রাত ৯:১৫
শনিবার
১৮ ই মে ২০২৪ ইংরেজি
৪ ঠা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
১০ ই জ্বিলকদ ১৪৪৫ হিজরী
spot_img

উন্নয়নের বার্তা পৌঁছে দেবে আওয়ামী লীগ

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে উন্নয়নের বার্তা নিয়ে নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ দিয়েছেন ওমর ফারুক চৌধুরী।

বুধবার সকালে গোদাগাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত আওয়ামী লীগের বর্ধিত সভায় ফারুক চৌধুরী এই নির্দেশনা দেন। বেলা ১১টা থেকে শুরু হওয়ায় ওই সভায় প্রধান অতিথি ছিলেন তিনি।

জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী গত দুই মেয়াদে এই আসনের সংসদ সদস্য। নৌকার টিকেট পেয়ে নবম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিজয়ী হন তিনি। এবারও এই আসনে নৌকার প্রার্থী তিনি।

ফারুক চৌধুরী বলেন, গত এক দশকে আওয়ামী লীগ সরকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামোসহ সকল খাতে ব্যাপক উন্নয়ন করেছে। এর সুফল পাচ্ছে সাধারণ মানুষ। এর সুফল পাচ্ছে জনগণ। মানুষের জীবনমানের উন্নয়ন ঘটেছে।

এই বার্তা নিয়ে ভোটারদের কাছে পৌঁছে দিকে হবে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারো নৌকায় ভোট চান ফারুক চৌধুরী।

উপজেলা আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম এনারুলের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান, উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ বাবু, গোদাগাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদুল গণি মাসুদ, যুবলীগ সভাপতি ইসমাইল হোসেন, সম্পাদক আব্দুল মালেক।

গোদাগাড়ী ইউনিয়ন কৃষক লীগের সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন মহিলা লীগের সভাপতি খাদিজা, সম্পাদক পূর্ণিমাসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অংগ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা সভায় অংশ নেন।নেতাকর্মীদের নৌকার জয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে প্রচারণায় নামারও আহবান জানানো হয়। সভায় আসন্ন নির্বাচনী প্রচারণায় দলের বিভিন্ন কৌশল নিয়েও আলোচনা হয়েছে।

বিএ-১০/০৫-১২ (নিজস্ব প্রতিবেদক)

এবার বলিউড পাড়ায় আলোচনায় চাঙ্কি পান্ডে কন্যা অনন্যা

বলিউড পাড়ায়

বলিউড তারকা সন্তানদের মধ্যে অন্যতম অনন্যা পান্ডে। অভিনেতা চাঙ্কি পান্ডে ও ভাবনা পান্ডে দম্পতির মেয়ে তিনি। এবার সিনেমায় অভিষেক হতে যাচ্ছে তার। করন জোহর প্রযোজিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হবে অনন্যার।

‘স্টুডেন্ট অব দি ইয়ার-টু’ সিনেমায় টাইগার শ্রফের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন অনন্যা পান্ডে। এছাড়াও অভিনয় করছেন তারা সুতারিয়া। এ সিনেমার শুটিং শুরুর আগে ফিটনেস ঠিক করা, অভিনয় ও নাচের ক্লাশে নিয়মিত অংশ নেন অনন্যা। সব মিলিয়ে সিনেমাটি নিয়ে আশাবাদী এই নবাগত অভিনেত্রী। পুনিত মালহোত্রা পরিচালিত এ সিনেমা আগামী বছর ১০ মে ‍মুক্তির কথা রয়েছে।

ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন অনন্যা পান্ডে। বেড়েও উঠেছেন এই শহরে

মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে স্নাতক ডিগ্রি লাভ করেছেন তিনি

চলচ্চিত্রে অভিষেকের আগেই নানা কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত অনন্যা পান্ডে

