বিকাল ৩:৪১
শুক্রবার
১৭ ই মে ২০২৪ ইংরেজি
৩ রা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
৯ ই জ্বিলকদ ১৪৪৫ হিজরী
spot_img

জামিন মেলেনি শাহরুখপুত্রের

সম্প্রতি মাদককাণ্ডে গ্রেফতার বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিন আবেদন মঞ্জুর করেননি আদালত। ফলে তাকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) দফতরেই থাকতে হচ্ছে।

এনসিবির আইনজীবীরা দাবি করেন, আরিয়ানের ফোন থেকে প্রামাণ্য নথি পাওয়া গেছে। যে কারণে তদন্তের স্বার্থে তাদের হেফাজতে আরিয়ানকে রাখা প্রয়োজন।

প্রমোদতরীর পার্টি থেকে গত শনিবার আটকের পর সোজা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) দফতরে নিয়ে বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে টানা ১৬ ঘণ্টা জেরা করা হয়।

সোমবার আদালত জানিয়ে দেয়, আগামী ৭ অক্টোবর পর্যন্ত তাকে নিজেদের হেফাজতে রাখবে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

ছেলের পক্ষে আইনি লড়াই চালাতে মুম্বাইয়ের অন্যতম শীর্ষস্থানীয় আইনজীবী সতীশ মানশিণ্ডেকে নিয়োগ দিয়েছেন শাহরুখ খান।

আরিয়ানকে সোমবার বিচার বিভাগীয় হেফাজতে নিয়ে যাওয়ার পরেই তার হয়ে জামিনের আবেদন করেন আইনজীবী সতীশ মানশিণ্ডে।

গ্রেফতারের পর বলা হয়েছিল, এক দিনের জন্য আরিয়ানকে এনসিবির হেফাজতে রাখা হবে। কিন্তু সোমবার সকালে জানা যায়, আদালতের কাছে শাহরুখপুত্রকে আরও কয়েক দিন হেফাজতে রাখার অনুমতি চাইতে পারে এনসিবি।

কারণ হিসেবে বলা হয়, মুম্বাইয়ের মাদকযোগের তদন্তে কিছু তথ্যের জন্য আরিয়ানকে আরও কিছু দিন নিজেদের হেফাজতে রাখতে হবে। সেই মতো এনসিবি আগামী ৭ অক্টোবর পর্যন্ত আরিয়ানকে নিজেদের হেফাজতে রাখবে।

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে গোয়াগামী এক প্রমোদতরীতে তল্লাশি চালান এনসিবি কর্মকর্তারা। পার্টিতে জামাকাপড়ের সেলাই, মেয়েদের ব্যাগের হাতলের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল মাদক। আরিয়ান মাদক লুকিয়ে রেখেছিলেন লেন্স রাখার বক্সে। এরপর আরিয়ানসহ ১১ জনকে আটক করা হয়। তাদের মধ্যে দুজনের নাম মুনমুন ধমেচা ও আরবাজ শেঠ মার্চান্ট।

এসএইচ-১৫/০৪/২১ (বিনোদন ডেস্ক)

ভারতকে রুখে দিল বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দেওয়ার পর সোমবার (৪ অক্টোবর) প্রবল প্রতিপক্ষ ভারতকেও রুখে দিয়েছে লাল-সবুজের জার্সিধারীরা। ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি।

সাম্প্রতিক ফর্ম কিংবা দলীয় শক্তি সব দিক থেকেই বাংলাদেশের চেয়ে এগিয়ে ভারত। তবু প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর আত্মবিশ্বাসটাই দারুণভাবে কাজে লাগালেন জামাল ভূঁইয়ারা। তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে শতভাগ সফল না হলেও, মূল্যবান এক পয়েন্ট ঠিকই আদায় করে নিয়েছে বাংলাদেশ। সুনীল ছেত্রীর গোলে পিছিয়ে পড়লেও, দ্বিতীয়ার্ধে ইয়াসিন আরাফাতের সমতাসূচক গোলে ড্র নিয়েই মাঠ ছেড়েছে অস্কার ব্রুজনের শিষ্যরা।

বাংলাদেশের এ ড্রটা যেন জয়েরই সমানই। কারণ, এদিন পিছিয়ে থেকেই বিরতির পর শুরু করছিল জামাল ভূঁইয়ারা। এরপর মরার ওপর খাড়ার ঘাঁ-এর মতো যোগ হয় বিশ্বনাথ ঘোষের লালকার্ড। তবে শেষমেশ দশ জনের দল নিয়েই সমতায় ফিরে বাংলাদেশ। জামাল ভূঁইয়ার একটি কর্নার থেকে উড়ে আসা বলে ইয়াসিন আরাফাতের দারুণ হেড প্রতিপক্ষের জাল ভেদ করতে ভুল করেনি।

