কোহলির জন্য মাঠে এনার্জি ড্রিঙ্ক এনে নিজেই খেয়ে ফেললেন ইশান!

বিশ্বকাপে ভারতের দলে ইশান কিষান আছেন। অথচ সোশ্যাল মিডিয়ায় কোনো দৃশ্য ভাইরাল হবে না, সেটা কি হয়? কিষান মানেই যেন ভাইরাল কোনো ঘটনা। বেঙ্গালুরুতে ভারত-নেদারল্যান্ডস ম্যাচেও ঘটেছে তেমন একটি ঘটনা। যার একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায়, মাঠের মধ্যে দাঁড়িয়ে এনার্জি ড্রিঙ্কস খাচ্ছেন কিষান। পাশে দাঁড়িয়ে আছেন ভিরাট কোহলি।

নেটিজেনদের দাবি, কোহলিকে এনার্জি ড্রিঙ্কস দিতে এসে নিজেই খেতে শুরু করে দেন। তবে অনেকেই বলছেন, কোহলিকে দেয়ার পর তিনি খাচ্ছিলেন।

ভাইরাল হওয়া ছবি রোববারের ভারত-নেদারল্যান্ডস ম্যাচের। ১৭.৪ ওভারে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা আউট হওয়ার পর মাঠে ড্রিঙ্কস নিয়ে আসেন ইশান। ছবিতে দেখা যায়, ক্রিজের মধ্যে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন কোহলি। তাকিয়ে আছেন ইশানের দিকে। আর ইশান অন্যদিকে মুখ ফিরে এনার্জি ড্রিঙ্কস খাচ্ছেন। নিচে রাখা হয়েছে ড্রিঙ্কসের বোতলের ব্যাগ। যে ব্যাগটি নিয়ে মাঠে এসেছিলেন বাঁ-হাতি এই ব্যাটার।

এমন ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর মজা করতে ছাড়েননি নেটিজেনরা। এক নেটিজেন মজা করে লেখেন, কোহলি বলছেন যে, প্রথমে নিজে খেয়ে বিশ্বস্ততা প্রমাণ কর। আরেকজন একটু বেশিই মজা নেন। তিনি বলেন, ইশান দৌঁড়ে মাঠে যান। তাতেই এনার্জি হারিয়ে ফেলেন। সেজন্য এনার্জি ড্রিঙ্কস খাচ্ছেন।

এর আগে মাঠে ভিরাট কোহলিকে নকল করে কিংবা সতীর্থ শুভমান গিলকে থাপ্পড় মারার মতো নানা মজার ঘটনায় ভাইরাল হয়েছিলেন ইশান।

এসএইচ-১০/১৩/২৩ (স্পোর্টস ডেস্ক)