সন্ধ্যা ৬:০৭
বৃহস্পতিবার
২ রা মে ২০২৪ ইংরেজি
১৯ শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
২৩ শে শাওয়াল ১৪৪৫ হিজরী
spot_img

স্কুলে অনুপস্থিত থেকেও বেতন তোলেন প্রধান শিক্ষক!

এক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর হোসেন স্কুলে অনুপস্থিত থেকে নিয়মিত বেতন উত্তোলন করছেন। স্কুলের হাজিরা খাতায় তিনি উপস্থিত দেখিয়ে সরকারি কোষাগারের নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করার অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একাধিকবার স্কুল পরিদর্শনকালে ওই প্রধান শিক্ষককে স্কুলে পান নি।

ভোলার চরফ্যাশনের দক্ষিণ ফ্যাশন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ম্যানেজিং কমিটির সভাপতি মাহাবুবুর রহমান প্রধান শিক্ষকের আপন ভ্রাতা।

এই সুবিধা কাজে লাগিয়ে প্রধান শিক্ষক বিদ্যালয়ে বছরের পর বছর অনুপস্থিত ও নিয়মিত খাতায় স্বাক্ষর দেখিয়ে বিল ভাতা উত্তোলনের বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

সংশ্লিষ্ট এলাকার পৌর কাউন্সিলর মিজানুর রহমান মনজু অভিযোগ করেন, দীর্ঘ ১০ বছর ধরে প্রধান শিক্ষকের অনুপস্থিতির কারণে বিদ্যালয়ের প্রশাসনিক ও পাঠদান কার্যক্রম স্থবির হয়ে পরেছে।

পারিবারিক ম্যানেজিং কমিটি এবং প্রশাসনের উদাসীনতার সুযোগ নিয়ে প্রভাব খাটিয়ে কর্মস্থলে অনুপস্থিত থেকে বে-সরকারি চাকরিবিধি লঙ্গন করে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সরকারি বেতন ভাতা উত্তোলন করে আসছেন।

এসব বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন জানান, প্রধান শিক্ষকের কর্মস্থলে টানা অনুপস্থিতি ও অনিয়মের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে লিখিত ভাবে জানানো হয়েছে।

ম্যানেজিং কমিটির সভাপতি মাহাবুবুর রহমান প্রধান শিক্ষকের নিয়মিত অনুপস্থিতি ও অনিয়মের ব্যপারে জানতে চাইলে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হন নি।

প্রধান শিক্ষক মনজুর হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিভিন্ন প্রেক্ষাপটে পরিবার পরিজনসহ বরিশালে অবস্থানের কারণে নিয়মিত কর্মস্থলে উপস্থিত হতে পারি না।

তবে বিল-বেতনসহ প্রাতিষ্ঠানিক কাজে স্বাক্ষর তার নিজের বলে স্বীকার করেন। প্রতিষ্ঠান চালাতে গিয়ে কোন দুর্নীতি ও অনিয়মে আশ্রয় নেন নি। বছরের পর বছর বিদ্যালয়ে অনুপস্থিতির অভিযোগ সত্য নয়।

বিএ-০৮/০২-১২ (আঞ্চলিক ডেস্ক)

স্ত্রীর যৌতুকের মামলায় কারাগারে পুলিশ সার্জেন্ট

স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় এক পুলিশ সার্জেন্টকে কারাগারে পাঠিয়েছেন আদালত। অভিযুক্ত ওই পুলিশ সার্জেন্ট হলেন তরিকুল ইসলাম ।

সোমবার দুপুরে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নাহিদ আখতার জুলিয়েট এ আদেশ দেন। তিনি বগুড়ায় কর্মরত ছিলেন।

মামলার সূত্রে জানা যায়, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নাজিরপাড়া এলাকার তোজাম্মেল হোসেনের ছেলে তরিকুল ইসলামের সঙ্গে গত ১৪ আগস্ট একই উপজেলার নিশ্চিতা বাজার এলাকার গোলাম মোস্তফার মেয়ে মায়া আকতার নিশির বিয়ে হয়।

