রাত ৩:৩৭
সোমবার
৬ ই মে ২০২৪ ইংরেজি
২২ শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
২৭ শে শাওয়াল ১৪৪৫ হিজরী
spot_img

পাঁচ দিনে অননুমোদিত ১,৩৩৩ হাসপাতাল-ক্লিনিক বন্ধ

সারা দেশে ১ হাজার ৩৩৩টি অনুমোদনহীন হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। মঙ্গলবার সন্ধ্যায় অধিদফতরের হালনাগাদ তথ্যে এ বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, পাঁচ দিনের অভিযানে ঢাকায় ২৮৬টি, চট্টগ্রামে ২১২টি, রাজশাহীতে ১৯৩টি, রংপুরে ৭৩টি, ময়মনসিংহে ১৪৭টি, বরিশালে ৬৫টি, সিলেটে ৪৭টি এবং খুলনায় ৩১১টি অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে।

গত ২৫ মে দেশের অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো নিয়ে স্বাস্থ্য অধিদফতরে এক সভা অনুষ্ঠিত হয়।

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর মনিটরিং ও সুপারভিশন বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

আলোচনা শেষে কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয়। সে অনুযায়ী ২৬ মে সারা দেশের অনিবন্ধিত বেসরকারি সব স্বাস্থ্যকেন্দ্র পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশনা দেয় স্বাস্থ্য অধিদফতর। পরদিন থেকে সারা দেশে শুরু হয় অভিযান।

এসএইচ-২৬/৩১/২২ (ন্যাশনাল ডেস্ক)

ব্যস্ত মহাসড়ক পাড়ি দিচ্ছে অজগর

সিলেট বিমানবন্দর সড়কের ক্যাডেট কলেজের সামনে একটি অজগর রাস্তা পাড়ি দিচ্ছিল। অজগরটির রাস্তা পাড়ি দেয়া নির্বিঘ্ন রাখতে সড়কে যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ করে দেন চালকরা।

অজগরটিকে সুন্দরভাবে পারাপারের সুযোগ করে দেয়ার ১০ সেকেন্ডের ওই ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার শেয়ার করা ভিডিওতে দেখা যায়, অজগরটি যখন রাস্তা পারাপার হচ্ছে তখন রাস্তার দু’দিক থেকে আসা গাড়িগুলো সাময়িক সময়ের জন্য বন্ধ রেখে সাপটিকে রাস্তা পারাপারে সহযোগিতা করেছেন চালকরা।

স্বপ্নবাজ মানুষ (Shopnobazz Manuj) নামের এক ফেসবুক আইডি থেকে ওই ভিডিওটি শেয়ার করা হয়। তিনি মোবাইল দিয়ে ভিডিও করে তার আইডিতে শেয়ার করেন, পরে তা ভাইরাল হয়ে যায়।

এই দৃশ্য দেখে তার পোস্টে সবাই প্রশংসা করেন গাড়িচালকদের। প্রকৃতিপ্রেমী গাড়িচালকদের মতো প্রকৃতির প্রতি সবার সহনশীলতা আচরণের আহ্বান জানান তারা।

এ বিষয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম জানান, অজগরের নিরাপদে সড়ক পারাপারের দৃশ্যটি আমাদের আশা জাগিয়েছে। মানুষ এখন অনেক সচেতন এই দৃশ্যটিই তার প্রমাণ। এটি পরিবেশ কর্মীদের দীর্ঘদিনের আন্দোলনের সফলতা। তবে এই দৃশ্যটি পর্যাপ্ত নয় সাধারণ মানুষদের আরও সচেতন হতে হবে।

এসএইচ-২৫/৩১/২২ (অনলাইন ডেস্ক)

ঢাকা-জলপাইগুড়ি মিতালী এক্সপ্রেসের যাত্রা শুরু বুধবার

রাজধানী ঢাকা ও ভারতের জলপাইগুড়ির মধ্যে আন্তঃদেশীয় ‘মিতালী এক্সপ্রেস’ ট্রেন বাণিজ্যিকভাবে চলাচল শুরু করছে বুধবার  থেকে।

মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, মিতালী এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান ভারতের দিল্লিতেে অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের জন্য বাংলাদেশের রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এরইমধ্যে ভারতে অবস্থান করছেন। তিনি এবং ভারতীয় রেলমন্ত্রী আশ্বিনি বৈষ্ণব সকাল ৯টা ২৫ মিনিটে ট্রেনটির ভার্চ্যুয়াল ফ্ল্যাগ অফ করবেন।

