সকাল ৮:৩৪
সোমবার
২৯ শে এপ্রিল ২০২৪ ইংরেজি
১৬ ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
২০ শে শাওয়াল ১৪৪৫ হিজরী
spot_img

‘২০২৪ সালের মার্চে রাজাকারের তালিকা প্রকাশ হবে’

সারাদেশে রাজাকারের তালিকা আগামী ২০২৪ সালের মার্চ মাসে প্রকাশের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ কম মোজাম্মেল হক। শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহীর বাগমারা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, রাজাকারের তালিকা প্রকাশের জন্য একটা নীতিমালা করা হয়েছে। কাজ চলছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ করা সম্ভাব হবে না। তবে ২০২৪ সালের মার্চ মাসে তালিকা প্রকাশ করা সম্ভাব হবে।

এ সময় ভিন্ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, বিএনপির চলমান পদযাত্রা একটি অকার্যকর এবং অযৌক্তিক আন্দোলন কর্মসূচি। এ কর্মসূচি দিয়ে সরকার পতন করা যায় এমন কোনো নজির নেই।

মন্ত্রী মোজাম্মেল হক দুপুরে রাজশাহীর বাগমারায় পৌঁছান ও বঙ্গবন্ধু কমপ্লেক্স ঘুরে দেখেন। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাগমারা নিউমার্কেট মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী।

এ সময় রাজশাহীর-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এলএস-০২/১৮/০২ (উত্তরাঞ্চল ডেস্ক)

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় নিহত ২

রাজশাহীর চারঘাটে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চারঘাট-বানেশ্বর মহাসড়কের নাওদাড়া মহিলা রোড নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

নিহতরা হলেন, রাজশাহীর পুঠিয়া উপজেলার তেতুলপুকুর গ্রামের তজিবুর রহমানের ছেলে অনিক আহম্মেদ (১৮) এবং একই গ্রামের আমিনুল ইসলামের ছেলে মুরাদ আহম্মেদ (১৬)।

রাজশাহীর চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম জানান, শুক্রবার বিকেলে পুঠিয়া উপজেলা দুই কিশোর মোটরসাইকেলে করে চারঘাটের দিকে আসছিল।

পথে চারঘাট-বানেশ্বর মহাসড়কের নাওদাড়া মহিলা রোডে পৌঁছালে বিপরিত দিকে আসা একটি ট্রাক মোটরসাইকেল আরোহী দুই কিশোরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় অনিক।

এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় মুরাদ। এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা হবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

এলএস-০১/১৮/০২ (উত্তরাঞ্চল ডেস্ক)

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার মার্টিনেজ কলকাতায় আসছেন!

দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপের শিরোপা জিতেছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। কাতারের মরুর বুকে লে আলবিসেলেস্তেদের বিশ্বজয়ে অধিনায়ক লিওনেল মেসির পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দলটির গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী এই গোলকিপার এবার আসছেন পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতায়।

কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে অসাধারণ সব সেভ করে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মার্টিনেজ। ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার এই গোলকিপার এবার পা রাখবেন কলকাতায়। সবকিছু ঠিক থাকলে মে কিংবা জুন মাসে কলকাতায় আসার কথা রয়েছে মার্টিনেজের। আর এই বিশ্বকাপজয়ী ফুটবলারকে কলকাতায় আনছেন স্পোর্টস প্রমোটার শতদ্রু দত্ত।

গত নভেম্বরে ব্রাজিলের ২০০২ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফুকে কলকাতায় এনেছিলেন শতদ্রু। এবার তিনি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক মার্টিনেজকে কলকাতায় আনতে যাচ্ছেন
মার্টিনেজকে কলকাতায় আনার প্রসঙ্গে শতদ্রু বলেন, ‘মার্টিনেজ শুধু বিশ্বকাপ চ্যাম্পিয়ন গোলরক্ষক নন, একটি ভিন্ন চরিত্রও। আমি মাঠে বসে বিশ্বকাপ ফাইনাল দেখেছি। সে দুর্দান্ত সব বল সেভ করেছে। আমি কলকাতার আর্জেন্টাইন ফ্যানদের একটু খুশি করার চেষ্টা করছি।’

