রাত ১০:১১
সোমবার
৬ ই মে ২০২৪ ইংরেজি
২৩ শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
২৭ শে শাওয়াল ১৪৪৫ হিজরী
spot_img

শিক্ষার্থীদের পতিতাবৃত্তির প্রশিক্ষণ দিচ্ছে বিশ্ববিদ্যালয়!

বিশ্ববিদ্যালয় পড়ুয়া অনেক শিক্ষার্থীই নিজেদের পড়ালেখার খরচ মেটাতে হিমশিম খান। কেউ আবার বাড়তি উপার্জনের পথ খোঁজেন।

এ জন্য ব্রিটেনের অনেক শিক্ষার্থীই যৌনপেশাকে বেছে নেন। সম্প্রতি শিক্ষার্থীদের এই প্রবণতা আরও বেড়েছে। এ অবস্থায়ই শিক্ষার্থীদের পতিতাবৃত্তি শেখাতে প্রশিক্ষণের আয়োজন করছে দেশটির ডারহাম বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, সম্প্রতি তারা শিক্ষার্থীদের মধ্যে যৌনপেশার একটি প্রবণতা লক্ষ্য করেছেন। এজন্য তারা শিক্ষার্থীদের সচেতন করতে জুম অ্যাপে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। কীভাবে গোটা প্রক্রিয়ায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো যায়, সে বিষয়ে চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, গত বছর ব্রিটেনে ৩ হাজার ২০০ জন শিক্ষার্থীর মধ্যে জরিপ চালিয়ে জানা যায় প্রতি ২০ জনের একজন পড়ালেখার খরচ মেটাতে যৌনপেশায় যুক্ত। ‘সেভ দ্য স্টুডেন্টস’ ওয়েবসাইটের তথ্যমতে এই সংখ্যা ২০১৭ সালে দ্বিগুণ হয়ে যায়।

এর অর্থ ২ দশমিক ৩৮ মিলিয়ন শিক্ষার্থীর মধ্যে ৯৫ হাজার শিক্ষার্থী ব্রিটেনে এই পেশায় যুক্ত। এসব শিক্ষার্থীদের ২৮ শতাংশ জানায়, তারা অন্যের শয্যাসঙ্গী হন। ৭১ শতাংশ অন্তরঙ্গ ছবি বিক্রি করেন।

তবে এ ব্যাপারে ব্রিটেনের উচ্চশিক্ষাবিষয়ক মন্ত্রী মিশেল ডোনিলান বলেন, এভাবে কোনো বিশ্ববিদ্যালয়ে এই কোর্স আয়োজন করা যায় না। শিক্ষার্থীরা যৌনকর্মী হয়ে উঠলে, তা আটকানোর দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের। যৌনতা বিক্রি করার বিষয়টিকে স্বাভাবিক করে তোলার মানে হয় না।

এসএইচ-০৩/১৩/২১ (অনলাইন ডেস্ক)

ঘুম থেকে ডেকে তোলায় বাবাকে পিটিয়ে হত্যা

ক্ষেতে কাজ করতে যাওয়ার জন্য ছেলেকে ঘুম থেকে ডেকে তোলায় ক্ষুব্ধ হয়ে পিতা রুহুল কাদেরকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছেন ছেলে।

শনিবার ভোরে কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব ভেওলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ছেলে শহিদুল ইসলাম (২২) পলাতক রয়েছে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ওসমান গণি বলেন, ভোরে রুহুল কাদের তার ছেলেকে কাজে যাওয়ার জন্য ঘুম থেকে ওঠার জন্য ডাকেন।

এ সময় ক্ষিপ্ত হয়ে শহীদুল তার বাবাকে পেছন দিক থেকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তিনি মারা যান।

ওসি আরও বলেন, ঘটনাটি ধামাচাপা দিয়ে মরদেহ দাফন করার চেষ্টা করে পরিবারের লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হবে।

এসএইচ-০২/১৩/২১ (আঞ্চলিক ডেস্ক)

ফিলিপাইনের মেয়ে এখন বাংলাদেশের জনপ্রতিনিধি

ফিলিপাইনের মেয়ে জিন ক্যাটামিন পেট্রিয়াকা। ভালোবেসে বিয়ে করেছিলেন বাংলাদেশের মো. জুলহাস উদ্দিনকে। পরে স্বামীর সঙ্গে চলে আসেন এ দেশে।

