বিকাল ৫:১৬
সোমবার
১৩ ই মে ২০২৪ ইংরেজি
৩০ শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
৫ ই জ্বিলকদ ১৪৪৫ হিজরী
spot_img

মিম প্রথম হয়েও কনস্টেবল হতে পারলেন না

বাবা ভূমিহীন হওয়ায় খুলনা জেলা পুলিশের কনস্টেবল পদে চাকরি হয়নি মিম আক্তারের। এমনই অভিযোগ করেছে মিমের পরিবার। নিয়োগ পরীক্ষায় মেধাক্রমে মিম প্রথম হয়েছিলেন।

তবে পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান জানান, স্থায়ী ঠিকানা গোপন করা এবং চোখে সমস্যা থাকায় তার চাকরি হয়নি।

তিনি বলেন, ‘মিম চশমা পরেন। এটা আমাদের কাছে গোপন করা হয়েছে। তার ব্যাপারে বিশেষজ্ঞ মতামত রয়েছে। মেডিকেলে তিনি বাদ পড়েছেন। এ ছাড়া তার বাড়ি বাগেরহাটে কিন্তু ঠিকানা দিয়েছেন খুলনার।’

মিমের বাবা রবিউল ইসলাম বলেন, ‘আমার মেয়ের চোখে কোনো সমস্যা নেই। পুলিশের কর্মকর্তারা কেউ মিমকে চোখে সমস্যার কথা বলেননি।’

ঠিকানার বিষয়ে তিনি বলেন, ‘৩২ থেকে ৩৩ বছর আগে বাগেরহাট থেকে চলে এসেছি। কোথাওই আমার কোনো জমি নেই। সে কারণে আমার মেয়ে চাকরির আবেদনে ভূমিহীন সনদ দিয়েছিল।’

মিম আক্তার বলেন, ‘প্রায় ১ হাজার ২০০ পরীক্ষার্থীর মধ্যে প্রথম হয়েছি। যারা পাস করেছে তাদের গত ৯ ডিসেম্বর ফোন করে জানানো হলেও আমাকে ফোন করা হয়নি।

বিষয়টি জানার জন্য খুলনা পুলিশ সুপারের কার্যালয়ে যাই। পুলিশ সুপার না থাকায় অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি। তিনি জানান, আমার স্থায়ী ঠিকানা না থাকায় পুলিশ ভেরিফিকেশনে সমস্যা রয়েছে।’

মিমের বাবা একজন ক্ষুদ্রব্যবসায়ী। তিনি জানান, তার ৪ মেয়ের মধ্যে মিম তৃতীয়। মিম এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। তাদের পরিবার নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় ভাড়া বাসায় থাকেন।

এসএইচ-০৮/১২/২১ (আঞ্চলিক ডেস্ক, তথ্যসূত্র : দ্য ডেইলি স্টার)

কুমিল্লার ডু প্লেসি, মঈন ও নারাইন চমক

সময় সংবাদকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সুযোগ পেলে বাংলাদেশের ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ বিপিএলে খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ফ্যাফ ডু প্লেসি। এবার তার চাওয়াটাই সত্যি হতে যাচ্ছে। জানা গেছে, বিপিএলের আগামী আসরে খেলবেন সাবেক এই প্রোটিয়া অধিনায়ক।

প্রায় তিন বছর পর বিপিএলে ফিরছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর ভিক্টোরিয়ান্স মানেই চমক। বিশ্বের নামী ক্রিকেটারদের দলে এনে বিপিএলকে তারা দিয়েছে ভিন্ন মাত্রা। সবশেষ ২০১৯ বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা। এরপর আরও দুটি আসর মাঠে গড়িয়েছে তবে তা বিসিবির ব্যবস্থাপনায়।

এবার পুরনো মডেলে ফিরে যাচ্ছে বিপিএল। তবে জেমকন, বসুন্ধরা, বেক্সিমকোর মতো বড় প্রতিষ্ঠানগুলো না থাকলেও, আছে কুমিল্লা। এবারও তারা দিচ্ছে চমক। প্লেয়ার অকশনের বাইরে তিন বিদেশি ক্রিকেটার দলে নেওয়ার সুযোগ পাবে প্রতিটি দল। কুমিল্লা ফ্রাঞ্চাইজি টি-২০’র বড় তিন নামকেই দলে নিয়েছে।

কুমিল্লার হয়েই মাঠ মাতাবেন ডু প্লেসি। এছাড়া তার সঙ্গে আরও উড়িয়ে আনা হচ্ছে মঈন আলী এবং সুনীল নারাইনকেও।