কবে আসতে পারে এমন প্রশ্নে তিনি আরও বলেন, ‘মে কিংবা জুন মাসে অফ সিজন থাকে, তখন তাকে আনার চেষ্টা করছি। সব ঠিক থাকলে কলকাতা আরও একজন বিশ্বকাপজয়ী চ্যাম্পিয়নকে দেখতে পারবে।’

এসএ-১৮/০২/২৩ (স্পোর্টস ডেস্ক)

এবার জেলায় জেলায় বিএনপির পদযাত্রা কর্মসূচি ঘোষণা

বিদ্যুৎ, গ্যাস এবং চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি ও দমণ-নিপীড়নের প্রতিবাদে, খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি, সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দাবিতে আগামী ২৫ ফেব্রুয়ারি শনিবার দেশের সকল জেলায় পদযাত্রা কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপিসহ সরকারবিরোধী সমমনা রাজনৈতিক দলগুলো।

শনিবার বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ২৫ ফেব্রুয়ারি দেশব্যাপী জেলা পর্যায়ে পদযাত্রা সফল করে গণবিরোধী সরকার সৃষ্ট জনদুর্ভোগের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দাবি আদায়ে চলমান গণ-আন্দোলন সফল করার আহ্বান জানিয়েছেন।

এতে আরও বলা হয়, দেশব্যাপী মহানগর পদযাত্রায় নেতৃত্বদানকারী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিবগণ স্ব স্ব পদযাত্রা কর্মসূচি থেকে উপরি-উক্ত কর্মসূচি ঘোষণা করেন।

এআর-০৫/১৮/০২ (ন্যাশনাল ডেস্ক)

চলে গেলেন ‘সিনবাদ’ খ্যাত অভিনেতা শাহনেওয়াজ

মারা গেছেন ‘সিনবাদ’ খ্যাত অভিনেতা শাহনেওয়াজ প্রধান। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) মুম্বাইয়ে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

৫৬ বছর বয়সী এই অভিনেতা ‍অনুষ্ঠানে হাজির হয়ে প্রচণ্ড বুকে ব্যথা হচ্ছে বলার পরই জ্ঞান হারান। এরপর তাকে দ্রুত কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শত চেষ্টা করেও ডাক্তাররা তাকে বাঁচাতে পারেননি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাচক্রে ওই সময় হাসপাতালটিতে উপস্থিত ছিলেন টিভি অভিনেত্রী সুরভি তিওয়ারি। তিনি তার ভাইয়ের চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিলেন। তিনি দেখতে পান শাহনেওয়াজকে একটি স্ট্রেচারে করে হাসপাতালে আনা হয়েছে।

সুরভি নবভারত বলেন, ‘শাহনেওয়াজকে সঙ্গে সঙ্গে আমার ভাইয়ের বেডের পাশে নিয়ে যাওয়া হয়। এ সময় তিনি ডাক্তারদের বলতে শোনেন, তারা শাহনেওয়াজের স্পন্দন পাচ্ছেন না। তার হৃদপিণ্ডও কাজ করছে না। যে ব্যক্তিরা শাহনেওয়াজকে হাসপাতালে নিয়ে এসেছিলেন তারা ডাক্তারদের বলেন, একটি অনুষ্ঠানে ছিলেন তারা। সেখানেই হার্ট অ্যাটাকের পর জ্ঞান হারান বর্ষীয়ান এই অভিনেতা ‘

পরে সুরভি তাদের কাছে জানতে চান, ‘এটা কীভাবে ঘটেছে এবং তার আগে থেকেই কোনো সমস্যা আছে কিনা।’ তারা সুরভিকে জানায়, কয়েক মাস আগেই বাইপাস সার্জারি হয়েছিল শাহনেওয়াজের। এই অভিনেত্রী বলেন, ‘শাহনেওয়াজ খুব ভালো মানুষ ছিলেন। তিনি সব সময় যোগাযোগ রাখতেন।’