মিতালী এক্সপ্রেস ট্রেনটি ভারতের নিউ জলপাইগুড়ি থেকে বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে চলাচল করবে। ট্রেনটি ভারতের হলদিবাড়ি-বাংলাদেশের চিলাহাটি রুট দিয়ে চলাচল করবে।

ট্রেনের পরিচালন সময় ৯ ঘণ্টা ৫৫ মিনিট। নিউ জলপাইগুড়ি বেলা ১১টা ৪৫ মিনিটে (আইএসটি), ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছাবে রাত ১০টা ৩০ মিনিটে (বিএসটি)। একইভাবে ঢাকা ক্যান্টনমেন্ট ছাড়বে রাত ৯টা ৫৯ মিনিটে (বিএসটি), নিউ জলপাইগুড়ি পৌঁছাবে সকাল ৭টা ১৫ মিনিটে।

ট্রেনটি সপ্তাহে দুই দিন চলাচল করবে। ভারত থেকে রোব ও বুধবার, বাংলাদেশ থেকে সোম ও বৃহস্পতিবার। ট্রেনের ভাড়া এসি বার্থ ৫ হাজার ২৫৫ টাকা, এসি সিট ৩ হাজার ৪২০ টাকা এবং এসি চেয়ার ২ হাজার ৭৮০ টাকা।

এসএইচ-২৪/৩১/২২ (ন্যাশনাল ডেস্ক)

মাদক মামলা: বেকসুর খালাস আরিয়ান, শাস্তি পেল সামীর

একদিকে বেকসুর খালাস পেলেন শাহরুখপুত্র আরিয়ান খান। অন্যদিকে শাস্তি পেলেন এনসিবি কর্মকর্তা সামীর ওয়াংখেড়।

শাহরুখপুত্র আরিয়ান মাদক মামলায় আটকের পর থেকেই ঘটনা বিভিন্ন দিকে বাক নেয়। গেল বছরের ২ অক্টোবরে মুম্বাইয়ের উপকূলে প্রমোদতরী কর্ডেলিয়ায় এনসিবি অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন সামীরই। সেখান থেকেই মাদক-যোগের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল আরিয়ান ও তাঁর সঙ্গীদের।

তবে আরিয়ানের বিরুদ্ধে আনা কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি এনসিবি। আর সে জন্যেই শাহরুখপুত্রের বিরুদ্ধে অসত্য অভিযোগে তদন্ত চালানোর দায়ে সামীরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে। এবার তারই ধারাবাহিকতায় এনসিবি অফিসার সামীর ওয়াংখেড়েকে বদলি করা হলো চেন্নাইয়ে। মাদক মামলায় আরিয়ান ও অন্যদের গ্রেফতার করেছিলেন মুম্বাইয়ের নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র প্রধান সমীর।

চেন্নাইয়ে ট্যাক্সপেয়ার সার্ভিস ডিরেক্টরেটের ডিজি পদ সামলাবেন সামীর। আরিয়ানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও তা প্রমাণে ব্যর্থ হওয়ায় সামীরকে এই শাস্তি দেয়া হয়েছে। অন্যদিকে প্রমোদতরীতে মাদক নেয়ার মামলায় এনসিবি বেকসুর খালাস করেছে আরিয়ানকে।

এনসিবিতে তাঁর মেয়াদ শেষে চলতি বছরের শুরুতেই মুম্বাই ডিআরআই-এর আইআরএস হিসেবে নিযুক্ত হয়েছিলেন সামীর। এবার সেখান থেকে চেন্নাইতে বদলি করা হলো ২০০৮ ব্যাচের এই আইআরএস-কে। জানা গেছে, আগামী ১০ জুন নতুন পদে দায়িত্ব নেবেন ‘বিতর্কিত’ এই আইআরএস অফিসার।

গেল বছর প্রমোদতরীতে এনসিবির কর্মকর্তাদের অভিযানে আটক করা হয়েছিল শাহরুখপুত্র আরিয়ান খানকে। প্রায় এক মাস জেলে কাটিয়ে জামিনে ছাড়া পান ‘বাদশা’-পুত্র। তারপরেও নিয়মিত এনসিবি দফতরের জিজ্ঞাসাবাদে হাজিরা দিতে হত তাঁকে। তার পরেই শুক্রবার পেশ করা চার্জশিটে এনসিবি থেকে জানানো হয়, আরিয়ান বেকসুর খালাস পেয়েছে।

