সকাল ১১:৪৯
বুধবার
৮ ই মে ২০২৪ ইংরেজি
২৫ শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
২৯ শে শাওয়াল ১৪৪৫ হিজরী
spot_img

নির্বাচনে হারলেন মের্কেল

সামান্য ব্যবধানে জার্মানির ২০তম জাতীয় নির্বাচনে জয়ী হলেন সোশ্যাল ডেমোক্র্যাটিক দল এসপিডির চ্যান্সেলর পদপ্রার্থী ওলাফ শলজ। সামান্য ব্যবধানে হারল অ্যাঙ্গেলা মের্কেলের ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ)।

সোমবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এসপিডি ভোট পেয়েছে ২৫ দশমিক ৭ শতাংশ। মের্কেলের দল পেয়েছে ২৪ দশমিক ১ শতাংশ ভোট। এ ছাড়াও, গ্রিন পার্টি ১৪ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আছে। শিগগিরই এ বিষয়ে সরকারি ঘোষণা আসবে বলে জানানো হয়েছে।

এদিকে নিয়ম অনুযায়ী কেউই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনের জন্য একটি জোট গঠন করতে হবে। আলজাজিরা জানায়, তিন পার্টির সমন্বয়েই গঠিত হবে জার্মানির নতুন সরকার। তবে সমঝোতায় সরকার গঠন করতে কয়েকমাস সময় লাগবে এবং এসপিডিকে সরকার গঠনের প্রথম সুযোগ দেওয়া হবে।

সমর্থকদের উদ্দেশ করে শলজ বলেন, সব জরিপেই আমরা এগিয়ে আছি। এটা আনন্দের ব্যাপার। আমরা দ্রুতই জার্মানির জন্য কর্মদক্ষ একটি সরকার গঠন করতে যাচ্ছি।

এর আগে ভোটগ্রহণ শেষ হয় বাংলাদেশ সময় রাত ১০টায়। জার্মানির পলিট ব্যারোমিটরের সর্বশেষ জরিপে এগিয়ে ছিলেন সোশ্যাল ডেমোক্র্যাটিক দল এসপিডির চ্যান্সেলর পদপ্রার্থী ওলাফ শলজ।

তবে জরিপে খুব বেশি পিছিয়ে ছিল না মার্কেলের দলও। তবে অপেক্ষাকৃত নতুন ভোটার ও প্রকৃতিপ্রেমীদের কাছে চ্যান্সেলর পদে দ্যূতি ছড়ালেন সবুজ দলের আনালেনা বেয়ারবক।

১৪ শতাংশেরও বেশি ভোট পেয়ে তিনি জনগণের আস্থা অর্জন করেছেন বেশ ভালোভাবেই। জলবায়ু সংকটের বিষয়টি এ মুহূর্তে জার্মান নাগরিকদের কাছেও একটি আগ্রহের কারণ।

নির্বাচনের আগে এক জনমত জরিপে একপর্যায়ে এগিয়েও ছিল গ্রিন পার্টি। সম্প্রতি এক টেলিভিশন বিতর্কে আনালেনা বেয়ারবক বলেন, জলবায়ু সংকট মোকাবিলার শেষ সুযোগ থাকবে জার্মানির আসন্ন সরকারের।

ভোটারদের একজন বলেন, কিন্তু আমাদের মনে হয় শুধু জার্মানি বা ইউরোপ নয় যেকোনো সংকটে বিশ্বকে পথ দেখাতে পারে এমন একজন চ্যান্সেলরের পাশাপাশি তেমনই একটি দলের ক্ষমতায় আসা উচিৎ।

এসএইচ-১২/২৭/২১ (আন্তর্জাতিক ডেস্ক)

৮ মাসে ৪১ জন সাংবাদিকের নামে ডিজিটাল মামলা

বাংলাদেশে কোভিড-১৯ মহামারির গত ১৮ মাসে জনগণের তথ্য অধিকারের ক্রমাগত লঙ্ঘন ও সংকোচনের নজিরবিহীন প্রবণতায় উদ্বেগ প্রকাশ করেছে আর্টিকেল নাইনটিন। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২১ উপলক্ষে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি। তারা বলছে, ৮ মাসে ৪১ জন সাংবাদিকের নামে ডিজিটাল মামলা হয়েছে।

সংস্থাটির পর্যবেক্ষণ বলছে, মহামারীর প্রথম ও দ্বিতীয় ঢেউ মোকাবিলায় নীতি-নির্ধারণী পর্যায়ে একইরকম সমন্বয়হীনতা, কর্মপরিকল্পনায় অস্বচ্ছতা ও জবাবদিহিতার তীব্র অভাব বাংলাদেশে এই সঙ্কটকে গভীরতর করেছে। একই সঙ্গে রাষ্ট্রের বিভিন্ন যন্ত্রের হাতে তথ্যের অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা দমন-পীড়নের শিকার হচ্ছে প্রতিনিয়ত, যা সরকার প্রতিশ্রুত টেকসই, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের পরিপন্থী প্রয়াস।

