রাত ৩:১৩
শনিবার
৪ ঠা মে ২০২৪ ইংরেজি
২০ শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
২৫ শে শাওয়াল ১৪৪৫ হিজরী
spot_img

ধর্ষণের অভিযোগ থেকে খারিজ পেলেন রোনালদো

যে ধর্ষণের অভিযোগ নিয়ে এতদিন একাধিকবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে, তা খারিজ করে দিলেন আমেরিকান বিচারপতি ড্যানিয়েল আলব্রেগটস। এতেই শেষ নয়, অভিযুক্তের আইনজীবীকে পাল্টা দুষেছেন বিচারপতি।

সিআর সেভেনের বিরুদ্ধে ধর্ষণের এই অভিযোগ প্রায় এক দশক আগের। লাস ভেগাসের এক হোটেলে মডেল ক্যাথরিন মায়োর্গাকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে অন্তরঙ্গ হয়েছিলেন পর্তুগিজ ফুটবলার। ওই ঘটনা নিয়ে তখন তোলপাড় হলেও তেমন তথ্য পেশ করতে পারেননি মায়োর্গা। রোনালদোও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছিলেন।

সেই ঘটনা আদালত পর্যন্ত পৌঁছায়। প্রায় ৪ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি করে আদালতে গিয়েছিলেন মায়োর্গা। ওই মামলার শুনানি শুরু হওয়ার পর কেটে গিয়েছে আরও দুই বছর। এবার আদালত পরিষ্কার জানিয়ে দিল, রোনালদোর বিরুদ্ধে তেমন উপযুক্ত তথ্য পেশ করতে পারেনি ক্যাথরিন মায়োর্গা। উল্টে তিনি যা দাবি করছেন, তাও তেমন মজবুত নয়।

মায়োর্গা অবশ্য এতেই থেমে যাবেন না। লাস ভেগাসের সাবেক এই মডেল বলেছেন, তিনি উচ্চ আদালতে আবেদন করছেন নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে। রোনালদোর আইনজীবী তার বক্তব্যে আদালতকে জানিয়েছেন, মায়োর্গার সঙ্গে ২০০৯ সালে একটি নাইটক্লাবে আলাপ হয়েছিল রোনালদোর।

তিনি তাকে নিজের হোটেলে নিয়ে যান। সেখানে দুইজনের মধ্যে শারীরিক সম্পর্ক হলেও কোনও ভাবে মারধরের ঘটনা ঘটেনি। মায়োর্গা পুলিশের কাছে গেলেও স্পষ্ট করে বলতে পারেননি কী ঘটেছিল। শুধু তাই নয়, ঘটনাটা পুরোপুরি ব্যাখ্যাও করতে পারেননি তিনি। লাস ভেগাস পুলিশ যে কারণে রোনালদোর বিরুদ্ধে কোনও অভিযোগ আনতে পারেনি তখন।

এরই মধ্যে আবার ২০১৭ সালে একটি জার্মান প্রকাশনা সংস্থা একটি বই বের করে। যার নাম ছিল- ‘ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোপন ঘটনা’। আমেরিকার ফেডারেল আদালত রোনালদোকে মুক্তি দিলেও মায়োর্গা বলেছেন, নিয়ম বহির্ভুত ভাবে ওই বইয়ে সব সত্যি কথা বের হয়েছিল। যা ঠিক হয়নি। আর তার জন্যই রোনালদোকে কিংবা ওই প্রকাশনা সংস্থাকে অন্তত ২ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে হবে তাকে। যদিও আদালত এই যুক্তিকেও খুব বেশি গ্রাহ্য করছে না।

এসএইচ-১৫/১০/২১ (স্পোর্টস ডেস্ক)

ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের জন্য করা হয়নি

ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের জন্য করা হয়নি মন্তব্য করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যারা দেশের বাইরে বসে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, তাদের বিরুদ্ধে এই আইনে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ইভ্যালির মতো ডিজিটাল গ্রাহক প্রতারণায় যারা জড়িত, তাদের বিরুদ্ধেও ডিজিটাল নিরাপত্তা আইনে পদক্ষেপ নেওয়ার প্রস্তাবনাও কিন্তু দেওয়া হয়েছে।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে মিট দ্য রিপোর্টার্স-এ তিনি একথা বলেন৷ এসময় বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আইনমন্ত্রী।

