘ দেখার খবর ছড়িয়ে দেন। যেখানে দাবি করা হয়, তিনি তার ‘আশপাশে’ একটি বাঘ দেখেছেন। জনগণকে সতর্ক থাকতেও বলেন তিনি।

এদিকে স্থানীয়দের দাবি, চিড়িয়াখানা থেকে বাঘ পালিয়ে আসার মিথ্যা খবরটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর হুলু ক্লাং ও কেমেন্সাহ এলাকার আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। যদিও এখন পর্যন্ত বাঘের উপস্থিতির কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। কোনো বাঘ পালিয়ে যায়নি বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

এছাড়া বৈধ কাগজপত্র ছাড়া মালয়েশিয়ায় বসবাসের অভিযোগে বর্তমানে ওই বাংলাদেশির বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ৬(১) ধারায় তদন্ত চলছে। যোগাযোগ ও মাল্টিমিডিয়া আইনের ২৩৩ ধারায় ভাইরাল ভয়েস বার্তা মেসেজের বিষয়েও তদন্ত শুরু হয়েছে।

এসএইচ-১৭/২১/২২ (আন্তর্জাতিক ডেস্ক)

অন্তঃসত্ত্বা পরীর ছবি ফের ভাইরাল

ঢালিউডের লাস্যময়ী নায়িকা পরীমনি। আবার সাহসী নায়িকাও তিনি। তোয়াক্কা করেন না সমালোচনাকে। তাই নানা সামালোচনা হলেও আবারও গর্ভাবস্থার ছবি প্রকাশ্যে আনেন পরী।

ঢালিউডের লাস্যময়ী নায়িকা পরীমনি। আবার সাহসী নায়িকাও তিনি। তোয়াক্কা করেন না সমালোচনাকে। তাই নানা সামালোচনা হলেও আবারও গর্ভাবস্থার ছবি প্রকাশ্যে আনেন পরী। ফেসবুকে শনিবার আবারও পোস্ট করেন একটি ছবি। ঢিলেঢালা, নরম গোলাপি রঙের পোশাকে নায়িকা, যেখানে বেবি বাম্প স্পষ্ট। খোলা চুল, তাতে কাঠগোলাপ। দু’হাত ছড়িয়ে দিয়েছেন দু’পাশে। দেখে মনে হবে যেন খোলা আকাশে উড়াল দিয়েছেন। ‍সূর্য পশ্চিম আকাশে, গোধূলীর অপেক্ষা।

ক্যাপশানে লিখেছেন, ‘আই অ্যাম ট্রাইয়িং টু বি ইন দ্য মোমেন্ট অ্যান্ড ইয়াহ, আই এনজয় মাই প্রেগন্যান্সি’। ছবি দেখে মনে হয় সত্যি সত্যিই পরী মা হওয়ার আনন্দে আত্মহারা। অপেক্ষায় দিন গুনছেন অনাগত সন্তানের। এ যেন এক নতুন পরী।

ফেসবুক স্ট্যাটাসে বিনোদন জগতের অনেকেই কমেন্ট করেছেন, শুভকামনা জানিয়েছেন। পরী অন্তঃসত্ত্বা হওয়ার পর স্বামী শরীফুল রাজকে নিয়ে কখনো নৌ বিহারে যাচ্ছেন আবার কখনো মাঝ রাতে বেরিয়ে পড়ছেন আইসক্রিম খেতে। নানাভাবে উপভোগ করছেন এ সময়টা। আবার কাজও ছেড়ে দিয়েছেন অনাগত সন্তানের জন্য, দোয়া চেয়েছেন সংবাদ মাধ্যমে। যেন অনাগত সন্তানই তার পৃথিবী।

গত ৮ মে বিশ্ব নারী দিবসে ফেসবুকে একটি ছবি পোস্ট করে বিতর্কে পরতে হয়েছিল ঢালিউডের এ নায়িকাকে। কারণ সেখানে বেবি বাম্প স্পষ্ট ছিল। যদিও অনেকেই প্রশংসাও করেছিল। তবে শনিবার আবারও প্রমাণ করলেন সমালোচনা ও বিতর্ক থোরায় কেয়ার করেন সাহসী এ নায়িকা। যা করে আনন্দ পান তাই করেন পরীমনি।

