রাত ১১:১১
শুক্রবার
২৬ শে এপ্রিল ২০২৪ ইংরেজি
১৩ ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
১৭ ই শাওয়াল ১৪৪৫ হিজরী
spot_img

বাম পায়ে সমস্যা, ডাক্তার কাটলেন ডান পা

অপারেশনের সময় ভুল করে বৃদ্ধের এক পা কাটতে গিয়ে অন্য পা কেটে ফেলেছেন চিকিৎসক। আর এই কারণে ওই চিকিৎসককে ২ হাজার ৭০০ ইউরো জরিমানা করা হয়েছে। জানা গেছে, এমন ঘটনা ঘটেছে ইউরোপের দেশ অস্ট্রিয়ায়।

এক প্রতিবেদনে গার্ডিয়ান জানিয়েছে, অস্ট্রিয়ার ফ্রেইস্টাডট শহরের একটি ক্লিনিকে এ ঘটনা ঘটে। ৮২ বছর বয়সী রোগীর বাম পা কাটার পরিবর্তে ডান পা কাটা হয়েছে।

জটিল অসুস্থতার কারণে ওই বৃদ্ধের বাম পা কাটার সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু ওই সার্জন ‍ভুল করে তার ডান পা কেটে ফেলেন। অপারেশনের দুদিন পর ড্রেসিং করার সময় বিষয়টি বুঝতে পারেন ওই চিকিৎসক।

অপারেশনের আগে ওই বৃদ্ধাকে কোন পা কাটা হবে সে সম্পর্কে নিশ্চিত করতে বলা হয় কিন্তু অসুস্থতার কারণে তা সম্ভব হয়ে ওঠে না।

ওই ঘটনার পর বৃদ্ধার মানসিক সমর্থনের জন্য তাকে সাইকোলজিকাল সাপোর্ট দেওয়া হয়েছে, সেই সঙ্গে তার যে পায়ে সমস্যা ছিলো অর্থাৎ বাম পা কেটে ফেলা হয়েছে। এ ঘটনার পর ওই চিকিৎসককে জরিমানা করা হলে তিনি বলেন, তার এই কাজ ‘মানবিক ভুল’। তবে তিনি বলেন, এই ভুল তার একার না, পুরো টিমের ভুল।

অস্ট্রিয়ার সুপ্রিম কোর্টের মুখপাত্র জানান, গতকাল বুধবার ওই চিকিৎসককে রোগীর ওপর অবহেলার অভিযোগে জরিমানা করেছেন কোর্ট। এদিকে ওই ঘটনায় ওই বৃদ্ধের পরিবারের স্বজনকে ৫ হাজার ইউরো ডলার ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

এসএইচ-২৭/০২/২১ (অনলাইন ডেস্ক)

বিজয় দিবসে দেশের মানুষকে শপথ পড়াবেন প্রধানমন্ত্রী

বিজয়ের ৫০ বছর পূর্তিতে আগামী ১৬ ডিসেম্বর দেশব্যাপী এক শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেখানে শপথ পড়াবেন সারা দেশের মানুষকে।

বৃহস্পতিবার সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী।

কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ মিলিয়ে আমরা ইতিহাসের অসাধারণ সময় অতিক্রম করছি। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান হবে। আগে যেসব অনুষ্ঠান জাতীয় প্যারেড স্কয়ারে হয়েছিল, ১৬ ডিসেম্বর প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ বড় আকারে হবে। সেখানে ছয়টি দেশ মিলিয়ে আন্তর্জাতিক একটা প্যারেড হবে।

অনেকগুলো দেশের অংশগ্রহণ থাকবে। বিকেলে জাতীয় বাস্তবায়ন কমিটি থেকে “মহা বিজয়ের মহানায়ক” শিরোনামে ১৬ ও ১৭ ডিসেম্বর অনুষ্ঠান হবে।’

তিনি আরও বলেন, ‘১৬ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী সেখান থেকে সারা দেশে একটি শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন। সেখানে সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন। প্রধানমন্ত্রী কী বিষয়ে শপথ পড়াবেন, জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে পরে জানানো হবে।’

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নিরাপত্তা উপকমিটির সভা হয়। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এসএইচ-২৬/০২/২১ (ন্যাশনাল ডেস্ক)

প্রবেশপত্র ছাড়াই’ এইচএসসি পরীক্ষা দিল দেড় শতাধিক পরীক্ষার্থী

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে প্রবেশপত্র ছাড়াই এইচএসসি পরীক্ষা দিয়েছে রংপুরের সাহেবগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের প্রায় দেড় শতাধিক পরীক্ষার্থী।  বৃহস্পতিবার রংপুর জেলা প্রশাসনের সহায়তায় কলেজে বিশেষ ব্যবস্থায় তাদের পরীক্ষা নেওয়া হয়।

