সকাল ৮:০৬
বুধবার
২০ শে আগস্ট ২০২৫ ইংরেজি
৫ ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
২৫ শে সফর ১৪৪৭ হিজরী
spot_img

প্রার্থীতা ফিরে পলেন আমিনুল হক

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপির মনোনিত প্রার্থী এবং সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিষ্টার আমিনুল হক তাঁর প্রার্থীতা ফিরে পেয়েছেন। বৃহস্পতিবার ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে শুনানি শেষে তিনি প্রার্থীতা ফিরে পান। বিষয়টি নিশ্চিত করেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শাওয়াল।

তিনি জানান, বৃহস্পতিবার বিকেল ৪টার পরে ১৪৫ নম্বর সিরিয়ালে ব্যারিষ্টার আমিনুল হকের শুনানি হয়। শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশনার।

তথ্য গোপন ও ঋণ খেলাপির দায়ে গত ২ ডিসেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তা মনোনায়ন যাচাই-বাছাইয়ে বিএনপির মনোনিত প্রার্থী ব্যারিষ্টার আমিনুল হকের প্রার্থীতা বাতিল করেছিলেন।

রাজশাহী-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন মোট ১২ জন। যাচাই-বাছাই শেষে এদের মধ্যে ব্যারিস্টার আমিনুল হকসহ আটজনের প্রার্থীতা বাতিল হয়ে যায়। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন ব্যারিস্টার আমিনুল হক।

এ আসনে এখন প্রার্থী থাকলেন পাঁচজন। এরা হলেন, আওয়ামী লীগের সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও এমপি ওমর ফারুক চৌধুরী, বিএনপির ব্যারিস্টার আমিনুল হক, তার স্ত্রী আভা হক, ওয়ার্কার্স পার্টির রফিকুল ইসলাম ও ইসলামী আন্দোলনের আব্দুল মান্নান।

এসএইচ-৩৩/০৬/১২ (নিজস্ব প্রতিবেদক)

অভিবাসি শ্রমিকের সংখ্যা ১৬ কোটি ছাড়িয়েছে

আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও বলছে বিশ্বের বিভিন্ন দেশে অভিবাসি শ্রমিকের সংখ্যা গত বছর ১৬৪ মিলিয়ন ছাড়িয়ে গেছে। যা ২০১৩ সালের তুলনায় বৃদ্ধি পেয়েছে ৯ শতাংশ। ২০১৩ সালে এ সংখ্যা ছিল দেড়’শ মিলিয়ন। আইএলও বলছে ভালো কাজের আসায় এদের অধিকাংশ সীমান্ত পাড়ি দিয়েউন্নত দেশে পাড়ি দিয়েছে।

অভিবাসি শ্রমিকের মধ্যে অধিকাংশ অর্থাৎ ৯৬ মিলিয়ন পুরুষ ও ৬৮ মিলিয়ন নারী। অর্থাৎ পূর্বের চেয়ে পুরুষ অভিবাসি শ্রমিক ৫৬ থেকে ৫৮ শতাংশে বৃদ্ধি ও নারী শ্রমিক হ্রাস পেয়েছে ৪৪ থেকে ৪২ শতাংশে। ১৬৪ মিলিয়ন অভিবাসি শ্রমিকের মধ্যে ৭০.১ শতাংশের বয়স ১৫ বছর বা তারচেয়ে বেশি।

এসব তথ্য বেরিয়ে এসেছে ‘গ্লোবাল এস্টিমেটস অন ইন্টারন্যাশনাল মাইগ্রেন্ট ওয়ার্কার্স’ শীর্ষক আইএলও’র প্রতিবেদনে। ৮৭ শতাংশ অভিবাসি শ্রমিকের কাজের বয়স ২৫ থেকে ৬৪ বছর তার মানে এদের অধিকাংশই উৎপাদনক্ষমতার অধিকাংশ সময় পেরিয়ে গেছে।

আইএলও’র কর্মকর্তা ম্যানুয়েলা তোমেই বলেন, নারী শ্রমিকদের সংখ্যা বাড়লেও পুরুষের তুলনায় তাদের বেতন বৈষম্য একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে।

