সকাল ৭:১০
মঙ্গলবার
৫ ই আগস্ট ২০২৫ ইংরেজি
২১ শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
১০ ই সফর ১৪৪৭ হিজরী
spot_img

নির্বাচন কমিশনের আশ্বাস পেয়েছে বিএনপি!

আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীসহ নেতাকর্মীদের গ্রেফতার বন্ধ ও পুলিশ-প্রশাসনে রদবদলের দাবির বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) আশ্বাস পেয়েছে বিএনপি।

শনিবার বিকালে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি কেএম নূরুল হুদা ও তিন নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন ব্যারিস্টার মওদুদ আহমদের নেতৃত্বে বিএনপির ৭ সদস্যের প্রতিনিধি দল।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ বলেন, আমরা দুটি বিষয়ে কমিশনের সঙ্গে কথা বলেছি। সারা দেশে সরকারের সাজানো প্রশাসন, মন্ত্রী-এমপি বহাল রেখে লেভেল প্লেয়িং ফিল্ড ভাবাই যায় না। এজন্য ভোটের পরিবেশ ফিরিয়ে আনতে গ্রেফতার বন্ধ ও পুলিশ- প্রশাসনে রদবদল করতে হবে।

জবাবে নির্বাচন কমিশন আমাদের দাবিগুলো পর্যালোচনা করে ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেছেন- জানান মওদুদ।

মওদুদ অভিযোগ করে বলেন, দিন দিন পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। সরকারের নীলনকশা যেভাবে বাস্তবায়ন হচ্ছে তাতে ইসি কিছু করতে পারছে না। জামিন পাওয়া এখন মুশকিল, বিএনপির ৭ সম্ভাব্য প্রার্থীকেও গ্রেফতার করা হয়েছে। সরকারের সাজানো প্রশাসনে রাজনৈতিক সরকারের অধীনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই।

এর আগে দাবি সম্বলিত ৪টি চিঠি নির্বাচন কমিশনারদের কাছে পৌঁছে দেন বিএনপির প্রতিনিধি দলটি।

দাবিগুলোর মধ্যে রয়েছে– ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল থেকে নিয়োগ ও প্রশিক্ষণ কার্যক্রম বাতিল, ভোটকেন্দ্রে নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যদের নাম, পদবী ও র‌্যাংক ব্যাজ পরে দায়িত্ব পালন নিশ্চিতকরণ এবং জনিপপকে নির্বাচন পর্যবেক্ষণ থেকে বিরত রাখা।

বিএ-০৮/০১-১২ (ন্যাশনাল ডেস্ক)

বর্তমান কমিশনের অধীনেই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বর্তমান কমিশনের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।

নির্বাচনে জনগন স্বাধীনভাবে তাদের রায় দেবে এবং সেই রায় আওয়ামী লীগের পক্ষেই আসবে।

শনিবার দুপুরে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত যৌথ সভায় তিনি এ কথা বলেন। শহর আওয়ামী লীগের উদ্যোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে এই যৌথ সভার আয়োজন করা হয়।

মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি প্রতিদিনই বলছেন এই নির্বাচন কমিশনের ওপর তাদের আস্থা নেই। তাদের আস্থা আজিজ মার্কা নির্বাচন কমিশনের ওপর। নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে গেলে সেই নির্বাচন ভাল আর বিপক্ষে গেলে সেই নির্বাচন খারাপ, এই হলো বিএনপির চরিত্র।

‘নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ ৩০টির বেশি আসন পাবে না’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ কয়টি আসন পাবে কিনা সে বিষয়ে মাথা না ঘামিয়ে মির্জা ফখরুল সাহেব নিজের আসনে জয়লাভ করতে পারবে কিনা সেই বিষয়ে মাথা ঘামান।

কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানের সভাপতিত্বে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় জেলা ও শহর আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএ-০৭/০১-১২ (আঞ্চলিক ডেস্ক, তথ্যসূত্র: বাসস)

নওগাঁয় যুবককে গলা কেটে হত্যা

নওগাঁর বদলগাছীতে তপন সরকার (২৮) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলা বিলাশবাড়ী ইউনিয়নের চকশ্রীরাম গ্রামে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। তপন সরকার গ্রামের রবীন্দ্রনাথ নাদুর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, তপন সরকার গ্রামের পাশে গোপালপুর বাজারে দর্জির কাজ করতেন। কাজ শেষে প্রতিদিন রাত সাড়ে ৮টার দিকে বাড়িতে ফিরতেন।