এসএইচ-১৬/২১/২২ (বিনোদন ডেস্ক)

রেড কার্পেটে দ্যুতি ছড়াচ্ছেন তারকারা

কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রেড কার্পেটে তারকাদের দ্যুতি। প্রতিদিনই রেড কার্পেট আলোকিত করছেন বিশ্বের খ্যাতিমান তারকারা। সেই ভিড়ে এবার ছিলেন বাংলাদেশের আরিফিন শুভ, চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরুসহ বেশ কয়েকজন তারকা।

বরাবরই কান চলচ্চিত্র উৎসবের বড় উন্মাদনার নাম রেড কাপের্ট। বাহারি রঙের পোশাকে বিভিন্ন দেশের তারকারা মুখর করেন এই লাল গালিচা। হলিউড, বলিউডের কিংবা পৃথিবীর যে কোনো প্রান্তের তারকার মনে সব সময়ই লালিত থাকে কান লাল লাগিচায় হাঁটার ইচ্ছা।

রীতি অনুযায়ী ৭৫তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রতিদিনই বসছে লাল গালিচার এই আয়োজন। সন্ধ্যা থেকে শুরু হয়ে আয়োজন চলে রাত ১০টা পর্যন্ত। রেড কার্পেটে দুনিয়া কাঁপানো তারকাদের মোহনীয় হাঁটাচলা দেখার জন্য অপেক্ষায় থাকেন হাজারো মানুষ।

কান চলচ্চিত্র উৎসব পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী চলচ্চিত্র উৎসব। ভেনিস চলচ্চিত্র উৎসব এবং বার্লিন চলচ্চিত্র উৎসবের সাথে কানকেও সবচেয়ে প্রভাবশালী এবং মর্যাদাপূর্ণ উৎসবের সম্মান দেওয়া হয়। ১৯৪৬ সাল থেকে প্রতি বছর এই উৎসব পালিত হয়ে আসছে।

কান উৎসবে আসা একজন বলেন, আমরা অপেক্ষায় থাকি এই রেড কার্পেটের জন্য। আগেরবার আমি এখানে আসতে পারিনি, এবার এসেছি। দেখা যাক তারকাদের কতটুকু কাছ থেকে দেখতে পারি।

আরো একজন দর্শনার্থী বলেন, রেড কার্পেট ছাড়া কানের আনন্দ জমেই না। সিনেমার দেখার পাশাপাশি রেড কার্পেট আমাকে দেখতেই হয়। তাই এখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করছি। আশা করি অপেক্ষার প্রহর শেষ হবে।

উৎসবের শুরুর দিনেই ২২ গজের লাল গালিচায় হেঁটেছেন বলিউড সুন্দরী ঐশ্বরিয়া রাই, দীপিকা পাড়ুকোনসহ আরও অনেকে। উৎসবের চতুর্থ দিনে বাংলাদেশের হয়ে লাল গালিচায় হাঁটেন আরিফিন শুভ।

শুধু লাল গালিচাই নয়, উৎসবের মূল ভেনু পালে দু ফেস্টিভ্যাল ভবনের রাস্তার দুপাশে প্রতিদিনই থাকে সিনেমা প্রেমীদের ভিড়। প্রিয় তারকার সিনেমা দেখার জন্য প্লাকার্ড হাতেও দাঁড়িয়ে থাকেন অনেকে।

গত দুইবারের চেয়ে এবার বেশ জমে উঠেছে কান উৎসব। ২০২০ সালে করোনার জন্য বাতিল করা হয়েছিল আয়োজন। ২০২১ সালে করোনাবিধি মেনে সীমিত আকারে বসেছিল আসর। এবার বাধ্যবাধকতা না থাকায় ভিন্ন উচ্ছ্বাস দেখা গেছে চলচ্চিত্রের তীর্থস্থানে।