রাজারবাগ দরবার শরীফের সংবাদ প্রচার করায় সাংবাদিকদের হুমকি দেওয়া হয়েছে এমন এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, কোনো সাংবাদিকে যদি হয়রানি করা হয়, তবে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। হয়রানি বন্ধে যা করা দরকার, তাই করা হবে।

নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অতীতেও হয়েছে, আগামীতেও হবে।’

নির্বাচন কমিশন নিয়ে বিএনপির আপত্তির কথা উল্লেখ করলে তিনি বলেন, ‘ইসি গঠন করার জন্য যে আইনের কথা সংবিধানে বলা আছে আছে, তা আমাদের মানতে হবে। তবে স্বাধীনতার ৫০ বছরেও যে স্পষ্ট আইন হয়নি, সেটা এখন করা হবে।’

সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। তার আগে নতুন কমিশন গঠন করতে হবে। ফলে এই সময়ের মধ্যে নতুন করে আইন সেই আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করার কোনো সুযোগ নেই। তাই আগে কমিশন গঠন হবে।’

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার তদন্ত ও বিচার বারবার পেছানো হচ্ছে। এ দায়িত্ব অন্য কাউকে দেওয়া যায় কি না প্রশ্ন করলে মন্ত্রী বলেন, আমাদের ফৌজদারিতে তদন্তের ভার পুলিশের হাতে। তাই তদন্ত রিপোর্ট না পড়া পর্যন্ত পুলিশ বা প্রধান বিচারপতির সঙ্গে আলাপের বিষয় আসছে না। তবে আপনারা যেহেতু বলেছেন, সেহেতু এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমি আলাপ করবো।

ডিআরইউ সভাপতি মোরসালিন নোমানির সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মসিউর রহমান খান।

বিদেশে বসে যারা সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে তাদের সাইবার অপরাধ আইনের আওতায় আনা হবে জানিয়ে মন্ত্রী বলেন, তারা বিদেশে থাকলেও বাংলাদেশে অপরাধ করেছেন বলে ধরা হবে।

খালেদা জিয়ার মামলার বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘এটা তো প্রধানমন্ত্রীর হাতে না। খালেদা জিয়া অপরাধী, সেই অপরাধ আইনে বিচার হয়েছে এবং হচ্ছে। প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনা ও দয়ায় যে তাকে চিকিৎসার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে, এতেই তো তাদের সম্মান-শ্রদ্ধার সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত।’

এসএইচ-১৪/১০/২১ (ন্যাশনাল ডেস্ক)

এসএসসি পরীক্ষার্থী লাভলী এখন আব্দুল্লাহ জিসান

টাঙ্গাইলের গোপালপুরে এসএসসি পরীক্ষার্থী লাভলী আক্তার (১৫) মেয়ে থেকে ছেলেতে রূপান্তর হয়েছেন। নাম হয়েছে আব্দুল্লাহ জিসান। বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হওয়া লাভলী আক্তারকে এক নজর দেখতে প্রতিদিন দূর-দুরান্ত থেকে ভিড় জমাচ্ছেন অসংখ্য মানুষ।

চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে উপজেলার নঠুরচর পশ্চিমপাড়া গ্রামে। শুক্রবার প্রথম এলাকায় এ বিষয়টি জানাজানি হয়।

স্থানীয়রা জানান, বেশ কয়েক দিন আগেই তার শরীরে পরিবর্তন লক্ষ্য করা যায়।

লাভলু মিয়ার বাবা জানান, তার মেয়ের এবার মির্জাপুর বিএল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা রয়েছে। গত ৭ অক্টোবর তিনি স্ত্রীর কাছ থেকে তার মেয়ের ছেলে হিসেবে রূপান্তরের বিষয়টি জানতে পারেন।

তিনি আরও জানান, লাভলী প্রথমে তার মাকে বিষয়টি জানায়। এখন তার শারীরিক গঠন পুরুষের মতো। এছাড়া চেহারাতেও কিছুটা পরিবর্তন এসেছে। ছেলেতে রূপান্তরিত হওয়ার পর তার নাম রেখেছেন আব্দুল্লাহ জিসান। শুক্রবার থেকে খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে। এরপর থেকেই দিনরাত মানুষ ভিড় করছেন তাকে দেখার জন্য।