এছাড়া ১৬৪ মিলিয়ন শ্রমিকের ১১১.২ মিলিয়ন বা ৬৭.৯ শতাংশ বাস করছে উন্নত আয়ের দেশে, ৩০.৫ মিলিয়ন বা ৬৭.৯ শতাংশ বাস করছে মধ্যআয়ের দেশে এবং বাকিরা কাজ করছে নিম্ন আয়ের দেশে।

এসএইচ-৩২/০৬/১২ (প্রবাস ডেস্ক)

টুইটারে ফলোয়ার বাড়াবেন যেভাবে

বর্তমানে মাইক্রোব্লগিং সাইটগুলোর মধ্যে অন্যতম টুইটার।

তবে টুইটার ব্যবহারের ক্ষেত্রে অনেকেই বিভিন্ন সময় নানা রকমের সমস্যার মধ্যে পড়েন।

টুইটারে আগে ১৪০ ক্যারেক্টারের মধ্যেই সব তথ্য প্রকাশ করতে হতো। কিন্তু বর্তমানে তা বৃদ্ধি করা হয়েছে। তবে ওয়েবসাইটের লিংক বড় হলে তা শেয়ারের পর দেখতে খারাপ দেখায়। তাই এ ঝামেলা এড়ানোর জন্য লিংকগুলো ছোট করা যায়। আর এজন্য রয়েছে লিংক ছোট করার ওয়েবসাইট।

ফলোয়ার বাড়াতে
টুইটারে ফলোয়ার বাড়াতে চাইলে ফেসবুক বন্ধু বা পেইজে টুইটার আইডির ইউজার নেইম শেয়ার করতে পারেন। সেইসঙ্গে টুইটারের নিয়িমিত টুইট করতে হবে। কেউ যদি ম্যাসেজ বা কোনো প্রশ্ন করে তবে সেটির উত্তর যতটা দ্রুত সম্ভব দিতে হবে। এতে টুইটার এক্টিভিটি বাড়বে। ফলে ফলোয়ার বাড়বে।

হেডার পরিবর্তন
হেডার পরিবর্তনের জন্য প্রথমেই টুইটার অ্যাকাউন্টে লগইন করতে হবে। এরপর এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে। তারপর ‘চেঞ্জ ইওর হেডার ফটো’ ক্লিক করতে হবে। আপলোড ইওর ফটো থেকে ‘ওপেন’-এ ক্লিক করে আপনার পছন্দের ছবি সিলেক্ট করুন। শেষে ‘অ্যাপ্লাইয়ে’ ক্লিক করুন।

এসএইচ-৩১/০৬/১২ (প্রযুক্তি ডেস্ক)

বিয়ের আগেই ৪৫০ কোটি টাকার উপহার!

আগামী ১২ ডিসেম্বর তারা গাঁটছড়া বাঁধবেন ভারতের শিল্পপতি মুকেশ আম্বানির মেয়ে ঈশা আম্বানি ও শিল্পপতি অজয় পিরামলের ছেলে আনন্দ পিরামল। দুই পরিবার মেতে প্রি-ওয়েডিং অনুষ্ঠানে উঠবেন ৮ ও ৯ ডিসেম্বর। শনিবার থেকে শুরু হবে সেলিব্রেশন। উদয়পুরে এখন তার প্রস্তুতি চলছে।

এরই মধ্যে অতিথিদের জন্য মুকেশ আম্বানি ভাড়া করেছেন ২০০ বিমান। সেগুলো নামবে উদয়পুর বিমানবন্দরে। আর বিমানবন্দর থেকে অতিথিদের আয়োজনস্থলে নেয়ার জন্য ভাড়া করা হয়েছে এক হাজার গাড়ি। এছাড়া শহরের সব পাঁচতারকা হোটেল বুকিং দিয়ে রাখা হয়েছে।

আর এরই মধ্যে এক বিরাট উপহার পেয়েছেন ঈশা। অজয় পিরামল তার হবু পুত্রবধূকে ৪৫০ কোটি টাকার বাংলো উপহার দিয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, মুম্বাইয়ের ওড়লিতে সমুদ্রের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে বাংলোটি। ২০১২ সালে হিন্দুস্থান ইউনিলিভারের ৫০ হাজার স্কয়ার ফিটের ওই বাংলো কিনে নিয়েছিলেন অজয় পিরামল।

