রাত ৮:৫৮
বৃহস্পতিবার
১৬ ই মে ২০২৪ ইংরেজি
২ রা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
৮ ই জ্বিলকদ ১৪৪৫ হিজরী
spot_img

ফের আটকে গেল দুলু-টুকুর প্রার্থিতা

বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ও রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নির্বাচনে অংশ নেওয়ার সুযোগের নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনের (ইসি) আপিলের শুনানি শেষে মঙ্গলবার এ আদেশ দেন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এর আগে, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে তাদের করা আপিলের শুনানি শেষে সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ও রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়নপত্র গ্রহণ করে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগের নির্দেশ দেন।

এছাড়া এ দুইজনের আসনে তাদের দলের যদি অন্য কোনো প্রার্থী থাকে এবং তারা যদি প্রত্যাহার করতে চায় সেটাও গ্রহণ করতে হবে বলেও আদেশ দেন।

বিএ-০২/১১-১২ (ন্যাশনাল ডেস্ক)

বাংলাদেশের আশা জাগানিয়া পুঁজি

মাশরাফি, তামিম, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ-বাংলাদেশ দলের এই পঞ্চপাণ্ডবের একসঙ্গে এটা ১০০তম ওয়ানডে। জয়ের উপলক্ষ্য দারুণ। কিন্তু বাংলাদেশ উপলক্ষ্যটাকে জয়ে রাঙাতে পারবে কিনা, বলবে সময়। তবে মিরপুরে আশা জাগানিয়া পুঁজিই গড়েছে বাংলাদেশ। তামিম, মুশফিক ও সাকিবের ফিফটিতে ৭ উইকেট হারিয়ে গড়েছে ২৫৫ রানের পুঁজি।

এমনিতে আধুনিক ক্রিকেটে ওয়োনডেতে ২৫৫ রানের স্কোর মামলিই। কিন্তু মিরপুরের স্লো উইকেটের কথা মাথায় রেখে পুঁজিটাকে আশা জাগানিয়াই মনে হচ্ছে। আশা দিচ্ছে প্রথম ম্যাচে বাংলাদেশি বোলারদের দুর্দান্ত বোলিংও। দুই দিন আগে এই মিরপুরেই প্রথমে ব্যাটিং করা ওয়েস্ট ইন্ডিজকে মোটে ১৯৫ রানে আটকে দিয়েছিল বাংলাদেশি বোলাররা।

ক্যারিবীয়দের জয়বঞ্চিত করতে আজ তার চেয়েও ৬০ রানের বেশি পুঁজি পাচ্ছেন বোলাররা। মাশরাফি, মোস্তাফিজ, রুবেল, সাকিব, মেহেদী হাসান মিরাজরা নিশ্চিয় আশার জালই বুনছেন।

আজ টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামতে হয় বাংলাদেশকে। কিন্তু ব্যাটিংয়ে নেমে শুরুতেই পড়তে হয় উশানে থমাসের ঝড়ের মুখে। হ্যাঁ, শুরুতে ছোট্টখাট একটা ঝড়ই তুলেন থমাস। ক্যারিবীয় তরুণ পেসারের সেই ঝড়ে শুরুতে এলোমেলোই হয়ে বাংলাদেশের ইনিংস। নিজের প্রথম এবং ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই বাংলাদেশ শিবিরে একটা ধাক্কা দেন থমাস। উইকেট নিয়ে নয়। ওপেনার লিটন দাসকে আহত করে হাসপাতালে পাঠিয়ে।

থমাসের ইয়র্কার লেন্থের বলটি ফ্লিক করতে গিয়ে পায়ে চোট পান লিটন দাস। সঙ্গে সঙ্গে স্ট্রেচারে করে তাকে মাঠ ছাড়তে হয়। পরে এক্স-রের জন্য যেতে স্থানীয় এক ক্লিনিকে। বাংলাদেশের রান তখন ৯, লিটনের ৫। লিটনের আহত বিদায়ে ব্যাটিংয়ে নামে ইমরুল কায়েস। কিন্তু থমাসের পরের ভারে তিনি শুন্য রানেই আউট। লিটন হাসপাতালে, ইমরুল আউট। ফেলে শুরুতেই বিপদের শঙ্কা। তবে সেই বিপদ কাটিয়ে দলকে আলোর পথে ফিরিয়েছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহীম।

