রাত ১২:০২
মঙ্গলবার
৩০ শে এপ্রিল ২০২৪ ইংরেজি
১৬ ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
২১ শে শাওয়াল ১৪৪৫ হিজরী
spot_img

বিতর্কের জালে তাজমহলসহ বিশ্বের যেসব স্থাপত্য

পৃথিবীতে কিছু অসাধারণ স্থাপত্য রয়েছে, যেগুলোর সৌন্দর্য শুধু নিজের দেশে প্রশংসা পায়নি, সুনাম কুড়িয়েছে বিশ্বের সর্বত্র। তবে এসব স্থাপত্যের অনেকেই মানুষের মনে বিস্ময় ছড়ালেও জড়িয়েছে বিতর্কের জালে। আজ আমরা জানব এমন কিছু স্থাপত্যের কথা, যেগুলো নানাভাবে হয়েছে বিতর্কিত ও সমালোচিত।

স্থাপত্য হলো সৌন্দর্যের এমন একটি নিদর্শন, যার মাধ্যমে দালান ও অন্যান্য বাস্তব কাঠামো নির্মাণের পরিকল্পনা, নকশা এবং নির্মাণ প্রক্রিয়ার কাজ করা হয়। স্থাপত্যে সুন্দর নির্মাণশৈলীই মূলত মানুষকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে থাকে।

তাজমহল: সুন্দর স্থাপনার একটি অনন্য নিদর্শন ভারতের তাজমহল। তবে সম্প্রতি এই স্থাপত্যটি বিতর্কের সঙ্গে জড়িয়েছে। ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলোর দাবি, বর্তমান তাজমহল আগে একটি শিব মন্দির ছিল। সে জমি মোগলরা জোরপূর্বক দখল করে।

এ ছাড়া তাজমহলের সঙ্গে আরও যে বিষয়টি সবসময় জড়িয়ে থাকে তা হলো, এমন সুন্দর নিদর্শন যেন আর তৈরি না হয়, সে জন্য এটি নির্মাণ সব কারিগরের হাত কেটে নিয়েছিলেন প্রেমিকপুরুষ হিসেবে খ্যাত নির্দয় সম্রাট শাহজাহান।

ইয়াসুকুনি শিন্টো শ্রিন: টোকিওর এই স্থাপত্যটি তৈরি হয়েছিল দেশের জন্য প্রাণ দেওয়া যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। প্রায় ২৫ লাখ যোদ্ধার নাম এখানে খোদাই করা আছে। যার মধ্যে ১৪টি নাম নাকি কুখ্যাত অপরাধীর। যার একজন আমেরিকার পার্ল হারবারে আক্রমণ করার অভিযোগে অভিযুক্ত। আরেকজন দুই লাখ মানুষের প্রাণহরণকারী।

অ্যাঞ্জেলের মূর্তি: স্পেনের ফলেন অ্যাঞ্জেলের মূর্তিটি উনিশ শতকের কোনো একসময় তৈরি হয়েছিল বলে ধারণা করা হয়। সারা বিশ্বে নাকি এটিই এমন এক স্মৃতিসৌধ, যা অশুভ শক্তির উদ্দেশে উৎসর্গ করা হয়েছে। স্থানীয়দের কাছে তাই এ স্থাপত্যটি অপয়া বলেও পরিচিত।

মাউন্ট রাশমোর: নিউইয়র্কের এক প্রখ্যাত আইনজীবী চার্লস ই রাশমোরের নামানুসারে এই স্থাপত্যের নামকরণ করা হয়। এ স্থাপত্যটিও তাজমহলের মতো দখল করা জমিতে তৈরি বলে বিতর্কিত হয়েছে।

কলম্বাসের মূর্তি: মার্কিন যুক্তরাষ্ট্রের আরও একটি বিতর্কিত স্থাপত্য হলো কলম্বাসের মূর্তি। আমেরিকায় বহু জায়গায় তার মূর্তি থাকলেও তাকে অনেকে ঘৃণার চোখে দেখে। আমেরিকায় বিক্ষোভকারীদের মতে, কলম্বাস হলেন গণহত্যার প্রতীক। তিনি আমেরিকার আদি বাসিন্দাদের নির্বিচারে হত্যা করেছিলেন। তাই অনেক জায়গায় বিক্ষিপ্তভাবে তার ভাস্কর্যের মাথা ভেঙে ফেলা হয়। আবার কয়েক স্থান থেকে সরিয়েও ফেলা হয় মূর্তি।

এসএইচ-০৫/২৭/২২ (অনলাইন ডেস্ক)

পি কে হালদারকে ৭ জুন পর্যন্ত কারাগারে রাখার নির্দেশ

হাজার হাজার কোটি টাকা লোপাট মামলার পলাতক আসামি পি কে হালদারকে আগামী ৭ জুন পর্যন্ত কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন ভারতের কলকাতার আদালত।

দুই দফায় ১৩ দিনের রিমান্ডের পর শুক্রবার তাকে আদালতে তোলা হয়। এদিন মামলার অগ্রগতি নিয়ে শুনানির পর আগামী ৭ জুন পর্যন্ত কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

প্রথম দফায় তিন দিনের রিমান্ড শেষে গত ১৭ মে পি কে হালদার ছাড়াও পরিবারের আরও ৫ সদস্যকে আদালতে তোলা হয়।

এ সময় পি কে হালদারকে হেফাজতে নেয়ার পর মামলার কতটা অগ্রগতি হয়েছে তা আদালতকে জানায় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই সঙ্গে আবারও ১৪ দিনের রিমান্ডের আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে এদিন সকালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে ইডি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় পি কে হালদারকে। এ সময় সাংবাদিকরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তিনি কোনো উত্তর দেননি। ভারতে কোনো রাজনৈতিক ব্যক্তির সঙ্গে সম্পর্ক রয়েছে কি না সে বিষয়েও কোনো উত্তর দেননি পি কে হালদার।

আর্থিক খাতে আলোচিত পি কে হালদার ও তার পাঁচ সহযোগীকে গত ১৪ মে পশ্চিমবঙ্গের অশোকনগর থেকে গ্রেফতার করে ইডি। পরে আদালতে তোলা হলে তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

এরপর থেকেই তাদের দেয়া তথ্য অনুসারে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পি কে হালদারের অনেক সম্পদের সন্ধান পায় ইডি।

এদিকে পি কে হালদারকে কোনো রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি সাহায্য করেছিলেন কি না সে বিষয়টি তদন্ত করে দেখতে ইতোমধ্যেই মাঠে নেমেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা।