শুধু পরিবার নয়, আশপাশের মানুষকেও আপন করে নিয়েছেন তিনি। ক্যাটামিন জয়ী হয়েছেন নির্বাচনেও। ময়মনসিংহের ফুলবাড়িয়ার ১১নং রাধাকানাই ইউনিয়ন থেকে ইউপি নির্বাচনে ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে নির্বাচিত হয়েছেন তিনি।

দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে প্রার্থী হয়েছিলেন রাধাকাইন ইউনিয়নের কোদালি পাড় গ্রামের মো. জুলহাস উদ্দিনের স্ত্রী ফিলিপাইনের মেয়ে (বর্তমানে বাংলাদেশের নাগরিক) জিন ক্যাটামিন পেট্রিয়াকা।

সংরক্ষিত ওয়ার্ডে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাতে মাইক প্রতীক নিয়ে ৪ হাজার ৪৯৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ১ হাজার ৮৩৭ ভোট।

জানা যায়, উপজেলার রাধাকানাই গ্রামের জুলহাস মিয়া ১০ বছর আগে গিয়েছিলেন সিঙ্গাপুর। সেখানে এক কোম্পানিতে কাজ করার সময় পরিচয়। এর পর প্রেম। জুলহাস ২০১০ সালে দেশে ফিরে এসে প্রেমের টানে যান ফিলিপাইনে। সেখানেই পরিবারের সম্মতিতে বিয়ে হয় তাদের। ইসলাম ধর্মে ধর্মান্তরিত হলে তার নাম রাখা হয় জেসমিন আকতার জুলহাস।

পরে স্বামীর সঙ্গে বাংলাদেশে চলে আসেন জেসমিন। দেশে এসে বৈবাহিক সূত্রে বাংলাদেশি নাগরিকত্বও পেয়ে যান তিনি। তাদের সংসারে রয়েছে জাহিদুল ইসলাম জিহাদ (৯) ও ফারিয়া আকতার শিউনা (৭) নামের দুই সন্তান।

এসএইচ-০১/১৩/২১ (আঞ্চলিক ডেস্ক)

টাইগারদের নিউজিল্যান্ড সফর চূড়ান্ত

বিশ্বকাপে সুপার টুয়েলভে সবকটি ম্যাচ হেরে খুবই বাজেভাবে বিদায় নিয়েছে বাংলাদেশ দল। তবে এখন বসে থাকার সময় নেই। ঘরের মাঠে সামনে পাকিস্তান সিরিজ। এরই মধ্যে জানা গেল জানুয়ারিতে নিউজিল্যান্ড সফর করতে চলেছে টাইগাররা।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, জানুয়ারির শুরুর দিকেই বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে তারা। অর্থ্যাৎ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে জানুয়ারিতেই নিউজিল্যান্ড সফরে যাবে টাইগাররা।

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ শেষ হবে ৮ ডিসেম্বর। এর পরই নিউজিল্যান্ডে উড়াল দিতে হবে ক্রিকেটারদের। সেখানে দুই সপ্তাহের কোয়ারেন্টিন নীতি মানতে হবে টাইগারদের। এরপর ২০২২ সালের ১ জানুয়ারি থেকে শুরু হবে প্রথম টেস্ট, মাউন্ট মঙ্গানুইতে। ৯ জানুয়ারি শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ক্রাইস্টচার্চে।

২০১৬-১৭ মৌসুমে নিউজিল্যান্ড সফরে মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে দুটি টি-টোয়েন্টি খেলেছিল বাংলাদেশ। এখানে টেস্ট খেলবে তারা এবারই প্রথম। ক্রাইস্টচার্চে বাংলাদেশ খেলে আসছে নিয়মিতই।

এদিকে নিউজিল্যান্ডের মৌসুম সাধারণত শুরু হয় ডিসেম্বর থেকে। কিন্তু বিশ্বকাপের পর নিউজিল্যান্ড দল ভারত সফর করতে যাবে। সেখান থেকে করোনার কারণে কোয়ারেন্টাইন বিধি পালন করতে গিয়ে তাদের নতুন মৌসুম শুরু করতে বেশ বিলম্ব হয়ে যাবে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষ করার পরই কিউইরা দক্ষিণ আফ্রিকাকে স্বাগত জানাবে এবং তাদের বিপক্ষেও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। সেটিও টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হবে।

এসএইচ-২৫/১২/২১ (স্পোর্টস ডেস্ক)