দুজনে মিলে তৃতীয় উইকেট গড়েন ১১১ রানের জুটি। দলকে টেনে তোলার পর অবশ্য দুজনেই বিদায় নেন প্রায় গলাগলি ধরে। তবে তার আগে দুজনেই পূর্ণ করেন হাফসেঞ্চুরি। দেবেন্দ্র বিশুর শিকার হওয়ার আগে তামিম করেন কাটায় কাটায় ৫০। এই পথে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে গড়েন তিন সংস্করণের ক্রিকেট মিলিয়ে ১২ হাজার রানের মাইলফলক। বর্তমানে তার আন্তর্জাতিক রান ১২০০৩।

তামিমের চেয়ে আরও ১২ রান বেশি করে মুশফিক আউট হন ৬২ রানে। রান করায় তাকেও টেক্কা দিয়েছেন সাকিব আল হাসান। এক ছক্কা ও ৬ চারে তিনি ৬১ বলে করেছেন ৬৫ রান। এছাড়া উল্লৈখ্য করার মতো রান যা করেছেন মাহমুদউল্লাহ, ৩০।

হাসপাতালে যেতে হলেও আগেই জানা গেছে লিটনের চোট গুরুতর নয়। তার প্রমাণও মিলেছে। হাসপাতাল ঘুরে এসে দলের প্রয়োজনে ঠিকই আবার ব্যাট হাতে নেমে পড়েন লিটন। কিন্তু মাঠে নামার স্বস্তি দেওয়া পর্যন্তই। ব্যাট হাতে অবদান রাখতে পারেননি। ৫ রানের সঙ্গে আর মাত্র ৩ রান যোগ করে তিনি আউট হন ৮ রানে।

ক্যারিবীয় বোলারদের মধ্যে থমাসই সেরা। তিনি নিয়েছেন ৩টি উইকেট। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন কেমার রোচ, কেমো পল, বিশু ও রোস্টন চেস।

এসএ্ইচ-১০/১১/১২ (স্পোর্টস ডেস্ক)

কোন কোন সময় আত্মারা আপনার কাছে অাসে ?

ভূত আছে কী নেই, তা নিয়ে তর্ক-বিতর্ক, পরীক্ষা নিরীক্ষা, আলোচনা-সমালোচনা… কোনওকিছুরই কোনও কমতি নেই! কিন্তু আজ পর্যন্ত কেউ কোনও ‘ক্লাইম্যাক্স’-এ আসতে পারেননি! তবে, গবেষণা জারি রয়েছে! পরলোক বিশেষজ্ঞদের একাংশের দাবি, আত্মারা আছে এবং আপনার কাছে তাঁরা আসেও! কিন্তু কখন ?

ভোর রাতে যখন আপনি গভীর ঘুমে তখন আত্মারা আপনার কাছে আসে। অনেক ক্ষেত্রে সেই সময়কার স্বপ্নে অচেনা মানুষকে দেখেন আপনি। হয়তো তাদের মধ্যেই থাকে তারা। প্যারানর্মাল বিশেষজ্ঞদের মতে, রাত ৩টে থেকে ভোর ৫টার মধ্যেই সাধারণত এমনটা ঘটে।

যখন আপনি একা, কোনও মনকষ্টে ভুগছেন, আপনার প্রিয়জনের আত্মা আপনার কাছে আসে! আপনি দেওয়ালে কোনও ছায়াশরীরও দেখতে পারেন। এতে ভয় পাওয়ার কিছু নেই, আত্মা আপনার কোনও ক্ষতি করবে না।

পারিবারিক উৎসব বা শুভ কাজের সময়ে পূর্বপুরুষের আত্মারা ছেড়ে যাওয়া পারিবারিক পরিসরে ফিরে আসে।

বংশধরদের কোনও বড় বিপদ হলে পূর্বপুরুষের আত্মারা ফিরে আসেন। তাঁদের পাশে দাঁড়ায়, নানাভাবে উপকারের চেষ্টা করেন।