সোমবারের ম্যাচটিতে প্রথম থেকেই দারুণ খেলছিল বাংলাদেশ। আক্রমণ পাল্টা আক্রমণে সুনীল ছেত্রীদের প্রতিরক্ষাব্যুহ কাঁপিয়ে দিচ্ছিল তারা। তবে ম্যাচের বয়স যত বেড়েছে, আক্রমণের ধার তত শানিয়েছে ভারত।

প্রথম সুযোগটা পেয়েছিল বাংলাদেশই। ষষ্ঠ মিনিটে দলীয় কাণ্ডারি জামাল ভূঁইয়ার পাস থেকে বাম পায়ের লং রেঞ্জ শট নিয়েছিলেন ইয়াসিন আরাফাত। কিন্তু সেটি পোস্টের বাম পাস দিয়ে চলে যায় বাইরে। পরে ম্যাচের ২৫ মিনিটের সময় বিপলু আহমেদের ক্রস থেকে পাওয়া বলে ডি-বক্সের মাঝামাঝি দাঁড়িয়ে ডান পায়ের শট নেন জামাল। কিন্তু সেটিও ছিলৎ লক্ষ্যভ্রষ্ট।

ঠিক পরের মিনিটেই গোল হজম করে বাংলাদেশ। ম্যাচের ২৭ মিনিটের মাথায় উদান্ত সিং-এর দুরন্ত পাস থেকে ভারতকে লিড এনে দেন দলীয় কাপ্তান সুনীল ছেত্রী। ১-০ গোলে এগিয়ে যায় ভারত। আন্তর্জাতিক ফুটবলে সুনীলের এটি ৭৬তম গোল।

তবে ভারতের এগিয়ে যাওয়ার পরও গোল শোধে মরিয়া চেষ্টা ছিল বাংলাদেশের। কিন্তু অধরা গোলের দেখা পায়নি তারা। এদিকে, প্রথম গোলের পর ম্যাচের ৩৭ মিনিটের মাথায় আবারও ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল সুনীল ছেত্রীরা। বক্সের বাইরে থেকে দূরপাল্লার একটি শট নেন ভারত কাপ্তান। তবে এ যাত্রায় বলটি বাঁচাতে ভুল করেননি বাংলাদেশের কিপার আনিসুর রহমান জিকো।

বিরতির আগে সমতা ফেরানোর দুর্দান্ত সুযোগ এসেছিল বাংলাদেশ দলের সামনে। সাদ উদ্দিনের পাস ডি-বক্সের মধ্যে ফাঁকায় পেয়েছিলেন বিপলু। কিন্তু তার গোলরক্ষক বরাবর নেওয়া শটে কাজের কাজ কিছুই হয়নি, বেড়েছে হতাশা। ফলে পিছিয়ে থেকেই যেতে হয়েছে বিরতিতে।

বিরতির পর দেড় মিনিটের মাথায় দুই কার্ড খেল বাংলাদেশ। প্রথমে রাকিব হলুদ কার্ড দেখেন, এরপরই বড় দুঃসংবাদ। লাল কার্ড দেখেন বিশ্বনাথ ঘোষ। এমনিতেই এক গোলে পিছিয়ে তার ওপর দশজন নিয়ে খেলতে হয়েছে দলকে। বাংলাদেশ পরপর দুই কার্ড দেখলেও মতিন মিয়াকে ফাউল করেও ভারতের খেলোয়াড়রা কোনো কার্ড না দেখায় প্রশ্ন উঠছে।

এসএইচ-১৪/০৪/২১ (স্পোর্টস ডেস্ক)

দেওয়ালে প্রস্রাব করায় যুবক খুন!

বগুড়ায় গত বৃহস্পতিবার সুমন নামে ছুরিকাঘাতে এক যুবককে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ।

সোমবার দুপুরে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সুমন হত্যার রহস্য তুলে ধরেন।

সুদীপ কুমার চক্রবর্তী জানান, গত ২৯ সেপ্টেম্বর রাত ১০টায় বগুড়া শহরের কানুছগাড়ী ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেনশন সেন্টারের গ্যারেজে ৩ /৪ জন যুবক সুমনকে ছুরিকাঘাতে হত্যা করে।

পরে বাবু নামের এক যুবককে পুলিশ গ্রেপ্তার করে ঘটনার রহস্য উদঘাটন করে। বাবু প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানান তিনি।

পুলিশ সুপার বলেন, ওই রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেনশন সেন্টারের গ্যারেজের দেওয়ালে প্রস্রাব করেছিলেন খাইরুল ইসলাম সুমন।