কারাগারেই ২ সন্তানের মাকে বিয়ের অনুমতি পেলেন অ্যাসাঞ্জ

যুক্তরাজ্যের বেলমার্শ কারাগারেই বিয়ের আনুষ্ঠানিকতা সারতে পারবেন তারা। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, অন্য সব সাধারণ কয়েদির মতোই অ্যাসাঞ্জের আবেদনটি বিবেচনা করেছেন কারা গভর্নর।

মার্কিন গোপন নথি ফাঁস করে হইচই ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ যুক্তরাষ্ট্রে প্রচলিত গুপ্তচরবৃত্তির আইনে করা মামলার আসামি। ২০১২ সাল থেকে লন্ডনে ইকুয়েডর দূতাবাসের আশ্রয়ে ছিলেন তিনি। ২০১৯ সালে জামিনের শর্ত ভঙ্গের অভিযোগে তাকে গ্রেপ্তার করে যুক্তরাজ্য পুলিশ। তখন থেকে বেলমার্শ কারাগারে বন্দী তিনি।

স্টেলা মরিসের সঙ্গে অ্যাসাঞ্জের সম্পর্কের বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে তিনি জেলে যাওয়ার পর। দক্ষিণ আফ্রিকার বংশোদ্ভূত আইনজীবী স্টেলা নিজেই গত বছর ‘মেইল অন সানডে’কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন এ খবর। বলেছিলেন তাদের দুটি পুত্র সন্তানও আছে।

গত বছর উইকিলিকসের ইউটিউব অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিওতে স্টেলা মরিস জানান, ২০১১ সালে অ্যাসাঞ্জের আইনজীবী দলে যোগ দেওয়ার পরই প্রথম দেখা হয় দুজনের। তিনি প্রায় প্রতিদিন ইকুয়েডর দূতাবাসে গিয়ে অ্যাসাঞ্জের সঙ্গে দেখা করতেন এবং তাদের মধ্যে ভালো বোঝাপড়া তৈরি হয়েছিল। ২০১৫ সালে তাঁরা একে অপরের প্রেমে পড়ে যান। দুই বছর পর তাদের বাগদান সম্পন্ন হয়।

ইকুয়েডর দূতাবাসে থাকাকালেই গর্ভধারণ করেন তিনি। দুই সন্তানের জন্মের সময় দূতাবাস থেকে ভিডিও লিংকের মাধ্যমে অ্যাসাঞ্জ যুক্ত হয়েছিলেন বলে জানান স্টেলা। সন্তানেরা ইকুয়েডর দূতাবাসে বাবার সঙ্গে মিলিত হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

এসএইচ-২৪/১২/২১ (আন্তর্জাতিক ডেস্ক)

ইউপি নির্বাচনে ১০০ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

ইউপি নির্বাচনে ১০০ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। সাধারণ সদস্য পদে ৩৩৭ জন এবং নারী সদস্য পদে ১৩২ জন নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

সব মিলিয়ে এবারের ইউপি নির্বাচনে তিন ধাপ মিলিয়ে চেয়ারম্যান পদে ২৫০ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী। ডিবিসি টিভি

তৃতীয় ধাপের ১০০৪ ইউপিতে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিলো বৃহস্পতিবার। ২৮ নভেম্বর এসব ইউপিতে ভোট হবে।

শুক্রবার নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান এসব তথ্য জানান।

তিনি বলেন, প্রার্থিতা প্রত্যাহারের পর চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৫০ হাজার ১৪৬ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪ হাজার ৪০৯ জন, সাধারণ সদস্য পদে ৩৪ হাজার ৬৩২ জন ও সংরক্ষিত সদস্য পদে ১১ হাজার ১০৫ জন প্রার্থী ভোটের লড়াইয়ে রয়েছেন। দেশ রূপান্তর

এর আগে দ্বিতীয় ধাপে চেয়ারম্যান পদে ৮১ জন, সংরক্ষিত সদস্য পদে ৭৬ জন এবং সাধারণ সদস্য পদে ২০৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

আর প্রথম ধাপে চেয়ারম্যান পদে ৬৯ জন, সাধারণ সদস্য পদে ৬৩ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৬ জন একক প্রার্থী ভোট ছাড়াই নির্বাচিত হয়ে যান।