গ্রেফতারকৃত পি কে হালদারের কাছ থেকে তথ্য পেয়েই এমন ৪০ জনের নামের তালিকা প্রস্তুত করেছেন গোয়েন্দা কর্মকর্তারা। সেই তালিকায় রয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিসহ বেশ কয়েকজন প্রভাবশালী। এছাড়া কয়েকজন জমির দালাল এবং ব্যাংক কর্মকর্তাও রয়েছেন।

ইতোমধ্যে দুটি বেসরকারি ব্যাংকের সঙ্গে কথা বলেছেন গোয়েন্দারা। ওই দুটি ব্যাংকের সন্দেহজনক লেনদেনের সন্ধান পেয়েছেন তারা।

এসএইচ-০৪/২৭/২২ (আন্তর্জাতিক ডেস্ক)

মরণোত্তর ‘দ্যাগ হ্যামারশোল্ড’ মেডেল পেলেন দুই বাংলাদেশি

দুই বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর দ্যাগ হ্যামারশোল্ড মেডেল দেওয়া হয়েছে। শুক্রবার (২৭ মে) জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন এ তথ্য জানায়।

এর আগে বৃহস্পতিবার জাতিসংঘের সদর দফতরে সংস্থাটির মহাসচিবের কাছ থেকে বাংলাদেশের পক্ষে পদক গ্রহণ করেন রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

পুরস্কারপ্রাপ্তরা হলেন মেজর এ কে এম মাহমুদুল হাসান ও ল্যান্স করপোরাল মো. রবিউল মোল্লা।

এবারের আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্বরত অবস্থায় আত্মোৎসর্গকারী ৪২টি দেশের ১১৭ জন শান্তিরক্ষীকে বিশ্ব শান্তিরক্ষায় সর্বোচ্চ ত্যাগের জন্য ‘দ্যাগ হ্যামারশোল্ড’ মেডেল প্রদান করা হয়। জাতিসংঘ সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস বাংলাদেশসহ ৪২টি দেশের স্থায়ী প্রতিনিধিদের হাতে নিজ নিজ দেশের মেডেল তুলে দেন।

মেডেল প্রদান অনুষ্ঠানে রাবাব ফাতিমা বলেন, শান্তিরক্ষীদের আত্মত্যাগ শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে যেতে আমাদের সংকল্পকে শক্তিশালী করে। তিনি শান্তিরক্ষায় জীবনদানকারী সব বীর শান্তিরক্ষীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং অপূরণীয় এ ক্ষতির জন্য তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী প্রতিনিধির অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেজর এ কে এম মাহমুদুল হাসান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক-এ নিয়োজিত মিনুসকা মিশনে এবং ল্যান্স করপোরাল মো. রবিউল মোল্লা দক্ষিণ সুদানে নিয়োজিত আনমিস মিশনে কর্তব্যরত অবস্থায় নিহত হন।

প্রসঙ্গত, বাংলাদেশ বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম শীর্ষ শান্তিরক্ষী পাঠানো দেশ। বাংলাদেশের ৬ হাজার ৮০২ জন শান্তিরক্ষী বিশ্বের ৯টি মিশনে দায়িত্বরত। দায়িত্বরত অবস্থায় এ পর্যন্ত জীবন উৎসর্গ করেছেন ১৬১ জন বাংলাদেশি শান্তিরক্ষী।

এসএইচ-০৩/২৭/২২ (আন্তর্জাতিক ডেস্ক)

বড় হারে সিরিজও খোয়ালো বাংলাদেশ

লক্ষ্য ছিল মাত্র ২৯ রানের। যা তাড়া করতে একদমই সময় নিলো না শ্রীলঙ্কা। ঝড় তোলা ব্যাটিংয়ে মাত্র তিন ওভারেই ২৯ রান তুলে নিয়েছেন দুই ওপেনার ওশাদা ফার্নান্দো ও দিমুথ করুনারাত্নে। যার সুবাদে ১০ উইকেটের বড় জয়ে সিরিজও নিজেদের করে নিয়েছে লঙ্কানরা।

চট্টগ্রামের সিরিজের প্রথম ম্যাচে সমানে সমান লড়ে ড্র করেছিল বাংলাদেশ। মিরপুরে জিতে প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের বড় সুযোগ দেখছিলেন অধিনায়ক মুমিনুল হক। কিন্তু ভয়াবহ ব্যাটিং ব্যর্থতায় মিলেছে ১০ উইকেটের বিব্রতকর পরাজয়।

লিটন দাস ও মুশফিকুর রহিমের লড়াকু সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৬৫ রানের সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। জবাবে সেঞ্চুরি হাঁকান অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও দিনেশ চান্দিমাল। অলআউট হওয়ার আগে শ্রীলঙ্কা পায় ৫০৬ রানের সংগ্রহ, লিড দাঁড়ায় ১৪১ রানের।

দ্বিতীয় ইনিংসেও ভয়াবহ ব্যর্থতার পরিচয় দেন স্বাগতিক দলের ব্যাটাররা। সাকিব আল হাসান ও লিটন দাসের ফিফটির পরও ১৬৯ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। ফলে মাত্র ২৯ রানের লক্ষ্য পায় শ্রীলঙ্কা। ওশাদার ৯ বলে ২১ রানের ঝড়ে তিন ওভারেই ম্যাচ জিতে যায় শ্রীলঙ্কা।

গতবছর শ্রীলঙ্কা সফরে গিয়েও প্রথম ম্যাচ ড্র করেছিল বাংলাদেশ। কিন্তু পরের ম্যাচ হেরে যাওয়ায় খোয়াতে হয় সিরিজ। এবার ঘরের মাঠেও হলো একই ফলের পুনরাবৃত্তি। এ নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে টানা তিন সিরিজে এক ম্যাচ ড্র ও অন্যটি হারলো টাইগাররা।

এর আগে টপঅর্ডারের ধারাবাহিক ব্যর্থতায় চতুর্থ দিন বিকেলে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ২৩ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। শেষ দিকে লিটন ও মুশফিক মিলে ৩.৫ ওভার কাটিয়ে দেন নির্বিঘ্নে। বাংলাদেশ ৩৪ রানে ৫ উইকেট নিয়ে দিনের খেলা শেষ করে।

প্রথম ইনিংসের মতো আবারও লিটন-মুশফিকের কাঁধে বর্তায় বড় দায়িত্ব। সেই আত্মবিশ্বাস থেকে আজকের দিনের শুরুতেও ইতিবাচক খেলতে থাকেন মুশফিক। শুরুতে বেশ আক্রমণাত্মক ফিল্ড সাজায় শ্রীলঙ্কা। কিন্তু লিটন-মুশফিকের সাবলীল ব্যাটিংয়ের কারণে খানিক রক্ষণাত্মক হয়ে যায় তারা।

