রাত ৯:৩০
বৃহস্পতিবার
১৬ ই মে ২০২৪ ইংরেজি
২ রা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
৮ ই জ্বিলকদ ১৪৪৫ হিজরী
spot_img

আ’লীগ পরাজয়ে রক্তের বন্যা বয়ে যাওয়ার আশঙ্কা কাদেরের

এবারের নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের বিকল্প নেই দাবি করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমাদের পরাজয় মানে বাংলাদেশের রক্তের বন্যা বয়ে যাওয়া। আমাদের পরাজয় মানে ২০০১ এক সালের অন্ধকার। আমরা কী সে সন্ত্রাস দুর্নীতির অমানিশার অন্ধকারে ফিরে যেতে চাই? বৃহস্পতিবার দুপুরে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে স্বেচ্ছাসেবক লীগের নির্বাচনী বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, মির্জা ফখরুলকে আমি চ্যালেঞ্জ করছি, আপনাদের এমন কি কাজ আছে যেটা দেখে মানুষ ভোট দেবে। আছে হাওয়া ভবন আর খাম্বা। তাদের দুর্নীতি আর সন্ত্রাসের কারণে মানুষ আর তাদের চায় না।

তিনি বলেন, দু’একদিনের মধ্যে চূড়ান্ত মনোনয়নের চিঠি আমরা দিয়ে দেবো। আজ সেটা শুরু হবে, কালকের মধ্যে সেটা শেষ হবে। নির্বাচনে মহাজোট থেকে আমরা প্রার্থী দিয়েছি, তারা বিপুল ভোটে জয়ী হবে। তবে আত্মতুষ্ট হওয়ার মতো পরিবেশ নেই।

সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। দলের স্বার্থে ত্যাগ স্বীকার করতে হবে। ক্ষমতায় আসলে সম্মান দেয়া হবে।

কাদের আরো বলেন, বিএনপি তাদের মনোনয়নে বাণিজ্য করেছে। অনেকে মনোনয়ন না পেয়ে টাকার জন্য নেতাদের দ্বারে দ্বারে ঘুরছে। অনেক নেতা নাকি পালিয়েও গেছে।

তারাতো কেন্দ্র পাহারা দেবে। আমাদেরও কেন্দ্র রক্ষা করতে হবে। স্বেচ্ছাসেবক লীগকে সতর্ক থাকতে হবে।

আয়োজক সংগঠনের সভাপতি মোল্লা মো. আবু কাউছারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ নাথ, যুগ্ম সম্পাদক গাজী মেসবাউল হোসেন সাচ্চু প্রমুখ।

এসএইচ-৩৮/০৬/১২ (ন্যাশনাল ডেস্ক)

সমাবেশ স্থগিত, ১৭ ডিসেম্বর ঐক্যফ্রন্টের ইশতেহার

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সকালে ঘোষণা করা আগামী ১০ ডিসেম্বরের সমাবেশ কর্মসূচি রাতে স্থগিত করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। একইসঙ্গে আগামী ১৭ নভেম্বর আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ইশতেহার দেয়ার কথা বলা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ঢাকার মতিঝিলে প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেনের চেম্বারে স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সন্ধ্যা সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে ঐক্যফ্রন্টের স্টিয়ারং কমিটির এই বৈঠক।

বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, ‘আগামী ১০ তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে ঐক্যফ্রন্টের একটি জনসভা ছিল। নির্বাচনের কারণে সেটি স্থগিত ঘোষণা করা হয়েছে। পরে এই সমাবেশের তারিখ জানানো হবে, সম্ভবত নির্বাচনী প্রচারণার শেষদিকে হবে। আর আগামী ১৭ ডিসেম্বর ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে।’

তিনি বলেন, ‘আজকের বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, মনোনয়ন দাখিলের পরে যে গণহারে বাতিল এবং প্রতীক বরাদ্ধের বিষয়েও আলোচনা হয়েছে। প্রতীক বরাদ্ধের পর নিজ নিজ এলাকায় প্রতীক নিয়ে জনগণের সামনে হাজির হওয়ার আহ্বান জানানো হয়েছে এবং প্রতিটি জেলায় এই কর্মসূচিগুলো করা হবে।’

আসন ভাগাভাগি নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না— জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘প্রতীক বরাদ্ধ ও আসনবণ্টন নিয়ে আলোচনা হয়েছে। তবে কারা, কতটি আসন পাচ্ছে, তা নিয়ে কোনো আলোচনা হয়নি। দু’এক দিনের মধ্যে বিষয়টি জানতে পারবেন।’

