সকাল ১১:৫৪
শনিবার
২৭ শে এপ্রিল ২০২৪ ইংরেজি
১৪ ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
১৮ ই শাওয়াল ১৪৪৫ হিজরী
spot_img

‘মৃত্যুর’ ৪৫ মিনিট পর বেঁচে উঠলেন নারী

সাধারণত কেউ স্ট্রোক বা হার্ট অ্যাটাক করলে সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করেন। আবার অনেকেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কিন্তু এবার ঘটল ভিন্ন ঘটনা, হার্ট অ্যাটাক করার ৪৫ মিনিট পরেও বেঁচে উঠলেন এক নারী।

ব্রিটিশ সংবাদ সংস্থা মিররের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড শহরের ক্যাথি প্যাটেনের সঙ্গে।

ক্যাথি মৃত্যুর ৪৫ মিনিট পরে বেঁচে উঠেন। এ ঘটনাকে অনেকেই ম্যাজিকের সঙ্গে তুলনা করেছেন। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনাটি বেশ আলোড়ন ছড়িয়েছে।

ব্রিটিশ সংবাদ সংস্থার দাবি, ওই নারীর মেয়ে অন্তঃসত্ত্বা ছিলেন। মেয়ের প্রসব যন্ত্রণা উঠলে তাকে নিয়ে দ্রুত হাসপাতালে যান তিনি। সেখানেও হঠাৎ করে হার্ট অ্যাটাক হয় তার। যখনই তার মেয়ের লিভার পেইন শুরু হলো তখন তিনি হার্ট অ্যাটাক করলেন।

জানা গেছে, ক্যাথি গলফ খেলছিলেন, এমন সময় তার কাছে ফোন আসে যে তার মেয়ের প্রসব যন্ত্রণা উঠেছে। সেখান থেকে দ্রুত তিনি রওনা দিয়ে তার মেয়েকে হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নিয়ে গিয়ে তার মেয়েকে ভর্তি করানোর পর তিনি হার্ট অ্যাটাক করেন। চিকিৎসকরা তার হাতের পালস দেখেন যে সে সময় সেটি বন্ধ ছিল। তাই তাকে মৃত ঘোষণা করা হয়। ক্যাথির মস্তিস্কে অক্সিজেন সঞ্চালন হচ্ছিল না, চিকিৎসকরা তাকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেন। এরপরেই তাকে সিপিআর দেওয়া শুরু হয়।

প্রায় এক ঘণ্টা ধরে চিকিৎসকরা তাকে সিপিআর দিতে থাকেন। অনেক চেষ্টার পর তার মেয়ের সন্তান জন্মের আগেই তিনি বেঁচে উঠেন। ৪৫ মিনিট পরে আবারও শ্বাস নিতে শুরু করেন ওই নারী। তার পালস রেট ফিরে আসে। চিকিৎসকরা আবারও একবার তাকে পরীক্ষা করেন।

সে সময় চিকিৎসকরা জানান যে এটি সত্যি একটি ম্যাজিক হয়েছে। মারা যাওয়ার ৪৫ মিনিট পর বেঁচে ফিরে এসেছেন ওই নারী। ক্যাথি এই ঘটনার পর সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি জানান, তিনি তার নাতিকে দেখার জন্যই এই দ্বিতীয় জীবন পেয়েছেন।

এসএইচ-০২/২৩/২১ (অনলাইন ডেস্ক)

ডিজিটাল জীবনমান সূচকে নেপাল, পাকিস্তান, শ্রীলংকার নিচে বাংলাদেশ

ডিজিটাল জীবনমান সূচকে ১১০টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১০৩ এ। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান সবার নিচে। এশিয়ার ৩২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৩০। বাংলাদেশের পরে রয়েছে তাজিকিস্তান (১০৪) ও কম্বোডিয়া (১০৯)।

বৈশ্বিক র‌্যাংকিংয়ে নেপালের অবস্থান ৮৭তম এবং এশিয়ায় ২৪। এর ঠিক পরের অবস্থানেই রয়েছে শ্রীলংকা।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সার্ফশার্কের সাম্প্রতিক ‘ডিজিটাল কোয়ালিটি অব লাইফ ইনডেক্স ২০২১’ জরিপ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানটি দক্ষিণ এশিয়া থেকে ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা ও বাংলাদেশের ডিজিটাল জীবনমানের ওপর জরিপ চালিয়েছে।