কিন্তু সংশ্লিষ্ট বিভাগের অনুমতি না থাকার অজুহাতে রেজিস্ট্রি ছাড়াই ইসলামী শরিয়াহ্ মতে সেই বিয়ে সম্পন্ন হয়।এদিকে বিয়ের পর থেকেই তরিকুল বিভিন্নভাবে যৌতুকের জন্য স্ত্রীকে চাপ দিতে থাকে।

এরই একপর্যায়ে গত ১১ নভেম্বর ৬ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ের রেজিস্ট্রি করা হয়। এর কিছুদিন পরই তরিকুল ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন। কিন্তু মায়ার পরিবার এতে অপারগতা প্রকাশ করে।

এ কারণে মায়াকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেন তরিকুল।এমন অভিযোগে গত ১৪ নভেম্বর মায়া আকতার বাদী হয়ে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। এরপর আদালতে জামিন আবেদন করেন তরিকুল।

আদালত আবেদন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন-সংক্রান্ত রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফিরোজা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

বিএ-০৬/২-১১ (উত্তরাঞ্চল ডেস্ক)

বসন্তের কোকিলদের নিয়ে দল ভারী করবেন না: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঘরের মধ্যে ঘর, ১৪ জন দিয়ে কমিটি গঠন এবং পকেট কমিটি করা চলবে না। এসব বন্ধ করুন।

তিনি বলেন, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, লুটেরা ও সন্ত্রাসীরা সাবধান। দলে বসন্তের কোকিল লাগবে না। বসন্তের কোকিলদের নিয়ে দল ভারী করবেন না। আমরা বসন্তের কোকিল চাই না। ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। বড় বড় স্লোগান, পোস্টার আর নানা রঙের ব্যানার-ফেস্টুন দিয়ে নেতা হওয়া যায় না। নেতা হতে হলে অনেক ত্যাগ স্বীকার করতে হয়।

সোমবার দুপুর আড়াইটার দিকে শহরের শহীদ আলাউদ্দিন শিশু পার্কে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে, মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। আওয়ামী লীগকে বাঁচাতে হলে ত্যাগী নেতাকর্মীদের বাঁচাতে হবে। পাশাপাশি বাংলাদেশের উন্নয়নকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে বার বার ক্ষমতায় আনতে হবে।

ওবায়দুল কাদের বলেন, সম্মেলন ঘিরে বড় বড় গেট, বড় বড় পোস্টার। নানা রঙের ব্যানার-ফেস্টুন তৈরি করতে কত টাকা খরচ হয়েছে। সাজসজ্জা করার এত টাকা কোথায় পেলেন? ব্যানার-ফেস্টুন আর পোস্টার না ছাপিয়ে এসব টাকা অসুস্থ, অসচ্ছল ও গরিব মানুষকে দিন। এসব টাকায় অসহায় মানুষের উপকার হলে তখন আপনি নেতা হবেন। অন্যথায় ব্যানার-ফেস্টুন আর পোস্টার দিয়ে নেতা হতে পারবেন না।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আলমগীর হোসেনের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম।

বিএ-০৫/০২-১২ (আঞ্চলিক ডেস্ক)

ধর্মঘট স্থগিতে রাজশাহীতে তেল নিতে মোটরসাইকেলের লাইন

কমিশন বৃদ্ধিসহ ১৫ দফা দাবিতে পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ও ট্যাঙ্কলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করা হয়েছে।

ধর্মঘটের দ্বিতীয় দিন সোমবার দুপুর ২টার দিকে এই ঘোষণা দেয়ার পর পরই রাজশাহীর পেট্রল পাম্পগুলোতে যানবাহনের ঢল দেখা গেছে।