আসিথা ফার্নান্দোর ওভারে জোড়া বাউন্ডারি হাঁকান মুশফিক। আসিথার তুলনায় কাসুন রাজিথার বোলিং ছিল অধিক নিয়ন্ত্রিত। অফস্ট্যাম্পের বাইরে থেকে হালকা মুভমেন্টের বেশ কিছু ডেলিভারিতে লিটনের মনে প্রশ্নের সৃষ্টি করেন তিনি।

ইনিংসে ১৯তম ওভারে তো রাজিথার বলে লিটনকে কট বিহাইন্ডই দিয়ে বসেছিলেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে নিজের উইকেট বাঁচান লিটন। রাজিথার পরের ওভারে মুশফিক পারেননি নিজেকে বাঁচাতে। অফস্ট্যাম্পের বাইরে লেন্থ ডেলিভারিটি হালকা স্কিড করে সোজা ঢুকে যায় স্ট্যাম্পে।

দ্রুত ব্যাট নামিয়েও বোল্ড হওয়া থেকে বাঁচতে পারেননি মুশফিক। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৪ চারের মারে ২৩ রান। মুশফিক ফিরে যাওয়ার খোলসে ঢোকার বদলে আক্রমণে যায় বাংলাদেশ।

চাপ দূর করার জন্য লঙ্কানদের দুই মূল বোলার রাজিথা ও আসিথার বিপক্ষে পাল্টা আক্রমণ করেন সাকিব-লিটন। তাই বলে বাড়তি ঝুঁকি নেননি তারা। অফস্ট্যাম্পের বাইরে হাত খোলার মতো ডেলিভারিগুলোকে সীমানাছাড়া করেছেন এ দুজন।

রাজিথার করা ২৫তম ওভারে তিনটি বাউন্ডারি হাঁকান সাকিব। তিনটিই ছিল অফস্ট্যাম্পের বাইরে ফুল লেন্থের ডেলিভারি। হাত খুলে কভার দিয়ে চালিয়ে দেন সাকিব। সেই ওভার পর রাজিথাকে আক্রমণ থেকে সরিয়ে নেন লঙ্কান অধিনায়ক।

বাঁহাতি স্পিনার প্রবীণ জয়াবিক্রম নিয়ন্ত্রিত বোলিং করে খানিক ভয়ের কারণ হয়েছেন। তবে লিটনের দায়িত্বশীল ব্যাটিংয়ের কারণে সফলতার দেখা পাননি এ তরুণ স্পিনার। আসিথার ওভারে জোড়া বাউন্ডারি হাঁকিয়ে ৩০ ওভারের ভেতরেই দলীয় শতরান পূরণ করে নেন সাকিব-লিটন।

চট্টগ্রাম টেস্টের একমাত্র ইনিংসে খাটো লেন্থের ডেলিভারিতে পরাস্ত হয়েছিলেন সাকিব। তাই এবার আক্রমণাত্মক সাকিবের বিপক্ষে একের পর এক বাউন্সার মারতে থাকেন আসিথা। এবার বাউন্সারগুলো ছেড়ে ছেড়ে খেলতে থাকেন সাকিব। হতাশ হয়ে আসিথাকেও সরিয়ে নেন করুনারাত্নে।

লিটন-সাকিবের জুটিতে ৬০ রান পেরিয়ে যাওয়ার পর দিনের ২১ ওভার শেষে দুই প্রান্তেই স্পিন আক্রমণ শুরু করে শ্রীলঙ্কা। একপাশে রমেশ মেন্ডিস ও অন্যপাশে জয়াবিক্রমের চ্যালেঞ্জের সামনে পড়েন সাকিব ও লিটন। সাকিবের অফস্ট্যাম্পের আশপাশে ক্ষত জায়গা তৈরি হওয়ায় তার জন্য কাজটা সহজ ছিল না।

দুই পাশ থেকে স্পিন আসায় রানের গতি কিছুটা কমে যায়। তবে প্রথম সেশনে কোনো বিপদ ঘটতে দেননি সাকিব-লিটন। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগেই ক্যারিয়ারের ২৭তম ফিফটি তুলে নেন সাকিব, বাংলাদেশ নেয় ৮ রানের লিড।

কিন্তু দ্বিতীয় সেশনে ফিরতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের প্রতিরোধ। সেশনের প্রথম ওভারে অবশ্য ফিফটি পূরণ করে নেন লিটন। ক্যারিয়ারের ১৩তম ফিফটি করে তিনি আউট হন আসিথা ফার্নান্দোর দুর্দান্ত ফিফটি করে। তার ব্যাট থেকে আসে ১৩৫ বলে ৫২ রান।

লিটনের বিদায়ে ভাঙে ১০৩ রানের জুটি। এরপর সাকিবকেও আউট করেন আসিথা। তার বাউন্সারে মারবেন না ছাড়বেন- এমন দ্বিধায় পড়ে কট বিহাইন্ড হন সাকিব। সাত চারের মারে ৭২ বলে ৫৮ রান করেন তিনি।

মোসাদ্দেককে লেগ বিফোরের ফাঁদে ফেলেন রমেশ মেন্ডিস। প্রথম ইনিংসে শূন্যের পর এই ইনিংসে সাত রান করেছেন তিনি। পরের ওভারেই পরপর দুই বলে তাইজুল ইসলাম ও খালেদ আহমেদকে আউট করে বাংলাদেশকে গুটিয়ে দেন আসিথা।

সবমিলিয়ে ৫১ রান খরচায় ৬ উইকেট নেন তিনি। যা তার ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার। এছাড়া রাজিথা দুই ও রমেশ নিয়েছেন এক উইকেট।

এসএইচ-০২/২৭/২২ (স্পোর্টস ডেস্ক)

ভারতে বৈধ ভাবে যাওয়া বাংলাদেশিদের ‘অনুপ্রবেশকারী’ বলে চিহ্ণিত!

