রাত ৯:১০
শুক্রবার
৩ রা মে ২০২৪ ইংরেজি
২০ শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
২৪ শে শাওয়াল ১৪৪৫ হিজরী
spot_img

পাকিস্তানের জন্য দুঃসংবাদ

এক প্রকার নাটকীয়ভাবেই পাকিস্তানের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন মোহাম্মদ আমির। প্রথমবার ঘোষিত বিশ্বকাপ দলে সুযোগ না পেলেও পরিবর্তিত দলে নিজের জায়গা পাকা করেন এই পেসার। তবে বিশ্বকাপে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার খেলা নিয়ে শঙ্কায় রয়েছে পাকিস্তান।

পাকিস্তানের অন্যতম সংবাদমাধ্যম জিও নিউজের সূত্রমতে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার জন্য এখনো ফিট নন আমির। আর এই কথা তিনি নিজেই জানিয়েছেন হেড কোচ মিকি আর্থারকে। বাঁহাতি এই পেসারের কথা শুনে প্রথম ম্যাচে তাকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্টও।

প্রথমে বিশ্বকাপ দলে না থাকলেও ইংল্যান্ড সিরিজে দলে ছিলেন আমির। কিন্তু চিকেন পক্স ভাইরাসের আক্রমনের কারণে পাঁচ ম্যাচের মধ্যে মাত্র দুটি খেলতে পেরেছেন এই বোলার। কিন্তু সেখানে কোন আশাজনক পারফরমেন্স করতে পারেননি তিনি।

তাই শঙ্কা জেগেছিল শেষ পর্যন্ত পাকিস্তানের বিশ্বকাপ দলে জায়গা পাবেন কিনা। তবে ভাগ্য খুলে যায় ইংল্যান্ড সিরিজে ফাহিম আশরাফের বাজে পারফরমেন্সের কারণে। তাই অভিজ্ঞতার বিচারে তার পরিবর্তে দলে সুযোগ পান এই বাঁহাতি পেসার।

পাকিস্তানের হয়ে এখনো পর্যন্ত ৫১টি ম্যাচ খেলে ৬০টি উইকেট লাভ করেছেন আমির। ভারতের বিপক্ষে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তার আগুন ঝড়ানো বোলিংয়ে শিরোপা জেতে পাকিস্তান। বিশ্বকাপের আগে তেমন একটা ফর্মে না থাকলেও তার ভাল পারফরম্যান্সের আশায় বুক বাঁধছেন পাকিস্তানি সমর্থকরা।

এসএইচ-১৯/৩০/১৯ (স্পোর্টস ডেস্ক)

বাংলাদেশি হিসেবে সেরাদের তালিকায় আরজে তাজ

প্রতিবছর নিউইয়র্কে অনুষ্ঠিত হয় রেডিও ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড। পৃথিবীর উল্লেখযোগ্য রেডিও অনুষ্ঠান এবং রেডিওর সাথে সংশ্লিষ্ট কলাকুশলীদের মধ্য থেকে বাছাই করে দেয়া হয় এই বিশেষ অ্যাওয়ার্ড।

এবারে ‘নিউইয়র্ক ফেস্টিভ্যাল রেডিও অ্যাওয়ার্ড-২০১৯’-এ প্রথমবারের মতো বাংলাদেশ থেকে রেডিও স্পাইস এফএম তিনটি ক্যাটাগরিতে মনোনিত হয়েছে।

আর প্রতিষ্ঠানটির সিইও তাসনিম বর্ষা ইসলাম (আরজে তাজ) প্রথম বাংলাদেশি হিসেবে সেরা ডিজিটাল রেডিও ব্যক্তিত্ব হিসেবে মনোনিত হলেন।

প্রতিবছরের মতো এবারও আগামী ২৪ জুন নিউইয়র্কে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে নিউইয়র্ক ফেস্টিভাল রেডিও অ্যাওয়ার্ড-২০১৯। সেখানেই মনোনিতদের হাতে তুলে দেয়া হবে সেরাদের পুরস্কার।

