দুপুর ২:৫৩
মঙ্গলবার
৭ ই মে ২০২৪ ইংরেজি
২৪ শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
২৮ শে শাওয়াল ১৪৪৫ হিজরী
spot_img

ভরিতে ২৯১৩ টাকা কমল সোনার দাম

ইতিহাসে সোনার দাম সর্বোচ্চ হওয়ার পরে-এবার এক দফা কমে এসেছে সোনার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ২ হাজার ৯১৩ টাকা কমেছে সোনার দাম।

বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় এ সিদ্ধান্ত হয়। নতুন এ দাম শুক্রবার থেকে কার্যকর হবে।

এখন প্রতি গ্রাম ২২ ক্যারেটের সোনার দাম হবে ৬ হাজার ৮২০ টাকা, সে হিসাবে প্রতি ভরি সোনার দাম দাঁড়াবে ৭৯ হাজার ৫৪৮ টাকা। প্রতি গ্রাম ২১ ক্যারেটের সোনার দাম ৬ হাজার ৫১০ টাকা, প্রতি ভরি ৭৫ হাজার ৯৩৩ টাকা, প্রতি গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ৫ হাজার ৫৮০ টাকা, প্রতি ভরি ৬৫ হাজার ৮৫ টাকা। সনাতন সোনার ভরি নির্ধারণ হয়েছে ৫৪ হাজার ২৩৮ টাকা।

এ ছাড়া ২২ ক্যারেট রুপার দাম গ্রাম প্রতি নির্ধারণ হয়েছে ১৩০ টাকা, ২১ ক্যারেট ১২৩ টাকা, ১৮ ক্যারেট ১০৫ টাকা ও সানতন ৮০ টাকা।

এতে করে ২২ ক্যারেট রুপার ভরি দাঁড়াবে ১ হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেট ভরি প্রতি ১ হাজার ৪৪৩ টাকা, ১৮ ক্যারেট ১ হাজার ২২৫ টাকা ও সনাতন রূপার দাম দাঁড়িয়েছে প্রতি ভরি ৯৩৪ টাকা।

এর আগে শনিবার এক লাফে ৪ হাজার ১৯৯ টাকা বেড়ে সোনার দাম প্রতি ভরি হয়েছিল ৮২ হাজার ৪৬২ টাকা। বাংলাদেশের ইতিহাসে এটিই ছিল সোনার সর্বোচ্চ দাম।

এসএইচ-১৮/২৬/২২ (ন্যাশনাল ডেস্ক)

সাকিবের ৫ উইকেট, শ্রীলঙ্কা ৫০৬ রানে অলআউট

অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও দিনেশ চান্দিমালের জোড়া সেঞ্চুরিতে ভীষণ বিপদে ছিল বাংলাদেশ। দিনের প্রথম দুই সেশন নির্বিঘ্নে কাটিয়ে দিয়েছিলেন এ দুই অভিজ্ঞ লঙ্কান ব্যাটার। সেখান থেকে শেষ সেশনে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। লঙ্কানদের শেষ ৫ উইকেট তারা তুলে নিয়েছে মাত্র ৪০ রানে।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিয়েছেন ৫ উইকেট। যা তার ক্যারিয়ারের ১৯তম ফাইফার। দেশের মাটিতে নিজের সেরা বোলিং করা এবাদত হোসেনের শিকার চার উইকেট। শ্রীলঙ্কা অলআউট হয়েছে ৫০৬ রানে। ১৪১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবে বাংলাদেশ।

বুধবার ৫ উইকেটে ২৮২ রান নিয়ে খেলা শেষ করেছিল শ্রীলঙ্কা। বৃষ্টির কারণে তৃতীয় দিন প্রায় তিন ঘণ্টা নষ্ট হওয়ায়, বৃহস্পতিবার ত্রিশ মিনিট আগে শুরু হয়েছে খেলা। দিনের প্রথম বলটিই পায়ের ওপর করেন এবাদত হোসেন। যেখান থেকে দুই রান নিয়ে নেন চান্দিমাল।

এমন শুরুর আর তেমনভাবে দুই অভিজ্ঞ লঙ্কানের ওপর চাপ প্রয়োগ করতে পারেনি বাংলাদেশের বোলাররা। সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের বলে বিচ্ছিন্ন কিছু আবেদন হলেও উইকেট তোলার মতো বোলিং করতে পারেননি তারা। ফলে অনায়াসেই কেটেছে লঙ্কানদের প্রথম ঘণ্টা।