এসএইচ-২৩/৩১/২২ (বিনোদন ডেস্ক)

স্ট্রবেরি থেকে যুক্তরাষ্ট্র-কানাডায় নতুন রোগের সংক্রমণ

যুক্তরাষ্ট্র এবং কানাডায় হেপাটাইটিস এ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ‘দূষিত অর্গানিক স্ট্রবেরি’ থেকে এ রোগ ছড়িয়ে থাকতে পারে।

স্থানীয় সময় শনিবার গভীর রাতে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এক বিবৃতিতে জানায়, যেসব স্ট্রবেরি থেকে হেপাটাইটিস এ ছড়িয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে, সেগুলো গত ৫ মার্চ থেকে ২৫ এপ্রিলের মধ্যে ফ্রেশক্যাম্পো বা এইচইবি ব্র্যান্ড নামে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হয়। খবর আল-জাজিরার।

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ১৭ জনের দেহে হেপাটাইটিস এ শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১২ জন হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্তদের ১৫ জনই ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। এ ছাড়া কানাডায় ১০ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে চারজন আলবার্টা এবং ছয়জন সাসকাচুয়ানের বাসিন্দা।

এফডিএ বলছে, ট্রেডার জো এবং ওয়ালমার্টসহ যুক্তরাষ্ট্রের কমপক্ষে নয়টি সুপারশপে ফলটি বিক্রি হয়েছিল। অন্যদিকে কানাডার পাবলিক হেলথ এজেন্সি (পিএইচএসি) জানায়, স্ট্রবেরিগুলো সাসকাচুয়ান ও আলবার্টার দোকানগুলোতে ৫ থেকে ৯ মার্চের মধ্যে বিক্রি হয়।

এফডিএ’র এক কর্মকর্তা বলেন, ‘যারা তাজা স্ট্রবেরি কিনেছেন এবং পরে খাওয়ার জন্য ফ্রিজে রেখেছেন, তাদের উচিত সেগুলো ছুড়ে ফেলা দেয়া।’

এদিকে করোনা মহামারি পুরোপুরি কাটিয়ে ওঠার আগেই সম্প্রতি নতুন করে আতঙ্ক ছড়াতে শুরু করেছে মাঙ্কিপক্স। এর মধ্যেই সম্প্রতি বিশ্বের ৩৩টি দেশে শনাক্ত হয় ‘অজানা’ হেপাটাইটিস। এ পর্যন্ত ৬৩০ শিশুর দেহে এ রোগটি ধরা পড়েছে বলে সম্প্রতি জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে রোগটি আসলেই হেপাটাইটিস কিনা, তা নিশ্চিতে গবেষণা চলছে বলেও জানায় সংস্থাটি।

গুরুতর ও তীব্র এই ভাইরাসকে কখনো ‘অ্যাকিউট হেপাটাইটিস’, আবার কখনো ‘অজানা হেপাটাইটিস’ বলে ডাকা হচ্ছে। এটি মূলত লিভারের প্রদাহ, যা ধীরে ধীরে লিভারকে অচল করে দিতে পারে। গত ২৩ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথম ‘অজানা হেপাটাইটিস’ রোগের কথা জানায়।

ডব্লিউএইচও বলছে, গত ৫ এপ্রিল থেকে ২৬ মে পর্যন্ত ৩৩টি দেশে অজানা এই হেপাটাইটিসে আক্রান্ত ৬৫০ রোগী শনাক্ত হয়েছে। রোগটি সবচেয়ে বেশি ছড়িয়েছে ইউরোপীয় অঞ্চলে। এ পর্যন্ত ইউরোপের ২২টি দেশে ৩৭৪ জনের শরীরে এ রোগ শনাক্ত হয়েছে। এর মধ্যে শুধু যুক্তরাজ্যেই শনাক্ত হয়েছে ২২২ জন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বজুড়ে অজানা হেপাটাইটিস রোগীর সংখ্যা রহস্যজনকভাবে বাড়ছে। এ পর্যন্ত এ রোগে অন্তত ৯ শিশুর মৃত্যু হয়েছে।

অন্যদিকে মার্কিন স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, সাম্প্রতিক এই হেপাটাইটিসের উৎস হতে পারে ‘অ্যাডেনো ভাইরাস’। এটি খুব সাধারণ একটি ভাইরাস, যা শিশুদের মধ্যে প্রায়ই দেখা যায়।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানায়, নতুন এ রোগ ছড়ানোর পেছনে করোনা সংক্রমণের কোনো ভূমিকা আছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এসএইচ-২২/৩১/২২ (অনলাইন ডেস্ক)

ছয় সন্তানকে হত্যা করলেন মা!