কিন্তু শুক্রবার রাতে বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন তার মোবাইল ফোনে যোগাযোগ করলে সেটি বন্ধ পায়। এরপর বিভিন্ন স্থানে খোঁজ করে তাকে পাওয়া যায়নি।

সকালে বাড়ির পাশে ফাঁকা মাঠে গলা ও হাত-পায়ের রগ কাটা অবস্থায় তপনের মরদেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা। পরে থানা পুলিশকে সংবাদ দেয়া হয়।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল মালেক বলেন, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তার কোনো সূত্র পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বিএ-০৬/০১-১২ (উত্তরাঞ্চল ডেস্ক)

নির্বাচনে প্রার্থী না হওয়ার কারণ জানালেন ড. কামাল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়া নিয়ে বিভিন্ন সমালোচনার জবাবে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, এতে কোনো রহস্য নেই। নির্বাচনে অংশ না নিলেও নিজের কাজ থেকে সরে যাবেন না তিনি।

আজ শনিবার বেলা তিনটায় রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে জাতীয় ঐক্যফ্রন্টের এক সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি বলেন, ‘এখানে কোনো রকমের রহস্যের ব্যাপার নেই। আমার বয়স ৮০ বছর। আমার সমবয়সী যাঁরা বঙ্গবন্ধুর কেবিনেটে ছিলেন, তাঁদের মধ্যে শেষ ব্যক্তি আমিই বেঁচে আছি।

এতগুলো যোগ্য ব্যক্তি রাজনীতি করে বেরিয়ে এসেছেন। নেতৃত্বের কোনো ঘাটতি হবে না। কিন্তু আমি কাজ থেকে সরে যাচ্ছি না।’ তিনি আরও বলেন, নির্বাচন না করাটা তাঁর আজকের সিদ্ধান্ত না। ২০০৮ সালেও তিনিও নির্বাচনে অংশ নেননি।

নির্বাচন না হওয়ার জন্য নানা রকম ষড়যন্ত্র চলছে, আওয়ামী লীগের নেতাদের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে কামাল হোসেন বলেন তিনি ‘ষড়যন্ত্র’ শব্দে বিরক্ত।

জাতীয় ঐক্যফ্রন্ট যদি ক্ষমতায় যায় তবে শাসনব্যবস্থায় পরিবর্তনসহ তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনবে কি না? এমন প্রশ্নের জবাবে কামাল হোসেন বলেন, নতুন করে কিছু করতে হবে না। সংবিধানকে অক্ষরে অক্ষরে পালন করা হবে।

তত্ত্বাবধায়ক প্রসঙ্গে বলেন, তিক্ত অভিজ্ঞতা থেকেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা করা হয়েছিল। এটা কোনো বিতর্কিত বিষয় না, সংবিধানের ব্যাখ্যার বিষয়। তিনি আশা করেন, জনগণের সমর্থন তাঁদের আছে। জনগণের আস্থা অর্জন করে তাঁরা সংবিধান মেনে চলবেন। প্রয়োজন হলে সংবিধান সংশোধনও করা হবে।

৩০ ডিসেম্বর নির্বাচনের আগ পর্যন্ত জাতীয় ঐক্যফ্রন্ট সতর্ক ও সংঘবদ্ধ থাকবে এবং সক্রিয় ভূমিকা পালন করবে বলে জানান জোটের শীর্ষ নেতা।

সংবাদ সম্মেলনে কামাল হোসেনের লিখিত বক্তব্য পড়েন জোটের আরেক নেতা মাহমুদুর রহমান মান্না। সেখানে দলীয় আনুগত্য ও ভয়ভীতির ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়। পোলিং এজেন্টরা যাতে নির্ভয়ে দায়িত্ব পালন করতে পারেন, সে পরিস্থিত তৈরি করার জন্যও বলা হয়।

দেশবাসীকে ১৯৭১ সালের মতো ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলা হয়, ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আগে ৩০ ডিসেম্বরের নির্বাচন গুরুত্বপূর্ণ। এ ছাড়া আগামীকাল ২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর জাতীয় ঐক্যফ্রন্টের সব আসনেই প্রার্থী নির্ধারণ করা হবে।

কামাল হোসেন বলেন, অবাধ, নিরপেক্ষ নির্বাচন সরকারের দয়া-মায়া বা অনুগ্রহের বিষয় না, এটা সংবিধানের প্রতিশ্রুতি। দেশের মানুষের প্রতি নিবেদন জানিয়ে তিনি বলেন, নির্বাচনের ব্যাপারে সতর্ক থাকবেন। পাড়া-প্রতিবেশী সবাইকে নিয়ে সকাল-সকাল ভোট দিতে হবে।