পানি পানের বিরতির পর আক্রমণে আসেন খোদ অধিনায়ক মুমিনুল হক। সেই ওভারেই চতুর্থ বলে পরাস্ত হন চান্দিমাল। বল জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। বোলার-ফিল্ডারদের জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ারও। কিন্তু চান্দিমাল রিভিউ নিলে দেখা যায় ব্যাটে লাগেনি সেই বল। ফলে মেলেনি উইকেট।

পরের ওভারে চান্দিমালের বিপক্ষে স্ট্যাম্পিংয়ের সুযোগ তৈরি করেছিলেন তাইজুল ইসলাম। রিপ্লে’তে এক পাশ থেকে মনে হচ্ছিল দাগের ভেতরে চান্দিমালের পায়ের কোনো অংশ নেই। তবে অন্য পাশ থেকে যায়, অল্পের জন্য পপিং ক্রিজের ভেতরেই রয়ে গেছেন চান্দিমাল। আবারও আশাহত হয় বাংলাদেশ।

এর বাইরে তেমন একটা সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশের বোলার-ফিল্ডাররা। চান্দিমাল ও ম্যাথিউজ মিলে খুব সহজেই কাটিয়ে দিয়েছেন পুরো সেশন। চান্দিমাল নিজের ফিফটি তুলে নিলেও, সেঞ্চুরির অপেক্ষা নিয়েই বিরতিতে যেতে হয়েছে ম্যাথিউজকে। পরে দ্বিতীয় সেশনে কাছাকাছি সময়েই সেঞ্চুরি করেন এ দুই ব্যাটার।

অবশ্য মধ্যাহ্ন বিরতির পর নেমে দ্বিতীয় ওভারেই খানিক উল্লাসের উপলক্ষ্য পেয়েছিল বাংলাদেশ। খালেদের করা সেই ওভারের শেষ বলটিতে ম্যাথিউজকে কট বিহাইন্ড আউট দেন আম্পায়ার জোয়েল উইলসন। তবে সঙ্গে সঙ্গে রিভিউ নিয়ে নিজের উইকেট বাঁচিয়ে নেন ম্যাথিউজ।

এর খানিক পরই ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি পূরণ করেন লঙ্কানদের এ সাবেক অধিনায়ক। সেঞ্চুরি ছোঁয়ার পর আবারও উইলসনের ভুল আউটের শিকার হন ম্যাথিউজ। মোসাদ্দেক হোসেনের করা ইনিংসের ১৪৪তম ওভারে লেগ বিফোর আউট দেন আম্পায়ার। এবারও রিভিউ নিয়ে নিজের উইকেট বাঁচান ম্যাথিউজ।

সংগ্রামী ব্যাটিংয়ে সেঞ্চুরি করতে ২৭৪ বল খেলেন ম্যাথিউজ। প্রায় সোয়া সাত ঘণ্টার ইনিংসে ছয়টি চার ও দুইটি ছক্কা হাঁকান তিনি। অন্যদিকে শুরু থেকেই সাবলীল খেলতে থাকা চান্দিমাল সেঞ্চুরি করতে খেলেন ১৮১ বল। যেখানে ছিল নয় চারের সঙ্গে একটি ছয়ের মার।

অবাক করার বিষয় হলো, চান্দিমাল যখন ফিফটি পূরণ করেছিলেন, তখন ম্যাথিউজের নামের পাশে ছিল ৮৮ রান। সেখান থেকে চা পানের বিরতিতে যাওয়ার আগে ম্যাথিউজ অপরাজিত ছিলেন ১২৩ রানে। তিনি ৩৫ রান করতেই আরও ৭০ রান নিয়ে নেন চান্দিমাল। সেশন শেষে তিনি ১২০ রানে অপরাজিত থাকেন।

সেখান থেকে শেষ সেশনে সাকিব ও এবাদতের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১০.১ ওভারে নিজেদের শেষ ৫ উইকেট হারায় লঙ্কানরা। সেশনের দ্বিতীয় ওভারেই এবাদতের বলে তামিম ইকবালের দুর্দান্ত ক্যাচে সমাপ্তি ঘটে চান্দিমালের ১২৪ রানের ইনিংসের, ভাঙে ১৯৯ রানের ষষ্ঠ উইকেট জুটি।

