গর্ভবতী মহিলারা যে কারণে ছোট এলাচ খাবেন না

গর্ভবতী মহিলারা

প্রায় সব রান্নাঘরেই মশলার কৌটোয় ছোট, বড়, মাঝারি আকারের এলাচ থাকে। বিভিন্ন রান্নার স্বাদ বাড়াতে যেমন এলাচ লাগে, তেমনই আমাদের বেশ কিছু শারীরিক সমস্যা মেটাতেও কাজে আসে দারুণভাবে। জানেন কি কোন কোন কাজে এলাচ বেশি উপকারী?

১. পেটের গন্ডগোল থেকে মুখে দুর্গন্ধ হয়। ছোট এলাচ খেলে এর সুন্দর গন্ধ আপনার সেই সমস্যা অনেকটাই কমাবে।

২. অনেকটা সময় বাসে যেতে বা পাহাড়ি পথে অনেক সময়ে বমি বমি পায়। তখন ব্যাগে ছোট এলাচ থাকলে মুখে পুরে দিন। শরীর ভাল লাগবে।

৩. গ্যাসের সমস্যায় ভুগলে দু’টো ছোট এলাচ দুধের সঙ্গে মুখে দিন।

৪. বন্ধুদের সঙ্গে পার্টি করতে গিয়ে বাড়ি ফিরে মা-বাবার কাছে বকা খাওয়ার ভয়? মুখে একটা এলাচ ফেলে দিন। আফটার পার্টি নেশার ঘোর কেটে যাবে।

৫. যৌন সম্পর্ক ঠিক রাখতে রোজ রাতে দুধে এলাচ দিয়ে ফুটিয়ে খান। সমস্যা মিটে যাবে।

৬. মুখের ভিতরে আলসার হলে এলাচই আপনাকে অনেকটা সাহায্য করবে। ছোট এলাচ মুখের আলসার সারিয়ে তুলতে সাহায্য করে।

৭. তবে গর্ভবতী মহিলারা ছোট এলাচ খাবেন না, মিসক্যারেজের সম্ভাবনা থাকে।

আরএম-০৬/০৪/১০ (স্বাস্থ্য ডেস্ক)