আরএম-০৪/১১/১২ (লাইফস্টাইল ডেস্ক)

জেএসসি-জেডিসি ও প্রাথমিক সমাপনীর ফল ২৪ ডিসেম্বর

অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা জেএসসি ও জেডিসি এবং পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশিত হবে ২৪ ডিসেম্বর।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জেএসসি ও জেডিসির ফল ২৫-২৭ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছিল। তবে প্রধানমন্ত্রী ২৪ ডিসেম্বর সময় দিয়েছেন। অপরদিকে পঞ্চমের সমাপনীর ফল ২৬-২৭ ডিসেম্বর প্রকাশের সময় চেয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল। প্রধানমন্ত্রী ২৪ তারিখের সম্মতি দেওয়ায় দুই সমাপনীর ফল প্রকাশ হবে একই দিনে।

তিনি বলেন, জেএসসি-জেডিসি ও প্রাথমিকের সমাপনীর ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী আগামী ২৪ ডিসেম্বর সময় দিয়েছেন বলে তার কার্যালয় থেকে জানানো হয়েছে। তবে প্রধানমন্ত্রীর সময় চেয়ে পাঠানো ফাইল এখনও মন্ত্রণালয়ে ফেরত আসেনি।

ওই কর্মকর্তা আরও জানান, একই দিন বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

জেএসসি-জেডিসি ও প্রাথমিক-ইবতেদায়ী পরীক্ষায় এবার মোট ৫৭ লাখ ৬৫ হাজার ৪৫৬ শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে জেএসসি ও জেডিসি পরীক্ষায় ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন এবং প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় শিক্ষার্থী ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন।

বিএ-০১/১১-১২ (শিক্ষা ডেস্ক)

গুরুতর অসুস্থ অভিনেতা টেলি সামাদ

গুরুতর অসুস্থ অভিনেতা

জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ সোমবার (১০ ডিসেম্বর) টেলি সামাদের মেয়ে সোহেলা সামাদ কাকলী বার্তা সংস্থা ইউএনবিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

সোহেলা সামাদ কাকলী জানান, বেশ কয়েক দিন ধরেই খাবারের প্রতি অনীহা দেখা দেয় তাঁর বাবার। এতে তিনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় গত মঙ্গলবার তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকরা তাঁর সুস্থতার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উল্লেখ করে কাকলী জানান, তাঁর (টেলি সামাদের) বুকে ইনফেকশন আছে। এ ছাড়া রক্তের প্লাটিলেট কমে যাচ্ছে। টেলি সামাদের সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

কাকলী আরো জানান, শুক্রবার তাঁর বাবাকে নিবিড় পরিচর্যায় নেওয়া হয়। এরইমধ্যে তাঁর শরীরে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. প্রতীক দেওয়ানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন টেলি সামাদ।

গত সপ্তাহের মঙ্গলবার (৪ ডিসেম্বর) অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থার অবনতি ঘটলে শুক্রবার এইচডিইউতে (হাই ডিফেন্সি ইউনিট) নিবিড় পরিচচর্যায় রাখা হয়েছে। ইতিমধ্যে তার শরীরে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. প্রতীক দেওয়ানের তত্বাবধানে চিকিৎসাধীন। আরও কয়েকজন বিশেষজ্ঞ তার চিকিৎসায় সহায়তা করার কথা রয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশের চলচ্চিত্রের অত্যন্ত শক্তিশালী ও জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদের জন্ম ২০ ডিসেম্বর মুন্সীগঞ্জ শহরের পাশের নয়াগাঁও গ্রামে। সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা টেলি সামাদের বড়ভাই বিখ্যাত চারুশিল্পী আব্দুল হাইয়ের পদাঙ্ক অনুসরণ করে পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়। সংগীতেও রয়েছে এই গুণী অভিনেতার পারদর্শিতা। ‘মনা পাগলা’ ছবির সংগীত পরিচালনা করেছেন তিনি। ১৯৭৩ সালে ‘কার বউ’ দিয়ে তার চলচ্চিত্রে পা রাখা। চার দশকে ৬০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন।