এখানে মনোনিত হয়ে আরজে তাজ বৃহস্পতিবার বলেন, ‘নিউইয়র্ক ফেস্টিভ্যাল রেডিও অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়ে আমি অনেক খুশি। প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে এই অঙ্গনে কিছু যুক্ত করতে পারলে খুব ভালো লাগবে।’

এসএইচ-১৮/৩০/১৯ (বিনোদন ডেস্ক)

দ. আফ্রিকাকে ৩১২ রানের টার্গেট ইংল্যান্ডের

ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসর বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। প্রথমদিন লন্ডনের কেনিংটন ওভালে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

এদিন আগে আগে ব্যাট করে বেন স্টোকসের ব্যাটিংয়ের উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৩১১ রান করে ইংল্যান্ড। ফলে জয়ের জন্যে ৩১২ রান করতে হবে দক্ষিণ আফ্রিকাকে।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ব্যাট করতে নেমে খানিকটা বেগ পেতে হয়েছিল স্বাগতিক ইংল্যান্ডকে। দ্রুত সময়ের মধ্যে তিন উইকেট তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

বিশেষ করে জো রুট ও জেসন রয়ের জোড়া হাফ সেঞ্চুরির পর আউট হয়ে যাওয়া রানের চাকা অচল হওয়ার সম্ভাবনা দেখা দেয়। তবে ইংলিশ শিবিরে সেই শঙ্কা কাটিয়ে তোলেন দলীয় অধিনায়ক মরগান।

বেন স্টোকসের সঙ্গে জুটি বেধে তার যোগ করা ৫৭ রান দলকে দুইশ রান পূর্ণ করতে সহায়তা করে। মরগানের আউটের পর জস বাটলার যোগ দেন স্টোকসের সঙ্গে। এ সময় স্টোকসও দেখা পান হাফ সেঞ্চুরির।

বিশ্বকাপের প্রথম বল এর আগে কখনোই কোনো স্পিনারকে দিয়ে করাননি কোনো অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডু প্লেসি লেগ স্পিনার ইমরান তাহিরকে দিয়ে বোলিং শুরু করিয়ে জন্ম দিলেন এই ইতিহাসের।

শুরুর ধাক্কা কাটিয়ে দলকে খেলায় ফিরিয়ে নিয়ে আসেন জেসন রয় ও জো রুট। দ্বিতীয় উইকেট জুটিতে তাড়া ১০৬ রান করে দলকে চালকের আসনে বসান। জোড়া ফিফটি করে মাত্র ৪ রানের ব্যবধানে দুজনেই সাজঘরে ফিরে যান।

ইংল্যান্ড বিশ্বকাপে প্রথম উইকেটটি তুলে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির। ইনিংসের দ্বিতীয় বলে ইংলিশ ওপেনার জনি বেয়ারস্ট্রোকে ককের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে ফিরিয়ে তিনি এ সাফল্য পান।

এরপর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে জেসন রয়কে সাজঘরে ফেরান আন্দিল ফেহলুকাওয়ো। তার বলে ফাফ ডু প্লেসিসের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন রয়। তার আগে ওয়ানডে ক্যারিয়ারের ১৫তম ফিফটি তুলে নেন তিনি।

জেসন রয়ের বিদায়ের পর চার রানের ব্যবধানে ফেরেন জো রুট। কাগিসো রাবাদার বলে জেপি ডুমিনির হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তার আগে ৫৯ বলে ৫টি চারের সাহায্যে ৫১ রান করে। ওয়ানডে ক্যারিয়ারে এটা তার ৩১তম ফিফটি। এর আগে ওয়ানডেতে ১৪টি সেঞ্চুরি করেছেন ইংল্যান্ডের এ টেস্ট অধিনায়ক।

ইয়ন মরগান ও বেন স্টোকসের অনবদ্য ব্যাটিং। ১ উইকেটে ১০৭ রান করা ইংল্যান্ড এরপর ৪ রানের ব্যবধানে হারায় দুই উইকেট। ১১১ রানে তিন ব্যাটসম্যানের বিদায়ের পর দায়িত্বশীল ব্যাটিং করেন মরগান ও স্টোকস। তাদের ব্যাটিং কল্যাণে পরপর দুই উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যাওয়া ইংল্যান্ড খেলায় ফিরে।