মেয়ে থেকে ছেলে বনে যাওয়া লাভলী আক্তার জানান, সে চার-পাঁচ মাস আগে এমন কিছু ঘটছে বলে বুঝতে পারেন। কিন্তু লোক-লজ্জায় তখন কিছু বলতে পারেননি।

তার মা পারভিন আক্তার জানান, ছয় মাস আগে লাভলী আক্তারের বিয়ে ঠিক হয়। কিন্তু বিয়েতে অসম্মতি জানায় লাভলী। এসময় তার কাছে জানতে চাইলে সে তার রূপান্তরিত হওয়ার ঘটনাটি বলে। প্রথমে বিশ্বাস না করলেও সবকিছু দেখে শুনে বিশ্বাস করেন তিনি।

তিনি আরও বলেন, ‘আল্লাহ তার মেয়েকে ছেলে বানিয়ে দিয়েছেন। আগে আমাদের দুই মেয়ে ছিল। এখন এক ছেলে ও এক মেয়ে হওয়ায় আমরা খুবই খুশি।’

গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিম আল রাজি জানান, আমাদের দেশে মাঝে-মধ্যেই এ ধরনের ঘটনা ঘটে। এটা সাধারণত হরমোন পরিবর্তনের কারণে হয়ে থাকে।

এসএইচ-১৩/১০/২১ (আঞ্চলিক ডেস্ক)

ইউনিক আইডি পাচ্ছে ৮০ প্রাথমিকের শিক্ষার্থীরা

দেশের তিন কোটিরও বেশি শিক্ষার্থীর জন্য ইউনিক আইডি বা একক পরিচয়পত্র তৈরির কাজ শুরু হয়েছে। প্রথম ধাপে দেশের বিভিন্ন স্থানের ৮০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইউনিক আইডি তৈরি করা হচ্ছে। সেটি সফল হলে পুরোদমে এ কাজ শুরু হবে।

প্রকল্প সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের তথ্য স্থায়ীভাবে সংরক্ষণে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইউনিক আইডি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ের শিক্ষর্থীদের প্রোফাইল প্রণয়ন প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ২০১৯ সালের মার্চ থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত। এতে মোট ১৩ হাজার ৭০৯ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। ধাপে ধাপে এ প্রকল্পের মেয়াদ আরও বাড়ানো হবে। এজন্য প্রকল্প উন্নয়ন প্রস্তাবনা (ডিপিপি) সংশোধন করে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

জানা গেছে, শিক্ষার্থীদের প্রোফাইল তৈরিতে একটি সফটওয়্যার তৈরিতে গত ২৪ মে একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হয়েছে। সফটওয়্যার তৈরির কাজ শুরু হয়েছে। প্রথম ধাপে ঢাকাসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার ৮০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রোফাইল তৈরি করা হবে। সেটি সফল হলে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এর আওতায় আনা হবে।

জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিক আইডির তথ্য দিয়ে তার শিক্ষাজীবনের পরিচয় হবে। তথ্য সহজীকরণে আমরা এ প্রকল্প হাতে নিয়েছি।

তিনি বলেন, পাইলটিং হিসেবে দেশের বিভিন্ন স্থানের ৮০টি বিদ্যালয়ের শিশুদের ইউনিক আইডি তৈরি করা হবে। সেটি সফল হলে ধাপে ধাপে সকল শিক্ষার্থীকে এর আওতায় আনা হবে।

শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, শিশুশ্রেণি (৫ বছর) থেকে শুরু করে দ্বাদশ শ্রেণির (১৭ বছর বয়স) পর্যন্ত সব শিক্ষার্থীর জন্য প্রস্তুত হচ্ছে এই ইউনিক আইডি। এই আইডিতে ১০ সংখ্যা বা ১৬ সংখ্যার শনাক্তকরণ নম্বর থাকবে এবং এসব তথ্য পরবর্তীতে শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্রের সঙ্গে সমন্বয় করা হবে। এরপর থেকে জাতীয় পরিচয়পত্র তৈরিতে আর আলাদাভাবে তথ্য সংগ্রহ করা হবে না।