স্টিয়ারিং কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন, জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের কার্যকরি সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু প্রমুখ।

এসএইচ-৩৭/০৬/১২ (ন্যাশনাল ডেস্ক)

জাপা পেল ৩৬ আসন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটর শরীক জাতীয় পার্টিকে (জাপা) ৩৬টি আসনে ছাড় দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বৃহস্পতিবার থেকে মহাজোটের চূড়ান্ত মনোনয়নের চিঠি দেয় আওয়ামী লীগ। শুক্রবার এটি শেষ হবে।

এর মধ্যে শরীক জাতীয় পার্টিকে ৩৬টি আসনের তালিকা পাঠিয়েছে আওয়ামী লীগ।

জাতীয় পার্টির বর্তমান একজন এমপি এই তালিকা দেখে নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দু’একদিনের মধ্যে চূড়ান্ত মনোনয়নের চিঠি আমরা দিয়ে দেব। বৃহস্পতিবার সেটা শুরু হবে, কালকের মধ্যে সেটা শেষ হবে। নির্বাচনে মহাজোট থেকে আমরা প্রার্থী দিয়েছি, তারা বিপুল ভোটে জয়ী হবে।

তিনি বলেন, আমাদের অনেক জনপ্রিয় প্রার্থী থাকা সত্ত্বেও বৃহৎ স্বার্থে আমরা জোটকে অনেক আসন ছাড় দিয়েছি।

এর আগে জাপার সঙ্গে আসন নিয়ে নানা দেন-দরবার হয়। ক্ষমতাসীন দলকে চাপে রাখতে জাপা ২০০ আসনে প্রার্থী দেয়। জবাবে আওয়ামী লীগও ৩০০ আসনে প্রার্থী দেয়। পাল্টাপাল্টি চাপে রাখার এই খেলার মধ্যেই জাপার মহাসচিব পদে রদবদল হয়।

তবে ৩৬ আসনেও সন্তুষ্ট নয় জাপা। দলটির একজন শীর্ষনেতা পরিবর্তন ডটকমকে বলেন, এই তালিকায় তো আমারও নাম নাই। মেডাম তো এটা মানবেন না।

আওয়ামী লীগ-জাপার মনোনয়ন নিয়ে টানাপোড়েনের সমাপ্তি দেখতে ৯ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে জানিয়েছেন দুই দলের একাধিক নেতা।

এসএইচ-৩৬/০৬/১২ (ন্যাশনাল ডেস্ক)

প্রার্থীতা ফিরে না পাওয়ায় ক্ষুব্ধ দুলু

নির্বাচন কমিশনে আপিল করেও প্রার্থিতা ফিরে না পেয়ে নাটোর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু ক্ষোভ প্রকাশ করেছেন।

নির্বাচন কমিশনের প্রতি হুমকি দিয়ে তিনি বলেন, ‘আমিও দমছি না।

এর শেষ দেখে ছাড়ব। উচ্চ আদালতে আপিল করব।’

এর আগে বৃহস্পতিবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের শুনানিতে দুলুর মনোনয়ন অবৈধই রাখা হয়।

পরে তিনি সাংবাদিকদের আরও বলেন, ‘আমি ন্যায়বিচার পাইনি। সুপরিকল্পিতভাবে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে।’

নাটোর-২ আসনে মনোনয়নপত্র জমা দিলে কনভিকশন আছে জানিয়ে গত ২ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাইয়ে সেটি বাতিল করেন। এরপর গত ৪ ডিসেম্বর তিনি মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন।

এসএইচ-৩৫/০৬/১২ (উত্তরাঞ্চল ডেস্ক)

নওগাঁ সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশী আটক

নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে হুমায়ন (৩৮) নামে বাংলাদেশি এক গরু ব্যবসায়ীকে আটক করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।

বৃহস্পতিবার ভোরের দিকে তাকে আটক করা হয়। আটক হুমায়ন উপজেলার জালসুখা গ্রামের ছাবেদ আলীর ছেলে।

নওগাঁ আদাতলা ক্যাম্পের নায়েক সুবেদার সুবেদার জাহাঙ্গীর হোসেন জানান, ভোরে ওই সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশে করেন সোলেমান।