চতুর্থ উইকেটে ১০৬ রানের জুটি গড়েন তারা। জোড়া ফিফটি তুলে নেন মরগান ও বেন স্টোকস। ক্যারিয়ারের ৪৬তম ফিফটি তুলে নেয়ার পর ইমরান তাহিরের দ্বিতীয় শিকারে পরিনত হন ইংল্যান্ড অধিনায়ক মরগান। তার আগে ৬০ বলে চারটি চার ও তিনটি ছক্কায় ৫৭ রান করেন।

এসএইচ-১৭/৩০/১৯ (স্পোর্টস ডেস্ক)

রাজনীতিবিদ হিসেবে মোদির সুবিধা ও অসুবিধা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৩ মে যে বড় ধরনের বিজয় পেয়েছেন, সেখানে উদীয়মান একটি দেশের জাতীয়তাবাদের শক্তির বহিপ্রকাশ ঘটেছে। এই ধরনের মানসিকতাই ভোটারদেরকে মোদিকে পুনরায় নির্বাচিত করতে প্রলুব্ধ করেছে। সাওথ এশিয়া মনিটর

মোদির বিজয়ের পেছনে শক্তিশালী রাজনীতিবিদ হিসেবে তার ইমেজ যথেষ্ট ভ‚মিকা রেখেছে। ভারতের একজন শক্তিশালী রাজনীতিবিদের খুবই প্রয়োজন। দ্রুত উন্নয়নের আকাঙ্ক্ষার কারণে উদ্বেগের মধ্যে আছে দেশ। ১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীন হওয়ার পর থেকেই স্বল্প সময়ের মধ্যে ভারতকে উন্নত দেশের পর্যায়ে উন্নীত করার বিরাট স্বপ্নে বিভোর হয়ে আছে ভারতীয়রা।

ভারতের জনগণের বড় অংশই তরুণ। ভারতের জনসংখ্যার ৬০ শতাংশের বেশি হলো ৩৫ বছরের কম বয়সী। সাধারণ নির্বাচনে এবার যে ৮০ মিলিয়ন নতুন ভোটার ছিল, তাদের বড় অংশই তরুণ, যারা মাত্র তাদের ভোটাধিকার পেয়েছে।
এই তরুণ জনগোষ্ঠী তাদের প‚র্বপুরুষদের চেয়ে আধুনিকতাকে বেশি বোঝে এবং ভারতের আধুনিকায়নের জন্য তাদের মধ্যে আবেগও বেশি।

তরুণ জনগোষ্ঠী থেমে যেতে জানে না, তারা পরিবর্তনে সাহায্য করবে, যেটা ভারতের আশার জায়গা। এই জনগোষ্ঠি গভীরভাবে জাতীয়তাবাদে, বিশেষ করে হিন্দু জাতীয়তাবাদে উদ্দীপ্ত।

অন্যদিকে, ৬৮ বছর বয়সী শক্তিশালী প্রধানমন্ত্রী মোদি তার দ্বিতীয় মেয়াদের পাঁচ বছরে আরেকটি চ্যালেঞ্জের মুখোমুখি হবেন সেটা হলো কিভাবে পাকিস্তানের সাথে সম্পর্কের উন্নয়ন হবে ভারতের।

দুটো সমস্যা রয়েছে চীনের সাথে সংশ্লিষ্ট। অর্থনীতিকে উন্মুক্ত করে দিলে এবং সব রাজ্যের মধ্যে নীতির সমন্বয়ের মাধ্যমে অর্থনীতি ও চীনের সাথে বাণিজ্য সহযোগিতা গতিশীল হবে, বিশেষ করে যেখানে কিছু চীনা কোম্পানি বৈশ্বিক বাণিজ্যের সুযোগ খুঁজছে। পাকিস্তানের সাথে জটিল সম্পর্কের কারণে চীনকে সবসময়ই ভিন্ন চোখে দেখেছে ভারত, যেটা অর্থনীতি ও বাণিজ্য সহযোগিতাকে ব্যাহত করেছে। চীনের প্রস্তাবিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভেও অংশ নেয়নি ভারত।