অন্যদিকে প্রাথমিক শিক্ষা অধিদফতরের আওতায় বাস্তবায়নাধীন প্রাথমিকে পড়ুয়া শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন প্রকল্পের মাধ্যমে প্রাথমিকের শিক্ষার্থীদের প্রোফাইল তৈরি করা হবে এবং ইউনিক আইডি কার্ড দেওয়া হবে। এই ইউনিক আইডি কার্ড তৈরির জন্য প্রাথমিক পর্যায়ের সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়াও সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়ে এবং ইবতেদায়ি মাদরাসার শিক্ষার্থীদের তথ্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে সংগ্রহ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

এসএইচ-১২/১০/২১ (শিক্ষা ডেস্ক)

৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ২৯ নভেম্বর

৪১ তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ২৯ নভেম্বর শুরু হবে।

রোববার সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহমদের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বলা হয়, ৪১তম বিসিএসের আবশ্যিক বিষয়সমূহের লিখিত পরীক্ষা আগামী ২৯ নভেম্বর থেকে শুরু হয়ে ৭ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশা পিএসসির ওয়েবসাইটে যথাসময়ে জানানো হবে।

এসএইচ-১১/১০/২১ (শিক্ষা ডেস্ক)

পরীমনি স্থায়ী জামিন পেলেন

ঢাকার বনানী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনির জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

জামিনের মেয়াদ শেষ হওযার পর রোববার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে পরীমনির আইনজীবী তার স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন মঞ্জুর করেন।

এর আগে দুপুর ১টা ৪০ মিনিটে আদালতে যান পরীমনি। মাদকের মামলায় প্রতিবেদন দাখিল হওয়া পর্যন্ত তিনি জামিনে ছিলেন।

গত ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযুক্ত অপর দুজন হলেন- আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।

এর আগে গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে পরীমনির জামিন মঞ্জুর করেন। পরদিন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্ত হন এ চিত্রনায়িকা।

গত ৪ আগস্ট সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরীমনিকে তার বনানীর বাসা থেকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরদিন ৫ আগস্ট বিকেল ৫টা ১২ মিনিটে পরীমনি, চলচ্চিত্র প্রযোজক রাজ ও তাদের দুই সহযোগীকে কালো একটি মাইক্রোবাসে বনানী থানায় নিয়ে যাওয়া হয়।

এরপর র‌্যাব বাদী হয়ে বনানী থানায় পরীমনি ও তার সহযোগী দীপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। সেই মামলায় পরীমনিকে আদালতে হাজির করলে প্রথমে চারদিনের রিমান্ড এবং পরে আরও দুই দফায় তাকে রিমান্ডে নেওয়া হয়।

মামলা সূত্রে জানা যায়, পরীমনি ২০১৬ সাল থেকে মাদকসেবন করতেন। এজন্য বাসায় একটি ‘মিনিবার’ তৈরি করেন। সেখানে নিয়মিত ‘মদের পার্টি’ করতেন। চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজসহ আরও অনেকে তার বাসায় অ্যালকোহলসহ বিভিন্ন ধরনের মাদকের সরবরাহ করতেন ও পার্টিতে অংশ নিতেন।

২০১৪ সালে সিনেমায় ক্যারিয়ার শুরু করা পরীমনি এ পর্যন্ত ৩০টি চলচ্চিত্র ও বেশ কয়েকটি টিভিসিতে অভিনয় করেছেন। পিরোজপুরের মেয়ে পরীমনিকে চলচ্চিত্র জগতে নিয়ে আসেন প্রযোজক রাজ।

এসএইচ-০৯/১০/২১ (বিনোদন ডেস্ক)

আত্মহত্যার প্রবণতা বাড়ছে মানসিক চাপে

১০ বছরের বেশি সময় কুয়েতে চাকরি করেছেন সাহাদাত হোসেন মিলন। এক মাস ছুটি নিয়ে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে দেশে আসেন। সঙ্গে ফিরতি টিকিটও ছিল, কিন্তু করোনার কারণে আটকে যায় মিলনের বিদেশযাত্রা।

মিলন মনস্থির করেন আর বিদেশ যাবেন না। ১০ বছর চাকরিতে যে সঞ্চয় করেছেন, তা দিয়ে বাড়ি তৈরির আশায় ১০ লাখ টাকা দিয়ে কেরানীগঞ্জে এক খণ্ড জমি কেনেন তিনি। কিন্তু টাকা পরিশোধ করলেও জমি হাতে পাননি। প্রতারিত হয়েছেন।