টেলি সামাদকে এর আগে ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে বাইপাস সার্জারি করা হয়। এর পর ২০১৭ সালের ২৭ সেপ্টেম্বর তিনি কিছুটা সুস্থ হয়ে দেশে ফেরেন। দেশে আসার পর অক্টোবরে ও নভেম্বরে দুই দফা এই স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল টেলি সামাদকে। গত বছরের ২০ অক্টোবর জরুরি অস্ত্রোপচার করা হয়েছিল তার বাঁ পায়ের বৃদ্ধাঙ্গুলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলি সমাদের পাশে দাড়িয়েছিলেন বলে এখনও তার পরিবার গভীরভাবে স্মরণ করে। এরপর তিনি সুস্থ হয়ে উঠেন।

আরএম-০৩/১১/১২ (বিনোদন ডেস্ক)

রণবীরকে রেখে বরুণকে বেছে নিলেন সাইফ-কন্যা সারা! (ভিডিও)

রণবীরকে রেখে বরুণকে

কফি উইথ করণে এসে রণবীর কাপুরকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছিলেন সারা। তবে এবার রণবীরকে বাদ বরুণ ধাওয়ান, টাইগার শ্রফকে বেছে নিলেন। হ্যাঁ, ঠিকই শুনছেন। কিন্তু কেন এমন ঘটছে জানেন?

DNA-কে দেওয়া এক সাক্ষাৎকারে র‍্যাপিড ফায়ার রাউন্ডে সারাকে বেছে নিতে বলা হয়। কয়েকটি বিষয়। বেশ কয়েকটি অপশান দিয়ে তাদের মধ্যে সারাকে বেছে নিতে বলা হয়। জিজ্ঞাসা করা হয় সারা এদের কোন ছবিটি বেছে নেবেন? অপশানে রাখা হয়-

১) টাইগার শ্রফের বিপরীতে সঞ্জয়লীলা বনশালির কোনও পিরিয়ড ড্রামা

২) বরুণ ধাওয়ানের বিপরীতে কোনও রোম্যান্টিক কমেডি

৩) জাহ্নবী কাপুরের বোনের চরিত্রে অভিনয় করতে হবে এমন কোনও ছবি

৪) পরিচালক করণ জোহরের ফ্যামিলি ড্রামা

৫) পরিচালক রাজকুমার হিরানির কমেডি ছবি

৬) রণবীর কাপুরের সঙ্গে কোনও লাভ স্টোরি

এতগুলি কঠিন অপশান পেয়ে প্রথমে বেশ ঘাবড়ে যান সারা। বলেন এদের সবাইকে অনুরোধ তাকে যেন সুযোগ দেওয়া হয়। পরে সারাকে যেকোনও দুটি বেছে নিতে বলা হলে সারা বরুণ ধাওয়ানের সঙ্গে রোম্যান্টি কমেডি আর সঞ্জলীলা বনশালির ছবিতে টাইগার শ্রফের বিপরীতে অভিনয় করতে চান বলে জানান।

বরুণ ধাওয়ানের বাবা পরিচালক ডেভিড ধাওয়ান সম্প্রতি একটি চিত্রনাট্য তৈরি করছেন, যেখানে বরুণ ধাওয়ানের বিপরীতে অভিনয় করার জন্য নায়িকা খোঁজা হচ্ছে। কে বলতে পারে পরিচালক ডেভিড ধাওয়ান এক্ষেত্রে হয়ত সারাকেই বেছে নিলেন। তাই সেক্ষেত্রে পছন্দের অভিনেতা বরুণের সঙ্গে কাজ করার সুযোগ সারা পেলেও পেতে পারেন। প্রসঙ্গত করণ জোহরের পরবর্তী বড় প্রজেক্ট ‘রণভূমি’-র জন্যও বরুণ ধাওয়ানকে বেছে নেওয়া হয়েছে। তবে সেক্ষেত্রে বরুণের বিপরীতে জাহ্নবীকে বেছে নেওয়া হবে বলেও শোনা যাচ্ছে।