তালিকা মতে, বৈশ্বিক র‌্যাংকিংয়ে ৫৯তম অবস্থান নিয়ে ভারত দক্ষিণ এশিয়ায় শীর্ষে রয়েছে। পাশাপাশি, এশিয়ার ৩২টি দেশের মধ্যে ভারতের অবস্থান ১৭।

একই তালিকায় পাকিস্তানের বৈশ্বিক অবস্থান ৯৭ এবং এশিয়ায় ২৮।

বৈশ্বিক জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ বসবাস করে এমন ১১০টি দেশের ডিজিটাল জীবনমানের ওপর এ জরিপ চালানো হয়েছে।

তালিকায় শীর্ষে রয়েছে ডেনমার্ক। দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে ফিনল্যান্ড, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।

তালিকায় সর্বনিম্ন অবস্থানে রয়েছে ইরিত্রিয়া।

ডিজিটাল মান, ইন্টারনেট কেনার সামর্থ্য, ইন্টারনেটের মান, ই-অবকাঠামো, ই-নিরাপত্তা ও ই-সরকারকে মূল ভিত্তি হিসেবে বিবেচনায় নিয়ে এই জরিপ করা হয়েছে বলে সার্ফশার্কের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।

এসএইচ-০১/২৩/২১ (প্রযুক্তি ডেস্ক)

ভিভো ওয়াই ২১ ফোন কিনলে পুরস্কার ১০ লাখ টাকা

গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো সম্প্রতি বাংলাদেশে এনেছে তাদের নতুন স্মার্টফোন ভিভো ওয়াই ২১। প্রি -অর্ডার শেষে গতকাল মঙ্গলবার থেকে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে ভিভো’র যেকোনো অথোরাইজড আউটলেটে এবং জিএন্ডজি, পিকাবু.কম, অথবা.কম এবং রবিশপ ই -কমার্স প্ল্যাটফর্মে।

সেই সঙ্গে চলছে ভিভো’র আকর্ষণীয় পুরস্কারের আয়োজন। ভিভো তাদের ক্রেতাদের জন্য বিভিন্ন পুরস্কার প্রদান করছে, যার মধ্যে একজন বিজয়ী পাবেন ১০ লাখ টাকার পুরস্কার।

এ ছাড়া রয়েছে ২ হাজার ১০০ টাকা ক্যাশব্যাক এবং নিশ্চিত ভিভো গিফটবক্স পাওয়ার সুযোগ।

ভিভো বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (পিআর) রিয়াসাত আহমেদ বলেন, ‘ভিভো গ্রাহকদের চাহিদা বুঝতে পারে এবং ভিভো ওয়াই সিরিজ বাংলাদেশের তরুণ গ্রাহকদের প্রতীক। ভিভো ওয়াই ২১ হলো আউটলুক এবং পারফরম্যান্সের নিখুঁত এক সংমিশ্রণ। স্মার্টফোনটি অত্যন্ত আকর্ষণীয় এবং নির্ভরযোগ্য। স্লিক ডিজাইন এবং ৮.০ মিমি সুপার স্লিম বডিসহ, ভিভো ওয়াই ২১ বাজেট ফ্রেন্ডলি তালিকার সেরা স্মার্টফোনগুলোর মধ্যে একটি।’ তিনি আরও বলেন, ‘পূর্বে চালু হওয়া ভিভো ওয়াই২০ বাংলাদেশে ব্যাপক সাড়া ফেলেছিল, যা আমাদের গ্রাহকদের জন্য একটি অল-ইন-ওয়ান বাজেট স্মার্টফোন তৈরিতে অনুপ্রাণিত করেছিল, আর এরই ধারাবাহিকতার রূপ ভিভো ওয়াই ২১।’

যা রয়েছে এই স্মার্টফোনে

ভিভো ওয়াই ২১ এর পেছনে ১৩ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে। এই মেইন ক্যামেরার মাধ্যমে বোকেহ ছবির অভিজ্ঞতা নেওয়া যাবে দারুণভাবে। ছবিতে সৃজনশীলতা তুলে ধরা যাবে। আর ম্যাক্রো ক্যামেরাটি দিয়ে ৪ সেন্টিমিটার পর্যন্ত স্পষ্টভাবে ফোকাস করা যাবে। ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাটিতে নেচারাল ফেস বিউটি অ্যালগরিদম ফিচার রয়েছে। পোর্ট্রইেট মোডে গিয়ে ফেস বিউটি অ্যালগরিদমটি ব্যবহার করা যাবে। পোর্ট্রইেট মোডে পোজ গাইড ফিচারও রয়েছে; যা ব্যবহারকারীদেরকে বিভিন্ন ধরনের ফান সেলফি পোজ দিতে সাহায্য করবে।