দক্ষিণ আফ্রিকা টেস্ট দল থেকে অবসর নিয়েছেন বছরের শুরুতে। এরপর সাদা বলে খেলা চালিয়ে যেতে চাইলেও দক্ষিণ আফ্রিকা বোর্ড তাকে ছাড়াই পরিকল্পনা করে এগিয়ে যাচ্ছে। তাই বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে সরব উপস্থিতি ডু প্লেসির।

বয়স ৩৭ হলেও, তার ব্যাটে রানের ফোয়ারা যেন থামছেই না। ক’মাস আগেই আইপিএলে চেন্নাইকে জিতিয়েছেন শিরোপা। এ বছর সিপিএল-পিএসএলেও খেলেছেন। তবে এবার নতুন অভিজ্ঞতা নিতে আগ্রহী এই ব্যাটার।

ডু প্লেসি বলেছিলেন, ‘দুই বছর আগেই বিপিএলে খেলার ব্যাপারে অনেক দূর কথা এগিয়েছিল। কিন্তু যে কোনো কারণে আর খেলা হয়নি। বিপিএলে খেলা অন্য রকম অভিজ্ঞতা। আমি ভবিষ্যতে সুযোগ পেলে এই লিগে খেলতে চাই।’

এখন পর্যন্ত টি-২০ ফরম্যাটে ২৬৬ ম্যাচ খেলা ডু প্লেসি ১৩০ স্ট্রাইক রেটে করেছেন প্রায় ৭ হাজার রান।

এদিকে, প্রায় তিন বছর পর আবারও বিপিএলে ফিরতে পেরে বেশ রোমাঞ্চ কাজ করছে ফ্র্যাঞ্চাইজি স্বত্বাধিকারী নাফিসা কামালের। বিপিএলকে আরও টেকসই করতে দীর্ঘ মেয়াদে ফ্র্যাঞ্চাইজি দেওয়ার কোনো বিকল্প নেই বলেও জানান তিনি।

এবার বিপিএল হবে একেবারেই নতুনভাবে। তাই পছন্দের অনেক খেলোয়াড়কেই দলে নিতে পারছে না কুমিল্লা। কোচ সালাউদ্দিনের অধীনেই দু’বার শিরোপা জিতেছে তারা। তাকে পাওয়া নিয়েও আছে অনিশ্চয়তা।

বিপিএল মানেই মাঠে সমর্থকদের উন্মাদনা। কোভিডকালে মাঠের সাথে দর্শকদের সম্পর্কে যে ছেদ পড়েছে তা আবার ফেরাতে চায় কুমিল্লা। সব ঠিক থাকলে আগামী ২১ জানুয়ারি মাঠে গড়াবে বিপিএলের এবারের আসর।

এসএইচ-০৭/১২/২১ (স্পোর্টস ডেস্ক)

কাঁচা বাদাম ভুবন এখন নির্বাচনে!

ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম খুললেই বেজে উঠছে ‘বাদাম বাদাম, দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম’ গানটি। সারা বিশ্বে কয়েক মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন এই গানের ভিডিও। যে মানুষটি এই গান করেছেন তিনি পেশায় একজন বাদাম বিক্রেতা।

বীরভূমের সেই বাদামওয়ালা ভুবন বাদ্যকর। এক বাদাম গানের জন্য কে না চেনে তাকে। ভুবন বাদ্যকরের কাঁচা বাদামের গান ভিডিও করে লাখ লাখ টাকা আয় করে নিচ্ছেন ইউটিউবাররা।

নতুন খবর হলো ভাইরাল ভুবন বাদ্যকর এবার পুরভোটের প্রচারেও পা মিলিয়েছেন। শনিবার (১১ ডিসেম্বর) পুরভোটের প্রচারে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অমল চক্রবর্তী।

তার হয়েই এদিন ভোট ময়দানে নামতে দেখা গেল ভুবন বাদ্যকরকে। এক প্রতিবেদনের এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ।

বিষয়টি নিয়ে তৃণমূল প্রার্থী অমল চক্রবর্তী বলেন, ‘উনি ৫ টাকা করে বাদাম বিক্রি করেন। গ্রামেগঞ্জে ঘুরে ঘুরে বাদাম বিক্রি করেন। এখন কলকাতাতেও যাতে উনি পরিচিত হন, ওনার দুটো পয়সা আয় হয়, সেটাই চেষ্টা করছি।’

ভুবন বাদ্যকর বলেন, ‘কলকাতায় এসে তার ভালোই লাগছে। সবার অনুরোধে প্রচারে একবার ভাইরাল বাদাম গান গেয়েও দিলেন তিনি।’

একই সঙ্গে তিনি আরও জানান, ‘মুখ্যমন্ত্রীকে নিয়েও নতুন গান বেঁধেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুড়ি খেতে ভালোবাসেন।’ আর তা নিয়েই ভুবন বাদ্যকর লিখেছেন, দেশজুড়ে নাম দিদির। দেশজুড়ে নাম। দিদি খাবেন মুড়ি, আমার বাদাম..।’