টাকার শোকে বিষণ্নতায় ভুগতে থাকেন মিলন। কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সচেতনতায় শেষ রক্ষা হয়। এখন তিনি মানসিক রোগী, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধীনে চিকিৎসাধীন।

অর্থনৈতিক সংকট, পারিবারিক জটিলতা, সম্পর্কের অবনতি, পড়াশোনার চাপসহ নানামুখী কারণে বিষণ্নতায় ভোগা মানুষের আত্মহত্যার প্রবণতা বাড়ছে।

সম্প্রতি ১০ থেকে ২৪ বছর বয়সীদের ওপর একটি গবেষণা করেছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল।

করোনাকালে করা এ গবেষণা বলছে, দেশে প্রতি ১০০ জনে ৪৭ জন আত্মহত্যার চিন্তা করে। এদের প্রতি ২৫ জনের একজন আত্মহত্যার পরিকল্পনা করে রেখেছে।

এই গবেষণা বলছে, দেশে পুরুষের চেয়ে নারীদের আত্মহত্যার প্রবণতা বেশি। প্রতি ১০০ জন নারীর মধ্যে ৬ দশমিক ৬ জন আত্মহত্যার পরিকল্পনা করে। আর পুরুষের আত্মহত্যা প্রবণতা দেখা গেছে ২ দশমিক ৬ শতাংশের।

এই গবেষণা বলছে, গ্রামের মানুষের চেয়ে শহরের মানুষের আত্মহত্যার প্রবণতা বেশি। শহরের প্রতি ১০০ জনে ৮ দশমিক ২ জন আত্মহত্যার পরিকল্পনা করেন। আর যারা গ্রামে বসবাস করেন, তাদের আত্মহত্যার প্রবণতা প্রতি ১০০ জনে ৩ দশমিক ৩ শতাংশ। এটা উদ্বেগজনক বলছেন বিশেষজ্ঞরা।

তারা বলছেন, যারা আত্মহত্যার পরিকল্পনা করে, তাদের পরিবারের কারও না কারও আত্মহত্যার প্রবণতা বা আত্মহত্যা পরিকল্পনা রয়েছে। এই গবেষণার অংশ হিসেবে ২ হাজার মানুষের সাক্ষাৎকার নেয়া হয়েছে। এদের প্রতি ১০০ জনে ৫ জন আত্মহত্যার চিন্তা করে। এই ৫ জনের মধ্যে ২ দশমিক ৫০ শতাংশ মানুষ আত্মহত্যা করে।

কী কারণে আত্মহত্যার প্রবণতা বাড়ছে- এমন প্রশ্নের উত্তরে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী রেজিস্ট্রার আহসান আজিজ সরকার বলেন, দাম্পত্য জীবনে কলহ, পারিবারিক সম্পর্কের জটিলতা, একাডেমিক পরীক্ষায় খারাপ ফলাফল, হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতা, দারিদ্র্য বা অর্থ সংকট, বিষণ্নতা ও হতাশাই আত্মহত্যার চিন্তায় ফেলে প্রভাবিত করে।

আহসান আজিজ সরকার বলেন, ‘আত্মহত্যা যারা করছে, তাদের একটি বড় অংশ মাদকাসক্ত। করোনার কারণে বিষণ্নতা ও হতাশাগ্রস্ত মানসিক রোগী বেশি আসছে। তবে এমনটা বলা যাবে না যে, এ কারণে আত্মহত্যার প্রবণতা বেড়েছে।’

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট একটি বিশেষায়িত হাসপাতাল। যাদের বড় ধরনের মানসিক সমস্যা আছে, তারাই এই হাসপাতালে আসেন।

এ হাসপাতালের আরেক গবেষণায় দেখা গেছে, হাসপাতালে সেবা নেওয়া ৫০ শতাংশের বেশি মানুষ সিজোফ্রেনিয়ার রোগী। ৩০ শতাংশের ছিল বাইপোলার ডিজ-অর্ডার। বিষণ্নতার রোগী ১০ শতাংশ। ১০ শতাংশ হতাশার রোগী এবং বাকি ১৫ শতাংশ অন্যান্য রোগে ভুগছে।