বিয়েতে স্থানীয় শিল্পীদের নিয়ে অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। বেশ কয়েকজন নামিদামী সঙ্গীত শিল্পী গান গাইবেন। তবে সবচেয়ে বড় আকর্ষণ থাকছে মার্কিন পপ তারকা বিয়োন্সে পারফর্মেন্স।

প্রি-ওয়েডিং অনুষ্ঠানের ফটোগ্রাফির জন্য ভাড়া করা হয়েছে ৮০ জন আলোকচিত্রীকে। প্রি-ওয়েডিং অনুষ্ঠানের অতিথিদের জন্যই ৩০ থেকে ৫০টি অতিরিক্ত বিমান ওঠানামা করবে উদয়পুর বিমানবন্দর থেকে।

এসএইচ-৩০/০৬/১২ (আন্তর্জাতিক ডেস্ক)

ভিকারুননিসা স্কুলের আন্দোলন স্থগিত

শিক্ষকদের আশ্বাসে আন্দোলন স্থগিত করে পরীক্ষা ও ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেলে শিক্ষকদের সঙ্গে বৈঠকের পর আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে এই ঘোষণা দেন নবম শ্রেণির শিক্ষার্থী আনুষ্কা রায়।

তিনি বলেন, ‘বৈঠকে শিক্ষকেরা আমাদের সবগুলো দাবি পূরণ করার আশ্বাস দিয়েছেন। আর যেগুলো আইনি বিষয়, সেগুলো আইনের মাধ্যমেই সমাধান হবে। তাই শিক্ষকদের উপর আস্থা রেখে আমরা আন্দোলন স্থগিত করছি। আগামীকাল শুক্রবার যাদের পরীক্ষা, তারা অংশ নেবেন। আর পরের দিন শনিবার থেকে আমরা সবাই ক্লাসে ফিরে যাব।’

এর আগে বিকেল ৩টা থেকে উদ্ভূত পরিস্থিতিতে করণীয় নির্ধারণে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেন ভিকারুননিসার শিক্ষকেরা। প্রায় দেড় ঘণ্টা এ বৈঠক হয়।

এর আগে সকালে প্রতিষ্ঠানটির মূল ক্যাম্পাসের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীরা গভর্নিং কমিটির সদস্যদের পদত্যাগ এবং অরিত্রীর বাবা-মায়ের সঙ্গে দুর্ব্যবহারের জন্য তাদের কাছে কর্তৃপক্ষের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার দাবি জানান।

পরে দুপুরে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি গোলাম আশরাফ তালুকদার সাংবাদিকদের কাছে প্রতিষ্ঠানের বৃহৎ স্বার্থে পদত্যাগে রাজি আছেন বলে জানান।

নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় তার বাবা-মায়ের কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘আমরা মর্মাহত। আমরা এ ঘটনায় জন্য অরিত্রীর বাবা-মায়ের কাছে ক্ষমা চাই। এই ধরনের ঘটনা আইনের প্রক্রিয়ায় আনা উচিত, যেন ভবিষ্যতে কোনো বাবা–মায়ের বুক খালি না হয়।’

গত রোববার পরীক্ষার হলে মোবাইল ফোন সঙ্গে নিয়ে গিয়েছিল অরিত্রি অধিকারী (১৫)। ফোনে নকল থাকার অভিযোগ তুলে তাকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়।

এরপর ওই ছাত্রীর বাবা-মাকে ডেকে পাঠায় স্কুল কর্তৃপক্ষ। সোমবার সকালে তারা স্কুলে যান এবং মেয়ের হয়ে দফায় দফায় ক্ষমা চান। কিন্তু, এরপরও ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাদের অপমান করেন এবং স্কুল থেকে অরিত্রি অধিকারীকে ছাড়পত্র দেয়ার ঘোষণা দেন।

নিজের সামনে বাবা-মায়ের এমন অপমান সইতে না পেরে ওইদিন দুপুরে শান্তিনগরের বাসায় ফিরে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই ছাত্রী। ওই ঘটনার জেরে মঙ্গলবার শিক্ষার্থী-অভিভাবকদের আন্দোলনে উত্তাল হয়ে উঠে বেইলি রোডে ভিকারুননিসার ক্যাম্পাস।