এসএইচ-০৬/১২/২১ (আন্তর্জাতিক ডেস্ক)

হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন মিথিলা

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির কর্মকাণ্ডে সহযোগিতা ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় আগাম জামিন চেয়ে আবেদন করেছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

রোববার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের হাইকোর্ট বেঞ্চে আইনজীবী নিয়াজ মোর্শেদ এ আবেদন দায়ের করেন। আগামীকাল সোমবার তার জামিন আবেদন শুনানির জন্য কার্যতালিকায় আসবে।

এর আগে ৪ ডিসেম্বর ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন। মামলায় ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল, চেয়ারম্যান শামীমা নাসরিন, তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ ৯ জনকে আসামি করা হয়েছে।

মামলায় ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছিলেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম আলী মিয়া।

মামলার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, ‘মামলায় বাদী অভিযোগ করেন, আসামিরা তার তিন লাখ ১৮ হাজার টাকা আত্মসাতে সাহায্য করেছেন। তার টাকা তিনি এখনো উদ্ধার করতে পারেননি। তাই তিনি বাধ্য হয়ে মামলা করেছেন।’

এসএইচ-০৫/১২/২১ (বিনোদন ডেস্ক)

দেশে ফিরছেন ডা. মুরাদ!

সদ্যবিদায়ী তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান কানাডা ও দুবাইয়ে ঢুকতে না পেরে রোববার বিকেলেই দেশে ফিরছেন।

দুবাই থেকে ৪ ঘণ্টা ২১ মিনিটের যাত্রা শেষে এমিরেটসের ইকে-৫৮৬ নম্বর ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। অবতরণের নির্ধারিত সময় এদিন বিকেল ৪টা ৫৫ মিনিট হলেও ৫টা ৭ মিনিটের দিকে ফ্লাইটটি ঢাকায় পৌঁছাবে।

বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে ডা. মুরাদ দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের ( ইকে-৫৮২) বিমানে দেশে ফিরছেন সকাল ৭টা ৫৬ মিনিটের ফ্লাইটে এমন খবরে সাংবাদিকরা ভোর থেকেই ভিড় করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

কিন্তু নির্ধারিত বিমানটি ল্যান্ড করলেও এই ফ্লাইটে ডা. মুরাদ হাসান বাংলাদেশে আসেননি।

নারীর প্রতি অশোভন মন্তব্য করে বিতর্কিত হওয়া সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ শুক্রবার স্থানীয় সময় ১টা ৩১ মিনিটে টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।

পরে বাংলাদেশে নারীদের হয়রানি, অপমান এবং নির্যাতনের কারণে তাকে ইমিগ্রেশন জিজ্ঞাসাবাদ করা হয়। সেই সঙ্গে তার কাছে বিভিন্ন ভিডিও, ছবি ও সংবাদ এর বিষয়ে জানতে চাওয়া হয়। তিনি কী কারণে কানাডায় এসেছেন, সে বিষয়েও জানতে চাওয়া হয়। এ সময় কোনো যুক্তিযুক্ত কারণ দেখাতে ব্যর্থ হন ডা. মুরাদ। তার সরকারি ও ব্যক্তিগত পাসপোর্ট জটিলতার বিষয়েও কানাডা ইমিগ্রেশন জানতে চাইলে কোনো সঠিক উত্তর দিতে না পারায় তাকে কানাডা পিয়ারসন এয়ারপোর্ট থেকে পুনরায় দুবাইয়ে ফেরত পাঠানো হয়।

অশালীন, শিষ্টাচারবহির্ভূত, নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য প্রদান এবং এক চিত্রনায়িকার সঙ্গে অশালীন ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গত সোমবার জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য মুরাদ হাসানকে মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মঙ্গলবার তিনি পদত্যাগ করেন। সেদিন রাতেই তার পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে মঙ্গলবার বিকেলে জামালপুর জেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় মুরাদ হাসানকে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এর ধারাবাহিকতায় বুধবার তাকে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। সর্বশেষ বৃহস্পতিবার রাতে মুরাদ হাসানকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়।

এসএইচ-০৪/১২/২১ (ন্যাশনাল ডেস্ক)

রাজশাহীতে মুরাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে রাজশাহীর আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে।

আদালতের পাবলিক প্রসিকিউটর ইসমত আরা জানান, রোববার রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালে বিএনপির বগুড়া জেলা শাখার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এ কে এম সাইফুল ইসলাম মামলাটি করেন।

মুরাদ হাসান ছাড়াও টকশো উপস্থাপক মহিউদ্দিন হেলালকে মামলায় আসামি করা হয়েছে বলেও জানান তিনি।