আর্টিকেল নাইনটিন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল বলেন, করোনাকালে সরকার নানা অজুহাত দেখিয়ে তথ্য পাওয়ার অধিকার ও সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করেছে। এমনকি করোনা ব্যবস্থাপনা, স্বাস্থ্য সেবা ও টিকা বিষয়ে সরকার অনেক সময় ভুল ও অসঙ্গতিপূর্ণ তথ্য দিয়েছে। স্বাস্থ্যখাতের চিহ্নিত অনিয়ম-দুর্নীতি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে সরকার উল্টো সংবাদমাধ্যম ও সাংবাদিকদের ওপরই খড়গহস্ত হয়েছে। এজন্য ২০১৮ সালের নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইনসহ শতবছরের পুরনো দাপ্তরিক গোপনীয়তা আইনের অপব্যবহার হচ্ছে।

উল্লেখ্য, আর্টিকেল নাইনটিন গণমাধ্যমে প্রকাশিত মতপ্রকাশজনিত অধিকার লঙ্ঘনের ঘটনা নিয়মিতভাবে পর্যবেক্ষণ ও রেকর্ড করে। সংস্থাটি চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া ১৭২টি মামলার ঘটনা রেকর্ড করেছে। বিভিন্ন শ্রেণি-পেশার ৩০৮ জন ব্যক্তি এসব মামলায় অভিযুক্ত হয়েছেন, যাদের মধ্যে ৪১ জন সাংবাদিক। অভিযুক্তদের মধ্যে ১১৪ জনকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়েছে, যাদের অনেকেই এখনও জামিনের অপেক্ষায় আছেন।

২০২০ সালে ৩৬৮ জন ব্যক্তির বিরুদ্ধে দায়ের হওয়া ১৯৭টি মামলার তথ্য রেকর্ড করা হয়। এর আগে ২০১৯ ও ২০১৮ সালে রেকর্ডকৃত মামলার সংখ্যা ছিল যথাক্রমে ৬৩টি ও ৩৪টি। বিচার প্রক্রিয়া নিষ্পন্ন না হওয়ায় এসব মামলার ভুক্তভোগীদের বেশিরভাগ এখনও গ্রেফতার-হয়রানির শিকার হচ্ছেন।

ফারুখ ফয়সল আরও বলেন, তথ্য পাওয়া নাগরিকের মৌলিক মানবাধিকার। একইভাবে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা ও গোপনীয়তার সমান অধিকারও নাগরিকের রয়েছে। কিন্তু বাংলাদেশে প্রায়ই ব্যক্তিগত মোবাইল ফোনে আড়িপাতা এবং গোপন ফোনালাপ ফাঁস হয়ে যাওয়ার মতো উদ্বেগজনক ঘটনা ঘটছে। এরই মধ্যে প্রস্তাবিত ‘ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন’ ব্যক্তিতথ্য সুরক্ষার নামে বিরুদ্ধ মত নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে ও স্বাধীন মতপ্রকাশ আরও বাধাগ্রস্ত করবে বলে জনমনে শঙ্কা তৈরি হয়েছে।

টেকসই উন্নয়ন অভীষ্টের (এসডিজি) অন্যতম লক্ষ্যমাত্রা ১৬ (শান্তি, ন্যয়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান) অর্জনে তথ্য অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার কোনো বিকল্প নেই উল্লেখ করে ফারুখ ফয়সল বলেন, বাংলাদেশের সংবিধান জনসাধারণের তথ্য অধিকার ও মৌলিক স্বাধীনতার সুরক্ষা দেয়।

বাংলাদেশ জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র (ইউডিএইচআর) এবং নাগরিক ও রাজনৈতিক অধিকারের আন্তর্জাতিক চুক্তিরও (আইসিসিপিআর) অন্যতম অনুস্বাক্ষরকারী দেশ। জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের করা এই অঙ্গীকারগুলো প্রতিপালনে সচেষ্ট হতে আমরা সরকারের প্রতি আবারও আহ্বান জানাই।

এসএইচ-১১/২৭/২১ (ন্যাশনাল ডেস্ক)

কোয়েল মল্লিক ও শ্রাবন্তীর সঙ্গে ডেটে যেতে চান হিরো আলম

ওপার বাংলার জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক ও শ্রাবন্তী চ্যাটার্জীর সঙ্গে ডেটে যেতে চান আশরাফুল আলম ওরফে হিরো আলম। পশ্চিমবাংলার প্রভাবশালী দৈনিক ‘এই সময়’কে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে তিনি এমনটাই জানিয়েছেন।

রোববার গণমাধ্যমটির এক ফেসবুক লাইভে যুক্ত হন হিরো আলম। সেখানে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন তিনি।

এসময় তাকে উপস্থাপিকা প্রশ্ন করেন, ধরেন আপনাকে টলিউড নায়িকার সঙ্গে ডেটে যাওয়ার অফার করা হলো আপনি কার সঙ্গে যাবেন?