এর আগে বুধবার পর্যন্ত এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় শিক্ষার্থীরা দিনভর কলেজে বসে থাকে। বিকেলে কলেজ অধ্যক্ষ আইনুল হক শিক্ষার্থীদের জানান, বিভিন্ন সমস্যার কারণে বোর্ড থেকে প্রবেশপত্র আসেনি। এ কারণে তোমাদের পরীক্ষা দেওয়া হচ্ছে না।

এ খবর ছড়িয়ে পড়লে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা সন্ধ্যায় কলেজের সামনে রংপুর-হারাগাছ সড়ক অবরোধ করে প্রবেশপত্র সরবরাহ ও পরীক্ষার সুযোগ না দেওয়া পর্যন্ত রাতভর সড়কে অবস্থানের ঘোষণা দেন।

অবস্থার বেগতিক দেখে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষসহ অন্যারা গা ঢাকা দেন। এ বিষয়ে তাৎক্ষণিক দৈনিক আমাদের সময় পত্রিকার অনলাইন ভার্সনে সংবাদ প্রচার হলে কারিগরি শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থায় ওই সব শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ প্রত্যাহার করে। আজ সকাল সাড়ে ৯টায় রংপুরের জেলা প্রশাসক আসিব আহসানের নেতৃত্বে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ওই সব শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়।

পরীক্ষার্থী আফলাতুন নেছা বলে, ‘কলেজ কর্তৃপক্ষ তাদের সঙ্গে প্রতারণা করেছে। যথা সময়ে বোর্ড ফিসহ প্রত্যেক শিক্ষার্থী ৩ হাজার ১০০ টাকা করে দিলেও প্রবেশপত্র দেওয়া হয়নি। প্রচন্ড শীত উপেক্ষা করে রাস্তায় নেমে আন্দোলনের ফলে প্রশাসনের হস্তক্ষেপে আমরা পরীক্ষা দিতে পেরেছি।’ পরীক্ষার্থী আফজাল শরীফ বলে, ‘দৈনিক আমাদের সময়সহ গণমাধ্যমগুলো বিষয়টি গুরুত্ব দেওয়ায় আমরা পরীক্ষা দিতে পারলাম।’

এ বিষয়ে রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান জানান, কলেজ অধ্যক্ষসহ ঘটনার সঙ্গে জড়িত দোষী শিক্ষকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে। সেই সঙ্গে পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা দেওয়ার সুযোগ পায় সেই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসএইচ-২৫/০২/২১ (শিক্ষা ডেস্ক)

মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে এবার নওগাঁর আদালতে মামলা

মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে এবার নওগাঁর আদালতে মামলা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন নাহিদ রনি নামের এক যুবক।

মামলাটি আমলে নিয়ে নওগাঁর আমলী আদালত-৫-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ৩০ জানুয়ারির মধ্যে এ ব্যাপারে আদালতে প্রতিবেদন দাখিলে করতে বলা হয়েছে।

জানা গেছে, মামলার বাদী নাহিদ রনি ‘মানবিক বাংলাদেশ সোসাইটি’ নামের একটি সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। তিনি নওগাঁর বদলগাছী উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।

বাদীপক্ষের আইনজীবী মোমিনুল ইসলাম স্বপন বলেন, মুক্তিযুদ্ধে শহীদ ও ধর্ষণের শিকার মা-বোনদের সংখ্যা নিয়ে বিবাদী বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে বক্তব্য দিয়েছেন। এ ছাড়া তিনি বঙ্গবন্ধুকে নিয়েও উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। তার এ ধরনের বক্তব্যে দেশে বিশৃঙ্খলার তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। একজন সচেতন নাগরিক হিসেবে বাদী নৈতিকতার স্থান থেকে মামলাটি করেছেন। আদালতের বিচারক আরজি দেখে সন্তুষ্ট হয়ে মামলাটি আমলে নিয়েছেন।

এর আগে গত ১৯ নভেম্বর একই অভিযোগে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় জাহাঙ্গীর আলমকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি ও দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়। গত ২৫ নভেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে জাহাঙ্গীর আলমকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়রের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

২৮ নভেম্বর জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গাজীপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়। পরদিন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।

এসএইচ-২৪/০২/২১ (উত্তরাঞ্চল ডেস্ক)

ভারতেও হানা দিলো ‘ওমিক্রন’