প্রসঙ্গত, সারার প্রথম ছবি ‘কেদারনাথ’ ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। পরবর্তী ছবি ‘সিম্বা’ মুক্তি পাবে আর কয়েকদিনের মধ্যেই। যেখানে রণবীর সিংয়ের বিপরীতে দেখা যাবে সারাকে। অন্যদিকে ইমতিয়াজ আলির পরবর্তী ছবিতে কার্তিক আরিয়ানের বিপরীতেও সারাকে বেছে নেওয়ার খবর শোনা যাচ্ছে।

আরএম-০২/১১/১২ (বিনোদন ডেস্ক)

শাকিবের সাথে সম্পর্ক নিয়ে এবার খোলাখুলি যা বললেন রোদেলা

শাকিবের সাথে সম্পর্ক

সিনেমা জগতে ‘শাহেনশাহ’ ছবি দিয়ে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক ঢাকাই রোদেলা জান্নাতের। ছবিটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তিনি। গত অক্টোবরে এর শুটিং শুরু হয়। শাকিব খান সম্পর্কে বলতে গিয়ে রোদেলা বললেন, আমাদের শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক।

শুটিং শুরুর আগেই গুঞ্জন শুরু হয় টিভি চ্যানেলের এক সময়ের সংবাদ পাঠিকা রোদেলাকে নিয়ে। তাঁর বৈবাহিক স্ট্যাটাস, প্রেমসহ ব্যক্তিগত জীবনের নানা বিষয় স্থান পায় গুঞ্জনে। কেউ কেউ ফেসবুক, টুইটারেও এসব বিষয় নিয়ে মন্তব্য করছেন।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকালে এসব বিষয় নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন রোদেলা। তাঁর স্ট্যাটাস পড়ে মনে হয়েছে নির্দিষ্ট কাউকে উদ্দেশ্য করে তাঁর ভাষায় ‘বাজে মন্তব্য’র বিরুদ্ধে এটি পোস্ট করেছেন এ নায়িকা।

স্ট্যাটাসে রোদেলা লিখেছেন, আমি শাকিব খান স্যারকে সম্মান করি। তাঁকে আমার পরামর্শদাতা হিসেবে বিবেচনা করি। কেবল এ কারণেই আমি আমার নিয়মিত পেশা থেকে বেরিয়ে এসেছি, স্বাক্ষর করেছি ‘শাহেনশাহ’ ছবিতে। আমি তাঁর প্রতি অনেক বেশি কৃতজ্ঞ।

রোদেলা লিখেছেন, ‘আমি দৃঢ়ভাবে প্রতিবাদ জানাচ্ছি তাদের আচরণের যারা আমাদের শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক নিয়ে নেতিবাচক মন্তব্য করেন, গুজব রটান। ব্যক্তিগত বিষয় ঘরের ভেতর সীমাবদ্ধ থাকা উচিত। কোন কারণ বা তথ্য প্রমাণ ছাড়া বাজে টুইট করার কোনো অর্থ হয় না। এতে হয়তো ফলোয়ারের সংখ্যা বাড়তে পারে, এর বেশি কিছু হয় না। ফেসবুকে আপনার প্রদত্ত স্ট্যাটাস থেকে এটি অবশ্যই উল্লেখ করা উচিত যে সফল অভিনেত্রী না হওয়ার কারণে আপনি কতটা হতাশ, কতটা ভেঙে পড়েছেন।’

তিনি আরো লিখেছেন, ‘আমি ভাগ্যবান এবং নিজেকে সম্মানিত বোধ করি এই ভেবে যে শামীম আহমেদ রনি আমার পরিচালক, যিনি আমার ঢালিউড জীবনের প্রথম ধাপে অনেক সহযোগিতা করছেন। প্রযোজক সেলিম খান ও ডিওপি শাহীন ভাইয়ের প্রতিও আমি অনেক কৃতজ্ঞ।’

নিজের ফেসবুক হ্যান্ডেলে ওই পোস্টের শেষ ধাপে রোদেলা লিখেছেন, আমার বিনীত অনুরোধ, দয়া করে গুজব রটাবেন না। প্রত্যেককে তার নিজের মতো করে থাকতে দেন, তাকে নিজের কাজ করতে দেন আর মনোযোগী হন নিজের কাজের প্রতিও।