ফ্যাশন ডিজাইনার রবি জয় সিংয়ের পুত্র করন জয় সিংয়ের সঙ্গে অনন্যার প্রেমের সম্পর্ক আছে বলে বলিপাড়ায় গুঞ্জন রয়েছে

বরুন ধাওয়ান, রণবীর সিং তার প্রিয় অভিনেতা

আরএম-২৪/০৫/১২ (বিনোদন ডেস্ক)

সাংবাদিককে ঘুষি মারলেন ম্যারাডোনা (ভিডিও)

বিতর্ক আর দিয়েগো ম্যারাডোনা যেন দুজন দুজনার হাত ধরাধরি করে চলে! ক্যারিয়ারটাই ফুটবল রাজপুত্রের শেষ হয়েছে বিতর্কের মধ্যে দিয়ে। এক সময় ড্রাগের মধ্যে ডুবে ছিলেন। সেখান থেকে ধীরে ধীরে নিজেকে বের করে এনেছেন ম্যারাডোনা। কিন্তু বিতর্ক কখনো তার পিছু ছাড়েনি। আবার খবরের শিরোনাম হলেন ম্যারাডোনা। এবার সাংবাদিকদের সঙ্গে মারামারিতে জড়িয়ে।

মেক্সিকোয় ফুটবল দল দোরাদোসের হয়ে কোচিং করাচ্ছিলেন। সোমবার তার দল ২-৪ গোলে হারে অ্যাটলেটিকো সান লুইসের বিরুদ্ধে। এর ফলে লিগা এমএক্স-এ উঠতে পারেনি ম্যারাডোনার দল দোরাদোস। এর পরেই প্রথমে সমর্থকদের সঙ্গে ঝামেলায় জড়ান ম্যারাডোনা।

তারপর সাংবাদিকরা প্রশ্ন করলে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। হাতাহাতিতে জড়িয়ে পড়েন সাংবাদিকদের সঙ্গে। ভিডিও ফুটেজে দেখা গেছে, ম্যারাডোনা এক সাংবাদিককে ঘুষি মারছেন। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

গত সেপ্টেম্বরে দোরাদোস-এর দায়িত্ব নিয়েছিলেন ম্যারাডোনা। সে সময় এই ক্লাবটি লিগ তালিকায় একদম নিচের দিকেই ছিল। কিন্তু সেই দলকেই ম্যারাডোনা প্লে-অফ ফাইনালে নিয়ে যান।

অ্যাটলেটিকো সান লুইসের বিরুদ্ধে প্রথম পর্বের ম্যাচে ১-০ জিতেছিল ম্যারাডোনার দল। কিন্তু ওই ম্যাচে তিনি বিপক্ষ কোচ অলফন্সো সোসাকে বার বার হুমকি দেওয়ায় এই ম্যাচে ম্যারাডোনাকে গ্যালারিতে বসতে হয়েছিল।

সোমবারের ম্যাচে ম্যারাডোনার দল ফের এগিয়ে যেতে গ্যালারিতেই উৎসব শুরু করে দেন। কিন্তু শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে ম্যাচ জিতে লিগা এমএক্স-এ খেলার ছাড়পত্র পেয়ে যায় বিপক্ষ দল অ্যাটলেটিকো সান লুইস।

ঝামেলার সূত্রপাত এর পরেই ম্যারাডোনাকে একটি করিডর দিয়ে নিরাপত্তারক্ষীরা নিয়ে আসছিলেন। যা ভরা ছিল সান লুইসের সমর্থকে। সেখানেই সংশ্লিষ্ট দলটির এক সমর্থক ম্যারাডোনার দেহের ওজন নিয়ে রসিকতা করলে সঙ্গে সঙ্গে তার ওপর ঝাঁপিয়ে পড়েন ফুটবলের রাজপুত্র।

সেই ভিড়ে ছিলেন কয়েক জন সাংবাদিকও। তারা ম্যারাডোনাকে প্রশ্ন করলে ক্ষিপ্ত ম্যারাডোনা এক সাংবাদিককে ঘুষি মারতে যান। ম্যারাডোনা বলতে থাকেন, আমার সামনে এসে কথা বল। শেষ পর্যন্ত নিরাপত্তারক্ষীরা ম্যারাডোনাকে লিফটে তুলে দেওয়ায় ঝামেলা বাড়েনি।

এসএইচ-০৯/০৫/১২ (স্পোর্টস ডেস্ক)

ঢাবিতে হিরো আলমের ভাস্কর্য!