এবার ভারতেও হানা দিয়েছে করোনাভাইরাসের বহু রূপান্তরিত ধরন ‘ওমিক্রন’। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতে প্রথমবারের মতো দু’জনের শরীরে এই ভ্যারিয়েন্টের সংক্রমণ শনাক্ত করা হয়েছে।

রাজধানী নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব লাভ আগারওয়াল বলেছেন, ‘ভারতে প্রথম যে দুইজনের ওমিক্রন শনাক্ত হয়েছে, তারা কর্ণাটকের বাসিন্দা। তাদের বয়স যথাক্রমে ৬৬ এব ৪৬ বছর।’

ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় তাদের পরিচয় এখন প্রকাশ করা হবে না বলে জানান তিনি।

ভারতের এই যুগ্মসচিব বলেছেন, ‘ওমিক্রন আক্রান্ত দুইজনের সংস্পর্শে যারা এসেছেন তাদের সবাইকে শনাক্তের পর করোনা পরীক্ষা করা হয়েছে।

আগারওয়াল বলেছেন, ‘ওমিক্রন শনাক্তকরণে আতঙ্কিত হওয়ার দরকার নেই। কিন্তু সচেতনতা একেবারে জরুরি। কোভিড-১৯ আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করুন এবং জনসমাগম এড়িয়ে চলুন।’

এসএইচ-২৩/০২/২১ (আন্তর্জাতিক ডেস্ক)

লেডি বাইকার রিয়ার দু মাসের আগাম জামিন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় সিলেটের আলোচিত লেডি বাইকার ও মডেল রিয়াকে দুই মাসের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার আদালত তার জামিন মঞ্জুর করেন। এরপর তাকে বিচারিক (নিম্ন) আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

এর আগে গত ৩০ নভেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় লেডি বাইকার রিয়ার পক্ষে তার আইনজীবী পূর্ণিমা জাহান জামিন আবেদন করেন।

হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ সেই জামিন আবেদনের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তার সঙ্গে ছিলেন বিভূতি ভূষণ সরকার ও পূর্ণিমা জাহান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।

এর আগে, গত ৮ নভেম্বর রিয়া রায়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশ। এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তার বয়ফ্রেন্ড আরমান সামীকে।

সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, ঘটনার দিন রাতে এয়ারপোর্ট এলাকায় একটি গাড়ি কয়েকবার ঘোরাঘুরি করছিল, তখন টহলে থাকা পুলিশের সন্দেহ হলে গাড়িটিকে থামানোর জন্য সিগন্যাল দেওয়া হয়। গাড়িটি একটু দূরে গিয়ে থামে। তখন গাড়ি থেকে তড়িঘড়ি করে একজন তরুণী নেমে যান।

এ সময় পুলিশ গাড়িটি তল্লাশি করে একটি পানির বোতলে রাখা বিশেষ মাদক, ইয়াবা ও গাঁজা উদ্ধার করে। গাড়িতে থাকা আরমান সামীকে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে সে জানায় পালিয়ে যাওয়া তরুণী লেডি বাইকার রিয়া রায়।

ওসি জানান, গ্রেপ্তার হওয়া আরমান সামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

অন্যদিকে মাদক উদ্ধারের ঘটনায় এয়ারপোর্ট থানার এসআই গৌতম চন্দ্র দাশ বাদী হয়ে রিয়া ও আরমান সামীকে আসামি করে মামলা দায়ের করেন।

সেই মামলায়ই ৮ সপ্তাহের আগাম জামিন পেলেন রিয়া।

এসএইচ-২১/০২/২১ (আঞ্চলিক ডেস্ক)

এলপি গ্যাসের দাম কমেছে

দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য সমন্বয় করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বেসরকারি খাতে ১২ কেজি প্রতি সিলিন্ডারের দাম ৮৫ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে এ ঘোষণা দেয় বিইআরসি। ফলে এখন থেকে মূসকসহ প্রতিটি সিলিন্ডারের দাম পড়বে ১,২২৮ টাকা।

এলপি গ্যাসের ভার্চুয়াল দর ঘোষণা অনুষ্ঠানে অংশ নেন বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিল, কমিশনের সদস্য মকবুল ই-এলাহী চৌধুরী, মোহাম্মদ আবু ফারুক, মোহাম্মদ বজলুর রহমান ও মো. কামরুজ্জামান।

বিইআরসি চেয়ারম্যান বলেন, প্রতি কেজির মূল্য মুসক ব্যতীত ৯৫.৯১ টাকা এবং মুসকসহ সর্বোচ্চ ১০২.৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