স্ট্যাটাসটি শেষ করেছেন এই লিখে, ‘শুনেছি এখনো আপনি বিশ্ববিদ্যালয়ের কোর্স শেষ করেননি। একটি ছোট্ট পরামর্শ- অন্যের ক্ষতি করবেন না, তার চেয়ে বরং পড়াশুনাটা শেষ করুন, আত্মোন্নয়ন করুন।’

আরএম-০১/১১/১২ (বিনোদন ডেস্ক)

বর্ণবৈষম্যবিরোধী আইন পাস না হওয়ার খুশি মুসলমানরা

জাতিসংঘের বর্ণবাদবিরোধী প্রস্তাব সরকার আইনে রূপান্তরিত না করায় আনন্দিত হয়েছেন মালয়েশিয় মালয় মুসলমানরা! ০৮ ডিসেম্বর শনিবার হাজার হাজার মালয় কুয়ালালামপুরের রাস্তায় নেমে এসে আনন্দ উদযাপন করেছেন।

তাদেরকে যেমন ধন্যবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ তেমনি তাতে সশরীরে যোগ দিয়েছেন ৩৬টি দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

সঙ্গে ছিল একটি ইসলামি দলও। বর্ণবৈষম্য নিরসনে জাতিসংঘের গৃহীত প্রস্তাব আইন হিসেবে পাস হয়ে গেলে সংখ্যাগরিষ্ঠ মালয় জনগোষ্ঠী এবং ইসলাম ধর্মের একক প্রভাব ক্ষুণ্ন হবে, এমন আশঙ্কা ব্যক্ত করেছিলেন আন্দোলনকারীরা।

এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ প্রস্তাবটি আইনে পরিণত করতে অসম্মতি জানিয়েছেন। মালয় মুসলমানরা দেশটিতে বিভিন্ন কোটা সুবিধা পায়।

আনন্দ মিছিলে নাজিব বর্ণ বৈষম্য নিরসনের জন্য প্রণীত জাতিসংঘের প্রস্তাবটির আনুষ্ঠানিক নাম।

ইন্টারন্যাশনাল কনভেনশন অন দ্য এলিমিনেশন অব অল ফরমস অব রেসিয়াল ডিসক্রিমিনেশন (আইসিআরডি) মালয়েশিয়া প্রস্তাবটি আইনে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা হারাবার কারণ দেখিয়ে সংখ্যাগরিষ্ঠ মালয়রা আইসিআরডিবিরোধী আন্দোলন শুরু করে।

কয়েক সপ্তাহ ধরেই বেশ কয়েকটি সংগঠন মাথাথিরের সরকারের ওপর চাপ দিয়ে আসছিল। গত মাসে সরকার জানিয়ে দেয়, প্রাস্তবটি আইনে পরিণত করা হবে না। কেন জাতিসংঘের প্রস্তাবিত বর্ণবৈষম্য বিলুপ্তের প্রস্তাব আইনে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েও সেখানে থেকে সরে গেলেন মাহাথির, তার কোনও কারণ দেখানো হয়নি সরকারের পক্ষে।

গত নির্বাচনে হেরে যাওয়া এবং দুর্নীতির ৩০টিরও বেশি মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও তার দল এ সুযোগকে কাজে লাগাতে মাঠে নেমেছে। আইন পাসের বিরুদ্ধে থাকা আন্দোলনকারীদের সঙ্গে মিলে তারা বিশাল আনন্দ মিছিল বের করেছেন।

এ আনন্দ মিছিলে প্রায় ৫০ হাজার মালয় অংশ নিয়েছেন। মিছিলে অংশ নেওয়া ফারিদাহ হারুন (৫৯) সাত সন্তানের জননী। স্বামীর সঙ্গে উত্তরের প্রদেশ পেরাক থেকে তিনি গিয়েছিলেন কুয়ালালামপুরে। তার ভাষ্য, মালয় হিসেবে আমাদের অধিকার রক্ষার জন্য আজ আমরা এখানে সমবেত হয়েছি। আমরা দীর্ঘদিন ধরে দেশকে ধীরে ধীরে গড়ে তুলেছি।