প্রসঙ্গত, ‘সিনবাদ দ্য সেইলর’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন শাহনেওয়াজ। পরবর্তীতে জনপ্রিয় ওয়েব সিরিজ মির্জাপুরেও কাজ করেন তিনি। এছাড়া কণ্ঠ অভিনেতা হিসেবেও সমানভাবে জনপ্রিয় ছিলেন শাহনেওয়াজ। অভিনয় জীবনে ‘ফ্যান্টম’, ‘রইস’, ‘মির্জাপুর’, ‘টোটা ওয়েডস ময়না’সহ আরও অনেক ছবিতে কাজ করেছেন তিনি।

এসএ-১৮/০২/২৩ (বিনোদন ডেস্ক)

রাস্তায় আমাজনের চালকবিহীন গাড়ি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রাস্তায় প্রথমবারের মতো নামানো হয়েছে আমাজনের চালকবিহীন গাড়ি ‘রোবোট্যাক্সি’।

গাড়িটির পরীক্ষা চালিয়েছে রোবোট্যাক্সির নির্মাণ প্রতিষ্ঠান জুক্স। অনেকটা মেট্রোরেলের বগির মতো দেখতে এই রোবোট্যাক্সি। এতে রাখা হয়নি প্রচলিত কোনো স্টিয়ারিং হুইল কিংবা ব্রেক প্যাডেল। এর কেবিনে মুখোমুখি বসতে পারেন চারজন আরোহী।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার ফসটারসিটিতে অবস্থিত জুক্স-এর প্রধান কার্যালয় থেকে প্রায় এক মাইল দূরে অবস্থিত প্রতিষ্ঠানের অপর একটি ভবনের মাঝে যাত্রী নিয়ে যাতায়াত করে রোবোট্যাক্সিটি। এখন থেকে ছোট এই রুটে পরীক্ষামূলকভাবে নিয়মিত চলবে এই চালকবিহীন গাড়ি। আপাতত জুক্সের কর্মীরা রোবোট্যাক্সির সেবা পাবে। পরীক্ষামূলক চলাচল সফল হলেও কবে নাগাদ এটি বাজারজাত করা হবে, সে ব্যাপারে এখনো কিছুই জানায়নি আমাজন।

রোবোট্যাক্সি আনুষ্ঠানিকভাবে বাজারে ছাড়ার আগে নির্দিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে আমাজনকে। জুক্স-এর প্রধান নির্বাহী আইচাইভান্স বলেছেন, ‘পরীক্ষামূলক চলাচল সফলভাবে সম্পন্ন হওয়ায় রোবোট্যাক্সির বাজারে আসার পথ অনেকটাই সুগম হয়েছে।’

চালকবিহীন যান প্রযুক্তি ব্যাপক সাড়া ফেললেও বাস্তবে এর প্রয়োগ বেশ চ্যালেঞ্জিং। ব্যাপক বিনিয়োগ করেও এ খাত থেকে সরে যেতে বাধ্য হয় অটোমোবাইল জায়ান্ট ফোর্ড ও ফোকসওয়াগন এর মতো প্রতিষ্ঠানগুলো। তবে একই পথে না হেঁটে চালকবিহীন গাড়ি নির্মাণ প্রযুক্তিতে আস্থা রেখেছে আমাজন। এ খাতে বিপুল বিনিয়োগ করছে এই প্রযুক্তি জায়ান্ট। গত ২০২০ সালে প্রায় ১৩০ কোটি ডলারে জুক্সকে কিনে নেয় আমাজন।

এআর-০৪/১৮/০২ (আন্তর্জাতিক ডেস্ক)

মেসিকে পরের বিশ্বকাপে খেলতেই হবে: ডি মারিয়া

৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে অবশেষে আর্জেন্টিনাকে বিশ্বসেরার শিরোপা উপহার দিলেন লিওনেল মেসি। বিশ্বকাপ জয়ের তিন মাসও পেরোয়নি এর মধ্যেই শুরু হয়ে গেছে আলোচনা, পরের বিশ্বকাপে থাকছেন তো মেসি? বিভিন্ন দিক থেকে আসছে বিভিন্ন মতামত। এবার সেই জোয়ারে গা ভাসালেন মেসির আর্জেন্টাইন সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়া।