এ নিয়ে তাদের মধ্যে বাক-বিতণ্ডা হয় এবং পরে তাকে গ্যারেজের ভেতরে নিয়ে উপযুর্পরি ছুরিকাঘাতে হত্যা করা হয়।

এ ব্যাপারে সুমনের বাবা রংপুর পুলিশ সুপার কার্যালয়ের প্রধান সহকারি আব্দুল খালেক বাদী হয়ে বগুড়া সদর থানায় দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত করছে বলেও জানান এসপি।

এসএইচ-১৪/০৪/২১ (উত্তরাঞ্চল ডেস্ক)

নির্বাচন কমিশন কীভাবে গঠন করা হবে, জানালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সার্চ কমিটি করেই নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে। মানুষের আস্থা-বিশ্বাস নিয়েই আওয়ামী লীগ ভোটের মাধ্যমে ক্ষমতায় থাকতে চায়। নির্বাচনকে নির্বাচনের মতো করেই দেখে দলটি।

সোমবার বিকেলে গণভবনে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে অংশগ্রহণ পরবর্তী সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

এ সময় তিনি উল্লেখ করেন, নির্বাচনে কোন দল প্রতিযোগিতা করবে, সে বিষয়ে ভাবে না আওয়ামী লীগ। আদর্শগতভাবে শক্তিশালী রাজনৈতিক প্রতিপক্ষই আসা করে যে কোনো রাজনৈতিক দল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জনগণের কাছাকাছি থাকার জন্য আওয়ামী লীগে সাংগঠনিক কার্যক্রম চলমান থাকবে। দল হিসেবে আওয়ামী লীগ সব সময় দেশ গড়া ও নির্বাচনের প্রস্তুতি, দুটোই একই সাথে চালিয়ে নিয়ে যায়।

নানান রাজনৈতিক দল ও একাত্তরের অপশক্তির ষড়যন্ত্রের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এসব জেনেই এ পথে চলছেন তিনি। যতক্ষণ শ্বাস আছে, ততক্ষণ দেশের জন্য কাজ করে যাবেন।

নিজের ওপর বার বার হত্যাচেষ্টার কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, এতবার মারার চেষ্টা হয়েছে, মরি নাই৷ এটাই তাদের দুঃখ। আগামী বছরের ফেব্রুয়ারিতে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, নিয়ম অনুসারে রাষ্ট্রপতির আদেশে সার্চ কমিটি করেই নতুন নির্বাচন কমিশন গঠিত হবে।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাষ্ট্রপতি সবার সঙ্গে আলোচনা করে সার্চ কমিটি গঠনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করবেন। ‘নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকলে নির্বাচনও নিরপেক্ষ থাকবে’ বলে মন্তব্য করেন তিনি। রোববার (০৩ অক্টোবর) বেলা ১২টায় মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা সেতুর টোল প্লাজায় লিজ দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এদিকে কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ শেষ হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। সাংবিধানিক বাধ্যবাধকতায় দরকার হবে নতুন কমিশন গঠনের। নতুন কমিশনের অধীনেই হবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। পরবর্তী নির্বাচন কমিশন গঠনের এখনো চার মাসের বেশি সময় অবশিষ্ট থাকলেও রাজনৈতিক-অরাজনৈতিক অঙ্গনে এনিয়ে আলোচনা শুরু হয়েছে। নতুন কমিশন গঠনের আগাম প্রস্তুতি হিসেবে কিছু প্রক্রিয়াও শুরু হয়ে গেছে।

সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের নিয়োগকর্তা রাষ্ট্রপতি। ‘সার্চ কমিটি’র সুপারিশের মাধ্যমে বিগত দুটি নির্বাচন কমিশন গঠিত হয়েছে। ওই দুটি কমিশন নিয়োগের আগে রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ আদালতের বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে দুটি সার্চ কমিটি গঠন করেছিলেন। ওই দুটি সার্চ কমিটির সুপারিশে গঠিত হয়েছিল রকিবউদ্দিন কমিশন ও নুরুল হুদা কমিশন।

এসএইচ-১৩/০৪/২১ (ন্যাশনাল ডেস্ক)

আরিয়ানের সঙ্গে গ্রেফতার কে এই মুনমুন?