আত্মহত্যা করবেন বলে নিজের ছয় শিশুসন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিয়েছিলেন এক নারী।

কিন্তু পানিতে হাবডুবু খেতে খেতে হঠাৎ বাঁচার ইচ্ছা তীব্র হয়ে ওঠায় তিনি ওপরে উঠে আসেন। সন্তানরা পড়ে থাকে পানিতেই। এসময় করুণ মৃত্যু হয় ছয় সন্তানের।

সোমবার রাতে ভারতের মহারাষ্ট্রের রায়গড় জেলায় এই ঘটনা ঘটে। খবর আনন্দবাজারের।

খবরে জানা যায়, ওই মায়ের নাম রুনা চুখুরি সাহানী। তিনি মাহাড়ের খারাভলি গ্রামের বাসিন্দা। বয়স ৩০ বছর। তার বাড়ি উত্তর প্রদেশে। অভাবের তাড়নায় কাজ খুঁজতে তার স্বামী স্ত্রী-সন্তানসহ মহারাষ্ট্রে এসেছিল। স্বামী মদ্যপ। নিয়মিত কাজও মেলে না।

অভাবের তাড়নায় অথবা স্বামীর অত্যাচারে ওই মহিলা সন্তানদের সাথে নিয়ে কুয়োয় ঝাঁপ দিয়েছিলেন। তাদের মধ্যে একজন ছেলে শিশু, বাকী পাঁচজন মেয়ে শিশু। তাদের সবাই ১০ বছরের কম বয়সী।

৩০ বছরের ওই মহিলা বেঁচে গেলেও তার এক শিশুপুত্র এবং পাঁচ শিশুকন্যার মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের সকলেরই বয়স ১০-এর কম।

মাহাড়ের খারাভলি গ্রামের বাসিন্দা ওই মহিলা পুলিশি জেরায় জানিয়েছেন, স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের অত্যাচারের কারণেই সন্তানদের নিয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন তিনি।

এসএইচ-২১/৩১/২২ (অনলাইন ডেস্ক)

মাত্র ত্রিশ হাজার টাকার জন্য আঁখিকে অপহরণ

নিখোঁজের তিন মাস পর সন্ধান মিলল দেড় বছরের শিশু আঁখির। সন্তানকে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মা।
ছবি: গ্রেফতার রাশেদ (বায়ে) ও তার ফুফু রোকসানা পারভিন (ডানে)।)

অপহরণের সঙ্গে জড়িত দুই জনকে গ্রেফতারের পর রাজধানীর কারওয়ানবাজারে মিডিয়া সেন্টারে ব্রিফিং করে র‌্যাব জানায় মাত্র ৩০ হাজার টাকার জন্য অপহরণ করা হয় আঁখিকে।

গত ৩১ মার্চ দেড় বছর বয়সী কন্যাশিশু তার ভাইয়ের সঙ্গে খেলার সময় আশুলিয়া থেকে অপহৃত হয়। পরবর্তীতে শিশুর স্বজনরা আশুলিয়া থানায় অজ্ঞাত আসামিদের নামে মামলা, একই সঙ্গে আশুলিয়া ও আশপাশের এলাকায় নিখোঁজ সংবাদ দিয়ে প্রচারণা চালায়।

এক পর্যায়ে অপহরণকারী রাশেদুল বিকাশে ত্রিশ হাজার টাকা দাবি করলে সেটা পরিবার প্রদান করে। এরপরই তদন্তে নামে র‌্যাব। তারই ধারাবাহিকতায় সোমবার রাতে রংপুর শহরে অভিযান চালিয়ে অপহরণকারী রাশেদুলকে গ্রফতার করে র‌্যাব।