চলচ্চিত্রের তীর্থস্থানখ্যাত কান শহরে উৎসবের ৭৫তম আসর বসেছে ১৭ মে। চলবে ২৮ মে পযর্ন্ত। এবার স্বর্ণপামের দৌড়ে আছে ২২টি সিনেমা। সমাপনী দিয়ে কার হতে উঠবে স্বর্ণপাম? তা দেখার অপেক্ষায় বিশ্ববাসী।

এসএইচ-১৫/২১/২২ (বিনোদন ডেস্ক)

অবশেষে নিজের সিদ্ধান্ত জানালেন এমবাপ্পে

রিয়াল মাদ্রিদ নাকি পিএসজি কোথায় হবে কিলিয়ান এমবাপ্পের গন্তব্য; এ নিয়ে হয়নি কম নাটক। অবশেষে নিজের সিদ্ধান্তের কথা জানালেন ফরাসি স্ট্রাইকার। পিএসজিতেই থাকছেন তিনি। নিশ্চিত করেছে ফুটবল ট্রান্সফার বিষয়ক বিখ্যাত সাংবাদিক ফাবরিজিও রোমানো ও যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গোল ডট কম।

এ নিয়ে দ্বিতীয় বারের মতো রিয়াল মাদ্রিদকে না করে দিল এমবাপ্পে। ২০১৭ সালে মোনাকো থেকে প্যারিসে আসা ফরাসি স্ট্রাইকারের বর্তমান চুক্তি প্রায় শেষের পথে। ক্লাব না ছাড়ায় দলের সঙ্গে আবার নতুন করে চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি। ফলে সমাপ্তি ঘটছে ‘মাদ্রিদ না প্যারিস’ নাটকের।

এর আগে অবশ্য স্প্যানিশ ক্রীড়া বিশ্লেষক গিলেম বালাগের দাবি করেন, মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ দলের ড্রেসিংরুমে জানিয়ে দিয়েছেন, ফরাসি তারকা তাদের ক্লাবে আসছে না।

বেশ কয়েক বছর ধরেই রিয়াল মাদ্রিদে যাবেন বলে গুঞ্জন পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের। এমবাপ্পে নিজেও স্প্যানিশ ক্লাবটিতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে যাওয়াটা আর হচ্ছে না।

এদিকে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কাকে এমবাপ্পের একজন ঘনিষ্ঠ বন্ধু বলেন, ‘এটা তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল।’ মার্কার দাবি, পিএসজিতে থাকতে এমবাপ্পেকে কাতার ও ফ্রান্সের পক্ষ থেকে অবিরত রাজনৈতিকভাবে চাপ প্রয়োগ করা হচ্ছিল।

এমবাপ্পের বর্তমান বাজারমূল্য প্রায় ১৬০ মিলিয়ন ইউরো। গত বছর তাকে কেনার জন্য নাকি প্রায় ২০০ মিলিয়ন ইউরোই অফার করেছিল রিয়াল মাদ্রিদ। এমবাপ্পেকে ধরে রাখার ব্যাপারে নাছোড়বান্দা ছিলেন পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি। যে কারণে তুমুল আলোচনা হলেও শেষ পর্যন্ত আর দলবদল ঘটেনি।

এবারও ঘটেছে একই ঘটনা। এমবাপ্পেকে ধরে রাখতে নাকি সব রকম চেষ্টা করছে পিএসজি। তার জন্য বড়সড়ো প্রস্তাব জানিয়েছে ফরাসি ক্লাবটি। নতুন চুক্তিতে রাজি করাতে তাকে ১০০ মিলিয়ন পাউন্ড বোনাস দিতে রাজি পিএসজি।

২০১৭ সালে ধারে পিএসজিতে এসেছিলেন এমবাপ্পে। সেই থেকে এই গোলমেশিনকে থামাতে পারেনি কেউ। চলতি মৌসুমে সব মিলিয়ে ক্লাবের হয়ে গোল করেছেন ৩৬টি, অ্যাসিস্ট ২৬টি।