ভারতের হিন্দুত্ববাদী একটি ফেসবুক পেজ থেকে এমন কয়েকটি ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে বৈধভাবে দিল্লিতে যাওয়া বাংলাদেশিদের ‘অনুপ্রবেশকারী’ বলে চালানোর চেষ্টা হয়েছে।

ওই সব ভিডিওগুলি মোট প্রায় এক কোটি আশি লক্ষ মানুষ দেখেছেন আর বিজেপি নেতারাসহ বহু হিন্দুত্ববাদী ফেসবুক পেজ বা টুইটার হ্যান্ডেল থেকে সেগুলো শেয়ার করা হয়েছে।

ভারতে ভুয়া খবর খুঁজে বার করার ওয়েবসাইট অল্ট নিউজ খুঁজে বার করেছে ওই সব কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কয়েকজনকে আর তারা যে বৈধ উপায়ে ভারতে বেড়াতে বা অন্য কাজে দিল্লিতে গিয়েছিলেন, সেই প্রমাণও বার করে এনেছে অল্ট নিউজ।

‘বর্তমান ভারত’ নামের একটি ফেসবুক পেজে আপলোড করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি সাংবাদিকের মতো মাইক হাতে দিল্লির শাহিনবাগ এলাকায় মুসলমান দেখলেই জানতে চাইছেন যে তিনি কোথা থেকে এসেছেন।

প্রায় চার মিনিটের এরকম একটি ভিডিওতে প্রায় ৩০জনকে দেখানো হয়েছে, যারা প্রশ্নের উত্তরে বলেছেন যে তারা বাংলাদেশি। তারা যে জুম্মার নামাজ পড়ে ফিরছেন, সেটাও জানিয়েছেন ওই বাংলাদেশিরা। তবে অনেকেই যে হিন্দিতে করা প্রশ্ন ঠিকমতো বুঝতে না পেরেই কোনওমতে জবাব দিচ্ছেন, সেটাও স্পষ্ট।

শুধু কোথা থেকে এসেছেন, সেটা জিজ্ঞাসা করেই ক্ষান্ত থাকেননি ওই ফেসবুক ভিডিওটির নির্মাতা। তিনি তাদের কাছে জানতে চেয়েছেন – “কীভাবে ভারতে এসেছেন? বিমানে না কাঁটাতার পেরিয়ে না জলপথে?”

কেউ যখন জবাব দিয়েছেন তারা আসলে মল্টার দূতাবাসে ভিসা নিতে এসেছেন, সেই জবাব এড়িয়ে গেছেন ওই ভিডিও নির্মাতা।

কাউকে আবার জিজ্ঞাসা করা হয়েছে যে পয়সা, অর্থাৎ অর্থের বিনিময়ে ভারতে এসেছেন কি না। হিন্দি ঠিকমতো না বুঝে এক বাংলাদেশি জবাব দিয়েছেন, “হ্যাঁ, হ্যাঁ, ভিসার জন্য এসেছি।” অর্থাৎ পয়সা (হিন্দিতে পইসা) কথাটাকে ওই বাংলাদেশি শুনেছেন ভিসা। কারণ ভিডিওতে এরপর তাকে বলতে শোনা যাচ্ছে, “হ্যাঁ হ্যাঁ – ভিসা!”

অনেকেই বলেছেন যে ভিসার কাজ মিটে গেলে তারা বাংলাদেশে ফিরে যাবেন।

দুদিন ধরে এই সব ভিডিওগুলি আপলোড করার পরের দিন একটা দীর্ঘ ফেসবুক লাইভ হয়েছে ওই পেজ থেকে।

এই ভিডিয়ো ব্যাপক ভাবে শেয়ার হতে দেখে সেটি নজরে আসে ভুয়া খবর ধরার ওয়েবসাইট অল্ট নিউজের।

তারা যোগাযোগ করে এক স্থানীয় সাংবাদিক আরবাব আলির সঙ্গে।

মি. আলি বিবিসি বাংলাকে জানিয়েছেন যেসব বাংলাদেশির চেহারা দেখানো হয়েছিল, তাদের তিনি কীভাবে খুঁজে বার করেছিলেন।

“ভিডিওগুলি থেকে ৩০টিরও বেশি চেহারার স্ক্রিনশট নিয়ে আমি শাহিনবাগের বিভিন্ন মসজিদে ঘুরি। ইমাম, মুয়াজ্জিনদের সঙ্গে কথা বলি। এরকম চারটি মসজিদে ঘোরার পরে এক ব্যক্তির মাধ্যমে জানতে পারি যে এই ব্যক্তিরা জুম্মার নামাজ পড়তে আসেন ঠিকই, কিন্তু প্রায় দু কিলোমিটার দূরের একটি এলাকায় থাকেন,” জানাচ্ছিলেন মি. আলি।

সেখানে গিয়ে এমন কয়েকজন বাংলাদেশিকে খুঁজে পান আরবাব আলি, যাদের ওই ভিডিওতে দেখা গিয়েছিল।

তিনি জানান, “প্রথমে ওই বাংলাদেশি নাগরিকরা তো কথাই বলতে চাননি – কারণ ততক্ষণে তারাও আগের ভিডিওটি দেখে ফেলেছিলেন এবং সেখানে যে তাদের ‘অনুপ্রবেশকারী’ বলে চিহ্নিত করা হয়েছে, সেটাও তারা জেনে গিয়েছিলেন।”

কয়েকজন বাংলাদেশির সাক্ষাতকার রেকর্ড করে আরবাব আলি বুঝতে পারেন যে কোনও প্রেক্ষিত না বলেই তাদের কাছে ওই ভিডিও নির্মাতা শুধু জানতে চেয়েছিলেন যে তারা কোথা থেকে এসেছেন।

ওই বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে মি. আলি জানতে পারেন যে এদের একটা বড় অংশই এসেছেন মল্টায় যাওয়ার ভিসা নিতে।

বাংলাদেশে মল্টার কোনও দূতাবাস নেই, তাই বাংলাদেশিদের দিল্লিতে এসে মল্টার ভিসা নিতে হয়। আর ভারতেও তারা যে বৈধ ভিসা নিয়েই এসেছেন, সেই প্রমাণও দেখেছেন সাংবাদিক আরবাব আলি।

তাকে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক জানিয়েছেন যে ”কাঁটাতারের বেড়ার নিচ দিয়ে না ওপর দিয়ে কীভাবে এসেছেন ভারতে?” – এই প্রশ্নে খুবই অপমানিত হয়েছেন তারা।

বহু পরিচিত বিজেপি নেতা নেত্রী এই ভিডিওগুলি শেয়ার করে নানা মন্তব্যও করেছেন।

কেউ লিখেছেন এদের ১০ থেকে ১৫ বছর জেলের সাজা হওয়া উচিত, কেউ এদের রোহিঙ্গা বলে উল্লেখ করেছেন বা কেউ লিখেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালই এদের থাকতে দিচ্ছেন।

অল্ট নিউজের যে সাংবাদিক এই ভুয়া খবরের সত্যতা যাচাই করে একটি সংবাদ লিখেছেন, সেই অর্চিত মেহেতার নজরে পড়েছে যে ভিডিওগুলি শুধুমাত্র ফেসবুকেই দেওয়া হয়েছে, ইউটিউব বা টুইটারে নয়।