মাদককাণ্ডে গ্রেফতার হয়েছেন শাহরুখপুত্র আরিয়ান খান। ১৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করেছে ভারতের মাদকবিরোধী সংস্থা (এনসিবি)। এদিকে আরিয়ানের সাথে আলোচিত হচ্ছে আরো একটি নাম। পার্টিতে গিয়ে মাদকসহ আরিয়ানের সাথেই ধরাশায়ী হয়েছেন মুনমুন ধমেচা।

কিন্তু কে এই মুনমুন? তার স্যানিটারি প্যাডে আরিয়ান লুকিয়ে রেখেছিল মাদক। শাহরুখ-তনয়ের সঙ্গে তার ‘গাঢ় বন্ধুত্ব’ নিয়ে ফিসফাস শুরু ইতিমধ্যেই।

জানা গেছে, মধ্য প্রদেশের এক ব্যবসায়ী পরিবারের মেয়ে মুনমুন। পেশায় মডেল। পেশার সূত্রেই বলিউড তারকাদের সঙ্গেও তার ওঠাবসা।

ইনস্টাগ্রামেও বেশ জনপ্রিয় মুনমুন। সেখানে তার অনুগামীর সংখ্যা দশ হাজারেরও কিছু বেশি। ২০১৪ সাল থেকে এই অ্যাপটি তিনি ব্যবহার করছেন। এখনও পর্যন্ত তাঁর পোস্টের সংখ্যা ১৩৪। তবে সেগুলোর মধ্যে কোনও ছবিতেই শাহরুখ-পুত্রের সঙ্গে দেখা যায়নি তাকে।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যে কোনো সময় অভিযান পরিচালনা করা হতে পারে শাহরুখ খানের বাংলো ‘মান্নাত’-এ।। অভিযান চালানোর জন্য গঠন করা হয়েছে বিশেষ টিম।

শাহরুখ পুত্র আরিয়ানের ঘনিষ্ঠ বন্ধু আরবাজ মার্চেন্ট কোথা থেকে মাদক পেতেন তার সন্ধানও পেয়ে গেছে এনসিবি। এখনো বিভিন্ন স্থানে এনসিবির অভিযান চলছে। আরো অনেকে গ্রেফতার হওয়ার আশঙ্কা আছে বলেও জানা গেছে।

শনিবার গ্রেফতার হওয়া আরিয়ান খান জানিয়েছেন গত ৪ বছর তিনি নিয়মিত মাদক সেবন করেন। গ্রেফতার হওয়ার পর সোমবার বাবার সঙ্গে ২ মিনিট কথা বলার সুযোগ পান আরিয়ান। এ সময় বাবাকে দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। মাদককাণ্ডে গ্রেফতার হওয়ার পর এটাই ছিল পিতা-পুত্রের প্রথম দেখা।

শাহরুখের ছেলেকে ‘নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস’ (এনডিপিএস)-আইনের আওতায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারি পরোয়ানায় লেখা রয়েছে, ৩০ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি এবং নগদ ১ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার হয়েছে মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরীর টার্মিনালে।

শনিবার রাতে মুম্বাইয়ের কর্ডেলিয়া নামে একটি প্রমোদতরীতে এক পার্টিতে অংশ নিয়েছিলেন আরিয়ান। সেখান থেকে তাকে আটক করে মাদকবিরোধী সংস্থা এনসিবি। এদিন রাত থেকে টানা জিজ্ঞাসাবাদ করা হয় আরিয়ানকে। ১৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অবশেষে প্রমোদতরীতে মাদক নেওয়ার কথা স্বীকার করেন আরিয়ান।

আরিয়ান অনুশোচনা প্রকাশ করে জানিয়েছেন, মাদক সেবন করে তিনি ভুল করেছেন। এর আগে কখনো এমন কিছু করেননি তিনি। ইতোমধ্যেই ছেলের জন্য বিখ্যাত আইনজীবী সতীশ মানশিণ্ডেকে নিয়োগ করেছেন শাহরুখ। সতীশের প্রতিনিধিরা এনসিবির দফতরে পৌঁছে গিয়েছেন।

এনসিবি সূত্রে জানা যাচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে শাহরুখপুত্রের হোয়াটসঅ্যাপ চ্যাট। তিনি কাদের সঙ্গে কথা বলতেন, যোগাযোগ রাখতেন— এসব কিছুই এখন আতশকাচের নিচে। কোনো মাদকচক্রের সঙ্গে তিনি যুক্ত কি না, তা-ও জানার চেষ্টা চলছে। বন্ধুদের বিভিন্ন গ্রুপে কী ধরনের আলোচনা করতেন তিনি, তা-ও এখন নজরে তদন্তকারীদের। বেশ কয়েক ঘণ্টা জেরার মধ্যেই আরিয়ান স্বীকার করে নেন, তিনি মাদক নিয়েছেন।