এর আগে রোববার থেকে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে পেট্রল পাম্প ধর্মঘট শুরু হয়। এতে বিপাকে পড়েন রাজশাহীর গাড়ির মালিকরা। সড়কে কমে আসে যানবাহনের সংখ্যা।

তবে সোমবার দুপুর থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এ দিন দুপুর থেকেই যানবাহনগুলো তেল সংগ্রহ করতে শুরু করে।

সোমবার বেলা ৩টার দিকে পাম্পে সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে মোটরসাইকেলের।

পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী জেলার সভাপতি মনিমুল হক জানান, ঢাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) সঙ্গে তাদের নেতাদের বৈঠক হয়। সেখানে কমিশন বৃদ্ধির দাবি মেনে নেয়া হয়েছে। অন্য ১৪টি দাবির বিষয়ে দুটি মন্ত্রণালয়ের যৌথসভা হতে হবে। তাই সরকারের তরফ থেকে কয়েকদিন সময় নেয়া হয়েছে। এ জন্য ১৫ ডিসেম্বর পর্যন্ত তারা ধর্মঘট স্থগিত করেছেন।

রাজশাহীর শালবাগান এলাকার আলম ফিলিং স্টেশনের সেলসম্যান মুরাদ হোসেন জানান, ধর্মঘট শুরুর দিনের আগের রাতে তেল নেয়ার জন্য পাম্পে যানবাহনের সংখ্যা অস্বাভাবিক বেড়ে গিয়েছিল। আবার ধর্মঘট স্থগিতের পরও একই অবস্থা।

গত ২৬ নভেম্বর জ্বালানি তেল বিক্রির কমিশন এবং ট্যাঙ্কলরি ভাড়া বাড়ানোসহ ১৫ দফা দাবি ৩০ নভেম্বরের মধ্যে মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ও ট্যাঙ্কলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। কিন্তু সরকারের সাড়া না পেয়ে ১ ডিসেম্বর থেকে ধর্মঘট শুরু করেছিল এ দুটি সংগঠন।

বিএ-০৪/০২-১২ (নিজস্ব প্রতিবেদক)

১৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিত পেট্রল পাম্প ধর্মঘট

পেট্রল পাম্প ধর্মঘট ১৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিতের ঘোষণা দিয়েছেন পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিকরা। জ্বালানি তেল আমদানি ও সরবরাহকারী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-বিপিসির সঙ্গে আলোচনায় কিছু দাবি পূরণের আশ্বাস পেয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন শ্রমিকরা।

১৫ দফা দাবিতে রোববার থেকে এই ধর্মঘট ডাক দেয়া হয়েছিল। ঘোষণা মোতাবেক রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ২৬ জেলায় প্রায় দেড় দিন জ্বালানি তেল বিক্রি বন্ধ থাকার পর সোমবার ঢাকার কারওয়ানবাজারে বিপিসির লিয়াজোঁ কার্যালয়ে সমঝোতা বৈঠক হয়।

বৈঠক শেষে বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, বিপিসি আমাদের আশ্বাস দিয়েছেন। আমরা জনগণের ভোগান্তি চাই না। আগামী ১৫ ডিসেম্বর জ্বালানি প্রতিমন্ত্রীর আহ্বানে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে আমাদের দাবিগুলো নিয়ে আলোচনা হবে বলে আমরা আশ্বস্ত হয়েছি। সে পর্যন্ত আমরা কর্মসূচি স্থগিত রাখব।

সংবাদ সম্মেলনে বিপিসির পরিচালক (বিপণন) সৈয়দ মেহদী হাসান বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। উনাদের যেসব দাবি, তার মধ্যে বিপিসি সংশ্লিষ্ট বিষয় আছে দুই-তিনটি। বাকিগুলোর বিষয়ের অন্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করতে হবে।

