চোখকে স্বস্তি দিতে ফেসবুকে নতুন মোড

ফেসবুকে এবার এলো ‘ডার্ক মোড’। চমকে দেওয়া এই নতুন মোডে রাতের অন্ধকারেও দিব্যি চ্যাট করা যাবে। অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে এই ‘ডার্ক মোড’-এর দেখা মিলবে।

ফেসবুক কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, এই মোড ব্যবহারের ফলে অন্ধকারে চোখের উপরে চাপ পড়া থেকে মিলবে রেহাই।

কীভাবে নিজের ফোনে এই মোড ব্যবহার করবেন? জেনে নিন—

প্রথমেই আপনার ফোনে মেসেঞ্জারের অ্যাপটি আপডেট করুন। এবার যেকোনও একজনের চ্যাটে ক্লিক করুন। তাকে চাঁদের ইমোজি পাঠাতে হবে। তাহলেই ফোনের স্ক্রিনে গুচ্ছ চাঁদ নেমে আসবে। এরপরই চালু হবে ডার্ক মোড।

প্রসঙ্গত, গত বছরই ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছিল শিগগিরই তারা নিয়ে আসবে ‘ডার্ক মোড’।

এসএইচ-৩১/০৫/১৯ (প্রযুক্তি ডেস্ক)