এনসিবির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, শনিবার রাতে মুম্বাই থেকে গোয়ার উদ্দেশে একটি বিলাসবহুল ক্রুজ যাত্রা করে। যাত্রীর ছদ্মবেশে কর্ডেলিয়া নামে বিলাসবহুল ওই ক্রুজে যাত্রা করেন তারাও। ক্রুজ মুম্বাই থেকে ছাড়ার কিছুক্ষণের মাঝেই শুরু হয় পার্টি।

এনসিবির কাছে খবর ছিল, মাঝ সমুদ্রে কর্ডেলিয়াতে পার্টি হবে এবং সেখানে মাদক সেবন করা হবে। পার্টির মাঝপথে অনেকেই যখন মাদক সেবনে টালমাটাল অবস্থা ঠিক সেই অবস্থাতেই হাতেনাতে ধরে ফেলেন এনসিবির সদস্যরা।

বাজেয়াপ্ত হয় প্রচুর টাকার নিষিদ্ধ মাদক। তার মধ্যে কোকেন, হাশিশ, এমডিএমএর মতো মাদকও রয়েছে। অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেন এনসিবির সদস্যরা।

আটক হওয়া সেই ১০ জনের মধ্যেই ছিলেন শাহরুখপুত্র আরিয়ান খান। শুধু বলিউড নয়, ফ্যাশন জগতের অনেকেই উপস্থিত ছিলেন সেখানে।

গত বছর ভারতীয় সুপারস্টার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মধ্য দিয়ে বেরিয়ে আসে তারকামহলে মাদক সেবনের কাহিনী। বাদ ছিলেন না সুশান্তও। এরপরেই মাদককাণ্ডে উঠে আসতে থাকে একের পর এক নাম। জেরার মুখে পড়তে হয় দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, রাকুলপ্রীতসহ আরো খ্যাতিমান তারকাদের। সুশান্তের মৃত্যুর পর থেকে এনসিবি যথেষ্ট তৎপর তাদের কাজের প্রতি।ৎ

এসএইচ-১২/০৪/২১ (বিনোদন ডেস্ক)

যেকোনো সময় শাহরুখের বাড়িতে পুলিশের অভিযান!

মাদককাণ্ডে আটক শাহরুখপুত্র আরিয়ান খানকে ১৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করেছে ভারতের মাদকবিরোধী সংস্থা (এনসিবি)। এসবের ধারাবাহিকতায় এবার এনসিবি অভিযান চালাতে পারে শাহরুখ খানের বাংলো ‘মান্নাত’-এ।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যে কোনো সময় এ অভিযান পরিচালনা করা হতে পারে। অভিযান চালানোর জন্য গঠন করা হয়েছে বিশেষ টিম।

এদিকে শাহরুখপুত্র আরিয়ানের ঘনিষ্ঠ বন্ধু আরবাজ মার্চেন্ট কোথা থেকে মাদক পেতেন তার সন্ধানও পেয়ে গেছে এনসিবি। এখনো বিভিন্ন স্থানে এনসিবির অভিযান চলছে। আরো অনেকে গ্রেফতার হওয়ার আশঙ্কা আছে বলেও জানা গেছে।

শনিবার গ্রেফতার হওয়া আরিয়ান খান জানিয়েছেন, গত ৪ বছর তিনি নিয়মিত মাদক সেবন করেন। গ্রেফতার হওয়ার পর সোমবার বাবার সঙ্গে ২ মিনিট কথা বলার সুযোগ পান আরিয়ান। এ সময় বাবাকে দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। মাদককাণ্ডে গ্রেফতার হওয়ার পর এটাই ছিল পিতা-পুত্রের প্রথম দেখা।

শাহরুখের ছেলেকে ‘নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস’ (এনডিপিএস)-আইনের আওতায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারি পরোয়ানায় লেখা রয়েছে, ৩০ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি এবং নগদ ১ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার হয়েছে মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরীর টার্মিনালে।

শনিবার রাতে মুম্বাইয়ের কর্ডেলিয়া নামে একটি প্রমোদতরীতে এক পার্টিতে অংশ নিয়েছিলেন আরিয়ান। সেখান থেকে তাকে আটক করে মাদকবিরোধী সংস্থা এনসিবি। এদিন রাত থেকে টানা জিজ্ঞাসাবাদ করা হয় আরিয়ানকে। ১৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অবশেষে প্রমোদতরীতে মাদক নেওয়ার কথা স্বীকার করেন আরিয়ান।