শ্রমিকদের ১৫ দফা দাবির মধ্যে রয়েছে- জ্বালানি তেল বিক্রির প্রচলিত কমিশন অন্তত সাড়ে ৭ শতাংশ প্রদান, জ্বালানি তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট নাকি উৎপাদনকারী প্রতিষ্ঠান বিষয়টি সুনির্দিষ্টকরণ, প্রিমিয়াম পরিশোধ সাপেক্ষে ট্যাংক-লরি শ্রমিকদের ৫ লাখ টাকা দুর্ঘটনা বীমা প্রদান, ট্যাংক-লরির ভাড়া বৃদ্ধি, পেট্রোল পাম্পের জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের লাইসেন্স গ্রহণ বাতিল, পেট্রল পাম্পের জন্য পরিবেশ অধিদফতরের লাইসেন্স গ্রহণ বাতিল, পেট্রোল পাম্পে অতিরিক্ত পাবলিক টয়লেট এবং জেনারেল স্টোর ও ক্লিনার নিয়োগের বিধান বাতিল, সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক পেট্রোল পাম্পের প্রবেশদ্বারের ভূমির জন্য ইজারা গ্রহণের প্রথা বাতিল, ট্রেড লাইসেন্স ও বিস্ফোরক লাইসেন্স ছাড়া অন্য দফতর বা প্রতিষ্ঠান কর্তৃক লাইসেন্স গ্রহণের সিদ্ধান্ত বাতিল, বিএসটিআই কর্তৃক আন্ডারগ্রাউন্ড ট্যাংক ৫ বছর অন্তর বাধ্যতামূলক ক্যালিব্রেশনের সিদ্ধান্ত বাতিল, ট্যাংক-লরি চলাচলে পুলিশি হয়রানি বন্ধ, সুনির্দিষ্ট দফতর ছাড়া সরকারি অন্যান্য দাফতরিক প্রতিষ্ঠান কর্তৃক ডিলার বা এজেন্টদেরকে হয়রানি বন্ধ, নতুন কোনও পেট্রোল পাম্প নির্মাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগীয় জ্বালানি তেল মালিক সমিতির ছাড়পত্রের বিধান চালু, পেট্রোল পাম্পের পাশে যেকোনও স্থাপনা নির্মাণের আগে জেলা প্রশাসকের অনাপত্তি সনদ গ্রহণ বাধ্যতামূলক ও বিভিন্ন জেলায় ট্যাংক-লরি থেকে জোরপূর্বক পৌরসভার চাঁদা গ্রহণ বন্ধ করা।

বিএ-০৩/০২-১২ (ন্যাশনাল ডেস্ক)

নুসরাত হত্যা : হাইকোর্টে অধ্যক্ষ সিরাজসহ চার আসামির আপিল

ফেনীর সোনাগাজী আলিয়া মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির মধ্যে চারজনের পক্ষে হাইকোর্টে আপিল করা হয়েছে। ট্রাইব্যুনালের দেয়া দণ্ড থেকে খালাস চেয়ে এ আপিল করা হয়।

আসামিরা হলেন- মাদরাসা অধ্যক্ষ এস এম সিরাজ উদ দৌলা, নুর উদ্দিন, উম্মে সুলতানা পপি ও জাবেদ হোসেন।

সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তাদের পক্ষে আইনজীবী জামিউল হক ফয়সাল আপিল আবেদন জমা দেবেন। পরে জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেন।

আলোচিত নুসরাত হত্যা মামলায় ১৬ আসামির সবাইকে গত ২৪ অক্টোবর মৃত্যুদণ্ড দেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। আসামিদের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় ঘোষণা করা হয়। সাত মাসেরও কম সময়ের মধ্যে ৬১ কার্যদিবস শুনানির পর এ রায় ঘোষণা করা হয়।

মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন- সোনাগাজী মাদরাসার বহিষ্কৃত অধ্যক্ষ এস এম সিরাজ উদ দৌলা, উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি মো. রুহুল আমিন, ছাত্র নুর উদ্দিন, শাহাদাত হোসেন ওরফে শামীম, পৌরসভার কাউন্সিলর মাকসুদ আলম, সাইফুর রহমান মো. জোবায়ের, জাবেদ হোসেন ওরফে শাখাওয়াত হোসেন জাবেদ, শিক্ষক হাফেজ আবদুল কাদের, প্রভাষক আবছার উদ্দিন, নুসরাতের সহপাঠী কামরুন নাহার মণি ও উম্মে সুলতানা পপি; আবদুর রহিম শরীফ, ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন ওরফে মামুন, মো. শামীম ও মহি উদ্দিন ওরফে শাকিল।

গত ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলা নিজকক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানি করেন। এ ঘটনায় তার মা শিরিনা আক্তার সোনাগাজী থানায় নারী ও শিশুনির্যাতন দমন আইনে মামলা করলে অধ্যক্ষকে গ্রেফতার করে পুলিশ। মামলা তুলে না নেয়ায় ৬ এপ্রিল মাদরাসার প্রশাসনিক ভবনের ছাদে ডেকে নিয়ে নুসরাতের হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় বোরকাপরা পাঁচজন। ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে নুসরাতের মৃত্যু হয়। মৃত্যুর আগে দেয়া জবানবন্দিতে নুসরাতের গায়ে অগ্নিসংযোগকারীদের নাম উল্লেখ করে।

বিএ-০২/০২-১২ (ন্যাশনাল ডেস্ক)

জার্মান বন্ধ করছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

যুক্তরাষ্ট্রে ১৯৭৯ সালে এবং ইউক্রেনে ১৯৮৬ সালে পারমাণবিক বিস্ফোরণের পর পারমাণবিক শক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে নিরাপত্তা শঙ্কা তৈরি হয়। ২০১১ সালে জাপানে ফুকুশিমা দুর্ঘটনার পর জার্মানি ঘোষণা দিয়েছিল তারা ২০২২ সালের মধ্যেই চালু থাকা সব পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেবে। সেই লক্ষ্যে কাজ শুরু করেছে দেশটি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, বর্তমানে জার্মানিতে যে সাতটি সচল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে সেগুলো আগামী তিন বছরের মধ্যে বন্ধ করা হবে। তবে পারমাণবিক বিদ্যুতকেন্দ্রগুলো ধ্বংসের পর সেগুলোর উচ্চমাত্রার তেজস্ক্রিয় (রেডিওঅ্যাক্টিভ) বর্জ্য কোথায় রাখা হবে, তা নিয়ে বড় সমস্যায় পড়েছে দেশটি।

জার্মানিকে ২০৩১ সালের মধ্যে প্রায় ২৮ হাজার কিউবিক মিটার প্রাণনাশক উচ্চমাত্রার তেজস্ক্রিয় বর্জ্য পুতে ফেলতে হবে। আর এটা নিয়েই মূলত বড় সমস্যায় পড়েছে দেশটি। উপযুক্ত ভাগাড়ের খোঁজ করে এসব রাসায়নিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য দেশটির সরকার একটি কমিটিও গঠন করেছে।

বিশেষজ্ঞদের নিয়ে গঠিত ওই কমিটি এখন উচ্চমাত্রার রেডিওঅ্যাক্টিভ বর্জ্যবাহী প্রায় ২ হাজার কন্টেইনার স্থায়ীভাবে পুঁতে রাখার জন্য একটা জায়গা খুঁজছে। তবে সমস্যা হলো সে জায়গাটি হতে হবে পাথরবেষ্টিত। আর সেখানে কখনোই ভূগর্ভস্থ পানি কিংবা ভূমিকম্প অথবা ভূমিধস কোনো ফুটো তৈরি করতে না পারে। হলেই সব শেষ।