আহসান আজিজ সরকার বলেন, ‘করোনাকালে অনেকের চাকরি চলে গেছে। ফলে সংসারে অশান্তি বেড়েছে। করোনার কারণে ঘরবন্দি থাকায় অবসাদসহ নানা মানসিক রোগ বেড়ে গেছে। অর্থনৈতিক সংকট, পারিবারিক জটিলতা, সম্পর্কের অবনতি, পড়াশোনা নিয়ে হতাশা- এ বিষয়গুলো আত্মহত্যার প্রবণতা বাড়াতে পারে। তবে আমাদের দেশে এ বিষয়ে তেমন কোনো গবেষণা নেই।’

আত্মহত্যার প্রবণতা বাড়ার প্রসঙ্গে জানতে চাইলে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদ বলেন, ‘করোনা চলে গেলেও আমরা একটি নিরব মহামারির দিকে যাচ্ছি। করোনা-পরবর্তী সময়ে মানসিক স্বাস্থ্যের রোগী ৩ থেকে ৮ গুণ বেড়েছে। অর্থনৈতিক সংকটের কারণে মানসিক রোগী বেশি হচ্ছে।’

হেলাল উদ্দিন একটি গবেষণার কথা উল্লেখ করে জানান, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের জরিপে উঠে এসেছে দেশের অর্ধেক মানুষ এখন বিষণ্ন। দেশে প্রতি দুই জনের প্রায় একজন (৪৬ শতাংশ) বিষণ্নতায় ভুগছে, যেটি ২০১৮ সালে ছিল ১৮ দশমিক ৭ শতাংশ। অর্থাৎ সংখ্যাটি আড়াই গুণ বাড়িয়ে দিয়েছে করোনাকাল। একইভাবে প্রতি তিনজনে একজন এখন দুশ্চিন্তায় ভুগছেন।

তিনি বলেন, ‘উন্নয়নশীল দেশগুলোতে দ্রুত নগরায়ণের কারণে প্রভাব পড়ছে মানুষের ওপর। বেড়েছে হতাশা। প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি যখন না হচ্ছে, তখনই তাদের মধ্যে বিষণ্নতা ও হতাশা তৈরি হচ্ছে। মানুষের ব্যক্তিত্বে পরিবর্তন আসছে। জীবনযাত্রার মানে পরিবর্তন আসছে। একই সঙ্গে জিডিটাল ডিভাইস নির্ভরতাও এক ধরনের চাপ তৈরি করছে।

‘বিশ্ব সংস্থ্য সংস্থা অনুমান করছে, ২০৩০ সালের মধ্যে বিষণ্নতা হবে বিশ্বের একমাত্র রোগ। এটি প্রতিরোধে এখন থেকে আমাদের মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে।’

এসএইচ-০৮/১০/২১ (অনলাইন ডেস্ক)

বান্দরবান-কক্সবাজার ঘুরে শেষ হলো মাহির কাজ

চলতি বছরটা বেশ ঘুরেফিরে ফুরফুরে মেজাজেই কাটাচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এই তো বিয়ের দিন কয়েক আগে অবকাশের ছবি দিয়ে মাত করেছিলেন এই তারকা। এরপর শুটিংয়ে ফিরে যুক্ত হয়েছেন ‘যাও পাখি বলো তারে’ সিনেমায়।

করোনার লকডাউনের আগে শেষ হয়েছিল চলচ্চিত্রটির দৃশ্যধারণের কাজ। বাকি ছিল গানের শুটিং। এবার বান্দরবান ও কক্সবাজারে তিনটি গান চিত্রায়ণের মধ্য দিয়ে শেষ হলো চিত্রায়ণের সম্পূর্ণ কাজ। প্রতিটা গানেই ছিলেন মাহি।

ছবিতে তার বিপরীতে আছেন শিপন মিত্র ও আদর আজাদ। পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক।

তিনি বলেন, ‘গান তিনটির জন্যই অপেক্ষা করছিলাম আমরা। এগুলো এখন সম্পাদনা শেষে পুরো ছবিটি সেন্সর বোর্ডে জমা দেবো। আগেই ডাবিং শেষ করে রেখেছি। আশা করছি, আগামী মাসে চলচ্চিত্রটি মুক্তি পাবে।’

আসাদ জামানের কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে তৈরি হচ্ছে ‘যাও পাখি বলো তারে’। মাহি-আদরের সঙ্গে এর আগে কাজ করলেও এ ছবির মাধ্যমে প্রথমবার শিপনকে সঙ্গী করেছেন মানিক।