আরিয়ান অনুশোচনা প্রকাশ করে জানিয়েছেন, মাদক সেবন করে তিনি ভুল করেছেন। এর আগে কখনো এমন কিছু করেননি তিনি। ইতোমধ্যেই ছেলের জন্য বিখ্যাত আইনজীবী সতীশ মানশিণ্ডেকে নিয়োগ করেছেন শাহরুখ। সতীশের প্রতিনিধিরা এনসিবির দপ্তরে পৌঁছে গিয়েছেন।

এনসিবি সূত্রে জানা যাচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে শাহরুখপুত্রের হোয়াটসঅ্যাপ চ্যাট। তিনি কাদের সঙ্গে কথা বলতেন, যোগাযোগ রাখতেন— এসব কিছুই এখন আতশকাচের নিচে। কোনো মাদকচক্রের সঙ্গে তিনি যুক্ত কি না, তা-ও জানার চেষ্টা চলছে। বন্ধুদের বিভিন্ন গ্রুপে কী ধরনের আলোচনা করতেন তিনি, তা-ও এখন নজরে তদন্তকারীদের। বেশ কয়েক ঘণ্টা জেরার মধ্যেই আরিয়ান স্বীকার করে নেন, তিনি মাদক নিয়েছেন।

এনসিবির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, শনিবার রাতে মুম্বাই থেকে গোয়ার উদ্দেশে একটি বিলাসবহুল ক্রুজ যাত্রা করে। যাত্রীর ছদ্মবেশে কর্ডেলিয়া নামে বিলাসবহুল ওই ক্রুজে যাত্রা করেন তারাও। ক্রুজ মুম্বাই থেকে ছাড়ার কিছুক্ষণের মাঝেই শুরু হয় পার্টি।

এনসিবির কাছে খবর ছিল, মাঝ সমুদ্রে কর্ডেলিয়াতে পার্টি হবে এবং সেখানে মাদক সেবন করা হবে। পার্টির মাঝপথে অনেকেই যখন মাদক সেবনে টালমাটাল অবস্থা ঠিক সেই অবস্থাতেই হাতেনাতে ধরে ফেলেন এনসিবির সদস্যরা।

বাজেয়াপ্ত হয় অনেক টাকার নিষিদ্ধ মাদক। তার মধ্যে কোকেন, হাশিশ, এমডিএমএর মতো মাদকও রয়েছে। অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেন এনসিবির সদস্যরা।

আটক হওয়া সেই ১০ জনের মধ্যেই ছিলেন শাহরুখপুত্র আরিয়ান খান। শুধু বলিউড নয়, ফ্যাশন জগতের অনেকেই উপস্থিত ছিলেন সেখানে।

গত বছর ভারতীয় সুপারস্টার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মধ্য দিয়ে বেরিয়ে আসে তারকামহলে মাদক সেবনের কাহিনী। বাদ ছিলেন না সুশান্তও। এরপরেই মাদককাণ্ডে উঠে আসতে থাকে একের পর এক নাম। জেরার মুখে পড়তে হয় দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, রাকুলপ্রীতসহ আরো খ্যাতিমান তারকাদের। সুশান্তের মৃত্যুর পর থেকে এনসিবি যথেষ্ট তৎপর তাদের কাজের প্রতি।

এসএইচ-১১/০৪/২১ (বিনোদন ডেস্ক)

টিকা তৈরির জন্য বাংলাদেশ প্রস্তুত: প্রধানমন্ত্রী

মহামারিতে কিছু শ্রেণি আছে তারা তাদের আর্থিক লাভ লোকসানটার দিকে যতবেশি তাকায়, ঠিক মানুষের দিকে অত তাকায় বলে আমার মনে হয় না। এটা শুধু আমার দেশে বলে না, আন্তর্জাতিক পর্যায়েও এটা আমরা লক্ষ্য করি। যে কারণে এটাকে (টিকা) আমি সার্বজনীন করার জন্য বলেছি। শুধু তাই না, আমি এটাও বলেছি বাংলাদেশ টিকা তৈরি করতে প্রস্তুত।

সোমবার বিকেল ৪টায় গণভবনে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে করোনার টিকাকে সার্বজনীন করা প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ইতোমধ্যে ১০ একর জায়গা নিয়ে রেখেছি। সার্বিক ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী ইতোমধ্যে গাভির (টিকা বিষয়ক আন্তর্জাতিক জোট) সঙ্গে আলোচনা করেছে, ডব্লিউএইচও’র সঙ্গে আলোচনা করেছি। আমরা বলেছি আমরা ফুলা চাই। আমরা সিড চাই এবং আমরা বাংলাদেশে এটা (টিকা তৈরি) প্রস্তুত করতে পারবো।

বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণের সাফল্য প্রসঙ্গে তিনি বলেন, আমি এইটুকু বলবো যে বাংলাদেশ, হ্যাঁ আমরা চেষ্টা করেছি। আমি বাংলাদেশের মানুষের কাছে কৃতজ্ঞ এই কারণে যে, যখনই আমরা আহ্বান করেছি যে, করোনা মোকাবিলা করার জন্য যা যা করণীয় তারা যেন সেটা পালন করে। অনেক সময়, প্রথমদিকে দ্বিধা-দ্বন্দ্ব ছিল। কিন্তু এখন সবাই অন্তত সেটা মেনে চলে। মেনে চললে পরে, এমনকি টিকা নেওয়ার পরও কিন্তু মাস্কটা পরে রাখা বা একটু দূরত্ব রাখা বা হাতট পরিষ্কার রাখা। এটা কিন্তু করা উচিত। এটা করতে হবে। এটা করলে পরে আরও অনেকটা এগোতে পারব।

শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদান এবং বিভিন্ন উচ্চপর্যায়ের ইভেন্টে অংশগ্রহণের জন্য গত ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করেন। পরে ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে অবস্থান শেষে ১ অক্টোবর দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

এসএইচ-১০/০৪/২১ (ন্যাশনাল ডেস্ক)

জেসিবি মেশিনে চড়ে বিয়ে!

মাটি খুঁড়ছে জেসিবি মেশিন। গত বছর করোনার সময়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল সেই ভিডিও। ‘জেসিবি কি খুদাই’ নামে একাধিক ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছিল।

এমনকী জেসিবি মেশিনে চড়ে বিয়ে সারতেও দেখা গেছে। এবার সামনে এল সেরকমই একটি ছবি। যেখানে নবদম্পতি বিয়ে সেরে গাড়ি নয়, জেসিবি মেশিনে চড়ে ফিরলেন বাড়ি।

শুনতে অবাক লাগলেও সম্প্রতি পাকিস্তানে সামনে এসেছে এমনই এক দৃশ্য। যেখানে ফুল দিয়ে সাজানো হয়েছে জেসিবি মেশিন। তার সামনে দাঁড়িয়ে বাড়ি ফিরছেন নববধূ-বর। আর সামাজিক মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হতেই অবাক হয়ে যান নেটিজেনরা।

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানি সাংবাদিক গুলাম আব্বাস শাহ নিজের টুইটার হ্যান্ডেলে ওই ভিডিওটি পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে বিয়ের পর, নবদম্পতি জেসিবির সামনে দাঁড়িয়েই বিয়ের পর বাড়ি ফিরছেন। তাদের পায়ের কাছে রাখা বক্সে বাজছে বলিউডি ছবির গান।

এমনকী সেখানে ওই দম্পতির বসার জায়গাও ছিল। যদিও তারা পুরো রাস্তায় দাঁড়িয়েই ছিলেন।

জানা গেছে, ওই নবদম্পতি পাকিস্তানের হুঞ্জা ভ্যালির বাসিন্দা। এরপর ভিডিওতে দেখা গেছে, গন্তব্যে পৌঁছনোর পর ওই নবদম্পতি বাড়ির লোক বাজিও ফাটান।

এদিকে ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই সেটি দেখে বেশ মজাও করেছেন। কেউ কেউ তাদের এই অভিনব যাত্রার প্রশংসাও করেছেন।

এসএইচ-০৯/০৪/২১ (অনলাইন ডেস্ক)

ভাতিজার হাতে চাচা খুন

হবিগঞ্জের বানিয়াচংয়ে ভাতিজার ফিকলের আঘাতে সাহাবুদ্দিন নামে এক প্রবাসী নিহত হয়েছেন। সোমবার উপজেলার যাত্রাপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, যাত্রাপাশা গ্রামের ইরফান উল্লার ছেলে সাহাবুদ্দিন জীবিকার প্রয়োজনে ওমানে কাজ করতেন। সম্প্রতি তিনি দেশে আসেন।

সোমবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার ভাতিজা আনোয়ারের সাথে বাক বিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে আনোয়ার উত্তেজিত হয়ে ফিকল এনে চাচার বুকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সাহাবুদ্দিন।

পরে গুরুতর আহত অবস্থায় বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে আনোয়ার পলাতক রয়েছে। সে যাত্রাপাশা গ্রামের হারুন মিয়ার ছেলে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান হোসেন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটেছে। হত্যাকারীর বয়সও অনেকটা কম। পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চালাচ্ছে।

নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

এসএইচ-০৮/০৪/২১ (আঞ্চলিক ডেস্ক)