বৃহৎ দৃষ্টিকোণ থেকে দেখলে মোদি এজন্য বিজয়ী হননি যে, পাঁচ বছর আগের দেয়া প্রতিশ্রুতিগুলো তিনি পূরণ করেছেন, বিশেষ করে উন্নয়ন, কর্মসংস্থানের ব্যাপারে দেয়া প্রতিশ্রুতিগুলো প‚রণ হয়নি। বরং নির্বাচনের সময় নিরাপত্তা কার্ড খেলে এই বিজয় পেয়েছেন তিনি।

এসএইচ-১৬/৩০/১৯ (অনলাইন ডেস্ক)

মা ছেলে হয়েও লোকসভায় পাশাপাশি বসছেন না

বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনী ফের এমপি হয়েছেন। লোকসভা নির্বাচনে জয়ের পর আবারও সংসদে দেখা যাবে অভিনেত্রী থেকে রাজনীতির আঙিনায় পা রাখা হেমাকে। যদিও রাজনীতির আঙিনায় তাঁকে এখন সিনিয়রই বলা যায়। আনন্দবাজার

অন্যদিকে হেমার সৎছেলে সানি দেওলও গুরুদাসপুর থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। দু’জনেই বিজেপির হয়ে নির্বাচনে লড়েছেন, জিতেওছেন। কিন্তু সংসদে তাঁরা কখনওই বসবেন না পাশাপাশি। কিন্তু কেন? তবে কি ব্যক্তিগত সম্পর্কের কোনও আঁচ কি পড়তে চলেছে সংসদে?

আসলে হেমা যেহেতু এর আগেও সাংসদ পদে নির্বাচিত হয়েছেন, তাই সিনিয়রিটির দিক থেকে মাঝখানের সারিতে বসার কথা হেমার। অন্য দিকে, সানি রাজনীতির আঙিনায় একেবারেই নতুন। তাই পিছনের সারিতে থাকবেন তিনি।

সংসদে নির্বাচিত প্রতিনিধিদের প্রত্যেকের জন্য বরাদ্দ থাকে নির্দিষ্ট আসন। কক্ষের স্পিকারের ডান দিকের আসনে থাকে শাসক দল বা জোটসঙ্গীদের জন্য বরাদ্দ আসন। বাঁ দিকে থাকে বিরোধী দল থেকে নির্বাচিতদের আসন।

ডানদিকের সামনের সারিতে থাকেন প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, সিনিয়র নেতারা। বাঁ দিকের প্রথমের সারিতে বসেন বিরোধী দলের বরিষ্ঠ নেতারা। ডেপুটি স্পিকার বসেন ওই সারিতেই। দু’ দিকের মাঝখানের সারিও সিনিয়রিটির ভিত্তিতেই। শেষ দুই বেঞ্চ নতুন সাংসদদের জন্য বরাদ্দ থাকে যদি না তাঁদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়।

এসএইচ-১৫/৩০/১৯ (বিনোদন ডেস্ক)

রাজশাহীতে বড় ভাইয়ের পরোয়ানায় জেল খাটছে ছোটভাই

রাজশাহীতে বড় ভাইয়ের পরোয়ানায় জেল খাটছে সজল মিয়া (৩৪) নামের এক ব্যক্তি। পুলিশ তাকে বড়ভাই সেলিম ওরফে ফজল মিয়া হিসেবে গ্রেফতারের পর আদালতে তোলে। পরে আদলত তাকে জেলহাজতে পাঠান।

সজল মিয়া ছোটবনগ্রাম পশ্চিমপাড়া মহল্লায় তোফাজ উদ্দিনের ছেলে। গত ২৬ মে সজল মিয়া আইনজীবীর মাধ্যমে নিজের মুক্তি চেয়ে আদালতে আবেদন করেছেন।

জানা গেছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ফজল দীর্ঘ দিন ধরেই পলাতক। তার অনুপস্থিতিতেই ২০০৯ সালের ২৮ আগস্ট মামলার রায় হয়। সেদিন খালাস পান অন্য চার আসামি।