মঙ্গলবার রাতে অরিত্রির আত্মহত্যার ঘটনায় পল্টন থানায় মামলা করেন তার বাবা। আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে দায়ের মামলায় ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতী শাখার প্রধান জিনাত আরা এবং হাসনা হেনাকে আসামি করা হয়।

বুধবার রাতেই ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করা হয় শিক্ষক হাসনা হেনাকে। আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

এসএইচ-২৯/০৬/১২ (শিক্ষা ডেস্ক)

রংপুর-৬ আসনে নির্বাচন করছেন না শেখ হাসিনা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বদলে সেখানে দলের প্রার্থী হবেন স্পিকার শিরীন শারমীন চৌধুরী।

বৃহস্পতিবার পীরগঞ্জের দলীয় নেতাকর্মীদের ঢাকার গণভবনে ডেকে নিয়ে তাদের সামনে শিরীন শারমীনের হাতে দলীয় চিঠি তুলে দেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, শিরীন শারমীন চৌধুরী আমার মেয়ে, আপনাদের হাতে তুলে দিলাম। তাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করে নিয়ে আসবেন।

এসময় পীরগঞ্জের নেতাকর্মী ছাড়াও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিক রনি উপস্থিত ছিলেন।

এর আগে ২৭ নভেম্বর মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সহকারী রিটার্নিং অফিসার ও পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এমএ মমিনের কাছে প্রথমে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার এবং পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী তার নিজের মনোনয়নপত্র জমা দেন।

এসএইচ-২৮/০৬/১২ (অনলাইন ডেস্ক)

দু’কোটিতে নেই কোনও ভারতীয় ক্রিকেটার

১৮ ডিসেম্বর জয়পুরে বসবে দ্বাদশ আইপিএলের নিলামের আসর৷ তার আগে বিসিসিআই-এর তরফে নিলামের জন্য নাম নথিভূক্ত করা ক্রিকেটারদের তালিকা সম্পর্কে স্বচ্ছ ধারণা দেওয়া হল৷ বিজ্ঞপ্তি মারফৎ ভারতীয় বোর্ড জানিয়ে দেয়, এবার এক হাজারেরও বেশি ক্রিকেটার আইপিএল নিলামে অংশ নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন৷

উল্লেখযোগ্য বিষয় হল, এবার কোনও ভারতীয় ক্রিকেটার দু’কোটি টাকার সর্বোচ্চ বেস প্রাইসে নিজেদের নাম নথিভূক্ত করাননি৷ ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি ‘নূন্যতম মূল্য’ পেসার জয়দেব উনাদকাটের, যািনি গতবার ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সব থেকে বেশি দামে বিক্রি হয়েছিলেন৷ এবারও বড় অঙ্কের দর পাওয়ার প্রত্যাশায় রয়েছেন তিনি৷

অবিক্রিত থাকার সম্ভাবনার কথা মাথায় রেখে যুবরাজ সিং নিজেকে সর্বোচ্চ বেস প্রাইসের তালিকায় রাখেননি৷ তিনি এক কোটিতে থেকে শুরু করতে চান নিলাম৷

একা যুবি নন, নিজেদের এক কোটির তালিকায় রেখেছেন আরও বেশ কয়েকজন ভারতীয় তারকা৷টিম ইন্ডিয়ার দুই পেসার ইশান্ত শর্মা ও মহম্মদ শামি, স্পিনার অক্ষর প্যাটেল এবং উইকেটকিপার ঋদ্ধিমান সাহা নিজেদের নূন্যতম মূল্য নির্ধারণ করেছেন এক কোটি টাকা৷