সরকারিভাবে সৌদি যেতে যশোরে চাকরি মেলা

দেশের জনগোষ্ঠেীকে জনশক্তিতে রূপান্তরিত করতে যশোর অঞ্চলের এক হাজার জনকে সৌদিআরবে কাজের সুযোগ করে দিচ্ছে সরকার। এ উপলক্ষে সোমবার যশোর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে।

দিনভর সাক্ষাৎকার গ্রহণ শেষে আজই বিদেশগামীদের নির্বাচিত করা হয়। রিক্রুটিং এজেন্সি ম্যাক্স ম্যানেজমেন্ট এন্ড সার্ভিসেস এই মেলার আয়োজন করে।

মেলা সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকাল ৯টা থেকে শুরু হওয়ায় চাকরি মেলায় যশোর জেলার আট উপজেলার প্রশিক্ষত এবং অপ্রশিক্ষত যুবকরা অংশ নেন। এই মেলায় নির্বাচিতরা সৌদি আরবে থাকা খাওয়ার সুবিধা এবং ওভারটাইমের সুযোগসহ ৭০০ রিয়াল বেতনে ক্লিনার পদে নিয়োগ পাবেন।

এদিকে কেবলমাত্র সাক্ষৎকারের মাধ্যমে অল্প খরচে বিদেশ যাওয়ার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন চাকরি মেলায় আসা যুবকরা।

যশোর শহরের রেলগেট এলাকা থেকে আসা সোলাইমান হোসেন বলেন, আমি চায়ের দোকান চালাই। সরকারিভাবে বিদেশে লোক পাঠানোর খবর শুনে আজ এখানে এসেছি। স্যাররা ইন্টারভিউ নিয়ে আমাকে ইয়েস কার্ড দিয়েছেন। আমি খুব খুশি।

চৌগাছা উপজেলা থেকে আসা হাবিবুর রহমান বলেন, আমি আগেও বিদেশ খেটেছি। করোনার কারণে দেশে ফিরে আসি। সরকারিভাবে সৌদি যাবার সুযোগ নিতে আজকে ইন্টারভিউ দিয়েছি। আমি ইয়েস কার্ড পেয়েছি। আশা করছি দ্রুতই যেতে পারব।

শার্শা উপজেলা থেকে আসা ইমরান হোসেন বলেন, আমি অনার্স পড়ছি। সংসারে অভাব অনটনের কারণে বিদেশে যেতে চাইছিলাম। এর মধ্যে সরকারিভাবে সৌদি আরব যাওয়ার নিয়োগ বিজ্ঞপ্তি দেখে এসেছি। ইয়েস কার্ড পেয়েছি। আশাকরি দ্রুত বিদেশ গিয়ে সংসারের হাল ধরতে পারব।

মণিরামপুর উপজেলা থেকে আসা সাব্বির হোসেন বলেন, আমি লেদমিস্ত্রি। যে আয় হয় তা দিয়ে সংসার চালিয়ে ছেলে মেয়ের লেখাপড়ার খরচ টানা কষ্ট হয়ে যায়। শুনলাম সরকার কম টাকায় সৌদি আরবে লোক পাঠাবে। আমার পাসপোর্ট আছে। এ জন্য আজ এ চাকরি মেলায় এসেছি। অল্পকিছু প্রশ্ন করে আমাকে ইয়েস কার্ড দিয়েছে। আমি ভাবতেও পারেনি এত সহজে কম টাকায় বিদেশে যেতে পারব। সব ঠিকঠাক থাকলে সংসারে স্বচ্ছলতা আনতে পারব বলে আশা করছি।

খুলনা থেকে আগত জাকির হোসেন বলেন, আমি বিএ পড়ছি। আর্থিক টানাপোড়েনের কারণে বিদেশ যেতে চাইছি। জানতাম আজ যশোর জেলার লোকজন নেওয়া হবে। তারপরও প্রয়োজনের কারণে এসেছি। এখানকার স্যাররা আমার সাক্ষাৎকার নিয়ে আমাকে ইয়েস কার্ড দিয়েছেন। এতে আমি খুব খুশি।

এদিকে, মঙ্গলবার বিকেল টায় মেলা শেষে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক নির্বাচিতদের হাতে ইয়েস কার্ড তুলে দেন।

যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সাজ্জাদ হোসেন ভুইঁয়া জানিয়েছেন, আজকে নির্বাচিতরা দালালমুক্তভাবে সরকার নির্ধারিত এক লাখ ৬৫ হাজার টাকা খরচ দিয়ে বিদেশে যেতে পারবেন। পাসপোর্ট ও টিকা নেওয়া থাকলে আগামী এক মাসের মধ্যে তারা সৌদি আরবে যাবেন।

এসএইচ-০৭/০৪/২১ (আঞ্চলিক ডেস্ক)