কিন্তু এখন অন্য কিছু লোক এসে জবরদখল নিতে চাইছে। তারা মারার মতো সংস্থাকে বন্ধ করে দিতে চায়। মারা (মাজলিস আমানাহ রাকিয়াত) একটি সরকারি সংস্থা যা মালয় এবং অন্যান্য আদিবাসীদের ব্যাবসা-বাণিজ্যের বিষয়ে প্রশিক্ষণ ও সহায়তা দেয়।

এসএইচ-০৯/১১/১২ (আন্তর্জাতিক ডেস্ক)

গুম-খুনের নতুন রেকর্ড

“কেন আমার স্বামীর মতো একজন নির্দোষ মানুষকে এভাবে হত্যা করা হলো? এখনো বিচার পাইনি, মামলাও করতে পারিনি। সব সময়ই হুমকির মুখে আছি আমরা।”

বলছিলেন আয়েশা বেগম – এ বছরই কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত টেকনাফের পৌর কাউন্সিলর ও স্থানীয় যুবলীগ নেতা মো. একরামুল হকের স্ত্রী ।

এ বছর অক্টোবর পর্যন্ত মাদক-বিরোধী অভিযানে নিহত চার শতাধিক লোকের একজন এই একরামুল হক।

শত শত মৃত্যুর মধ্যেও ওই ঘটনাটি বিশেষ চাঞ্চল্য সৃষ্টি করে – কারণ সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিও টেপ, যাতে একরামুল হককে তার মেয়ের সাথে কথা বলতে শোনা যায়, এর পর শোনা যায় গুলির শব্দ, আর্তচিৎকার এবং ফোনের একপাশ থেকে মি. হকের স্ত্রীর কান্না, সব মিলিয়ে এক ভয়াবহ পরিবেশের চিত্র ফুটে ওঠে ওই অডিওতে।

এটি প্রকাশ পাওয়ার পর সামাজিক নেটওয়ার্কে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। আয়েশা বেগম সোমবার জানান, তিনি এখনো বিচার চেয়ে একটি মামলাও করতে পারেন নি।

তিনি জানান, কক্সবাজার থানায় মামলা করার চেষ্টা করেছেন তার পরিবারের অন্যেরা, কিন্তু মামলা করতে দেয়া হয়নি বরং তাদের নানা হুমকির শিকার হতে হয়েছে।

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত অর্থাৎ প্রথম ১০ মাসে ৪৩৭ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

দেশ জুড়ে ‘মাদকবিরোধী অভিযান’ চলার সময় গত ২৬শে মে গভীর রাতে কক্সবাজার-টেকনাফ মিঠাপানির ছড়া এলাকায় র‍্যাবের সঙ্গে এক ‘বন্দুকযুদ্ধে” একরামুল হক নিহত হন। র‍্যাব বলেছিল, সেখান থেকে কিছু অস্ত্র ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০১০/১১ সালে যে মাদক ব্যবসায়ীদের তালিকা করেছিল তাতে একরামুল হকের নাম ছিল বলে র‍্যাব দাবি করেছে। তবে টেকনাফ থানার ওসি বলেছিলেন, একরামুল হকের বিরুদ্ধে ইয়াবাসংক্রান্ত কোনো মামলা নেই। তার স্ত্রী আয়েশা বেগম বলছেন, তার স্বামী সম্পূর্ণ নির্দোষ।

আয়েশা বেগম বলছিলেন, তিনি চান তার অভিযোগ নিয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে, কিন্তু সরকারের নানা পর্যায় থেকে আশ্বাস পেলেও এখনো প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাননি তিনি।

আয়েশা বেগম বলছিলেন, তার এবং পরিবারের অন্যদের ওপর নানা হুমকি এসেছে, নানা ভাবে সাংবাদিকদের সাথে কথা বলতে নিষেধ করা হয়েছে। কিন্তু তিনি ভীত নন।