বিদেশীদের মধ্যে দু’কোটির বেস প্রাইসে চমক বলতে ইংল্যান্ডের তরুণ পেসার স্যাম কুরান, যাণর ব্যাটের হাত নেহাৎ মন্দ নয়৷ গতবার মুম্বই ইন্ডিয়ান্সের কোচিং টিমে থাকা লসিথ মালিঙ্গা দু’কোটির বেস প্রাইসেই নিজের ভাগ্য যাচাই করতে চান এবার৷ এছাড়া কোরি অ্যান্ডারসন, ব্রেন্ডন ম্যকালাম, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, কলিন ইনগ্রাম, ডার্সি শর্ট, ক্রিস ওকস, শন মার্শরা দু’কোটির সর্বোচ্চ বেস প্রাইসের তালিকায় রয়েছেন৷

জাতীয় দলের ঠাসা ক্রীড়াসূচির কথা মাথায় রেখে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যারন ফিঞ্চ এবার আইপিএল নিলাম থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন

এবছর মোট ১০০৩ জন ক্রিকেটার আইপিএল নিলামের জন্য নাম নথিভূক্ত করিয়েছেন৷ যাঁদের মধ্যে বিদেশী ক্রিকেটার ২৩২ জন৷ ২০০ জনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে৷ ৮০০ জন ক্রিকেটারের এখনও আন্তর্জাতিক অভিষেক হয়নি৷তিনজন অ্যাসোসিয়েট দেশের ক্রিকেটার রয়েছেন তালিকায়৷ ৮০০ আনক্যাপড ক্রিকেটারের মধ্যে ৭৪৬ জন ভারতীয়৷

বিদেশীদের মধ্যে সর্বাধিক ৫৯ জন ক্রিকেটার রয়েছেন দক্ষিণ আফ্রিকার৷ অস্ট্রেলিয়ার ৩৫, ওয়েস্ট ইন্ডিজের ৩৩, শ্রীলঙ্কার ২৮, আফগানিস্তানের ২৭, নিউজিল্যান্ডের ১৭, ইংল্যান্ডের ১৪, বাংলাদেশের ১০, জিম্বাবুয়ের ৫ এবং আয়ারল্যান্ড, হংকং, আমেরিকা ও নেদারল্যান্ডসের ১জন করে ক্রিকেটার আইপিএল নিলামের জন্য নাম রেজিস্টার করিয়েছেন৷ আটটি ফ্র্যাঞ্চাইজি সম্মিলিতভাবে এবার সর্বাধিক ৭০জন ক্রিকেটারকে নিলাম থেকে কিনতে পারবে৷

এসএইচ-২৭/০৬/১২ (স্পোর্টস ডেস্ক)

ভোটে কালো টাকা ব্যবহারকারিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যারা কালো টাকা ব্যবহার করবেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্যই তালিকা করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। বৃহস্পতিবার ঢাকার সেগুন বাগিচার দুদকের প্রধান কার্যালয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা জানান।

দুদক চেয়ারম্যান বলেন, ‘দেশের মানুষ, আপনি-আমি কেউই চাই না, নির্বাচনে কালো টাকার ব্যবহার হোক। আমাদের ইন্টেলিজেন্স ইউনিটকে একটা গাইডলাইন দিয়েছি, এটি আমি প্রকাশ করতে চাই না। ছোট্ট একটি উদাহরণ দিয়ে বলছি, কতগুলো গরু জবাই করে ইলেকশনের প্রচার শুরু হলো, কতগুলো খাসি, কতগুলো লাল পোস্টার, এমন যেসব আইনসিদ্ধ নয়, সেগুলোর তালিকা দুদকের এই ইউনিট করবে। ওই রিপোর্টের ভিত্তিতে পরে আমরা আইনি ব্যবস্থা নেব।’

তিনি বলেন, ‘ফ্ল্যাট ও প্লটে কালো টাকা চলে যাচ্ছে। এ বিষয়ে আমরা অবহিত। সরকারের কাছে বেশকিছু সুপারিশ পাঠিয়েছি। সরকার এ বিষয়ে ব্যবস্থা নেবে বলে দুদক প্রত্যাশা করে। তবে কালো টাকা দেশে বিনিয়োগ হলে কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখতে পারত।’