ইসমত আরা বলেন, ‘আদালত অবশ্য মামলা দায়েরের বিষয়ে আদেশের জন্য একটি তারিখ নির্ধারণের নির্দেশ দিয়েছেন। তারিখটি দিনের শেষে জানা যাবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯, ৩১ ও ৩৫ ধারায় মামলাটি করা হয়েছে।’

এদিকে, মুরাদ হাসানের বিরুদ্ধে যে কেউ মামলা করতে পারেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

শনিবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘মুরাদ হাসানের বক্তব্যে রাষ্ট্র ক্ষুব্ধ নয় এবং ডিজিটাল নিরাপত্তা আইনে তারা কোনো মামলা করবে না।’

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘কেউ সংক্ষুব্ধ হলে তাদের মামলা করার অধিকার আছে। আপনি আমাকে কেন জিজ্ঞাসা করছেন? আপনি যদি সংক্ষুব্ধ হন তবে আপনি মামলা করতে পারেন।’

এসএইচ-০৩/১২/২১ (নিজস্ব প্রতিবেদক)

মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশের উপর ‘চাপ’ সৃষ্টির কৌশল?

পুলিশের এলিট ফোর্স র‍্যাব ও এর কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা দেবার ইস্যুটিকে বাংলাদেশের উপর আমেরিকার একটি ‘চাপ সৃষ্টি’র কৌশল হিসেবে দেখেন একজন বিশ্লেষক।

এর পেছনে চীন ও রাশিয়ার সাথে বাংলাদেশের ভাল সম্পর্ক, কোয়াড নামের এক মার্কিন নেতৃত্বাধীন জোটে বাংলাদেশের যোগ না দেয়া – এমন নানা কারণে আমেরিকার দৃষ্টিভঙ্গি বদলের একটি যোগসাজশ রয়েছে বলে মনে করেন যুক্তরাষ্ট্রে পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের স্কুল অফ সিকিউরিটি এন্ড গ্লোবাল স্টাডিজের অধ্যাপক সায়ীদ ইফতেখার আহমেদ।

‘গুরুতর মানবাধিকার লঙ্ঘনমূলক কাজে জড়িত থাকার’ অভিযোগে র‍্যাব ও এর ছয়জন বর্তমান ও সাবেক কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তার ফলে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কে কি ধরনের প্রভাব পড়তে পারে অনেকেই সেই প্রশ্ন তুলছেন।

যদিও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের বক্তব্য, সম্পর্কে প্রভাব পড়বে কি না, সেটা “ডিপেন্ডস অন ইউএসএ”, অর্থাৎ যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করে।

কিন্তু প্রফেসর আহমেদ মনে করেন, যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের মাধ্যমে ইতিমধ্যেই সম্পর্কে প্রভাব পড়েছে।

বাংলাদেশের অর্থনীতি ও পররাষ্ট্রনীতি যদি আগামীতে চীন ও রাশিয়ার দিকে আরও ঝুঁকে পড়ে তাহলে “ভবিষ্যতে আরও কিছু নিষেধাজ্ঞার” মুখোমুখি হওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না প্রফেসর আহমেদ।

তিনি বলেন, “পুরো বিষয়টি নির্ভর করবে আগামীতে বাংলাদেশের অর্থনীতি ও পররাষ্ট্রনীতির কার্যক্রমের উপর”।

বাংলাদেশের কোন নিরাপত্তা বাহিনী ও তার কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের এধরনের নিষেধাজ্ঞা আরোপের ঘটনা এটাই প্রথম।

এরই মধ্যে নিষেধাজ্ঞার কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশ।

দেশটির রাষ্ট্রদূত আর্ল আর মিলারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে অসন্তোষ প্রকাশ করেছে।

আমেরিকার এই নিষেধাজ্ঞাকে শনিবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন “লোক দেখানো অপচেষ্টা” বলে অভিহিত করেছেন।

বিশ্লেষকরা বলছেন, গত কয়েক বছর ধরেই বাংলাদেশের ব্যাপারে ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন ঘটেছে।

যুক্তরাষ্ট্র থেকে অধ্যাপক ইফতেখার আহমেদ বিবিসিকে বলেন, এই দৃষ্টিভঙ্গি বদলের একটি বড় কারণ হতে পারে বাংলাদেশের সাথে চীন ও রাশিয়ার সম্পর্ক।

“বাংলাদেশের সাথে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে চীনের সুস্পষ্ট একটি প্রাধান্য রয়েছে। এই অঞ্চলে চীন একটি গুরুত্বপূর্ণ অ্যাক্টর হিসেবে ভূমিকা রাখছে”।