এসএইচ-১৪/২১/২২ (স্পোর্টস ডেস্ক)

মন্ত্রীর ফটোসেশন শেষে ফিরিয়ে নিলো ত্রাণ

মন্ত্রী ত্রাণ তুলে দিলেন বন্যা দুর্গত মাহফুজ মিয়ার হাতে। ফটোসেশন হলো, ভিডিও ধারণ হলো। তারপর সেই ত্রাণের ব্যাগ নিয়ে নিলেন ত্রাণ বিতরণের আয়োজকরা।

শনিবার সকালে এই ঘটনা ঘটেছে সিলেটের কোম্পানীগঞ্জে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ তার নির্বাচনী এলাকায় বন্যা দুর্গত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা বিতরণ করতে যান।

কোম্পানীগঞ্জে মন্ত্রীর ত্রাণ বিতরণের খবর পেয়ে উপস্থিত হন আশেপাশের ৬টি ইউনিয়নের প্রায় এক হাজার মানুষ।

আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, মন্ত্রীর হাত দিয়ে বিতরণের জন্য ত্রাণের ১২০টি প্যাকেট তৈরি করা হয়। এই উপজেলার আশপাশের ছয়টি ইউনিয়নে প্রায় ১ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সিলেটের কোম্পানিগঞ্জে ত্রাণ নিতে গিয়ে খালি হাতে ফিরেছেন বন্যাদুর্গত বহু মানুষ। ছবি:শেখ নাসির/স্টার

ত্রাণ বিতরণের শুরুতে ফটোসেশনের জন্য ‘ভাগ্যবান’ ৩ জনকে বেছে নেওয়া হয়। যাদের হাতে মন্ত্রী তুলে দেন ত্রাণের প্যাকেট। এই ৩ জনের একজন মাহফুজ মিয়া।

১০ কেজি চাল ও আনুষঙ্গিক কিছু জিনিসসহ প্যাকেটটি যখন মন্ত্রী তার হাতে তুলে দেন তখন পরিবারের খাবার যোগানোর দুশ্চিন্তা থেকে কিছুটা হলেও মুক্তি পান মাহফুজ। কিন্তু তা বেশি সময় স্থায়ী হয়নি।

আয়োজকরা তার হাত থেকে প্যাকেটটি নিয়ে নেন এবং বলেন, যখন সবাইকে দেওয়া হবে তখন মাহফুজ মিয়াকেও ত্রাণ দেওয়া হবে।

ফটোসেশন ও বক্তৃতা পর্বের পর মন্ত্রী চলে যেতেই, ১২০ প্যাকেট ত্রাণের জন্য উপস্থিত লোকজনের মধ্যে কাড়াকাড়ি শুরু হয়। গায়ের জোরে যারা পেরেছেন তারা প্যাকেটগুলো বাগিয়ে নেন। তবে, নিজের প্যাকেটটি আর পাননি মাহফুজ।

অব্যবস্থাপনা সামাল দিতে পুলিশ এক পর্যায়ে বন্যা দুর্গতদের ওপর লাঠিচার্জ করে বলেও অভিযোগ পাওয়া যায়।

মাহফুজ বলেন, ‘সবার আগে আমার ত্রাণ পাওয়ার কথা, পেলামও। কিন্তু আবার নিয়ে নিলো। শেষ পর্যন্ত আর ত্রাণ পেলাম না। পাওয়ার মধ্যে পেলাম পুলিশের লাঠির আঘাত।’

হুড়োহুড়ির মধ্যে মাহফুজের হাত থেকে ছাতাটাও কেউ নিয়ে যায়। মাহফুজ বলেন, ‘ত্রাণ তো পেলামই না, উল্টো লুটের শিকার হলাম।’

গণমাধ্যমে ছবি দেখে মানুষ হয়তো জানবে মাহফুজ ত্রাণ পেয়েছেন। কিন্তু, তিনি ঘরে ফিরবেন খালি হাতে।