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন তুলে আলোচনায় আসেন অভিনেতা হিরো আলম। এরপর তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। এবার আলোচিত-সমালোচিত হিরো আলমের ভাস্কর্য তৈরি করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ভাস্কর্য বিভাগের একজন শিক্ষার্থী।

ঢাবির চারুকলা ইনস্টিটিউটের ওই শিক্ষার্থীর নাম উত্তম কুমার। তিনি ঢাবির জগন্নাথ হলের আবাসিক ছাত্র। তিনি বলেন, হিরো আলমকে নিয়ে অনেকে সমালোচনা করছে। তিনি কিন্তু থেমে নেই। তিনি যুদ্ধ করেছেন। এটা হচ্ছে আমার এই ভাস্কর্য তৈরি করার প্রাণশক্তি।

হিরো আলম প্রথমে শুনে বিশ্বাস করতে পারেননি যে তার ভাস্কর্যও তৈরি হতে পারে। তাই তিনি নিজে সশরীরে ভাস্কর্যটি দেখতে আসেন। হিরো আলম বলেন, আমি জিরো থেকে হিরো হয়েছি। মানুষের ভালোবাসার কারণে জিরো থেকে হিরো।

চেহারা কোনো ফেক্টর নয়। ভালোবাসার কারণে আজ আমি এত দূর আসতে পেরেছি। মানুষের যোগ্যতা সবচেয়ে বড় বিষয়।

ভাস্কর্যটির ভাস্কর উত্তম কুমার বলেন, হিরো হওয়ার জন্য চেহারা কোনো ব্যাপার নয়। চেহারা, হাইট, ফিটনেজ কোনো ব্যাপার নয়। যার মধ্যে প্রাণশক্তি নেই, জোশ নেই সে কোনো মানুষই না।

ইতিমধ্যে ভাস্কর্যের অনেকটা কাজ শেষের দিকে, তবে কোথায় ভাস্কর্যটি স্থাপন করা হবে তা এখনো নিশ্চিত নয়।

বিএ-০৯/০৫-১২ (শিক্ষা ডেস্ক)

বিরাট-অক্ষয়কে পেছনে ফেলে সালমানের হ্যাটট্রিক

ভারতের সবচেয়ে ধনী তারকাদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস ইন্ডিয়া। বার্ষিক এ জরিপে শীর্ষ স্থানে রয়েছে জনপ্রিয় অভিনেতা সালমান খান। টানা তৃতীয়বারের মতো তালিকার শীর্ষস্থানে এ তারকা।

চলতি বছর সালমান খান আয় করেছেন ২৫৩.২৫ কোটি রুপি। তালিকায় এর পরেই রয়েছেন ক্রিকেটার বিরাট কোহলি। তার আয় ২২৮.০৯ কোটি রুপি।

বলিউডের ‘খিলাড়ি’খ্যাত অভিনেতা অক্ষয় কুমার ১৮৫ কোটি রুপি আয় নিয়ে রয়েছেন তালিকার তৃতীয় স্থানে। দীপিকা পাড়ুকোন (১১২.৮ কোটি রুপি) ও ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি (১০১.৭৭ কোটি রুপি) রয়েছেন চতুর্থ ও পঞ্চম স্থানে।