কমিটির সদস্য জার্মানির টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখের পরিবেশ ও জলবায়ু নীতির চেয়ারপারসন মিরান্ডা শ্রয়াস বলেন, বিদ্যুৎকেন্দ্রগুলো ধ্বংসের ফলে ২৮ হাজার কিউবিক মিটারের বেশি বর্জ্য সৃষ্টি হবে। মানবদেহের জন্য মারত্মক ক্ষতিকর এই বিপুল বর্জ্য কোথায় নিরাপদে ব্যবস্থাপনা করা হবে, তা নিয়ে বড় সমস্যায় পড়েছে জার্মানি।

উচ্চমাত্রার এসব তেজস্ক্রিয় বর্জ্য স্থায়ীভাবে পুঁতে রাখার জন্য উপযুক্ত স্থান খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে জার্মানির অর্থনীতি ও জ্বালানিবিষয়ক মন্ত্রণালয়। তবে তারা এমন কোনো স্থান খুঁজে বের করতে বদ্ধ পরিকর, যেখানে এসব উচ্চমাত্রার বর্জ্য নিরাপদে পুঁতে রাখা সম্ভব হবে।

আরও একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে, উপযূক্ত স্থান যদিওবা শেষ পর্যন্ত খুঁজে পাওয়া যায় কিন্তু উচ্চ মাত্রার এসব রাসায়নিক বর্জ্য পরিবহন, কিংবা এটি কোনো কিছু দিয়ে ঢেকে রাখা অর্থাৎ মোড়কজাত করে বহন করা কিংবা কোনোভাবে এসবের কারও যুক্ততা তৈরি হলেও তা মানবজাতির জন্য হবে আরও এক মহাবিপর্যয়।

এসএইচ-১৭/০২/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)

নরেন্দ্র মোদি-অমিত শাহ নিজেরাই অনুপ্রবেশকারী

কংগ্রেস দলনেতা তথা বহরমপুরের সাংসদ অধীররঞ্জন চৌধুরী বলেছেন, নরেন্দ্র মোদি, অমিত শাহ নিজেরাই অনুপ্রবেশকারী। বাড়ি গুজরাটে। এসে পড়েছেন দিল্লিতে।

জাতীয় নাগরিকপঞ্জি এনআরসি নিয়ে ভারতের সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

অধীররঞ্জন চৌধুরী আরো বলেন, এনআরসি.. এনআরসি… করে এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যে, ভারতের আসল নাগরিকরাও ভাবছেন, আমাদের কী হবে! সাধারণ মানুষ এতো কাগজপত্র নিয়ে ভাবেন না।

তারা ভাবছেন, আমরা ভোট দিই, আর আমাদেরই বের করে দেবে! সাধারণ মানুষ সকালে ঘুম থেকে উঠে চিন্তা করেন রাতে কী খাবেন। কালকের খাবারটা কিভাবে জোগাড় হবে। তাদের কাছে নাগরিকত্বের কাগজ নিয়ে ভাবার সময় আছে?

তিনি বলেন, তারা দেখাতে চাইছে মুসলমানদের তাড়াবে। কিন্তু মুসলমানরা যদি ভারতের নাগরিক হন, তাহলে তারা কেন যাবেন? হিন্দুস্থান সবার জন্য। কিন্তু তারা দেখাতে চাইছে, এখানে হিন্দুরা থাকবে মুসলমানরা নয়। হিন্দুস্থানে সবার অধিকার সমান।

উল্লেখ্য, ভারতের জাতীয় নাগরিক পঞ্জি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিরোধীদের আক্রমণ চলছেই। মোদি ও অমিতকে নিয়ে দেশটির লোকসভার কংগ্রেস দলনেতা তথা বহরমপুরের সাংসদ অধীররঞ্জন চৌধুরীর এমন মন্তব্যে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

এসএইচ-১৬/০২/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)

ব্রাভোকে নিয়ে ভাইরাল হলেন সানি লিওন (ভিডিও)