দীর্ঘ দিন ধরে লাপাত্তা সেলিমকে ধরতে গত ৩০ এপ্রিল গ্রেফতারি পরোয়ানা নিয়ে সজলের বাড়িতে অভিযান চালায় নগরীর শাহমখদুম থানা পুলিশ। সেদিন সজলকে গ্রেফতার করে সেলিম নাম দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

তবে পুলিশের দাবি, তারা সঠিক আসামিকেই চিনেছেন। যাকে গ্রেফতার করা হয়েছে তার নামই সেলিম এবং তিনিই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।

এদিকে, সজলের পক্ষ থেকে আদালতে মুক্তি চেয়ে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে যে আবেদন করা হয়েছে তাতে সজলের চার ভাই এবং চার বোনেরও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দেয়া হয়েছে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সেগুলো সত্যয়িত করে দিয়েছেন। এছাড়া সজলের জমি খারিজের ডিসিআর, জমির দলিলসহ বিভিন্ন কাগজপত্র জমা দেয়া হয়েছে। সজল এবং তার ভাই সেলিমের ছবি সম্বলিত এবং স্ট্যাম্পের কপিও দাখিল করা হয়েছে।

সজলের আইনজীবী মোহন কুমার সাহা বলেন, অপরাধী না হয়েও সজল সাজা ভোগ করছেন। পুলিশ হয়তো ভুল করে নয়তো প্রতিপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে নির্দোষ সজলকে
গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।

বিষয়টি আদালতকে জানিয়ে তার মুক্তির জন্য আবেদন করা হয়েছে। আদালতের বিচারক
আগামী ১১ জুন সজলকে আদালতে হাজির করে শুনানীর জন্য দিন ধার্য্য করেছেন।

শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাসুদ পারভেজ বলেন, আমরা ঠিক আসামিকেই ধরেছি। মামলার সাক্ষীরা আসামিকে শনাক্ত করেছেন। এ নিয়ে তারা এফিডেফিটও করে দিয়েছেন। সেটি আদালতে জমা দেয়া হয়েছে।

তবে ভুল আসামি দাবি করে আদালতে মুক্তির আবেদনের বিষয়টি জানা নেই বলেই জানান ওসি।

বিএ-১৬/৩০-০৫ (নিজস্ব প্রতিবেদক)

এবারের বিশ্বকাপে যা কিছু প্রথম

প্রথম ম্যাচ মাঠে গড়ানোর পর শুরু হয়েছে নানান প্রথমের। প্রথম রান জেসন রয়ের, প্রথম উইকেট ইমরান তাহিরের এবং প্রথম ক্যাচ ডি ককের।

এরই ধারাবাহিকতায় ১২তম বিশ্বকাপ দেখলো প্রথম অর্ধশত রান সংগ্রহকারী ব্যাটসম্যানকেও। পাশাপাশি শতরানের জুটিও দেখে ফেলেছে ২০১৯ বিশ্বকাপ।

১৮তম ওভারের তৃতীয় বলে ১ রান নিয়েই এবারের বিশ্বকাপে প্রথম ব্যাটসম্যান হিসেবে হাফসেঞ্চুরির কীর্তি গড়েন জেসন রয়।

এর ৩ বল পর অবশ্য ফিফটির দেখা পেয়েছেন জো রুটও। রুট-রয় জুটি উপহার দিয়েছে ১০৬ রানের পার্টনারশিপ।

এরপরেই অবশ্য ফেলুকাউয়ার বলে ডু প্লেসিসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রয়। বেশিদূর এগোতে পারেননি রুটও। রাবাদার বলে ডুমিনিকে ক্যাচ দিয়ে ৫১ রানে তিনিও সাজঘরে ফেরেন।

এসএইচ-১৪/৩০/১৯ (স্পোর্টস ডেস্ক)