“একটা বিষয় খেয়াল করবেন যে ভিডিওগুলো কিন্তু শুধুই ফেসবুকে দেওয়া হয়েছে। ইউটিউব বা টুইটারের মতো অন্য কোথাও নেই এটা। কারণটা স্পষ্ট – (হিন্দুত্ববাদী) ইকোসিস্টেমের সবথেকে বেশি ফলোয়ার ফেসবুকেই আছে। সব থেকে বেশিবার যাতে দেখা হয় আর শেয়ার হয়, সেজন্যই ফেসবুককে বেছে নেওয়া হয়েছে,” বলছিলেন অর্চিত মেহতা।

তিনি ব্যাখ্যা করেছেন, ভিডিওটির নির্মাতা সাংবাদিকের মতো করে ভক্সপপগুলো নিয়েছেন আর এটাকে একটা সংবাদ প্রতিবেদন হিসাবে দেখানোর চেষ্টা করা হয়েছে। আবার হিন্দিতে প্রশ্নগুলো করা হয়েছে, যে ভাষাটা বাংলাদেশিদের অনেকেই বুঝতেই পারেন নি।

“এধরনের ভিডিওগুলি থেকে একটা প্যাটার্ন স্পষ্ট হয়ে ওঠে – আসলে এই শাহিনবাগ এলাকটিকে তো সেই নাগরিকত্ব আইন বিরোধী প্রতিবাদের পর থেকেই বারে বারে টার্গেট করা হয়ে আসছে। এখানেও সেটাই করা হয়েছে,” বিশ্লেষণ অর্চিত মেহতার।

ভারতে হিন্দুত্ববাদী ইকো সিস্টেম যাকে বলা হচ্ছে, সেটি হল আরএসএস বিজেপি আর সংঘ-ঘনিষ্ঠ সংগঠনগুলির অগণিত অনুগামী – যাদের মাধ্যমে যে কোনও খবর বা ছবিকে মুহূর্তের মধ্যে ভাইরাল করে দেওয়া হয়। বেশিরভাগ সময়েই অপ্রাসঙ্গিক কোনও ছবি বা ভিডিও শেয়ার করে ভুয়া তথ্য ছড়িয়ে দেয় এই হিন্দুত্ববাদী ইকোসিস্টেম।

এসএইচ-০১/২৭/২২ (অমিতাভ ভট্টশালী, বিবিসি)

শিগগিরই ভিনগ্রহে পাড়ি জমাবে মানুষ, দাবি নাসার বিজ্ঞানীদের!

প্রকৃতির বৈরী পরিবেশ আর মানুষের ক্রমবর্ধমান পরিবেশ দূষণে ভবিষতে মানুষের অস্তিত্ব নিশ্চিহ্ন হবে। আর এ আশঙ্কায় পৃথিবীর মতো আরেকটি নিরাপদ বাসস্থান খুঁজে পেতে এতোদিন মরিয়া ছিল নাসার বিজ্ঞানীরা।

নাসার এ বিষয়টি নিয়ে বিস্তারিত গবেষণা করছে গবেষক জিয়াং ও তার দল। সম্প্রতি বিজ্ঞানী ও গবেষক জিয়াং বলেছেন, আগামী ২০০ বছরের মধ্যে মানুষ ভিনগ্রহে বসবাস করা শুরু করতে পারবে। মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখতে এটি হবে মানুষের জন্য বড় বিষয়।

অন্য গ্রহে বসবাস করার বিষয়ে প্রায় ৬০ বছর আগে সোভিয়েত জ্যোতির্বিদ কার্দাশেভ ব্যাখ্যা করেছিলেন কার্দাশেভ স্কেল। কার্দাশেভ স্কেল হলো বুদ্ধিমান প্রজাতির প্রযুক্তিগত সম্ভাবনা অনুমান করার জন্য একটি পরিমাপ প্রকল্প। এ ধারণাকে পরবর্তীতে সংশোধন করেছিলেন কার্ল সেগান।

বিজ্ঞানী জিয়াং মনে করেন, আত্মার ধ্বংস বাঁচাতে এটি আমাদের অবশ্যই পারতে হবে। ধারণা করা হয়, মহাকাশের বিভিন্ন গ্রহের বুদ্ধিমান প্রাণীরা নিজেদের সৌরজগতের একটি গ্রহে নয়, বরং দুই বা তিনটি গ্রহে বসবাস করার সামর্থ্য রাখতে পারে। এ সম্পর্কিত তাদের গবেষণার সাফল্য আশানুরূপ হওয়ায় নাসা বিজ্ঞানীরা দাবি করছেন, ২৩৭১ সালের মধ্যে মানুষ ভিনগ্রহে বসবাস করবে।

মানুষ হিসেবে এ প্রজেক্ট সাফল্য পেলে আগামী প্রায় ২০০ বছরে মানুষও অন্য গ্রহের বুদ্ধিমান প্রাণীদের সমকক্ষ হতে পারবে। কীভাবে ভিনগ্রহে বসবাস করা সম্ভব হবে এমন প্রশ্নে জিয়াং বলেন, বর্তমান প্রযুক্তির উন্নতি ও নিউক্লিয়ার এনার্জির ক্ষমতা বৃদ্ধি, জ্বালানির উন্নয়নের মাধ্যমে আরও দ্রুতগতির যান উদ্ভাবনে এমনটা সম্ভব হবে। যদি তাই হয়, তবে ভবিষ্যতে মানুষ ভিনগ্রহের সঙ্গেও যোগাযোগ ঘটাতে পারবে বলে মনে করছেন নাসা গবেষকরা।

এসএইচ-২৩/২৬/২২ (অনলাইন ডেস্ক)

বেঁধে দেয়া হচ্ছে ডলারের দাম

ডলারের বিপরীতে টাকার দাম অভিন্ন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে করে একেক ব্যাংক একেক দামে ডলার সংগ্রহ করতে পারবে না।

রোববারেরমধ্যে ডলারের একক দর নির্ধারণ করবে ব্যাংক নির্বাহীদের দুই সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন(বাফেদা)।

এ বিষয়ে বৃহস্পতিবার এবিবি ও বাফেদার সঙ্গে আলোচনায় বসেছে বাংলাদেশ ব্যাংক। আলোচনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির, এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন ও বাফেদার চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের এমডি আতাউর রহমান প্রধানসহ দুই কমিটির সংশ্লিষ্ট সদস্যরা।

সভা শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, নিয়মিত ভিত্তিতে যে ডলার বিক্রি হচ্ছে, তা অব্যাহত থাকবে। রপ্তানিকারকদের নিজ ব্যাংকে ডলার নগদায়ন করতে হবে। বাফেদা ও এবিবি ডলারের এক মূল্য নির্ধারণ করে দেবে, যা মেনে চলবে সব ব্যাংক। এ দামেই প্রবাসী আয় আনতে হবে।

আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য বেড়ে যাওয়ায় অস্থির হয়ে ওঠে ডলারের বাজার। দফায় দফায় টাকার অবমূল্যায়ন করেও বাজার স্থিতিশীল হয়নি। বাংলাদেশ ব্যাংক দর নির্ধারণ করে দিলেও মানতে পারেনি ব্যাংকগুলো। এ পরিপ্রেক্ষিতেই এমন সিদ্ধন্ত নেয়া হয়েছে বলে জানা যায়।

এসএইচ-২২/২৬/২২ (ন্যাশনাল ডেস্ক)

যে কারণে কম খাচ্ছেন বয়স্করা

নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ছে। ফলে বাড়ছে জীবনযাত্রার খরচও। এ কারণে অবসর পরবর্তী দিনগুলো নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়েছেন ভারতের বয়স্ক নাগরিকরা। আর তাই অবসর সময়টা যাতে ভালো কাটে সেজন্য কম খেয়ে সঞ্চয় করছেন তারা। রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

দিল্লির হাইকোর্টের আইনজীবী ৬৬ বছর বয়সী টি. এল. ওয়ালি। শিগগিরই অবসরে যাবেন তিনি। কিন্তু জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়ায় প্রতিদিনই তহবিলে টান পড়ছে। ফলে যখন একটু বিশ্রামে থাকার দরকার, ঠিক তখন আরও বেশি সময় ধরে কাজ করতে হচ্ছে তাকে। সেই অর্থে কোনোভাবে সংসার চালিয়ে নিচ্ছেন তিনি।

সম্প্রতি স্থানীয় একটি পোস্টাল ব্যাংকে অবসরকালীন সঞ্চয়ের টাকা উঠাতে এসেছিলেন ওয়ালি। এ সময় রয়টার্সকে এক সাক্ষাৎকারে তিনি বলছিলেন, পরিস্থিতি এমন যে আমি অবসরের কথা ভাবতেও পারি না। ব্যয় কমাতে ফলমূল কেনা, বাইরে খাওয়া ও আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করা বন্ধ করে দিয়েছেন বলেও জানান তিনি।

ওয়ালি জানান, করোনা মহামারি আঘাত হানার আগে তার যে আয় ছিল বর্তমানে তার অর্ধেক আয় হয় তার। এর সঙ্গে যোগ হয়েছে মুদ্রাস্ফীতি। গত মাসেই দেশটির মুদ্রাস্ফিতি ৭.৭৯ শতাংশ বুদ্ধি পেয়েছে যা গত আট বছরে সর্বোচ্চ। এর ফলে ওয়ালির মতো এমন লাখ লাখ প্রবীণকে জীবনযাত্রার ব্যয় কমানোর কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে।

করোনার ধকল কাটিয়ে উঠতে উঠতে শুরু হয়েছে ইউক্রেন সংঘাত। যার কারণে সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হয়ে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি আরও একবার বেড়েছে। গম, ভোজ্য তেল, সবজি, ফলমূল, মাছ-গোশত ও চায়ের দাম ১০ শতাংশ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। রান্নার গ্যাস এবং পেট্রলের দাম বেড়েছে ৪০ শতাংশ। ফলে আরও বিপদে পড়েছে বয়স্করা।

ভারতের বয়স্কদের একটি অংশকে প্রতি মাসে রাষ্ট্রীয় পেনশন দেওয়া হয়। যা রাজ্যভেদে ২০০ থেকে ২ হাজার রুপি পর্যন্ত। কিন্তু রেকর্ড মুদ্রাস্ফীতির বিপরীতে এ অর্থ খুবই নগণ্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

দাতব্য সংস্থা হেল্পএজ ইন্ডিয়ার পরিচালক অনুপমা দত্ত বলেন, মুদ্রাস্ফীতি বয়স্কদের জন্য সবচেয়ে বড় আঘাত। দেশটির ৬০ বছর বা তার বেশি বয়সী ১৩ কোটি ৮০ লাখ নাগরিকের ৯ কোটিইিএখন জীবিকা নির্বাহের জন্য অতিরিক্ত কাজ করছেন।

অনেক ভারতীয় পেনশনভোগীই তাদের অবসরের জন্য কয়েক দশক ধরে সঞ্চিত অর্থের ওপর নির্ভর করেন। মুদ্রাস্ফীতি প্রসূত অতিরিক্ত ব্যয় পেনশনভোগীদের জন্য যেন আরও বিরূপ পরিস্থিতি তৈরি করছে। পেনশন অ্যাকাউন্ট থেকে অতিরিক্ত অর্থ উত্তোলনের ফলে কমছে সঞ্চয়ের অংক।

মার্চে শেষ হওয়া অর্থবছরে ভারতের মোট সেভিংস রেট জিডিপির ৩০ শতাংশের নিচে নেমে গেছে। অথচ করোনা মহামারি শুরুর আগেও যা ৩২ শতাংশের ওপরে ছিল। দীর্ঘমেয়াদী আমানতের গড় সুদের হারও গত তিন বছরে ৮.৫ শতাংশ থেকে ৬ শতাংশে নেমে এসেছে। এমতাবস্থায় ইক্যুইটি এবং মিউচুয়াল ফান্ডসহ ঝুঁকিপূর্ণ বিনিয়োগের দিকে হাঁটছেন সঞ্চয়কারীরা।

মুদ্রাস্ফীতির ফলে বয়স্কদের ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি স্বীকার করেছে ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিজেপির অর্থনৈতিক বিষয়ক মুখপাত্র গোপাল কৃষ্ণ আগরওয়াল বলেছেন, সরকার খাদ্য ও স্বাস্থ্যসেবা সহায়তাসহ বয়স্কদের সুরক্ষার জন্য যথাসাধ্য চেষ্টা করছে।

কলকাতার পূর্বাঞ্চলীয় শহরের গীতা সেন নামক এক বিধবা জানান, তিনি তার ১ হাজার রুপি মাসিক পেনশনে দিনে দুবেলা খাবারও ঠিকমতো খেতে পারেন না। তিনি বলেন, প্রায়ই আমাকে খাবারের জন্য প্রতিবেশীদের কাছে ধার করতে হয় বা ভিক্ষা করতে হয়।