এ ব্যাপারে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ বলেন, আমরা যতই ত্রাণ দেই না কেন, তারপরও কিন্তু কম পড়বে। আমরা কোনো ইউনিয়নে ১০০ মণ চাল দিলে ১০০ জন পাবে, যদি ২০০ জন চলে আসে, তাহলে অর্ধেক করে সেটা দেয়া যায়, যদি খোলা চাল ও গম থাকে। কিন্তু প্যাকেট করা খাবার তো ভাগ করা যায় না। তাই যারা আগে থেকে তালিকাভুক্ত হয়েছে তাদেরকে দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘কেউ যদি নির্দ্দিষ্টভাবে দেখাতে পারে যে তালিকায় অনিয়ম হয়েছে, আমি কঠিন ব্যবস্থা নেব। আগে এরকম হয়েছে, কিন্তু এখন এই অপবাদ আমি মাথায় নেবো না। যেহেতু ত্রাণ পায় নাই, তাই গণ্ডগোল করেছে, এটা ফেয়ার গণ্ডগোল না, আনফেয়ার গণ্ডগোল।’

‘সরকারও যতই দিক না কেন, এরকম হবে আর এর মধ্যেই কিন্তু মানুষকে বুঝিয়ে বলতে হবে যে এখন পাননি, কিন্তু অবশ্যই আপনি পরবর্তীতে পাবেন। আলটিমেটলি ঘুরে ঘুরে সবার কাছেই যাবে এবং কেউই বাদ পড়বে না,’ যোগ করেন তিনি।

এসএইচ-১৩/২১/২২ (আঞ্চলিক ডেস্ক, সূত্র : দ্য ডেইলি স্টার)

এক ছাতার দাম দেড় লাখ টাকা, তবুও পড়ে বৃষ্টি

ফ্যাশন দুনিয়ায় ছাতা বেশ হইচই সৃষ্টি করেছে চীনের বাজারে। কারণ বিশেষ এ দামি ছাতাটি কেবল রোদে ব্যবহারের জন্যই।

বৃষ্টির দিনে এ ছাতা ব্যবহারে কোনো লাভ না থাকায় অনেকেই চটেছেন এ দামি ছাতার ওপর। বেশি টাকা খরচ করেও রোদ ও বৃষ্টি উভয় সময় ছাতা ব্যবহার করার সুবিধা না থাকায় তোপের মুখে পড়েছে ফ্যাশন সংস্থা।

আকাশ ছোঁয়া দামের এ ছাতাটি এনেছে বিখ্যাত ফ্যাশন সংস্থা গুচ্চি ও ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী সংস্থা অ্যাডিডাস। যৌথভাবে ছাতাটি প্রস্তুত করে এ দামি ছাতা চীনের বাজারে ছাড়া হলে ফ্যাশনপ্রিয় মানুষের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও অসন্তোষের ছায়া ছড়িয়ে পড়ে।

বাংলাদেশি মুদ্রায় এর দাম পড়বে প্রায় দেড় লাখ লাখ টাকা। অথচ এ দামি ছাতা প্রয়োজনে কোনো কাজে আসবে না। চীনের নিজস্ব নেটমাধ্যম উইবোতে এ ছাতার ছবি ভাইরাল হলে ছাতাটি ভিউ হয় প্রায় ১৪ কোটি।

ছাতাটি দেখে অনেকেই নেতিবাচক কমেন্টস করেছেন। কেউ বলেছেন, এটি সস্তা জনপ্রিয়তা লাভের কৌশল। আবার কেউ বলছেন, পুঁজিবাদের নগ্ন প্রদর্শন। এই সব নেতিবাচক কমেন্টের কারণে শেষ পর্যন্ত পণ্যটি থেকে ছাতা শব্দটি সরিয়ে নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এসএইচ-১২/২১/২২ (অনলাইন ডেস্ক)