উত্তরে হিরো আলম বলেন, অবশ্যই কোয়েল মল্লিক ও শ্রাবন্তী চ্যাটার্জী। বলতে পারেন তারা দু’জন আমার ক্রাশ।

উল্লেখ্য, সিডি বিক্রি থেকে ইন্টারনেট তারকা হয়ে ওঠা হিরো আলমের পরিচিতি বাংলাদেশ ছাড়িয়ে প্রতিবেশী দেশ ভারতেও পৌঁছে গেছে।

বিভিন্ন কারণে প্রতিনিয়তই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের চর্চিত বিষয়। ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে তার গান, শর্টফিল্ম ও সিনেমা মানেই নতুন নতুন আলোচনা ও সমালোচনার খোরাক।

এসএইচ-১০/২৭/২১ (বিনোদন ডেস্ক)

স্বামীর সঙ্গে ঝগড়া করে সন্তানকে ‘গলা কেটে’ হত্যা

স্বামীর সঙ্গে ঝগড়া করে শিশুপুত্রকে গলা কেটে হত্যার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার গভীর রাতে লক্ষ্মীপুরের সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের পূর্ব চাঁদখালী গ্রামের হাফেজ চেয়ারম্যানের বাড়িতে ঘটনাটি ঘটে। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন।

নিহত আয়ানুর রহমান আয়ান ওই এলাকার সৌদী প্রবাসী আজিমুর রহমান ও সাবিনা ইয়াসমিনের (২৫) ছেলে। ঘটনার পর সাবিনাকে রক্তমাখা বটিসহ গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা রাসেল খাঁ জানান, আজিমুরের বাড়ি সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামে। চাঁদখালী গ্রামের একটি বাড়িতে তার পরিবার ভাড়া থাকে। প্রবাসী স্বামী আজিমুর রহমানের সঙ্গে সাবিনার প্রায়ই মোবাইল ফোনে ঝগড়া হতো। রোববার রাতে সাবিনা তার ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়েন।

রাত পৌনে ১২টার দিকে সে তার ঘুমন্ত শিশুকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যা করে। ঘরের অন্য লোকজন শব্দ শুনে তার ঘরে গিয়ে শিশুটির লাশের পাশে সাবিনাকে রক্তমাখা বটি হাতে দেখতে পায়। পরে বাড়ির লোকজন তাকে আটক করে থানায় খবর দেয়।

লাহারকান্দি ইউনিয়নের সদস্য মোহাব্বত বলেন, ‘সাবিনা কয়েকদিন আগে তার বোনের বাড়িতে চলে যায়। রোববার সন্ধ্যায় সে আবার ফিরে আসে। রাতেই সে তার শিশুকে গলা কেটে করে হত্যা করে।’

ওসি জসীম উদ্দীন জানান, ইয়াসমিন জানিয়েছে যে, তার প্রবাসী স্বামী তাকে মোবাইল ফোনে তালাক দেওয়ার কথা জানায়। এ কারণে সে তার শিশুপুত্রকে হত্যা করেছে। বাচ্চাটির লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসএইচ-০৯/২৭/২১ (আঞ্চলিক ডেস্ক)

এসএসসি-এইচএসসি পরীক্ষার চূড়ান্ত রুটিন প্রকাশ

চলতি বছরের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করে তা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি এবং ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষার অনুষ্ঠিত হবে।

মন্ত্রণালয় থেকে চূড়ান্ত অনুমোদনের পর সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষার সূচি প্রকাশ করা হয়।

এর আগে, পরীক্ষার সূচি সংক্রান্ত একটি খসড়া তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। পরে মন্ত্রণালয় থেকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এরপরই আজ সকালে এটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে জানা গিয়েছিল, এসএসসি সমমান পরীক্ষা ১০, ১২, ১৪ ও ১৫ নভেম্বর শুরু করতে আলাদা চারটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরে মন্ত্রণালয় ১৫ নভেম্বর থেকে পরীক্ষা শুরু করে ২৮ নভেম্বর পরীক্ষা শেষ করার বিষয়ে অনুমোদন দেয়।

এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি অধ্যাপক নেহাল আহমেদ সংবাদমাধ্যমকে জানান, এসএসসি পরীক্ষা শুরু করতে শিক্ষা মন্ত্রণালয়ে চারটি প্রস্তাব পাঠানো হয়েছে। এর মধ্যে ১৫ নভেম্বর থেকে পরীক্ষা শুরু করতে অনুমোদন আসে।

এদিকে চলতি বছরের দাখিল পরীক্ষা শুরু হবে ১৪ নভেম্বর। বৃহস্পতিবার ২০২১ সালের দাখিল পরীক্ষার সময়সূচি আলাদাভাবে ঘোষণা করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

সূচি অনুযায়ী আগামী ১৪ নভেম্বর দাখিলের কোরআন মজিদ ও তাজবিদ এবং পদার্থবিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৮ নভেম্বর হাদিস শরিফ, ২১ নভেম্বর ইসলামের ইতিহাস, রসায়ন, তাজবিদ নসর ও নজম (মুজাব্বিদ গ্রুপ) এবং তাজবিদ (হিফজুল কোরআন গ্রুপ) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষা চলবে।

এসএসসি পরীক্ষার সময়সূচি
প্রতি বছর ১ ফেব্রুয়ারি এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষা হয়ে থাকে। এবার করোনার কারণে পরীক্ষাগুলো পিছিয়ে আগামী নভেম্বরে সংক্ষিপ্ত সিলেবাসে ও মাত্র তিনটি নৈর্বচনিক বিষয়ে পরীক্ষা হবে। পরীক্ষা কেন্দ্র নিয়ন্ত্রণও পরিচালনা সংক্রান্ত নির্দেশনা এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এইচএসসি পরীক্ষার সময়সূচি
প্রসঙ্গত, করোনার কারণে ২০২১ সালের স্থগিত থাকা এসএসসি ১১ নভেম্বর ও ২ ডিসেম্বর এইচএসসি শুরুর প্রস্তুতি নিয়েছিল শিক্ষা বোর্ডগুলো। সেভাবে প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরীক্ষার সূচি মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর এখন বিস্তারিত ‘গাইডলাইন’ প্রকাশ করবে ঢাকা শিক্ষা বোর্ড।

এসএইচ-০৮/২৭/২১ (শিক্ষা ডেস্ক)

মামলা দেওয়ায়’ নিজের মোটরসাইকেল পুড়িয়ে দিলেন সাংবাদিক

‘মামলা দেওয়ায়’ নিজের মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে প্রতিবাদ করেছেন শওকত আলম সোহেল নামে এক ফ্রিল্যান্সিং সাংবাদিক।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর বাড্ডা লিংক রোডে এ ঘটনা ঘটে।

বাইকটি আগুনে পুড়ে যাওয়ার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলটিতে দাউ দাউ আগুন জ্বলছে। পাশের লোকজন ছুটে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। কিন্তু ততক্ষণে পুড়ে গেছে বাইকটি।

এক ব্যক্তি ওই ভিডিওটি পোস্ট করে লিখেছেন, মনের কষ্টে গ্যাসলাইট দিয়ে নিজেই আগুন ধরিয়ে দিয়েছেন শওকত আলম সোহেল নামে ওই ব্যক্তি। অনেক চেষ্টা করেও আগুন নেভাতে চেষ্টা করলাম। কিন্তু ততক্ষণে সব শেষ।

জানা গেছে, আগে থেকেই ওই মোটরসাইকেলটিকে একটি মামলা দেওয়া ছিল। কাগজপত্রে ‘সামান্য ত্রুটি’ থাকায় পুলিশ ফের মামলা দেওয়ায় মনের কষ্টে এ কাণ্ড ঘটিয়েছেন ওই বাইকার।

তবে মামলা দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন গুলশান ট্রাফিক জোনের ডিসি রবিউল ইসলাম।

তিনি বলেন, তার বাইকের নামে মামলা দেওয়ার জন্য কাগজপত্র নেওয়া হয়েছিল। কিন্তু মামলা দেওয়া হয়নি। তার আগেই তিনি তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।

ডিসি রবিউল ইসলাম আরও বলেন, ঢাকার বাড্ডার লিংক রোডে সব সময় যানজট লেগেই থাকে। সেখানে যা চলাচল স্বাভাবিক করতে রাস্তার পাশে রাখা মোটরসাইকেলগুলো সরানোর জন্য বলা হয়। কিন্তু তাতেও কাজ না হওয়ায় মামলা দেওয়ার জন্য তাদের কাগজপত্রগুলো নেওয়া হয়।

মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া ওই ব্যক্তি বর্তমানে বাড্ডা থানায় আছেন বলে জানান তিনি।