“খেয়াল করুন এই ধরনের নিষেধাজ্ঞা কোন রাষ্ট্রগুলোর বিরুদ্ধে দেয়া হচ্ছে। রাশিয়া, চীন, মিয়ানমার বা উত্তর কোরিয়ার ক্ষেত্রে দেখেছি, যাদের যুক্তরাষ্ট্র মিত্র বলে মনে করে না। চাপ সৃষ্টি করার জন্য যুক্তরাষ্ট্র এটি ব্যাবহার করে। এসব প্রেক্ষাপটে বাইডেন প্রশাসন এমন পদক্ষেপ নিয়েছে বলে আমি মনে করি।”

সায়ীদ ইফতেখার আহমেদ মনে করছেন, বিশেষ করে বাইডেন প্রশাসন দায়িত্ব নেবার পর বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে। কিন্তু সেটি হঠাৎ করে ঘটেছে এমন নয়।

ওবামা প্রশাসনের সময় বাংলাদেশের সাথে যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গে একধরনের টানাপোড়েন দেখা দিয়েছিল বলে উল্লেখ করেন তিনি।

গত বছর অক্টোবর মাসে ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র কাছে আটজন মার্কিন সিনেটর র‍্যাবের বিরুদ্ধে কিছু অভিযোগ তুলে চিঠি দিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আহ্বানে ডিসেম্বর মাসে যে গণতন্ত্র সম্মেলন বা ‘সামিট ফর ডেমোক্রেসি’ শুরু হয়েছে, তাতে অংশগ্রহণকারীদের আনুষ্ঠানিক তালিকায় বাংলাদেশের নাম নেই।

এই সবকিছুর একটি ধারাবাহিকতা রয়েছে বলে মনে করেন তিনি।

যুক্তরাষ্ট্র কোন রাষ্ট্রের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিলে আনুষ্ঠানিকভাবে গণতন্ত্র ও মানবাধিকারের প্রসঙ্গ উল্লেখ করে।

তবে গণতান্ত্রিক সংস্কৃতি নেই, এবং মানবাধিকার লঙ্ঘনের প্রচুর অভিযোগ রয়েছে এমন অনেক দেশের সাথে যুক্তরাষ্ট্র সম্পর্ক রাখে। সায়ীদ ইফতেখার আহমেদ এক্ষেত্রে সৌদি আরবের কথা উল্লেখ করেছেন।

অধ্যাপক আহমদ বলছেন, “যুক্তরাষ্ট্রের সাথে চীন ও রাশিয়ার এক ধরনের শীতল যুদ্ধ চলছে। সে নিয়ে যুক্তরাষ্ট্র ব্যাপারে কিছুটা নার্ভাস। তারই আলোকে এই দেশ দুটির সাথে সম্পর্কের প্রেক্ষিতে বাংলাদেশের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেয়া হয়েছে।”

ভারত ও প্রশান্ত মহাসাগরে নৌ চলাচল ‘অবাধ ও স্বাধীন’ রাখার উপায় খোঁজার বিষয়ে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে ‘কোয়াড’ নামে যে জোট রয়েছে তাতে বাংলাদেশকেও যুক্তরাষ্ট্র যুক্ত করতে চেয়েছিল বলে অনেকে মনে করেন।

এ বছরের মে মাসে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলছিলেন, কোয়াডে যোগ দিলে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ‘যথেষ্ট খারাপ হবে’।

যদিও ওই সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছিলেন, কোয়াডের পক্ষ থেকে বাংলাদেশকে কোন প্রস্তাবই দেয়া হয়নি তখনো।

কখনোই আনুষ্ঠানিকভাবে বলা না হলেও এই জোটকে বলা হয় চীনের বিরুদ্ধে এই দেশগুলোর একটি অবস্থান।

“এতে যোগ দেয়ার ব্যাপারে যদি বাংলাদেশের উপর চাপ তৈরি করা হয়, বাংলাদেশের অবস্থানের নির্ভর করে ভবিষ্যতে হয়ত কোন প্রভাব পড়তে পারে তবে এখনই ব্যাবসায়িক সম্পর্ক বা অন্য বিষয় প্রভাব পড়বে না বলে আমার মনে হয়।”, বলছিলেন আহমেদ।

গুরুতর মানবাধিকার লংঘনমূলক কাজে জড়িত থাকার’ অভিযোগে বাংলাদেশের বিশেষ পুলিশ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং এর ছয়জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

মার্কিন অর্থ দফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর প্রকাশ করা হয়।

এতে বলা হয়, শুক্রবার আন্তর্জাতিক মানবাধিকার দিবসের এই দিনে মার্কিন অর্থ দফতরের ফরেন অ্যাসেটস কনট্রোল অফিস (ওএফএসি) বিভিন্ন দেশের মোট ১০টি প্রতিষ্ঠান ও ১৫ জন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে – যারা মানবাধিকার লংঘন এবং নিপীড়নের সাথে সংশ্লিষ্ট।