নির্বাচন কমিশনে দেয়া প্রার্থীদের হলফনামার বিষয়ে দুদক কী পদক্ষেপ নেবে— এমন প্রশ্নে ইকবাল মাহমুদ বলেন, ‘কিছু সত্য বলতেই হবে। সত্য সত্যই। পৃথিবীর সব দেশেই জনগণের প্রত্যাশা থাকে নেতার চরিত্র পুত-পবিত্র হতে হবে। আমাদের দেশেও নেতাদের অবশ্যই সততা ও জবাবদিহিতা থাকতে হবে। এজন্য নির্বাচনে বলেছিলাম, যারা হলফনামায় তথ্য দেবেন তা যেন সঠিকভাবে দেন। হলফনামা পাবলিক ডকুমেন্ট। আমাদের গোয়েন্দা ইউনিট ডাউনলোড করছে। তবে কী করব, ভবিষ্যতে বলব। আমরা বই আকারে সংরক্ষণ করছি।’

ঋণখেলাপির প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়টি আমাদের না, ব্যাংকের। তবে যদি কেউ জালিয়াতি করে ঋণ নেন তাহলে বিষয়টি দুদকের। এজন্য প্রতিটি প্রতিষ্ঠানেই একটি অডিট রিপোর্ট দিতে হবে। অনেক কোম্পানি আছে যারা এনবিআরকে এক রকম ও ব্যাংক ঋণের ক্ষেত্রে ভিন্ন রকম অডিট রিপোর্ট দেয়।’

মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে অংশ নেন, মাহফুজ আনাম, খায়রুল বাশার মুকুল, এমদাদুল হক মিলন, খ ম হারুন, মনজুরুল আহসান বুলবুল, আবদুল কাউয়ুম, মোজাম্মেল বাবু, জ ই মামুন, মুস্তাফিজ শফি, শামীমুল হক, রাহুল রাহা, আশিষ সৈকত ও মঞ্জুরুল হক প্রমুখ।

এসএইচ-২৬/০৬/১২ (ন্যাশনাল ডেস্ক)

সিগারেট কিংবা মিষ্টিতে ‘সিন ট্যাক্স’ বসাবে পাকিস্তান

সিগারেট, মিষ্টি কিংবা ফাস্ট ফুড- এসব খেলেই শরীরে বাসা বাঁধে রোগ। আর তার জেরেই স্বাস্থ্যখাতে খরচ বাড়ে সরকারের। তাই এবার সিগারেট সহ ক্ষতিকারক খাবারের উপর বসানো হবে ‘সিন ট্যাক্স’। এমনটাই ঘোষণা করেছে পাকিস্তানের মন্ত্রী আমির মেহমুদ কিয়ানি।

একটি কনফারেন্স বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানের ন্যাশনাল হেল্থ সার্ভিস বিভাগের মন্ত্রী কিয়ানি। তিনি জানান, ইমরান খানের সরকার চাইছে প্রত্যেক বছর স্বাস্থ্যখাতে বরাদ্দ পাঁচ শতাংশ করে বাড়াতে। এর জন্য নানা উপায় নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এর মধ্যেই একটা হল এই সিন ট্যাক্স। সেই ট্যাক্সের টাকাই যোগ হয়ে যাবে হেল্থ বাজেটে। এই ধরনের ট্যাক্স পাকিস্তানের বাইরে আরও ৪৫টি দেশে নেওয়া হয় বলে পাক সংবাদমাধ্যম ‘ডন’-কে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রকের ডিরেক্টর জেনারেল ড. আসাদ হাফিজ।

তিনি আরও জানান, ‘সিন ট্যাক্স’ সাধারণত কোনও ক্ষতিকারক জিনিসের জন্য নেওয়া হয়ে থাকে। সেই তালিকায় রয়েছে তামাক, লজেন্স, সফট ড্রিংক, ফাস্ট ফুড, কফি কিংবা মিষ্টি। আমেরিকা প্রত্যেক প্যাকেট সিগারেট পিছু অন্তত ২০০ টাকা সিন ট্যাক্স নেয় বলে উল্লেখ করেছেন তিনি। ব্রিটেনে এই ট্যাক্স প্রায় ১০০ টাকা প্রতি লিটার মিষ্টি পানীয়তে।