পরিচালক আরও বলেন, ‘‘ছবির পুরো যাত্রাটি ছিল অত্যন্ত আবেগময় ও ভালোবাসায় পরিপূর্ণ। ব্যক্তিগতভাবে এ রকম অনুভব করেছিলেন ‘দুই নয়নের আলো’ ও ‘জান্নাত’ নির্মাণের সময়টাতে। নতুন ছবিটি নিয়ে আমি খুবই আশাবাদী।’’

ছবিটি প্রযোজনা করছে ক্লিওপেট্রা ফিল্মস। আরও অভিনয় করছেন রাশেদ মামুন অপু, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, বড়দা মিঠু, রেবেকা, সুব্রত প্রমুখ।

এসএইচ-০৭/১০/২১ (বিনোদন ডেস্ক)

ক্রিকইনফোর চোখে সর্বকালের সেরা ওয়ানডে অলরাউন্ডার সাকিব

২০০৬ সালের ৬ আগস্ট! বাংলাদেশের আকাশে নতুন এক নক্ষত্রের জন্ম। এদিনই বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র রঙিন পোশাকে অভিষেক। জিম্বাবুয়ের হারারেতে সেদিন শুরু এরপর কতশত রেকর্ড ভেঙেছেন আর কতশত রেকর্ড নিজের করে সৃষ্টি করেছেন তার নেই ইয়োত্তা। বলছিলাম সাকিব আল হাসানের কথা। দীর্ঘ ১৫ বছরের ক্রিকেটীয় ক্যারিয়ারে ছাড়িয়ে গেছেন বিশ্বের বড় বড় তারকাদের। এখন তার লড়াই সর্বকালের সেরা অলরাউন্ডার হওয়ার।

সর্বকালের সেরা অলরাউন্ডার হওয়ার দৌড়েও নিজেকে এগিয়ে নিয়েছেন সাকিব। এবার ইএসপিএন ক্রিকইনফোর ভারতীয় কলামিস্ট অনন্ত নারায়ন এক বিশ্লেষণধর্মী লেখনিতে সাকিব আল হাসানকে ওয়ানডে ক্রিকেটের সর্বোকালের সেরা অলরাউন্ডারের উপাধি দিয়েছেন।

উপাদান সূচক, ভিত্তি মান ও রেটিং মানের ভিত্তিতে সাকিবকে ওয়ানডের সর্বকালের সেরা অলরাউন্ডার হিসেবে বেছে নিয়েছেন তিনি। ওয়ানডেতে শীর্ষে থাকলেও নারায়নের তালিকায় টেস্টে দুই নম্বরে জায়গা পেয়েছেন সাকিব।

সর্বকালের সেরা অলরাউন্ডারের তালিকা করতে অনন্ত ক্রিকেটারদের ব্যাটিং গড়, ব্যাটিং স্ট্রাইক রেট, বোলিং স্ট্রাইক রেট, বোলিং অ্যাকুরেসি, দলে অবদান, ধারাবাহিকতা, গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে ব্যাটিং-বোলিং, ম্যাচ সেরা পারফরম্যান্স, ওয়ানডেতে প্রতি ম্যাচে গড় পারফরম্যান্স, ক্যারিয়ারের দৈর্ঘ্য নিয়ে বিশ্লেষণ করেছেন। যেখানে প্রতিটি ক্যাটাগরির জন্য আলাদা আলাদা পয়েন্ট ব্যবহার করেছেন তিনি।

গড় সবসময়ই একজন ব্যাটারের রান করার সক্ষমতা প্রমাণ করে। যেখানে অনন্ত ব্যাটিং গড়ের জন্য রেখেছেন ১২৫ পয়েন্ট। যে ব্যাটারদের ব্যাটিং গড় ৫০, তারাই পাবেন পুরো পয়েন্ট। তবে যাদের গড় ৫০ এর নিচে যথারীতি তারা পাবেন এর থেকে কম পয়েন্ট।

ক্রিকেটারদের স্ট্রাইক রেটের ওপর ভিত্তি করে দেওয়া হবে ১২৫ পয়েন্ট। বোলিং স্ট্রাইক রেটের জন্য বোলাররা পাবেন সমান পয়েন্ট। সেক্ষেত্রে বোলারদের স্ট্রাইক রেট হতে হবে ৩০। বোলিং অ্যাকুরেসির জন্যও থাকছে একই পয়েন্ট। ওভার প্রতি ৩.৫ রান দিয়েছেন, এমন বোলাররাই পাবেন পুরো ১২৫ পয়েন্ট। এর চেয়ে কমবেশি হলে উঠানামা হবে পয়েন্টও।