এসময় বিএসএফ’র নজরে গেলে তাকে আটক করেন তারা।

পরে তাকে আটকের বিষয়টি আমাদের কাছে নিশ্চিত করে বিএসএফ। আমাদের পক্ষ থেকে তাকে ফিরিয়ে আনতে বিএসএফ’র কাছে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।

এসএইচ-৩৪/০৬/১২ (উত্তরাঞ্চল ডেস্ক)

প্রার্থীতা ফিরে পলেন আমিনুল হক

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপির মনোনিত প্রার্থী এবং সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিষ্টার আমিনুল হক তাঁর প্রার্থীতা ফিরে পেয়েছেন। বৃহস্পতিবার ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে শুনানি শেষে তিনি প্রার্থীতা ফিরে পান। বিষয়টি নিশ্চিত করেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শাওয়াল।

তিনি জানান, বৃহস্পতিবার বিকেল ৪টার পরে ১৪৫ নম্বর সিরিয়ালে ব্যারিষ্টার আমিনুল হকের শুনানি হয়। শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশনার।

তথ্য গোপন ও ঋণ খেলাপির দায়ে গত ২ ডিসেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তা মনোনায়ন যাচাই-বাছাইয়ে বিএনপির মনোনিত প্রার্থী ব্যারিষ্টার আমিনুল হকের প্রার্থীতা বাতিল করেছিলেন।

রাজশাহী-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন মোট ১২ জন। যাচাই-বাছাই শেষে এদের মধ্যে ব্যারিস্টার আমিনুল হকসহ আটজনের প্রার্থীতা বাতিল হয়ে যায়। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন ব্যারিস্টার আমিনুল হক।

এ আসনে এখন প্রার্থী থাকলেন পাঁচজন। এরা হলেন, আওয়ামী লীগের সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও এমপি ওমর ফারুক চৌধুরী, বিএনপির ব্যারিস্টার আমিনুল হক, তার স্ত্রী আভা হক, ওয়ার্কার্স পার্টির রফিকুল ইসলাম ও ইসলামী আন্দোলনের আব্দুল মান্নান।

এসএইচ-৩৩/০৬/১২ (নিজস্ব প্রতিবেদক)

অভিবাসি শ্রমিকের সংখ্যা ১৬ কোটি ছাড়িয়েছে

আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও বলছে বিশ্বের বিভিন্ন দেশে অভিবাসি শ্রমিকের সংখ্যা গত বছর ১৬৪ মিলিয়ন ছাড়িয়ে গেছে। যা ২০১৩ সালের তুলনায় বৃদ্ধি পেয়েছে ৯ শতাংশ। ২০১৩ সালে এ সংখ্যা ছিল দেড়’শ মিলিয়ন। আইএলও বলছে ভালো কাজের আসায় এদের অধিকাংশ সীমান্ত পাড়ি দিয়েউন্নত দেশে পাড়ি দিয়েছে।

অভিবাসি শ্রমিকের মধ্যে অধিকাংশ অর্থাৎ ৯৬ মিলিয়ন পুরুষ ও ৬৮ মিলিয়ন নারী। অর্থাৎ পূর্বের চেয়ে পুরুষ অভিবাসি শ্রমিক ৫৬ থেকে ৫৮ শতাংশে বৃদ্ধি ও নারী শ্রমিক হ্রাস পেয়েছে ৪৪ থেকে ৪২ শতাংশে। ১৬৪ মিলিয়ন অভিবাসি শ্রমিকের মধ্যে ৭০.১ শতাংশের বয়স ১৫ বছর বা তারচেয়ে বেশি।

এসব তথ্য বেরিয়ে এসেছে ‘গ্লোবাল এস্টিমেটস অন ইন্টারন্যাশনাল মাইগ্রেন্ট ওয়ার্কার্স’ শীর্ষক আইএলও’র প্রতিবেদনে। ৮৭ শতাংশ অভিবাসি শ্রমিকের কাজের বয়স ২৫ থেকে ৬৪ বছর তার মানে এদের অধিকাংশই উৎপাদনক্ষমতার অধিকাংশ সময় পেরিয়ে গেছে।

আইএলও’র কর্মকর্তা ম্যানুয়েলা তোমেই বলেন, নারী শ্রমিকদের সংখ্যা বাড়লেও পুরুষের তুলনায় তাদের বেতন বৈষম্য একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে।