সারাদেশে হজের ৩২ হাজার টিকিট বিক্রি : সৌদির ফ্লাইট সিডিউল ঘোষণা

পবিত্র হজ পালনের লক্ষ্যে সৌদি আরব যাওয়ার জন্য ঢাকাসহ সারাদেশের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস্ কাউন্টার থেকে প্রায় ৩২ হাজার হজ ফ্লাইটের টিকিট বিক্রি হয়েছে। মোট বিক্রিত টিকিটের মধ্যে রাজধানীতে ২৬ হাজার ১৭৫টি, চট্টগ্রামে ৪ হাজার ২০৩টি, সিলেটে ১ হাজার ৪৪২টি ও কক্সবাজারে ৭৯টিসহ মোট ৩১ হাজার ৮৮৯টি টিকিট বিক্রি হয়।

তবে টিকিট বিক্রির পরিমাণ প্রায় ৩২ হাজার হলেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের জন্য সরকারি ব্যবস্থাপনার প্রায় ৭ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনার ৪২ হাজার ২৭৮টি পে-অর্ডার কেটেছে বিভিন্ন এজেন্সি।

ধর্ম মন্ত্রণালয় ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রায় ৩২ হাজার টিকিট বিক্রি হলেও এখন পর্যন্ত সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের কোনো কনফার্ম টিকিট বিক্রি হয়নি। তবে সৌদি এয়ারলাইন্সের জন্য ১৬ হাজার ৩৬১টি পে-অর্ডার কেটেছে একাধিক হজ এজেন্সি।

নাম প্রকাশ না করার শর্তে ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স আজ বৃহস্পতিবার তাদের ফ্লাইট সিডিউল ঘোষণা করেছে। আগামী দু-একদিনের মধ্যে কনফার্ম টিকিট বিক্রি শুরু হবে।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ হজযাত্রী হজে যাবেন। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭ হাজার ১৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ১ লাখ ২০ হাজার জন হজযাত্রী।

মোট হজযাত্রীর মধ্যে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স শতকরা ৫০ ভাগ ও অবশিষ্ট ৫০ ভাগ সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স পরিবহন করবে।

ধর্ম মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, চলতি বছর সুষ্ঠুভাবে হজ সম্পাদনের লক্ষ্যে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ শেখ মোহাম্মদ আবদুল্লাহ ও ধর্ম সচিব আনিছুর রহমানের নির্দেশনায় এবং হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সঙ্গে সমন্বয়ের মাধ্যমে হজ-সম্পর্কিত সকল প্রয়োজনীয় কার্য়ক্রম পূর্ব পরিকল্পনা অনুসারে দ্রুতগতিতে এগিয়ে চলেছে।

জানা গেছে, গত বছর পর্যন্ত হজের বিমান টিকিট কতিপয় নির্দিষ্ট এজেন্সির কাছে থাকায় টিকিটপ্রাপ্তি নিয়ে ঝামেলা হতো। এজেন্সিগুলো টিকিটের ক্রাইসিস দেখিয়ে একতরফা ব্যবসা করত। সম্প্রতি সচিবালয়ে বিমানমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রীর উপস্থিতিতে হজের অগ্রগতি সম্পর্কিত আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স বিমান টিকিট নির্দিষ্ট কোনো ট্রাভেল এজেন্টের কাছে বিক্রি না করে হজ এজেন্সিগুলোর কাছে সরাসরি বিক্রি করবে বলে সিদ্ধান্ত হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুসারে, বিভিন্ন এজেন্সির হজযাত্রীদের হজ ভিসার জন্য আশকোনা হজ অফিসে পাসপোর্ট জমা দেয়ার আগে বাধ্যতামূলকভাবে প্রতিটি হজযাত্রীর বিমান টিকিট কাটতে হবে। অন্যথায় ভিসার জন্য পাসপোর্ট জমা নেয়া হবে না অর্থাৎ হজ ভিসা হবে না।

১৬ জুনের মধ্যে সব এজেন্সিকে ক্রয়কৃত টিকিটের কপিসহ ভিসার জন্য হজ ক্যাম্পে পাসপোর্ট জমা দিতে নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

হাবের একজন দায়িত্বশীল কর্মকর্তা জাগো নিউজকে বলেন, অনেক এজেন্সিই এখন বাড়িভাড়া করতে সৌদি আরব রয়েছে। ফলে টিকিট বিক্রিতে এখনো গতি নেই। তবে নির্ধারিত ১৬ জুনের আগেই টিকিট বিক্রি হবে বলে মনে করেন তিনি।