জরিপে মিস্টার পারফেক্টশনিস্ট আমির খানের স্থান ষষ্ঠ। তার আয় ৯৭.৫ কোটি রুপি। ‘বিগ বি’খ্যাত অমিতাভ বচ্চন এ বছর আয় করেছেন ৯৬.৯৭ কোটি রুপি। তার স্থান সপ্তম।

অভিনতো রণবীর সিং (৮৪.৬৭ কোটি রুপি) অষ্টম ও ক্রিকেটার শচীন টেন্ডুলকার (৮০ কোটি রুপি) রয়েছেন নবম স্থানে। ৭৪.৫ কোটি রুপি আয় নিয়ে দশম স্থানে রয়েছেন অভিনেতা অজয় দেবগন।

শীর্ষ পনের জনের মধ্যে ১১তম স্থানে রয়েছেন সংগীতশিল্পী এ. আর. রহমান (৬৬.৭৫ কোটি রুপি)। তারপরেই রয়েছেন আলিয়া ভাট (৫৮.৮৩ কোটি রুপি) ও শাহরুখ খান (৫৬ কোটি রুপি)। ১৪তম স্থানে রজনীকান্ত (৫০ কোটি রুপি)। বরুণ ধাওয়ান (৪৯ কোটি রুপি) রয়েছেন ১৫তম স্থানে।

আরএম-২৩/০৫/১২ (বিনোদন ডেস্ক)

আ’লীগের ৩০ বিদ্রোহী প্রার্থীকে চূড়ান্ত সতর্কবার্তা

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য বিদ্রোহী প্রার্থীদের চূড়ান্তভাবে সতর্ক করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। মঙ্গলবার দলের শীর্ষ নেতারা টেলিফোনে বা ধানমন্ডিতে ডেকে নিয়ে কড়া বার্তা দিয়েয়ছেন ৩০ জনকে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন অর্থাৎ ৯ ডিসেম্বরের আগেই তাদের প্রার্থীতা প্রত্যাহার করতে বলা হয়েছে। অন্যথায় তাদের জন্য আওয়ামী লীগের দরজা চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সূত্র জানায়, সতর্ক বার্তা পাওয়া ‘বিদ্রোহী’ প্রার্থীরা দু’ একদিনের মধ্যেই তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন বলে কেন্দ্রীয় নেতাদের আশ্বস্ত করেছেন।

জানা যায়, মঙ্গলবার বিকালে দলীয় সভাপতির ধানমন্ডির কার্যালয়ে বসে বিভিন্ন জেলার ৩০ বিদ্রোহীর সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ, বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা।

যেসব আসনে আওয়ামী লীগের একক প্রার্থী দেওয়া হয়েছে, সেসব আসনে বিদ্রোহী প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যহার করে দলীয় প্রার্থীর সমর্থনে কাজ করতে বলা হয়েছে। আর যেখানে মহাজোটের প্রার্থী রয়েছে, সেসব আসনে আওয়ামী লীগের যেসব নেতা চিঠি ছাড়া প্রার্থী হয়েছেন তাদের জোটের স্বার্থে দলের যে কোনো সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত থাকতে বলা হয়েছে। তা না হলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা। মতিউর সুনামগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ আসনে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির বর্তমান এমপি পীর ফজলুর রহমান মিসবাহ। মতিউর রহমান নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন বলে কেন্দ্রীয় নেতাদের জানিয়েছেন।

মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে সম্মত হয়েছেন মেহেরপুর-১ আসনে বিদ্রোহী প্রার্থী জয়নাল আবেদীনও।

একইভাবে, দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত বলে মেসে নিবেন ময়মনসিংহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক শামীম।

উল্লেখ্য, ময়মনসিংহ-৪ আসন বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদকে ছেড়ে দেওয়া হতে পারে।

কেন্দ্রের ফোন পাওয়া সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাতক্ষীরা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর রহমান বলেন, আমাকে ফোন করে বলা হয়েছে, নেত্রী ডেকেছেন। নেত্রীর সঙ্গে দেখা করতে ঢাকায় এসেছি, তিনি যে সিদ্ধান্ত দেবেন-আমি সেটাই মেনে নেব।