এ বিষয়ে মিরাদুল মুনিম নামে এক প্রত্যক্ষদর্শী সময় সংবাদকে জানান, সকালে অফিসে যাওয়ার পথে দেখি পুলিশের সামনেই বাইকের তেলের চাবি ছেড়ে দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে।

কিছু বুঝে ওঠার আগেই আগুন ততক্ষণে দাও দাও করে জ্বলছে। আর পুলিশ চেয়ে চেয়ে দেখছে। আমি নিজে আগুন নেভাতে চাইলেও লোকটি আমাকে বাধা দেয়, দে এবার মামলা দে…. বলে চিৎকার করতে থাকে লোকটি।

এসএইচ-০৭/২৭/২১ (ন্যাশনাল ডেস্ক)

জামায়াতের পরিকল্পনা ফাঁস!

সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে ২০৪৮ সালে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা জামায়াতে ইসলামের। তার আগেই সরকারের ২৫টি গুরুত্বপূর্ণ সেক্টরে ২ লাখ সদস্য নিয়োগের পরিকল্পনা দলটির।

সম্প্রতি জামায়াত-শিবিরের নেতাদের রিমান্ডে এসব তথ্য জানতে পেরেছে গোয়েন্দারা। ক্ষমতা লিপ্সায় যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দলটি তৈরি করেছে ত্রিশশালা পরিকল্পনা। দুরভিসন্ধি বাস্তবায়নে নানা রকম ট্রেড ইউনিয়নের মাধ্যমে নিজেদের কর্মী সংগ্রহ করছে নিবন্ধন হারানো দলটি। টার্গেট করা হচ্ছে তরুণ প্রজন্মকে।

২০১৩ সালে একটি রিটের রায়ে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করেন হাইকোর্ট। ২০১৮ সালে দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। বিএনপির সঙ্গে জোট বাঁধা দলটি সবশেষ নির্বাচনে ধানের শীষ প্রতীকে অংশ নিতে পারলেও রাজনীতিতে ফেরার বিভিন্ন পথ খুঁজছে দলটি।

চলতি মাসের ৬ সেপ্টেম্বর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় সন্ত্রাসবিরোধী আইনে। দু’দফা তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা পুলিশ। রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য পাওয়ার দাবি গোয়েন্দাদের।

২০১৮ থেকে ২০৪৮। ত্রিশশালা পরিকল্পনা জামায়াতে ইসলামীর। ভিশন-৪৮ সামনে রেখে পাঁচটি পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়েছে দলটি। পরিকল্পনায় সরকারের ২৫টি গুরুত্বপূর্ণ সেক্টরে ২ লাখ কর্মী নিয়োগ করা হবে। তাদের মূল টার্গেট দেশের, কৃষক শ্রমিকসহ খেটে খাওয়া মানুষ। টার্গেট করা হয়েছে তরুণ প্রজন্মকেও। জামায়াত পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও আর্থিক প্রতিষ্ঠানের কলেবর বৃদ্ধি করা হবে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, তারা (জামায়াত) দেশে বিভিন্ন সংগঠন তৈরি করেছে, যেখানে বিদেশ থেকে ফান্ড এনে তারা মূলত দলের জন্য ব্যবহার করছে। তাদের মূল উদ্দেশ্য ছিল দল তৈরি করে ছাত্রলীগের মধ্যে তাদের প্রবেশ করিয়ে দেওয়া। কিছু কিছু মানুষকে তারা হেফাজতের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এভাবে তারা গোপন তথ্য সংগ্রহ করে, তাদের উদ্দেশ্য হচ্ছে ক্ষমতার দ্বারপ্রান্তে যাওয়া।

গোয়েন্দা পুলিশ সারা দেশে প্রায় ৪০০ ট্রেড ইউনিয়নের তথ্য পেয়েছে যেগুলো জামায়াতে ইসলামীর পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছে। এসব ইউনিয়নের মাধ্যমে দলকে সংগঠিত করা হচ্ছে।

মোহাম্মদ হারুন অর রশীদ আরও বলেন, তাদের মূল টার্গেট ছিল একদিকে আওয়ামী লীগ সেজে তাদের অর্জন বিনষ্ট করবে, অন্যদিকে বিভিন্ন অরগানাইজেশনের সঙ্গে মিলেমিশে একত্রিত হওয়া। এটাই ছিল তাদের উদ্দেশ্য। এই যে বসুন্ধরায় তারা মিলিত হয়েছিল এ কারণেই।

এর আগে ২০১৪ এবং ‘১৮ সালের জাতীয় নির্বাচনের আগেও ব্যাপক সহিংসতা এবং ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল দলটি। ভোটকেন্দ্র পুড়িয়ে দেয়া, নির্বাচনী কাজে সংশ্লিষ্ট ব্যক্তিদের হত্যা করেছে তারা। এবার আরেকটি জাতীয় নির্বাচন সামনে রেখে আবারও তারা ষড়যন্ত্র করছে বলে জানান গোয়েন্দা কর্মকর্তারা।

এসএইচ-০৬/২৭/২১ (অনলাইন ডেস্ক)

সাবেক কোচের মুখোমুখি হচ্ছেন মেসি?