স্মার্টফোনটির ক্যামেরায় ফিল্টার ২.০ ফিচার রয়েছে যা থেকে বিভিন্ন ধরণের রঙ পছন্দ করে নেয়া যাবে এবং অন্ধকার ও আলোর সংমিশ্রণে ছবিকে করবে আরও দুর্দান্ত। ভিভো ওয়াই২১-এ মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসরের সঙ্গে রয়েছে দ্বিতীয় প্রজন্মের ৪ জিবি+১ জিবি এক্সটেন্ডেড র‌্যাম প্রযুক্তি এবং রয়েছে ৬৪ জিবির রম, যা আলাদা মেমোরি কার্ড ব্যবহারের মাধ্যমে ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

স্মার্টফোনটির ডিসপ্লে ৬.৫১ ইঞ্চির; ডিজাইনও বেশ আকর্ষনীয় ও স্লিম। দ্রুত ও সহজে আনলক করার জন্যে রয়েছে সুপার স্লিম বডির সঙ্গে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তিও।

ভিভো’র নতুন এই স্মার্টফোনে বাজেটের মধ্যেই মিলবে শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ এবং আউটলুকের চমৎকার সমন্বয়। ভিভো ওয়াই ২১-এ রয়েছে ৫ হাজার মিলিএম্পিয়ার ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তির সঙ্গে টাইপ-সি পোর্ট; যা একবার ফুল চার্জে ১০ ঘণ্টা অনলাইন গেমিং এবং ১৫ ঘণ্টা ভিডিও দেখা সম্ভব।

ভিভো ওয়াই ২১ এর আরও একটি অন্যতম বৈশিষ্ট্য এর রিভার্স চার্জিং ক্ষমতা যা ব্যবহারকারীদের স্মার্টফোনটিকেই পাওয়ার ব্যাংক হিসাবে ব্যবহার করতে দেয়। মেটালিক ব্লু এবং ডায়মন্ড গ্লো এই দুটি রঙে পাওয়া যাচ্ছে ভিভো ওয়াই ২১। স্মার্টফোনটির মূল্য মাত্র ১৪ হাজার ৯৯০ টাকা।

এসএইচ-৩০/২২/২১ (প্রযুক্তি ডেস্ক)

চলতি বছরের শেষে চালু হবে ৫জি : জয়

চলতি বছরের শেষ নাগাদ দেশে ৫জি সেবা চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে বিজেনস রাউন্ড টেবিলের আয়োজন করে।

সেই বিজনেস রাউন্ড টেবিলে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, ‘চলতি বছরের শেষ নাগাদ পরীক্ষামূলকভাবে আমাদের ৫জি প্রযুক্তি চালু করার পরিকল্পনা রয়েছে।’

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘যেহেতু সরকার শেষ প্রান্তের মানুষের কাছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ সে হিসেবে বাংলাদেশের সক্ষমতা ও ব্যান্ডউইথের ঘাটতিও নেই।’

জয় আরও বলেন, ‘শেষ প্রান্তের ব্যবহারকারীরা ফিক্সড লাইনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন না। তারা মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন। এ জন্য আমরা স্পেকট্রাম ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে কিছুটা ঘাটতির চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি।

ঘন-জনবসতির কারণে আমাদের ব্যাপক জায়গায় এই সংযোগ দিতে হবে এবং অতিরিক্ত সংযোগ নিলামের মাধ্যমে দিতে হবে। আর এ জন্য আমরা মোবাইল অপারেটরদের জন্য অধিক স্পেকট্রাম অবাধ করে দিচ্ছি।’

তারা কয়েক বছর আগে ৪জি চালু করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা বলেন, ‘আমরা আশা করছি, অতিরিক্ত স্পেকট্রাম ব্যবহার করে মোবাইল অপারেটরগুলো দুর্গম গ্রামীণ এলাকাগুলোতে (শেষ প্রান্তে) ৪জি চালু করতে পারবে।’

দেশের মধ্যেই প্রচুর সক্ষমতা ও ফাইবার আছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘একত্রে ৪জি ও ৫জি’র মাধ্যমে আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলের শেষ সীমানা পর্যন্ত ইন্টারনেট সংযোগের সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

এসএইচ-২৯/২২/২১ (অনলাইন ডেস্ক)

বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রীটি

বাগেরহাটের শরণখোলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে ষোল বছরের এক কিশোরী।