তফসিল ঘোষণার পরে এখন পর্যন্ত ৬৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁদের মধ্যে তিনজন প্রার্থী রয়েছেন বলে জানান জাতীয় ঐক্যফ্রন্টের এই নেতা। তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন গ্রেপ্তার–হয়রানি করা হবে না। কিন্তু তা পালন করা হয়নি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কাদের সিদ্দিকী, সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু, জাফরুল্লাহ চৌধুরী, সুলতান মোহাম্মদ মনসুর, রেজা কিবরিয়া প্রমুখ।

বিএ-০৫/০১-১২ (ন্যাশনাল ডেস্ক, তথ্যসূত্র: প্রথম আলো)

রাজশাহীতে বাল্যবিয়ের দায়ে বরের কারাদন্ড

রাজশাহীর তানোরে স্কুল ছাত্রী শাকিলা খাতুনের (১৫) বাল্যবিয়ে ভেঙে দিয়ে বরকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে তানোর থানা থেকে সাজাপ্রাপ্ত বরকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

এরআগে শুক্রবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার সাদিপুর গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌ. মো. গোলাম রাব্বী।

অভিযুক্ত বরের নাম হিরো আলী (২৩)। সে তানোর পৌরশহরের গোল্লাপাড়া এলাকার মৃত বাবলুর ছেলে।

ইউএনও চৌ. মো. গোলাম রাব্বী প্রতিবেদককে জানান, শুক্রবার শেষ বিকেলে উপজেলার সাদিপুর এলাকায় থানা পুলিশের সহায়তায় বাল্যবিয়ের আসর থেকে বর হিরো আলীকে গ্রেফতার করা হয়।

তবে ঘটনাস্থল থেকে অন্যরা পালিয়ে যায়। পরে বাল্যবিয়ে নিরোধ আইন ১৯২৯ অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি হিরো আলীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

একই সঙ্গে মেয়েটিকেও পরামর্শ দেওয়া হয়েছে নিয়মিত স্কুলে যাওয়ার।

বিএ-০৪/০১-১২ (নিজস্ব প্রতিবেদক)

ইজতেমার মাঠ প্রশাসনের দখলে থাকবে

আগামী এক মাস টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠ প্রশাসনের দখলে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।শনিবার বিকেলে সচিবালয়ে বিবদমান তাবলিগ জামাতের দুই পক্ষ নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, দু’পক্ষের সংঘাতের কারণে আগামী এক মাস টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠ প্রশাসনের দখলে থাকবে। এই এক মাসের মধ্যে তাবলিগ জামাতের দুপক্ষ সেখানে কোনো ধরনের কর্মকাণ্ড করতে পারবে না।

এ ছাড়া আজকের সংঘর্ষের ঘটনায় ফৌজদারি মামলা হবে। তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এর আগে সকালে তাবলিগ জামাতের দুপক্ষের সংঘাতের পর তাদের নিয়ে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে উপস্থিত ছিলেন দিল্লি মারকাজের মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভীপন্থী বাংলাদেশে তাবলিগের শুরা সদস্য সৈয়দ ওয়াসিফুল ইসলাম এবং কওমিপন্থী মাওলানা যোবায়েরের পক্ষ থেকে তাবলিগের উপদেষ্টা মাওলানা আশরাফ আলী ও আবদুল কুদ্দুসসহ অন্যান্য নেতারা।

এ ছাড়া পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা বৈঠকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দুপক্ষের বিবাদের কারণে পূর্বঘোষিত জানুয়ারিতে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমা পেছানোর সিদ্ধান্ত হয়। এর মধ্যেই শনিবার সকালে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ৫ দিনের জোড় ইজতেমা অনুষ্ঠানকে কেন্দ্র করে মাওলানা সা’দ আহমাদ কান্ধলভী ও মাওলানা যোবায়ের আহমেদপন্থীরা রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে।

মুসল্লিরা জানান, গত ৩০ নভেম্বর শুক্রবার থেকে ৪ ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত মাওলানা সা’দপন্থী মুসল্লিরা ৫ দিনব্যাপী জোড় ইজতেমার ঘোষণা দিলে মাওলানা যোবায়েরপন্থীরা এর বিরোধিতা করেন এবং জোড় ইজতেমা প্রতিহতের ঘোষণা দেন। এর আগেই মাওলানা যোবায়ের আহমেদপন্থীরা ময়দানের অবস্থান নেন।