পিএসজিতে যোগ দেওয়ার পর থেকে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না লিওনেল মেসির। একেতো ফর্মহীন তার ওপর ইনজুরি। তবে এবার স্বস্তির খবর হচ্ছে, হাঁটুর চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন আর্জেন্টাইন তারকা।

নতুন ঠিকানায় গিয়ে তিন ম্যাচ খেলেই ইনজুরিতে পড়েছিলেন মেসি। ইনজুরির কারণে খেলতে পারেননি লিগ ওয়ানের দুইটি ম্যাচ। তবে চ্যাম্পিয়নস লিগ ম্যাচের আগে অনুশীলনে ফিরেছেন মেসি। পুরোপুরি সেরে উঠেছেন চোট থেকে।

ইউরোপ সেরার মঞ্চে বাংলাদেশ সময় মঙ্গলবার দিনগত রাত ১টায় নিজেদের ঘরের মাঠে ম্যান সিটির মুখোমুখি হবে পিএসজি। যদি এই ম্যাচে মেসিকে দলে রাখা হয়, তবে নিজের পুরনো গুরু পেপ গার্দিওলার মুখোমুখি হয়ে যাবেন সর্বোচ্চ ছয় বারের ব্যালন ডি’অর জয়ী তারকা।

এ ম্যাচে আর্জেন্টাইন সুপারস্টার খেলবেন কিনা জানা যাবে সোমবার। এদিন অনুশীলনের পর সিটিজেনদের বিপক্ষে ম্যাচের স্কোয়াড সাজাবেন কোচ। আগের দিন রোববার সতীর্থদের সঙ্গে স্বাভাবিকভাবেই অনুশীলন করেছেন মেসি।

এর আগে গত শুক্রবার ইনজুরিকে সঙ্গী করেই পিএসজির জার্সিতে ফিরেছিলেন মাঠে। তবে দলীয় অনুশীলন নয়, কিছুক্ষণ একা একা করেছিলেনন রার্নিং। এরপরই ফিরে যান।

কোচ মাউরিসিও পচেত্তিনো বলেছিলেন, ওর পুনর্বাসন প্রক্রিয়া চলছে। স্বস্তির খবর সে (মেসি) কিছুটা রানিং করেছে। তবে তাকে নিয়ে আমরা কোনো ঝুঁকি নেব না। ফুল ফিট হলেই কেবল সে খেলার ছাড়পত্র পাবে।

প্যারিসের ক্লাবে এখনও জালের দেখা পাননি আর্জেন্টাইন খুদে জাদুকর। সবশেষ অলিম্পিক লিঁওর বিপক্ষে ম্যাচে পিএসজির একাদশে ছিলেন মেসি। তবে ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে রোববারের ওই ম্যাচে ৭৬তম মিনিটের মাথায় বিশ্বসেরা এই ফুটবলারকে উঠিয়ে নেন কোচ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পচেত্তিনো বলেছিলেন, আমরা তার ইনজুরির কথা চিন্তা করেই এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছি। কারণ আগামী দিনগুলোতে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। ওই সময় তাকে আমাদের দরকার হবে।

এসএইচ-০৫/২৭/২১ (স্পোর্টস ডেস্ক)

দাড়ি কাটলেই কঠোর শাস্তি, আফগানদের হুঁশিয়ারি তালেবানের

এবার আফগানিস্তানে দাড়ি কাটার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তালেবান। দেশটির হেলমান্দ প্রদেশে সেলুনে দাড়ি কাটার ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, দাড়ি কাটা ইসলামিক আইনের লঙ্ঘন। যারা এই কাজ করবে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে বলেও সতর্ক করেছে তালেবোনের ধর্মীয় পুলিশ। এদিকে আফগানিস্তানের রাজধানী কাবুলের কয়েকজন নাপিতও একই ধরনের নির্দেশ পেয়েছেন বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, গত মাসে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর তালেবান উদার শাসন নীতির প্রতিশ্রুতি দিয়েছিল। তবে নাপিতদের দাড়ি কাটার ওপর কড়া নিষেধাজ্ঞা কঠোর নীতিরই ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা অনেকের। দেশটির দক্ষিণাঞ্চলীয় হেরাত প্রদেশের সেলুনগুলোতে দেওয়া নোটিশে নাপিতদের সতর্ক করে বলা হয়েছে, চুল বা দাড়ি কাটার বিষয়ে শরীয়াহ আইন অনুসরণ করতে হবে। তালেবানের নির্দেশনায় বলা হয়েছে, ‘এ বিষয়ে কারো অভিযোগ করার অধিকার নেই।’