উচ্চ মূল্যস্ফীতিতে ধুঁকছে ভারতের দাতব্য সংস্থা ও বৃদ্ধাশ্রমগুলোও। দিল্লিভিত্তিক দাতব্য সংস্থা শিওস’র পরিচালক সৌরভ ভগত জানান, মাসিক খরচ সম্প্রতি প্রায় ২০ শতাংশ বেড়েছে। ব্যক্তিগত অনুদানে পরিচালিত এসব সংস্থাগুলো প্রয়োজনীয় খাদ্যপণ্য এমনকি ওষুধ কিনতেও হিমশিম খাচ্ছে।

দিল্লিভিত্তিক দাতব্য সংস্থা শিওস’র পরিচালক সৌরভ ভগত বলেন, ‘আমরা আর ফল কেনার কথা ভাবতেও পারি না। বৃদ্ধাশ্রমে অসুস্থ ব্যক্তিদের দ্রুত সুস্থতার জন্য প্রয়োজন এমন খাদ্য পরিপূরকগুলোর খরচও কমাতে হয়েছে।

এসএইচ-২১/২৬/২২ (অনলাইন ডেস্ক)

মেঘনাপাড়ে সন্তান প্রসব করালেন ঘুরতে আসা তিন চিকিৎসক

ভোলার চরফ্যাশনের মেঘনা নদীর তীরে এক ব্যতিক্রমী মানবিক ঘটনার জন্ম দিলেন তিন চিকিৎসক। বুধবার (২৫ মে) রাত ১১ টার দিকে প্রসব বেদনা নিয়ে বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা থেকে উত্তাল মেঘনা পাড়ি দিয়ে বেতুয়া ঘাটে আসে মুক্তা নামের এক প্রসূতি। এ সময় নদীপাড়েই তার সন্তান প্রসব করান চিকিৎসকরা। এমন মানবিকতায় প্রশংসায় ভাসছেন তিন চিকিৎসক।

প্রমত্তা মেঘনার ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করে মুক্তাকে বহনকারী বোটটি যখন চরফ্যাশনের বেতুয়া প্রশান্তি পার্কের কাছে পৌঁছায় তখন রাত ১১ টা ১০ মিনিট। নদীর উত্তাল ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করে ঘাটে পৌঁছা মুক্তা ততক্ষণে প্রায় অচেতন। চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় মুক্তা আর তার অনাগত সন্তানের ভবিষ্যৎ। অথচ তাদের যাওয়ার কথা ছিল চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে যান স্বজনরা।

এমন সময় স্বর্গীয় দূত হিসেবে হাজির হন চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন চিকিৎসক। অথচ এমন ঘটনার সাক্ষী হবেন তারা কল্পনাও করেননি।

জানা যায়, সারা দিনের ক্লান্তি কাটাতে প্রশান্তির খোঁজে বেতুয়ার মেঘনা পাড়ের খোলা রেস্টুরেন্টে এসেছিলেন ডা. সুরাইয়া ইয়াসমিন, ডা. ফাইয়াজ ও ডা. নাহিদ হাসান। বেতুয়া পার্কের মেঘনার ভাসমান চাইনিজ রেস্টুরেন্টে খাওয়ার প্রস্তুতিও নিচ্ছিলেন তারা। খাবারও চলে এসেছিল টেবিলে। এমন সময় সেখানে একজন গর্ভবতী মাসহ তার পরিবারের তিনজনকে নিয়ে একটি স্পিডবোট ভেড়ে। প্রসূতি মা তখন মাটিতে বসে প্রসব বেদনায় ছটফট করছিলেন।

মায়ের কান্নাকাটি শুনে পার্কে আসা লোকজনের কেউ কেউ এগিয়ে যান। তখন প্রশান্তির খোঁজে আসা তিন চিকিৎসকও এগিয়ে আসেন প্রসূতি মায়ের সেবায়। ডা. সুরাইয়া তাৎক্ষণিক রোগীকে পরীক্ষা করেন।

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা মায়ের প্রসব করান মেঘনা পাড়েই। মুক্তা-সবুজ দম্পতির ঘর আলোকিত করে আসে এক কন্যা সন্তান। শঙ্কা কাটিয়ে হাসি ফোটে স্বজনদের মধ্যে।

ডা. সুরাইয়া ইয়াসমিন বলেন, স্পিডবোট ঘাটে ভেড়ার পরই সিঁড়িতে বসে পড়েছেন মা। কাছে গিয়ে দেখলাম ভয়ঙ্কর অবস্থা। নবজাতকের মাথা বের হয়ে গেছে। সহকর্মী দুই চিকিৎসক নাহিদ হাসান ও ফাইয়াজকে নিয়ে দুই-এক মিনিটের পরামর্শ শেষে ব্লেড-সুতাসহ কিছু জরুরি উপকরণ পাশের দোকান থেকে সংগ্রহ করে বেড়িবাধেঁর ওপর কাপড়ের প্রাচীর দিয়ে সন্তান প্রসব করালাম।

তিনি বলেন, ‘আল্লাহর কাছে শুকরিয়া। একটি ফুটফুটে কন্যাসন্তান জন্ম নিয়েছে। এ এক অনন্য দৃশ্য। প্রতিকূল পরিবেশে বিজয়ের আনন্দ। নিজেকে তখন খুব সৌভাগ্যবান মনে হয়েছে।’

ডা. নাহিদ হাসান বলেন, এমন একটি কাজে সম্পৃক্ত হওয়া ভাগ্যের ব্যাপার। এটাই আমাদের কাজ। কখনো ভাবিনি গভীর রাতে মেঘনার উত্তাল ঢেউ আছড়েপড়া কূলে একজন অসহায় মা আর তার নবজাতকের জীবন বাঁচাতে ভূমিকা রাখতে পারব।

এই চিকিৎসক জানান, মাত্র ১০ মিনিটের মধ্যে নিরাপদভাবেই স্বাভাবিক প্রসব করানো হয়েছে। তারপর অ্যাম্বুলেন্স ডেকে মা ও তার নবজাতককে চরফ্যাশন হাসপাতালে আনা হয়। রাতভর পর্যবেক্ষণে রেখে বৃহস্পতিবার সকালে তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।

এসএইচ-২০/২৬/২২ (আঞ্চলিক ডেস্ক)

If You Invested $1,000 in Bitcoin 10 Years Ago, Here’s How Much You’d Have Today

bitcoin price prediction

Bitcoin has seen a sharp increase in value during this night going up 5% in just 24 hours, however later throughout the day the price stabilized on a total increase of 2.5%. After rallying for most of the second half of 2016 Bitcoin breaches the $1000 mark for the first time in 3 years. Mass media coverage brings in an influx of new users that supposedly will raise the price even higher. Peter Thiel’s Founders Fund has bought millions of dollars in bitcoin, The Wall Street Journal reported, citing sources familiar with the situation. Those holdings are worth hundreds of millions of dollars, the newspaper says.