এরপর আর বড় জুটি গড়তে পারেনি লঙ্কানরা। সাকিবের নিরোশান ডিকভেলার বিপক্ষে স্ট্যাম্পিংয়ের আবেদন করে কট বিহাইন্ড পেয়ে যায় বাংলাদেশ। থার্ড আম্পায়ার রিপ্লে দেখার সময় দেখা যায় ডিকভেলার ব্যাট ছুঁয়েই বল জমা পড়েছে লিটন দাসের গ্লাভসে। এরপর রমেশ মেন্ডিসকে ফিরিয়ে সাকিবের সমান চার উইকেট নেন এবাদত।

তবে এবাদতকে অপেক্ষায় রেখেই জয়াবিক্রমকে কট বিহাইন্ড করে ফাইফার তুলে নেন সাকিব। পরের ওভারে এবাদতের সামনে সুযোগ ছিল ফাইফার নেওয়ার। কিন্তু তিনি পারেননি, আর সুযোগও পাননি। সাকিবের করা ১৬৬তম ওভারের প্রথম বলে রানআউট হন শেষ ব্যাটার আসিথা ফার্নান্দো, ১৪৫ রানে অপরাজিত থেকে যান ম্যাথিউজ।

শেষ পর্যন্ত সাকিব ৯৬ রানে ৫ ও এবাদত নেন ১৪৮ রানে ৪টি উইকেট। ঘরের মাঠে টেস্টে এটিই এবাদতের সেরা বোলিং ফিগার। অন্যদিকে ২০১৮ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংস্টন টেস্টের পর এবারই প্রথম ফাইফার পেলেন সাকিব। সময়ের হিসেবে সাকিবের দুই ফাইফারের মধ্যে এটিই দীর্ঘতম বিরতি।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস: ৩৬৫/১০, ১১৬.২ ওভার (মুশফিক ১৭৫*, লিটন ১৪১, তাইজুল ১৫, মুমিনুল ৯, শান্ত ৮; কাসুন রাজিথা ৫/৬৪, আসিথা ফার্নান্দো ৪/৯৩)।

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৫০৬/১০, ১৬৫.১ ওভার (ম্যাথিউজ ১৪৫*, দিনেশ চান্দিমাল ১২৪, দিমুথ করুনারত্নে ৮০, ধনঞ্জয়া ডি সিলভা ৫৮, ওশাদা ফার্নান্দো ৫৭; সাকিব আল হাসান ৫/৯৬, এবাদত ৪/১৪৮)।

এসএইচ-১৭/২৬/২২ (স্পোর্টস ডেস্ক)

‘ক্যারিয়ারের সবচেয়ে বাজে মুহূর্ত’ সালাহর অনুপ্রেরণা

সতর্কতা ঘণ্টা বাজিয়ে দিলেন লিভারপুল ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। শনিবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাদের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। ২০১৮ সালে দুই ইউরোপিয়ান জায়ান্টের ফাইনালে হারের প্রতিশোধ নিতে চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা করেছেন তিনি।

চার বছর আগের ফাইনালে সালাহ মাঠে ছিলেন ৩০ মিনিটেরও কম সময়। রিয়ালের ডিফেন্ডার সার্জিও রামোসের মারাত্মক ট্যাকলে বাঁ কাঁধের ইনজুরিতে মাঠের বাইরে চলে যেতে হয় তাকে। আকস্মিক ছিটকে যাওয়ায় সেদিন কেঁদেছিলেন মিশরীয় ফরোয়ার্ড।

ওই হারের পর থেকে লিভারপুল দিনকে দিন আরও শক্তিশালী দলে পরিণত হয়েছে। পরের বছর চ্যাম্পিয়নস লিগ ফাইনালে টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে ইউরোপ সেরা হয় অলরেডরা। এবার পাঁচ বছরে তৃতীয় চ্যাম্পিয়নস লিগ ফাইনালে লিভারপুল এবং ২০১৮ সালে রিয়ালের কাছে হারের শোধ নিতে মরিয়া।