সূত্র জানায়, সোমবার বরগুনা সদর আসনে জাহাঙ্গীর কবিরসহ আরও ২ জন বিদ্রোহী প্রার্থী, পিরোজপুরে এ কে এম আউয়াল, মেহেরপুরে জয়নাল আবেদীনসহ প্রায় ৩০ জন বিদ্রোহী প্রার্থীর সঙ্গে কথা বলেছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। পরে তারা গণভবনে গিয়ে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। তারা দলীয় সভানেত্রীকে বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে অবহিত করেন।

এসএইচ-০৮/০৫/১২ (অনলাইন ডেস্ক)

মোবাইলে নেটওয়ার্ক না থাকলেও কল করবেন যেভাবে

মোবাইলে নেটওয়ার্ক

গ্রাম-গঞ্জে, পাহাড়ি বা দূর্গম এলাকায় অনেক সময় মোবাইল ফোনে নেটওয়ার্ক সমস্যা দেখা দেয়। ফলে কথা বলতে বা ইন্টারনেট ব্যবহার করতে বেশ ঝামেলা পোহাতে হয়। এবার সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় বেরিয়েছে।

নেটওয়ার্ক ছাড়াই মোবাইল ফোনে কল করা, কল ধরা বা ইন্টারনেট ব্যবহারের বিকল্প পদ্ধতি উদ্ভাবন করেছে সংযুক্ত আরব আমিরাতের ‘থুরায়া’ নামের একটি স্যাটেলাইট সেবাদানকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিশেষ ধরনের এক অ্যাডাপ্টর ও অ্যাপ তৈরি করেছে, যা অ্যান্ড্রয়েড ফোনকে স্যাটেলাইট ফোনে রুপান্তর করবে।

থুরায়া তাদের অ্যাডাপ্টারটি বাজারে ছেড়েছে। ওই অ্যাডাপ্টারটি প্রথমে মোবাইল ফোনের সাথে সংযুক্ত করতে হবে। এর পর স্যাটস্লিভ অ্যাপটি মোবাইলে ইনস্টল করতে হবে। অ্যাডাপ্টারটি মোবাইল ফোনে সংযুক্ত করার পর স্যাটেলাইড মুড অন হবে। তখন স্যাটস্লিভ অ্যাপটি দিয়ে মোবাইলে কল করা ও কল ধরাসহ ইন্টারনেট ব্যবহারের মতো সব সুবিধা পাওয়া যাবে।

এ পদ্ধতিতে মূলত মোবাইল ফোন নেটওয়ার্ক নির্ভরতা থেকে বেরিয়ে স্যাটেলাইট নির্ভর হবে। ফলে নেটওয়ার্কের যে সীমাবদ্ধতা রয়েছে তা আর থাকবে না।

তবে, সব মোবাইল ফোন দিয়ে এটি এখনো ব্যবহার করার উপযোগি হয়নি। আইফোন ও নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানের অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা এই সুবিধা নিতে পারছেন।

থুয়ারার এই অ্যাডাপ্টারটি খুব বেশি ভারীও নয়। এর ওজন মাত্র ৩৭ গ্রাম; যা মোবাইলের একটি ব্যটারির ওজনের সমান। ফলে এটি বহন করাও সহজ।

থুয়ারা ইতিমধ্যে ১৬১টি দেশে এই সুবিধা দিচ্ছে। গুগল প্লে স্টোর গিয়ে স্যাটস্লিভ অ্যাপ্লিকেশন খুব সহজে ডাউনলোড করা যাবে। ভারতের বাজারে অ্যাডপটরটির দাম ৬৬ হাজার ৮০০ টাকা।

আরএম-২২/০৫/১২ (প্রযুক্তি ডেস্ক)