বুধবার দুপুরে শরনখোলা উপজেলার একটি গ্রামে বিয়ে বন্ধ করেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুনে জান্নাত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুনে জান্নাত বলেন, স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিনের মাধ্যমে বাল্যবিবাহর খবর পেয়ে বুধবার দুপুরে দক্ষিণ রাজাপুর গ্রামের একটি বাড়িতে গিয়ে নবম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করি। বাল্যবিয়ে দেবার অপরাধে ওই পরিবারকে ৫ হাজার টাকা জরিমানাও করাও হয়েছে।

বাল্যবিয়ে দেওয়ার কারণ হিসেবে ওই স্কুলছাত্রীর বাবা বলেন, একই গ্রামের জানেরখালপাড় এলাকার দেলোয়ার হাওলাদারের ছেলে রফিক হাওলাদারের সাথে আমার মেয়ের বিবাহ ঠিক হয়। কিন্তু প্রশাসনের হস্থক্ষেপে বিয়ে বন্ধ করে দেওয়া ।

তিনি আরও বলেন, করোনাকালে এমনিতেই নানা সমস্যায় আছি। মেয়েটার ১৮ বছর হতে ১ বছর ৩ মাস বাকি ছিল। এরমধ্যে ছেলেটাও মোংলা বন্দরে চাকরি করে। এই কারণে মেয়েকে বিয়ে দিতে চেয়েছিলাম।

এসএইচ-২৮/২২/২১ (আঞ্চলিক ডেস্ক)

স্যামুয়েলসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার মারলন স্যামুয়েলসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসি। আইসিসির দুর্নীতি দমন আইনের চারটি নিয়ম লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হয়েছেন সাবেক এই ক্যারিবীয় ক্রিকেটার।

টি-টেন লিগে তার বিরুদ্ধে চারটি ধারায় দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। স্যামুয়েলসের বিরুদ্ধে আইসিসির ২.৪.২, ২.৪.৩, ২.৪.৬ এবং ২.৪.৭ ধারা ভঙ্গের অভিযোগ এসেছে।

আচরণবিধি ভঙ্গের ২.৪.৩ অনুচ্ছেদ অনুযায়ী জুয়াড়িদের কাছে থেকে ৭৫০ মার্কিন ডলার কিংবা তার চেয়ে বেশি অর্থ নিয়েছেন বলে অভিযোগ আনা হয়েছে। তবে অভিযোগের বিপরীতে নিজের বক্তব্য জানানোর জন্য তিনি ১৪ দিন সময় পাবেন।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন সংযোজন টি-টেন লিগ। এই লিগে কর্ণাটক টাস্কার্সের হয়ে খেলেছেন স্যামুয়েলস। দলটির হয়ে খেলার সময় জুয়াড়িদের কাছে থেকে উপহার সামগ্রী এবং টাকা নিয়েছিলেন এই ক্রিকেটার। এই অভিযোগে আইসিসির কাছে অভিযোগ দায়ের করেছে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ইসিবির এই অভিযোগের পর তার বিরুদ্ধে শুরু হয় তদন্ত। তবে তিনি তদন্তকারীদের সহায়তা না করে বাধা দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২০০০ সালে অভিষেক হয় তার। অবসর নেওয়ার আগ পর্যন্ত ৭১টি টেস্ট এবং ২০৭টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। এছাড়া ৬৭টি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২০১২ ও ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতেন স্যামুয়েলস। দুই আসরের ফাইনালেই জয়ের নায়ক ছিলেন তিনি।

এসএইচ-২৭/২২/২১ (স্পোর্টস ডেস্ক)

‘ক্রাউন জুয়েল’ সম্মানে ভূষিত শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ক্রাউন জুয়েল’ বা ‘মুকুটমণি’ আখ্যা দিয়ে সম্মানিত করেছে আর্থ ইনস্টিটিউট, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়, গ্লোবাল মাস্টার্স অব ডেভেলপমেন্ট প্র্যাকটিস এবং ইউএন সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্ক।

২০৩০ সালের মধ্যে জাতিসংঘঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন নিয়ে নবম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনে সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে তাকে স্বাগত জানানোর সময় ‘ক্রাউন জুয়েল’ বা ‘মুকুটমণি’ হিসেবে অভিহিত করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ক্রাউন জুয়েল’ আখ্যায়িত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট দিয়েছেন তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।

সম্মেলনে অংশ নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান ইউএন সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্কের প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের বিশিষ্ট উন্নয়ন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স।