সোনার দাম এক লাফে বাড়ল ৪ হাজার টাকা

চার দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম। আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়তি থাকায় দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

শ‌নিবার  বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোববার থেকে এ নতুন দাম কার্যকর হবে।

ভা‌লো মা‌নের (২২ ক্যারেট) সোনার দাম ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়া‌নো হ‌য়ে‌ছে। ফ‌লে দে‌শে প্রতি ভ‌রির সোনার দাম বে‌ড়ে ৮২ হাজার ৪৬৪ টাকা দাঁড়িয়েছে। যা এতদিন ছিল ৭৮ হাজার ২৬৫ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৭৮ হাজার ৭৩২ টাকা, ১৮ ক্যারেটের দাম ৬৭ হাজার ৫৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৫৬ হাজার ২২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গেল ১৭ মে ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে এক হাজার ৭৪৯ টাকা বাড়িয়ে ৭৮ হাজার ২৬৫ টাকা দাম নির্ধারণ করা হয়। ২১ ক্যারেটের ৭৪ হাজার ৭০৮ টাকা, ১৮ ক্যারেটের ৬৪ হাজার ৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ছিল ৫৩ হাজার ৩৬৩ টাকা।

এসএইচ-১১/২১/২২ (ন্যাশনাল ডেস্ক)

মরিসনকে হারিয়ে অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী আলবানিজ

স্কট মরিসনকে হারিয়ে অস্ট্রেলিয়ার প্রথম প্রধানমন্ত্রী হচ্ছেন লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজ।

স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে শনিবার  বিবিসি জানায়, বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসনকে ক্ষমতা থেকে সরিয়ে প্রায় এক দশকের মধ্যে প্রথম লেবার সরকার নির্বাচিত করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। অর্থাৎ লেবার নেতা অ্যান্থনি আলবানিজ দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হবেন।

তবে এটি এখন পর্যন্ত স্পষ্ট নয় যে দেশটিতে সংখ্যাগরিষ্ঠ নেতৃত্ব হবে নাকি স্বতন্ত্র এবং ছোট দলগুলোকে সঙ্গে নিয়ে জোট সরকার হবে।

অষ্ট্রেলিয়াভিত্তিক সংবাদমাধ্যম এবিসি নিউজ বলছে, শেষ খবর পাওয়া পর্যন্ত দেশটির প্রতিনিধি পরিষদের ১৫১টি আসনের মধ্যে স্কট মরিসন ৪৭টি এবং অ্যান্থনি আলবানিজ জয় পেয়েছেন ৭০টি আসনে।

এর আগে সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, নির্বাচনের আগে শেষ মুহূর্তে লেবার পার্টি দুই পয়েন্টে এগিয়ে ছিল। তাদের জনসমর্থন ছিল ৪৮ শতাংশ আর জোটের সমর্থন ৪৬ শতাংশ। জন হাওয়ার্ডের পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে লিবারেল-ন্যাশনাল জোটের নেতা মরিসন তার পুরো মেয়াদ শেষ করতে পেরেছেন।

মরিসনের সময় অস্ট্রেলিয়া প্রাকৃতিক নানা দুর্যোগের মুখোমুখি হয়। এসব দুর্যোগে মরিসনের ভূমিকাকে প্রথমে সফল বলা হলেও পরে তার কাজকে অপর্যাপ্ত বলে সমালোচনাও করেন নাগরিকরা।

এ বিষয়ে মরিসন অকপট। তিনি নিজেই স্বীকার করেছেন, তিনি জনপ্রিয় নেতা নন। তার সমালোচনাও রয়েছে ব্যাপক। ফরাসি প্রেসিডেন্টসহ বিশ্ব রাজনীতির অনেক নেতাই তার সমালোচনা করেন।

অন্যদিকে আলবানিজ ভোটারদের কাছে অঙ্গীকার করেছেন তিনি ‘আধুনিক অস্ট্রেলিয়া’ গড়ে তুলবেন। নিয়ে আসবেন ‘নিরাপদ পরিবর্তন’।