Optionally, you can also adjust the bitcoin calculator 2009 price return and final price for inflation. We use the CPI-U index, interpolated or extrapolated to find a bitcoin investment’s value on your investment date. Bitcoin and blockchain technology introduce solutions for real-world issues, seeking to help the unbanked population, combat counterfeiting and improve cross-border transactions to name a few. Even if we disregard the notion of bitcoin as a speculative asset or store of value, it is likely here to stay and disrupt many sectors.

Stocks Mentioned

There’s a constant buzz about how Bitcoin is performing against the U.S. dollar. Traders anxiously watch the pair’s every move — and fluctuations regularly hit the headlines. CoinMarketCap is the place people go to to find accurate BTC/USD rates, and we’re here 24/7. Information and interactive calculators are made available to you as self-help tools for your independent use and are not intended to provide investment advice.

What Is Bitcoin Halving? Here’s Everything You Need to Know About … – CoinDesk

What Is Bitcoin Halving? Here’s Everything You Need to Know About ….

Posted: Tue, 04 Oct 2022 07:00:00 GMT [source]

We’re transparent about how we are able to bring quality content, competitive rates, and useful tools to you by explaining how we make money. Bankrate follows a stricteditorial policy, so you can trust that our content is honest and accurate. Our award-winning editors and reporters create honest and accurate content to help you make the right financial decisions. The content created by our editorial staff is objective, factual, and not influenced by our advertisers.

Bitcoin Price Breakout Amid US-Iran Tensions – January 6, 2020

Tensions escalated over the weekend, with Iran’s supreme leader Ayatollah Ali Khamenei promising revenge and President Trump warning Tehran against retaliatory actions. Bitcoin Cash – the blockchain that forked off Bitcoin in 2017 – reduced its block rewards by half, causing many miners to see gross margins drop to near zero. Blockchain sleuths at ZenGo, a wallet startup, have found a vulnerability that affected at least three major competing crypto wallets – Ledger Live, Edge and Breadwallet – and potentially more.

bitcoin price prediction

Orchesthttps://www.beaxy.com/d by Cyprus President Nicos Anastasiades, the Eurogroup, the European Commission, the European Central Bank and the International Monetary Fund, the €10 billion bailout is hoped to fortify the flagging Cypriot economy. Following a trail of clues left carelessly across the internet, the U.S. Federal Bureau of Investigation manages to identify the alleged operator of the dark web marketplace, which saw most of its sales in illicit drugs.

Euro to satoshi umrechnen

To avoid a probable rejection due to the closure, the proposal was withdrawn. To celebrate Bitcoin’s 10 year anniversary, long-time Bitcoin advocate and successful investor Trace Mayer proposed that the community start an annual tradition of a crypto bank run on exchanges – to be known as Proof-of-Keys. The idea was to get as many cryptocurrency users and investors to withdraw all funds from wallets that they did not hold the private key to. Late in 2021, the Federal Reserve announced that it would begin to taper its bond purchases, slowly draining liquidity from financial markets. With inflation roaring at multi-decade highs, the central bank wanted to tamp down rising prices. The 10-year Treasury rate began to rise, as investors began pricing in the prospect that the Fed would raise interest rates in the near future.

  • The government even went a step further in promoting the cryptocurrency’s use by giving US$30 in free bitcoins to citizens who sign up for its national digital wallet, known as “Chivo,” or “cool” in English.
  • When the market shifts to its “greed” phase, Bitcoin soars amid the utopian promises and speculators dismiss the risks of an asset that generates no cash flow.
  • And each time, it has retreated considerably and taken several years to eclipse the previous highs.
  • The release of Bitcoin XT culminated fears that the Bitcoin community may not be able to reach a consensus on the issue, and the blockchain may hard fork, resulting in two separate versions of Bitcoin’s global ledger.
  • You can easily assess the market cap of the world’s biggest cryptocurrency — and at the top of every page we deliver an insight into Bitcoin’s dominance.

BlackRock Larry Fink later confirmed the report in an interview with Reuters. Facebook’s much-rumoured cryptocurrency appears to be close to fruition, with reports suggesting the technology giant is within a few months of launching its own bitcoin-style currency. US court orders Craig Wright to share cryptocurrency haul with the estate of American programmer David Kleiman.

U.S. regulator demands trading data from Bitcoin exchanges in manipulation probe – June 11, 2018

With a population of 328.2 million, America is a massive and largely untapped market. The exchange rate goes up and down constantly, several times per day, so each day has a historical record price at the open/close, at the high/low, and several points in between. Lastly, there’s continued excitement about future upgrades that’ll improve the network and, hopefully, increase adoption. For instance, the long-awaited Taproot upgrade occurred this past weekend. This algorithm calculates the total BTC-supply after a given block regarding this halving-rule.

https://www.beaxy.com/faq/authy-authenticator/

We strive to help our readers gain valuable, trusted insights through in-depth analysis, high-quality and well-researched News stories and views from the digital currency community experts. Our young and dynamic team is comprised of well-known journalists as well as Cryptocurrency & Blockchain Experts. As opposed to that, this ROI calculator helps you understand the opportunity that you have missed in the past XRP by not investing in Bitcoins by keeping into consideration the historic rates of the currency. This calculator considers the historic value of Bitcoin on the day you wanted to invest – and based on that determines the number of Bitcoins you’d have been able to purchase at the price you were willing to invest. On Thursday, the cryptocurrency rallied to a fresh high, surpassing the $48,000 level, according to data from CoinDesk. Sign up for an account in minutes to buy crypto using credit card or bank transfer.

Bitcoin Passes $20k For The First Time, Leaving 2017’s All Time High Price Behind – December 16, 2020

Exchanges, most notably Mt. Gox, handled 70% of all Bitcoin transactions by the end of 2014 and started onboarding more and more users. By June 2011, the price of Bitcoin had shot up 30 times, reaching a value of $30. In a hint of what was to come, the spike didn’t last long, with Bitcoin dropping to $5.

US Securities and Exchange Commission reiterated that many online trading platforms for digital assets should register with the agency as exchanges. SEC statement boosted concern that tightening regulation may limit trading. Bakkt, a cryptocurrency exchange and liquidity provider created by the New York Stock Exchange’s parent company ICE has raised $182.5 million from a group of high profile investors and venture capital firms. Mark Karpeles, the former head of Mt. Gox — a bitcoin exchange that went bankrupt in 2014 — was found guilty of data manipulation by the Tokyo District Court and handed a prison sentence of 2.5 years that will be suspended for 4 years. He was found not guilty on a separate charge of embezzling millions of dollars through customer accounts.