ধর্ম মন্ত্রণালয়ের বাংলাদেশ হজ ম্যানেজমেন্ট পোর্টালে প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, সরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর নির্ধারিত কোটার মধ্যে সরকারি হজযাত্রীর কোটা ৬ হাজার ৮১৬ জন। সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত হয়েছে ৬ হাজার ৪৯২ জন (প্যাকেজ-১-এ ২ হাজার ২৬৪ জন ও প্যাকেজ-২-এ ৪ হাজার ২২৮ জন)। এসব হজযাত্রীদের মধ্যে ৬ হাজার ২২০ জনের পাসপোর্ট জমা হয়েছে। তার মধ্যে প্যাকেজ-১-এ ২ হাজার ১১৭ জন ও প্যাকেজ-২-এ ৪ হাজার ২২৮ জন। সরকারি হজযাত্রীর পিলগ্রিম আইডি প্রদান করা হয়েছে ৬ হাজার ২৩৭ জনের। সৌদি ই-হজ সিস্টেমে ৪ হাজার ৬২০ জনের পাসপোর্ট তালিকাভুক্ত হয়েছে।

অপরদিকে বেসরকারি ব্যবস্থানায় কোটা ১ লাখ ২০ হাজার। মোট ৫৯৮টি হজ এজেন্সির মাধ্যমে এবারের হজ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিভিন্ন হজ এজেন্সি কর্তৃক ১ লাখ ১৩ হাজার ৭৮৯ জনের পিলগ্রিম আইডি প্রদান করা হয়েছে। বেসরকারি গাইড এন্ট্রি হয়েছে ৩ হাজার ৩২৩ জনের।

বুধবার (২৯ মে) পর্যন্ত সৌদি ই-হজ সিস্টেমে ৮ হাজার ১০০ জনের পাসপোর্ট তালিকাভুক্ত করা হয়েছে। মোট ৩৪৬টি এজেন্সি ৫৫ হাজার ৭৬০ জন হজযাত্রীর টিকিট ক্রয়ের জন্য পে-অর্ডার ইস্যু করেছে।

বিএ-১৫/৩০-০৫ (ন্যাশনাল ডেস্ক)

পানামায় মানবেতর দিন কাটছে বাংলাদেশি শরণার্থীরা

মেক্সিকোর ন্যাশনাল ইনস্টিটিউট অব মাইগ্রেশনের তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত মেক্সিকো সীমান্তে আটক হয়েছেন আড়াই হাজারের বেশি বাংলাদেশি। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, অবৈধ অনুপ্রবেশের দায়ে মেক্সিকোর জেলে বন্দি রয়েছেন অনেক বাংলাদেশি। এরমধ্যে চলতি বছরের জানুয়ারিতে ৪শ’ ও ২০১৮ সালের সেপ্টেম্বরে আটক হন ৬শ’ বাংলাদেশি।

তবে তাদের ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি। ভাগ্যান্বেষীদের কাছে অন্যতম গন্তব্য যুক্তরাষ্ট্র। দেশটিতে যত অনুপ্রবেশকারী প্রবেশ করে তার প্রায় শতভাগই মেক্সিকো সীমান্ত দিয়ে। এ পথে পা বাড়ান অনেক বাংলাদেশিও। যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে, কয়েকটি দেশ হয়ে মেক্সিকোতে পৌঁছান বাংলাদেশিরা।

সেখানে পৌঁছাতে কখনো কখনো ১০ থেকে ১২টি দেশের সীমান্ত পাড়ি দিতে হয়। লিবিয়ার পাশাপাশি মানবপাচারের অন্যতম রুট হিসেবে ব্যবহার হয়ে থাকে দক্ষিণ আমেরিকার দেশগুলো। তেমনই দালালদের খপ্পরে পড়ে অবৈধপথে যুক্তরাষ্ট্রে যাওয়া চেষ্টায় পানামার শরণার্থী কেন্দ্রে চরম মানবেতর জীবন-যাপন করছেন অনেক বাংলাদেশি। সময় টিভি অনলাইন