বিজ্ঞপ্তিতে উল্লিখিত ছয় জন কর্মকর্তা হচ্ছেন: চৌধুরী আবদুল্লাহ আল-মামুন (র‍্যাবের বর্তমান মহাপরিচালক), বেনজির আহমেদ (সাবেক র‍্যাব মহাপরিচালক, জানুয়ারি ২০১৫-এপ্রিল ২০২০), খান মোহাম্মদ আজাদ (বর্তমান অতিরিক্ত মহাপরিচালক-অপারেশন্স), তোফায়েল মুস্তাফা সরওয়ার (সাবেক অতিরিক্ত মহাপরিচালক-অপারেশন্স, জুন ২০১৯-মার্চ ২০২১), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (সাবেক অতিরিক্ত মহাপরিচালক-অপারেশন্স, সেপ্টেম্বর ২০১৮-জুন২০১৯), এবং মোহাম্মদ আনোয়ার লতিফ খান (সাবেক অতিরিক্ত মহাপরিচালক-অপারেশন্স, এপ্রিল-২০১৬-সেপ্টেম্বর ২০১৮)।

এতে বলা হয়, গুরুতর মানবাধিকার লংঘনে জড়িত থাকার জন্য আজ বেনজির আহমেদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করার কথা ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দফতর – যার ফলে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য হবেন।

এসএইচ-০২/১২/২১ (অনলাইন ডেস্ক, তথ্যসূত্র : বিবিসি)

আটক ও হত্যা শুরু করে পেশাজীবী এবং বুদ্ধিজীবীদের

১২ ডিসেম্বর, ১৯৭১। একাত্তরের রক্তঝরা এ দিনে পাকিস্তান সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল গুল হাসান টেলিফোন করে জেনারেল নিয়াজীকে আশ্বস্ত করেন, ১৩ ডিসেম্বরের মধ্যে উত্তর ও দক্ষিণ উভয় দিক থেকে বন্ধুরা এসে পড়বেন।

গুল হাসানের কাছ থেকে এ আশ্বাস শুনে ঢাকায় পাকিস্তানী সামরিক কর্তৃপক্ষ নিজেদের প্রতিরক্ষার আয়োজন নিরঙ্কুশ করতে ২৪ ঘণ্টার জন্য কার্ফু জারি করে ঘরে ঘরে তল্লাশি চালায়। এ সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী পাকিস্তান সেনাবাহিনীর এ দেশীয় দোসর আলবদর বাহিনী মুক্তিযুদ্ধের প্রতি সহানুভূতিশীল পেশাজীবী ও বুদ্ধিজীবীদের আটক ও হত্যা শুরু করে।

চীন এ সময় পাকিস্তানী ঘাতকদের সমর্থনে পুরোপুরি অন্ধ হয়ে গিয়েছিল। আজকের দিনে পিকিং রেডিও ঘোষণা করেছিল সোভিয়েত ইউনিয়ন ভারতের মাধ্যমে মূলত চীনকেই দমন করতে চায়। বিশ্বে আধিপত্য বিস্তারকেই ভারতের মাধ্যমে ‘তথাকথিত’ বাংলাদেশ সমর্থনের অন্যতম কারণ।

এছাড়াও আজকের এ দিনে চীনা প্রতিনিধি হুয়াং হুদা নিউইয়র্কে আলেকজান্ডার হেগকে জানান, চীন কেবল আরেকবার যুদ্ধবিরতির প্রস্তাবে আগ্রহী। উপমহাদেশে সামরিক হস্তক্ষেপের ব্যাপারে আগ্রহী নয়। কিন্তু চীন-মার্কিন যুক্তরাষ্ট্রের সব প্রচেষ্টা ব্যর্থ করে দেয় সোভিয়েত ইউনিয়ন ও ভারতসহ মিত্র দেশগুলো।

চারদিকে শুধুই মুক্তিযোদ্ধাদের বিজয়, আর পাক হানাদারদের পরাজয়ের খবর। একাত্তরের এদিনে গাইবান্ধা, নরসিংদী, সরিষাবাড়ী, ভেড়ামারা, শ্রীপুরসহ দেশের বিভিন্ন এলাকা শত্রুমুক্ত হয়। ঢাকাবাসী এ সময় রয়েছেন অভীষ্ট আনন্দ আর অজানা আশঙ্কার এক অদ্ভুত দোলাচলে। অতি কট্টর পাকিস্তান সমর্থকরাও এখন আর দেশটির অখ-তা সম্পর্কে বড় কথা বলার সাহস দেখাচ্ছে না। স্বাধীনতার ওই মাহেন্দ্রক্ষণটি কখন আসবে সেই মুহূর্তটি দেখতে অধীর অপেক্ষায় ঢাকাবাসী।