২০২৬ সালের ফিফা বিশ্বকাপে মেসিকে দেখতে চান ডি মারিয়া। তবে শুধু দেখতেই চান না। সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের আবদার, পরের বিশ্বকাপে খেলতেই হবে মেসিকে, ‘মেসিকে পরের বিশ্বকাপে থাকতেই হবে। সে ইতিহাসের সেরা খেলোয়াড়।’

মেসিকে পরের বিশ্বকাপে খেলতে বললেও নিজেকে পরের বিশ্বকাপে দেখেন না বলে জানিয়েছেন ডি মারিয়া। ২০২৬ সালের কোপা জিতেই ক্যারিয়ারের ইতি টানার আভাস দিয়েছেন তিনি, ‘আমি আর পরের বিশ্বকাপের স্বপ্ন দেখি না। কোপা আমেরিকা পাওয়াটা আমার জন্য দারুণ ব্যাপার হবে। আমি এটা পেতে পছন্দ করব। সেখানে চেষ্টা করাটাই বেশি গুরুত্বপূর্ণ হবে।’

কাতার বিশ্বকাপের আগে একাধিক সাক্ষাৎকারে মেসি নিজেই পরের বিশ্বকাপে খেলার সম্ভাবনায় ইতি টেনে দেন। মেসির এ সিদ্ধান্ত নিয়ে তার সতীর্থ কিংবা কাছের মানুষেরা তখন বিশেষ কোনো মন্তব্য করেননি। পরিস্থিতি বদলে যায় আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পর। কোচ লিওনেল স্কালোনিসহ মেসির বিশ্বকাপ জয়ের সঙ্গীরা বিভিন্ন সাক্ষাৎকারে মেসিকে ২০২৬ বিশ্বকাপেও খেলার অনুরোধ জানাতে শুরু করেন।

তবে পরের বিশ্বকাপে থাকা কিংবা না থাকা নিয়ে এখনই কোনো মন্তব্য করছেন না মেসি। বিশ্বকাপ জয়ের পর জানিয়েছেন, বিশ্বচ্যাম্পিয়ন হয়ে আরও কিছুদিন খেলতে চান। ফর্মে থাকলে হয়তো খেলেও ফেলতে পারেন আরও একটি বিশ্বসেরার আসর।

এসএ-১৮/০২/২৩ (স্পোর্টস ডেস্ক)

‘রোজায় নিত্যপণ্যের কোনো সংকট হবে না’

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, সামনে রোজার মাস আসছে। সরকার সার্বিক প্রস্তুতি নিচ্ছে। রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোনো সংকট হবে না।

শনিবার দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ীতে পাইস্কা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনীতে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ আবার শেখ হাসিনাকেই ক্ষমতায় আনবে। আগামী নির্বাচনে জনগণ আবার আওয়ামী লীগকে বিপুল ভোটে নির্বাচিত করবে। কাজেই, আগামী দিনেও শেখ হাসিনা দেশকে নেতৃত্ব দিবে। বিএনপির পায়ের নিচে মাটি নেই, তাদের কথায় রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে না, সরকারের পতন হবে না। বর্তমান সরকার কন্টিনিউ করবে।

আব্দুর রাজ্জাক বলেন, তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না, আমাদের সংবিধানে নেই। আন্দোলনের নামে বিএনপি ২০১৫ সালের মতো তাণ্ডব সৃষ্টির অপচেষ্টা করছে। জনগণের মাঝে বিএনপির ভিত্তি নেই। জনগণের সম্পৃক্ততা নেই বলে বিএনপির আন্দোলন আগের মতো এবারও কোনো কাজে আসবে না।

শিক্ষার্থীদের উদ্দেশে কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক উন্নত হয়েছে। তবে সব মানুষের জীবনকে উন্নত করতে হলে দেশটিকে আরও উন্নত করতে হবে।

অবৈধভাবে ধনসম্পদ উপার্জন আর বিলাসিতায় জীবন না কাটানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, অবৈধভাবে ধনসম্পদ উপার্জন করাই মূল লক্ষ্য হওয়া উচিত নয়। কত টাকা আমাদের দরকার, কতটুকু বিলাসিতা প্রয়োজন সেটি ভেবে দেখতে হবে। অন্যের প্রয়োজন ও জীবনযাত্রার দিকেও খেয়াল রাখতে হবে।