এছাড়া ১৬৪ মিলিয়ন শ্রমিকের ১১১.২ মিলিয়ন বা ৬৭.৯ শতাংশ বাস করছে উন্নত আয়ের দেশে, ৩০.৫ মিলিয়ন বা ৬৭.৯ শতাংশ বাস করছে মধ্যআয়ের দেশে এবং বাকিরা কাজ করছে নিম্ন আয়ের দেশে।

এসএইচ-৩২/০৬/১২ (প্রবাস ডেস্ক)

টুইটারে ফলোয়ার বাড়াবেন যেভাবে

বর্তমানে মাইক্রোব্লগিং সাইটগুলোর মধ্যে অন্যতম টুইটার।

তবে টুইটার ব্যবহারের ক্ষেত্রে অনেকেই বিভিন্ন সময় নানা রকমের সমস্যার মধ্যে পড়েন।

টুইটারে আগে ১৪০ ক্যারেক্টারের মধ্যেই সব তথ্য প্রকাশ করতে হতো। কিন্তু বর্তমানে তা বৃদ্ধি করা হয়েছে। তবে ওয়েবসাইটের লিংক বড় হলে তা শেয়ারের পর দেখতে খারাপ দেখায়। তাই এ ঝামেলা এড়ানোর জন্য লিংকগুলো ছোট করা যায়। আর এজন্য রয়েছে লিংক ছোট করার ওয়েবসাইট।

ফলোয়ার বাড়াতে
টুইটারে ফলোয়ার বাড়াতে চাইলে ফেসবুক বন্ধু বা পেইজে টুইটার আইডির ইউজার নেইম শেয়ার করতে পারেন। সেইসঙ্গে টুইটারের নিয়িমিত টুইট করতে হবে। কেউ যদি ম্যাসেজ বা কোনো প্রশ্ন করে তবে সেটির উত্তর যতটা দ্রুত সম্ভব দিতে হবে। এতে টুইটার এক্টিভিটি বাড়বে। ফলে ফলোয়ার বাড়বে।

হেডার পরিবর্তন
হেডার পরিবর্তনের জন্য প্রথমেই টুইটার অ্যাকাউন্টে লগইন করতে হবে। এরপর এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে। তারপর ‘চেঞ্জ ইওর হেডার ফটো’ ক্লিক করতে হবে। আপলোড ইওর ফটো থেকে ‘ওপেন’-এ ক্লিক করে আপনার পছন্দের ছবি সিলেক্ট করুন। শেষে ‘অ্যাপ্লাইয়ে’ ক্লিক করুন।

এসএইচ-৩১/০৬/১২ (প্রযুক্তি ডেস্ক)

বিয়ের আগেই ৪৫০ কোটি টাকার উপহার!

আগামী ১২ ডিসেম্বর তারা গাঁটছড়া বাঁধবেন ভারতের শিল্পপতি মুকেশ আম্বানির মেয়ে ঈশা আম্বানি ও শিল্পপতি অজয় পিরামলের ছেলে আনন্দ পিরামল। দুই পরিবার মেতে প্রি-ওয়েডিং অনুষ্ঠানে উঠবেন ৮ ও ৯ ডিসেম্বর। শনিবার থেকে শুরু হবে সেলিব্রেশন। উদয়পুরে এখন তার প্রস্তুতি চলছে।

এরই মধ্যে অতিথিদের জন্য মুকেশ আম্বানি ভাড়া করেছেন ২০০ বিমান। সেগুলো নামবে উদয়পুর বিমানবন্দরে। আর বিমানবন্দর থেকে অতিথিদের আয়োজনস্থলে নেয়ার জন্য ভাড়া করা হয়েছে এক হাজার গাড়ি। এছাড়া শহরের সব পাঁচতারকা হোটেল বুকিং দিয়ে রাখা হয়েছে।

আর এরই মধ্যে এক বিরাট উপহার পেয়েছেন ঈশা। অজয় পিরামল তার হবু পুত্রবধূকে ৪৫০ কোটি টাকার বাংলো উপহার দিয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, মুম্বাইয়ের ওড়লিতে সমুদ্রের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে বাংলোটি। ২০১২ সালে হিন্দুস্থান ইউনিলিভারের ৫০ হাজার স্কয়ার ফিটের ওই বাংলো কিনে নিয়েছিলেন অজয় পিরামল।

বিয়েতে স্থানীয় শিল্পীদের নিয়ে অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। বেশ কয়েকজন নামিদামী সঙ্গীত শিল্পী গান গাইবেন। তবে সবচেয়ে বড় আকর্ষণ থাকছে মার্কিন পপ তারকা বিয়োন্সে পারফর্মেন্স।