র‍্যাব-৪ এর অধিনায়ক মোজাম্মেল হক বলেন, মিরাজ এবং আঁখি বাড়ির বাইরে খেলা করছিল তখন দশ টাকার একটা নোট দিয়ে চকলেট আনার জন্য মিরাজকে দোকানে পাঠায়। এই ফাঁকে অজ্ঞাতনামা ব্যক্তি শিশু আঁখিকে নিয়ে চম্পট দেয়। সাতদিন পর ফোন দিয়ে আসামি রাশেদ জানায় যদি তোমরা আখিকে ফেরত পেতে চাও তাহলে তার স্ত্রী নুরজাহানের ঠিকানা জানাতে হবে। কিন্তু তারা কান্নাকাটি করে বারবার মোবাইল ফোনে বলে যে আসলে তার স্ত্রীর ঠিকানা তারা জানে না কোথায় আছে সেটাও বলতে পারবে না।

তিনি বলেন, পালিয়ে থাকায় সে একটা ফন্দি আঁটে যে এখান থেকে কিছু টাকা-পয়সা ইচ্ছা করলে নেয়া যাবে। যেহেতু তাদের সামর্থ্য কম তাই তাদের কাছে ত্রিশ হাজার টাকা দাবি করে। পরে বিশ হাজার টাকা বিকাশে পাঠানো হয়, কিন্তু সে ভয়ে টাকা তুলে না। কারণ, টাকা তুলতে গেলে যদি আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে নেয়। পরে সে মোবাইল ফোন বন্ধ করে দিয়ে রংপুরে চলে যায় এবং আত্মগোপন করে। গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত সে আর কোনো তথ্য শেয়ার করেনি।

তার দেয়া তথ্যের ভিত্তিতে গাজীপুরের কালিয়াকৈর এলাকার রতনপুরের একটি বাসা থেকে শিশু আঁখিকে উদ্ধার করা হয়। এসময় রোকসানা নামে আরেকজনকে গ্রেফতার করা হয়।

মোজাম্মেল হক আরও বলেন, রাশেদের স্ত্রী ও আঁখির মা মিরা একই গার্মেন্টসে চাকরি করতো। পরে নুরজাহান পরকীয়া আসক্ত হয়ে তার স্বামীকে না জানিয়ে সাত বছরের বাচ্চা ছেলেকে রেখে অন্য একটি ছেলের সঙ্গে পালিয়ে যায়। তখন নুরজাহানের ঠিকানা জানার জন্য মিরার সঙ্গে বলে তার স্ত্রীর ঠিকানা দিতে। মিরা-সাদ্দাম দম্পতি তার ওয়াইফের বর্তমান ঠিকানা জানে না কিন্তু রাশেদের বিশ্বাস ছিল মিরা তার অবস্থান সম্পর্কে জানে। এ বিষয়টি জানতে পেরে এবং মীরা কে বাধ্য করার জন্য সে পরিকল্পনা করে যে তার শিশু কন্যা আঁখিকে সে অপহরণ করবে।

তিনি আরও বলেন, সেই পূর্বপরিকল্পনা অনুযায়ী ৩১ মার্চ সকাল ৯টা ৪০ মিনিটে চকলেট কিনার নামে তার ভাইকে দোকানে পাঠিয়ে একপর্যায়ে তাকে নিয়ে কালিয়াকৈরে তার ফুফু রোকসানা পারভিনের কাছে গিয়ে বলে যে এটি তার মেয়ে। যখন আমরা মেয়েটিকে উদ্ধার করতে যাই তখন সে মেয়েটিকে দিতে চাচ্ছিল না। আসামি রাশেদ এবং রোকসানা পারভিনের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে।

এর আগেও এমন ঘটনায় বেশ কয়েকজন অপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাব -৪।

এসএইচ-২০/৩১/২২ (ন্যাশনাল ডেস্ক)

চলতি বছর থেকেই বন্ধ হচ্ছে পিইসি পরীক্ষা

চলতি বছর থেকেই প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হবে না বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার বিকেলে মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।