অধিবেশনে জেফ্রি স্যাক্স বলেন, ‘সম্মানিত প্রধানমন্ত্রী, আপনার সঙ্গে এক হতে পেরে আমরা আনন্দে উদ্বেলিত। আমরা আপনার কথা শুনতে চাই। আমরা যখন পৃথিবীর দেশগুলোর টেকসই উন্নয়ন লক্ষ্যের অগ্রগতি বিশ্লেষণ করি, তখন দেখি ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশ বেশিরভাগ ক্ষেত্রেই অগ্রগতিতে বিশ্বে প্রথম হয়েছে। তাই আমরা সেই অর্জনের জন্য আপনাকে অভিনন্দন জানাতে চাই।’

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ক্রাউন জুয়েল’ বা ‘মুকুটমণি’ সম্মানে ভূষিত করায় আনন্দ-মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর, দক্ষিণসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

এসএইচ-২৬/২২/২১ (ন্যাশনাল ডেস্ক)

আগামী নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে’

আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

তিনি বলেন, নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন। কারো দাবি মানার সুযোগ নেই। নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য নির্বাচন কমিশনকে সর্বাত্মক ক্ষমতা দেওয়া হয়েছে, হবে।

বুধবার দুপুরে হেলিকপ্টার যোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখুলিয়া গ্রামের একটি আশ্রয়ণ প্রকল্প এবং গ্রামীণ সড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

সম্প্রতি ইউনিয়ন পরিষদ ও দুটি উপজেলা পরিষদের নির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেন, সরকারের সক্ষমতা আছে। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের ধারা অব্যাহত থাকবে।

আরও পড়ুন: বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় জাতিসংঘ
এর আগে উরখুলিয়া গ্রামে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যকালে প্রতিমন্ত্রী বলেন, আগামী বিজয় দিবস উপলক্ষে আরও ৫০ হাজার গৃহহীনকে ঘর প্রদান করা হবে। সব মিলিয়ে সারা দেশে মোট ৯ লাখ সাধারণ মানুষকে এই ঘর দেওয়া হবে।

সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক খোকার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুর করিম বুলবুল, নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম ও সমাজকর্মী এম এ আওয়াল প্রমুখ।

এসএইচ-২৫/২২/২১ (আঞ্চলিক ডেস্ক)

যে কারণে মাহফুজুর রহমানকে ডিভোর্স দিয়েছেন ইভা রহমান

ইভা

গত ১৯ সেপ্টেম্বর দ্বিতীয় বিয়ে করেছেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সাবেক স্ত্রী কণ্ঠশিল্পী ও সংবাদ পাঠিকা ইভা রহমান। তার নতুন স্বামীর নাম সোহেল আরমান। এই বিয়ের পর নিজের পুরনো পদবিও মুছে ফেলেছেন ইভা। এখন থেকে নিজেকে ইভা আরমান বলেই দাবি করছেন তিনি।

এর আগে চলতি বছরের ৪ জুন ড. মাহফুজুর রহমানের সঙ্গে ডিভোর্স পেপার সাবমিট করেন ইভা। চলতি মাসের ১৬ সেপ্টেম্বর তাদের ডিভোর্স প্রক্রিয়া শেষ হয়।

এবার মাহফুজুর রহমানের সঙ্গে বিয়েবিচ্ছেদ নিয়ে গণমাধ্যমের কাছে মুখ খুলেছেন ইভা। দীর্ঘ ৯ বছর সন্তানকে নিয়ে নিঃসঙ্গ দিন কাটানোর পর, সন্তান ও নিজের ভবিষ্যতের কথা ভেবেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। মাহফুজের অবহেলা তাকে বিচ্ছেদের পথে ঠেলেছে বলেও মন্তব্য করেন এই গায়িকা।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ইভা রহমান বলেন, ‘২০১২ থেকে আমরা আলাদা থাকা শুরু করি। আমি আর আমার ছেলে থাকতাম গুলশানে আর উনি থাকতেন বনানীতে। এভাবে একটি সম্পর্ক ঝুলন্ত থাকতে পারে না।’ ৯ বছর চেষ্টা করেও সম্পর্ক স্বাভাবিক করতে পারেননি বলেও জানান ইভা। এজন্য তিনি মাহফুজুর রহমানের অসহযোগিতাকে দায়ী করেছেন।