রামোসের এই ট্যাকলে মাঠের বাইরে চলে যান সালাহ।

ওই ম্যাচের ইনজুরিকে ক্যারিয়ারের সবচেয়ে বাজে মুহূর্ত উল্লেখ করেছেন সালাহ, ‘আমার মনে আছে যখন ৩০ মিনিট বা তার কিছু পর মাঠের বাইরে চলে গেলাম, এটা ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে বাজে মুহূর্ত। আমি সত্যিই খুব ভেঙে পড়েছিলাম। হাসপাতালে ছিলাম বলে ম্যাচ শেষেই ফল জানতে পেরেছিলাম। তখন মনে হচ্ছিল, ‘এভাবে আমরা হারতে পারি না।’ এই অনুভূতিটা ফুটবলে আমার আগে কখনও হয়নি।’

ইউরোপ সেরার মঞ্চে ১২ ম্যাচে ৮ গোল করে ফাইনালে পা রাখছেন সালাহ। কদিন আগে প্রিমিয়ার লিগ শিরোপা হারের দুঃখ ভুলে ইউরোপের সম্মানজনক ট্রফি জিততে উজ্জীবিত মিশরীয় জাদুকর। এই মৌসুমে লিগ কাপ ও এফএ কাপ জেতা লিভারপুল সম্প্রতি ম্যানসিটির কাছে এক পয়েন্টের জন্য লিগ শিরোপা হারানোয় অভূতপূর্ব কোয়াড্রুপল পায়নি।

সালাহ বললেন, ‘মাদ্রিদের সঙ্গে গতবার যা হয়েছিল তারপর এবং গত রোববার যা হলো তারপর প্রত্যেকে চ্যাম্পিয়নস লিগ জিততে উজ্জীবিত। এটা আমাদের জন্য অবিশ্বাস্য ট্রফি এবং আমি এখানে আসার পর থেকে প্রতি মৌসুমে এটার জন্য আমরা লড়েছি।’

এসএইচ-১৬/২৬/২২ (স্পোর্টস ডেস্ক)

রাবিতে ২৪ ঘণ্টায় সাড়ে ৪১ হাজার ভর্তি আবেদন

প্রথম দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তিন ইউনিটে প্রাথমিক আবেদন জমা পড়েছে সাড়ে ৪১ হাজার। আবেদন শুরু হয়েছে বুধবার দুপুর ১২টায় এবং চলবে আগামী ৯ জুন রাত ১২ টা পর্যন্ত।

বৃহস্পতিবার  দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক বাবুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় তিন ইউনিটে আবেদন জমা পড়েছে মোট ৪১ হাজার ৭৪১ টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১৩ হাজার ৫১৮ টি, ‘বি’ ইউনিটে ১২ হাজার ৬৭ টি এবং ‘সি’ ইউনিটে জমা পড়েছে ১৬ হাজার ১৫৬ টি আবেদন।

উল্লেখ্য, আগামী ২৫ জুলাই ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। সকাল ৯ টা থেকে ১০টা প্রথম শিফট, বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত দ্বিতীয় শিফট, দুপুর ১ টা থেকে ২ টা পর্যন্ত তৃতীয় শিফট ও বিকেল সাড়ে ৩ টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত চতুর্থ শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

একই সময়সূচিতে আগামী ২৬ জুলাই ‘এ’ ইউনিট এবং ২৭ জুলাই অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এসএইচ-১৫/২৬/২২ (শিক্ষা ডেস্ক)

৭২ ঘণ্টার মধ্যে অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ

আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের সব অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাসপাতাল ও ক্লিনিক ডা. বেলাল হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার এ বিষয়ে অধিদপ্তরের একটি সভা হয়েছে বলেও তিনি জানান।

অপরদিকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক আহমেদুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকালের সভার সিদ্ধান্তে জানানো হয়।

১. আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সমূহ বন্ধ করতে হবে। অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সমূহের বিরুদ্ধে এ কার্যক্রম চলমান থাকবে। এ কার্যক্রমে স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করতে হবে।

২. যে সব প্রতিষ্ঠান নিবন্ধন গ্রহণ করেছেন কিন্তু নবায়ন করেননি তাদের নিবন্ধন নবায়নের জন্য একটি সময়সীমা দিতে হবে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে নবায়ন গ্রহণ না করলে সে সব প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করতে হবে।