শনিবার সকালে মাওলানা সা’দপন্থীরা ইজতেমা ময়দানে গেলে ময়দানের প্রতিটি গেটে তালাবদ্ধ দেখতে পেয়ে তারা ক্ষিপ্ত হয়ে উঠেন। একপর্যায়ে সা’দপন্থীরা ময়দানের গেট ভেঙে ঢোকার চেষ্টা করলে উভয়পক্ষের মুসল্লিদের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে তারা গেট ভেঙে ময়দানে প্রবেশ করে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষে মাওলানা সা’দপন্থী মুন্সিগঞ্জের মিলকীপাড়া গ্রামের ইসমাইল মণ্ডল (৭০) নামে এক মুসল্লির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। দফায় দফায় এ সংঘর্ষে ৫ শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিএ-০৩/০১-১২ (ন্যাশনাল ডেস্ক)

হোটেলের দরজা ভেঙে আলোকচিত্রী আনোয়ারের মৃতদেহ উদ্ধার

ঢাকাতে একটি হোটেল থেকে খ্যাতিমান আলোকচিত্রী আনোয়ার হোসেনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে পান্থপথের হোটেল ওলিও ড্রিম হেভেনের একটি কক্ষের দরজা ভেঙে ওই মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি আলোকচিত্রী প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করতে ঢাকায় এসেছিলেন বাংলাদেশে জন্ম নেওয়া ফ্রান্সের নাগরিক আনোয়ার। গত ২৮ নভেম্বর হোটেল ওলিও ইন্টারন্যাশনালে ওঠেন তিনি।

পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সূর্যদিঘল বাড়ি, এমিলির গোয়েন্দা বাহিনী, লালসালু ও অন্যজীবন সিনেমার চিত্রগ্রাহক আনোয়ার হোসেন।

১৯৪৮ খ্রিষ্টাব্দের ৬ অক্টোবর পুরোনো ঢাকার আগা নবাব দেউড়িতে আনোয়ার হোসেনের জন্ম। তিনি প্যারিসে বসবাস করতেন।

বিএ-০২/০১-১২ (ন্যাশনাল ডেস্ক)

আ’লীগ প্রার্থীকে মনোনয়নের দাবিতে ‘কাফন’ মিছিল

ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনে জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হককে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়ার দাবিতে কাফনের কাপড় পড়ে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেছে পীরগঞ্জ উপজেলা আ’লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পীরগঞ্জ পৌর শহরের চৌরাস্তা ও রেলগেট মোড়ে অবস্থান নিয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

এসময় রাস্তায় শুয়ে কাফনের কাপড় পড়ে নৌকা প্রতীকের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন নেতা-কর্মীরা। এতে পীরগঞ্জ পৌর এলাকায় বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকে এবং রাস্তার দু’পাশে ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। কর্মসূচী চলাকালে পশ্চিম চৌরাস্তায়

এর প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সাবেক এমপি ইমদাদুল হক, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকরামুল হক, পৌর মেয়র কশিরুল আলম, রানীশংকৈল উপজেলা ভাইস চেয়ারম্যান মাহাফুজা আকতার পুতুল, আ’লীগ নেতা গোলাম রব্বানী, রেজওয়ানুল হক বিপ্লব সহ আ’লীগের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতারা।

সাবেক এমপি ইমদাদুল হককে আ’লীগ থেকে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়া না হলে বিক্ষোভ কর্মসূচি, রাজপথ-রেলপথ বন্ধ করে দেওয়া সহ পীরগঞ্জ রাণীশংকৈল অচল করে দেওয়ার হুশিয়ারি দেন বক্তারা। তবে এরই মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক এমপি ইমদাদুল হক।

এসএইচ-৩১/০১/১২ (উত্তরাঞ্চল ডেস্ক)

রাজশাহীতে যুবলীগ কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ

রাজশাহীর বাগমারায় চঞ্চল কুমার (৪২) নামের এক যুবলীগ কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল তার মৃত্যু হয়।

নিহত চঞ্চল কুমার বাগমারার তাহেরপুর পৌরসভার মাস্টারপাড়া মহল্লার নরেন কুমারের ছেলে। মরদেহ রামেক হাসপাতাল মর্গে নিয়েছে পুলিশ।

হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেল ৪টার দিকে চঞ্চল কুমারকে হাসপাতালে নেন স্বজনরা।

হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। পরে মরদেহ মর্গে নেয়া হয়েছে তার মরদেহ।

তবে স্থানীয়দের ভাষ্য, নিহত চঞ্চল স্থানীয় তাহেরপুর পৌর মেয়র আবুল কালামের অনুসারী ছিলেন। এছাড়া তিনি স্থানীয় সংসদ সদস্য ও এবারের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের বিরোধী ছিলেন। আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে জেরে এমপির সমর্থকরা তাকে পিটিয়ে হত্যা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে তাহেরপুর বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন চঞ্চল। এসময় এমপি এনামুল হবের সমর্থক সুমন, বিপ্লব ও মাসুদের নেতৃত্বে একদল লোক তার উপর হামলা চালায়।

হামলাকারীরা তাকে পিটিয়ে মারাত্মক যখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়দের সহাতায় তাকে এলাকার একটি ক্লিনিকে নেন স্বজনরা। অবস্থার অবনতি হওয়ায় বিকেলেই তাকে রামেক হাসপাতালে নেয়া হয়।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, সম্প্রতি উপজেলার জামগ্রাম উচ্চবিদ্যালয়ের শিক্ষক নিয়োগ কেন্দ্র করে মারামারি হয়।

ওই সময় বিদ্যালয়টির শিক্ষক গুলবর আলীকে মারধর করে প্রতিপক্ষ চঞ্চল কুমারসহ অন্যরা। এরই জেরে শনিবার চঞ্চল কুমারের উপর হামলা হয়। হৃদরোগী হওয়ায় সামান্য মারধরেই তিনি মারা গিয়ে থাকতে পারেন।

এমপি সমর্থকদের হামলার অভিযোগ বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, হামলাকারীদের পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের ধরতে এরই মধ্যে অভিযান শুরু করেছে পুলিশ। এনিয়ে পুলিশ আইনত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিএ-০১/০১-১২ (নিজস্ব প্রতিবেদক)

কুড়িয়ে পাওয়া কোটি টাকা ফেরত দিলেন বাংলাদেশি মোজাম্মেল

ধনাঢ্য মরুভূমির দেশ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের মাথা উঁচু করলেন মুহাম্মদ মোজাম্মেল হক নামের এক বঙ্গ সন্তান।তিনি আমিরাতের রাস্তায় কুড়িয়ে পেয়েছিলেন প্রায় এক কোটি টাকা।

টাকার জন্য পৃথিবী জুড়ে যখন অন্যায়-অনিয়ম, অপরাধ এমনকি মানুষের জীবনের জন্য ক্ষতিকর কাজ করতেও পিছ পা হচ্ছে না মানুষ, তখন এই বঙ্গ সন্তান গড়লেন অনন্য নজির। যাবতীয় লোভ-লালসাকে পাশ কাটিয়ে তিনি গড়লেন সততার প্রশংসনীয় এক উদাহরণ। অবলীলায় কুড়িয়ে পাওয়া এক কোটি টাকা তিনি ফিরিয়ে দিলেন এর মালিককে।

মোজাম্মেল হক বলেন, গত ১০ নভেম্বর আল আইনের আল-সালামাত রোডে একটি পলিথিনের ব্যাগ পরিত্যক্ত অবস্থায় দেখতে পাই। ব্যাগটি খুলে দেখি এর ভেতরে ১ হাজার দিরহামের অনেকগুলো বান্ডিল। সঙ্গেসঙ্গে পুলিশকে ফোন করে বিষয়টি অবগত করি।

ব্যাগে কত দিরহাম ছিল জিজ্ঞেস করলে মোজাম্মেল হক জানান, তা গুনে দেখিনি। পাছে যদি লোভ হয় সেই ভয়ে।

এ ঘটনার পর ২২ নভেম্বর এমন নির্লোভী মোজাম্মেল হককে ‘সততার বিরল দৃষ্টান্ত স্থাপন’ এর জন্য আনুষ্ঠানিকভাবে আমিরাতের আল আইন পুলিশ সততার সম্মাননা সনদ ও অন্যান্য উপহার দেয়।

জানা গেছে, মোজাম্মেল হক চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১ নম্বর পুকুরিয়া ইউনিয়নের বরুমচড়া গ্রামের সিদ্দীক আহমেদের ছেলে। তিনি আমিরাতের আল আইনে ২০ বছর যাবত ঠিকাদারি ব্যবসা করছেন।

এসএইচ-৩০/০১/১২ (প্রবাস ডেস্ক)