মন্ত্রণালয় সূত্রে আরও জানা যায়, জাতীয় শিক্ষানীতি অনুযায়ী অষ্টম শ্রেণির আগে কোনো ধরনের পাবলিক পরীক্ষা গ্রহণের বিধান না থাকায় চলতি বছর থেকেই এ পরীক্ষাটি বন্ধ হচ্ছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন অফিসার মাহবুবুর রহমান তুহিন সময় সংবাদকে বলেন, জাতীয় শিক্ষানীতি অনুযায়ী অষ্টম শ্রেণির আগে কোনো ধরনের পাবলিক পরীক্ষা না থাকায় চলতি বছর থেকেই প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষা গ্রহণ করা হবে না বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এদিকে শিক্ষার্থীদের মূল্যায়ন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনে প্রণয়ন করা প্রাক-প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাক্রমের রূপরেখার আনুষ্ঠানিক অনুমোদন দেয়া হয়েছে। সোমবার (৩০ মে) শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দুই জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) যৌথ সভায় এ রূপরেখার অনুমোদন দেয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীকের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য (কারিকুলাম) অধ্যাপক মশিউজ্জামান বলেন, নতুন কারিকুলামের খসড়া পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে। এখন এটি বাস্তবায়নে আর কোনো বাধা নেই। আগামী বছর থেকে ধাপে ধাপে তা বাস্তবায়ন করা হবে। বর্তমানে মাধ্যমিকের পাইলটিং ক্লাস চলছে। সেসব বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পরিবর্তন লক্ষ্য করা গেছে। শিক্ষামন্ত্রী নিজেও কয়েকটি বিদ্যালয়ে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষকদের অনুরোধ করে সেসব বিদ্যালয়ে পাঠিয়েছিলেন। সকলে ইতিবাচক বলে জানিয়েছেন।

এনসিসিসির একজন সদস্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এ অনুমোদন কেবল আনুষ্ঠানিকতা। কারণ ইতোমধ্যেই মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণিতে পরীক্ষামূলকভাবে নতুন শিক্ষাক্রমের বাস্তবায়নও শুরু হয়ে গেছে। এমনকি প্রাথমিক স্তরে বিস্তারিত শিক্ষাক্রমও অনুমোদন দেয়া হয়েছে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর পরীক্ষামূলকভাবে (পাইলটিং) বাস্তবায়ন শেষে আগামী বছর থেকে বিভিন্ন শ্রেণিতে নতুন শিক্ষাক্রম পর্যায়ক্রমে চালু হবে। এর মধ্যে ২০২৩ সালে প্রথম, দ্বিতীয়, ষষ্ঠ ও সপ্তম শ্রেণি; ২০২৪ সালে তৃতীয়, চতুর্থ, অষ্টম ও নবম শ্রেণি; ২০২৫ সালে পঞ্চম ও দশম শ্রেণিতে চালু হবে নতুন শিক্ষাক্রম। এরপর উচ্চমাধ্যমিকের একাদশ শ্রেণিতে ২০২৬ সালে এবং দ্বাদশ শ্রেণিতে ২০২৭ সালে নতুন শিক্ষাক্রম চালু হবে।

নতুন শিক্ষাক্রমে প্রাক-প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত বিদ্যমান পরীক্ষার চেয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ধারাবাহিক মূল্যায়ন (শিখনকালীন) বেশি হবে। এর মধ্যে তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনো পরীক্ষা হবে না, পুরোটাই মূল্যায়ন হবে সারা বছর ধরে চলা বিভিন্ন রকমের শিখন কার্যক্রমের ভিত্তিতে। পরবর্তী শ্রেণিগুলোর মূল্যায়নের পদ্ধতি হিসেবে পরীক্ষা ও ধারাবাহিক শিখন কার্যক্রম- দুটোই থাকছে।

নতুন শিক্ষাক্রমে এখনকার মতো এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে না। শুধু দশম শ্রেণির পাঠ্যসূচির ভিত্তিতে হবে এসএসসি পরীক্ষা। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে দুটি পাবলিক পরীক্ষা হবে। প্রতি বর্ষ শেষে বোর্ডের অধীনে এ পরীক্ষা হবে। এরপর এ দুই পরীক্ষার ফলের সমন্বয়ে এইচএসসির চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

এ ছাড়া নতুন শিক্ষাক্রমে এখন থেকে শিক্ষার্থীরা দশম শ্রেণি পর্যন্ত অভিন্ন সিলেবাসে পড়বে। আর শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক না বাণিজ্য বিভাগে পড়বে, সেই বিভাজন হবে একাদশ শ্রেণিতে গিয়ে।