গুগল-ডুডলে বিশ্ব জানবে তারেক মাসুদকে

গুগল-ডুডলে

বাংলাদেশের বরেণ্য চলচ্চিত্রকার তারেক মাসুদের ৬২তম জন্মদিন ৬ ডিসেম্বর। দিনটিকে স্মরণ করে তারেক মাসুদকে সম্মান জানাবে বিশ্বের অন্যতম ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল। তারেক মাসুদকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে বানানো হবে ডুডল। আর এটি দেখা যাবে বিশ্বব্যাপী।

মূলত বিভিন্ন দিবস, জনপ্রিয় কাজ কিংবা নানা দেশের মনীষীকে শ্রদ্ধা জানিয়ে ডুডল বানানো হয় গুগলের পক্ষ থেকে। গুগল ডুডল হলো, গুগল ওয়েবসাইটের হোমপেজে দেয়া গুগলের সাময়িক লোগো।

এর আগে শামসুর রাহমান, হুমায়ূন আহমেদসহ বাংলাদেশের অনেক গুণী ব্যক্তিত্বকে নিয়ে ডুডল বানিয়েছে গুগল। কিন্তু সেটা শুধুমাত্র বাংলাদেশ থেকে গুগল ব্যবহারকারীদের দেখানো হয়েছে। কিন্তু তারেক মাসুদকে নিয়ে বানানো গুগল ডুডল বিশ্বব্যাপী দেখানো হবে।

এর আগে সত্যজিৎ রায়, আকিরা কুরোসাওয়া, সের্গেই আইজেনস্টাইনের মতো চলচ্চিত্রকারদের ডুডলের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়েছে। সেই তালিকায় এবার স্থান পাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রকার তারেক মাসুদ।

চলচ্চিত্রকার তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ বলেন, ‘গুগলের পক্ষ থেকে তারেক মাসুদকে এভাবে সম্মান জানাবে, এটা বাংলাদেশের মানুষের জন্য ভীষণ গর্বের।’

এদিকে তারেক মাসুদের জন্মদিন উপলক্ষে ‘চলচ্চিত্র কথা’ নামে একটি বই প্রকাশ করা হবে। বইটিতে থাকবে তারেক মাসুদের বক্তৃতা, সাক্ষাৎকার, চলচ্চিত্র নিয়ে তাঁর স্বপ্ন এবং সমাজে তাঁর চলচ্চিত্রের প্রভাব ইত্যাদি। যৌথভাবে বইটি প্রকাশ করছে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট ও কথা প্রকাশ।

আরএম-২১/০৫/১২ (বিনোদন ডেস্ক)

অ্যালার্জির সমস্যা থেকে বাঁচতে এড়িয়ে চলুন ৫ বিষয়

অ্যালার্জির সমস্যা

অ্যালার্জির সমস্যা অনেকেরই রয়েছে। অ্যালার্জির সমস্যার কারণে অনেকেরই স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হয়। যাদের এই সমস্যা নেই, তাদের কাছে অ্যালার্জি তেমন একটা গুরুতর ব্যাপার মনে না হলেও, যারা ভুক্তভুগী তারা জানেন, শরীর আর মন দুটিই বিপর্যস্ত হয়ে পড়ে অ্যালার্জির জ্বালায়। আবার অ্যালার্জির সমস্যা এড়াতে গিয়েই বেশিরভাগ মানুষই মারাত্মক কিছু ভুল করে ফেলেন, যা কোনও কোনও ক্ষেত্রে বিপদ আরও বাড়িয়ে দিতে পারে। কী সে সব ভুল, আসুন জেনে নেওয়া যাক।

১) ঘরে যথেষ্ট আলো-বাতাস ঢুকলে ঘর থাকবে জীবাণুমুক্ত। এমন ধারণার বসবর্তি হয়ে অ্যালার্জির রোগীরাও জানালা হাট করে খুলে দেন। কিন্তু এর ফলে বিভিন্ন ফুলের পরাগরেণু বা ধুলাবালি ঢুকে পড়ে অ্যালার্জির সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে।