৩. বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকসমূহে অপারেশন করার সময় এনেস্থিসিয়া দেওয়া ও ওটি এসিস্ট করার ক্ষেত্রে নিবন্ধিত ডাক্তার ছাড়া অন্যদের রাখা হলে সে সকল প্রতিষ্ঠান ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে লাইসেন্স বাতিলসহ কঠোর ব্যবস্থা নিতে হবে।

৪. যে সব প্রতিষ্ঠান নতুন নিবন্ধনের আবেদন করেছেন তাদের লাইসেন্স দেওয়ার কার্যক্রম দ্রুত শেষ করতে হবে। লাইসেন্স প্রাপ্তির আগে এ সকল প্রতিষ্ঠান কার্যক্রম চালাতে পারবে না।

এসএইচ-১৪/২৬/২২ (ন্যাশনাল ডেস্ক)

বিদিশার তিন পাতার সুইসাইড নোটে কী আছে?

দিন কয়েক আগেই অভিনেত্রী পল্লবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় তার বাসভবন থেকে। পল্লবীর শোকের রেশ কাটতে না কাটতেই আরেক টিভি অভিনেত্রী ও মডেল বিদিশা দে মজুমদার আত্মহত্যা করেছেন। ২১ বছর বয়সী এ মডেল আত্মহত্যা করেছেন, নাকি তার মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।

বিদিশার মৃত্যু তার পরিবার মেনে নিতে পারছে না। তার মৃত্যু ঘিরে যেসব প্রশ্ন উঠে এসেছে, এসব নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। তবে বিদিশার মৃতদেহের পাশে সুইসাইড নোট পেয়েছে পুলিশ। তবে তাতে সম্পর্ক নিয়ে কোনো সমস্যা উল্লেখ করেননি ২১ বছরের ওই তরুণী।

দীর্ঘ তিন পাতার সুইসাইড নোটে তার বাবা-মা ও কাছের মানুষের সবার নামই উল্লেখ করা হয়েছে। তবে সব শেষে তিনি লিখেছেন, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। পেশাগত চাপের জন্যই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে উল্লেখ করেছেন অভিনেত্রী।

তার সুইসাইড নোট থেকে বোঝাই যাচ্ছে ক্যারিয়ারে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য বেশ লড়াই শুরু করেছিলেন। তিনি যে সেই কারণেই কাঁকিনাড়ার বাড়ি ছেড়ে নাগের বাজারে চলে এসেছিলেন, তেমনটাই জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে। কিন্তু সেই লড়াইতে আশানুরূপ সাফল্য পাচ্ছিলেন না বলেই তার এই সিদ্ধান্ত, প্রথমিকভাবে এমনটাই অনুমান করা হচ্ছে। তিনি আগেও দুবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন, কিন্তু সাহস জোগাতে পারেননি। সুইসাইড নোটে উল্লেখ করেছেন সে কথাও। এমন তথ্য প্রকাশ করেছে টিভি৯বাংলা।

বিদিশা তার প্রেমের সম্পর্কে খুশি ছিলেন না। বিদিশা তার এক বন্ধুকে টেক্সট করেছিল যে ‘ওকে ছাড়া বাঁচতে পারব না রে, বাবা-মায়ের থেকেও ওকে বেশি ভালোবাসি।’ প্রেমিক অনুভব বেরাকে নিয়েই এমনটা বলেছেন বলে দাবি বান্ধবী দিয়া দাসের। দিয়া জানিয়েছেন, অনুভবকে ভীষণ ভালোবাসতেন বিদিশা। কিন্তু সম্প্রতি জানতে পেরেছিলেন, অনুভব অন্য একটি সম্পর্কে জড়িয়েছেন। তারপর থেকে ভীষণভাবে ভেঙে পড়েন তিনি।

এসএইচ-১৩/২৬/২২ (বিনোদন ডেস্ক)

ফতোয়া না মানায় কাশ্মীরে অভিনেত্রীকে হত্যা

কাশ্মীরের বুধগামে নিজের বাড়ির সামনেই জঙ্গিদের গুলিতে প্রাণ হারালেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী আমরিন ভাট। কাশ্মীর পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, বুধবার সন্ধ্যায় অভিনেত্রীর বাড়ির সামনেই তাকে লক্ষ্য করে গুলি চালায় তিন জঙ্গি।