নতুন শিক্ষাক্রমে প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত ১০ ধরনের শেখার ক্ষেত্র ঠিক করা হয়েছে। এগুলো হলো, ভাষা ও যোগাযোগ, গণিত ও যুক্তি, জীবন ও জীবিকা, সমাজ ও বিশ্ব নাগরিকত্ব, পরিবেশ ও জলবায়ু, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং সুরক্ষা, মূল্যবোধ ও নৈতিকতা এবং শিল্প ও সংস্কৃতি। প্রাক-প্রাথমিকের শিশুদের জন্য আলাদা বই থাকবে না, শিক্ষকরাই শেখাবেন।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে নতুন শিক্ষাক্রমের রূপরেখাটি নীতিগত অনুমোদন দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন আনুষ্ঠানিকভাবে দুই মন্ত্রণালয়ের এনসিসিসিতে অনুমোদন দেয়ার ফলে এর আনুষ্ঠানিকতা শেষ হলো।

এসএইচ-১৯/৩১/২২ (শিক্ষা ডেস্ক)

ইউরোপিয়ান দেশের বিপক্ষে মেসি কেমন

আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি গায়ে আবার মাঠে নামছে লিওনেল মেসি। বুধবার (১ জুন) দিনগত রাতে মাঠে নামছে আলবিসেলেস্তেরা। মেসির নেতৃত্বে কোপা আমেরিকার চ্যাম্পিয়নরা খেলতে নামবে ইউরো চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে। ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে দুই মহাদেশের চ্যাম্পিয়নদের ম্যাচটিকে নামকরণ করা হয়েছে ‘লা ফিনালিসিমা’।

ইউরো চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন ইতালি। সবশেষ কোপা আমেরিকা জিতে মেসির আর্জেন্টিনা ঘুচিয়েছে দীর্ঘদিনের শিরোপা খরা। ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির জাতীয় দলের ক্যারিয়ারে সেটাই ছিল প্রথম কোন বৈশ্বিক শিরোপা। আর্জেন্টিনা অধিনায়কের মুকুটে এবার নতুন পালক যুক্ত করার সুযোগ।

দুই মহাদেশের দুই চ্যাম্পিয়নের এই লড়াই ফিফার অফিসিয়াল ম্যাচ। এই প্রতিযোগিতায় বিজয়ী দলের ট্রফি কেসে নতুন একটি শিরোপা যুক্ত হবে। অন্যান্য ম্যাচের মতোই এই ম্যাচেও ৯০ মিনিট খেলা হবে। তবে নির্ধারির সময়ের খেলা গোলশূন্য ড্র হলে কোনো অতিরিক্ত সময় যোগ করা হবে না, বরং সরাসরি গড়াবে পেনাল্টি শুটআউটে।

এই ম্যাচে জয় পেলে এটি হবে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের দ্বিতীয় শিরোপা। ‘লা ফিনালিসিমা’ খ্যাত এই ম্যাচ উপলক্ষে উত্তর স্পেনের ক্লাব অ্যাথলেটিক বিলবাওয়ের ট্রেইনিং গ্রাউন্ডে প্রস্তুতি গ্রহণ করেছে। এরপর সোমবার (২৯ জুন) আলবিসেলেস্তেরা ইংল্যান্ডে পাড়ি দেয়।

২০০৫ সালের ১৭ আগস্ট আর্জেন্টিনার হয়ে মেসির আন্তর্জাতিক অভিষেক হয়। হাঙ্গেরির বিপক্ষে সেই অভিষেক ম্যাচে মাঠে নামার দুই মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সেদিনের ‘নতুন ম্যারাডোনা’। এরপর ক্যারিয়ারে বিভিন্ন প্রতিযোগিতা ও প্রীতি ম্যাচ মিলিয়ে মোট ২৯টি ম্যাচ খেলেছেন ইউরোপের দেশগুলোর বিপক্ষে। তাতে জয় ১০ ম্যাচে, চার ম্যাচে ড্র ও বাকি ১৫ ম্যাচে হেরেছে তার দল।

ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে সুইজারল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ তিন গোল পেয়েছেন মেসি। ক্যারিয়ারে গড়ে ১০৩ মিনিটে গোলে অবদান রাখা আর্জেন্টিনা অধিনায়কের রেকর্ড ইউরোপের দেশগুলোর বিপক্ষে বেড়ে দাঁড়ায় ১১৭ মিনিটে।