দুর্গম জঙ্গলের এ তাবুগুলো শরণার্থী আশ্রয়কেন্দ্র। যারা উন্নত জীবনের আশায় যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য বেছে নিয়েছেন ভয়ঙ্কর এক পথ। দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম এ জঙ্গলে আশ্রয় নেয়া শরণার্থীদের বেশিরভাগই আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক হলেও এখানে ঠাই হয়েছে অনেক বাংলাদেশির। যারা দালালদের খপ্পরে পড়ে অবৈধপথে মানব পাচারের শিকার হয়েছেন। এই কাতারে আছে, ভারত ও শ্রীলঙ্কার নাগরিকও।

একজন বলেন, ‘আমি দুই মাস হলো এখানে এসেছি। আমার সন্তান খুবই অসুস্থ। এই পথটা খুবই বিপদজনক। প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে। মনে হচ্ছে, কোলের শিশুটাকে বাচাতে পারবো না। ‘এ জঙ্গল অত্যন্ত বিপদজনক। ব্রাজিলের জঙ্গলের পরই এটা সবচেয়ে ভয়ঙ্কর। এই পথে পাড়ি দেয়া খুব কঠিন একটা কাজ। যেটা সবার পক্ষে সম্ভব হয় না। যারা এদের এই পথে এনেছে আমি বলবো, তারা চরম ভুল করেছে। নিরাপত্তা বাহিনী।

মানবপাচারকরীরা প্রথমে আকাশ পথে দক্ষিণ আমেরিকার কোনো একটি দেশে নিয়ে যান। এরপর পানামা, কোস্টারিকা, নিকারাগুয়া, হন্ডুরাস, গুয়াতেমালা হয়ে মেক্সিকোতে ঢুকে পড়ে। সেখান থেকে সুযোগ বুঝে সীমানা অতিক্রম করে স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে পৌঁছে দেয়া হয় তাদের। পাচারকারীরা সাধারণত জনবহুল এলাকা এড়িয়ে পাহাড় কিংবা জঙ্গলের পথকে বেছে নয়। এ দুর্গম পথ পাড়ি দিতে গিয়ে মারা যান অনেকেই।

এসএইচ-১৩/৩০/১৯ (প্রবাস ডেস্ক)

মরার অভিনয় করে সিংহের মুখ থেকে পালাল কুকুর (ভিডিও)

এ যেন হলিউড মুভি। সিংহের মুখে অসহায় কুকুর। কোনো নড়াচড়া নেই। শিকারকে মৃত ভেবে সিংহ যখন একটু অন্যমনস্ক, ঠিক তখন এক ঝটকায় কুকর দিল ভোঁ দৌড়!

কয়েক সপ্তাহ আগের এই ঘটনাটি জিম্বাবুয়ের হুয়াঙ্গে ন্যাশনাল পার্কের। কুকুর আর সিংহের এই বিস্ময়কর ঘটনার ভিডিও গত ১৬ মে ক্রুগার সাইটিংস নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি ২৮ লাখ বার দেখা হয়েছে।

ভিডিওটি ধারণ করেছেন আফ্রিকান গাইড কালভেট। ৪৯ বছর বয়সী এই ব্যক্তি দশ বছর ধরে গাইডের কাজ করছেন। আগে কোনো দিন এমন দৃশ্য দেখেননি। পর্যটকদের নিয়ে তিনি ওই পার্কের ভেতর দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ একদল কুকুরের দিকে তার চোখ পড়ে।

কুকুরগুলো খাবার খাওয়ার পর বিশ্রাম নিচ্ছিল। তাদের কাছে চলে আসে ওই সিংহটি। কয়েকটি কুকুরকে ধাওয়া করে একটি ধরতে সক্ষম হয় সে। কিন্তু শেষ পর্যন্ত শিকারের বুদ্ধির কাছে হার মানতে হয় তাকে।

ইউটিউব চ্যানেল থেকে জানানো হয়েছে, কুকুরটি এতটুকু আহত হয়নি। পার্কেই সে অন্য কুকরের সঙ্গে দিব্যি ঘুরে বেড়াচ্ছে।

এসএইচ-১২/৩০/১৯ (অনলাইন ডেস্ক)