এআর-০৩/১৮/০২ (ন্যাশনাল ডেস্ক)

তাসকিন পিএসএলে খেলার প্রস্তাবও ফিরিয়ে দিলেন

এর আগে বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্জাইজি ক্রিকেট লিগ ভারতের আইপিএলে খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। আরও একবার তাসকিন আহমেদ লোভনীয় প্রস্তাবকে অগ্রাহ্য করলেন দেশের কথা ভেবে।

এবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে পাওয়া প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তাসকিন। মুলতান সুলতানস তাকে তিন ম্যাচের জন্য চেয়েছিল। কিন্তু ইংল্যান্ড সিরিজের কথা মাথায় রেখে সেই প্রস্তাবে ‘না’ বলে দিয়েছেন এই গতিতারকা।

বাংলাদেশ দলের তিন ফরম্যাটেই তাসকিন আহমেদের চুক্তি আছে। বিপিএলের শেষদিকে এসে চোটে পেয়েছেন এই ডানহাতি পেসার। এখন অনেকটাই সুস্থ। কিন্তু ইংল্যান্ড সিরিজের আগে কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নন তাসকিন।

আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, ‘যেহেতু এত গুরুত্বপূর্ণ একটা সিরিজ (ইংল্যান্ডের বিপক্ষে), গুরুত্বপূর্ণ এটা। তো কয়েক ম্যাচের জন্য যদি প্রস্তাব আসে, ওখানে গিয়ে আমি এ খেলা মিস করি, সেটা খারাপ দেখাবে। যেহেতু আমি একটা চোট কাটিয়ে উঠছি, তাই ফিট হওয়াটা গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আক্ষেপ নেই।’

আজ একাডেমি মাঠে বিসিবির পুনর্বাসন কেন্দ্রের প্রধান জুলিয়ান ক্যালেফাতোর সঙ্গে কাজ করতে দেখা গেছে তাসকিনকে। চাইলে পিএসএলে খেলতে পারতেন, তবে তাসকিন চান পুরোপুরি ফিট হয়ে দেশের হয়েই মাঠে নামতে।

এদিকে পিএসএল খেলতে এখন পাকিস্তান আছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। তিনি পেশোয়ার জালমির হয়ে একটি ম্যাচ খেলেছেন।

এসএ-১৮/০২/২৩ (স্পোর্টস ডেস্ক)

সিরিয়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত ৫৩

শক্তিশালী ভূমিকম্পে হাজারো মানুষের মৃত্যুর ঘটনায় সিরিয়া এখন সংবাদমাধ্যমে আলোচনার কেন্দ্র রয়েছে। এর মধ্যে দেশটিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। নিহত হয়েছেন অন্তত ৫৩ জন।

সিরিয়া সরকারের অভিযোগ, এ হামলার পেছনে ইসলামিক স্টেটস (আইএস) জড়িত। তবে আইএসের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক স্বীকারোক্তি দেওয়া হয়নি। গত এক বছরের বেশি সময়ের মধ্যে দেশটিতে এটাই সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত খবরে বলা হয়েছে, সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আর-শোখনা শহরের মরুভূমিতে গতকাল শুক্রবার সকালে এলোপাতাড়ি গুলি চালায় আইএসের সন্ত্রাসীরা। এতে অন্তত ৫৩ জন নিহত হন।

স্থানীয় পালমিরা হাসপাতালের পরিচালক ওয়ালিদ আদি জানান, হামলার ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে ৪৬ জন বেসামরিক মানুষ ও সাতজন সিরীয় সেনা রয়েছেন।

যুক্তরাজ্যভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতকালের ওই হামলার খবর নিশ্চিত করেছে।

একই দিন সিরিয়ায় আইএসের একজন জ্যেষ্ঠ নেতাকে ধরার জন্য তল্লাশি অভিযান চালায় মার্কিন সেনারা। এ সময় বিস্ফোরণে চার সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড।

এক দশকের বেশি সময় ধরে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। এর মধ্যে বিভিন্ন সময় দেশটিতে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে।

এআর-০২/১৮/০২ (আন্তর্জাতিক ডেস্ক)