সর্দি-কাশি এমনকি ক্যান্সারের ঝুঁকিও কমায় পেঁয়াজ কলি

সর্দি-কাশি

পেঁয়াজের দাম বাড়ায় কলির কদর অনেকটাই বেড়েছে। এটি এমন একটি সবজি যার আছে অনেক ওষুধি গুণ। পেঁয়াজ কলি শুধু খেতেই সুস্বাদু নয়, বরং পুষ্টিগুণেও ভরপুর।

রান্না করে বা সালাদের সঙ্গে কাঁচাও খাওয়া হয়। অনেকের হয়তো জানা নেই, পেঁয়াজের মতো অতটা ঝাঁঝালো স্বাদের না হলেও পেঁয়াজ কলির অনেক গুণ রয়েছে। চলুন তবে জেনে নেয়া যাক-

> পেঁয়াজের কলি সালফারের দারুণ উৎস। যা স্বাস্থ্যের জন্য উপকারী। এতে যে ধরণের এলিয়েল সালসাইফ থাকে তা শরীরে ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে।

> এতে থাকা সালফার শরীরে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। যা ডায়বেটিস রোগীর জন্য দারুণ উপকারী।

> রান্নায় স্বাদ বাড়াতে পেঁয়াজ কলির জুড়ি নেই। এতে প্রচুর পরিমাণে আঁশ থাকে যা হজমে সহায়তা করে।

> পেঁয়াজ কলিতে থাকা ক্যারোটিন দৃষ্টিশক্তি বাড়ায়। এছাড়া এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ। সালাদ তৈরির সময় গাজর ও শসার সঙ্গে পেঁয়াজ কলি মিশিয়ে খেলে সালাদের স্বাদ যেমন বাড়ে, তেমনি শরীরে পুষ্টির চাহিদাও মেটে।

> সর্দি-কাশি সারাতেও এর বিরাট অবদান রয়েছে। এজন্য অবশ্যই নিয়মিত খেতে হবে।

আরএম-২১/১৫/১২ (স্বাস্থ্য ডেস্ক)