এদিকে ঢাকা বিজয় করতে চারদিক থেকে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনী ঘেরাও করে ফেলে। ডিসেম্বরের এ দিন বিকেলেই ভারতের চার গার্ডস ইউনিট ঢাকার ডেমরা ঘাটের পাঁচ কিলোমিটারের মধ্যে পৌঁছে যায়। সূর্যাস্তের আগেই জামালপুর ও ময়মনসিংহের দিক থেকে জেনারেল নাগরার বাহিনী টাঙ্গাইলে প্যারাস্যুট ব্যাটালিয়নের সঙ্গে যুক্ত হয়। এর ফলে ঢাকা অভিযানের সর্বাপেক্ষা সম্ভাবনাপূর্ণ পথের ব্যবহার শুরু করা সম্ভব হয়ে ওঠে।

দেশের বীর সন্তান মুক্তিযোদ্ধাদের গেরিলা হামলা ও যৌথবাহিনীর ব্যাপক প্রতিরোধের মুখে টিকতে না পেরে ভীতসন্ত্রস্ত পাকিস্তানী বাহিনী বিভিন্ন এলাকার ক্যাম্প ছেড়ে পালাতে থাকে। নিজ ভূমির সার্বভৌমত্ব ও পৃথক একটি পতাকার জন্য তৎকালীন পূর্ব পাকিস্তানের আপামর জনসাধারণ মরিয়া হয়ে ওঠে। কেন্দ্রীয় সরকারের অন্তহীন বৈষম্য আর নিপীড়নের বন্দীদশা থেকে মুক্ত হওয়ার দুর্বার আন্দোলনের শেষ অধ্যায়ে পৌঁছে গেছে বীর বাঙালী।

এদিন বঙ্গোপসাগর থেকে ২৪ ঘণ্টার দূরত্বে মার্কিন সপ্তম নৌবাহিনী নিশ্চল দাঁড়িয়েছিল। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ততদিনে পাকিস্তানী বাহিনী পালিয়েছে। অধিকাংশ অঞ্চলই তখন কার্যত স্বাধীন হয়ে পড়ে। আর ঢাকার বিজয় নিশ্চিত করা তখন শুধু সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়।

এসএইচ-০১/১২/২১ (অনলাইন ডেস্ক)

কীভাবে কোয়ারেন্টাইন পর্ব পার করছেন টাইগাররা

বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে নিউজিল্যান্ডে অবস্থান করছে। গত ৮ ডিসেম্বর দিবাগত রাত ১টায় এমিরেটসের একটি ফ্লাইটে নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল।

শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৫টায় অকল্যান্ডে পৌঁছায় মুমিনুল বাহিনী। পরে সেখান থেকে ডমেস্টিক ফ্লাইটে ক্রাইস্টচার্চে যান তারা।

ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড সরকারের নির্ধারিত একটি আইসোলেশন সেন্টারে আপাতত সাত দিন কোয়ারেন্টাইনে থাকবেন ক্রিকেটাররা। এর মাঝে প্রথম তিন দিন রুম কোয়ারেন্টাইন করতে হবে তাদের। পরের চার দিন আইসোলেশন সেন্টারে থাকতে হলেও কমে আসবে বিধিনিষেধ।

এরপর কোভিড পরীক্ষায় নেগেটিভ আসা সাপেক্ষে অনুশীলন শুরু করতে পারবে বাংলাদেশ দল। সফরের আনুষ্ঠানিকতা শুরুর আগে এবার দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। একটি ম্যাচ নিজেদের মধ্যে খেললেও অন্যটিতে প্রতিপক্ষ হিসেবে ব্ল্যাকক্যাপদের একটি দলকে পাবে তারা। আগামী বছরের প্রথম দিন থেকে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ। করোনা মহামারির মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার ওশেনিয়া গেল বাংলাদেশ। এর আগে গত ফেব্রুয়ারিতে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে গিয়েছিল মুশফিক-লিটনরা।