আগামী শুক্রবার থেকেই নতুন এই দাম কার্যকরের ঘোষণা দেওয়া হয়েছে।

এর আগে সর্বশেষ গত ৪ নভেম্বর এলপিজি গ্যাসের দাম বাড়ানো হয়েছিল। তখন প্রতি কেজি এলপিজির দাম ১০৪ দশমিক ৯২ টাকা থেকে বাড়িয়ে ১০৯ দশমিক ৪২ টাকা করা হয়। ফলস্বরূপ ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়ে ১ হাজার ৩১৩ টাকায় পৌঁছায়।

অবশ্য তার আগে অক্টোবর মাসেই এ গ্যাসের দাম প্রতি কেজি ৮৬ দশমিক ৭ টাকা থেকে বাড়িয়ে ১০৪ দশমিক ৯২ টাকা করা হয়েছিল। সে হিসেবে ১২ কেজির সিলিন্ডারের দাম অক্টোবর মাসে ছিল এক হাজার ২৫৯ টাকা।

প্রসঙ্গত সৌদি আরামাকো কোম্পানির মূল্য তালিকায় দেখা যায়, গত জুন থেকে লাগাতার বাড়ছে প্রোপেন ও বিউটেনের দাম। সেপ্টেম্বরে প্রতি টন প্রোপেন ও বিউটেন বিক্রি হয়েছে ৬৬৫ ডলারে। অক্টোবরে এসে এক লাফে বেশ খানিকটা বেড়ে যায়।

গত জুন মাসে বিশ্ববাজারে এক টন প্রোপেন বিক্রি হয়েছে ৫৩০ ডলারে আর বিউটেনের দাম ছিল ৫২৫ ডলার। এরপর থেকেই আন্তর্জাতিক বাজারে বাড়তে থাকে এলপিজি তৈরিতে অপরিহার্য এই দু’টি কাঁচামালের দাম।

এসএইচ-২০/০২/২১ (ন্যাশনাল ডেস্ক)

বলিউডে ডেবিউ করছেন নিক জোনাস?

শোবিজে বিবাহ বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিয়েই আরও একটি বিবাহবার্ষিকী একসঙ্গে কাটিয়ে ফেললেন প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস।

মার্কিন সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে নিক জোনাস বলিউডকে ‘ফেনোমেনাল ইন্ডাস্ট্রি’ হিসেবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, হিন্দি সিনেমা তিনি ভালোবাসেন। বলিউড ইন্ডাস্ট্রিতে তার নাকি অনেক বন্ধুও রয়েছেন। এ ইন্ডাস্ট্রিতে যা কাজ হয়, তা তাকে নাকি অনুপ্রেরণা দেয়। সঠিক অফার পেলে তিনিও যে কোনো দিন ডেবিউ করতে পারেন।

নিক জোনাস হলিউডের জনপ্রিয় সংগীত তারকা। সে কারণে শুধু বলিউড সিনেমায় নয়, বলিউডি মিউজিক নিয়েও তার আগ্রহ রয়েছে। তিনি বলেন, যে কোনো হাউজ পার্টিতে বলিউডি মিউজিক চালানো হয়। আমি বেশ কিছু বলিউড মিউজিক শুনেছি। আমি যখন ভারতে ছিলাম, আমাদের বিয়েতে ভারতীয় সংগীত এবং বলিউডি মিউজিক শুনতে পেরেছি। এ গানের সঙ্গে দারুণ নাচা যায়। আমাদের হাউজ পার্টিতে আমরা সব সময় বলিউডি মিউজিক বাজাতে থাকি।

২০১৮ সালের ১ ও ২ ডিসেম্বরে ভারতের যোধপুরে হিন্দু এবং ক্রিশ্চান মতে বিয়ে করেছিলেন প্রিয়াঙ্কা-নিক। ২০১৮ সালে বিয়ের পর থেকে নিজের নামের সঙ্গে স্বামী নিক জোনাসের পদবি যুক্ত করেছিলেন প্রিয়াঙ্কা। সোশ্যাল মিডিয়াতেও যুক্ত করেছিলেন স্বামীর পদবি ‘জোনাস’। পুরো নাম হয়েছিল ‘প্রিয়াঙ্কা চোপড়া জোনাস’।

কিছুদিন আগে হঠাৎই ‘জোনাস’ পদবি সরিয়ে ফেলেছেন প্রিয়াঙ্কা। তারপর থেকেই তাদের বিচ্ছেদের জল্পনা শুরু হয়। এ সব গুঞ্জন নিয়ে প্রিয়াঙ্কার মা মধু চোপড়া মুখ খুলেছিলেন। মধু বলেছিলেন, এটা গুঞ্জন ছাড়া কিছুই নয়। আমি নেটিজ়েনদের অনুরোধ করব দয়া করে এই সব মিথ্যা ছড়াবেন না।