“আমার মৃত্যুর কোন ভয় নেই । আমরা আমার স্বামীর সাথে মারা গেছি” – বলেন তিনি। তিনি আরো জানান তার দুই মেয়ে এখনো অসুস্থ, এখনো তারা পিতার মুত্যুর আঘাত কাটিয়ে উঠতে পারে নি।

মানবাধিকার দিবস উপলক্ষে সোমবার প্রকাশিত এক পরিসংখ্যানে আসক বলেছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে সেই অভিযান চালানো হয়। সারা বাংলাদেশে চালানো অভিযানের সময় ১৫ মে থেকে ৩১শে অক্টোবর পর্যন্ত ২৭৬ জন নিহত হন র‍্যাব-পুলিশের সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে’।

এ বছর বাংলাদেশে প্রথম ১০ মাসে সব মিলিয়ে ৪৩৭ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এছাড়া এই সময়ের মধ্যে গুমের শিকার হয়েছেন ২৬ জন।

গত বছর এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা ছিল ১২৬। অর্থাৎ চলতি বছরের প্রথম ১০ মাসেই এই সংখ্যা আগের বছরের চেয়ে সাড়ে তিন গুণ ছাড়িয়ে গেছে।

এর আগে ২০০৭ সালে সবচেয়ে বেশি বিচার বহির্ভুত হত্যাকাণ্ড রেকর্ড করা হয়েছিল – ৩৫৪ জন।

বাংলাদেশের এবং দেশের বাইরের মানবাধিকার সংগঠনগুলো এসব ঘটনার তীব্র সমালোচনা করেছে।

আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদনে আরও বলা হয়, ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, হেফাজতে নির্যাতন ও মৃত্যু এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জড়িত থাকার অভিযোগের ব্যাখ্যা চেয়ে জাতীয় মানবাধিকার কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠালেও বেশিরভাগের কোন উত্তর মেলেনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ঘটনার পর বলেছিলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিবর্ষণের অন্যান্য ঘটনা যেভাবে তদন্ত হয়, এটিও সেভাবে তদন্ত হবে।

এসএইচ-০৮/১১/১২ (অনলাইন ডেস্ক, তথ্য সূত্র : বিবিসি)

চোট পেয়ে মাঠের বাইরে লিটন

ইনিংসের দ্বিতীয় ওভারের ওশান টমাসের ইয়র্কার লেন্থের তৃতীয় বল ফ্লিক করতে গিয়েছিলেন লিটন দাস। বল তার ব্যাটে না লেগে লেগেছেন ডান পায়ের গোড়ালিতে।

সঙ্গে সঙ্গে ব্যথায় কাঁতরে খোঁড়াতে থাকেন তিনি। পরে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়েছে।

বাংলাদেশের দলের লজিস্টিক ম্যানেজার সাব্বির খান জানিয়েছেন, চোটের অবস্থা জানতে লিটনকে স্ক্যান করানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এক্স-রে রিপোর্ট পাওয়ার পর জানা যাবে লিটনের চোট কতটা গুরুতর।

প্রথম ওয়ানডের মতো এদিনও তামিম ইকবালের সঙ্গে ইনিংস ওপেন করতে নামেন লিটন। চোট পাওয়ার দুই বল আগেই টমাসের বলে চার মেরেছিলেন তিনি। আগের ম্যাচে ৪১ করা লিটন সাম্প্রতিক সময়ে আছেন ছন্দে।

লিটনের চোট পর ওয়ানডাউনে নেমে সুযোগ কাজে লাগাতে পারেননি ইমরুল কায়েস। টমাসের বলে শাই হোপকে ক্যাচ দিয়ে ফেরেন কোন রান করার আগেই।

এদিকে তামিম ইকবাল ও মুশফিক রহিমের ব্যাটিংয়ের উপর ভর করে চাপ সামাল দেবার চেষ্টা চলছে টাইগার বাহিনীর। শেষ খবর পাওয়া পর্যন্ত লাল-সবুজ দলের সংগ্রহ ১৯ ওভার শেষে ১ উইকেটে ১০১ রান। মুশফিক ৪৫ ও তামিম ৪০ রানে ব্যাট করছেন।

এসএইচ-০৭/১১/১২ (স্পোর্টস ডেস্ক)