এক ভিডিও বার্তায় শনিবার ক্রাইস্টচার্চে কোয়ারেন্টাইনের প্রথম দিন নিয়ে নিজের অভিমত তুলে ধরেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ। তিনি বলেন, ‘আজকে আমাদের কোয়ারেন্টাইনের প্রথম দিন। ঘুম থেকে উঠে নাস্তা করার পর আমাদের জ্বর মাপা ও অন্যান্য সবকিছু দেখার জন্য ডাক্তার এসেছিলেন। গতকাল এখানে পৌঁছানোর পর আমরা সবাই যার যার রুমে চলে যাই। এরপর কারও সাথে দেখা হয়নি, ভিডিও কলে কথা বলা ছাড়া। দুই একজনের সাথে ভিডিও কলে কথা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এ ছাড়া সব ঠিকই আছে। কঠিন সময়, ছেলেরা পাকিস্তান সিরিজ খেলে আসার পর থেকেই কঠিন সময় যাচ্ছে। আমার মনে হয় আর ২-৩ দিন কষ্ট করতে হবে, এরপর গ্রুপ হয়ে অনুশীলন, জিম ও ট্রেনিং করতে পারবো। তখন সব কিছু ঠিক হয়ে যাবে। আর আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি।’

টাইগারদের বছরের শুরুর দিকে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়েছিলেন সাকিব আল হাসান। টাইগারদের এবারের সফরেও যাচ্ছেন না তিনি। দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে দল ঘোষণার পর এক চিঠিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ছুটি চান এ অলরাউন্ডার। চিঠির প্রেক্ষিতে তার ছুটিও মঞ্জুর করে বিসিবি।

কিউইদের বিপক্ষে ২০২২ সালের ১ জানুয়ারি থেকে শুরু হবে প্রথম টেস্ট, মাউন্ট মঙ্গানুইতে। ৯ জানুয়ারি শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট, ক্রাইস্টচার্চে। ২০১৬-১৭ মৌসুমে নিউজিল্যান্ড সফরে মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে দুটি টি-টোয়েন্টি খেলেছিল বাংলাদেশ। এবারের সফরে এখানে প্রথমবারের মতো টেস্ট খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। অন্যদিকে ক্রাইস্টচার্চে বাংলাদেশ খেলে প্রায় সফরগুলোতেই।

এসএইচ-২৮/১১/২১ (স্পোর্টস ডেস্ক)

সোমবার আলাদা হবে জোড়া জমজ শিশু লাবিবা-লামিসা

আড়াই বছরের বেশি সময় পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় দফায় অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা হতে যাচ্ছে জোড়া জমজ শিশু লাবিবা-লামিসা। চিকিৎসকরা জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে সোমবার অস্ত্রোপচার হবে। এতে নয় থেকে ১০ ঘণ্টা সময় লাগতে পারে।

দুই বছর আট মাস বয়সী লাবিবা-লামিসা নিলফামারীর জলঢাকা উপজেলার যদুনাথপুর গ্রামের লাল মিয়া-মনুফা বেগম দম্পতির সন্তান। ২০১৯ সালের ১৫ এপ্রিল উপজেলা সদরের একটি ক্লিনিকে তাদের জন্ম হয়।

শনিবার সংবাদ সম্মেলনে শিশু দুটির জোড়া লাগা দেহ আলাদা করার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আশরাফ উল হক কাজল।

তিনি বলেন, আমরা খুবই আশাবাদী। আমরা সফল হব বলে ধারণা করছি। জোড়া শিশু দুটির যখন নয়দিন বয়স, তখন তারা রংপুর মেডিকেল থেকে ঢাকা মেডিকেলে আসে। তারা প্রায় দেড় মাস এখানে ভর্তি ছিল। এর মধ্যে তাদের পায়ুপথে অস্ত্রোপচার ও পেট দিয়ে মল ত্যাগের ব্যবস্থা করা হয়। এরপর তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। করোনাভাইরাসের কারণে এতদিন শিশু দুইটির অস্ত্রোপচার করা সম্ভব হয়নি।

তিনি জানান, গত ২৮ অক্টোবর আবারও শিশু দুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তাদের বাবা-মা।

অধ্যাপক কাজল বলেন, এর আগে জোড়া শিশু তোফা-তহুরার অস্ত্রোপচারে আমরা সফল হয়েছি। আশা করি এ ক্ষেত্রেও আমরা সফল হতে পারব। লাবিবা-লামিসার জোড়াটা একটু ব্যতিক্রম। তাদের পায়ুপথ, মাসিকের রাস্তা এবং মেরুদণ্ডে সমস্যা আছে। যেগুলো আলাদা করতে হবে। আমরা খেয়াল রাখব তারা যেন ভবিষ্যতে পূর্ণাঙ্গ নারী হিসেবে বেড়ে উঠতে পারে। ইনশাল্লাহ আমরা সফল হব।

উল্লেখ্য, এর আগে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২০১৭ সালে জোড়া লাগানো তোহা-তৌফা ও ২০১৮ সালে রাবেয়া রোকাইয়াকে আলাদা করা হয়। সেই অভিজ্ঞতা থেকে পুরোপুরি সফল অস্ত্রোপচারের আশাবাদ চিকিৎসকদের।

এসএইচ-২৭/১১/২১ (ন্যাশনাল ডেস্ক)