ইভা আরও জানান, নতুন স্বামীর কাছে গানের ব্যাপারে অনেক অনুপ্রেরণা পাচ্ছেন। আগামীতে আরও সাবলীল গান করতে পারবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমকে অনেকে ট্রল করে তাকে গানের পাখি বলেছেন। এ নিয়েও হতাশা প্রকাশ করেন এই তিনি। সমালোচকদের গঠনমূলক ট্রল করারও আহ্বান জানান।

উল্লেখ্য, এটিএন বাংলায় সংবাদ পাঠক হিসেবে চাকরিজীবন শুরু করেছিলেন ইভা। তখনই এর চেয়ারম্যান মাহফুজুর রহমানের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তার। সেই সম্পর্ককে পূর্ণতা দিয়ে তারা বিয়ে করেন। নিউজ প্রেজেন্টারের পাশাপাশি গায়িকা হিসেবেও পরিচিতি পান ইভা।

তার গাওয়া গানের প্রায় ৩০টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য-‘মনের না বলা কথা’, ‘মন ভেসে যায়’, ‘মন জোনাকী’, ‘মনে পড়ে যায়’, ‘মনের যে কথা’, ‘মন আধার’, ‘মন থেকে দূরে নও’,’মন আমার’, ‘মন সাগরে ভাসি’ এবং ‘মনের তুলিতে আঁকি’। তার অ্যালবামের বাছাই করা কিছু গানের ভিডিও চিত্রায়ণ হয়েছে দেশে-বিদেশের মনোরম লোকেশনে।

আফগানিস্তান বিশ্বকাপে নিষিদ্ধ হতে পারে

র‌্যাংকিংয়ে সেরা ৮ দলের হয়ে সরাসরি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার টিকিট পায় আফগানিস্তান। টুর্নামেন্ট শুরু হতে আর এক মাসও নেই, এমন সময়ে গুঞ্জন উঠেছে এই বৈশ্বিক প্রতিযোগিতা থেকে ছিটকে যেতে পারে তারা।

পাল্টে গেছে আফগানিস্তানের জনজীবন। গত ১৫ আগস্ট তালেবানরা ক্ষমতা দখলের পর থেকে আন্তর্জাতিক চাপের মুখে তারা। যার প্রভাব পড়েছে দেশটির ক্রীড়াঙ্গনেও। মেয়েদের খেলাধুলায় নিষিদ্ধ করার পাশাপাশি সম্প্রতি ‘ইসলামবিরোধী’ আখ্যা দিয়ে আইপিএলের লাইভ সম্প্রচার বন্ধ করা হয়েছে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কার্যালয়ে ঢুকে জোরপূর্বক প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারিকে বরখাস্ত করে নাসিব জাদরানকে বসিয়েছে তালেবানরা। আইসিসি এসব বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা জানাল, তালেবান পতাকাতলে খেললে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিষিদ্ধ করা হবে আফগানিস্তানকে।

ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানিয়েছে, অক্টোবর থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের জন্য ১৬টি অংশগ্রহণকারী দলকে তারা কোন পতাকার অধীনে খেলবে, তা জমা দিতে বলেছে আইসিসি। তাতে প্রশ্ন উঠেছে, আফগানিস্তান ক্রিকেট দল তাদের দেশের পতাকা জমা দিতে পারবে কি না? ধারণা করা হচ্ছে, তালেবান পতাকার অধীনে তাদের খেলতে হতে পারে। তা-ই যদি হয়, তাহলে বিশ্বকাপে খেলতে পারবে না তারা। অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শিগগিরই বিশ্ব ক্রিকেট সংস্থা একটি জরুরি বৈঠকে বসবে।

আফগানিস্তান নিষিদ্ধ হলে বিশ্বকাপে তাদের স্থলাভিষিক্ত কোন দল হবে, তা এখনও ভাবেনি আইসিসি। দেশটির সদস্য হিসেবে থাকার বৈধতা যাচাইয়েও নভেম্বরে তারা আলোচনায় বসবে। আইসিসির নিয়ম অনুযায়ী, তাদের পূর্ণ সদস্যভুক্ত প্রত্যেক দেশে একটি নারী জাতীয় দল থাকতে হবে। কিন্তু তালেবানরা মেয়েদেরকে ক্রিকেটে নিষিদ্ধ করেছে।

আইসিসির ১২টি পূর্ণ সদস্যের একটি আফগানিস্তান। তাদের নিষিদ্ধ করতে ১৭ বোর্ড সদস্যের মধ্যে ১২টি ভোট বিরুদ্ধে যেতে হবে।

এসএইচ-২৪/২২/২১ (স্পোর্টস ডেস্ক)