কাবুলের এক নাপিত বলেছেন, ‘যোদ্ধারা প্রায়ই আসছেন এবং আমাদের দাড়ি কাটা বন্ধের নির্দেশ দিচ্ছেন। তাদের একজন আমাকে বলেছেন, আমাদের ধরার জন্য তারা ছদ্মবেশে আসতে পারেন।’

কাবুলের অন্যতম বড় একটি সেলুনের একজন কর্মী জানান, তাকে সরকারি কর্মকর্তা পরিচয়ে ফোন করে নির্দেশনা দিয়ে বলা হয়েছে, ‘আমেরিকান স্টাইল’ বন্ধ করতে। কারো দাড়ি ছাটা বা শেভ করতেও নিষেধ করা হয়েছে তাকে।

তবে নতুন নির্দেশনার পর নাম প্রকাশে অনিচ্ছুক অনেক নাপিত জানিয়েছেন, তালেবানের নতুন নিয়মের কারণে তাদের জীবিকা হুমকির মুখে পড়বে।

অন্যদিকে ক্ষমতা দখলের পর বিরোধীদের ওপর কঠোর হয়েছে তালেবান। গত শনিবার হেরাত প্রদেশে অপহরণের অভিযোগে চারজনকে গুলি করে হত্যা করেছে তালেবান যোদ্ধারা। এরপর তাদের মরদেহ রাস্তায় ঝুলিয়ে দিয়েছে তারা।

এসএইচ-০৪/২৭/২১ (আন্তর্জাতিক ডেস্ক)

নির্দলীয় সরকারের দাবিতে ১ অক্টোবর প্রথম কর্মসূচি বিএনপির

২০০১ সালের ১ অক্টোবর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বিএনপি। দলের নেতারা মনে করেন, ওই নির্বাচনের পর দেশে আর অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়নি। তাই ওইদিনকে ‘উপলক্ষ’ হিসেবে ধরে নির্দলীয় সরকারের প্রয়োজনীয়তা বোঝাতে জাতীয় প্রেসক্লাবে একটি আলোচনা করতে যাচ্ছে দলটি। এর মাধ্যমে নিরপেক্ষ সরকারের গুরুত্বটা জাতির সামনে তুলে ধরবেন দলের নীতিনির্ধারকরা। তারা বলছেন, এটিই হবে নির্বাচনকালীন সরকারের দাবিতে প্রথম র্কসূচি; এর পর ধাপে ধাপে আরও কর্মসূচি আসবে।

দলের নেতারা বলছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে যাতে নিরপেক্ষ সরকারের দাবি আদায় করা যায়, তা-ই একমাত্র ভাবনা। এ লক্ষ্যে কর্মপন্থা ঠিক করতে একের একের বৈঠক করছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নীতিনির্ধারকরা। কর্মপন্থা চূড়ান্ত করার পর পরিস্থিতি বুঝে রাজপথে আন্দোলন কর্মসূচি দেবেন তারা। এ লক্ষ্যে ঘরোয়াভাবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সমাজের বিশিষ্টজন সঙ্গে নিয়ে সভা-সেমিনার করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। গত শনিবার দলের নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির

ভার্চুয়াল বৈঠকেও এই নিয়ে আলোচনা হয়েছে। এজন্য আগামী ১ অক্টোবর সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের দিনটি বেছে নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ২০০১ সালের ওইদিন নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে বিএনপি।

রোববার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ২০০১ সালের ১ অক্টোবর বাংলাদেশে সর্বশেষ নিরপেক্ষ ও জনগণের অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়। এই দিবসটি নির্বাচনকালীন নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের আবশ্যকতাকে তুলে ধরার জন্য আগামী ১ অক্টোবর প্রেসক্লাবের মিলনায়তনে একটি আলোচনাসভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।’

দলটির একাধিক নেতা জানান, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার দাবিটি শুধু বিএনপির দাবির মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না। সরকারবিরোধী রাজনৈতিক দল ও পেশাজীবীদের মাঝেও ছড়িয়ে দিতে চায় দলটি। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলনে যাওয়ার বার্তা দিয়ে এরই মধ্যে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দুই দফায় ছয়দিন ধরে রুদ্ধদ্বার বৈঠক করেছে দলটি।