এসএইচ-১৯/০২/২১ (বিনোদন ডেস্ক)

ক্লাসে ঢুকে ছাত্রের ঘাড়ে থাবা বসাল চিতা

ক্লাস করতে গিয়ে চিতাবাঘের মুখে প্রাণ যেতে বসেছিল ভারতের উত্তরপ্রদেশের এক স্কুলপড়ুয়ার।

আলিগড়ের নিহাল সিংহ ইন্টার কলেজের লাকি রাজ সিংহ নামে ওই পড়ুয়া ক্লাসঘরে ঢুকে পড়া একটি চিতাবাঘের হামলায় আহত হয়েছেন। ক্লাসঘরে চিতাবাঘ ঢোকার সেই রোমহর্ষক সেই দৃশ্য ধরা পড়েছে স্কুলের সিসিটিভি ক্যামেরায়।

বৃহস্পতিবার বলা হয়, সোমবার সকালে হঠাৎই চিতাবাঘটি স্কুল চত্বরে ঢুকে পড়ে। কয়েকজন পড়ুয়া তাকে দেখে ফেলার পর হট্টগোল শুরু হওয়ায় ছুটে ১০ নম্বর ঘরে ঢুকে পড়ে। দরজার সামনেই তার নজরে পড়ে যায় লাকি। তাকে দাঁত-নখের আঘাতে ক্ষতবিক্ষত করে চিতাবাঘটি।

লাকির কথায়, ক্লাসে ঢুকতে গিয়ে হঠাৎ সামনে দেখি চিতাবাঘ! সবাই হুড়োহুড়ি করে পালানোর চেষ্টা করছিল। সে সময় হঠাৎই চিতাবাঘটি আমাকে আক্রমণ করে।

নিহাল সিংহ ইন্টার কলেজের অধ্যক্ষ যোগেশ যাদব জানিয়েছেন, সিসিটিভি ক্যামেরায় চিতাবাঘটির অবস্থান দেখে স্কুলের দরজা বন্ধ করে সেটিকে বন্দি করা হয়। এরপর খবর দেওয়া হয় বন দপ্তরে। বনকর্মীরা গিয়ে বন্যপ্রাণীটিকে উদ্ধার করে।

যোগেশ বলেন, আহত ছাত্রটির আঘাত গুরুতর নয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, সে এখন ভালো আছে।

এসএইচ-১৮/০২/২১ (অনলাইন ডেস্ক)

মন্ত্রী মোস্তাফা জব্বার আত্মহত্যা করতে চান!

মন চাইছে আত্মহত‌্যা ক‌রি। এক‌টি চে‌কে আমি ডি‌সেম্বর বাংলায় লি‌খে‌ছি ব‌লে কাউন্টার থে‌কে চেক‌টি ফেরত দি‌য়ে‌ছে। কোন দে‌শে আছি’ বলে ক্ষোভ প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এ ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী।

মন্ত্রীর দেওয়া এ পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। মাত্র ১ ঘণ্টায় পোস্টটি শেয়ার হয়েছে ৫৮৬টি। এ ছাড়া কমেন্টস করেও মন্ত্রীর এমন ক্ষোভের সঙ্গে সহানুভূতি প্রকাশ করছেন তারা (ভক্তরা)।

যদিও সে পোস্টের কমেন্টস বক্সেই আপডেট জানিয়েছেন মন্ত্রী মোস্তাফা জব্বার নিজেই। লিখেছেন, আপনারা অনেকেই আমার দুর্দশায় সংহতি প্রকাশ করেছেন। ধন্যবাদ। কেউ কেউ হা হা করেছেন-তাহারা “কাহার জন্ম নির্ণয় না জানি”।

সুখবর হলো অবশেষে চাপে পড়ে চেকটির কোনো পরিবর্তন ছাড়াই টাকা দেওয়া হয়েছে ও ব্যাংক কর্তৃপক্ষ ভুলের জন্য ক্ষমা চেয়েছে। তারা জানিয়েছে, আর কখনো এমন ভুল বা বাংলা হরফ নিয়ে কোনো বিভ্রান্তি হবে না।

মন্ত্রী আরও জানান, ব‌্যা‌ংকের নিয়‌মে বাংলা বি‌রোধিতার কিছু নেই। এটা ওই শাখার কিছু লো‌কের মান‌সিকতা। কেউ এমন অবস্থায় পড়‌লে অবশ‌্যই প্রতিবাদ কর‌বেন। আমি পাশে আছি।

এসএইচ-১৭/০২/২১ (ন্যাশনাল ডেস্ক, তথ্যসূত্র : সময়)