২) অ্যালার্জির জ্বালায় অতিষ্ঠ হয়ে অনেকেই ফার্মেসিতে গিয়ে নানা রকম ওষুধ কিনে খান। কিন্তু ঠিক কি কারণে আপনার অ্যালার্জি হচ্ছে তা না জেনেই যদি ওষুধ খাওয়া হয় সে ক্ষেত্রে উল্টো ক্ষতির সম্ভাবনাই বেশি। শুরুতেই চিকিত্সকের পরামর্শ নিন। পরীক্ষা করিয়ে আগে নিশ্চিত হয়ে নিন আপনার অ্যালার্জি ঠিক কি ধরণের। এর পর সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

৩) আপনার জুতা, কাপড়, চুলে লেগে অ্যালার্জি সৃষ্টিকারী ধুলাবালি প্রতিনিয়তই ঘরে ঢুকে যায়। আপনার ঘরের পোষ্যটির মাধ্যমেও দিনের মধ্যে একশ বার একই ঘটনা ঘটে। এ সব কারণে যতটা সম্ভব পরিষ্কার থাকতে উপযুক্ত সতর্কতা নেওয়া উচিত্। শুধু তাই নয়, বাইরে থেকে এসে মাথার চুল ধুয়ে ফেলাটাও অনেক জরুরি। নয়তো চুলে লেগে থাকা ধুলাবালি বালিশেও লেগে যাবে এবং রাতভর সেই ধুলা লাগা বালিশে ঘুমালে অ্যালার্জির সমস্যা আরও বেড়ে যেতে পারে।

8) অ্যালার্জির সমস্যা যাদের আছে বিশেষ কিছু ফল বা সবজি খেলে তাদের অ্যালার্জির সমস্যা অনেক বেড়ে যায়। মুখে এবং গলায় চুলকানি, অস্বস্তি দেখা দেয়। কখনও এই সব খাবার কাটাকাটি করলে, ধুতে গেলে বা রান্না করতে গেলেও অ্যালার্জির সমস্যা বাড়তে পারে। আপনার যদি জানা থাকে যে, কোন কোন খাবারে আপনার অ্যালার্জি বেড়ে যায়, তাহলে সেই সব খাবার থেকে দূরে থাকাই শ্রেয়।

৫) অনেকেই অ্যালার্জির সমস্যায় চিকিত্সকের দেওয়া নাজাল স্প্রে ব্যবহার করে থাকেন। কিন্তু এই নাজাল স্প্রে ব্যবহারের ক্ষেত্রে অনেকেই নিয়ম মেনে চলেন না। নাজাল স্প্রের অতিরিক্ত ব্যবহারের ফলে নাকের ভেতরের অংশে এবং সাইনাসে মারাত্মক ক্ষতি হতে পারে।

আরএম-২০/০৫/১২ (স্বাস্থ্য ডেস্ক)

পুলিশের সোর্সকে গলা কেটে হত্যা!

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শাকিল (২৫) নামে পুলিশের এক সোর্সকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার সিঙ্গারবিলর কাশিনগর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত শাকিল পশ্চিম কাশিনগর গ্রামের শহীদ মিয়ার ছেলে। তিনি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির।

স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা শাকিলকে গলা কেটে হত্যার পর কাশিনগর গ্রামের একটি সড়কে রক্তাক্ত লাশ ফেলে রাখে। সকালে পথচারীরা লাশ পড়ে থাকতে দেখে বিজয়নগর থানা পুলিশে খবর দেন। এর পর দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীর হোসেন বলেন, হত্যাকাণ্ডে সুনির্দিষ্ট কোনো কারণ এখনও জানা যায়নি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। লাশটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএ-০৮/০৫-১২ (আঞ্চলিক ডেস্ক)