ধারণা করা হচ্ছে, ফতোয়া না মানার জন্যই তাকে টার্গেট করা হয়েছিল।

গুরুতর আহতাবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি। ৩৫ বছর বয়সী অভিনেত্রীর ভাতিজাও গুলিতে আহত হয়েছেন।

আমরিন কাশ্মীরে বেশ জনপ্রিয় মুখ। টিকটকসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও বেশ সক্রিয় ছিলেন তিনি।

কাশ্মীর পুলিশ জানিয়েছে, হামলাকারীরা লস্করের সদস্য ছিল বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। হামলার পর বুধগামজুড়ে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। পুরো এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। জিহাদিরা দ্রুত ধরা পড়বে বলেই আশা কাশ্মীর পুলিশের।

মঙ্গলবার শ্রীনগরে ঠিক একই ধাঁচে নিজের বাড়ির সামনে এক পুলিশকর্মীকে গুলি করে খুন করে বিদ্রোহীরা। সইফুল্লাহ কাদরি নামের ওই পুলিশকর্মীর সাত বছরের মেয়েও তাদের গুলিতে আহত হয়। পুলিশের ধারণা, বারামুলায় লুকিয়ে থাকা ‘হাইব্রিড’ জঙ্গিরা এই কাণ্ড ঘটিয়েছে। পরপর একই ধাঁচে এ হামলা চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের।

অভিনেত্রী আমরিন হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছে উপত্যকার রাজনৈতিক মহলও। কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা উমর আবদুল্লাহ এ ঘটনার তীব্র নিন্দা করেছেন।

এ ঘটনার পর বৃহস্পতিবার সকালে কুপওয়ারায় জঙ্গিদমন অভিযানে বড় সাফল্য পেয়েছে নিরাপত্তারক্ষীরা। অভিযান চালিয়ে হত্যা করা হয়েছে তিন জঙ্গিকে। যদিও ওই জঙ্গিদের এখনো শনাক্ত করা যায়নি।

এসএইচ-১২/২৬/২২ (বিনোদন ডেস্ক)

হজের খরচ আরও ৫৯ হাজার টাকা বাড়ল

এবারের হজ প্যাকেজে সৌদি আরবের খরচের বিবরণী পাওয়ার পর প্যাকেজপ্রতি আরও ৫৯ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

বৃহস্পতিবার সচিবালয়ে কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, এ জন্য তফসিলি ব্যাংকগুলো শনিবারও খোলা থাকবে। আগামী সোমবারের মধ্যে এই টাকা জমা দিতে হবে হজযাত্রীদের।

এদিকে, হজ প্যাকেজ ১-এ আগে ছিল ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা। এখন তা বেড়ে দাঁড়াবে ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকায়। অন্যদিকে, প্যাকেজ ২-এ আগে ছিল ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা। এখন তা বেড়ে দাঁড়াবে ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকায়।

এ ছাড়া বেসরকারি পর্যায়ে আগে ছিল ৪ লাখ ৬৩ হাজার টাকা। এখন হবে ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা।

প্রসঙ্গত, প্যাকেজ ঘোষণার পর সৌদি সরকারের অতিরিক্ত কোনো চার্জ আরোপ করা হলে তা প্যাকেজমূল্য হিসেবে গণ্য হবে এবং হজযাত্রীকে পরিশোধ করতে হবে। কোনো অর্থ অব্যয়িত থাকলে তা হাজিদের ফেরত দেওয়া হবে–এই শর্তে গত ১১ মে হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। করোনা মহামারির কারণে সৌদি সরকারের হজের ঘোষণার বিলম্বের জন্য এবং সৌদি আরব থেকে প্রকৃত খরচের বিবরণী না পাওয়ায় সম্ভাব্য ব্যয় বিবেচনা করে প্রভিশনাল হজ প্যাকেজ প্রস্তুত করা হয়েছিল।