তবে পাকিস্তানে ঠিক কত টাকা ট্যাক্স নেওয়া হবে, তা এখনও জানানো হয়নি। তবে সেটা যে খুব একটা কম নয়, সেটা স্পষ্ট। এর ফলে দাম বাড়বে সিগারেটের। ফলে অল্পবয়সী ছেলেমেয়েরা সহজে কিনতে পারবে না। রিপোর্ট বলছে পাকিস্তানে প্রত্যেকদিন অন্তত ১৫০০ যুবক-যুবতী নতুন সিগারেট খেতে শুরু করে।

পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রকের একটি রিপোর্ট বলছে, সেদেশে মৃত্যুর সবথেকে বড় কারণ হল এই সিগারেট বা তামাকজাত দ্রব্য। প্রত্যেক বছর এর জন্য ১ লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়। আগামিদিনে এইভাবে স্মোকিং বাড়তে থাকলে সরকারের স্বাস্থ্যখাতের খরচ বেড়ে যাবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।

এসএইচ-২৫/০৬/১২ (আন্তর্জাতিক ডেস্ক)

মা-মেয়ে উভয়ের সাথেই ডেট করতে চান অভিনেতা কার্তিক আরিয়ান

‘কেদারনাথ’-এর মুক্তির আগে থেকেই সারা আলি খান-কে নিয়ে জোর জল্পনা শুরু হয় বি টাউন জুড়ে। সাইফ-অমৃতা কন্যা যখন ‘কফি উইথ করণ’-এ করণ জহরের মুখোমুখি হন, তখন তিনি তার ভালো লাগার মানুষের নাম মুখে এনেই ফেলেন। বাবার সঙ্গে হাজির হয়ে সারা জানান, রণবীর কাপুরকে বিয়ে করতে চান তিনি।

কিন্তু ডেট করতে চান কার্তিক আরিয়ানের সঙ্গে। সারার ওই ইচ্ছার কথা শুনে বেশ কিছুটা অবাক হয়ে গিয়েছিলেন সাইফ। কিন্তু, মজার ছলে তিনিও জানিয়ে দেন, যার পকেটে অর্থ থাকবে, তিনি সারাকে নিয়ে ডেটে যেতে পারেন। বাবার মুখে ওই কথা শুনে বেশ কিছুটা লজ্জা পেয়ে যান সারা। কিন্তু, কার্তিকের সঙ্গে যে তিনি ডেট করতে চান, সেই দাবি থেকে পিছিয়ে আসেননি।

সারার মনের ইচ্ছে নিয়ে সম্প্রতি কার্তিক আরিয়ানকে প্রশ্ন করা হয়। প্রথমে তিনি বলেন, সারা খুব মিষ্টি মেয়ে। সারার সঙ্গে বসে কফি খেতে চান তিনি।

এরপর ফের সারার সঙ্গে ‘ডেটিং’-এর প্রসঙ্গ এলে কার্তিক বলেন, সারার সঙ্গে একটি পার্টিতে তার দেখা হয়েছিল। সেখানে তারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনময় করেন।

পাশাপাশি তিনি আরও বলেন, সারার ডাকের জন্য অপেক্ষা করছেন তিনি। সারা আলি খান কিংবা কার্তিক আরিয়ান বিষয়টি নিয়ে যতই মজা করুন না কেন, তাদের দু’জনকে নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়ে গিয়েছে বি-টাউনে।

এদিকে সম্প্রতি করিনা কাপুর খানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যান কার্তিক আরিয়ান। তিনি বলেন, করিনা তার প্রিয় অভিনেত্রী। শুধু তাই নয়, করিনার সঙ্গে তিনি ডেটে যেতে চান বলেও জানান কার্তিক। সম্প্রতি একটি ফ্যাশন শো-এর করিনার সঙ্গে স্টেজ ভাগ করে নেয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন বলিউডের এই অভিনেতা।

পাশাপাশি সম্প্রতি দুবাইতে একটি অনুষ্ঠানেও বেগম সাহেবার সঙ্গে হাজির হন কার্তিক আরিয়ান। কার্তিক যখন তার পছন্দের অভিনেত্রী হিসেবে করিনা কাপুরের নাম করছেন, সেই সময় সারা আবার বলিউডের এই অভিনেতার সঙ্গে কেন ডেটে যেতে চান, তা নিয়ে জোর প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরএম-২২/০৬/১২ (বিনোদন ডেস্ক)