অস্ট্রেলিয়ার এ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জলবায়ু নীতি। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ফ্রাঙ্ক জোৎজোর মতে, পার্লামেন্টে জলবায়ু নীতির বিষয়ে প্রগতিশীলদের ভোটের ফলাফলে জেতার সম্ভাবনাই বেশি।

এসএইচ-১০/২১/২২ (আন্তর্জাতিক ডেস্ক)

‘গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত আত্মঘাতী’

কোনোভাবেই এ মুহূর্তে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো যাবে না। দাম বাড়fলে অর্থনীতিতে বড়রকমের ক্ষতি হবে। নিত্যপণ্যের দাম আরও বেড়ে যাবে। বিদ্যুৎ-গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবের ওপর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সংবাদ সম্মেলনে এমন মত দেন ব্যবসায়ীরা। তারা বলছেন, গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত আত্মঘাতী।

বাজারে হু হু করে বাড়ছে ভোগ্যপণ্যসহ সব পণ্যের দাম। আমদানি ব্যয় মেটাতে ডলার বেশি খরচ করতে হচ্ছে। সেই সঙ্গে বাড়ছে ডলারের দাম। অর্থনীতির টালমাটাল অবস্থায় টিকে থাকতেই হিমশিম অবস্থা। এমন অবস্থায় গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব আত্মঘাতী বলে মনে করছে এফবিসিসিআই।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বলছেন, প্রস্তাবিত দাম বর্তমানের দামের দ্বিগুণের বেশি। এটি কার্যকর হলে বাড়বে উৎপাদন খরচ। এতে অর্থনীতিতে বড় ধরনের ক্ষতি হবে।

এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, আমরা যদি ১৩ টাকার গ্যাসকে ২৮ টাকা করে দেই, তাহলে গ্যাস হয়তো থাকবে। তবে ইন্ডাস্ট্রি থাকবে না। দাম বাড়ালে উৎপাদন খরচও বাড়ানো হবে, এতে আমরা দুর্বল পরিস্থিতির শিকার হব। আমাদের ব্যবসায়ের ব্যয় ও উৎপাদন খরচ বেড়ে গেছে। এ ছাড়া মূল্যস্ফীতি বেড়ে যাবে।

এ সময় বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি মো. হাতেম বলেন, যে হারে দাম বাড়ানোর উদ্যোগ নেয়া হচ্ছে, তাহলে আর চেষ্টা করার কোনো সুযোগ থাকবে না। এতে বিদ্যুৎ লাইনও কাটবে এবং গ্যাস লাইনও কাটবে। ইন্ডাস্ট্রি এমনিতেই বন্ধ হয়ে যাবে।

সম্মেলনে ব্যবসায়ী সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন তিতাসের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরে বলেন, কোনোভাবেই গ্যাসের দাম বাড়ানোর প্রয়োজন নেই।

তিনি বলেন, পেট্রোবাংলা তিতাসের কাছে গ্যাস বিক্রি করে টাকা খাচ্ছে। আবার তিতাস তিন বছরের নিট মুনাফা নিয়ে গেছে। যার পরিমাণ ৫৪৯ কোটি টাকা। তিন বছরে ১ হাজার ২০০ কোটি টাকা যেটি এনবিআর সমন্বয় করেনি তিতাস থেকে। ইতোমধ্যে তাদের কাছে গ্রাহকের ২ হাজার ২০০ কোটি টাকা ব্যাংক ডিপোজিট রয়েছে।

গ্যাস-বিদ্যুৎতের দাম বাড়ানোর চেয়ে অপচয় রোধ করার ওপর জোর দেন ব্যবসায়ীরা। অর্থনীতির এমন অবস্থায় দাম সমন্বয় করতে আমলাতান্ত্রিক নয়, রাজনৈতিক সিদ্ধান্ত চান ব্যবসায়ীরা।

এসএইচ-০৯/২১/২২ (ন্যাশনাল ডেস্ক)