মেসির অভিষেকের পর ইতালির বিপক্ষে মোট দুটি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা কিন্তু ইনজুরিতে দুবারই খেলতে পারেননি তিনি। আজ্জুরিদের বিপক্ষে জালের দেখা পেলে সেটা হবে দশম ইউরোপিয়ান দেশের বিপক্ষে মেসির গোল পাওয়ার ঘটনা।

ইউরোপিয়ান দেশের বিপক্ষে ২৯ ম্যাচে মেসি ১৩ গোল ও ৮ অ্যাসিস্ট করেছেন।

ইউরোপিয়ান দেশের বিপক্ষে মেসির গোল –

১. ক্রোয়েশিয়া – ২ গোল
২. সার্বিয়া ও মন্টেনেগ্রো -১ গোল
৩. সুইজারল্যান্ড – ৩ গোল
৪. ফ্রান্স – ১ গোল
৫. স্পেন – ২ গোল
৬. পর্তুগাল – ১ গোল
৭. জার্মানি – ১ গোল
৮. স্লোভেনিয়া – ১ গোল
৯. বসনিয়া – ১ গোল।

এসএইচ-১৮/৩১/২২ (স্পোর্টস ডেস্ক)

প্রাক্তন স্বামী নিয়ে মুখ খুললেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা

২০ মে ফের বিয়ের পিড়িতে বসেছেন বলিউডের ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর। লন্ডন প্রবাসী গৌতমকে হিন্দু রীতিতে বিয়ের খবর হঠাৎ জানান কনিকা।

এর আগেও অন্য এক লন্ডন প্রবাসী রাজ চন্দকের সাথে সাত পাকে বাধা পড়েছিলেন ভারতীয় এই গায়িকা। সে সংসারে কনিকার দুই কন্যা ও এক পুত্রসন্তান রয়েছে। তবে ২০১২ সালেই সেই সংসারের ইতি টানেন তিনি। দ্বিতীয় বিয়ের পর এগের স্বামী রাজ ও কনিকাকে শুভেচ্ছা জানান।

তবে এর আগে কনিকা রাজের সাথে তার সম্পর্ক বিচ্ছেদ নিয়ে কথা বলেননি। দ্বিতীয় বিয়ের পর এবার প্রাক্তন স্বামী নিয়ে মুখ খুলেছেন এই গায়িকা।

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম বিটির সঙ্গে এক সাক্ষাৎকারে কনিকা জানান, ‘আমি এবং আমার প্রাক্তন স্বামী পরস্পরের সঙ্গে সুন্দর একটি সম্পর্ক বজায় রেখেছি।

সে আমার জন্য মঙ্গল কামনা করে। আমরা সবসময় এভাবে পরস্পরের পাশে থাকব। আমি মনে করি, ঘৃণা ও নেতিবাচকতা ছাড়া আমাদের এভাবেই জীবনযাপন করতে হবে।’

খুব কম বয়সেই প্রথমবার বিয়ে করে করেন জানিয়ে কনিকা আর বলেন, ‘খুব কম বয়েসে বিয়ে করেছিলাম। এখন বিয়ে বিষয়টিকে ভালো করে বুঝতে পারি। আমি ভারতীয় পরিবারকে অনুরোধ করব, প্রত্যেক মেয়েকে যেন সুশিক্ষিত করে এবং বিয়ের আগেই যেন নিজের পায়ে দাঁড়ায়। কারণ যখন আপনি কারও ওপর নির্ভর করবেন, তখন আপনি সবসময় প্রত্যাশা নিয়ে বাঁচবেন এবং পড়ে যাবেন। অন্যজন যদি আপনার প্রত্যাশা পূরণ করতে না পারে তা হলে আপনি অসন্তুষ্ট হবেন।’

তাছাড়া নিজের কন্যাদের স্বাধীন করে তুলতে চান জানিয়ে কনিকা যুক্ত করেন, ‘আমার কন্যারা স্বাধীনভাবে বেড়ে উঠুক, স্বভাবে নম্র-ভদ্র হোক তা নিশ্চিত করতে চাই। আমি চাই না, কেউ একজন বিল দেবে তার জন্য আমার মেয়েরা অপেক্ষা করুক।’

এসএইচ-১৭/৩১/২২ (বিনোদন ডেস্ক)