প্রথম ধাপে ২১ জুন ২০৪ ইউপি ও ২০ সেপ্টেম্বর ১৬০ ইউপির ভোট হয়। দ্বিতীয় ধাপে ৮৩৫ ইউপির ভোট হয়েছে ১১ নভেম্বর। তৃতীয় ধাপে ১০০৪ ইউপির ভোট হবে ২৮ নভেম্বর। চতুর্থ ধাপের ভোট হবে ৮৪০ ইউপিতে ২৩ ডিসেম্বর।

এসএইচ-২৩/১২/২১ (ন্যাশনাল ডেস্ক)

৩টি মেছো বাঘের বাচ্চা নিয়ে বিপাকে শিক্ষিকা

মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল ইউনিয়নের সিংগুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিবা রানী কর ৩টি মেছো বাঘের বাচ্চা নিয়ে বিপাকে পড়েছেন। তিনি প্রথমে বিড়াল ছানা ভেবে বাচ্চাগুলো খাবার খাওয়ানোর চেষ্টা করে ব্যর্থ হন।

দিবা রানী কর জানান, শুক্রবার ১২ নভেম্বর দুপুরে বাড়ির একটি পরিত্যক্ত টয়লেটের কাছে একটি ছানার ডাক শুনে তিনি এগিয়ে যান।

এরপর টয়লেটের ছাদে আরও দুটি বাচ্চা দেখতে পেয়ে তিনি সেগুলো উদ্ধার করে ঘরে নিয়ে আসেন। বিড়াল ছানা মনে করে সেগুলোকে দুধ খাওয়ানোর চেষ্টা করে ব্যর্থ হন।

এরপর তিনি কোন উপায় না পেয়ে কি করবেন জানতে চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন এ বিষয়টি। ছবিগুলো দেখে বন্যপ্রাণী বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী বাচ্চাগুলো মেছো বাঘের বলে নিশ্চিত করেছেন।

তিনি জানান, যে স্থান থেকে বাচ্চাগুলো পাওয়া গেছে, সে স্থানে রেখে দিলে মা মেছোবাঘ বাচ্চাগুলো নিয়ে যাবে। এতে বাচ্চাগুলো বেঁচে যাবে। না হলে খাবারের অভাবে মেছোবাঘ বাচ্চাগুলো মারা যেতে পারে। তাই তিনি যথাস্থানে বাচ্চাগুলো রেখে আসার অনুরোধ করেন।

এসএইচ-২২/১২/২১ (আঞ্চলিক ডেস্ক)

অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ডে ভূষিত হলেন সজীব ওয়াজেদ জয়

প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে দেশের তথ্যপ্রযুক্তি খাতে বৈপ্লবিক পরিবর্তন ও অবদানের জন্য এ পুরস্কার প্রদান করা হয়। তার পক্ষে পুরস্কার গ্রহণ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এর আগে ১৯৯৭ সালে এ পুরস্কারে ভূষিত হয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ, ২০০৪ সালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা এবং ২০১০ সালে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকায় অনুষ্ঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিশ্ব সম্মেলন ‘ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি ২০২১ (ডব্লিউসিআইটি ২০২১)’ এর দ্বিতীয় দিনে আজ এশিয়া-ওশেনিয়া অঞ্চলের ২৪টি দেশের সংস্থা এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (অ্যাসোসিও) সজীব ওয়াজেদ জয়কে এ পুরস্কারে ভূষিত করে। অ্যাসোসিও এর বর্তমান চেয়ারম্যান ডেবিড এর পক্ষে ইমিডিয়েট চেয়ারম্যান সারাকনন্দা পুরস্কারটি হস্তান্তর করেন। এর আগে সম্মেলনে ‘অ্যাসোসিও অ্যাওয়ার্ড নাইট’ শীর্ষক অনুষ্ঠানে অ্যাসোসিও’র সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ এইচ কাফি এ পুরস্কার ঘোষণা করেন।

আন্তর্জাতিক এ সংস্থাটি তথ্যপ্রযুক্তি খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দিয়ে থাকে। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে তথ্যপ্রযুক্তিতে সাফল্য অর্জন করায় বিভিন্ন দেশের সরকারি-বেসরকারি সংস্থা ও উদ্যোগকে পুরস্কৃত করে সংস্থাটি।

পুরস্কার গ্রহণকালে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার প্রতিক্রিয়ায় বলেন, এই পুরস্কার সজীব ওয়াজেদ জয়ের শ্রম ,মেধা ও সততার স্বীকৃতি।