প্রি-ওয়েডিং অনুষ্ঠানের ফটোগ্রাফির জন্য ভাড়া করা হয়েছে ৮০ জন আলোকচিত্রীকে। প্রি-ওয়েডিং অনুষ্ঠানের অতিথিদের জন্যই ৩০ থেকে ৫০টি অতিরিক্ত বিমান ওঠানামা করবে উদয়পুর বিমানবন্দর থেকে।

এসএইচ-৩০/০৬/১২ (আন্তর্জাতিক ডেস্ক)

ভিকারুননিসা স্কুলের আন্দোলন স্থগিত

শিক্ষকদের আশ্বাসে আন্দোলন স্থগিত করে পরীক্ষা ও ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেলে শিক্ষকদের সঙ্গে বৈঠকের পর আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে এই ঘোষণা দেন নবম শ্রেণির শিক্ষার্থী আনুষ্কা রায়।

তিনি বলেন, ‘বৈঠকে শিক্ষকেরা আমাদের সবগুলো দাবি পূরণ করার আশ্বাস দিয়েছেন। আর যেগুলো আইনি বিষয়, সেগুলো আইনের মাধ্যমেই সমাধান হবে। তাই শিক্ষকদের উপর আস্থা রেখে আমরা আন্দোলন স্থগিত করছি। আগামীকাল শুক্রবার যাদের পরীক্ষা, তারা অংশ নেবেন। আর পরের দিন শনিবার থেকে আমরা সবাই ক্লাসে ফিরে যাব।’

এর আগে বিকেল ৩টা থেকে উদ্ভূত পরিস্থিতিতে করণীয় নির্ধারণে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেন ভিকারুননিসার শিক্ষকেরা। প্রায় দেড় ঘণ্টা এ বৈঠক হয়।

এর আগে সকালে প্রতিষ্ঠানটির মূল ক্যাম্পাসের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীরা গভর্নিং কমিটির সদস্যদের পদত্যাগ এবং অরিত্রীর বাবা-মায়ের সঙ্গে দুর্ব্যবহারের জন্য তাদের কাছে কর্তৃপক্ষের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার দাবি জানান।

পরে দুপুরে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি গোলাম আশরাফ তালুকদার সাংবাদিকদের কাছে প্রতিষ্ঠানের বৃহৎ স্বার্থে পদত্যাগে রাজি আছেন বলে জানান।

নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় তার বাবা-মায়ের কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘আমরা মর্মাহত। আমরা এ ঘটনায় জন্য অরিত্রীর বাবা-মায়ের কাছে ক্ষমা চাই। এই ধরনের ঘটনা আইনের প্রক্রিয়ায় আনা উচিত, যেন ভবিষ্যতে কোনো বাবা–মায়ের বুক খালি না হয়।’

গত রোববার পরীক্ষার হলে মোবাইল ফোন সঙ্গে নিয়ে গিয়েছিল অরিত্রি অধিকারী (১৫)। ফোনে নকল থাকার অভিযোগ তুলে তাকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়।

এরপর ওই ছাত্রীর বাবা-মাকে ডেকে পাঠায় স্কুল কর্তৃপক্ষ। সোমবার সকালে তারা স্কুলে যান এবং মেয়ের হয়ে দফায় দফায় ক্ষমা চান। কিন্তু, এরপরও ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাদের অপমান করেন এবং স্কুল থেকে অরিত্রি অধিকারীকে ছাড়পত্র দেয়ার ঘোষণা দেন।

নিজের সামনে বাবা-মায়ের এমন অপমান সইতে না পেরে ওইদিন দুপুরে শান্তিনগরের বাসায় ফিরে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই ছাত্রী। ওই ঘটনার জেরে মঙ্গলবার শিক্ষার্থী-অভিভাবকদের আন্দোলনে উত্তাল হয়ে উঠে বেইলি রোডে ভিকারুননিসার ক্যাম্পাস।

মঙ্গলবার রাতে অরিত্রির আত্মহত্যার ঘটনায় পল্টন থানায় মামলা করেন তার বাবা। আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে দায়ের মামলায় ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতী শাখার প্রধান জিনাত আরা এবং হাসনা হেনাকে আসামি করা হয়।

বুধবার রাতেই ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করা হয় শিক্ষক হাসনা হেনাকে। আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

এসএইচ-২৯/০৬/১২ (শিক্ষা ডেস্ক)