গত বুধবার সৌদি কর্তৃপক্ষ মিনায় অবস্থানস্থলের ভিত্তিতে ৪ ক্যাটাগরিতে বিভক্ত করে ৪ ধাপের ব্যয়ের বিবরণ নির্ধারণ করেছে। এর মধ্যে সর্বনিম্ন ব্যয়ের ধাপ ডি ও সি প্রকাশ করেছে। ওই তথ্যানুযায়ী মোয়াল্লেম ফি ‘সি’ অনুসারে ৮ হাজার ৬৪০ সৌদি রিয়াল এবং ‘ডি’ অনুসারে ৭ হাজার ৪৯০ সৌদি রিয়াল ধার্য করা হয়েছে। ফলে মোয়াল্লেম ফি ‘সি’ অনুসারে বাংলাদেশ পর্বে ১ লাখ ৫ হাজার ৫৯৭ টাকা এবং মোয়াল্লেম ফি ‘ডি’ অনুসারে ৭৪ হাজার ৫০০ টাকা বৃদ্ধি পায়।

সচিবালয়ে কমিটির সভা শেষে জানানো হয়েছে, উন্নতমানের বাস সার্ভিস, ট্রেন ভাড়া এবং বাড়িভাড়া থেকে উভয় প্যাকেজে কিছু অর্থ সাশ্রয় করা গেছে। সাশ্রয় এবং বাংলাদেশের হজযাত্রীদের আর্থসামাজিক অবস্থা ও হজযাত্রীদের প্রতি বর্তমান সরকারের সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি বজায় রেখে উভয় প্যাকেজে সৌদি আরবে আবশ্যকীয় ব্যয় ৫৯ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে বৃহস্পতিবার হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে এই ব্যয় বৃদ্ধি অনুমোদন করা হয়েছে।

টাকা গ্রহণের জন্য সরকার ২৮, ২৯ ও ৩০ মে সময় নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করবে বলে জানিয়েছে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটি। এ লক্ষ্যে আগামী শনিবার (২৮ মে) দেশব্যাপী তফসিলি ব্যাংকসমূহ খোলা রাখার জন্য বাংলাদেশ ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা সমপরিমাণ অর্থ নিজ নিজ এজেন্সির ব্যাংক হিসাবে জমা দিতে হবে।

এসএইচ-১১/২৬/২২ (ন্যাশনাল ডেস্ক)

ব্যুরো বাংলাদেশে চাকরির সুযোগ

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যুরো বাংলাদেশে ‘অডিটর’ পদে ৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্যুরো বাংলাদেশ

পদের নাম: অডিটর

পদসংখ্যা: ৩০ জন

শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/এমবিএস/বিবিএ/বিবিএস ইন অ্যাকাউন্টিং/ফাইন্যান্স/

ম্যানেজমেন্টে
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
বেতন: ৩০,০০০ টাকা

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ৩৫ বছর
কর্মস্থল: যে কোনো স্থান

আবেদনের নিয়ম: আগ্রহীরা jobs.bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১০ জুন ২০২২

এসএইচ-১০/২৬/২২ (জবস ডেস্ক)

বিরোধিতাকারীদের পদ্মা সেতুর নিচ দিয়ে পার হওয়া উচিত: তথ্যমন্ত্রী

পদ্মা সেতু নির্মাণে যারা বিরোধিতা করেছিলেন তাদের সেতুর নিচ দিয়ে পার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, দেশের আপামর জনসাধারণের জন্য পদ্মা সেতু করেছেন শেখ হাসিনা। যেহেতু তারাও পদ্মা সেতু ব্যবহার করবেন, সে জন্য জাতির কাছে তাদের ক্ষমা চাওয়া উচিত। তবে দেশের মানুষ মনে করে, বিএনপি নেতাকর্মীসহ যারা পদ্মা সেতুর বিরোধিতা করেছিলেন তাদের পদ্মা সেতুর নিচ দিয়ে চলাচল করা উচিত।

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতার কারণে বিএনপির চেয়ারপারসন কারাগারের বাইরে রয়েছেন। কিন্তু খালেদা জিয়া ও বিএনপি নেতারা শেখ হাসিনাকে হত্যা করার জন্য কয়েকবার অপচেষ্টা করেছিলেন। সে জন্য বেগম খালেদা জিয়াকে আবারও কারাগারে পাঠানো উচিত বলে মনে করেন দেশের মানুষ।

সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি সরকারের বিদায় ঘণ্টা বাজাতে বাজাতে নিজেদেরই বিদায় ঘণ্টা বেজে যাচ্ছে।

এর আগে জাতীয় সংগীত, জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করেন তথ্যমন্ত্রী।

এসএইচ-০৯/২৬/২২ (ন্যাশনাল ডেস্ক)