দলের জয় পরাজয়ে অবদান এবং ধারাবাহিকতার জন্যও ক্রিকেটারদের পয়েন্ট দিয়েছেন নারায়ন। এদিক বিবেচনায় তিনি ক্রিকেটারদের পয়েন্ট দিয়েছেন ১২৫। বড় টুর্নামেন্টে ব্যাটিং, বোলিং, ম্যাচ সেরা পারফরম্যান্স, ওয়ানডেতে প্রতি ম্যাচে গড় পারফরম্যান্স, ক্যারিয়ারের দৈর্ঘ্যের জন্য নির্ধারণ করা হয়েছে ৫০ পয়েন্ট করে।

ভারতীয় এই ক্রিকেট বোদ্ধার বিশ্লেষণে সাকিব আল হাসান পেয়েছেন ৭৩৮ পয়েন্ট। তালিকার দুইয়ে থাকা ইংলিশ অলরাউন্ডার অ্যান্ড্রিউ ফ্লিনটফ পেয়েছেন ৬৯১ পয়েন্ট। সর্বকালের সেরা ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় জ্যাক ক্যালিস তিনে, স্যার ভিভিয়ান রিচার্ডস চারে এবং পাঁচে জায়গা পেয়েছেন শেন ওয়াটসন।

ওয়ানডেতে সব কিংবদন্তিদের পেছনে ফেলতে পারলেও টেস্টে স্যার গ্যারি সোবার্সের পেছনেই থাকতে হচ্ছে সাকিবকে। তবে এই তালিকায় দুইয়ে জায়গা করে নেওয়া সাকিব ঠিকই কিংবদন্তি ইমরান খান, ইয়ান বোথাম এবং স্যার রিচার্ড হ্যাডলিকেও পেছনে ফেলেছেন। অনন্তের তালিকায় টেস্টে সাকিব দ্বিতীয় সেরা অলরাউন্ডার হলেও তার প্রশংসায় সাকিবকে ভাসিয়েছেন তিনি।

সাকিব প্রসঙ্গে অনন্ত বলেন, ‘সাকিব প্রমাণ করেছে, টেস্ট অলরাউন্ডারদের তালিকায় প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় স্থানে থাকাটা আকস্মিক কোনো সাফল্য নয়। সে এখন বিভিন্ন ফরম্যাটে শীর্ষ অলরাউন্ডার। ওয়ানডেতে বিশাল ব্যবধানে র‍্যাংকিংয়ে এক নম্বরে অবস্থান করছে।’

ভারতীয় এই কলামিস্ট আরও বলেন, ‘২০১৯ সালে নিষেধাজ্ঞার জন্য সে হয়ত অনেক উঁচুতে থেকে শেষ করেছিল। তবে সে আগের মতোই দুর্দান্তভাবে ফিরে এসেছে এবং সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্স অনবদ্য।

এসএইচ-০৬/১০/২১ (স্পোর্টস ডেস্ক)

কুয়েতে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট চালু

করোনার কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর আজ থেকে কুয়েতে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট চালু হচ্ছে।

এতে কম খরচে যেমন ছুটিতে আটকে পড়া প্রবাসীরা নিজেদের কর্মস্থলে ফিরতে পারবেন, তেমনি প্রবাসীরাও যেতে পারবেন দেশে। এতে খুশি প্রবাসীরা।

কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারলাইন্স আগেই বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট চালু করেছে। কুয়েত সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার পর এবার সরাসরি ফ্লাইট চালু করলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

ফলে এখন থেকে অল্প খরচে কময়ে কুয়েতে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। ফ্লাইট চালুর খবর প্রকাশের পরপরই বিমান বাংলাদেশের অফিসে ভিড় করছেন প্রবাসীরা।

সপ্তাহে রবি ও মঙ্গলবার দু’টি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ। রোববার শতাধিক যাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৫ মিনিটে ঢাকা থেকে কুয়েতের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

এসএইচ-০৫/১০/২১ (আন্তর্জাতিক ডেস্ক)