তিনি বলেন, আগামী প্রজন্ম তার নেতৃত্বে কাজ করতে আরও অনুপ্রাণিত হবে। এ পুরস্কার প্রাপ্তিতে আমরা অত্যন্ত গর্ববোধ করছি। অনুষ্ঠানে এ সময় অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি শাহিদ মনির সহ অ্যাসোসিও এর অন্যান্য কর্মকর্তাগণ ।

এ বছর বাংলাদেশ থেকে কম্পিউটার সার্ভিসেস লিমিটেড, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), ডেভেলপমেন্ট অফ ন্যাশনাল আইসিটি ইনফ্রা নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট (ইনফো-সরকার), বইঘর এবং জাতীয় স্বাস্থ্য বাতায়ন বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাসোসিও পুরস্কার অর্জন করেছে।

এছাড়া মালয়েশিয়া ও নেপাল, থাইল্যান্ড, জাপান, কোরিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, তাইওয়ান, থ্যাইল্যান্ড এবং ভিয়েতনাম পুরস্কার জয়ের তালিকায় রয়েছে।

এসএইচ-২১/১২/২১ (প্রযুক্তি ডেস্ক)

নিজ কেন্দ্রেও পাশ করতে পারেননি আওয়ামী লীগ প্রার্থী

টাঙ্গাইলের সখীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজের কেন্দ্রেও পাশ করতে পারেননি আওয়ামী লীগের মনোনয়নীত চেয়ারম্যান প্রার্থী তারিকুল ইসলাম বিদ্যুৎ (নৌকা প্রতীক)।

নির্বাচনের ১৩টি কেন্দ্রের ৯টি ওয়ার্ডেই বিদ্রোহী প্রার্থী মো. দুলাল হোসেন (আনারস প্রতীক) নিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

মোট ভোটের নৌকা প্রতীক পেয়েছে ৬ হাজার ৮৭৫ ভোট ও আনারস প্রতীক পেয়েছে ১৪ হজার ৯৪৩ ভোট। উপজেলার কাকড়াজান ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।

তারিকুল ইসলাম বিদ্যুৎ তার নিজের ভোট কেন্দ্র (দীঘির চালা দাখিল মাদ্রাসা ও দীঘির চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়) ৫ নম্বর ওয়ার্ডে ভোট পেয়েছেন ১ হাজার ৫২৪ টি ও বিদ্রোহী প্রার্থী মো. দুলাল হোসেন পেয়েছেন ১ হাজার ৭৯৩ ভোট। নিজের কেন্দ্রসহ প্রত্যেক কেন্দ্রে হেরে যাওয়ায় ওই প্রার্থীকে নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার উপজেলার চারটি ইউনিয়ন পরিষদে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে দুই ইউনিয়নে নৌকা মনোনীত প্রার্থী ও দুই ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।

এসএইচ-২০/১২/২১ (আঞ্চলিক ডেস্ক)

টানা ছয়বার ইউপি চেয়ারম্যান সুরুজ মিয়া

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী ভূবনকুড়া ইউপি নির্বাচনে ৬৪১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন এম সুরুজ মিয়া। এ নিয়ে তিনি টানা ছয়বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার দ্বিতীয় দফা নির্বাচনে উপজেলায় অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেন হালুয়াঘাট উপজেলা নির্বাচন ও সহকারী রির্টানিং কর্মকর্তা জন কেনেথ রিছিল।

ফলাফল সূত্রে জানা যায়, ৬ হাজার ৪১৬ ভোট পেয়ে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী এম সুরুজ মিয়া। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মো. রমজান আলী জহির (ঘোড়া) পেয়েছেন ৬ হাজার ১৪৪ ভোট।

এম সুরুজ মিয়া ১৯৯২ সালে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এরপর থেকে ধারাবাহিকভাবে টানা ছয়বার চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। এছাড়াও তিনি দীর্ঘদিন যাবৎ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কড়ইতলী স্থলবন্দরে সভাপতি হিসেবে নেতৃত্ব দিয়ে আসছেন। ব্যাক্তিগত জীবনে তিনি দুই পুত্র ও চার কন্যার জনক।

নির্বাচনে বিজয়ী হয়ে সুরুজ মিয়া বলেন, এ জয় সততার জয়। টানা ছয়বার চেয়ারম্যান পদে নির্বাচিত করায় তিনি ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।

এসএইচ-১৯/১২/২১ (আঞ্চলিক ডেস্ক)