শনিবার স্থায়ী কমিটির বৈঠকে জাতীয় নির্বাহী কমিটি, বিভিন্ন জেলার সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টাদের মতামত নিয়ে পর্যালোচনা করা হয়েছে। পরে সিরিজ বৈঠকের নেতাদের দেওয়া মতামতের একটি সারসংক্ষেপ তৈরি করতে মহাসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় নির্বাহী কমিটির ধারাবাহিক মতবিনিময় সভায় সদস্যদের মতামতের সারসংক্ষেপ আগামী জাতীয় স্থায়ী কমিটির সভায় উপস্থাপনের জন্য মহাসচিবকে অনুরোধ করা হয়।’

স্থায়ী কমিটির বৈঠক সূত্রে জানা গেছে, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার দাবিতে বিএনপি দেশের পেশাজীবীদেরও মতামত নেবে। এ লক্ষ্যে আগামী ৮ অক্টোবর বিভিন্ন পেশার নেতার সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতবিনিময় করবেন। এই মতবিনিময়ের আগে সোমবার সন্ধ্যা ৭টায় গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আইনজীবীদের সঙ্গেও তারেক রহমান মতবিনিময় করবেন। এ ছাড়াও ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় পেশাজীবী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করবে বিএনপি। এসব অনুষ্ঠানে বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির নেতারা অংশ নেবেন।

এদিকে সিরিজ বৈঠকের পর থেকে দলীয় নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছেন। নেতাকর্মীদের এই উজ্জীবিত ধারা ধরে রাখতে চান নীতিনির্ধারকরা। সে লক্ষ্যে দলের সিনিয়র নেতাদের সারাদেশ সফরে পাঠানোর চিন্তা করা হচ্ছে। পাশাপাশি অঙ্গ এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ নেতাদেরও জেলা সফরের কথা ভাবা হচ্ছে।

দলের গুরুত্বপূর্ণ নেতারা বলেন, বিএনপি নেতারা বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন জেলা সফর করলেও অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি- সাধারণ সম্পাদকরা সেদিক থেকে পিছিয়ে আছেন। তৃণমূলের নেতাকর্মীদের উজ্জীবিত করতে হলে এসব নেতার তৃণমূল সফল জরুরি হয়ে পড়েছে। শুধু তা-ই নয়, দলের সর্বত্র শৃঙ্খলা ও ঐক্য ফেরানোর ওপর গুরুত্বরোপ করা হয়েছে।

দলের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা মনে করেন, চূড়ান্ত আন্দোলনে নামার আগে দলের পুনর্গঠন কাজ শেষ করতে হবে। এর পর প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনকে জনগণের স্বাস্থ্যসংশ্লিষ্ট বিষয় নিয়ে একযোগে রাজপথে নামতে হবে। অঙ্গ ও সহযোগী সংগঠনকেই আন্দোলনের পরিবেশ তৈরি করতে হবে। বিশেষ করে, ছাত্রদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে ছাত্রদলকে ক্যাম্পাসে কর্মসূচি করতে হবে। এসব করা না গেলে কোনো আন্দোলনই সফল হবে না। কারণ সব সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই আন্দোলনের সূত্রপাত হয়। বিগত দিনে ছাত্র, শ্রমিক ও যুবকরাই আন্দোলনের পরিবেশ তৈরি করেছে।

দলের এক ভাইস চেয়ারম্যান বলেন, আন্দোলন সফল করতে সাংগঠনিক শক্তি ও দলের নেতাকর্মীদের ইচ্ছা উভয়ই থাকতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক দেশ ও সংস্থাগুলোরও সমর্থন আদায় করতে হবে। বৈশ্বিক রাজনীতির দিকে খেয়াল রেখে পরিকল্পনা করতে হবে। প্রতিটি দেশের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাতে দলের সিনিয়র ও তরুণ নেতাদের সমন্বয়ে পৃথক ডেস্ক থাকতে হবে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে বিষয়টি দেখভাল করতে হবে। দলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা জানান, আন্দোলন সফল না হলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনও এই সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের ফলও ২০১৪ ও ২০১৮ সালের মতোই হবে। এটা হলে বিএনপির টিকে থাকা কঠিন হবে। এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমরা দীর্ঘকাল যদি ভালো থাকতে চাই, দেশের জনগণকে মুক্ত করতে চাই- স্বল্প সময়ের জন্য একটা মরণকামড় দিতে হবে। দেশপ্রেম জাগ্রত করে গণআন্দোলন সৃষ্টির মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে সকলকে প্রস্তুতি নিতে হবে।’

এসএইচ-০৩/২৭/২১ (অনলাইন ডেস্ক)