এবার উইন্ডিজ তারকা ক্রিকেটার ডোয়াইন ব্রাভোর বিখ্যাত গান চ্যাম্পিয়ন’র তালে তালে নেচে ভাইরাল হলেন বলিউডের আলোচিত তারকা সানি লিওন।

সানি এবং ব্রাভোর ওই মঞ্চ কাঁপানো ভিডিও ইনস্টায় আসতেই হই-চই শুরু গেছে। এতে অনেকেই নানা ধরনের মন্তব্য করেছেন। মুহূর্তেই লাইক-স্ট্রাইক-কমেন্টে উপচে পড়ে ইনবক্স।

সম্প্রতি ব্রাভো এবং সানি ‘সানবার্ন ফেস্টিভ্যালের’ অংশ নিয়েছিলেন। ভক্তরা ক্রিকেটের সঙ্গে বলিউডের তারকাকে পেয়ে বেজায় খুশি। তাই দেখে বেশ মজাও পান। সঙ্গে সঙ্গে এর কিছুটা অংশ ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন।

কানাডীয়-আমেরিকান অভিনয়শিল্পী সানি লিওন ২০১৩ সালে পর্নোশিল্প থেকে অবসরের ঘোষণা দেন। এরপর বলিউডে অভিনয় শুরু করেন।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল থেকে অবসর নিলেও টি-টোয়েন্টির বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেন ব্রাভো। ২০১০ সালে দেশের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন। আর ওয়ানডে খেলেছেন ৪ বছর আগে। গত অর্ধ যুগের মধ্যে নিজেকে টি-টোয়েন্টির খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এই অলরাউন্ডার।

https://www.instagram.com/p/B5deQgsHbdN/

এসএইচ-১৫/০২/১৯ (বিনোদন ডেস্ক)

শূন্য রানে ৬ উইকেট নিয়ে নেপালি বোলারের বিশ্ব রেকর্ড

সাউথ এশিয়ান গেমসে নারী ক্রিকেটের উদ্বোধনী ম্যাচেই অবিস্মরণীয় এক কীর্তি গড়ে ফেলেছেন নেপালি বোলার অঞ্জলি চাঁদ। এক ওভারে ৩ উইকেটসহ শূন্য রানে ৬ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছেন তিনি।

সোমবার মালদ্বীপ নারী দলের বিপক্ষে এ রেকর্ড গড়েছেন অঞ্জলি। যেখানে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল মালদ্বীপ। শুরুটা তেমন ভালো না হলেও ২ উইকেটে ১৫ রান করে ফেলেছিল তারা।

এরপরই আক্রমণে আসেন অঞ্জলি। বোলিং করেন মাত্র ২.১ ওভার। আর এরই মাঝে একে একে সাজঘরে পাঠান মালদ্বীপের ৬ ব্যাটসম্যানকে। ইনিংসের সপ্তম ওভারে কোনো রান খরচ না করেই নেন ৩টি উইকেট।

সবমিলিয়ে শেষের ৮ উইকেট মাত্র ১ রানে হারায় মালদ্বীপ। ইনিংস শেষ অঞ্জলির বোলিং ফিগার দাঁড়ায় ২.১-০-০-৬। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই বিশ্ব সেরা বোলিং ফিগার। এর আগে ৩ রানে ৬ উইকেট নিয়েছিলেন মালয়েশিয়ান মাস এলিসা।

মালদ্বীপের পক্ষে সর্বোচ্চ ৯ রান করেন হামজা নিয়াজ। এছাড়া উইকেটরক্ষক হাফসা আব্দুল্লাহ করেন ৪ রান। বাকি সবাই আউট হন শূন্য রানে।

এ রান তাড়া করতে মাত্র ৫ বল প্রয়োজন হয় নেপালের। ইনিংসের প্রথম ওভারের পাঁচ বলেই ৩ চার মেরে দলকে জিতিয়ে দেন ওপেনার কাজল শ্রেষ্ঠা।

এসএইচ-১৪/০২/১৯ (স্পোর্টস ডেস্ক)